নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারকে কিছুদিন দেখছি না, সব ভালো তো?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩



আমাদের ভালোবাসার কবি সাধু, রূপক বিধৌত সাধুকে কিছুদিন ব্লগে দেখছি না; আপনারা কি সম্প্রতি দেখেছেন? আমি ব্লগে আগের মতো আসতে পারছি না, এলে উনাকে খুঁজি, মাসখানেক আমার চোখে পড়েননি; উনি আবার অভিমানী মানুষ, একবার বোধ হয়, বাড়ী থেকে দুরে ছিলেন কিছুদিন।

আরেক ব্লগার, সচেতনহ্যাপীকে দেখছি না বেশ কিছুদিন; উনি প্রবাসে থাকেন, পোস্ট কম দিচ্ছিলেন সাম্প্রতিক মাসগুলোতে। উনি অবশ্য স্বাধীনতার সময়ের জেনারেশনের মানুষ, ঢাকার অনেক রাজনৈতিক ঘটনা-প্রবাহের সাক্ষী। প্রবাসে হাঁপিয়ে উঠছিলেন; মনে হয়, দেশের ফেরার কথা ভাবছিলেন; কিন্তু দেশে ফেরা খুব একটা সহজ নয় আজকাল, গেলেন কই?

আরেক ব্লগার আধা বছরের বেশী সময় ব্লগে নেই, উনার নিক, এক্সট্রাটেরেস্ট্রিয়েল স্বর্ণা(বানান ভুলও হতে পারে), উনার অনেক পাঠক ছিলেন, আছেন; উনি পশ্চিম দেশে ছাত্রী, ব্যাচেলর শেষ করার কথা; এরপর মেডিক্যালে ভর্তির প্রস্ততি নেয়ার কথা ছিল; উনার একাউন্ট হয়তো ব্যানে থাকতে পারে। উনি আমার জন্য দুর্গ ছিলেন; আগে আমার উপর দলবদ্ধ হামলা হলে, আমাকে রক্ষা করতে আসতেন; আমার উপর হামলা কমে আসাতে উনি কি রিটায়ার করলেন, নাকি সামুর উপর ক্ষেপে চুপ হয়ে আছেন? কারো সাথে যোগাযোগ থাকলে উনাকে বলবেন, আমরা উনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি!

আপাতত ৩ জনের নাম বললাম; কিন্তু আসলে, শত শত ব্লগার ক্রমেই সরে যাচ্ছেন; যারা অনেকদিন থেকে ছিলেন, তারপর কি কারণে চুপ হয়ে যান কে জানে! নতুন ব্লগারেরা আসছেন প্রতিদিন; কিন্তু আমাদের কোন ব্লগারকে আমরা হারাতে চাই না, সবাই ফিরে আসুন!

মন্তব্য ৮৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: উপস্থিত স্যার!!

আপনি ভাল তো?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



ছুটি নিলে বলে যাবে, আপনাদের জন্য ভাবার লোক আছেন ব্লগে!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

বিজন রয় বলেছেন: আমিও অনেক ব্লগারের নাম বলতে পারি।
তারা হারিয়ে গিয়েছেন, অথবা নতুন নামে ব্লগিং করছেন।

অাসলে একদিন তো সবই হারিয়ে যায়, নাকি বলেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



হারিয়ে যাওয়ার অনুপাতটা আপাতত বেশ বড়; পেছেন কারণ কি?

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: স্বর্ণার ব্যাপারটা পড়ে খুব হাসি পেল! আমারও তাই মনে হয়, সম্ভাবত তিনি রিটায়ার করেছেন! আপনার পোস্টের ম্যাসেজটা সাধু ভাইয়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি! তবে খুব সম্ভাবত অন সিজনে সবাই ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ব্লগে তেমন একটা আসতে পারছেন না!

অনেক ব্লগারকে আমিও খুব মিস্করি! আহা, সবাইকে নিয়ে এক সময় কতই না আড্ডাইছি এই ব্লগে! কোথায় গেল ব্লগের সেই সোনালী দিন? :(

সবাই ফিরে আসুক, সেই প্রত্যাশাই রইলো!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



সাধুকে বলবেন যে, আমরা মিস করি উনাকে।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: ধন্যবাদ প্রাসঙ্গিক পোষ্টটার জন্য । নাহ , রূপক বিধৌত সাধুকে আমিও দেখছি না । আপনার পোষ্টটা দেখে আমারো অনেকের নাম মনে হচ্ছে । কি জানি কেনো তাঁরা লিখছেন না । তবে লিখলে আমাদের সবারই খুব ভালো লাগবে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:




ব্লগারেরা সংখ্যায় বাড়ুক, এটাই বাংলার ১ম বুদ্ধিমান জেনারেশন

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: শত শত ব্লগার ক্রমেই সরে যাচ্ছেন! হুমম আসলেই ব্লগে এখন অনেক লেখক আসেন না! কি হইছে কিছুই জানা গেলো না!?
আমিও অনেককে জানি যারা আসছেননা!,
আশা করি সবাই ফিরে আসবে!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



সরে যাওয়ার কারণ জানতে চাই

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

সায়েদা সোহেলী বলেছেন: স্বর্ণা কে মিস করি,,, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ র দৃষ্টি আকর্ষণ করছি


আপনাকে ধন্যবাদ চাঁদ গাজি ভাই,,,

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


স্বর্ণা এক শক্তিশালী ব্লগার, উনার প্রত্যাবর্তন চাই।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

এই আমি রবীন বলেছেন: ব্লগে আমিও কাওরে কাওরে মিছাই।
তবু মাঝে মাঝে সান্ত্বনা লই এই ভেবে, হয়তো আগের নিক ব্যান খাইছে, আছে অন্য নামে।
হয়তোবা ওনারা ফেবুর বিশাল পাবলিক ফিগার হইয়া গেছে। পোষ্ট মারলেই ধুমাইয়া লাইক। তাই..........

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:




ফেবু হলো ক্যাচাল প্যাচাল; ওটা দুস্ট তৈরির কারখানা।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: নতুন ব্লগারেরা আসছেন প্রতিদিন; কিন্তু আমাদের কোন ব্লগারকে আমরা হারাতে চাই না, সবাই ফিরে আসুন! -- ঠিক বলেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমরা সবাই মিলে শক্তিশালী একটি জেনারেশন গড়ে তুলতে চাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:




এই ১ম বারের মতো শক্ত ১টি জেনারেশনের সুচনা হচ্ছে।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আইয়া পড়ছি। হারামু না

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



অন্যদের বলটে পারেন, আপনাকে মিস করার লোকজন আছে ব্লগে

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগ সেত অামার নিজের বাড়ি । এই ভেবে সারা দিন পড়ে থাকি। কিন্তু যখন দেখি পরিচিত কেহ নাই ভিষণ মন খারাপ লাগে। আপনার পোষ্টটি সময় সময়িক । আমারও উদাত্ত আহ্বান সবাই ফিরে আসুন।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:




দেখিয়েন আবার, ফেবুর মতো যেন আসক্ত হয়ে না পড়েন; এটা সত্য যে, একটা বড় ফ্যামিলী তৈরি হচ্ছে

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

গেম চেঞ্জার বলেছেন: সামুর যে অবস্থা~! এতে ব্লগারেরা আসার ইচ্ছে থাকলেও সামুতে লোডিং দেখতে দেখতে ট্যাব ক্লোজ করে অন্য কাজে চলে যান। বেশিরভাগই অবশ্য ফেসবুকে এক্টিভ থাকতে পছন্দ করছেন বলেই মনে হচ্ছে। অথবা যার যার অন্য কাজকর্মে!

যাইহোক, আপনার মিস করার ব্যাপারটায় যদি তারা ফিরে আসেন তাহলে ভালই!

আরেকটা ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপার এভাবে খোলা প্লেসে প্রকাশ করা/বলা উচিত নয়। :

শুভকামনা রইল!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


এরা মুল্যবান বাংগালী, এদের খোঁজ রাখা খুবই দরকার; কোন ব্যক্তিগত তথ্য তো প্রকাশ হয়নি; আপনি হয়তো, সাধারণ তথ্যকে ব্যক্তিগত ভাবছেন!

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

জগতারন বলেছেন:
আরেকটা ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপার এভাবে খোলা প্লেসে প্রকাশ করা/বলা উচিত নয়।

সহমত!!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি যেসব তথ্য প্রকাশ করছি, এগুলো সাধারণ গুণ; এগুলো গোপন কিছু নয়।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

ডার্ক ম্যান বলেছেন: এক সময় সামুও হারিয়ে যাবে

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:




আপনার ছবি ইমাম মেহেদীর ছবির সাাথে মিল আছে?

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সবাইকে খোজ করছেন । মিস করছেন । প্রসংসা আপনার করতেই হয় । সালাম বস । ব্যাস্ততার কারণে সবসময় আসা হয় না । তবে অবসরের ভাল সঙ্গী ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



ব্যস্ততার ফাকে আসবেন, আমরা সবাই মিলে একটি নতুন জেনারেশন।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত সমস্যার কারণে ব্লগ থেকে আপাতত দূরে আছি । শীঘ্রই হয়তো আবার ফিরতেও পারি ।
অশেষ ধন্যবাদ আপনাকে অামাকে স্মরণে রাখার জন্য! ভালো থাকবেন সবসময় । নিশ্চয়ই অাবার কথা হবে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা থাকলে আমাদের জানাবেন; দুরে গেলে আমাদের জানাবেন।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিলুনী বলেছেন: ব্লগে কিভাবে মানূষ থাকবে । ব্লগ যারা একটু দেখাদেখাশুনা করার কথা তারাও বেশ নিরব । বেশী দুরে যাবনা আজকের প্রথম পাতায় বিকালের দিকে ইমিগ্রাস্টের প্রতি অআমিরিকান প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের একটি লেঙ্গুট পড়া বলতে গেলে উলঙ্গ ছবি জ্বল জ্বল করে ভাসতেছে । তিনি আমিরিকার শতকরা ৫০ভাগ লোকের ভোট পাওয়া প্রেসিডেন্ট ইলেকট । একটি দেশের এমন একজনকে কি দেশের নামকরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রথম পাতায় রাখা যায় , এর কি রকম বিরোপ প্রভাব পড়তে পারে তা কি কেও ভেবে দেখেছে । এর দুইটি খারাপ দিক তো আছেই; একটা হলো ইমিগ্রান্টদের বিষয়ে কঠৌর হওয়ার জন্য তাকে আরো উসকে দেয়া , দ্বিতীয়ত দেশের দুপক্ষীয় সম্পর্কের উপর আমিরিকার কমপক্ষে অর্ধেক, বলতে গেলে দেশের প্রতি মান সন্মানবোধ আছে এমন সকল আমিরিকানরা আমাদের দেশের মানুষের দৃস্টিভঙ্গীকে কি নজরে দেখবে এবং এদেশে তাদের কুটনৈতিক মিশনকে কি বার্তা দিতে পারে তাকি কেও ভেবে দেখেছে । ইত্যাকার বিভিন্ন কারনে অনেকেই কি করে সামুর পাতায় দৃস্টি বোলায় !!!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা খেয়াল রাখে, আমাদের বুঝা উচিত!

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

হুমম্‌ বলেছেন: আমি মিস করি আরণ্যক রাখাল,অথর্ব কান্ডারি,লেখোয়ার,শায়মা এন্ড কি করি আজ ভেবে না পাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক, অনেকেই কম আসছেন ব্লগে; আরণ্যক রাখাল আমারও পছন্দের লেখক। শায়মা অন্য নিকে( 'অপ্সরা' ) আছেন; সবাইকে দেখতে চাই।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অরুনি মায়া অনু বলেছেন: যেহেতু আমি নতুন এখানে তাই সবাইকে চিনিনা। তবে যাই হোক, যেখানেই থাকুক সবাই যেন ফিরে আসেন আবারো আমাদের এই নীড়ে।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: প্রসঙ্গটি খাঁটি। অনেককেই আজকাল চোখে পড়েনা, নাম বললুমনা। একটা কারণ মনে হয় ফেসবুক আর সামুর ধীরগতি! নিজস্ব ব্যাস্ততা তো থাকতেই পারে। আপনাকে ধন্যবাদ ব্যাপারটা খেয়াল করার জন্য।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সংখ্যা বাড়ার দরকার, এরা সবচেয়ে দক্ষ জেনারেশনে পরিণত হবেন।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

গোফরান চ.বি বলেছেন: স্বর্ণা ফিরে আসুক।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রিয় ব্লগার মহোদয়, সমাগত বিজয় দিবসের শুভেচ্ছা।মহান বিজয়ের মাস তাই একটু হানা না দিয়ে পারলাম না। ভালো লাগলো আপনি অন্তত হারিয়ে যাওয়া অনেককে খুঁজে ফিরছেন। সত্যিই বুকটা চিন্‌চিন্‌ করে উঠলো। এভাবে কত কত আপন জনরা হারিয়ে যাচ্ছে চীরতরে লোকচক্ষুর আড়ালে। আপনার হৃদয় নিংড়ানো স্বজন হারা ব্যথার সমব্যথি হোলাম। হ্যাঁ, প্রিয় ব্লগাররা ফিরে আসুন এই প্রত্যাশায় রইলাম। এই ব্লগ যে অনেক জিজ্ঞাসার জবাব দেয় তা কি করে ভুলি! তাই, আপনার আর অন্যান্য সবার মতো আমিও আশায় থাকলাম আবারো হারিয়ে যাওয়া তারায় ঝিলমিল করবে আর সুন্দর সুন্দর ব্লগ দিয়ে প্রিয় অঙ্গনকে মাতিয়ে রাখবে।
এমন সময়োপযোগী পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



বিজয়ের শুভেচ্ছা; আমরা ক্রমেই সংগঠিত ও বড় হচ্ছি।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

অন্তু নীল বলেছেন:
আমি স্যামুর পাঠক অনেক আগেথেকে।
অনেক ব্লগারের হারিয়ে যাওয়া দেখলাম।

এখন টুকটাক লেখা আর কমেন্টে করার চেষ্টা করি। কিন্তু কারণবসত সেটাও হয়তো আর হচ্ছে না।

এভাবেই হয়তো হারিয়ে বা দূরে সরে যাচ্ছে সবাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ধরণের সমস্যার সন্মুখীন হচ্ছেন?

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

প্রণব দেবনাথ বলেছেন: অনেকেই নিরবে যাতায়াত করেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



তা'ঠিক; তবে, অনেকের ব্লগিং প্যাটার্ণ থেকে বুঝা যায় যে, কিছু একটা ঘটছে!

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: রেগুলার কেউ থাকেনা।
তবে সময় সুযোগ পেলে সবাই এসে দেখে যায় ।
আরেকটা শ্রেণী আছে তারা শুধু নামের পাশে ব্লগার লেখার জন্য এসেছে =p~
ভাল থাকুন।
শুভ ব্লগিং

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে কিছুদিন থাকলে মানুষের দৃস্টিভংগির উপর প্রভাব পড়বে।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৩

ইফতি সৌরভ বলেছেন: অনেকেই নিরবে যাতায়াত করেন । - সহমত (আলসেমি করে login টা করা হয় না বলে)।

দাদু ভাইয়েরা যেমন সবার খোঁজ রাখেন, জিজ্ঞাসা করেন; আপনিও সিনিয়র হিসেবে তেমন এবং ব্লগের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন বলে অনেক ধন্যবাদ।
ফেবু তে হয়তো অনেক বেশি like পাওয়া যায় কিন্তু ব্লগে আজাইরা ছবি দিয়ে "like=দোআ" মার্কা পোস্ট থাকে না বলে ব্লগিং অনেক আরামদায়ক তবে ফেবু কর্তৃপক্ষ যেমন তৎপর এবং নিত্য নতুন ধারণায় সবাইকে আকর্ষণ করে, সামু কর্তৃপক্ষ এসব দিকে বেশ দুর্বল! সবার প্রোফাইল পিকে জাতীয় পতাকা যোগ করা অবশ্যই ভালো উদ্যোগ

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:




ফেবুকে মানুষ পারিবারিক ছবির এলবাম বানায়ে ফেলেছে; ওখান থেকে কেহ কিছু শিখতে ও জানতে পারবে না, ওখানে জানার কিছু আছে বলে আমার মনে হয় না।

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

ইফতি সৌরভ বলেছেন: অনেকেই নিরবে যাতায়াত করেন । - সহমত (আলসেমি করে login টা করা হয় না বলে)।

দাদু ভাইয়েরা যেমন সবার খোঁজ রাখেন, জিজ্ঞাসা করেন; আপনিও সিনিয়র হিসেবে তেমন এবং ব্লগের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন বলে অনেক ধন্যবাদ।
ফেবু তে হয়তো অনেক বেশি like পাওয়া যায় কিন্তু ব্লগে আজাইরা ছবি দিয়ে "like=দোআ" মার্কা পোস্ট থাকে না বলে ব্লগিং অনেক আরামদায়ক তবে ফেবু কর্তৃপক্ষ যেমন তৎপর এবং নিত্য নতুন ধারণায় সবাইকে আকর্ষণ করে, সামু কর্তৃপক্ষ এসব দিকে বেশ দুর্বল! সবার প্রোফাইল পিকে জাতীয় পতাকা যোগ করা অবশ্যই ভালো উদ্যোগ

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: এ ব্লগের স্বল্প জীবনে অনেকের সাথেই আমার পরিচয় নেই । তাই লিখার কারণে ডুপ্লিমেসি এড়ানোর জন্যে কিংবা আমি যে বিষয়টি নিয়ে লিখতে যাচ্ছি সে বিষয়ে সামুতে কি আছে তা জানার জন্য অনেক সময় অনেক পিছন পর্যন্ত এমনকি সামুর শুরু পর্যন্ত যেতে হয়েছে । তাতে অনেকের মুল্যবান লিখালিখি , লিখা ও মন্তব্যের স্টাইলাটাও দেখা হয়েছে । কিন্তু সাম্প্রতিক কালে এখানে পুরানো অনেককেই দেখা যাচ্চেনা । কারণ নিশ্চয়ই বিবিধ আছে । তবে কিছু কিছু ব্লগার হঠাত করে কিছুদিন আগে সামুর মেজর মেইনটিনেনসের কারণে নীজেদের পুরাতন আইডি হারিয়ে ফেলেছেন, যার উল্লেখ পাওয়া যায় তাদের কথায় যারা কস্ট করে কেমন করে ফিরে আসতে পেরেছেন শুনে । হয়তবা এ কারণেও পুরাতন অনেককে আমরা পাচ্ছিনা যারা জানাতেও পারছেন না কিছু , তদুপরি ব্যক্তিগত কারণতো আছেই । তাছাড়াও সাম্প্রতিককালে বিষয় ভিত্তিক লিখা লিখি ও তার মন্তব্যের বিষয়টি লক্ষ করে কিছু আচঁ করা যাচ্চিল , যার প্রকাশটাও দেখা যাচ্চে অনেকের উপস্থিতির মাত্রা দেখে । এছাড়াও যারা এখনো সরব আছেন তাদের মধ্যেও পারস্পরিক মিথক্রিয়ার মাত্রাটাও গিয়েছে অনেক কমে । গত কয়েক দিনের লিখা লিখির উপর পাঠক উপস্থিতি ও মন্তব্য আদান প্রদানের চিত্রটির উপরে দৃস্টি দিলেও তা দেখা যাবে । এখনো যারা সরব ব্লগার আছেন তারা যদি আরো একটু সরব হন বভিন্ন মাত্রায় নিয়মমিত ভাবে, তাহলেও পুরাতন ব্লগারের অভাব কিছুটা হলেও মিটবে । তার পরেও আশা করব পুরাতন যারা সামুর পাতাকে রাখতেন ভরে, তারা যদি ফিরে আসেন খুশী হব আমরা অন্তরে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ব্লগিং এখনো কস্টকর; তবে, টিকে থাকার মনোভাব থাকলে, কম্যুনিটির অংশ হওয়া সম্ভব; ব্লগের কম্যুনিটি একটি বিশেষ দক্ষ জেনারেশনে পরিণত হচ্ছে ক্রমেই।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন । এখানে অনেক ইয়ং টেলেন্টকে দেখতে পাচ্ছি , যারা দেশকে একটা ব্যপক ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত করার ক্ষমতা রাখে । এদেরকে একটি সৃজনশীল প্লাট ফর্মে এনে ঠিক মত পরিচর্চা করতে পারলে জাতী একটি মেধাবী জেনারেশন পাবে । সামুকে অশেষ ধন্যবাদ এমন একটি প্লাটফর্মের সুযোগ সৃস্টি করে দেয়ার জন্য । আগে স্কুল কলেজ ইউনিভাস্টিতে যে বাৎসরিক মেগাজিন বের হত সেখানে কালে ভদ্রে কেও একটা লিখা দিতে পারলে সে উৎসাহ ও অনুপ্রেরণায় উদ্দিপিত হত দারুনভাবে , আর এখনতো এখানে নীজের যে কোন মানের লিখা লিখতে পারছে অনায়াসে।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


এখন সুবিধা হচ্ছে, ফিডব্যাক থেকে নিজের লেখার মান বুঝার; আগের লেখকেরা কোন ফিডব্যাক পেতেন না; সবাই জ্বি জ্বি করতেন।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খুব কম সময় ব্লগিং করছি,একজন অনিয়মিত ব্লগার বলা চলে।তাই এত অল্প সময়ে আমার জন্য বুঝা কষ্টকর হয়ে উঠছে যে,কেউ কি সত্যিই হারিয়ে গিয়েছে।অবশ্য মাঝে মাঝে যখন আরোও পাঁচ বছর আগের কোন পোষ্ট পড়ি তখন পোষ্টে কমেন্টের পরিমাণ আর পঠিত সংখ্যার সাথে এখনকার তুলনা করলে বলা চলে,সামু বার্ধক্যে পরিণত হচ্ছে।
কিন্তু আশা রাখি,বুদ্ধিমান ব্লগারদের প্রচেষ্টায় আবার ব্লগ তারুণ্য ফিরে পাবে।আপনার পোষ্ট টি একটি ভালো ঘটনা তুলে ধরেছে

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


নতুনেরা 'জিরো' থ্বেকে শুরু করে; তাই পুরানোদের উপস্হিতি নতুনদের জন্য খুবই প্রয়োজন, যেন চাকা বারবার আবিস্কৃত না হয়।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪১

কাবিল বলেছেন: এমন অনেক ব্লগারকেই মিস করি, আশা করি ব্যাস্ততা কাটিয়ে আবার আমাদের মাঝে ফিরবেন।




কিন্তু---

অপূর্ণ রায়হান

জাফরুল মবীন

শতদ্রু একটি নদী...

কোন অভিমানে দোকান বন্ধ রেখেছে জানতে মুঞ্চায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো সব নামকরা ব্লগার!

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: শুধু আপনার আন্তরিকতা ফিরিয়ে আনলো।। অবশ্য কোন অভিামান বা অন্যকিছু নয়, শুধু একধরনের অনিচ্ছাই কাজ করছে।।
আছি এই ব্লগে।। থাকবোও।। কিন্তু সমস্যা যেখানে ব্যক্তিগত...। সেখানে কিছু না বলাই বোধহয় ভাল।।
কঠিন মাটিতেও কিন্তু ফুল ফোটে।। অসংখ্য ধন্যবাদ আর ভালবাসায়- আমি।।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:




খুবই খুশী হলাম জেনে যে, আপনি আশেপাশেই আছেন; ব্যক্তিগত সমস্যা আমাদের মতো জাতির প্রত্যেক সদস্য জেনেটিক্যালী পেয়ে এসেছে, এর থেকে আমরা পালাতে পারবো না; হয়তো সমস্টিগতভাবে আমরা একে জয় করবো।

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্যাস্ততার জন্য হয়ত অনেকেই আসছেনা। আশাকরি সবাই ফিরে আসবে। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



ব্যস্ততা ভালো, ব্যস্ততার জন্য না এলে ভালো; কিন্তু ব্লগিং আর ভালো না লাগলে খারাপ উদাহরণের সৃস্টি হবে।

৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৬

শূণ্য পুরাণ বলেছেন: ভাই, অাপনি কখনো হারায়েন না যেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনাদের ছেড়ে যাবার কোন ইচ্ছা নেই

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি মাত্র একদিন অনুপস্থিত ছিলাম :)

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১

আলী আজম গওহর বলেছেন:

'ব্লগারদের সংখ্যা বাড়ার দরকার, এরা সবচেয়ে দক্ষ জেনারেশনে পরিণত হবেন।' , সহমত।
সামুর পাঠক হারানোর বিষয় কিছুটা অনুমেয়।যাদের মধ্য উন্নত হওয়ার ইচ্ছা আছে তারা সামুর সন্ধান পাওয়ার পর আগ্রহ নিয়ে সামুর পোষ্ট পড়তে থাকে।ভালো মুভি রিভিউ,বুক রিভিউ পড়ার পর এগুলো দেখে/পড়ে।তারপড় imbd এর রিভিউ পড়া শুরুকরে। ছবি ব্লগ,ভ্রমন ব্লগ,গল্প,উপন্যস পড়ার পর এ সম্পর্কিত বিশ্বসেরা বই সংগ্রহ করে। তখন আর সামুর পোষ্ট পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ অর্থবহন করেনা।অনেকটা গ্রাম থেকে শহর।শহর থেকে আমেরিকা যাওয়ার মতো।
তাছাড়া ভালো পোষ্টের অভাব ও লোডিং সমস্যাতো আছেই।
স্যার আর্থার কোনান ডয়েলও বিরক্ত হয়ে শার্লক হোমসকে মেরে ফেলেছিলেন।কে জানে, অনেকে হয়তো বিরক্ত হয়ে চলে যায়।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

আমিসত্যবাদী? বলেছেন: স্বর্ণা ম্যাডামর ব্যাপারে বণি, তিনি একবার এক ব্লগে বলেছিলেন জয়’কে (মরহুম বিজ্ঞানী জনাব ওয়াজেদ পুত্র) উনার খুব ভালো লাগে, প্রতিউত্তরে বলেছিলাম “এরকম আরও

বেশী বেশী জন্ম দেন আরও বেশী বেশী ভালো লাগবে” :)। সেই সূ্ত্র ধরেই বলতে চাই তিনি কি সত্য সত্যই প্রডাকশনেই গেলেন? তাহলে তাঁর প্রতি শুভকামনা রইল।
ফেসবুকের প্রতি আমার ধারণাও ছিল ঠিক্ আপনারই মতো।:) আপনার প্রিয় বিষয়ে জ্ঞান আহরণ করতে চাইলে ফেসবুকের বিশেষ বিশেষ গ্রুপগুলোতে অংশগ্রহণ করুন (বাংলাদেশ

ব্যতীত কারণ জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম ইংরেজী, দয়াকরে জাপানের উদাহরণ টানবেন না, ”ইংরেজী কোন ভাষা নয়, ইহা একটি টেকনোলজি - সাবেক UGC চেয়ারম্যান

আসাদুজ্জামান ২১শে ফেব্রুয়াবি ২০০৭, টিএসসি অডিটোরিয়াম” আশারাখি, আপনার ধারণা পরিবর্তন হবে। হ্যাপি ফেসগ্রুপিং। আপনিসহ সবার প্রতি রইল বিজয় দিবসের শুভেচ্ছা।
নতুন নিক কারণ “আপনার পুরনো পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। সুবিধার জন্যে নিম্নোক্ত লিংকটি অনুসরণ করুন। click here to reset

password. এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। http://www.somewhereinblog.net/retrievepass
সংশ্লিষ্ট যেকোন সমস্যায় ব্লগ ইউ আর এল সহ আমাদের লিখুন : [email protected] এ অথবা [email protected] এ। ধন্যবাদ।”
এরপর “দুঃখিত, তথ্যগত ত্রুটি খুঁজে পাওয়া গেছে, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন।দুঃখিত, আমরা এই ইউজারনেম/ইমেইল এড্রেস দিয়ে কোন একাউন্ট খুঁজে পাইনি”

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: সহব্লগারদের প্রতি সহমর্মিতা থেকে লেখা এই পোস্ট এবং এখানকার কিছু প্রতিমন্তব্য থেকে আপনার যেন এক নতুন পরিচয় পেলাম। সাধুবাদ জানাচ্ছি এমন আন্তরিক একটা উদ্যোগ নেয়ার জন্য।
রূপক বিধৌত সাধু এবং সচেতনহ্যাপী, এই দু'জনের বেশ কিছু লেখা আমি পড়েছি এবং ব্লগিং এর মাধ্যমে তাদের সাথে আমার সংযোগ (ইন্টার একশন) ছিল। আপনার মত তাদেরকে আমিও মিস করি। তবে আপনার এই পোস্ট পড়ে তারা মন্তব্যে এসেছেন দেখে ভাল লাগলো এবং তারা উভয়ে ভাল আছেন জেনেও স্বস্তি পেলাম।
এক্সট্রাটেরেস্ট্রিয়েল স্বর্ণার সাথে আমার তেমন ইন্টার একশন বোধকরি হয়নি, তবে অন্যদের কিছু কিছু লেখায় তার বুদ্ধিদীপ্ত মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছিলো। হয়তো তার কিছু মন্তব্য উল্লেখ করে আমি কোথাও কোথাও দুটো কথা লিখেওছিলাম।
মানুষ নশ্বর। সময়ের স্রোতে আমরা সবাই একদিন হারিয়ে যাবো। নবীনেরা আসবে আমাদের জায়গায়। ভাবতে খুবই ভাল লাগছে, আপনার মত কেউ কেউ যদি আমাকেও কোনদিন ভালবাসায় স্মরণ করে!
পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সহমর্মী মনোভাবের জন্য। ভিন্ন ভিন্ন মত ও পথের পথিকেরা এ ব্লগে সমবেত। ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সদয়াচরণ এবং সম্প্রীতি বজায় রাখতে পারাটা মানসিক পরিপক্কতার পরিচায়ক।
আমার লেখা অদৃশ্যের প্রতি ভালবাসার বার্তা কবিতায় আপনার মন্তব্যের প্রতি সম্মান জানিয়ে আমি কবিতা থেকে ছবিটা মুছে দিয়েছি। ভাল না লাগার কথাটা ভালভাবে প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনার কথাগুলো সুন্দর। স্যরি, আপনার লেখার উপর ঐধরণের মন্তব্য করার জন্য।

কবিতা হলো হৃদয়ের আবেগ।

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী ভাই যে সামু/সামুর ব্লগারদের ভাল বাসেন তার নমুনা এই পোস্ট। কলমের কালি শেষ, ভারসাম্য, জাফরুল মবীন, কামরুন নাহার বীথি, সুপান্থ সুরাহী, আবু শাকিল , নেক্সাস সহ আরো অনেককে এখন আর দেখিনা।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:




এসব ব্লগার ব্লগে নেই? খুবই দু:খজনক; কি সমস্যা উনাদেরকে ব্লগ থেকে দুরে রাখছে, জানতে পারলে সমাধান বের করার চেস্টা করা যেতো।

৪০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

যোগী বলেছেন:
স্বর্ণা কে ব্যান করেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



স্বর্ণার মতো ব্লগারকে বেতন দিয়ে ব্লগে রাখার দরকার।

৪১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

রানার ব্লগ বলেছেন: ছিলাম , আছি, থাকবো কি না জানি না !!!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:




ব্লগে থাকেন, সময় পেলে পড়েন; নিজে যা বুঝেন, সেটাার উপর পোস্ট লিখে নিজকে পরখ করে নেন, বুদ্ধিমান বাংগালীদের সাথে থাকেন।

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

radha বলেছেন: অনেকের সুন্দর সুন্দর পোস্ট দেখে লেখার ইচ্ছা জাগে,তবে বুঝে উঠতে পারিনা কিভাবে লিখব।ধন্যবাদ আপনাকে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি বলছেন, এটা পোস্ট হলো নাকি? মানুষের কথা ভেবে টাইপ করতে থাকেন

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

গোফরান চ.বি বলেছেন: স্বর্ণা কে ব্যান করা হাস্যকর।

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সপ্তম৮৪ বলেছেন: এখন ব্লগের যুগ শেষ। এখন ফেসবুকে সেলফি খিঁচে সেলিব্রেটি হওয়ার যুগ। নিতান্তই কিছু সৌখিন মানুষ ব্লগে ঘোরাফেরা করে থাকেন আর কি ।

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

খোলা মনের কথা বলেছেন: কিছু পোষ্ট পড়ে নিজের কাছে ভাল লাগে আপনার এই পোষ্টটি তেমন। আমি নিজেও অনেক দিন যাবৎ ব্যস্ততার ভিতর ব্লগে আসতে পারিনা। একদম যে আসি না সেটা না, লগইন না করে আপনাদের পোষ্ট কিছু কিছু পড়ে চলে যায় অনেকটা ডুব দেওয়ার মত ঢুঁ দিয়ে যায়। ব্যস্ততা কমিয়ে আবার নিয়মিত থাকার চেষ্টা করবো। ধন্যবাদ চাঁদগাজী ভাই। ভাল থাকবেন সবসময় শুভ কামনা রইল

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই আপনাকে কম দেখছি; মুশকিল হলো, অনেক ব্লগার বিবিধ কারণে আসতে পারছেন না, আমরা উনাদের কথা ক্রমেই ভুলে যাচ্ছি!

সময় ম্যানেজ করে, জেনারেশনের সাথে থাকার চেস্টা করেন।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বর্ণার ব্লগ টি শেষ সময়ে স্বর্ণা না হয়ে অন্য কেউ চালাচ্ছিল। এক্সট্রাটেরেস্ট্রিয়েল স্বর্ণা নিক শেষ যে সব কমেন্ট করেছে তা তাই প্রমান করে। হতে পারে আইডিটি হ্যাক হয়েছিল তাই নিকটি ব্যান করা হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



তাই?

আপনি স্বর্ণাকে একটু ইনফর্ম করুন, প্লীজ। আমার নিকের খুবই কাছাকাছি নিক নিয়ে বহুবার আমাকে খারাপ অবস্হায় ফেলেছিল।

৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮

গোফরান চ.বি বলেছেন: না জানি আরো কতো ব্লগার অটো ব্যানের শিকার।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



সামুকে বুঝা কস্টকর; হয়তো সামু সরকারের ভয়ে আছে, বলা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.