নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সেক্রেটারী জন কেরীর ইসরায়েল বিরোধী বক্তৃতা; কিন্তু দেরী হয়ে গেছে

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০



************* আমার পোস্ট সামনের পাতায় যাচ্ছে না ************************

সেক্রেটারী জন কেরী ১ঘন্টা ১০ মিনিট বক্তৃতা দিলেন ইসরায়েল-প্যালেস্টাইনী সমস্যার বর্তমান অবস্হানের উপর; পুরো বক্তৃতা ইসরায়েলর বিপক্ষে গেছে; বক্তৃতাটি সম্পর্ণভাবে সঠিক ও পুরোপুরি লজিক্যাল; কিন্তু দেরী হয়ে গেছে, অনেক দেরী হয়ে গেছে; এ ধরণের কথা বলার দরকার ছিল ২০১৩ সালের দিকে; মাত্র ২০/২২ দিন পরে ওবামা ও জন কেরী থাকছে না।

দেশী বিদেশী সাংবাদিকদের সন্মুখে উনি ইসরায়েলের সেটেলমেন্ট নিয়ে কথা বললেন; তিনি উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট ওবামার সময়, ১ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করার মতো সেটেলমেন্ট তৈরি করেছে ইসরায়েল, এবং সেগুলো আরবদের জমির উপর। তিনি উল্লেখ করেছেন যে, একই সময়ে সিকিউরিটির জন্য ইসরায়েলী মিলিটারী আরব ভুমি থেকে কয়েক হাজার বাড়ী গুঁড়িয়ে দিয়েছে, যেগুোতে পরিবারের সাথে ৯ হাজার শিশু ছিল।

তিনি বলেন, ইসরায়েল সরকার "টু-স্টেইট" পলিসিকে পদদলিত করে, ক্রমেই ১ ইহুদী রাস্ট্র প্রতিস্ঠিত করতে যাচ্ছে। তিনি বলেন যে, নাতিনিয়াহু মুখে ২ দেশের কথা বললেও, তার সরকারের কোয়ালিশনের কেহ ২ দেশে বিশ্বাস করে না।

তিনি বলেন, প্যালেস্টাইনী দেশ প্রতিস্ঠায় আরবদের পক্ষ থেকে হামাস পুরোপুরি বাধা। তিনি অবশ্যই উল্লেখ করেন যে, আরবেরা কোনভাবেই নিজেদের বড় স্বার্থ বুঝে না; আমেরিকা তাদেরকে বাড়ী করার জন্য, দেশ গঠন করার জন্য সাহায্য করতে চেয়েছে; কিন্তু তারা কোন ভাবেই নিজেদের ভাবনা ফেলে বিশ্বের ভাবনার সাথে কাজ করছে না;ওয়েস্ট ব্যাংকে ১০ বছর ভোট হয়নি; ফলে, ওদেরকে সাহায্য করা সম্ভব হচ্ছে না।

জন কেরী বর্তমান আমেরিকান সরকারের অবস্হান ধরে তুলেছেন, যা ২ দেশ গঠনের পক্ষে; কিন্তু অনেক দেরীতে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: রাঝনীতি ভাই রাজনীতি!!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি অবশ্যই; তবে, জন কেরী দেরীতে বুঝতে পেরেছে যে, নাতিনিয়াহু ও তার কোয়ালিশন ভয়ংকর পথে এগুচ্ছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সব কিছু শেষ হবার পরে এখন................। তবে প্রতিটা লাইন সত্যি ..................।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি বক্তৃতা দেখছিলেন? হ্যাঁ, সে অবস্হা বুঝতে পেরেছে, বুঝেছে ফিলিস্তিনি মানুষের কস্ট; কিন্তু দেরীতে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন: It seems Kerry is making things difficult for Trump in Middle East affairs by playing a tricky role।
তবে ঠিকই বলেছেন উদ্দেশ্যটা সৎ হলে তারা এই ভুমিকাটা ২০১৩ তেই নিতে পারতো ,তাহলে এতদিনে একটা সুফল আসতে পারত।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ঘোড়া ডিংগায়ে ঘাস খাচ্ছে, সেটাই সমস্যা হয়ে যাবে।

কেরী যদি ২০১৩ সালে এইটুকু বুঝতেন, এটাই বলতেন, অন্তত সেটেলেমেন্ট এভাবে এগুতো না, হামাস ভয় পেতো, পিএলও ঠিক হয়ে যেতো।

হামাস ও পিএলও দেশ চাহে না, তারা এইভাবে চলতে চায়

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৮

ডঃ এম এ আলী বলেছেন: হামাস ও পিএলও দেশ চাহে না, তারা এইভাবে চলতে চায়, ঠিক কথা বলছেন , তারা এই ঘর বাড়ী গড়া অআর ভাঙ্গার খেলা খেলতে থাকুক । অআমরা চলেন বাংলাদেশ নিউ জিল্যান্ডের ২য় ওয়ান ডে মেচ ক্রিকেট খেলা দেখি , বাংলাদেশ ভাল করতেছে
এখন নিউজিল্যান্ড ব্যটিং এ অআছে । New Zealand are 204 for 7 with 6.4 overs left।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


ওকে।

ওবামা রাশিয়ার বিরুদ্ধে এ্যাকশানে যাবে ঘোষনা দেয়ায়, পুরো আমেরিকা অস্বস্তিতে আছে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: সেটাই তো! প্রথম পাতায় যাচ্ছে না কেন?


@ডঃ এম এ আলী ভাই, বাংলাদেশ আবারো হেরে গেছে।
নিউজিল্যান্ড এর গুড়া দুধের এত শক্তি!!
ভেবেছিলাম আজকে জিতব।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সামু আমার কমেন্ট, অথবা কোন পোস্টের জন্য শাস্তি দিচ্ছে।

খেলায় শুধু ১ পক্ষই একবার জিতে, সাধারণ ব্যাপার; বাংলাদেশ জিতলে ভালো হতো!

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লাইভ দেখিনি, পরে অনলাইনে পুরো বক্তব্যের স্ক্রিপটা পড়েছি। কিন্তু আর মাত্র ২০ দিন পরেইতো ....

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আসলে শেস সময়ে এসে বুঝতে পেরেছে ওবামে ও কেরী।

কিছুটা সাহায্য হয়েছে, গতকাল থেকে পুর্ব জেরুযালেমে নতুন ঘর তোলার জন্য ইহুদীদের পারমিট দেয়া সাময়িকভাবে স্হগিত করেছে।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

বাংলার জামিনদার বলেছেন: এগুলান আর কিছু না, হিলারী আর ওবামার চাল। ট্রামকে সবদিক দিয়ে হারানোর চেষ্টা ব্যার্থ হবার পরে, যাওয়ার আগে পরিস্থিতি যতটা পারে ঘোলা করে যাচ্ছে। যাষ্ট চেয়ারের নীচে মাইন ফিট করে দেওয়া।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান রাজনীতিতে এসব নীতি অচল, অসম্ভব; আমেরিকানরা এমন কিছু করবে না, যাতে দেশের সামান্য ক্ষতি হয়।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: এসব রাজনীতির খেলা।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিতে খেলা আছে, ফলও আছে! অনেক রাজনীতিবিদকে মানুষ তাদের ভুলে যায়, কেহ কেহ মানুষের মনে থাকে।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওদিকে ট্রাম্প যে ইসরাইলকে ধৈর্য্য ধরতে বলেছেন...

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প ঘোড়া ডিংগাচ্ছে; এতে বিশ্বের ব্যালেন্স নস্ট হবে। তবে, সে নির্বাচনের সময় বলেছিল, সেই সমস্যার স্হায়ী সমাধান হবে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: তিনি বলেন যে, নাতিনিয়াহু মুখে ২ দেশের কথা বললেও, তার সরকারের কোয়ালিশনের কেহ ২ দেশে বিশ্বাস করে না।

এইটুকু বুঝতে এত সময় নিলেন কেরি সাহেব!:)



৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের বর্তমান পরিস্হিতির পরিপ্রেক্ষিতে, আমেরিকাসহ বিশ্বের রাজনীতিবিদদের কো্যালিটি বেশ নীচু, এদের দক্ষতা বিশ্বের প্রয়োজনের সামনে অপ্রতুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.