নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশেও একজন ছোটখাট ট্রাম্প ট্রুম্প দরকার

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩১



যখনই আমাদের জাতির সামনে কোন ধরণের ইস্যু আসে, তখন প্রতিবারই আমাদের সরকারকে নতুন করে বুঝার সুযোগ হয় জনতার, জনতার শিক্ষিত অংশের; যেমন, এখন রোহিংগা ইস্যু নিয়ে জাতি চিন্তিত, জাতি বিভক্ত; মানুষ জানে সরকার বর্ডার বন্ধ করেছে; মানুষ এও জানে যে, এই ইস্যুতে সরকার মানুষের মনোভাব বুঝার, বা জানার কোন চেস্টাই করেনি, সরকারের লোকদের জন্য যেটা ভালো, তারা সেটাই করা হয়েছে।

২০১৩ সালেও সরকার বর্ডার বন্ধ করেছিল; তখন নৌকার উপর হাতজোড় করে কান্নারত এক রোহিংগা বাবার ছবি বিশ্বের অনেক মানুষ দেখেছে, তারা আমাদের জাতিকে নিয়ে ভয়ংকর বিদ্রূপ করেছে, হাসাহাসি করেছে; বিশ্ব জানে যে, বাংগালীরা আজীবন সাহায্য ও দয়া পেয়ে এসেছে, কিন্তু অন্যের বেলায় তারা ভয়ংকর নিস্ঠুর। কিন্তু বিশ্বকে বুঝানো সম্ভব হয়নি যে, সরকারের পদক্ষেপে মানুষের মতামতের প্রতিফলন ছিলো না; সরকার এসব ব্যাপারে মানুষের ভাবনাকে, জাতির ইচ্ছাকে কোনদিনই মুল্য দেয়নি।

যখন বিশ্ব ব্যাংক পদ্মাসেতুর জন্য খুবই নীচু সুদের টাকা আটকায়ে দেয়, মানুষ সরকারের রূপ দেখেছে; তারা মানুষের কোন মতামত না নিয়ে মালয়েশিয়া, চীন, দুবাই চষে বেড়ায়েছে টাকার জন্য; অথচ, ঘরে মানুষের হাতে অলস টাকা পড়েছিল পাহাড়ের সমান।

এরা ৪৬ বছর দেশ চালাচ্ছে পুরোপুরি বৃটিশ কলোনীর মত, জনগণকে এরা বাজার হিসেবে ব্যবহার করছে, দলগুলো পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো কর্পোরেশন।

আমাদের জাতির জন্য আজ একজন ট্রাম্পের দরকার, যে বলবে, ক্রকেড রওশন, ক্রুকেড সাজেদা চৌধুরী, ক্রুকেড ইনু, ক্রুকেড মুহিত, ক্রুকেড বেগম জিয়া, ক্রুকেড ফালু, ক্রুকেড প্রধানমন্ত্রী, ক্রুকেড মেনন গং, আপনারা ৩০/৪০ বছর অনেক আয় করেছেন, এবার অবসর নেন, আমি জাতির জন্য আয় করবো, জাতিকে পড়াবো, জাতিকে চাকুরী দেবো, জাতিকে ঘর দেবো, জাতির চিকিৎসা হবে; আপনারা ফায়ার্ড, আপনারা ফায়ার্ড, ফিনিতো, কাপুত!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: একমত, ট্রাম্প এর মতো কাউকে দরকার যিনি এক ধাক্কায় সব বেশরম গুলার কাপর খুলে রাস্তায় নামিয়ে দিবে ।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


এই ক্রুকেড, ফ্রুকেড, যারা মানুষের কথা শোনে না, মানুষের মতামত জানতে চাহে না, তাদেরকে বলতে হবে, আপনি ফায়ার্ড

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

রুপম হাছান বলেছেন: চরম বেগ পাচ্ছি। এখন আমরা কাকে কাপড় খুলে রাস্তায় নামাবো। যে যাকে নামাবে তারা তো উভয় একই ঘরে থাকে! হা হা হা।

সত্যিকার অর্থে এদেশে আবার একটা ৭১ প্রয়োজন। তখন সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতা, স্বাধীকার, ভাষা সহ সব কিছুর জন্য প্রাণ/রক্ত/লজ্জা/সম্পদ এসব হারিয়েছেন প্রায় ৩০ লক্ষ (কথিত আছে)। আর এখন ১৬ কোটি মানুষের সব কিছু হরণ করে নিচ্ছে প্রায় ১০ লক্ষ মানুষ।

এখন মনে হচ্ছে, ৩০ লক্ষ এর তুলনায় ১০ লক্ষ অধিকতর শক্তিশালী ও ভয়ংকর! তাই ফায়ার্ড বলার সাহস দিন কে দিন হারিয়ে ফেলছি।

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া, বিএনপি, জামাত, শেখ হাসিনাকে ফায়ার্ড বলার মতো বাংগালী পাওয়া যায়নি আজ অবধি; তবে, উনারা ইতিহাসে খল হিসেবে প্রবেশ করবেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্রুকেড, ফ্রুকেড বইলা লাভ নাই , এদের পাছায় লাথি দিলেও এরা অবসরে যাবেনা।

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো জোঁক।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: ক্রুকেড!!!

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


হিলারী থেকে বেগম জিয়া, সাজেদা চৌ থেকে মাহমুদুর রহমান, এই মগেরা ক্রুকেড!

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ট্রাম্পের মত কেউ আইসা ভোট চাইলে,ভোটের পর তার জামানত থাকবে কি না সন্দেহ।বাংলাদেশে রাজনীতি করতে পূর্পুরুষের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হয় অথবা ক্যু কিংবা বিতর্কিত কাজকর্ম করা পূর্বপুরুষ লাগে।নাইলে মানুষ ভোত দিবে না।বাংলার মানুষ বড়ই নিষ্ঠুর!

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



ফালু, রওশন এরশাদ, বেগম জিয়া, তারেক, মায়া চৌ, সাজেদা চৌধুরী, ইনু, মেনন, ড: হাছান বার্মার মগ নন, এরা এই দেশের বাংগালী; ব্যাংগের ছাতা পতিত জমিতেই জন্মে!

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

জে.এস. সাব্বির বলেছেন: ট্রাম্পের মত কিনা জানিনা কিন্তু এদেরকে ফায়ার্ড বলার করার মত একজন খুব প্রয়োজন ।

এখানে তিতুমীর জন্মেছে ,শেখ মুজিব জন্মেছে... ।ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় নি ।নিশ্চয় আসবে কেউ!

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



তিতুমীরকে সন্মান করি কলোনিয়েল সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য; কিন্তু খুবই খারাপ লাগে যখন ভাবি, উনি কেন 'বাঁশের কেল্লা' বানালেন? বৃটিশ বাহিনীর কাছে কামান আছে, এটা কি কারো মাথায় ঢুকেনি?

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মঈন-এর একটা সুযোগ ছিল ট্রাম্প হওয়ার। ব্যাটা সুযোগটা নষ্ট করছে...

২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



মঈন ছিল পাখী-মারা জেনারেল; ডামীর মাথা ছিল খালি; সব বাংগালীর সাপোর্ট পেয়েও কিছু করতে পারেনি।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫০

ডঃ এম এ আলী বলেছেন: এবার সবাই ট্রাম্প খুঁজতে চলেন । ট্রাম্পের মত হতে হলে প্রথমেই অর্থে বিত্তে হতে হবে সেরা । কোন বাংগালির সাধ্য হয় নাই আমিরিকার প্রসিডেন্ট নির্বাচনে করতে বিনিয়োগ । বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি একজন বাংগালীই নাকি পেরেছেন তা ।
অর্থ বিত্তের মানদন্ডে তারই ট্রাম্প হওয়ার আছে তাই যোগ্যতা , দেশী বিদেশী কোম্পানী মিলিয়ে প্রায় ৪০ বছরের বেশী কাল ধরে ব্যবসারও আছে তার অভিজ্ঞতা, নেই রাজনীতি করার কোন ইতিহাস, যদিও হয়েছিল ছোট্ট একটি ব্যর্থ প্রচেষ্টা !!!!

২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



সবকিছুর পরও সে আমেরিকা ও বিশ্বের আইন অনুসারে ব্যবসায়ী; কিন্তু প্রতিটি বাংগালী ব্যবসায়ী মোটামুটি মারাঠা দস্যু, দখলবাজ; লুটতরাজই ওদের ব্যবসার মুলধন।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

গেম চেঞ্জার বলেছেন: মন্তব্য করার ইচ্ছে নষ্ট হয়ে যায় এইগুলো দেখলে। রিমুভ মারেন না কেন?

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


আজকাল সামান্য অন্য কাজে ব্যস্ত, ব্লগে আসার সময় পাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.