নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে আদর্শহীন, মমতাহীন ও দুর্নীতিবাজ জাতির প্রধান কেন বাংলাদেশে আসছে?

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৮



চীনের পার্লামেন্টের ১৫০ জন সদস্য আমরিকান ডলারে বিলিওনিয়ার; তা'হলে পলিট ব্যুরোর সদস্যদের কি অবস্হা? এরা কম্যুনিস্ট পার্টির সদস্য, যারা 'শুন্য থেকে' শুরু করেছিল; এরা তিব্বত দখল করে নিয়েছে, এরা উইগরের লোকদের নিজ শহরে থাকতে দেয় না। উত্তর পশ্চিম চীনের লোকেরা এখনো গড়ে ১২ ঘন্টা কাজ করে। আমেরিকান সব ইউনিভার্সিটিতে এখন চীনের প্রশাসনের লোকদের ছেলেমেয়েরা পড়ে।

চীন ১৯৯০ সালে সোসয়ালিজম থেকে বেরিয়ে গেছে; তখন থেকে শুরু হয়েছে কম্যুনিস্ট পার্টির লোকদের জন্য অন্য একটা প্রবাহ, সোস্যালিজমের নামে বাকীদের শ্রমে জাতীয়বাদী নতুন ক্যাপিটেজিম; পার্টির লোকেরা ক্রমেই জাতির সম্পদগুলো নিজেদের দখলে নিচ্ছে। পার্টির লোকেরা নতুন নতুন কর্পোরেশন গঠন করে, সরকারের নামে ব্যবসা করছে।

চীনারা পৃথিবী ৫ ডলারে রোলেক্স ঘড়ি বানায়ে দিচ্ছে, ১ ডলারে মাইক্রোসফটের 'অফিস' সফটওয়ার বিক্রয় করছে; বিশ্বের যেকোন ব্রান্ডের টেলিভিশন থেকে যেকোন ইলেকট্রোনিক বানায়ে দিচ্ছে।

এরা বিশ্বের সব ডাকাতি প্রশাসনের জন্য "ওভার ইনভয়েস" করে দিচ্ছে; ৫ ডলারের মালের জন্য ৫০০০ ডলারের রশিদ দিচ্ছে। বাংলাদেশ সরকার ও প্রশাসন এদের জাতির পিতার থেকেও ভালোবাসে; এরা বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় বড় প্রজেক্টে ৬/৭ বিলয়ন ডলারের কাজ করে দিচ্ছে। বাংলাদেশ সরকার কত বিলিয়নের ওভার ইনভয়েস নিচ্ছে কে জানে!

চীনাদের ব্যবসা দিয়ে, বাংলাদেশ প্রশাসন লাভবান হচ্ছে, চীনা ক্যাপিটেলিজম লাভবান হচ্ছে; শি জিনপিং মনে হয়, ধন্যবাদ বলার জন্য আসছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
চিনারা সবচেয় বড় নকলবাজ ও নৈতিকতা বর্জন করা মানুষ।
গজি সাহেব তাঁদের ঠিকই চিনতে পারিয়াছেন।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


পুটিনের পর, চীনারা এখন মানবতার জন্য হুমকি

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
চিনারা সবচেয় বড় নকলবাজ ও নৈতিকতা বর্জন করা মানুষ।
গজি সাহেব তাঁদের ঠিকই চিনতে পারিয়াছেন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন: আজকের কাগজে দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন
“চীন আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নে চীনকে আমরা একটি আস্থাশীল অংশীদার হিসেবে বিবেচনা করি। আমাদের অনেক মেগা-প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে চীনই প্রধান ভূমিকায়।”

সবচেয়ে বড় কথা হল অনেকেই ভাবে চীন যত পারে নিয়ে যাক কোন ক্ষতি নাই , বড় শান্তনা ভারতে যে যায় নাই । দাদারা খেয়ে যাবে তা কোন মতেই নয় , একদিন হয়ত বুঝবে সবাই ভারত বিরোধিতার ফসল ক্ষমতাশীলদের পকেটে কেমন করে যায় , ভারত বিরোধিতার গুটিটা আসলে কোন জায়গায় , জনগনের দৃস্টি ভারত বিরোধিতায় নিবদ্ধ রেখে চীন থেকে মাল পানি কামায় ।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:



চীনারা আসলে এি মানব গোস্ঠীর অংশই নয়; এরা আলাদা স্পেসিস।

এদের থেকে রোবট অনেক মানবিক।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬

কবি এবং হিমু বলেছেন: আমার মনে হয় রতনে রতন চিনে,তাই সেই জাতির প্রধান বাংলাদেশে আসতেছে B-)

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



চীনা প্রেসিডেন্টকে হয়তো হাতে পায়ে ধরে নিয়ে আসছে সরকারের সাফল্য দেখানোর জন্য; সেই লোকের যাওয়ার কথা নর্থ কোরিয়া

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

অন্তু নীল বলেছেন: পদ্মা সেতুর আবার ওভার ইনভয়েস করে দিচ্ছে নাকি।
নদী খননও তো আছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



ওভার ইনভয়েস হয়েই আছে; ইহার মুল্য ২; এখন সাড়ে ৪ বিলয়ন; শেষ হতে হতে ৬ বিলিয়নে হবে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: চীনারা পাকিস্তানে C P E C (চীন -পাকিস্তান ইকোনমিক করিডর ) বানাচ্ছে ৫০ বিলিয়ন ডলার খরচ করে।এটা একটা রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। অর্থ দিচ্ছে চীন। চীন এই বিনিয়োগ থেকে রিটার্ন কামাবে বার্ষিক ১৯-২২% IRR . যারা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা চার্টার্ড একাউন্টেন্সি পড়েছেন তারা জানেন এটা এক ধরণের বার্ষিক সুদ যদিও টেকনিক্যালি কিছুটা ডিফারেন্স আছে। এত বেশী IRR এ কোন প্রজেক্ট অর্থনৈতিক ভাবে viable হয় না। এখন পাকী জেনারেলরা এবং নওয়াজ শরীফ এসব কিছু বোঝে না।তারা কমিশন পেলেই হল। এতদিন তারা আমেরিকার পিছন পিছন চলত , এখন চীনের পিছন ধরেছে। কিন্তু আমেরিকা তবু কিছুটা ভদ্র ,পিছনে দেশলাইয়ের কাঠি ভরত , চীন দেবে সোজা বংশদন্ড।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



চীনাদর সাথে পাকীরাই চলবে; চীনারা একদিন বাকীদের হত্যা করে পৃথিবী ওদের করে নেবে, সম্ভব হলে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১

গরল বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই, দুর্নীতিবাজদের সাথে তো দুর্নীতিবাজদেরই সখ্য হবে

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



সেটাই হচ্ছে, এদিকে মানুষ চীনা ফ্ল্যাগ হাতে বন্ধুত্ব খুঁজছে, দুস্টদের মাথায় দুর্বুদ্ধি

৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: informative post but চীন বাংলাদেশের প্রধান মিত্র দেশ। বাংলাদেশের অবকাথামো গত উন্নয়ন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে চীনের অবদান সবচেয়ে বেশি। তাদের বিরুদ্ধাচারন করা তাদের প্রতি অকৃতগ্যতার শামিল। তাদের রাজ্নিতিতে তারা কি কর্ছে সেটা আমাদের দেখার বিশয় নয়, আমাদের কাজ কতটুকু উদ্ধার হলো সেটি দেখার বিশয়। hok tara munafalovi.pasher desh varoter moto mathay Bari Dia sobkichu aday korche na tara! sorry for typo.

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


এগুলো ভুল ধারণা।

নিজের লোকদের ৪৬ বছর শিক্ষিত না করে, রাস্তায় টোকাই সৃস্টি করে, ঘরে চাকরাণী সৃস্টি করে, আরবে ক্রীতদাস বিক্রয় করে, চীন আমেরিকার বন্ধুত্ব দিয়ে ভালো থাকার প্রচেস্টা হলো ইডিয়টদের জীবন।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: আমরা ধোয়া তূলসীপাতা না, কত বিলিয়ন ওভারে দিচ্ছে সেটাই বিবেচ্য। আমাদের ভূবন বিখ্যাত করাপশনে বড় পার্টনার! লন্ডারিংএর ওস্তাদ!

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


চীনা পিনাদের আসা যাওয়া হলো খারাপের চিহ্ন।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: শি জিনপিং মনে হয়, ধন্যবাদ বলার জন্য আসছে!:)

হা হা হা):):


পোস্টে লাইক!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের মরালহীনদের ডেকে নিয়ে আসছে কি কারণে বলা মুশকিল!

১১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তা আমাদের প্রকৃত বন্ধু দেশ কোনটা??

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রকৃত বন্ধুদেশ হলো, "বাংলাদেশ"।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২০

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল মানুষ এত ক্ষমতাধর হয়না, কারো না কারো গলায় পারা দিয়েই উপরে উঠতে হয়।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



কম্যুনিস্ট পার্টির লোকেরা সম্পদ দখল করতে গিয়ে মানুষকে মরালহীন করে ফেলেছে; চীন সরকার, মৃত্যুদন্ড-প্রাপ্তরা জীবিত-থাকাকালীন কিডনী বের করে নিয়েছে। এরা কেন বাংলাদেশে?

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩১

রক্তিম ঢাবি বলেছেন: ভাই সবকিছুর মাঝেই নেগেটিভ খুজলে কেম্নে হবে....

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:

সবকিছু মিলেই তো আপনারা ১০/১২ বছরের মেয়েকে ঘরের চাকরাণী বানাচ্ছেন, রাস্তায় লাখ লাখ বাচ্ছা "টোকাই" হচ্ছে; ১২ লাখ পরীক্ষা দিয়ে ৯ লাখ পাস করেছে, বাকী ৮ লাখের খবর তো আপনি নেননি, ব্লগি করছেন, চিকেন খাচ্ছেন, ভালো আছেন; আপনার জন্য তো নেগেটিভের কিছুই নেই!

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সবকিছুতেই গাজী সাহেবের চুলকানী। এলার্জী +++। উনার কিসে যে এলার্জি নেই উনি নিজেই জানেন না।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



দীর্ঘ প্রজ্জ্বলনের ফলে ছাই উৎপাদন হয়, এটাই নিয়ম।

শিক্ষিতরা শান্তিতে আছে যে, বাকী ৫০% এর লেখাপড়া নেই, ফলে প্রতিযোগীতা কম; কিন্তু বুঝতে পারে না যে, বাকী ৫০% লেখাপড়া জানলে তারাও উৎপাদন করতো, জীবন ভালো হতো

সৎ, অসৎ বুঝার ক্ষমতা লোপ পেয়েছে আপনার ও জাতির অনেকের।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন:
লেখক বলেছেন:


আমাদের প্রকৃত বন্ধুদেশ হলো, "বাংলাদেশ"।


রাজনীতি-কূটনীতি জাতীয় লেখা আমার এমনিতেও কম ভাল লাগে, তবে, এই কথাটা আমার প্রচন্ড ভাল লেগেছে। ++

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:



আমারাই বাংলাদেশ, আমরা যদি নিজেদের সবার ভালো করতে চাই, কেহ ঠেকাতে পারবে না; সবার ভালো না চাওয়াতে চীন, মীন, ফীনদের কাছে ভিক্ষা করে এনে সেটা থেকে ধনী হওয়ার চেস্টা চলছে।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

গাজী ভাই, নাই মামার থেকে কানামামা কি ভাল না খারাপ?

আমার দৃষ্টিতে নেগেটিভলি পজেটিভ। বাকিটা কপাল!

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:




আমাদের সম্পদ ও জীবন ধারণের মানের হার নিলে, আমরা নিজ পায়ে দাঁড়ানোর মতো অবস্হায় আছি; কিন্তু সরকার ও প্রশাসন জাতির নামে ঋণ ও ডান নিয়ে, ঠিক সেই পরিমাণ চুরি করছে; ঋণ ও দানের পরিমাণ ঠিক রাখার জন্য এদেরকে দেশে আনা হচ্ছে।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৮

বিলুনী বলেছেন: চীনারা নিজকে ব্যতিত অন্যদের জন্য তেমন কিছু করতে জানে না। সর্বোপরি, তারা যেকোন দামে সম্পদ নিচ্ছে কিনে, বাজার দাম নিয়ে মাথা ঘামায় না, এটা সংকট তৈরি করছে সবার জন্যে। চাইনীজরা বিশ্বব্যপি 'ঘুষ' চালু করছে সরকারী লেভেলে! চীন যে কতটা ভয়ংকর সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারবে! চীনারা সভ্যতার জন্য বিরাট সমস্যা । মিয়ানমার হতে চলেছে জাপান ও আমিরিকার জন্য নয়া ইনভেস্টমেন্ট ফিল্ড! হায়রে হয়তো দেখবো এই মগেরা রাতারাতি সিংগাপুর বা হংকং রেও ছাড়াইয়া গেছে ! আমরা এখনো চাইলে জাপানিগো দলে দলে টাইনা আনতে পারি! চীনারা ভয়ংকর লোভী ও নিস্ঠুর; হয়তো মানব জাতির পতন হবে এদের হাতে। তবে সবচেয়ে ভাল হয় যদি রিজার্ভের টাকা আটকে না রেখে তা শিক্ষা, কৃষি , শিল্প ও যোগাযোগ খাতে নীজেদের সম্পদে নীজেরাই প্রকল্প বাস্তবায়ন করতে পারি ।

১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও জামাতী আপদ থেকে ৯ বছর মুক্ত দেশ; কিন্তু শেখ হাসিনা মানুষের ভাগ্য বদলের জন্য কিছুই করেনি নিজে; উনি চাচ্ছে আরবেরা ও চীনারা করুক আমাদের জাতির জন্য; উনি চালাক কিন্তু রাজনীতিবিদ নন।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অামার বাস্তব যতটুকু অভিজ্ঞতা অাছে, চীনারা টাকা ছাড়া অার কিছুুই বোঝেনা। নিষ্ঠুর এবং পরিশ্রমী।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



সঠিক মুল্যায়ন

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: এই চীনারা নাকি ৭১ এ পাকিদের অস্ত্র দিয়েছিল?
বাংলাদেশকে স্বীকৃতি দিতেও বহু দেরি করেছিল?
আমাদের চেতনায় কি সেসব মুছে গেছে??

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


চীনারা অস্ত্র দেয়নি, পাকীরা চীনাদের অস্ত্রই তাদের বাহিনীর জন্য কিনেছিল। স্বীকৃতি দিতে দেরী করেছিল; সেটা ওদের ব্যাপার। আমাদের সমস্যা আমাদের সরকার, চীনারা নয়; সরকার আমাদের ক্ষতি করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.