নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প হয়তো নতুন করে মুসলিম ব্যানের অর্ডার দেবে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০০



মনে হচ্ছে, ৭ মুসলিম জাতির আমেরিকা প্রবেশের উপর ব্যান "সাময়িকভাবে অকার্যকর" অবস্হায় চলে যাবার পর, প্রেসিডেন্ট আবার নতুন করে এক্সেকিউটিভ অর্ডার দেবে; এবারের ব্যান কত জাতি ও কি কি শর্তে হবে, তা দেখার বিষয়; হোয়াইট হাউস চেস্টা করবে প্রেসিডেন্টের কথাকে উপরে রাখার।

আগের আদেশটি সিয়াটলের ১ ফেডারেল কোর্ট কর্তৃক স্হগিত ঘোষণা করার পর, ট্রাম্পের লোকজন এই কোর্টের অধীনে ( ৯ নং সার্কিট আপীল কোর্ট) আপীল করেছিল; আপীলে ট্রাম্প পরাজিত হয়েছে গতকাল; আপীল ডিভিশন ফেডারেল কোর্টের রায় বহাল রেখেছে; এটি ট্রাম্পের জন্য বড় পরাজয়; ট্রাম্প চেয়েছিল সুপ্রীম কোর্টে না যেতে, লো-প্রফাইল বজায় রাখতে চেয়েছিল; তা হলো না; এখন এই রায় মেনে নিয়ে বসে থাকতে হবে, কিংবা সুপ্রীম কোর্টে যেতে হবে।

কিছুক্ষণ আগে নাকি হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে, হোয়াইট হাউস সুপ্রীম কোর্টে যাবে না; আমি নিজে শুনিনি, শুনেছেন ব্লগার কলাবাগান-১; উনি আমার পোস্টে কমেন্ট করেছেন।

যদি হোয়াইট হাউস সুপ্রীম কোর্টে না যায়, তা'হলে, একমাত্র পথ হচ্ছে নতুন ব্যান অর্ডার সাইন করা। তবে, নতুন অর্ডারকে তারা কিভাবে রক্ষা করবে কে জানে! মনে হয়, এই ব্যাপারে আইন আছে, অথবা সংবিধানে কোন নিয়ম আছে, যা নতুন অর্ডারকে রক্ষা করবে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬

কলাবাগান১ বলেছেন: ওয়াশিংটন পোস্টের ব্রেকিং নিউজ ফিডে খবরটা দেখেছিলাম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমি খবর দেখার সুযোগ পাইনি, আড্ডা দিচ্ছিলাম; আবার গুগলেও যাচ্ছিলাম না; আপনি সঠিকই দেখেছেন; হোয়াইট হাউস সুপ্রীম কোর্টের লম্বা প্রসেসে যেতে চাইবে না।

হয়তো, এবার ভেবেচিন্তে নতুন অর্ডার দেবে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

দীপ্ত দেব অপু বলেছেন: হুম।
বিষয়টা আমি ও দেখছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



দেখেছেন, এখন ভাবার শুরু করেন, এসব পদক্ষেপের ফলে সামনের বছরগুলোতে কি ঘটতে পারে।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ট্রাম্প মনে হয় পারিবো একথাটি বলিও না আর কবিতার কথা শুনেছে!:)


তাই চেষ্টা করে যাচ্ছে!:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প এতে বেপরোয়া হয়ে যাবার সম্ভাবনা আছে; মনে হয়, কংগ্রেস পথ বের করবে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

খোলা মনের কথা বলেছেন: ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, সুপ্রিম কোর্টে না গিয়ে অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি নির্বাহী আদেশ জারি করবেন। আমরা জিতবো শুধু সময়টা একটু বেশি লাগবে। নতুন করে আদেশ জারি করা থেকে শুরু করে সামনে আরো অনেক পথই খোলা আছে।

তার মানে বুঝা যাচ্ছে এব্যাপারটা তিনি ছাঁই দিয়ে ধরেছেন। এমনি এমনিতে ছেড়ে দেওয়া আর পরাজয় মেনে নেওয়া লোক তিনি না... দেখা যাক শেষ কি ঘটে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


মানুষ চাচ্ছে, আরবেরা দুরে থাকুক, পাকিস্তানীরা দুরে থাকুক; যদিও পাকিস্তানীদের উপর ব্যান করা হয়নি; মানুষ ক্লান্ত হয়ে গেছে এসব দুস্টদের জ্বালায়; কোর্ট ইত্যাদি এখনো ট্রাম্পকে চাপের মাঝে রাখতে চাচ্ছে, কারণ সে কারো কথা শোনে না, এটা সবার মাথায় আছে ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

প্রণব দেবনাথ বলেছেন: এই ব্যাটা মহা ঘাড়তেড়া করতেও পারে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



গত ১৬ বছর, আমেরিকা কমবুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে; তারা আরব বিশ্বে নতুন সমস্যার সৃস্টি করেছে; এখন সেটা থেকে নিজকে রক্ষা করতেই হিমশিম খাচ্ছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: রাজনিীতিকদের রাবনের মত দশমাথা!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


৯ মাথায় দুস্ট বুদ্ধি, ১ মাথায় ষড়যন্ত্র।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪২

ডঃ এম এ আলী বলেছেন: দেখা যাক কি করে, কাকে ধরে , তবে রাখে আল্লা মারে কে ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


"দেখা যাক কি করে, কাকে ধরে , তবে রাখে আল্লা মারে কে ? "

মনে হয়, মারে আল্লা, রাখে কে, একটু বেশী গুরুত্ব বহন করবে সিরিয়ার ঘটনায়?

সিরিয়াতে আল্লাহ কিজন্য ৪ লাখ মানুষকে মারতে চেয়েছে ও ৪০ লাখকে কেন দেশ ছাড়া করেছে, বুঝার জন্য কি ধরণের লজিক অনুসরণ করতে হবে?

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: দোয়া করি দুনিয়ার সকলে সুখী হোক । দেখা যাক আল্লায় কি করেন । যারা খুব সুখে আছেন তারাওতো মরেন দুদিন আগে আর পরে । দেশ ছেড়ে পৃথিবীর স্বর্গধামে গেলেও একদিন সকলেই মরবে । লজিক হলো ম্যান ইজ মরটাল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্বে প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকার মতো সম্পদ, প্রসেস ও ক্লাইমেট আছে; কয়েক হাজার ইডিয়ট লোক বিভিন্ন দেশের সরকারে স্হান করে, পৌনে ৮ বিলিয়ন মানুষকে অশান্তিতে রেখেছে।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

তার ছিড়া আমি বলেছেন: এমনটি হতে থাকলে, আমেরিকার মোড়ল গীরি বেশি দিন টিকবে না।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এখন বিভক্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.