নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আরবেরা নবী নির্ভরশীল ছিলো,পড়ালেখা ছিলো না

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭



নবীদের আগমনের ভুমিকায় বলা হতো, মানুষ তার সৃস্টিকর্তাকে ভুলে বিপথগামী, তারা পাপে ডুবে থাকতো, নারী নিয়ে ব্যভিচারে লিপ্ত হতো, মদ-জুয়ায় ডুবে থাকতো, কন্যা সন্তানদের হত্যা করতো, মিথ্যা কথা বলতো, অকারণে মানুষ হত্যা করতো। আজকের আরবের সাথে সবকিছু মিলে যাচ্ছে, শুধু তাঁবুর বদলে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইমারত, বাড়ী, গাড়ী, নারী তাদের দখলে; এমন কি বিদেশী নারী, মদ, বাড়ী তাদের দখলে। কিন্তু ঐগুলো মাটির সাথে মিশতে সময় লাগছে না: সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়া দেখলে তা অনুমান করা সম্ভব।

ইসলাম অনুযায়ী শেষ নবী এসে গেছেন, নতুন নবীর কথা বললে "ব্লাসফেমী" হবে; তাই আমি মুসলমানদের বাদ দিয়ে ইহুদী নবী নিয়ে কথা বলবো। ইহুদীরা হচ্ছে আরব, তবে তারা জ্ঞানী আরব; ওরা আরবদের মুলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্রমেই; এখন তাদের ভাষা, সংস্কৃতি আলাদা, তাদের জ্ঞান, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি বিশ্বের পুরোভাগে।

ইহুদী মোল্লাদের একাংশ এখনো বিশ্বাস করে যে, ১জন "মেসাইয়া" আসবে; উনি এলে, পৃথিবী হবে কল্পিত বেহেশতের মতো; মানুষে মানুষ শত্রুতা থাকবে না, এমন কি বাঘ, হরিণ, নেকড়ে ও ভেঁড়া পরস্পরের সাথে শান্তিতে বসবাস করবে।

আজকের পুরো আরবে জল্লাদের রাজত্ব, আরবেরা মরছে পিঁপড়ার মতো, সে হোক প্যালেস্টাইনে, সিরিয়ায়, ইরাকে, কিংবা ইয়েমেনে; ইরান যদি বোমা বানাতে পারে, আরব জাতির কেহ হয়তো বেঁচে থাকবে না, বাঁচবে শুধু শিয়ারা।

আমেরিকা ও ইউরোপের প্রোপাগান্ডানুসারে শুধু এইএস হচ্ছে ভয়ংকর নিস্ঠুর; আইএস ভয়ংকর নিস্ঠুর, সন্দেহ নেই, তবে ওরা একা নিস্ঠুর নয়, কুর্দি মিলিশিয়া, শিয়া মিলিশিয়া সবাই সমান নিস্ঠুর। সুন্নীরা বেশী প্রান হারায়েছে ইরাক ও সিরিয়ায়; তাদের হত্যা করেছে শিয়া ও কুর্দী মিলিশিয়ারা, তাই আইএস সুন্নীদের রক্ষায় আরবী মনোভাব সবার থেকে বেশী দেখায়েছে।

ইহুদীরাও প্যালেস্টাইনীদের হত্যা করার সময় অনুপাত ঠিক রাখনি; গতবার ৩ ইহুদী ছেলের প্রতিশোধ নিতে গিয়ে ২৩০০ প্যালেস্টাইনীকে হত্যা করেছে।

সবকিছু গণনায় নিলে, নবীর দরকার। যিনি আসবেন, উনি হযরত দাউদের বংশের লোক হবেন, উনার মা-বাবা জীবিত থাকবেন; ঈসা নবীর মতো শুধু মায়ের ছেলে হবেন না। তিনি এক "পাসওভারের রাতে" জেরুযালামে আসবেন, এবং আল-আকসা মসজিদ ভেংগে ওখানে ইহুদীদের "তৃতীয় টেম্পল" তৈরিতে হাত দেবেন। কিন্তু এতে শান্তি বিঘ্নিত হবে না; কারণ, মানুষ বেহেশতের মতো শান্তিতে থাকবেন; মানুষ বাঁচবেন আনুমানিক গড়ে ৮০০ বছর।

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

আলী আজম গওহর বলেছেন:
নবীদের আগমনের ভুমিকায় বলা হতো, মানুষ তার সৃস্টিকর্তাকে ভুলে বিপথগামী, তারা পাপে ডুবে থাকতো, নারী নিয়ে ব্যভিচারে লিপ্ত হতো, মদ-জুয়ায় ডুবে থাকতো, কন্যা সন্তানদের হত্যা করতো, মিথ্যা কথা বলতো, অকারণে মানুষ হত্যা করতো।

সেইসাথে তারা পূর্বের নবীর সকল শিক্ষা ভূলে যেত।যেগুলো অপূর্ণ আর অসংরক্ষিত। শেষ নবীর সকল শিক্ষা ও প্রাপ্ত কিতাব সংরক্ষিত ও সম্পূর্ণ এবং প্রগতিশীল। তাই নতুন নবীর দরকার নেই।শেষ নবীর কথা মেনে চললেই হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:




শেষ নবীর কথা কি ইহুদীদেরও মেনে চলা দরকার? ইহুদীরা মানবে?

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:




তবে একটি কথা হলো নতুন নবী আসলে তিনি কি জোড় জবরদস্তি করে তার কথা মানুষকে শুনাবে না ভালবেসে শুনাবেন ।
জোড় করে শুনালে কোন কথা নাই । ভালবেসে শুনালে একখান কথা আছে ।
ভালবেসে ধর্মের কথা শুনালে আর একজন আরেক জনকে ভাল বাসলে
সকলেই শান্তিতে থাকবে এটা একটি অতি পুরাতন কথা যুগ যুগ ধরে ।
এ কথাটা সকলে মেনে চললে নতুন নবীর প্রয়োজন হবেনা কোন কালে ।
এ কথাটা বুঝানোর জন্য আরবদেরকে শুধু একটু শিক্ষিত করতে হবে ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



মুসলিম আরবেরা পড়ালেখায় পেছনে পড়ে যাওয়ায়, সম্পদে সবার অধিকার নিশ্চিত করেনি; ক্ষমতায় সবার অধিকার নিশ্চিত করেনি; তাই এই হত্যাকান্ড চলছে। ধর্ম সাহায্য করতে পারবে না।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

আলী আজম গওহর বলেছেন: সবাই মানবে না।সবাই মানলে পৃথিবী একপ্রকার স্বর্গ হয়ে যাবে।পৃথিবীকে স্বর্গতুল্য হতে হবে এমন কথা বলা নেই।স্বর্গতুল্য হওয়া উচিতও না।এর মধ্য যারা শেষ নবীর কথা মানবে তারা ভালো থাকবে বা সমাজকে ভালো রাখবে।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:




ইহুদীরা গড়ে সবার থেকে শিক্ষা দীক্ষা, অর্থনীতি ও রাজনীতিটে ভালো করছে; তারা বলছে, এমন নবী আসবেন যে, মানুষ ৮০০ বছর গড়ে বাঁচবেন; এবং সব মানুষ সুখী হবেন, একা ইহুদীরা নয়।

ইসলামের ভালো জীবনের কথা বলা হয়েছে; আরবে এত ভালো জীবন হচ্ছে যে, সিরিয়া, ইরাক ও ইয়েমেন মাটির সাথে মিশে গেছে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯

আবদুল মমিন বলেছেন: ইসলামের ভালো জীবনের কথা বলা হয়েছে; আরবে এত ভালো জীবন হচ্ছে যে, সিরিয়া, ইরাক ও ইয়েমেন মাটির সাথে মিশে গেছে।

এটা কি ইসলাম কে মানার কারনে হচ্ছে নাকি ইসলাম থেকে দূরে সরে গিয়ে এক প্রকার ভোগ বিলাসিতায় মগ্ন হওয়ার কারনে হচ্ছে বিষয়টা ভালো করে খুলে বলেন , যদি তারা ইসলাম মত আমল করত তা হলে তাঁদের সাহায্য আল্লাহর পক্ষ থেকেই হত যেমনি হয়েছিল সাহাবের বেলায় , এখন তো মুসলমান গন না ধর্মের উপর আমল করছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না দুনিয়ার টেকনোলোজি ভালো ভাবে রপ্ত করছে যা দিয়ে শত্রুর মোকাবেলা করবে । মুসলামান গন অনেকটা এখন ঊট পাখির মত , যারা বালীঝড় দেখে বালীর ভিতরেই মাথা গুজে দেয় আর পুরা ঝড়টাই তাঁদের মাথার উপর দিয়া যায় , ইরাক সিরিয়া, লিবিয়া তার জলন্ত প্রমান ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় আরবদের থেকে ইসলামে বড় পন্ডিত নন; পন্ডিতদের অবস্হা দেখে মনে হচ্ছে, ইসলামই তাদেরকে এখানে এনেছে। তারা রাজতন্ত্রে একে অপরকে মেরে বড় হয়েছে, আপনারা বড় বড় বিজয়ের কথা বলেছেন; বিজয়ে কত লাখ মাটিতে মিশেছেন, সে কথা লিখেনি; এখনো রাজতন্ত্র চালিয়ে যাচ্ছে; তখন বিশ্ব জানতো না, এখন নিজ চোখে দেখছে।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সব রুপ কথা। আধুনিক মানুষ রুপ কথা বিশ্বাবা করবে কেন?

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:

আরবেরা বিনা শ্রমে সম্পদের (তেলের) মালিক হয়েছে, কিন্তু আধুনিক হয়নি, ওরা পাথরের যুগেই আছে; না হয়, তেলের পয়সায় ওরা সবাই ভালো থাকতো, লন্ডনের রাজা রাণীর মতো।


৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

আহা রুবন বলেছেন: আমার মনে হয় ইহুদিরা তাদের নতুন নবী পেয়ে গেছে। তাদের নতুন নবী বিজ্ঞান ও প্রযুক্তি/:)

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:




সেটাই হচ্ছে মনে হয়; কিছু কিছু ইহুদী বলছে যে, সায়েন্স ও টেকনোলোজী নতুন নবী আসার পথ বন্ধ করে দিয়েছে।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে ওসবে কুলোবেনা! আমরা সবার উপরে- উত্তম সুচিত্রা!

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


নবী আসতে হলে, ল্যাপটপ হাতে নিয়ে জন্ম নিতে হতে। এই রকম মিরাকল না ঘটলে, কিছু করা যাবে না।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: আসুক

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



মানব জীবন এমন যায়গায় এসেছে যে, আর রূপকথার সুযোগ নেই।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

টারজান০০০০৭ বলেছেন: আপনার বর্ণিত ইহুদি নবীর সাহাবী কারা হবেন ? ম্যাডোনা , স্পিলবার্গ , নেতানিয়াহু , মার্কিন ইহুদি কংগ্রেস , আর বাঙালিদের মধ্যে ...........

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের মাঝে ওবায়দুল কাদের, জয়, সালমান রহমান, বেগম জিয়া

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: দেশ- ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের অজ্ঞানতা সীমাহীন। তাই নবী -টবি ,গডম্যান ইত্যাদি প্রভৃতির আমদানী চলতে থাকবে ।
আহা রুবন বলেছেন: আমার মনে হয় ইহুদিরা তাদের নতুন নবী পেয়ে গেছে। তাদের নতুন নবী বিজ্ঞান ও প্রযুক্তি।

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



শক্তিমান রাবাইরা বলছে, টেকনোলোজী নবী আসার পথ বন্ধ করে দিয়েছে; তারা তালমুদের ভেতর ব্যখ্যার সন্ধান করছে।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

সপ্তম৮৪ বলেছেন: যে অবস্থা চলছে, তাতে আল্লাহপাক নেমে আসলেও কুল পাইবেন না শিওর।

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকেই সমাধান করতে হবে, জার্মানীর মারকেলের মতো শক্তিশালী মানুষেরা বিশ্বকে পথ দেখাবে।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: এখন কেউ যদি বলে যে সৃস্টকতা` তাকে নবী করে পাঠিয়েছে তবে কিছু নিবোধকেই সঙ্গী হিসেবে পাবে।

বাকিরা বলবে.... বস আজকে ডোজটা বেশি পড়েছে পেটে?

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



সেই অধ্যায় শেষ।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

দূর পাহাড়ে বলেছেন: কমপ্লিট কোড অফ লাইফ দুনিয়াতেই বর্তমান। কোডগুলো মুসলিম জাতি ভুলে গেছে। তারা যদি আবার চালু করে তাহলে পৃথিবীতে আর নবি লাগবে না। সে কমপ্লিট কোড অফ লাই হল আল-কুরআন।

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঐ 'কোড'টা ছিল রাজতন্ত্র; ফরাসীরা উহা মুছে দিয়েছে; এখন কোড আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে, উহাকে বলে সায়েন্স এন্ড টেকনোলোজী।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

দূর পাহাড়ে বলেছেন: কমপ্লিট কোড অফ লাইফ

২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



" কমপ্লিট কোড অফ লাইফ ", সুন্দর শব্দ; ইহা ষলে সায়েন্স

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ এসে নিজেকে নবী ঘোষণা করলে তাকে কুপিয়ে হত্যা করা হবে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



সারছেন, ইহুদী নবী মারলে এটমিক যুদ্ধ লাগবে। ভাগ্য ভালো যে, কেহ আসছে না।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: নতুন করে আর কোন নবীর দরকার নাই, তাতে হানাহানি বাড়বে।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



ইহুদী নবী এলে, আল আকসা ভেংগে দেবে; লাগবে গন্ডগোল।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

rhythm বলেছেন: লেখক আমি জানিনা তুমি কোন ধর্মের ! কিন্তু এইটা শুনে রাখো মুসলিমরা যে এমন দুর্দশায় দিন কাটাবে সেইটা আগে থেকেই আমাদের জানা ছিল । এমন অবস্থার আরও অবনতি হবে । এইটা আল্লাহ এর পরীক্ষা অথবা গজব। এখন নতুন নবি আসার কোন দরকার নাই । পূর্বে নবী আগমনের কারন ৩ টি ছিল। ১. যখন পুর্ববত্তী নবীদের শিক্ষা বিলুপ্ত হয়ে যায় ২. পুর্ববত্তী নবীরা শুধু নির্দিষ্ট এলাকার জন্যে তাই অন্য এলাকার জন্যে নবীর প্রয়োজন পড়তো । বাকি টা আমি এই মুহুরতে ভুলে গেলছি ( maybe পুরববত্তি নবীদের শিক্ষা অসম্পূর্ণ ছিল) । কিন্তু বর্তমান এ আসার দরকার নাই এই কারন এ যে মহাম্মদ (স) এর শিক্ষা স্বয়সম্পুরন, তার শিক্ষার কন বিলুপ্তি হবে নাহ, এবং তিনি সারা দুনিয়ার নবী ! মজার বেপার হলো সনাতন, খ্রিষ্টান,বৌদ্ধ, ইহুদী ইত্যাদি ধর্মে যেই নবী আগমনের কথা উল্লেখ করা হয়েছে উনি এই মুহাম্মদ (স)। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মাদুর রাসুলুল্লাহ মানি নাহ। আমার মনে হয় আর কিছু বুঝিয়ে বলার দরকার নাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



ইহুদীদের তালমুদে আছে, আরো একজন ইহুদী নবী আসবেন; আমি সেইটার কথা বলছি। আপনার জন্য আর নবী আসবে না।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩

rhythm বলেছেন: সায়েন্স এর কারিশমা আমরা হিরোশিমা আর নাগাসাকি তে দেখেছি। আগুন সৃষ্টি থেকেই সায়েন্স এর যাত্রা শুরু । কই এখন পর্যযন্ততো দেখলাম না হানাহানি বন্ধ করতে !

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি সায়েন্স শব্দটা লিখতে পড়তে পারেন; ৯ কোটী বাংলাদেশী উহা লিখতে পারে না, পড়তে পারে না। আপনি ৯ কোটী বাংগালী থেকে ভালো; কিন্তু নিউটন তো নন।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯

rhythm বলেছেন: ইহুদীদের আরব বলা হচ্ছে কন দুঃখে যেখানে ইহুদীদের ধর্ম প্রবক্তক অনারব ( মিসরীয় )

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

rhythm বলেছেন: দুঃখিত শেষ কমেন্ট টা ভুল হইছে !

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.