নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১২ ঘন্টা পরে শুরু হচ্ছে বিশ্বের সেরা ডিবেইট, ট্রাম্প-হিলারী ডিবেইট

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪



প্রাচীন গ্রীসের অনুকরণে আধুনিক আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ডিবেইটকে বিরাট স্হান দিয়েছে; ডিবেইটে জয়ী হলে যে প্রেসিডেন্ট হবেন, তার নিশ্চয়তা নেই; তবে, ডিবেইটে পরাজিত হলে, পরাজিত হওয়ার সম্ভাবনা বাড়ে।

আধুনিক লজিক্যাল ডেবেইটের জন্মস্হান গ্রীস; সক্রেটিস ও উনার ছাত্ররা মিলে সেই সময়কার সার্বিক বিষয়ে আলোচনা করতেন, বিতর্ক করতেন; সক্রেটিস সেই সময়কার সেরা ডিবেইটার ছিলেন।

আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্যান্ডিডেটেরা দেশের রাজনৈতিক এজন্ডাগুলোর উপর নিজের অবস্হান, সেগুলো কার্যকরীর রোড-ম্যাপ নিয়ে আলাপ করেন, দেশের বিবিধ পলিসির উপর বিতর্ক করেন, নিজের অবস্হান পরিস্কার করে; মানুষ ক্যান্ডিডেটদের সামনা সামনি তুলনা করার সুযোগ পায়।

এবারের আমেরিকান নির্বাচনটা একটু আলাদা, ২ জন দুর্বল ক্যান্ডিডেটের প্রতিযোগীতা হচ্ছে, যেখানে ১ জন আবার প্রফেশানেল রাজনীতিবিদ নন। তবুও আমেরিকান নিয়মানুসারে সবকিছু এগুচ্ছে; সেই অনুসারে ২৬ শে সেপ্টেম্বর অনিস্ঠিত হচ্ছে ১ম ডিবেইট।

আমেরিকার ইতিহাসে, এবাের ডিবেইটি সবচেয়ে বেশী আমেরিকান দেখবেন, ১২ কোটী মানুষ দেখবেন বলে ধারণা করা হচ্ছে। প্রাইমারীতে ডোনাল্ড ট্রাম্পের ডিবেইটের স্টাইল ছিলো মানুষের ধারণার বাহিরে; তিনি মোটামুটি অরাজনৈতিক ভাষায় ডিবেট করেও প্রতিপক্ষদের কুপোকাৎ করেন; এবং সেটাই মানুষকে ডিবেইটে আকর্ষণ করছে।

হিলারী ক্লিনটনকে অনেকেই প্রশিক্ষণ দিচ্ছে; উনার আগের ইতিহাস ডিবেইটার হিসেবে ভালো নয়, এবারের প্রাইমারীতে প্রায় প্রতি ডিবেইটে উনি বার্ণি সেন্ডার্সের কাছে পরাজিত হয়েছে। এদিকে ট্রাম্প মোটামুটি প্রস্তুতি নিচ্ছে না, তিনি বলে বেড়াচ্ছেন যে, ডিবেইট হলো 'কমনসেন্সের' ব্যাপার, সাথে ব্যক্তিগত বিশ্বাসই যথেস্ট। অবশ্য, প্রাইমারীর ডিবেইটে ট্রাম্প নাম-করা সিনেটর ও গভর্ণরদের তুলা-ধুনো করে বাতাসে উড়ায়ে দিয়েছে অরাজনৈতিক ভাষায়।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৮

হাকিম৩ বলেছেন: বড় খুশীর সংবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক মনের মানুষদের জন্য ভাবনার বিষয়

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৪

তানভীর আকন্দ বলেছেন: ট্রাম্পকে যতো স্টুপিডই মনে হোক, সে ভাল বিজনেজম্যান। টাকা পয়সারও অভাব নাই। শেষ পর্যন্ত তারই প্রেসিডেন্ট হয়ে যাবার সম্ভাবনা আছে মনে হয়...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



সে কি করবে কেহ জানে না; তবে, হিলারী যে ভালো করার মতো দক্ষ নয়, এটা সবাই জানে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

মামুন ইসলাম বলেছেন: ট্রাম্প এর প্রেসিডেন্ট হয়ে যাবার সম্ভাবনা আছে ১০০% ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, হিলারী পরাজিত হওয়ার সম্ভাবনা।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

তানভীর আকন্দ বলেছেন: যেই প্রেসিডেন্ট হোক, আমেরিকার পররাষ্ট্রনীতির যে খুব একটা গড়মিল হবে তা মনে হয় না, বিশেষ করে আমেরিকার বাসিন্দা যেহেতু না আমাদের আগ্রহওতো কেবল ওইটুকুতেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে আমেরিকার পররাষ্ট্রনীতি তুলনামুলকভাবে ভালো; চীন, ভারত, বা রশিয়া যদি আমেরিকার মতো শক্তিশালী হতো, মানুষকে ওরা দাস বানায়ে ফেলতো; যে দেশ পছন্দ হতো, সেটা দখল করে বসতো।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০

ডঃ এম এ আলী বলেছেন: হিলারীতো তোতা পাখীর মত মুখস্ত বিদ্যা ঝাড়বে । সিলেবাসের বাইরে কিছু আলোচনায় এলে তার মাথা ঠিক থাকবেতো, নাকি দিন কয়েক আগের মত মাথা আওলাইয়া ঘুরান দিয়া পড়বে আবার । এ বিষয়টি মাথায় রেখেই ট্রাম্প হিলারীকে ভাল করে বিশ্রাম নিয়ে সুস্থ দেহে বিতর্ক অনুষ্ঠানে আসার জন্য পরামর্শ দিয়ে আসছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম । যাহোক ভালয় ভালয় ডিবেইটটা হলে হয় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প এমন কিছু বলে দিতে পারে, যাতে আমেরিকা ক্ষেপে যেতে পারে, যেমন পুতিন ভালো বন্ধু; তা'হলে হিলারীর কিছু করা লাগবে না; হিলারী তাকে এ ধরণের খন্দক ইত্যাদির কাছে নিয়ে যেতে পারে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

তানভীর আকন্দ বলেছেন: :) তা অবশ্য ঠিক...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



এই মহুর্তে আমেরিকার বিকল্প নেই; অন্যরা লীডার নয়

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

নোমান প্রধান বলেছেন: দেখা যাবে কতটা কদর্মাক্ত করে ফেলতে পারে তারা একে অন্যকে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:




এই ২ জনই সবচেয়ে অজনপ্রিয় ক্যান্ডিডেট

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

গেম চেঞ্জার বলেছেন: আমেরিকার কপালে দুঃখ আসবে! এর প্রভাব পড়বে সারা দুনিয়ায়। দুজনের কেউই এত বিশাল দ্বায়িত্ব কাঁধে নেবার জন্য যোগ্য নয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:




হিলারী হলো তোতা পাখী, কথা শিখে কথা বলে, মাঝে মাঝে ভুল শিখে ভুল বলে; সে প্রমাণিত অদক্ষ

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

সাহসী সন্তান বলেছেন: এখনকার আপডেট কি? প্রয়োজনে ঐ সম্পর্কিত বিষয়ে নতুন একটা পোস্ট দিতে পারেন.....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:




চেস্টা করবো; মিডিয়াগুলো সব কাঁপাচ্ছে; রাজনীতিবিদেরা ট্রাম্প সম্পর্কে সঠিক কোন ধারণা দিতে পারার কথা নয়; কারণ, সে কি বলবে, কেহ জানে না।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

সেলিম৮৩ বলেছেন: অামেরিকার গনতন্ত্রের ইতিহাসে যখন অামরা কোন মহিলা প্রেসিডেন্ট দেখতে পাই নাই।
সুতরাং ইতিহাস পাল্টাবে বলে মনে হয় না।
অার ট্রাম্প ভালো জুয়াড়ী পোলা। ওর দ্বারায় অনেক কিছুই সম্ভব হবে বলে মনে হয়।
এসমস্ত লেভেন্টিস দিয়ে অামেরিকা চলবেনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের ভয়ে মুসলমানেরা পেসাব করছে; তবে, সে হিলারী থেকে মুসলমানদের জন্য ভালো হবে।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

গিলগামেশের দরবার বলেছেন: ট্রাম্পের ভাষা গুলা মনে হয় গায়ের জোরে বলছে। আপনার কমন সেন্স থাকতেই পারে তাই বলে দেশ চালানোর জন্য আইন আছে, নির্বাচনে জেতার জন্য ম্যানিফেস্টো দরকার। লজিকালি কথা বলতে হবে। ট্রাম্পের কোন কথায় আজ পর্যন্ত লজিক দেখাতে দেখলাম না।

এবারের রিপাবলিকানদের ক্যান্ড্রিডেট মারাত্বক ফাউল মার্কা। ওরে দেখলেই চামড়া ঝুলে পড়া বুল ডগের মত লাগে।

লুল লুল! হিলারি জিতুক সেটাও এখন বলব না। তবে মনে মনে একটা পক্ষকে সমর্থন করেছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:





সবাই জনাে যে, এবারের ২ জনই মোটামুটি ফাউল; কিন্তু এর বাইরে কিছু নেই।

তবে, ট্রাম্প এভাবে কথা বলে ১৭ জনকে পরাজিত করে, বর্তমান অবস্হানে এসেছে।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখি কে হারে কে জিতে । অনেকের মত আমিও অপেক্ষায় আছি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:




এবার আমেরিকানরাও মন ঠিক করতে পারছে না।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প এর মধ্যে যে ডমিনেটিং পাওয়ার আছে সেটা হিলারির মধ্যে নেই। আমেরিকানরা কী চায় দেখার বিষয়...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধের মাঝে ওবামার মেয়াদ শেষ, এ অবস্হায় হিলারীকে সামনে দিয়ে ডেমোরা ভয়ানক ভুল করেছে, উহা যুদ্ধবাজ

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: দেখা যাক কি হয়---- অপেক্ষায় আছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:





হিলারী অসুস্হ বা বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

তিক্তভাষী বলেছেন: গার্বেজ! ডিবেটে ট্রাম্পকে তুলোধোনা করেছে হিলারী। এখন বন্ধুদের কাছে গিয়ে কান্নাকাটি করছে ট্রাম্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.