নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ওবামা অপেক্ষাকৃতভাবে শক্তিশালী অর্থনীতি রেখে যাচ্ছেন

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮



আজ, আমেরিকায় বেকারের হার ৪.৯%, এটা ভালো সংখ্য, যদিও সাধারণ মানুষের আয় থেকে ব্যয় বেশী; আগামী ২/১ মাস আমেরিকা একটু থমকে থাকবে, ট্রাম্পের অবস্হা বুঝার চেস্টা করবে; তারপর ভালো খারাপ, যেকোন একদিকে মোড় নেবে। ক্লিনটন ২০০০ সালে ভালো অর্থনীতি রেখে গিয়েছিলো, বুশ জুনিয়র ২০০৮ সালে যাওয়ার সময় ২৩ মিলিয়ন মানুষের চাকুরী ছিলো না; ওবামা সেই অবস্হা থেকে এখানে এনেছে।

ওবামার আরেকটি অবদান, দরিদ্র ও বেকারদের জন্য 'হেলথ ইনস্যুরেন্স'; ওবামার প্রথম টার্মের সময় গড়ে ৪৪ মিলিয়ন মানুষের হেলথ ইন্ষুরেন্স ছিলো না; তিনি এই ৪৪ মিলিয়নের মাঝে ২২ মিলয়নকে ইনস্যুরেন্স দিয়েছিলেন; ৪৪ মিলিয়নের বাকী অংশ চাকুরীর মাধ্যমে ইন্স্যুরেন্স পেয়েছিলেন।

গতকাল ব্লগে দেখেছেন, মেহেরপুরের এক বাবা তাঁর 'অসুস্হ বাচ্ছাদের' মৃত্যুর অনুমতি চেয়েছে স্হানীয় সরকারের কাছে, হেলথ ইন্সুরেন্স না থাকায় এই অবস্হার সৃস্টি হয়েছে।

আমেরিকার হেলথ কেয়ারে দুস্টরা বেশী ঢুকে গেছে, তারা আইনের সুবিধা নিয়ে সরকারের পকেট কাটছে, ডাক্তার, হাসপাতাল, ফার্মেসী সবাই ওভার চার্জ করছে; তদুপরি, পুর্ব ইউরোপের, পাকিস্তান, বাংলাদেশ, চীন, ইউক্রেন, রাশিয়ার ডাক্তার-ফার্মেসী, ও ইহুদী হাসপাতালগুলো ডাকাতী চালিয়ে যাচ্ছে। ওবামা এইসব ডাকাতদের থামানোর জন্য কিছু ব্যবস্হা নিয়েছিলেন; ডাক্তার, ফাক্তার সব ধরণের আইনী ডাকাতগুলো কিন্তু রিপাবলিকান পার্টি করে; তাই রিপাবলিকানরা "ওবামা কেয়ার" নামের এই ইন্স্যুরেন্স বাতিল করবে বলছে।

ওবামা বড় ভুল করেছে ইরানের সাথে ভুল চুক্তি করে, ১০ বছর পর, ইরান ২টি এটম বোমা বানাতে পারবে, কোরিয়াকে মিসাইলে তৈরি করার সুযোগ দিয়ে,ঐসরায়েলের বিপক্ষে দেরীতে সোচ্চার হয়ে।

এর থেকেও বড় ভুল হলো, "আরব স্প্রীং"এর সময় সিরিয়ার সুন্নীদের অস্ত্র দেয়া; যদি বাশারকে সরানোর দরকার ছিলো বলে ওবামা ভাবতেন, সেটা আমেরিকার নিজেই করার দরকার ছিলো; আরবদের হাতে অস্ত্র দেয়া জঘন্যতম ভুল; কারণ, ইরান আরবদের হাতে অস্ত্র দিয়ে পুরো আরব জাতিকে জংগী বানায়ে ফেলছে।

ওবামা আফগানিস্তানে ও ইরাকে গৃহযুদ্ধ থামাতে পারেনি; আমেরিকা এই দুই দেশে আমেরিকান পুতুল সরকার গঠন করেছিলো, যাদেরকে স্হানীয়রা ঘৃণা করে এসেছে। সঠিক ভোটের মাধ্যমে মানুষের সরকার গঠন করলে, সমস্যার সমাধান হতো; এতে আমেরিকান বিরোধীরা সরকারে এসে যেতো, কিন্তু তারা নিজ দেশে শান্তি ফিরায়ে আনতে পারতো।



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

খোলা মনের কথা বলেছেন: দাঁত থাকতে দাঁতের মর্ম সবাই বুঝে না। কথাটি একদম মন্দ না

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার রাজনীতি খুবই কমপ্লেক্স; তবুও বলতে হবে, ভালো করেছেন, চেস্টা করেছেন, ভালো করার ইচ্ছা ছিলো

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

মহাসিন মহী বলেছেন: যায়ই বলি না কেন আফটার অল আমেরিকা একজন গুড প্রসিডেন্ট এর সময়কাল পার করলো, অন্তত আমার তাই মনে হয়।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


ওবামা খুবই ভালো প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে প্রবেশ করেছেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

মো সাদিকুর রহমান বলেছেন: আমেরিকার ইতিহাসে অন্যতম প্রেসিডেন্ট হিসাবে ওবামার নাম লেখা থাকবে

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



আমিও তাই মনে করছি।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: গুড ম্যান ওবামার অবসর জীবন ভালো কাটুক!:)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, তিনি মানুষের জন্য অন্যভাবে কাজ করবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

জাহাজী বলেছেন: ওবামা গুড মানুষ। গুড প্রেসিডেন্ট।

বেশি না লাখ খানেক বোমা, হাজার দশেক ড্রোন। আর বসন্তের নামে গ্রীষ্মের নরম ছোঁয়া।

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব এমন এক অবস্হানে এসেছে, অনেক কিছু ঘটছে, এতে অনেক জাতির অবদান আছে।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ওবামাকে কখনওই খারাপ ভাবতাম না।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি চেস্টা করেছেন, বেশী ভাগই ভালো করেছেন; সিরিয়ায় ভয়ানক, ভয়ানক ভুল করেছেন, এই ভুল ছিল ভয়ংকর ভুল।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, আপনার সাথে একমত। আইএস নামক জঙ্গিদের উত্থান তার আমলেই।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


আইএস সিরিয়ায় সুন্নীদের সাহায্য করায়, আমেরিকা তাদের বিপক্ষে যায়নি সহজে; ফলাফল, লাখ লাখ সিরিয়ানের মৃত্যু ও দেশটির একটি ইটও রক্ষা পায়নি।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

রাতুল_শাহ বলেছেন: ওবামার ১ম মেয়াদে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী না হলে, ওবামা অনেক ক্ষেত্রে সার্থক হত। শয়তান মহিলা সব তছনছ করে দিয়েছে।

ওবামা শেষে এসে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছে। কিন্তু সফল হয় নি।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, হিলারীর কারণে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ বন্ধ হয়নি, সিরিয়া মুছে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.