নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প ভুলক্রমে আমেরিকান মুল্যবোধে আঘাত করেছে

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৮



১) আমেরিকায় কোন অবস্হায়, রাশিয়ান সরকারকে আমেরিকান সরকার থেকে ভালো বলা যাবে না; এবং কোন রাশিয়ান প্রেসিডেন্টকে বন্ধু, বুদ্ধিমান ইত্যাদি বলা যাবে না; ট্রাম্প পুটিনের মতো বিষাক্তকে ওবামার চেয়ে বুদ্ধিমান বলেছে; এবং বলেছে যে, পুটিন বন্ধুভাবাপন্ন।

২) আমেরিকান সরকার যদি বলে, রাশিয়ানরা আমেরিকান সরকারী কম্প্যুটারে "হ্যাকিং" করছে, তাতে সন্দেহ প্রকাশ করা যাবে না; ট্রাম্প বলেছে, রাশিয়া হ্যাকিং করেনি হয়তো।

৩) গতকাল ডিবেইটে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, "নির্বাচনের ফলাফল মেনে নেবে কিনা"; ট্রাম্প না ভেবেই বললো, "তখন দেখা যাবে"! আসলে উত্তর হবে, হ্যাঁ, মেনে নেবো!

৪) আমেরিকায় কোন মেয়েকে পটায়ে জিং জিং খেলার চেস্টা করলে, বা পটায়ে জিং জিং খেললে, এটা অপরাধ হবে না; অপরাধ হবে, যদি সেটা নিয়ে গল্প করে, গর্ব করে অন্যের কাছে বলে বেড়ায়; এ ধরণের ক্ষেত্রে মাফ চাইতে হয়; ট্রাম্প সঠিকভাবে মাফ চাহেনি।

৫) আমেরিকান যুদ্ধবন্দী ও যুদ্ধে নিহতদের দেশ প্রেমের বেলায় প্রশ্ন করা যাবে না; ট্রাম্প বলেছে, যারা যুদ্ধে ধরা পড়ে যায়, সে সেইসব সৈনিককে পছন্দ করে না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা লাইক

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, একটা সুযোগ এসেছিল রাজনীতিবিদদের উপর চাপ সৃস্টি করার; কিন্তু ট্রাম্প আমেরিকানদের খুশী করতে পারেনি কিছু ভুলের জন্য

২| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫০

অগ্নিবেশ বলেছেন: ফারমার কাকু জিং জিং কি ধরনের খেলা?

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:



এটা ভালোবাসার অনুভবতা ও প্রকৃতিতে স্পেসিস হিসেবে টিকে থাকার গোপন চর্চা।

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: ট্রাম্প লোকটা এতদূর আসলো কি করে??

হিলারির সৌভাগ্যই বটে!!:)

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


হিলারী টিকে গেলো ট্রাম্পের অকারণ ভুলের জন্য; কিন্তু বিশ্বের কপাল পুড়েছে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৩

কবি এবং হিমু বলেছেন: এ বিষয় নিয়ে আপনার ধারাবাহিক ভাবে লেখাগুলো পড়লাম।ভালই লাগলো।আমার তো মগজ কম(আপনার মতে) তাই একটা প্রশ্ন,আপনি আমেরিকার নাগরিক হলে কাকে ভোট দিতেন?

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে।

আপনার মগজ শক্তিশালী।

৫| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

সেলিম৮৩ বলেছেন: উনি ধীরে ধীরে নারীদের সমর্থন হারাচ্ছেন। বেফাঁস কথাই উনাকে ডুবিয়ে ছাড়বে।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



সঠিক, সেটাই ঘটছে! তবে, এখনো সময় আছে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

আঃ রাজ্জাক হাং বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের জন্য স্ক্যানডেনেভিয়া, আমেরিকান, বৃটেন, ইসরায়েল ও ভারতের রাজনীতি অনুসরণ করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.