নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের সাধু, বাউল, কলেজের চারণ কবির লেখাগুলো কোথায় গেলো?

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০



বেশীর ভাগ ব্লগারের মতো আমিও কবিতা ভালোবাসি, তাই অনেক কবির কবিতায় কমেন্ট করি না; কমেন্ট করলে 'জেনারেল' হয়ে যেতে পারি; জেনারেল এরশাদ একাই পুরো বাংলার জন্য যথেস্ঠ, এক বাংলায় দুই জেনারেলের দরকার নেই । কিন্তু একটা কবির কবিতায় আমি যেভাবে ইচ্ছা সেভাবে কমেন্ট করতে পারতাম; একটু আগে সেই ব্লগার, কলেজের চারণ কবির ব্লগিং এরিয়ায় গিয়ে দেখি কোন পোস্ট নেই, কমেন্ট করার মতো কিছু নেই!

আমি কলেজের চারণ কবি রূপক বিধৌত সাধুর কথা বলছি; উনার কিছু কবিতা মনে হয়, উনার জীবনের সাথে জড়িত, অন্তত আমার তাই মনে হয়েছে। কবি কি মান অভিমান করে নিজের লেখার উপর কলমের বদলে সফট-অস্ত্র চালালেন?

মাঝখানে কিছুদিন ছিলেন না, অনেকের সাথে আমিও খোঁজে নেমেছিলাম; পাওয়া গিয়েছিল; এবার দেখি লেখাগুলো নেই।

কোন ধরণের সমস্যা থাকলে, কনফ্লিক্ট থাকলে আমরা সাহায্য করতে চাই; আমাদের একজন কোনভাবে অসুবিধায় থাকলে আমরা পাশে দাঁড়াবো।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

জাহিদ অনিক বলেছেন: কোথায় সে কবি ও তার কবিতা ?

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে!

২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন: ব্লগের সমস্যা ? টেকনিক্যাল কিছু ?

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



আমার জানা নেই; কিছুদিনের জন্য জেনারেল ছিলো, মনে হয়

৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

খোলা মনের কথা বলেছেন: ইদানিং অনেক কিছু হচ্ছে সামুতে। কোন কারণ বা অকারণে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না এমন। কিছু দিন আগেও দেখলাম একজন ব্লগারের নাম নেই। আপনাকেও রীতিমত কিছু দিন প্রথম পেজের বাইরে থাকতে হয়েছে। সত্যিই হতাশা জনক। না জানি আগামীদিন আমি কি বিপদে পড়ি।

কোন ধরণের সমস্যা থাকলে, কনফ্লিক্ট থাকলে আমরা সাহায্য করতে চাই; আমাদের একজন কোনভাবে অসুবিধায় থাকলে আমরা পাশে দাঁড়াবো। আপনার এ কথাটি ভাল লেগেছে ও ইচ্ছা আছে পাশে থাকার।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



আমার বেলায় স্বাভাবিক, আমি ভেবে কমেন্ট করি না।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
#:-S বাংলায় দুই জেনারেলের দরকার নেই ।

আমারও মনে হয় তাই। কিন্ত বতমানে আমি নিজেও জেনেরেল হয়ে বসে আছি।

আশা করছি, শীগ্রই রূপক বিধৌত সাধুর আমাদের মাঝে ফিরে আসবেন।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে সুবিধা হলো, কমিশন পেতে হয় না, এক লাফেই জেনারেল

৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



সরেস লেখা ।
এটা ঠিক , অনেকদিন রূপক বিধৌত সাধুকে দেখছিনে ।
আপনার এই লেখা উনি নিশ্চয়ই দেখবেন এবং আমাদের আশ্বস্ত করবেন ।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



উনি কোন সমস্যায় আছে কিনা বুঝার চেস্টা করছি; ব্লগের সাথে কিছু হলে, ওটা কিছু না

৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জেনারেলের দলের আমিও এক সদস্য। বেশ উপভোগ করছি। কারণ এতে অন্তত লুকিয়ে থাকা যায়।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


তাই? জেনারেল ফেনারেল হওয়া আমার ভালো লাগে না।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জেনারেলের দলের আমিও এক সদস্য। বেশ উপভোগ করছি। কারণ এতে অন্তত লুকিয়ে থাকা যায়।

আপিল করেন নি?

৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার গাড়ী দেখেই বোধগম্য, জেনারেল হওয়া আপনার পছন্দ নয়। কিন্তু আমাদেরতো গাড়ী নেই। এটকু দৌড়ালেই ক্লান্ত হয়ে পড়ি। সামু সেটা বুঝেই রেস্টের ব্যাবস্থা করে দেয়। মহত্তে তারা অতুলনীয়।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনলাইন সম্পর্কিত আইন ইত্যাদি নিয়ে ব্লগ নিজেই সম্ভবত চাপের ভেতর আছে; ফলে, রুলস, রেগুলেশন মেনে চলতে হচ্ছে।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব শাহাদাৎ হোসাইন বলেছেন, আপিল করেছি কিনা, এর সঠিক উত্তর ‘না’। প্রয়োজন মনে করিনি।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব শাহাদাৎ হোসাইন বলেছেন, আপিল করেছি কিনা, এর সঠিক উত্তর ‘না’। প্রয়োজন মনে করিনি।

আপনি একটা আপিল করেন। আরেকটা রিস্ক নেন। আপনার রেসপন্স এর উপ্রে ভিত্তি করে আমি পরবতী করণীয় ঠিক করব। আপনি যেহেতু সিনিয়র আপনার মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে চাই।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

জাহাজী বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ব্লগে সুবিধা হলো, কমিশন পেতে হয় না, এক লাফেই জেনারেল[/sb


মজা পেলুম :-D

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২১

আমিই মিসির আলী বলেছেন: জেনারেল হওয়ার বেশ যাতনা।
একজন ভুক্তোভোগী।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগে কেহই জেনারেল হতে চাহে না, কিন্তু ব্লগ এই সন্মানটি দেন সহজেই

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৫

ডঃ এম এ আলী বলেছেন: সব লিখাতেই কিছু না কিছু হুল ফুটানো যায় , কিন্ত এ কয়দিনে যা দেখা হলো তাতে দেখা কবিতায় বিন্দুমাত্র হুল ফোটানো যায়না, ব্যখ্যা একটা দাঁড়িয়ে যায় , কারণ কবিতার ভাবার্থেরতো কোন সীমা পরিসীমা নাই । তাইতো কবি গুরু তাঁর ভাষা ও ছন্দ কবিতায় বলেছেন ,
কবি যা রচিবে তাই সত্য কবি তব মনভুমি
তাই কবিতার মত দেখতে লিখায় যা পাওয়া যাবে তথাস্ত
জেনারেল হওয়ার কোন আসংকা থাকবেনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


পদ্য হচ্ছে সহজ বাহন ও মাধ্যম

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৫

মহা সমন্বয় বলেছেন: বহুত কাল পড়ে আমিও আজ লগইন করলাম সামুর তরে।
চলে গেলাম সাধুর ব্লগ নীড়ে গিয়ে দেখি সব সাদা ধবধবে। :(

ইদানিং ব্লগে কি হচ্ছে ঠিক জানি না, গাজী দা আপনি ভাল আছেন নিশ্চই?

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো, ব্লগও ভালো, মনে হচ্ছে; সাধুর কোন সমস্যা হচ্ছে মনে হয়।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
চিন্তাও দুঃখের বিষয়

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: যাবতীয় অভিমান কষ্ট পেরিয়ে উনি আবার ফিরে আসুন সে কামনা করি

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: কোন ধরণের সমস্যা থাকলে, কনফ্লিক্ট থাকলে আমরা সাহায্য করতে চাই; আমাদের একজন কোনভাবে অসুবিধায় থাকলে আমরা পাশে দাঁড়াবো - চমৎকার সহমর্মিতা, মুগ্ধ হ'লাম।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: সাধুর প্রত্যাবর্তন কামনা করছি। ওনার কবিতাগুলো আবেগে অনুরাগে ভরপুর থাকতো।

১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলো পড়ার সময়, আমার মনে হতো উনি কবিতার সাথেযুক্ত

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

অতৃপ্তচোখ বলেছেন: এমন হলে তো সত্যিই চিন্তার ব্যাপার। এমন হওয়ার কারণ জানতে পারলে সাবধান থাকা সহজ হতো।

আপনার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি ..+++++

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৬

সোহানী বলেছেন: এর আগে ও মনে হয় আপনার ডাকে সারা দিয়ে উনি ফিরে এসেছিলেন। এবার ও আশা করি সব রাগ ঝামেলা ফেলে ফিরে আসবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



কোথায় গেলো কে জানে? লেখাগুলো সাথে নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.