![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকান পার্লামেন্টের বাহিরে কয়েক লাখ মানুষ শপথ অনুস্ঠান দেখতে ও ট্রাম্পের বক্তৃতা শোনার জন্য একত্রিত হয়েছে; আমি কিন্তু আফ্রিকান আমেরিকানদের দেখতে পাচ্ছি না; ভেতরের গেস্টদের ভেতরেও উনাদের উপস্হিতি নেই বললেই চলে।
সময় ১০:৪৫, ট্রাম্প এখনো ওবামার সাথে হোয়াইট হাউসে।
সময় ১০:৫০, ওবামা, ট্রাম্প, মেলানী ও মিশেল হোয়াইট হাউস থেকে বের হয়ে পার্লামেন্টে যাচ্ছেনব।
সময় ১০:৫৮, হিলারী ও ক্লিনটন গেস্টদের মাঝে প্রবেশ করেছে, পার্লামেন্টে।
সময় ১০:৫৯, বুশ ও লোরা বুশ গেস্টদের মাঝে প্রবেশ করেছে।
সময়, ১১;০১ ট্রাম্প ও ওবামা পার্লামেন্টে প্রবেশ করেছে।
সময়, ১১:১৮, মিশেল জনতার মাঝ হয়ে গেস্ট এলাকায় প্রবেশ করলো।
সময়, ১১:২১, ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডি হলে এসেছে।
সময়, ১১:২৪, ওবামা ও বাইডেন হলে এসেছে।
সময়, ১১:২৬, পারলামেন্টের বারান্দায়, শপথ এলাকায় গেস্টরা
সময়, ১১:২৭, ট্রাম্প শপথ এলাকায় এসেছে।
সময়, ১১:২৯, ভাইস পেন্স শপথ এলাকায় এসেছে।
সময়, ১১:৩৩: উদ্বোধনীর সভাপতি কথা বলছে।
সময়, ১১:৩৭, বাইবেল থেকে বাণী পড়া হচ্ছে।
সময়, ১১:৪৩, ধর্মীয় কোরাস চলছে।
সময়, ১১৪৯, ডেমোক্রেটিক লীডার বক্তৃতা দিচ্ছেন।
সময়, ১১:৫৩, ভাইস পেন্স শপথ নিচ্ছে।
সময়, ১১:৫৪, ভাইস পেন্সের শপথ শেষ।
সময়, ১২:০০, ট্রাম্প শপথ নিচ্ছে, চীফ জাস্টিস শপথ পড়াচ্ছেন।
সময়, ১২:০০, শপথ শেষ।
সময়, ১২:০২, ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
কিছুক্ষণের মাঝে শপথ হবে পার্লামেন্টের ভেতর, ভেতরে টিকিটধারী গেস্টরা, বাহিরে জনতা
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ধারা বি্বরণী দেয়ার জন্য । এবার ট্রাম্প ভাষন কি দিয়েছে তার কিছু হাই লাইট দিলে ভাল হয় ।
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
হাইলািত হলো, উপস্হিত সব প্রেসিডেন্ট, সব রাজনীতিবিদদের ইনসাল্ট করেছে; বলেছে, "রাজনীতিবিদরা ভোটে জয়ী হয়ে, ওয়াশিংটনে এসে সেলেব্রেশন করেছে, সাধারণ মানুষ সেলেব্রেশন করার মত কিছুই ঘটেনি। "
শেষ কথা ছিল, "ইসলামিক টেরোরিজমকে মুছে দেবো", "উই উইল মেইক আমেরিকা গ্রেট এগেইন"।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ব্যবসায়ীরা এতদিন ধরে রাজনীতিবিদদের কাধে বন্দুক রেখে নীজেদের স্বার্থসিদ্ধি করেছে আর দোষ চাপিয়েছে রাজনীত বিদদের ঘারে ,নীজেদের স্বার্থের বা্ইরে গেলে প্রয়োজনে তারা পিছনে থেকে কৌশলে রাজনীতিবিদদেরকে হত্যার ইন্ধন যোগিয়েছে , এদের কারসাজীতে আমিরিকায় বিগত ২০০ বছরে ৫০ জনের বেশী বাঘা বাঘা রাজনীতিবিদ কংগ্রেসম্যন সিনেটর, মেয়র ও জন এফ কেনেডি ও আব্রাহাম লিংকনের মত প্রেসিডেন্ট ইহধাম ত্যাগ করেছেন । তাই এবার ব্যবসয়ীরা নীজেরা সরাসরি রাজনীতিতে এসে বুজুক একটু রাজনীতি কি বস্তু ও কি কঠীন জিনিষ । কায়দা করে ক্ষমতায় আসা যায় ধরে রাখা বড় কঠীন ।
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, মানুষ পেশাদার রাজনীতিবিদদের ভোট না দিয়ে একটা ব্যতিক্রম ঘটায়েছে; যদি এটোমিক যু্দ্ধ শুরু না করে, বাকীটুকু আমেরিকানরা সহিতে পারবে।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২১
ডঃ এম এ আলী বলেছেন: জনতার উদ্দেশে ট্রাম্পের বলা এই কথাটা বেশ সুন্দর আজ তোমাদের দিন। এই উৎসব তোমাদেরই। এই আমেরিকা তোমাদের, এই দেশ তোমাদের। আমরা জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেব, যে ক্ষমতা এতদিন ওয়াশিংটন ডিসির হাতে ছিল।
সংবাদ ভাষ্য থেকে আরো একটি বিষয় জানা যায় যে ওবামার জমানার ৫০ বিশ্বস্ত আধিকারিকের ওপরই আপাতত ভরসা ট্রাম্পের! বারাক ওবামা সময়েে কর্মরত ৫০ জন আধিকারিককেই নিজের সময়ে কাজে বহাল রাখলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের সিদ্ধান্ত থেকে কার্যত ১৮০ ডিগ্রি সরে এসেই এমন কাজ করলেন বলেই মনে হলো ।
২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
সরকারী চাকুরীতে কাজের লোক পাওয়া মুশকিল, সবাই বস; ট্রাম্প কাজের লোক খুঁজতেছিেলেন, মনে হয়।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫১
জীবন সাগর বলেছেন: মনে হল বর্ণনা শুনছি ++++++
২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
টাইমিংগুলো নিজের জন্য ধরে রাখার জন্য ব্লগে রেখেছি, যারা রাজনীতি বুঝতে চান, তাদের জন্য প্রেরণা হবে।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
দুপুরবেলা বাইরে ট্রাম্প বিরোধী ফাইট সুরু হয়েগেছে!!
খবর নিছেন?
২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
ওটা আমি লাইভ দেখেছি, তেমন উল্লেখযোগ্য কিছু না; পুলিশকে পাথর মেরে ৯০ জন গ্রেফতার হয়েছে। পাথর মেরে কেহ এখানে সুবিধা করতে পারার কথা নয়, সেজন্য যোগ করিনি।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাষণে কে কি বললো তাই নিয়ে একটা পোস্ট দিয়েন ভাইয়া ।
জানতে ইচ্ছা করছে খুব ।
২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে; ট্রাম্পের ভাষণের শেষ বাক্য, "উই উইল মেইক আমেরিকা গ্রেট এগেইন"।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
শামীম সরদার নিশু বলেছেন: পোস্ট পড়ে কিছু বুঝিনি।
অবশেষে মন্তব্য পড়ে বুঝলাম।
২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
কোন কোন সময়ে উত্তর পড়ে প্রশ্ন বুঝা সম্ভব হয়, কোন একটা পথ খোলা থাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়লাম কিছু বুঝলাম না।
ট্রাম্প ওবামা ভেতরে তো মানুষ দুইলাখ বাহিরে। ফিরবেনই বা কখন।