নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অপশক্তি ও কুশিক্ষিতদের ভয়ে ব্লগ-দিবস পালন সম্ভব হয়নি

১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫১



বাংলা ব্লগ-দিবস এসে চলে গেলো, নিরপত্তার কারণে বাংলাদেশে ব্লগ-দিবস পালন করা সম্ভব হয়নি; এ ঘটনা জাতির ভয়ংকর দিকটা তুলে ধরেছে, জাতির ভেতরে ভয়ংকর মানুষ আছে, যারা ব্লগারদের ক্ষতি করতে পারে; জাতিকে এই অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে কমপক্ষে আগামী বছর অবধি।

আগে যাঁরা খাতায়, ডাইরীতে লিখতেন, আগামীকালের নজরুল ইসলাম, বার্ট্রান্ড রাসেল, যাঁরা পরিচিতদের নিজের লেখা দেখাতেন, মাঝে মাঝে প্রকাশের জন্য পত্রিকায় পাঠাতেন, এবং ৯৯.৯৯৯ ভাগ ক্ষেত্রে প্রকাশিত হতো না, আজ তারাঁ কম্প্যুটারের ওয়েভ-সাইটে লেখেন, এবং প্রকাশের সাথে সাথে বিশ্বের ৭ বিলিয়ন মানুষের কাছে লেখাটা চলে যায়, তাঁরাই ব্লগার। ব্লগারদের লেখা প্রকাশ হওয়ার পর, অন্য ব্লগারেরা পড়েন ও ফিডব্যাক দেন; ফলে, লেখক ও পাঠক মত-বিনিময় করে নিজদের ক্রমাগতভাবে রিফাইন করেন।

বেগম রোকেয়া, নজরুল ইসালাম, ওমর খাইয়াম, বারট্রান্ড রাসেল, লিও টলস্টয়, রবী ঠাকুর বেঁচে থাকলে, আজ উনারা ব্লগিং করতেন। উনারা বেঁচে থাকলে আজকে আমরা এবারের ব্লগ দিবস অবশ্যই পালন করতাম।

বাংলাদেশের ব্লগারেরা দক্ষ, লজিক্যাল ও এনালাইটিক্যাল ভাবনার ধারক, চিন্তাশীল, জ্ঞানী এক নতুন ও বিশেষ জেনারেশনের সদস্য; এরা খুবই শক্তিশালী সমাজ ব্যবস্হা গড়ে তুলতে সাহায্য করবেন।

একজন কম শিক্ষিত রাজনীতিবিদ, ধর্মীয় এক অপনেতা ও হলুদ মিডিয়ার এক ষড়যন্ত্রকারী বাংলাদেশের ব্লগারদের লেখায় দিশা হারায়ে ব্লগারদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে অশিক্ষিত ও কমশিক্ষিতদের মাঝে এই নতুন জেনারেশন সম্পর্কে সংশয়ের সৃস্টি করেছে; তাই সাময়িভাবে ব্লগ দিবস পালন সম্ভব হয়নি। সরকার নিরপত্তা দিলে দিবসটি পালন সম্ভব হতো।

শক্তিশালী ভাবনাকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু কমশিক্ষিতদের সকল প্রচেস্টা একদিন অকেজো হয়ে যাবে; আধুনিক ভাবনার লোকদের সাথে কেহ পেরে উঠার কথা নয়; মাত্র আগামী এক বছরের মাঝে কথিত অপশক্তি দুর্বল হয়ে দৃস্টপট থেকে তিরোহিত হবে।


মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

কাবিল বলেছেন: শুভ সকাল।
বাংলাদেশের ব্লগারেরা দক্ষ, লজিক্যাল ও এনালাইটিক্যাল ভাবনার ধারক, চিন্তাশীল, জ্ঞানী এক নতুন ও বিশেষ জেনারেশনের সদস্য; এরা খুবই শক্তিশালী সমাজ ব্যবস্হা গড়ে তুলতে সাহায্য করবেন।
ভাল বলেছেন।

আমার মতে, নোটিশবোর্ড আরও আগেই একটা পোস্ট দিতে পারতো এবং সবার সাথে মতবিনিময় করে ছোট পরিসরে হলেও দিনটাকে উৎযাপন করা যেত।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


সামু হলো ব্লগিং'এর কম্প্যুটিং প্লাটফরম, সফটওয়ার ও সাপোর্ট; ব্লগিং হলো রিয়েলটাইম লেখকদের মিলনমেলা; সামুকে যে সব করতে হবে, এমন বাঁধাধরা নিয়ম নেই! সরকার, বা ব্লগারেরা চাইলে দিনটি পালন করতে পারতেন; কেহ উদ্যোগ নেননি, তাই হয়নি।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ব্লগাররা তো আর ভি আই পি লোক না, যে সরকারি নিরাপত্তা পাওয়া যাবে

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


মাহমুদুর রহমান, মোল্লা শফি ও খালেদা জিয়া যতটুকু ব্লগারদের ভয় করে, সরকার আরও বেশী ভয় করে; এরা সবাই শিক্ষিত ও দক্ষ বাংগালীদের ভয়ে আছে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

ডঃ এম এ আলী বলেছেন: নিরাপত্তার কথা বাদ দিয়াই ব্লগারের খাতায় নাম তুলছি, জন্মিলে মরিতে হইবে দুদিন আগে অআর পরে , রাখে আল্লা মারে কে ।
আপাতত নীচের বিষয়টির উপরে একটু নজর দিন
মার্কিন প্রেসিডেন্ট বেছে নিতে ইলেক্টোরাল কলেজের ৫৩৮ সদস্য ভোট দেবেন আজ সোমবার। তাদের ভোটের উপর নির্ভর করছে দেশটির রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প। নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের কথা উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এরপর যতই ট্রাম্পের শপথ নেওয়ার সময় ঘনিয়ে আসে ততই রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। আর তাতে ৬৭ জন নির্বাচক বিষয়টির আরো তদন্তের দাবি জানিয়েছেন। এখন আশঙ্কা করা হচ্ছে, যদি ওই নির্বাচকরা বেঁকে বসেন এবং তাদের মধ্যে যদি ৩৮ জন হিলারিকে সমর্থন করে যান তবে পাল্টে যেতে পারে দৃশ্যপট। এছাড়া এখন পর্যন্ত ৩০ লাখ পপুলার ভোটে এগিয়ে আছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যদি কোনো প্রার্থীই অন্তত ২৭০ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে না পারেন সেক্ষেত্রে ২৬টি অঙ্গরাজ্যে জয়ী প্রার্থী হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
ব্যপারটি কি ঘটতে পারে বলে মনে করেন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংগালী কোন পত্রিকা পড়ছেন? বাংগালী পত্রিকা পড়বেন, যখন মেজাজ খারাপ থাকে, ওগুলো শিশুতোষ পত্রিকা

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




আপনার কথার সুর ধরেই বলি -----
শক্তিশালী ভাবনাকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু কমশিক্ষিতদের পাশাপাশি ধান্ধাবাজ আর ফেৎসা সৃষ্টিকারীদের সকল প্রচেস্টা একদিন অকেজো হয়ে যাবে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



সরকার চেস্টা চালিয়ে যাচ্ছে, মানুষ যেন সুশিক্ষা না পায়; ব্লগারদের সরকারও ভয় পায়।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,





দুঃখিত "ফেৎনা" শব্দটি "ফেৎসা" হয়েছে টাইপের ভুলে ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: ভালো লিখেছেন

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আগামী বছর ব্লগার সন্মেলন হবে; খালেদা জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফিদের দিন শেষ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

অগ্নি সারথি বলেছেন: বাংলাদেশের ব্লগারেরা দক্ষ, লজিক্যাল ও এনালাইটিক্যাল ভাবনার ধারক, চিন্তাশীল, জ্ঞানী এক নতুন ও বিশেষ জেনারেশনের সদস্য; এরা খুবই শক্তিশালী সমাজ ব্যবস্হা গড়ে তুলতে সাহায্য করবেন।- সহমত।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



এটাই এখন নতুন দিগন্ত, বাকীরা পেছনে

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

কানিজ রিনা বলেছেন: বাংলা ব্লগ সুর্য আর লেখক লেখিকা সূর্যের
আলোকরশ্মী। যতই থাক অন্ধকার আলোক
রশ্মীদ্বয় অন্ধকার ঢেঁকে দেবেই এই বিশ্বাস।
তেতুই হুজুর ও দুরনীতিবাজ তন্ত্রীরাতো ভয়
পাবেই। তাই ব্লগ সুর্য ওদের অন্ধকার থেকে
আলোয় নিয়ে আসার আলোক রশ্মী ছড়াবেই।
ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে, বাংগালীরা বিশ্বমানের ধারনা নিয়ে কথা বলছেন; বাকীরা নবাব সিরাজ ও খলীফা ওমরের এলাকায় আছেন

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন: আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ৩য় ও শেষ স্তর আজকে।

আমার মনে হয়, ঢাকা ইউনিভার্সিটির অনেক শিক্ষকও আমেরিকান নির্বাচন পদ্ধতি পুরোপুরি বুঝে না; ফলে, বাংগালী জাতির বিরাট অংশ গণতন্ত্র ইত্যাদি শব্দগুলো বলতে বলতে হয়রাণ হয়ে গেলেও, উহাকে বুঝার মতো অবস্হানে নেই। আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন ৩ স্তরে হয়: (১) প্রাইমারী, দলীয় প্রার্থী নির্বাচন (৩) নির্বাচন, প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে 'ইলেকটোরাল কলেজ ভোটার' নির্বাচন (৩) ইলেকটোরাল কলেজ ভোটারদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন।

আজকে, ৫০ রাজ্যে

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B:-) ব্লগ দিবস পালন করা তেমন কঠিন কোন কাজ না!

আগামী বছর ব্লগ দিবসের ছোয়াবের হাদিয়াটুকু নিজামীর রুহে বখশিস করা এইটুকু লিখে সামু নোটিশ বোডে টানিয়ে দিক, দেখবেন জামায়াতীরা ব্লগ জায়েজ, ব্লগিং করলে আমার নবী খুশি হন, ব্লগ মওদুদির স্বপ্ন ছিল ইত্যাদি ইত্যাদি তথ্য জাহির করবেন।
সফি হুজুর কে দাওয়াত করে এনে দেখাতে পারেন এখানে শুধু ধমের বারোটা বাজে না ধম প্রচারও হয়। অনেক শিক্ষিত ও ইসলামী চিন্তাশীল ব্যাক্তিও ব্লগে ধমের পবিত্র বাণীগুলো তুলে ধরছেন।
চরমোনাই নিয়ে কোন সমস্যা নাই, অগ্রাহয়নের মাহফিলে দুই ট্রলার ব্লগার পাঠিয়ে দিন মুরিদ হওয়ার জন্য দেখবেন শত শত চর মোনাই মুরিদান ব্লগ দিবসে যোগদান করে সাফল্য মন্ডিত করবেন। অন্য যারা আছেন তারা ব্লগের বিরোধিতা করে সুবিধা করতে পারবে না। কারণ, তাদের হাতে এক পেকেট বিরিয়ানী ধরিয়ে দিলেই হলো

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:

সমাধান হলো, সবার জন্য ফ্রি শিক্ষা, যেটার জন্য মানুষ ১৯৭১ সালে প্রাণ দিয়েছেন।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৪

গোফরান চ.বি বলেছেন: অপশক্তি ও কুশিক্ষিতদের রুখে দিয়ে আগামী বছর আমরা ব্লগ দিবস পালন করবই।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:



আগামী বছর বাংগালী জাতির সাথে নতুন জেনারেশনের পরিচয় হবে ঘনিস্টভাবে।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪১

বাবুলবাদশাগ বলেছেন: সরকারের উচাৎ ছিল ব্লাগার দের নিরাপত্তা দিয়ে তাদের দিবসটি উৎযাপন করার সুযোগ দেয়া। অবস্যই কথাটা সত্য যে, ওয়েব সাইটে কারনে আজ প্রতিটা মানুষ তার ভিতরে লুকিয়ে থাকা আবেগ টুকু সকলের কাছে উপস্থাপনকরতে পারছে

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



খালেদা জিয়া, মাহমুদুর রহমান, মোল্লা শফি ব্লগারদের ঘৃণা করে; শেখ হাসিনা ব্লগারদের ভয় পায়।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

ডার্ক ম্যান বলেছেন: আপনি তো অনেক সিনিয়র। আপনি নিজেই উদ্যোগ নিতে পারতেন

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

নতুন বলেছেন: বাংলা ব্লগ-দিবস এসে চলে গেলো, নিরপত্তার কারণে বাংলাদেশে ব্লগ-দিবস পালন করা সম্ভব হয়নি;

বাহ ভাবতে ভালই লাগছে.... বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে ... :|

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একের দ্বারা অন্যকে কন্ট্রোল করছেন; উনি অকারণে ব্লগারদের ভয় পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.