নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২৮ শে অক্টোবর ছিল জামাত-বিএনপি\'র সোনালী যুগের শেষদিন

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২২



২০০৬ সালের ২৮ শে অক্টোবর কিছু নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে; এর মাঝে জামাতেরও কয়েকজন নিরীহ সাপোর্টার ছিল, ছিল জামাতের ব্যবসার কর্মচারীও; এরা না জেনেই রাস্তায় নেমেছিল জামাতের ডাকে, তারেক জিয়ার ডাকে। আওয়ামী লীগ প্রস্তত হয়েই নেমে এসেছিল; তারা এসেছিল "কাঁটা তারে ঘেরাও করা আওয়ামী লীগের অফিস মুক্ত করতে, তারা এসেছিল ২১ আগস্টের গ্রেনেড মারার প্রতিবাদ করতে, এরা এসেছিল আইভী রহমানের মৃত্যুর প্রতোশোধ নিতে, এরা এসেছিল জর্জমিয়ার প্রতারণার জবাব দিতে"; তারা এসেছিল ঝড়ের মতো, তারা পুলিশের সামনে পড়ার কথা ছিল; কিন্তু জামাত ও তারেকের ষড়যন্ত্রের কারণে এরা জামাত -শিবিরের সামনে পড়ে। আওয়ামী লীগ যে আসবে বিএনপি, জামাত-শিবির জানতো; তাই ছাত্রদল, যুবদল, শিবির সামনে যায়নি; তারা জামাত, বিএনপি ও শিবিরের বেকুব নিরীহদের সামনে দিয়ে অবস্হা বুঝতে চেয়েছিল; অবস্হা দেখে তারা কেটে পড়েছিল; জামাত যাদিগকে স্রোতের সামনে দিয়েছিল, জেনেশুনেই দিয়েছিল; তখনো ডিজিএফআই ও পুলিশ বিএনপি-জামাতের ছিল, তারা সব রিপোর্ট পেয়েছিল; সব জেনেই জামাত ও তারেক জিয়া ঝড়ের সামনে দরিদ্র ঘরের জামাতী সাপোর্টারদের নামায়ে দিয়েছিল। জামাত ও তারেক জিয়ার অনেক প্ল্যান ছিল; তারা ভেবেছিল যে, লাশ কাজে লাগায়ে তারা আবারো ক্ষমতায় চলে আসবে।

আওয়ামী লীগের তৃণমুলে ১৯৭১ সালের জেনারেশনের লোকজন ছিলো, যারা আসলে আওয়ামী লীগের ধার ধারতো না, তারা আওয়ামী লীগের কারো ডাকের জন্যও অপেক্ষা করতো না; আওয়ামী লীগও তাদেরকে খুব একটা চিনে না; ২০০৬ সালে, এই মানুষগুলো রাস্তায় নেমে এসেছিলো; এরা জামাত-ফামাত, বিএনপি-মিএনপি'কে কোনদিন মানুষ হিসেবে গণ্য করেনি, এরা বাংগালী, এরা বাংগালীদের জন্য সব সময় রাস্তায় নেমে আসছিলো; অসহায় কিছু জামাতী এদের থামাতে গিয়েছিল সামান্য রিভলবার ও তলোয়ার দিয়ে; যেখানে তারেকের পুলিশেরা পালায়ে গিয়েছিল, সেখানে এই বেকুবেরা জামাতের পক্ষে শহীদ, বা গাজী হওয়ার চেস্টা করছিল।

যাক, জামাতের ৭৮ বছরের রাজনীতির সোনালীদিন এসেছিল ২০০১ সালে, সেটার অবসান হওয়ারও দরকার ছিলো, তাই জামাতের নতুন নতুন পাখা গজায়েছিল, গ্রেনেড হত্যা, বাংলাভাই, অনেক প্রজেক্ট; ২৮ অক্টোবরই মনে হয় জামাতের সোনালী যুগের শেষদিন ছিল।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

মার্কো পোলো বলেছেন:
B:-) 8-| তাহলে এই কাহিনী হয়েছিল! জানতাম না। সব জায়গায় নিরীহ লোকেরাই নির্যাতিত, তাদেরকেই লেলিয়ে দেওয়া হয়। রাজনীতিবিদরা থাকে ধরাছোঁয়ার বাইরে।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



লোকদের রাস্তায় নামায়েছিল তারেক, ফালু, খোকা, খায়রু কবির খোকন, জামাতের বড় নেতারা; মৃতদের মাঝে ছিল জামাতের ব্যবসার কর্মচারীও।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৭

এ কে এম রেজাউল করিম বলেছেন: ১) তারা এসেছিল "কাঁটা তারে ঘেরাও করা আওয়ামী লীগের অফিস মুক্ত করতে,
২) তারা এসেছিল ২১ আগস্টের গ্রেনেড মারার প্রতিবাদ করতে,
৩) এরা এসেছিল আইভী রহমানের মৃত্যুর প্রতোশোধ নিতে,
৪) এরা এসেছিল জর্জমিয়ার প্রতারণার জবাব দিতে,
৫) তারা এসেছিল ঝড়ের মতো,
৬) এরা জামাত-ফামাত, বিএনপি-মিএনপি'কে কোনদিন মানুষ হিসেবে গণ্য করেনি,
৭) এরা বাংগালী, এরা বাংগালীদের জন্য সব সময় রাস্তায় নেমে আসছিলো;

২৮ অক্টোবরই জামাতের সোনালী যুগের শেষদিন ছিল।

অসাধান ও বাস্তব বিশ্লেষন সহমত না জানিয়ে পারছিনা।

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



এগুলোই ঘটেছে, জামাতীরা না পেরে এখন কান্নাকাটি করছে; যদি তারেকসহ সুযোগ করতে পারতো, আওয়ামীকে আবার পানি খাওয়াতে ছাড়তো

৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২

শূণ্য পুরাণ বলেছেন: কাহিনী বদলে দিলে ঘটনা বদলে যায় না,যারা মনুষ কে মানুষ ভাবে না,লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নাচতে পারে তারা তো জানোয়ার,অার জানোয়ারের দল.....। এরপরও অভিশাপ দেব না,অাল্লাহ তাদের হেদায়াত দিক।

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


গ্রেনেড মারলে, পার্টির সভাপতিকে হত্যা করার চেস্টা করলে, এ ধরণের ভয়ংকর অবস্হা হয়; বিএনপি জামাত জিতে গেলে, আপনি অন্য কাহিনী বলতেন, আপনি ম্যাও প্যাও; আপনার মগজ কাজ করে বলে মনে হয় না।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৭

হাসান ইমরান বলেছেন: চমৎকার ভাবে জামাত-বিএনপির ভুল গুলি বললেন। তারপর আওয়ামী লীগের গুনগান করলেন (যদিওবা তারা খুন করেছিলো )।
কিন্তু সে অভাগাদের জন্য কিছু বললেন না...।
এবং হত্যাকান্ডের ভার অন্যের ওপর চাপিয়ে দিয়ে হত্যাকারিদের বিপক্ষে কিছু বললেন না।
অর্থাৎ পরোক্ষভাবে হত্যাকারিদের সাপোর্ট করলেন।
এবং এটাই আপনার আসল রূপ।

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার সাক্ষী ও পর্যবেক্ষক; আমি ও আপনি একই ঘটনা দেখেছি, আলাদাভাবে অনুধাবন করেছি; আমি বলেছি নীরিহ ও পেছনের সারির জামাতী সাপোর্টারদের কয়েকজনের প্রাণ গেছে; আপনার কানে ঢুকেনি?

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি আওয়ামী লীগের গুণগান করিনি, তাদের অবস্হান ও তাদের শক্তির কথা বলেছি। আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে, ওরা লীগের কাছেও কিছু চাহে না, ওদেরকে বিএনপি জামাত থামাতে পারবে না।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩

শূণ্য পুরাণ বলেছেন: অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দেহে

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



ন্যায় ও অন্যায় নিয়ে বাংগালীর রাজনীতি, আপনিও সেটার প্রডাক্ট; তবে, আপনার লেখা থেকে মনে হয়, মাথায় মগজ কম।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩০

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: চাদগাজি নামের এই ইন্ডিয়ান দালালের কাজই হল সরকারের সব কাজ (তা যত খারাপই হোক না কেন) টাকে প্রমোট করা। কিছু কিছু পাবলিক আবার তার আজেবাজে অনুমানভিত্তিক কথাবার্তায় কনভিন্সডও হয় - এটা দেখেই খারাপ লাগে।

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:




আপনার খারাপ লাগছে শুনে আমার খারাপ লাগছে, বাকীটুকু ভালো লাগছে।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৯

প্রািন্ত বলেছেন: চান্দু ভাই, আপনি কখনই কোন সঠিক উত্তর দেন না। বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন?
১। ৫% ভোট নিয়ে যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কেন কোন কথা বলেন না আপনি?
২। এ অবস্থায় আওয়ামীলীগ বিরোধীদলে থাকলে আপনারা কি করতেন?
৩। আপনি আওয়ামীলীগের পক্ষে এই ফালতু প্যাচাল লেখার জন্য মাসে কত পান?

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:



এই নিকে আমি ৫০০ পোস্ট লিখেছি, দেশ সম্পর্কে যখনই লিখেছি, সেখানে মোটামুটি আওয়ামী লীগের বিপক্ষে গেছে।

আওয়ামী লীগ কৌশলে ক্ষমতা দখল করেছে, এখন বল ও কৌশল খাটায়ে ক্ষমতায় আছে। আও্য়ামী লীগ গ্রেনেড খাওয়ার পর, বিএনপি জামাতকে সহজে ক্ষমতা দিয়ে মরতে যাবে না, এটা বুঝতে কি আপনার কস্ট হচ্ছে?

৮| ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

প্রবাসী দেশী বলেছেন: সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ &
সম্পদহীন ও বিবেক বর্জিত কিছু শিক্ষিত মানুষদের কারণে দেশের আজ এই অবস্থা।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



দেশ ও জাতি পেছনে পড়ে আছে শিক্ষা, চাকুরী, সম্পদ সৃস্টিতে, উন্নত মানের জীবন সৃস্টিতে; কিন্তু মানুষ সৃস্টিতে সবার সামনে; কেন?

কারণ, আপনার মতো মানুষ বেশী সৃস্টি হয়ে গেছে।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬

হাবিবুর রাহমান বাদল বলেছেন: লগি-বৈঠা দিয়ে দিনে-দুপুরে পিটিয়ে মানুষ হত্যা কোন সভ্য ও বিবেকবান মানুষ সমথন করতে পারেনা। একমাত্র অসভ্য ও দলকানা লোকেরা এই জঘন্য অপকর্ম সমথন করতে পারে।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


২০০১ -২০০৬ সাল বিএনপি-জামাত শাসন আমলে শেখ হাসিনার উপর গ্রেনেড মারা হয়েছিল, সেখানে আইভী রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়; সেটার বিচার না করে, 'জর্জমিয়া'কে জেলে দেয়ার কোন 'রিএ্যকশন' কি আপনি আশা করেছিলেন, নাকি আশা করেননি?

১০| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হাবিবুর বহমান বাদল,দিনদূপুরে লগি বৈঠা দিয়ে রাজনৈতিক কর্মী হত্যার নিন্দা করলে,যারা সেখানে গিয়েছিল আর একজন কে হত্যা করতে বাট সাধারন মানুষ যারা নিজের পরিবারের জীবিকার সন্ধানে রাস্তায় বের হলে যখন তাদের পেট্রোল বোমা মেরে হত্যা চেষ্টা করা হয় তাদের ব্যাপারে কিছু বলুন....

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



এরা ঘটনা দেখে, কারণ বুঝতে সক্ষম হয় না।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইতিহাস নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না, ভবিষ্যতে কী হবে সেটি ভবিষ্যতই বলে দেবে । দু'টাই চরম খারাপ। একটা একটু কম, আরেকটা একটু বেশি। তবু আদর্শের কারণে কাউকে কিছুকাল যাবত সহ্য করা যায়।

রাজনৈতিক আদর্শ (সাম্প্রদায়িক অথবা অসাম্প্রদায়িক যা-ই হোক) ছাড়া কোন দল আধুনিক মানুষের মনে ঠাই পাবে না। কিছু দল আছে, যাদের মতিগতি বুঝা যায় না। শুধু বুঝা যায়, তারা ক্ষমতা চায়। দেশের জন্য কী করবে, কেন করবে সেটি থাকে অস্পষ্ট।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ মারাঠা ও রাজাকারদের থেকে দেশের দখল নিয়েছে, ওরা কোন গণতান্ত্রিক শক্তি থেকে কিছু কেড়ে নেয়নি। আওয়ামী লীগ গত ৯ বছরে দেশের মানুষের জন্য অনেক কিছু করতে পারতো, যদি তারা কমপক্ষে গণতান্ত্রিকভাবে দেশ চালাতো; ওরা নিজেরাই গণতান্ত্রিক নয়; ওরা গণতান্ত্রিক হলে, কমপক্ষে এবার শেখ হাসিনা পার্টির সভাপতি ছাড়তেন।

তবে, ২০০৬ সালের অক্টোবরে যেটা ঘটেছে, সেটা ছিল শক্তির পরীক্ষা; সেটাতে আওয়ামী লীগ জিতেছে, কারণ বিএনপি-জামাত গ্রেনেড মেরে শেখ সাহেবের মতো উনার মেয়েকেও হত্যা করার চেস্টা করেছিল; আওয়ামী লীগের জন্য একটা পথ বাকী ছিল, শক্তি

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও জামাত মিলিটারী শক্তিতে বিশ্বাস করে, কিন্তু সেটা আপাতত: তাদের হাতে নেই; বিএনপি-জামাত খাঁচার ভেতর আটকানো বাঘ।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩

রাদিবিল্লাহিল বাকী বলেছেন: অসাধারণ লেখার গঠন আর তথ্যের বিপুলতা

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের দলগুলোকে বুঝার চেস্টা করছি

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইতিহাস নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না, ভবিষ্যতে কী হবে সেটি ভবিষ্যতই বলে দেবে ।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কম্প্যুটারের মানুষ, "গেইম থিওরী" ও "প্রেডিকসান থিওরী" পড়েন, কাজে লাগবে।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপাতত শিরোনাম ঠিকই আছে...

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৬

শূণ্য পুরাণ বলেছেন: অাপনার মগজ টা দেন কাজে লাগাই

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:




আমি আমার পাঠকদের থেকে ফিডব্যাক পাই, এবং সেটাকে বুঝার চেস্টা করি।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬

আলী বলেছেন: আওয়ামী লীগের তৃণমুলে ১৯৭১ সালের জেনারেশনের লোকজন ছিলো, যারা আসলে আওয়ামী লীগের ধার ধারতো না, তারা আওয়ামী লীগের কারো ডাকের জন্যও অপেক্ষা করতো না; আওয়ামী লীগও তাদেরকে খুব একটা চিনে না; ২০০৬ সালে, এই মানুষগুলো রাস্তায় নেমে এসেছিলো

১৭| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:০৮

গরল বলেছেন: এটা খুবই ভয়ংকর যে বাংলাদেশের রাজনীতি রাস্তায় শক্তি প্রদর্শনের উপর নির্ভরশীল। আজ পর্যন্ত যারা রাস্তায় জিতেছে তারাই ভোটে জিতেছে।

০১ লা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের শুরুটা ভয়ংকরভাবে খারাপ, ১৯৭২ সালে সঠিক রাজনীতি ও মানুষকে পড়ানোর শুরু করলে, আজ এসব কছুই হতো না; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের তেমন কোন পরিপক্ক ধরণা ছিল না কোন বিষয়েই।

১৮| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

প্রবাসী দেশী বলেছেন: "আমাদের শুরুটা ভয়ংকরভাবে খারাপ, ১৯৭২ সালে সঠিক রাজনীতি ও মানুষকে পড়ানোর শুরু করলে, আজ এসব কছুই হতো না; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের তেমন কোন পরিপক্ক ধরণা ছিল না কোন বিষয়েই"
ইতিহাস পড়ুন ইতিহাস জানুন।(যদিও বিশেষ বিশেষ দল বা গোষ্ঠীর আবার ইতিহাসের প্রতি চরম আক্ষেপ ও অভিযোগ) ইতিহাস এমন একটা বিষয় যেটা শুধু নিজের দৃষ্টি ভঙ্গি চিন্তা চেতনা দিয়া বিবেচনা করাটা আপনার মতো বিশাল মগজ ধারী দেড় ই মানায়। ইতিহাসের রচয়িতা বিশেষ মানুষদের ব্যাপারে কিছু বলার আগে নিজের অতি উচ্চমার্গীয় (( কে পরিপক্ক আর কে বাল পাকনা )!) জ্ঞান চর্চা করে আসুন। জ্ঞান কপচানোর আরো অনেক বিষয় আছে সেগুলো চেষ্টা করুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.