নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জামাতের নতুন আমীরের ফাঁসী হবে

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৯



১৯৫৩ সালে লাহোরে আহমেদীয়া'দের উপর গণহত্যা চালানোর জন্য ততকালীন জামাতী আমীর মওদুদীর ফাঁসীর আদেশ হয়; ততকালীন সৌদী বাদশাহ পাকিস্তানকে অনেকটা আদেশ দেয় মওদুদীর জীবন রক্ষা করার জন্য, বিনিময়ে নগদ ডলার ও তেল দেয়; মওদুদী প্রাণে বেঁচে গেছে।

১৯৭১ সালে বাংগলাদেশে গণহত্যার জন্য গোলাম আজমের ফাঁসী হওয়ার জন্য শতাধিক কারণ ছিল; ট্রাইভুন্যাল গোলাম আজমের বয়সকে বিবেচনা করে আজীবন জেল দেয়, এটা বড় ধরণের ভুল ছিল; যাক, তাকে জেলেই মরতে হয়েছে। নিজামীর ফাঁসী হয়ে গেছে; প্যটার্ণ একটা, হয় ফাঁসী নয় জেল।

নতুন যে আমীর হয়েছে, সেও গণহত্যায় ছিল, সে ৫৫ হাজার রাজাকার ও আলবদরের একজন; তার সম্পর্কে খোঁজ নেয়ার শুরু করা হবে শীঘ্রই; এবং তার বিচারও হবে; বিচারে ফাঁসীও হবে।

১৯৭১ সালে ১৮ বছর বয়সী ইসলামী ছাত্র সংঘের সদস্য থেকে ৮৫ বছরের জামাত সদস্য স্বাধীনতার বিপক্ষে ছিল, পাকী বাহিনীর পক্ষে ছিল। ৫৫ হাজার রাজাকার ও আল বদর পাকী বাহিনীর অংশ হিসেবে মিলিশিয়া বাহিনীতে ছিল; এ ব্যতিত যারা অস্ত্র হাতে নেয়নি, তারা গুপ্তচর ও ভলনটিয়ার হিসেবে কাজ করেছে।

জামাতের ৭৮ বছরের রাজনীতির ফসল হলো ২ টি বড় গণহত্যা ও ২০১৩ সালে বাংলাদেশে জামাতী তান্ডব, ও সব আমীরের ফাঁসী,জেল।

১৯৭১ সালে, তারা ভেবেছিল যে, পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জয়ী হয়, তারাই পুর্ব পাকিস্তান চালাবে। মিশরে ওদের আন্তর্জাতিক ভাইয়েরা ক্ষমতা দখল করে, মিশরকে পাথরের যুগে নেয়ার চেস্টা করায়, মিলিটারী দেশটিকে আবার দখল করে নিয়েছে সুযোগ মতো; ওখানকার বর্তমান সরকার মোবারকের পথ অনুসরণ করছে; সাধারণ মানুষের বিপ্লবকে ব্রাদারহুড দখল করেছিল, এখন মিলিটারীর কাছে হারায়েছে, সাধারণ মানুষ মাঝখান থেকে ক্ষতি গুণছে।

জামাত মিশরের ব্রাদারহুডের মতো, কিংবা আইএস'দের মতো বাংলাদেশ দখলের চেস্টা করবে।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: জামাতকে এদেশে রাজনীতি থাকলে এদেশের জনগনের কাছে ক্ষমা চেয়ে নেয়ার বিকল্প নেই!;)

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



হায়েনা সিংহের সামনে পড়লে ক্ষমা চেয়ে চলে যায়, সিংহ বুড়ো হয়ে গেলে, হায়েনার পেটে যায়।

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ওদের রাজনীতি, কর্মকান্ড, হত্যাকান্ড সব কিছুর প্যাটার্ণ একদিকেই নিয়ে যাচ্ছে ওদের, ফাঁসী

৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭

nurtusar বলেছেন: সত্যের জয় সবসময় হয়

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


জামাত আরবদের মতো হিংসুক, পাকীদের মতো জল্লাদ; ওরা সভ্যতার বিপক্ষের দানব।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১

অঞ্জন ঝনঝন বলেছেন: হাউ কিউট না! শুনলাম ওনার নামে এতদিন কোন অভিযোগ ছিলনা। অথচ আমীর শপথ নেয়ার একঘণ্টার মধ্যেই মামলা চলে আসছে। :D

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই কিউট; জামাতী, ছাত্র সংঘ ও মুসলীম লীগের সামান্য কিছু মিলে ৫৫ হাজার অপরাধী; বিচার হয়েছে ৭ জনের, বাকীগুলোকে ছেড়ে দেয়া হয়নি, বিচার করা হচ্ছে না; করলে ৫৫ হাজারেরই করা সম্ভব; ইনি যেই কোয়ালিফিকেশন নিয়ে আমীর হয়েছেন, সেটা হলো ৭১'এ পাকী ও জামাতের জন্য উনার অবদান।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯

অঞ্জন ঝনঝন বলেছেন: মুসলিম লীগের সামান্য কিছু!! আপনার জানার কথা একাত্তরে মুসলিম লীগের তুলনায় জামাত ছিল একদমই ছোট একটা দল। আর রাজাকারদের বেশীরভাগই ছিল মুসলিম লীগার। আমার এলাকায় যে রাজাকার ছিল নাম বললে চিনবেন হয়তো মাওলানা মান্নান, বর্তমান ইনকিলাবের সম্পাদকের পিতা সম্ভবত। উনিও মুসলিম লীগের বড়সড় নেতা ছিলেন শুনছি। অন্যদিকে জামাতের নিশানাও ছিল না তখনও। আর এখন দেখতেছি চারপাশে সব শুধু জামাতিরাই রাজাকার

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



১৯৭০ সালের নির্বাচনে মুসলীম লিগ ছিল ২য় বৃহত্তম পার্টি; ওরা বৃটিশের সময় রাজনীতি করেছে; ফলে, জাতির বিপক্ষে জল্লাদের ভুমিকায় নামেনি সবাই; জামাতের যে রাজনীতি, সেটা হলো আরবীদের রাজনীতি, প্রথমে হত্যা।

জামাতী বাড়ছে আরবদের প্রভাব ও আওয়ামী লীগের ভুল শাসনের কারণে।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯

বিলুনী বলেছেন: আজকের একটি জাতীয় সংবাদ পত্রে দেখা যায় লিখা হয়েছে
জামাতের নতুন আমীর শান্তি কমিটির নেতার বিচার চেয়েছেন মুক্তিযোদ্ধারা
জামায়াতএকাত্তরের চেহারা লুকাতে তুলনামূলক কম পরিচিত নেতা মকবুল আহমাদকে নতুন আমির বানিয়ে রীতিমতো ধোয়া তুলসীপাতা সাজানোর পাঁয়তারা করছে বলে উল্লেখ করছে সংবাদ পত্রটি । আমির নির্বাচিত হওয়ার পর এমনকি সোমবার শপথ গ্রহণের পরও গণমাধ্যমে দফায় দফায় বিবৃতি পাঠিয়ে দলগতভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি নতুন আমিরকে দাবি করেছেন একজন ‘সৎ’ চরিত্রের মানুষ হিসেবে। তবে আমির হওয়ার পর এবার প্রকাশ্যে চলে এসেছে তার একাত্তরের স্বাধীনতাবিরোধী গণহত্যাকারী চেহারা। ফেনী, লক্ষীপুর, নোয়াখালী অঞ্চলের মুুক্তিযোদ্ধারা জামায়াতের আমিরের চেহারা প্রকাশ করে বলেছেন, একাত্তরে মকবুল ছিল ফেনীর দাগনভূয়ার শান্তি কমিটির শীর্ষ নেতা। বহু হত্যার নির্দেশদাতা, তার নেতৃত্বে অসংখ্য হিন্দুর বড়িঘর আগুন দিয়ে জালিয়ে দেয়া হয়েছে বলে উল্লেখ দেখা যায় সংবাদ ভাষ্যে ।
সৃত্র : জনকন্ঠ ( অনলাইন ) ১৯ আক্টোবর ২০১৬
যাহোক দেখা যাক আগত দিনগুলিতে তার নামে আর কি কি আসে ।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের জামাতী ও ইসলামী ছাত্র সংঘের সদস্য কেহই বেকার ছিলো না, সবাই পাকী বাহিনীর হয়ে কাজ করেছিলো, বিচার করতে তদন্ত করলে, এদের সবার ভুমিকা বেরিয়ে আসবে।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

ব্লগার সুয়েব বলেছেন: মতিউর রহমান নিজামী বলেছিল,আমি যুদ্ধাপরাধী
নয়,যুদ্ধাপরাধী হচ্ছে এই চেয়ারটা। এই চেয়ার টাতে যদি কোন
নাবালেগকে বসানো হয়,তাহলে থাকে যুদ্বাপরাধী বানিয়ে ছাড়বে।
আজ আবার প্রমাণ পেলাম

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



বেকুবরাও বুঝে, তবে সময় লাগে; নিজামীর কথা কোন ইডিয়টেও বিশ্বাস করবে না।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




যে নামেই থাকুক সেকালে বা একালে, তাদের গায়ে সীল একটাই - স্বাধীনতা বিরোধী
এই আগাছা আমাদেরই আহাম্মকীর কারনে ঝাড়ে বংশে বাড়ছে । এদেরকে থামাতে হবে এখনই ..।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা একাই থামানোর ভার নেয়ায় অসুবিধা হচ্ছে; সে জাতিকে সম্পৃক্ত করছে না কিছুতেই; শেখ হাসিনার কাছে জাতি থেকে পার্টি বড় হওয়ায়, জামাত সেই সুযোগ নিচ্ছে।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু জামাত নাকি বেড়েই চলছে। নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতকে থামানো যাচ্ছে? তবে সরকার জনগনের মনযুগিয়ে চল্লে তাদের দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে। সব কাজ করতে হয়, তবে নিজের ভাবনা একটু বেশীই ভাবতে হয়। শত্রু নিয়ন্ত্রণে শেখ হাসিনার চেয়ে দক্ষ এ পর্যন্ত এদেশে আর কোন শাসক আসেনি।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:

আগাছা ফসল থেকে বেশী বাড়ে বিনা যত্নে।

মানুষকে শিক্ষা থেকে বন্চিত করায় মানুষ অশিক্ষা ও কুশিক্ষা পাচ্ছে।
আওয়ামী লীগ জাতি থেকে পার্টিকে উপরে রাখে, এটা ভয়ংকর সমস্যা

১০| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: দেশ প্রেমে উদ্ধোধ্য হয়ে সকলের মাঝে সঠিক অনুভুতি আসুক এটাই কাম্য ।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:




জামাত এই লোককে সামনে এনেছে জেনে শুনে; এর নামে বিচার চাওয়া হলে, জামাত মানুষকে বুঝাতে চাইবে যে, সরকার সব সময় জামাটের আমীরকে টার্গেট করছে। জেনেশুনে তারা ৬০ বছরের নীচে কাউকে দেয়নি।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৩

জে.এস. সাব্বির বলেছেন: স্বাধীন বাংলাদেশে "শান্তি কমিটি" ,আলবদর বা সামস নামক কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না ।জামায়াতের সব নেতা স্বাধীনতা বিরোধী ছিল(অন্তত৯০ভাগ) কিন্তু পার্টি হিসেবে জামায়াত স্বাধীনতার বিরোধীতা করেনি ।সুতরাং "জামায়াত ইসলামি"দেশে রাজনীতি করতে পারে ।(গাজী ভাই এখানে কি বলে??)

জামায়তের আতি-পাতি সব রাজাকারের ফাঁসি হোক মুক্তিযুদ্ধের চেতনায় ।কিন্তু শেখ হাসিনার বিরোধদমন নীতির বাস্তবায়নে রাজাকার আমিরের বিচারেরও বিরোধীতা করি ।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব এমন যুগে প্রবেশ করেছে যে, ধর্মগুলোর বর্ণিত পার্থিব জীবন থেকে মানুষ অনেক বেশী ভালো পার্থিব জীবন যাপন করছে; ফলে, ধর্মকে যারা "সংবিধানের" যায়গায় আনতে চায়, তারা রাজনীতি করার অধিকার রাখে না; কিন্উ তারা রাস্ত্রের সব মৌলিক অধিকার ভোগ করতে পারবে।

শেখ হাসিনার ব্যপারটা আলাদা; উনার পরিবারকে হত্যা করা হয়েছে , উনাকে হত্যার চেস্টা করা হয়েছে, ফলেউনার পদক্ষেপ বেশ জটিল।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

শূণ্য পুরাণ বলেছেন: যত দোষ নন্দঘোষ

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:




নিজ জাতির উপর গণহত্যা চালানো কি ধরণের অপরাধ, তা আপনার মগজে ঢুকেনি!

১৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আচ্ছা ভাই,একাত্তরে নতুন রেইলস্টেশনের কাছে(বিপনি বিতানের পাশে) যে বড় সর যুদ্ধ হয়েছিল,সেটাতে কি আপনি ছিলেন??

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


না, আমি সেখানে ছিলাম না; এটা কি শুরুর (মার্চ, এপ্রিল '৭১), না শেষ সময়ের ( ১৬, ১৭ ডিসেম্বর '৭১) যুদ্ধের কথা বলছেন?

১৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাকা, নিজামী, মুজাহিদের পর আর কেউ এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। এমন কী আওয়ামী লীগও না। জামায়াত এখন কলংকমুক্ত...

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


জামাত কোনদিন কলংকমুক্ত হতে পারবে না, কলংকই ওদের রাজনীতির ফল।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১৬

কবি এবং হিমু বলেছেন: ভাই,একটা প্রশ্ন ছিল।আমাদের এলাকার এক ব্ড় ভাই।বড় বলতে আমাদের ৫-৬ বছরের বড় হবে।আমরা যখন হাই স্কুলে প্রবেশ করি তিনি তখন কলেজে প্রবেশ করে ছিলেন।শুনলাম তিনি নাকি এখন বড় নেতা।আগামীতে তিনি যদি জামায়াতের(রাজাকার দলের )আমীর হন তাহলে কি উনার ও ফাঁসী হবে ৭১ এর গনহত্যার জন্য?৭১ এ উনার বাপ নাকি বিয়ে করে নাই।আপনার লেখাটা পড়ে বুজলাম মহান আল্লাহ না করুক কোন দিন যদি আপনার পরিবারে সে কাছের বা দূরের হোক জামায়াতের আমীর হয় তাহলে তার ও ফাঁসী হবে !!!আপনার লেখার ডিজিটাল ভার্সন হলো জামায়াত মানে ফাঁসী।সেটা চাঁদগাজী হোক বা আমাদের ডিজিটাল বাবা জয়।

২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজ কম; '৭১ সালে স্বাধীনতা চেয়ে যেসব বাংগালীকে প্রাণ হারাতে হয়েছে, তাদের পক্ষে বিচারে যার যা হওয়ার তাই হচ্ছে।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫১

প্রজ্জলিত মেশকাত বলেছেন: গাজী সাহেব আছেন সব অবান্তর কথা ও তথ্য নিয়ে।।

২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


এইটাই পরে তথ্য হবে, যদি প্রেডিকশান মতো ঘটে।
কথাটা বলা হচ্ছে, জামাতী/শিবিরদের রাজনোতিক প্যাটার্ণ থেকে।

আপনি অন্য প্যাটার্ণ দেখছেন?

১৭| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

জে.এস. সাব্বির বলেছেন: "বিশ্ব এমন যুগে প্রবেশ করেছে যে, ধর্মগুলোর বর্ণিত পার্থিব জীবন থেকে মানুষ অনেক বেশী ভালো পার্থিব জীবন যাপন করছে;"
একজন গাঢ় ধর্মভীরু আপনার এইকথায় টলবেনা ।আমিও ।

আপনি ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না ।কিন্তু দেশে কমিউনিস্টের সংখ্যা কত? পশ্চিমা ধাঁচে বাঙালীরা অনেকটা পাল্টে গেছে কিন্তু এদেশে পার্থিব জীবনের সার্থকতা খুজতে হলে ধর্মগ্রন্থেরই আশ্রয় নিতে হবে ।। (আপনি দ্বিমত পোষণ করলেও এটা সত্যি)

ইজরাইল ,আরব দুইটা বিপরীত গোড়া রাষ্ট্র ।নিজেদের জায়গায় দুইই ঠিক ।আমাদের সংস্কৃতি ইজরাইল-আরবের মিশ্রণ নয় ।বরং ইউরোপ-আরবের সংস্কৃতির মিশ্রণ আমাদের ।এখানে জাতিগতভাবে আপনি ধর্মগ্রন্থকে উপেক্ষা করতে পারবেন না । সংবিধানে এর ব্যবহার স্টাডিসাপেক্ষ ।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয় পুস্তক যখন প্রচার করা হয়েছিল, তখনকার জীবনের তুলনায় সবকিছু বলা হয়েছিল; এখন মানুষ এত ভালো আছে যে, মাত্র ২০০ বছর আগের মানুষ কল্পনাও করতে পারতো না।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



আমাদের সংবিধান বিশ্বে নিকৃস্ট, তবুও ইহা মানষের শিক্ষার প্রতিফলন; তোরাহ, বাইবেল ও কোরানে ইবাদত করা নিয়ম আছে মাত্র।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

জে.এস. সাব্বির বলেছেন: '৭১ এর ভূমিকায় "জামায়াতে ইসলামি" পার্টি হিসেবে দেশে রাজনীতি করার অধিকার রাখে?? আমার প্রথম মন্তব্যের আলোকে জানাবেন ।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

জে.এস. সাব্বির বলেছেন: '৭১ এর ভূমিকায় "জামায়াতে ইসলামি" পার্টি হিসেবে দেশে রাজনীতি করার অধিকার রাখে?? আমার প্রথম মন্তব্যের আলোকে জানাবেন ।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



না, রাজনীতি করার অধিকার রাখে না।

২০| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫২

ভ্রান্ত বিলাস বলেছেন: জামায়াত মানে পাকিস্তান, তালিনবান, আই.এস। বাংলাদেশ নিয়া তারা পেয়ারা ইসলামিক রাজ্যের খোয়াব দেখে আর বলে, "রাত পোহাবার কত দেরী পান্জেরী।"

সবাই জানে জামায়াত হায়েনার দল কিন্তু তারপরও ইসলামের কারনে সবার হৃদয়ে একটা সফট কর্নার আছে এই জানোয়ারের দল এর জন্য। আপাতত আওয়ামীলিগ ছাড়া জামায়াত এর বিষ নামানোর জন্য আর কোনও রাজনৈতিক দল বাংলাদেশে নাই।

আর আমীর শুওরটারও ফাঁসী সময়ের ব্যাপার মাত্র হইলেই ভালো।

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



"ফাঁসী হবার কত দেরী পান্জেরী।"

২১| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫

ভ্রান্ত বিলাস বলেছেন: আর এই ধরনের পোস্ট দিলেই ছুপা ছাগুদের দেখা মেলে। ভালো করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.