![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকান মিডিয়া ট্রাম্পের একটি অডিও টেইপ বাজাচ্ছে, যেখানে ১২ বছর আগে ট্রাম্প মেয়েদের নিয়ে খুবই ফাউল কথা বলেছে, যা মোটামুটি পর্নের কাছাকাছি; বলেছে , সে "স্টার হওয়ায়, মেয়েদের যোনিতে হাত রাখতে পারছে সহজেই"।
আগামী কাল, ২য় ডিবেইট ; কিন্তু আজকে এই টেইপ প্রকাশ হওয়ার পর, সবই কিছুই উলট পালট হয়ে গেছে। টেইপটি প্রকাশ হওয়ার পর, রিপাবলিকান পার্টির সবাই চুপ হয়ে গেছে, কেহ কোন প্রকার সাপোর্ট দিয়ে ট্রাম্প রক্ষা করার কথা বলছে না।
ইতিমধ্যে কয়েকজন রিপাবলিকান সিনেটর ও কংগ্রেসম্যান ট্রাম্পকে নির্বচন থেকে সরে দাঁড়াতে বলেছে।
হিলারী ক্লিনটনের লোকেরা শুধু বলেছে, এরপর কি করে ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার কথা উঠতে পারে!
ট্রাম্প দেড় মিনিটের একটা ভিডিওতে মাফ চেয়েছে; তবে, ভুল করেছে, মাফ চাওয়ার সময় বিল ক্লিটনের সেক্স স্কানডাল নিয়ে এসেছে, এবং সেটার রেশ ধরে হিলারীকে দোষারূপ করেছে। দরকার ছিল শুধু মাফ চাওয়া।
ট্রাম্পের মুখপাত্ররা ও ট্রাম্পের প্রচারণা কমিটি ১৮ ঘন্টা চুপ থাকার পর মুখ খুলছে, তারা বুঝাতে চাচ্ছে যে, "টেইপ প্রকাশের সময়টা ক্রিটিক্যাল; এই টেইপ মিডিয়া ও হিলারীর হাতে আগেও ছিল"।
সিএনএন ট্রাম্পের বিপক্ষে শক্ত অবস্হান নিয়েছে।
আমেরিকার ২ রাজনৈতিক দলই ট্রাম্পকে থামাতে চেয়েছিল, এ সপ্তাহে মিডিয়াও তাদের সাথে যোগ দিয়েছে; এবং এই মহুর্তে হাতে যথাসম্ভব একাগ্নিবাণ পেয়েছে।
পুরুষদের আড্ডায় রাজা-উজির মারতে গিয়ে এসব অনেকেই বলে থাকে; এগুলো মহুর্তের অর্থহীন ফ্যান্টাসী; কিন্তু এতসব বোঝা নিয়ে ট্রাম্প কি সামনে এগুতে পারবে? আগামীকালের ডিবেইটে বুঝা যাবে; আগামীকালের ডিবেইট টাউন-হল স্টাইলের, যেখানে উপস্হিত মানুষ প্রশ্ন করবে।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
গত ১৮ ঘন্টা আমেরিকা এক ভয়ংকর পরিস্হিতির মাঝে আছে; ১ মাসের মাঝে তাদেরকে ৪ বছরের জন্য মনস্হির করতে হবে।
২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
ডঃ এম এ আলী বলেছেন: আগামী কাল, ২য় ডিবেইট পর্যস্ত অপেক্ষায় থাকব দেখি আমিরিকার সচেতন পাবলিক কি রকম রিএকশন করে ।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
স্বয়ং আমেরিকানরা কনফিউজড; তবে, আমেরিকানরা ১৮ ঘন্টায় কিছুটা সহজ হয়ে এসেছে, ওরা অনেকেই এ ধরণের কথা বলে থাকে; কিন্তু সবাই প্রেসিডেন্ট পদে নির্বাচন করে না।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
ডঃ এম এ আলী বলেছেন: এদিকে ট্রাম্পের একাধিক মুখপাত্র সাংবাদিকদের কাছে তাঁদের প্রার্থীর প্রস্তুতি ও ‘নিয়মানুবর্তিতা’র প্রশংসা করেছেন। তাঁরা খুব খুশি, কারণ গত চার দিনে বিব্রত হওয়ার মতো সাংঘাতিক কিছু করেননি তিনি। এমনকি তাঁর নৈশকালীন ‘হবি’ খোঁচা দিয়ে টুইটারে বার্তা পাঠানো, সেটিও বন্ধ রয়েছে। এই সময়ে ট্রাম্পের নামে বিস্তর টুইটার বার্তা ঠিকই গেছে, কিন্তু সেগুলো তিনি নিজে লেখেননি, তাঁর হয়ে প্রচারশিবিরের কোনো সদস্য করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, রোববারের বিতর্কে তিনি নীতিগত প্রশ্নে মন দেবেন, বিল ক্লিনটনের নারীঘটিত কেলেঙ্কারি নিয়ে কোনো কথা বলবেন না। নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে তিনি জানিয়েছেন, এই নির্বাচনে তিনি জিততে চান ভবিষ্যতের জন্য তাঁর পরিকল্পনার জোরে, বিল ক্লিনটনের অতীতের ওপর ভর করে নয়।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
এখন সবকিছু মোটামুটি "ক্রাইসিস" স্তরে; ট্রাম্পের লোকেরা মুখ দেখাতে শুরু করেছে; ১৮ ঘন্টা লুকিয়েছিল; শক কাটিয়ে উঠেছে!
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
এবার অনেক বেশী মানুষ ডিবেইট দেখবে; ট্রাম্প যদি বিল ক্লিটনটনের দোষের কথা বলে, নিজকে পরিস্কার করার কথা ভাবে, সেটা ভুল হবে।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিল ক্লিনটন এত বড় কেলেংকারির পরও নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয়বার। ট্রাম্প এর টেপ তেমন একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। কারণ, উনি যেটা বলেছিলেন বা করেছিলেন, সেটা ডমিনেটিং আমেরিকানদের কাছে ডাল ভাত...
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা বলেছেন, ২০ ঘন্টা পরে, আমেরিকা কিছু শান্ত হয়েছে; মনে হচ্ছে, ডালভাতই হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: যারা ভোটার নয় কথাগুলো তাদের মধ্যেও উত্তেজনা ছড়াবে। ধন্যবাদ।