নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের বিপক্ষে মহিলা-অপমান বিষয়ক অডিও নিয়ে আমেরিকা কাঁপছে

০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০১



এই মহুর্তে পুরো আমেরিকান মিডিয়াতে একটি অডিও টেইপ বাজাচ্ছে, যেখানে বেশ কিছু বছর আগে ট্রাম্প কোন এক মেয়েকে নিয়ে খুবই ফাউল কথা বলেছে, যা মোটামুটি পর্নের কাছাকাছি।

আগামী পরশু, ২য় ডিবেইট হওয়ার কথা; কিন্তু আজকে এই টেইপ প্রকাশ হওয়ার পর, সবই কিছুই উলট পালট হয়ে গেছে। টেইপটি প্রকাশ হওয়ার পর, রিপাবলিকান পার্টির সবাই চুপ হয়ে গেছে, কেহ কোন প্রকার সাপোর্ট দিয়ে ট্রাম্প রক্ষা করার কথা বলছে না। ট্রামের নির্বাচন ও প্রচারণা কমিটি মিলিত হয়েছে; তাদের সাথে কারো যোগাযোগ নেই।

হিলারী ক্লিনটনের লোকেরা শুধু বলেছে, এরপর কি করে ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার কথা উঠতে পারে!

ট্রাম্প কি করবে বা, কি বলবে, সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে না; ট্রাম্পের মুখপাত্ররা এই মহুর্তে ট্রাম্পের প্রচারণা কমিটি থেকে কিছু না শোনা অবধি কিছু বলতে চাচ্ছে না। মিডিয়া একাই সবকিছু বলছে।

আমেরিকার ২ রাজনৈতিক দলই ট্রাম্পকে থামাতে চেয়েছিল, এ সপ্তাহে মিডিয়াও তাদের সাথে যোগ দিয়েছে; এবং এই মহুর্তে হাতে যথাসম্ভব একাগ্নিবাণ পেয়েছে।

ট্রাম্প নিশ্চয় কিছু বলবে; আমার ধারণা, সে খুবই সহজ হয়ে মাফ চাইতে পারে যে, অনেকদিন আগে, কোন সময় পুরুষদের মাঝে রাজা-উজির মারতে গিয়ে এসব বলেছে; এগুলো সেই মহুর্তের অর্থহীন ফ্যান্টাসী।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২

ভ্রান্ত বিলাস বলেছেন: ট্রাম্প একটা বড়লোকের বইখা যাওয়া পোলা। রিপাবলিকান পার্টির অন্যান যারা ছিল সবার চরিত্র ট্রাম্প থেকে ভালো ছিলো। রিপাবলিকান পার্টির সাথে ট্রাম্পের বনে না। ট্রাম্প অনেকটা শফিক রেহমানের মত। ভাবছিলো রিপাবলিকানরা ওরে জোরেশোরে এনডোর্স করবো শুরু থেকে কিন্তু করে নাই। এর জন্যে ট্রাম্পও ঝাল উঠাইছে। ট্রাম্পের এইসব জানোয়ার টাইপ কথাবার্তার রেকর্ড সবসময়ই ছিলো ডেমোক্রেটদের হাতে।

ওরে নিয়া মজা করতাছে সবাই। করফাঁকির জন্যেই সবচাইতে বড় ধড়াটা খাইছে। ওর আরো দু:খ আছে কপালে। tax return আগে হোক পরে হোক দিতে হবে।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:



ট্যাক্স থেকে এই ঘটনা অনেক বড় ব্যাপার, যদি আমেরিকানরা সহজভাবে না নেয়।

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৪

ভ্রান্ত বিলাস বলেছেন: আর আরেকটা কথা ট্রাম্প হইল আমেরিকার রাজনৈতিক ইতিহাসে The Great Comedian.

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



কেহ ভাবেনি যে, ট্রাম্প প্রাইমারী পার হবে।

হিলারী নমিনেশন পাওয়াতে ট্রাম্প এখনো টিকে আছে; তবে, আজকের পর কি হবে, বলা মুশকিল

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আমেরিকার ইতিহাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে নির্বাচিত করতে ট্রাম্পসহ সবাই উঠেপড়ে লেগেছে দেখছি। :)

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে ভালো থাকতে ভুতে কিলাচ্ছে; আগামীকাল হবে ১ ভয়গকর দিন, আমেরিকা কোন দিকে যাবে বুঝা মুশকিল হচ্ছে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: একটু আগে ট্রাম্প জনগনের কাছে ওপেনলি মাফ চাইল (এই প্রথম)...কথা গুলি বলেছিল বুশের কাজিনের কাছে। সে যদি এই কেসেট টা জেব বুশ কে দিত, আজকে তাহলে জেব বুশই রিপাবলিকান পার্টির নমিনেশন পেত। এই রকম ভালগার কথা আমাদের দেশের বস্তিতে ও শুনা যায় না। ১০ বছর আগে বলে পার পাবে না..।তখন তার বয়স ছিল ৫৯ বছর!!!!!

এই ফাকে, আজ উইকি লিক্স যে হিলারীর ক্যাম্পেইনের সব ইমেইল সাথে ওয়াল স্ট্রিটের ভাষন ও প্রকাশ করে দিল কিন্তু তাতেও কারো কোন সাড়া নাই

এই রকম 'ফাউল' একটা লোক ওভাল অফিসে বসে আছে কল্পনা ও করা যায় না। দলে দলে রিপাবলিকান রা তার নৌকা থেক তে ঝাপিয়ে নামছে

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কথাবার্তা প্রতিদিন আমেরিকানরা বলে থাকে; তবে, সেই সব লোকেরা প্রেসিডেন্ট হয় না।

এই ধরণের অডিও টেইপ ছিল, সবাই জানতো, প্রকাশ করেছে এখন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: এমন সব ল্যাংগুয়েজ ব্যবহার করেছে যে সেটা আমাকে হতবাক করেছে! অবশ্য সে বুইড়া ভাম, এই রেকর্ডের ঘটনার আগেই সে ৩য় বিয়ে করে ফেলেছে! আমেরিকানরা হিলারির ইমেই সংক্রান্ত কেলেংকারীর চেয়ে এই ব্যাপারটাকে বড় করে দেখবে সেটা নিশ্চিত!!

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কথা বলার লোকেরা প্রেসিডেন্ট হওয়ার চেস্টা করে না; কিন্তু ট্রাম্প চেস্টা করছে।

বড় বড় রিপাবলিকানরা সরে গেছে; এক সিনেটর বলছে, ট্রাম্পের উচিত নির্বাচন থেকে সরে যেতে।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

বাকরখানি বলেছেন: ট্রাম্পের কথাবার্তা মুটামুটি আপনের মতই। কয়দিন ধইড়া আবার সবাইরে গাধা, মগজহীনসহ উল্টাপাল্টা যা মনে আসে বলা শুরু করছে, বিন্দুমাত্র শিষ্টাচারের ধারও নাই আপনার কথাবার্তার। আপনের যেমন মুখের লাগাম নাই, যারে যা খুশি ডাকেন, ট্রাম্পও সেমন। এইজন্যই কি ট্রাম্পরে সাপোর্ট করতাছেন?

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:




আমি ট্রাম্পকে সাপোর্ট করছি; কারণ, ইডিয়ট বন্ধুর চেয়ে অপরিচিত বুদ্ধিমান লোক ভালো।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১২

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: মার্কিনীদের অনেকদিন পর খুব অসহায় দেখাচ্ছে। সম্ভবত এই প্রথম মার্কিনীরা লিডারশীপ ক্রাইসিসে ভুগছে। তারা দুজন মার্কিনীদের মাতব্বরি হাওয়ায় তুলতে যথেষ্ট।

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা সময়ের সাথে বদলায়; ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রীর প্রতি অকারণ দুর্বলতা দেখায়ে বার্ণি সেন্ডারসকে ভোট দেয়নি, সেটা ছিল মারাত্ক ভুল।

ট্রাম্প মেয়েদের সাথে সেক্সুয়েল এডভান্সের সম্পর্কে যা বলেছে, তা হজম করার শুরু করবে আমেরিকা ২৪ ঘন্টা পর।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ডঃ এম এ আলী বলেছেন: পর্নোটাইপ জিনিসে লাইক বেশী পড়ে বলেই দেখা যায় সচরাচর , ট্রাম্পের জন্য এটা শাপে বর হতে পারে !!!!

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা ট্রাম্পের এসব কথা পছন্দ করেনি; তবে, এই টেইপ এর ইতিহাস বের হয়েছে; এটাকে এখন সামনে আনা হয়ে ইচ্ছা করে; ফলে, ট্রাম্পের বিপদ কেটে যাবার সম্ভাবনা।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভয় নেই, ক্লিনটন এর চাইতে বড় ঝামেলা এড়িয়ে প্রেসিডেন্ট হয়েছিল...

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



মুশকিল হলো প্রেসিডেন্ট ক্লিনটন ছিলো কৌশলী, ডোনাল্ড মানুষকে কম বুঝে; কেহ প্রশ্ন করলে, খারাপ উত্তর দিয়ে, অবস্হা খারাপ করে ফেলতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.