নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহেবকে কিছু কাজ-কর্ম দেই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫



সেদিন কোথায় দেখলাম, প্রেসিডেন্ট হামিদ সাহেব বলেছেন, উনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু কাজ পাচ্ছেন না; কাজ উনার আছে, কিন্তু উনি দেখেন না, তাই আমাদেরকে দায়িত্ব নিতে হলো, উনাকে কাজটা বুঝায়ে দেয়ার জন্য; উনি পদাধিকার বলে, দেশের ৮৩টা বিশ্ব বিদ্যালয়, বা ব্যাংগের ছাতাগুলোর মাথা, চ্যানচেলর; ঐ তথাকথিত ইউনিভার্সিটিগুলোতে 'ইয়াবা' বেশী বিক্রয় হচ্ছে, বেশী খাওয়া হচ্ছে; ক্লাশ রুমে পড়ালেখার মুড থেকে ভালোবাসার মুড বেশী, ছাত্র থেকে কবি বেশী। ইয়াবা খাওয়ার পর, ব্ল্যাকবোর্ডের দিকে তাকালে দেখে দুনিয়া ঘুরছে, লাল, নীল পরীরা উড়ছে; নিউটন আইন স্টাইনদের জোকার মনে হয়; এক পংগু জেনারেশন তৈরি হচ্ছে!

এই ইয়াবা ব্যবসাতে নাকি সবাই আছে, সবার টাকা দরকার, জিং জিং মুড দরকার; প্রেসিডেন্ট সাহেবের ২টার মধ্যে কোনটাই এখন আর দরকার নেই; তাই উনি চাইলে ইহাকে বন্ধ করতে পারবেন; কমপক্ষে ছাত্রদের মাঝে ইয়াবা বিরোধী মনোভাব গড়ে তুলতে পারেন।

ড্রাগস বন্ধ করা কঠিন কাজ, কিন্তু দেশের মাথার জন্য উহা কঠিন হওয়ার কথা নয়; তা,ছাড়া উনার জীবনে উনি হাজারবার এমপি হয়েছেন, বড় কিছু করছেন বলে শোনা যায়নি; এবার এই কাজটা হাতে নিলে, একটা বড় কাজ হবে।

উনি যদি ১ দিন এক ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বসে ১ কাপ চা খান, ছেলেমেয়ারা উৎসাহিত হবে; উনি ছেলেমেয়েদের ইয়াবা ত্যাগ করে, শক্তিশালী জেনারেশনে পরিণত হয়ে, জাতিকে সাহায্য করার জন্য উপদেশ দিতে পারেন, তাদের সাথে কিছু প্রোগ্রামে কাজ করতে পারেন; কিছু রিসার্চ প্রোগ্রাম চালু করতে পারেন; এতে বছরে উনার ৮৩ দিনের কাজ জুটে যাবে, উনি বেকারের মত ঘুরবেন না।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: চাঁদ গাজী ভাই এসব আইডিয়া পান কেমনে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:




মাঝে মাঝে আমি কাজে ফাঁকি দিই, তখন গন্ডোগোল করার ইচ্ছা হয়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

গাজী ভাইর দারুন শার্প ব্রেইন! তবে আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি যদি শোনেন অবশ্যই তা রাখার চেষ্টা করবেন!

গাজী ভাই, লেখা খুব ভাল্লাগসে!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনার কথা শোনার পর, আমার নিজেরও ভালো লাগার শুরু করেছে।

আমাদের তরুণরা ইয়াবা খাচ্ছে, কয়েকদিন পরে ভায়াগ্রা লাগবে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন: এটা খুবই দুঃখজনক অবস্থা! সামাজিকতা ও নৈতিকতার অভাবটাই কি এর প্রধান কারন?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক সমস্যাই সব সমস্যার সৃস্টি করেছে; উপরে যারা বসে আছেন, উনারা কোনটাই ঠিক মতো করছেন না; রাজনৈতিক সমস্যা আসলে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার জন্ম দেয়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

রায়হানুল এফ রাজ বলেছেন: আইডিয়া ভাল। কাজ করলেই হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



যাহাদের আইডিয়া আছে, তারা জয়গা করতে পারছে না; উনার আইডিয়া না থাকলেও এক লাফে প্রেসিডেন্ট।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: উনাক+আপনাকে দু'জনকেই সমর্থন করতে হচ্ছে, বাস্তবতার জন্য।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:




আপনার পা কয়টা?

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

গেম চেঞ্জার বলেছেন: এইসকল আইডিয়া উনাদের দিয়ে কোন লাভ নেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমরা চাইলেও দিতে পারবো না; এগুলো বুঝাতে আবার এডভাইজারের দরকার হবে।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি বা তেনারা কাজ না করার জন্যই প্রেসিডেন্ট পদ পান...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:




বেগম জিয়া আর শেখ হাসিনা চাহেনি যে এঁরা কাজ কর্ম করুক।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

মামুন ইসলাম বলেছেন: ভালা B:-/ !:#P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:



দেশে বেকার বেড়ে গেছে, ২/১ টাকে কাজ দেয়া দরকার।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১২

সচেতনহ্যাপী বলেছেন: পা'দুটো।। তাই দু'জনকেই..।বুঝেন নি??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:




কয়েক নৌকায় দেখতেছি

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! চমৎকার আইডিয়া।

আমাদের সমাজ থেকে দিন দিন নৈতিকতা হারিয়ে যাচ্ছে। আব্দুল হামিদ সাহেবের মতো ব্যক্তিরা এই দেশের জন্য অনেক কিছুই করতে পারেন।কিন্তু তারা তেমন কিছুই করেন না।

আপনার আইডিয়া আব্দুল হামিদ সাহেব যথাযথ ভাবে পালন করলে অন্তত যুব সমাজের এই অবক্ষয় রোধ হতে পারে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



দেশের ১ নং লোকই বলছে কাজ কম, বাকীগগুলো কি করছে কে জানে?

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: প্রেসিডেন্টকে কাজে লাগাবার ভাল উপায় একটাই আছে
সেটা হলো বাকশাল ফিরিয়ে এনে রাস্ট্রপতির হাতে
সমস্ত ক্ষমতা ফিরিয়ে দেয়া !!!!, এতে খালেদা জিয়া
জাতীয় এক্যের জন্য যে ডাক দিয়েছেন মেটাও সফল
ভাবে সম্পন্ন হয়ে যাবে ,দেশের সব দল মিলে এক দল
হয়ে যাবে, রাস্ট্রপতিরাও তখন কাজ করতে করতে
বেহুশ হয়ে যাবেন !!!



১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ বাকশালকে বাঘের থেকে বেশী ভয় করে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ কোনভাবে শেখ সাহেব থেকে বেঁচে গেছে

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য কাজ করতে হবে।এটাই রাষ্ট্রপতির বড় দায়িত্ব বলে আমি মনে করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:




উনি বাংলাদেশের সবচেয় বড় পদে আছেন, মানুষকে মানুষ হতে সাহায্য করাই বড় কাজ।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

উত্তম প্রস্তাব।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:





দেখি, আমি কিছু করতে পারি কিনা; ছেলেমেয়েগুলো ঘোড়ার ঔষধ খাচ্ছে কেন, জানতে হবে, বুঝতে হবে!

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অতি উত্তম প্রস্তাব। এই প্রস্তাব সমর্থন করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:




মনে হয়, কাজটা আমাকেই করতে হবে, উৎসাহ পেয়ে ভাবনা বদলাচ্ছি; হামিদ সাহেবকে আইডিয়া দেয়া ঠিক হবে না।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: আইডিয়া খারাপ না কাজে লাগালে ভালো হবে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:




কাজে লাগবো, শীঘ্রই ফল দেখতে পাবেন।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: আইডিয়া ভাল তবে এটার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রায়র এপ্রুভাল লাগবে যা মাননীয় প্রধান মন্ত্রী কখনোই দিবেননা (কেন দিবেননা তা জেনে লাভ নেই)। কবর জিয়ারত ছাড়া আর কোন কাজ তাঁকে দেয়া হবেনা। সুতরাং রিল্যাক্স।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:



কবর জেয়ারতের জন্য মোল্লা শফিকে রাখলেই চলতো

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

জুন বলেছেন: ভালো আইডিয়া কিনতু কারযকর হবে কি !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:




আমার আিডিয়া আমি কার্যকর করবো, আিডিয়ার উপর আপনাদের মতামত চাচ্ছি; উনাকে টেনিছি পোস্টকে ভারী করতে; উনার এই ছবিটা বেকারের মতো লাগছিল!

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:




আমি আপনাকে ভাষাহারা করে দিলাম?

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরামপ্রিয়!
ঘটনা ঘটলে নিঃসন্দেহে ভালো হবে। তবে ঘটবে কি?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:




উনাদের ভাবনাশক্তি এখনো রবার্ট ক্লাইভের সমান বা কম।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: উনি যদি ১ দিন এক ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বসে ১ কাপ চা খান, ছেলেমেয়ারা উৎসাহিত হবে; উনি ছেলেমেয়েদের ইয়াবা ত্যাগ করে, শক্তিশালী জেনারেশনে পরিণত হয়ে, জাতিকে সাহায্য করার জন্য উপদেশ দিতে পারেন, তাদের সাথে কিছু প্রোগ্রামে কাজ করতে পারেন; কিছু রিসার্চ প্রোগ্রাম চালু করতে পারেন; এতে বছরে উনার ৮৩ দিনের কাজ জুটে যাবে, উনি বেকারের মত ঘুরবেন না।

অনেক শ্রদ্ধা রেখে বলছি, আপনার এই কথাগুলো খুব ভাল লেগেছে। সচেতন নাগরিকের মত কথা। এমন করেই ভাবা উচিত।
ইউরোপ আমেরিকাতে আপনার এমন মতামতের জন্য উপযুক্ত সম্মান দেওয়া হত।
অনেক ভাল লাগা আর শুভেচ্ছা রেখে গেলাম। ভাল থাকবেন খুব।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি মাঝে মাঝে ভালো কিছু ভাবছি বলে মনে হচ্ছে; ভাগ্য যে, কাজে ফাঁকি দিয়ে পোস্টটা লিখেছিলাম।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: উনার জীবনে উনি হাজারবার এমপি হয়েছেন, বড় কিছু করছেন বলে শোনা যায়নি; -- আমিও তাই ভাবছি। যিনি জনগণের কাছ থেকে এতটা ভালবাসা ও সম্মান পেয়েছেন, তিনি বিনিময়ে তাদের জন্যে কতটা করেছেন। তবে আপনার প্রস্তাবমত এই ৮৩টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের এবং সেখানকার ছাত্রদেরকে মোটিভেশনের কাজটা ওনাকে দিলে খুব ভালো হয়। ওনারও বেকারত্ব ঘুচে, জাতিও শিক্ষিত হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:




কলাগাছ

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: হুম.।.।.।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:




উনার পক্ষে সম্ভব?

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

বাকরখানি বলেছেন: কামকাজ তো আপনেরও দরকার। সকাল বিকাল অনলাইনে রাজা উজির মারেন, বাস্তবে পারলে কিছু কইরা দেখান হেডেম থাকলে। মাইনষের নামে অনলাইনে চেহারা ঢাইকা না বইল্লা হেডেম থাকলে সামনে যায়া বইলা আসেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


হুনেন মিয়া, ১০ কোটী টাকার আইডিয়া পাইছেন, লুংগি ফেলে নাচেন। আমি কিছু করলে, আপনার ইয়াবা ব্যবসা তো শেষ হবে।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: বলেছেন, কয়েক নৌকায় দেখতেছি।। =p~ ।। এপর্যন্ত ক'টায় দেখেছেন, দয়া করে বলবেন কি??

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


এখনো ১ টায়।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে ওমন মন্তব্যের ব্যাখ্যা দাবী করা কি আমার অন্যায় হবে?? ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:



বলে দেখলাম, আপনার রিএ্যাকশান দেখলাম। আমরা একই পথ ধরে সামনে যাচ্ছি

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯

বিলিয়ার রহমান বলেছেন: ভাবছি কি কমেন্ট করমু????

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



সিরিয়াস কিছু নয়, বড় পদগুলো গুরুত্বপুর্ণ; আর কাজে না লাগালে, কিছুই না।

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬

চাঁনপুইরা বলেছেন: "If I ruled the world everyday would be the first day of spring " মার্কা কল্পনা, তবে করতে দোষের কিছু নাই। কথা হল ইয়াবা , বাবা এ জাতীয় জিনিস বন্ধ করতে চাইলে আরও কত কিছু তার সাথে বন্ধ করতে হবে , সেই সাথে " তেনার "আজীবন ক্ষমতায় থাকার খোয়াব ও পয়মাল হয়ে যাবে ভায়া।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আসলে চেয়ার দখল করে রেখেছে, না হয়, সেখানে ভয়ংকর লোকেরা বসে যায়! কখনো মনযোগ দিয়ে চিন্তা করে দেখেছেন যে, যারা ১৯৭১ সালে মানুষ মেরেছে, তারা "দেশ চালায়েছে, সরকারের অংশ হয়ে; যারা বাংলাদশ চাহেনি, তারা বাংলাদেশ চালয়েছে"।

আমি দেখছি, আওয়ামী লীগ যা বলেছিল, বিশেষ করে ১৯৬৬ সাল থেকে, তার ধারে কাচেও নেই; কিন্তু মানুষও ভুল করেছে, আওয়ামী লীগকে চাপ না দিয়ে, বিএনপি'কে থাকতে দিয়েছে, জামাতকে ভোট দিয়েছে।

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

বাকরখানি বলেছেন: এতবার ব্যান খাওয়ার পরও আপনের টালমার্কা আগামাথাছাড়া কমেন্ট করার স্বভাব গেল না, যাইবও না =p~ এই যে আমারে লুঙ্গী ফালয়া নাচতে কইলেন, ইয়াবা ব্যবসায়ি কইলেন; এইটা ব্যক্তি আক্রমণ না? এই কথাগুলা আপনে আমার সামনে দাড়ায়া কইতে পারবেন? সাহস থাকলে বইলেন, আমার ঠিকানা জানামুনে আপনারে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনি সিরিয়াসলী নিবেন, সে কথা ভাবিনি।

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

পথহারা মানব বলেছেন: আরে গাজী দাদা!! যব্বর একখানা আইডিয়া দিছেনতো!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



ভাগ্যে ব্লগ ছিলো, না হয় আইডিটা বাতাসে মিশে যেতো, ব্লগারদের থেকে কেহ বড় পোস্টে গেলে, ভাবতে পারবেন যে, বড়কিছু করা সম্ভব। প্রেসিডেন্ট সাহেব কিছু ভাবছেন বলে মনে হয় না।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

প্রথমকথা বলেছেন:

আপনার পোষ্ট সত্যি অসাধারণ কিন্তু উনি কাজ করতে গেলে আজকালকের ছেলে মেয়েরা তাকে জুসের সাথে প্রথমে পেন্সিডিল পান করিয়ে দেবে তখন উনিও ফিলিংসে ডুবে যাবে। পরবর্তীতে মিষ্টি চা পান করালে পুরো গেছে।
যত কিছু বলি না কেন বাবা ইয়াবা থেকে ছাত্র সমাজ বের হতে না পারলে এই জাতির কি যে দশা হবে তা ভাবতে চমকে উঠি। ভাল পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় দাদা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:




১৭ কোটীর মাঝে উনিই সবচেয়ে বড় পদে আছেন, উনি যদি ইয়াবা আক্রমণ না ঠেকেতে পারেন, আমরা কি এমপি বদি'র কাছে যাবো?

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সাহসী সন্তান বলেছেন: কাজ দেওয়ার আগে প্রথমে জানা উচিত ছিল সেই কাজগুলো তিনি করবেন কিনা! আমি আবার উলো বনে মুক্ত ছড়াইতে কম পছন্দ করি! আফটার অল একটা দেশের প্রেসিডেন্ট যখন কাজ খুঁজে পান না, তখন আর তাকে কিইবা বলার থাকে?

যাহোক, তবে আপনার আইডিয়া ভাল। আর তার থেকে আরো ভাল হয় যদি এই আইডিয়া সম্বলিত একটা চিঠি আপনি রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করেন!

এনি ওয়ে, ঈদ কেমন কাটাইলেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ঈদ ভালোই কেটেছে। আপনার কি অবস্হা?

এগুলো ব্লগারদের জন্য, প্রেসিডেন্ট সিংগাপুরে ডাক্তার নিয়ে ব্যস্ত

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাহসী সন্তান বলেছেন: আমার অবশ্য ততটা ভাল কাটে নাই। হুট কইরা অসুস্থ হয়ে পড়ছিলাম! আর সে কারণে ব্লগেও আসতে পারি নাই। তবে এখন ঠিক-ঠাক! তো ঈদ দেশে করলেন না বিদেশে করলেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে।

ভালো কথা যে, সব ভালো এখন,; খাওয়ার দিকে খেয়াল রাখবেন

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

সোনা মানিক বলেছেন: যারা টুকটাক লিখছেন সবাই কি দেশের বাইরে থাকেন নাকি?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



না, ভেতরে বাহিরে!

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০০

সোনা মানিক বলেছেন: যারা টুকটাক লিখছেন সবাই কি দেশের বাইরে থাকেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.