নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ কর্ণেল গাদাফি\'র মতো ক্যাডাের বাহিনী গড়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭



গাদাফি'র শাসন ছিলো লিবিয়ার জন্য স্বর্ণযুগ; গাদাফি লিবিয়ার মানুষকে ভালোবাসতেন, আরবদের মাঝে তিনি সবচেয়ে প্রগ্রেসিভ মানুষ ছিলেন; নিজকে আজীবন 'বিপ্লবী ভাবতেন', রাজতন্ত্রের অবসান ঘটায়ে ক্ষমতায় আসেন, উনার নিজের মতো করে এক ধরণের 'সমাজতন্ত্র' প্রনয়ন করেছিলেন, "ইসলামিক সমাজতন্ত্র"; তিনি বিশ্বাস করতেন, উনি ব্যতিত অন্য কেহ লিবিয়াকে এত ভালোভাবে চালাতে পারবে না।

আরব হিসেবে উনি কম আরাম আয়াসে বিশ্বাস করতেন; জাতিসংঘের সভায় যোগ দিতে আমেরিকায় গিয়ে তিনি তাঁবুতে বাস করেছেন; নিজের দেশের সম্পদ বিদেশে পাচার করেননি, লিবিয়ান জাতিয়তাবাদে বিশ্বাস করতেন। এতকিছুর পরও, উনার ভয়ংকর পতন হয়েছিলো; এই ভয়ংকর পতনের মুলে কি ছিলো?

প্রথম কারণ, অনেক দীর্ঘ সময় তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন, প্রায় ৪২ বছর; ক্ষমতা ধরে রাখার জন্য তিনি নিজ দলকে একটি ক্যাডার ভিত্তিক দলে রূপান্তরিত করেছিলেন; কিন্তু সমস্যা ছিলো এসব ক্যাডারদের শিক্ষাগত মান ছিল নীচু, জনগণের মাঝে এদের গ্রহনযোগ্যতা ছিল না; কিন্তু এরা বিভিন্ন গোত্রের পরিচিত নেতা ইত্যাদি ছিলো।

দ্বিতীয় কারণ ছিলো, সম্পদ অনুসারে, দেশের মানুষের উচ্চ-শিক্ষা ছিলো না; দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় উনার বিরোধী পক্ষ বড় হচ্ছিল; উনি বিরোধীদের সুযোগ সুবিধা সীমিত করে দিয়েছিলেন, তাদের পরিবারের লোকজনকে উচ্চ-শিক্ষা থেকে দুরে রাখতেন; স্বচ্চল কমশিক্ষিত মানুষ যেকোন জাতির জন্য ভয়ংকর শক্তি।

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে খুবই কম রাজনৈতিক দক্ষতা নিয়ে ক্ষমতায় এসেছিল; এই কম দক্ষতার ফল-স্বরূপ তারা তাদের দলের বড় নেতাদের হারায়েছিলো; এই ঘটনা আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব ফেলেছে; তারা এই ঘটনাকে ধারণ করে, সময় নিয়ে শক্তিশালী হয়েছে, কিন্ত রাজনৈতিক শিক্ষা গ্রহন করেনি; তারা রাজনৈতিক দীক্ষাকে শক্তি হিসেবে না নিয়ে, ক্যাডার বাহিনীকে দলের শক্তিতে পরিণত করেছে; সমস্যা হলো, তাদের এই ক্যাডার বাহিনী আজকের পৃথিবীর জন্য বেশ কমশিক্ষিত।

শেখ হাসিনা প্রায় ৩৬ বছর পার্টির সভাপতি, তিনি বিশ্বাস করেন যে, উনি ব্যতিত অন্য কেহ আওয়ামী লীগ সথিকভাবে চালাতে পারবে না; উনার চারিপাশে উনার ক্যাডারেরা উনার মতো বিশ্বাস করে যে, উনি না থাকলে আওয়ামী লীগ টিকবে না। দেশের বেলা্য়ও শেখ হাসিনার প্রায় একই ধারণা, তিনি সবার থেকে বেশী ভালোবাসেন দেশকে, উনাকেই দেশের প্রধান থাকতে হবে।

গাদাফির হাতে ছিল অফুরন্ত সম্পদ ও ছোট জনসংখ্যা; বাংলাদেশ ঠিক উল্টো, সীমিত প্রাকৃতিক সম্পদের দেশে বিশাল অদক্ষ জনসংখ্যা।





মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শামীম সরদার নিশু বলেছেন:

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।
সময়ের সাথে ব্লগে সবাই নিজের বিচরণ এলাকায় পরিচিত হবেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

বর্ষন হোমস বলেছেন:
বাহঃ।আওয়ামীর সাথে গাদাফির ভালই মিল দেখছি।
পতনের যে ভয়ংকর হাল তা যে কবে দেখতে পাব!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের পতন হতে পারে, নাও হতে পারে; তারা যদি সমসাময়িক ইতিহাস থেকে শিক্ষা নেয়, তারা হয়তো টিকবে; তবে, এখনো তারা রাজনীতির বদলে শক্তি ও ক্যাডার নীতিতে বিশ্বাসী।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

আবু মুছা আল আজাদ বলেছেন: লেখাটি ভাল লাগল সাথে যে মিল অমিল দেখিয়েছেন তাহাও বাস্তব।

তবে আরো একটি বিষয় ভিন্নতা আছে তা হল লিবিয়িার সেন্টাল ব্যাংক ফেডালেল রিজার্ভ এর অধীন ছিল না কিন্তু বাংলাদেশের্ সেন্টাল ব্যাংক রিজার্ভ ব্যাংক এর অধীন।

সেজন্য আমার কাছে মনে হয় পতন হলেও লিবিয়ার ন্যায় যুদ্ধের মাধমৈ পতন নাও হতে পারে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


আগের প্যাটার্ণ অনুসারে, ক্ষমতায় থাকা আওয়ামী লীগের যদি পতন হয়, সেটা হবে, ওদের ভেতরের কাজ।

আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্বর্ণ রাখা হয়, আইএমএফ'এর সদস্য হিসেবে; আপনি ওটার সাথে কি সুত্র দেখছেন?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :#) শেখ হাসিনা যাদের দ্বারা বেষ্টনী হয়ে আছেন তারা আওয়ামী দল, দেশ ও গণতন্ত্রের জন্য চিন্তার বিষয়। হাসিনার পাশে অবস্হানকারীরা সব সময় চাটুকারিতার আশ্রয় নিয়ে থাকেল । সেই জন্য হাসিনার পক্ষে দেশের প্রকৃত অবস্হা বুঝা খুব কঠিন হয়ে পরে।

মাঝে মাঝে ভাবি বাংলা বসন্ত কি খুব দূরে!


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



উনার অংক সোজা, উনি তাদের চাটুকার রাখে, যারা উনার থেকে কম বুঝে!

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

সাহসী সন্তান বলেছেন: এক্কেবারে খারাপ কিছু বলেন নাই! এখন দেখার বিষয় আগামীতে কি হয়.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


সৃজনশীলরা দেশের জন্য অবদান রাখার সুযোগ পাবে না; লীগ মনে করছে আগে দল, পরে জাতি।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

আহা রুবন বলেছেন: ইরাক, লিবিয়ায় যে অভিজ্ঞতা হয় তা হতাশাজনক! বর্তমানে ওদিকে তাকালে মধ্যপ্রাচ্য বিষয়ে সিদ্ধান্তে আসতে হয় - শাসক গণতান্ত্রিক না স্বৈরতান্ত্রিক এর চেয়ে মুখ্য সে প্রগতিশীল কি না? এখন হয়ত ইরাকিরা ভাবে তাদের সাদ্দামই ভাল ছিল। আমাদের দেশেও কি এমনটি ভাবা শুরু হবে, না কি বলবে কোনও স্বৈরতন্ত্র চাই না। দেশের রাজনীতি সম্পর্কে মানুষ দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। অনেকেই এখন এমন ভাবে - কে এল কে গেল তাতে আমার কী? আর এই সুযোগে(?) হয়ত স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে!

এটা বলা আমার উদ্দেশ্য নয় যে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমি ভবিষ্যৎ আশংকার কথা প্রকাশ করলাম কেবল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ সাধারণ মানুষকে রাজনীতি থেকে দুরে সরায়ে দিচ্ছে, শুধু দলের লোকদের জন্য পথ রাখছে; তাতে সুযোগ সন্ধানী অদক্ষ ও পেশীবাজরা ক্যাডার বাহিনীতে স্হান করে নিচ্ছে।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমি কোনো মন্তব্য করবো না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



কয়েক কোটী মানুষ নিরাশ হয়ে চুপ হয়ে গেছেন, এরা কিছু বলতে চায় না আজকাল; এটা ভয়ংকর!

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

আবু মুছা আল আজাদ বলেছেন: চাদ গাজি ভাই আমার পুর্বের মন্তব্যর উত্তরে...... ‘‘ওটার সাথে কি সুত্র দেখছেন?

আমেরীকা অনেক দেশেই অনেক কারণেই আন্দলন করায় ও করানোর সুযোগ তৈরী করে
তবে ৯-১১ যেসব দেশকে তাদের শুত্রুদেশ বলেছে তাদের মধ্য ......... ইরান, আফগানিস্থান, উত্তর কোরিয়া, ইরাক,সিরিয়া লিবিয়া, কিউবা, সুদান এসব দেশের কোন টিতেই তাদের পরিচালিত অর্ত ব্যবস্থা ছিল না.....। বাট দখলের পর ইরাক ও আফগান ফেডারেল রিজার্ভ এর অধীনে সেন্টাল ব্যাংক তৈরী করেছে লিবিয়াতে এখনো তৈরী হয়নি...... ইরান, কিউবা, উত্তরকোরিয়া, সুদান এখন সময়ের ব্যাপার.........।

সোর্স ৯-১১ এর পূর্বে যেসব দেশে রথচাইল্ড নিয়ন্ত্রিত সেন্ট্রাল ব্যাংক/ফেডারেল রিজার্ভ ছিল: Click This Link

সোর্স ২০১৭ যেসব দেশে রথচাইল্ড নিয়ন্ত্রিত সেন্ট্রাল ব্যাংক/ফেডারেল রিজার্ভ নাই: Click This Link

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


রথচাইল্ড নিয়ন্ত্রিত বলা ঠিক হবে না; প্রতিটি সরকারের কারেন্সী কন্ট্রোল করার জন্য ব্যাংক আছে এখন, সেটা যেই নামেই হোক। কারেন্সীকে আন্তর্জাতিক কারেন্সীর অংশ করতে হলে আইএমএফ এর সদস্য হতে হবে; আইএমএফ সব সময় সিকিউর্ড দেশে রিজার্ভ চাইবে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

আবদুল মমিন বলেছেন: কমশিক্ষিত মানুষ যেকোন জাতির জন্য ভয়ংকর শক্তি। আবার সেটা যদি হয় বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশে তা হলেত তাহা আর ও ভয়ংকর ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদেরকে মাঝাামাঝি মানের শক্তিশালী জাতিতে পরিণত করা সম্ভব, মালয়েশিয়া থেকে ভালো, তুরস্ক থেকে ভালো, গ্রীকদের কাছাকাছি।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫১

মুশি-১৯৯৪ বলেছেন:


এতদিন কেন চুপ করে ছিলেন,
কেন মুখ খুলেননি এত দীর্ঘ দিন,
একটা খেলা চলছে,লুকোচুরি খেলা,
মহড়া চলছে প্রকাশ্যে দিবালোকে,
ওদের খেলার শেষে যদি বেচে যাই,
যদি বেচে থাকি তো হব পাদটিকা....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি টিকে গেছেন।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: গাদ্দাফী,বিন আলি,মোবারক,আলি সালেহ এরা কেহই অজনপ্রিয় সেই পরিমানে ছিল না।। প্রত্যেকেই সুদীর্ঘ কাল শাসন রার পরও।।
"সময়ের (দাবী বললে আবার জনসাধরনের সম্পৃত্ততা বুঝায় বলে) প্রয়োজনেই" তাদের সরে যেতে হয়েছে।। সেটা শুধু এখন না তখনই খুল্লাম খুল্লা হয়ে গিয়েছিল।। আজ তো বুদ্ধিমান রাজার মত দিগম্বর!! টানা-হাচড়া চলছে আসাদকে নিয়েও।। রাশিয়া ঘুরে দাড়াতে দাবার ছকটা পুরোই বানাতে হচ্ছে।। এটা গেলে আর ভাল্লুকের পা রাাখারও স্থান থকতো না।। এখন কিন্তু বিচরন ক্ষেত্র অনেক প্রসস্ত।। বুঝাতে পেরেছি কি??
আমি আমার একটা লেখর লিংক দিতে চেয়েছিলাম।। এ্যাডের মত হয়ে যাবে বলে বিরত রইলাম।।
ধন্যবাদ।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


আমাকে লিংক দিতে সংকোচ করবেন না, আমি পড়ার চেস্টা করি।

রাশিয়া আর বিশ্বাংগনে সহজে আসতে পারবে না, পুটিন ও তার পার্টি দুর্নীতির সাথে যুক্ত।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটতে বেশ ভাবনার বিষয় আছে । এর মধ্যে তাদের এই ক্যাডার বাহিনী আজকের পৃথিবীর জন্য বেশ কমশিক্ষিত। এটা ধ্রুব খাটি কথা । যে কোন ধরনের পড়াশুনা থেকে তারা থাকে হাজার হাজার মাইল দুরে , এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কেও ডিম ফুটিয়ে গেলেও তার ভিড ব্যক দেখার সময় পায়না কিংবা দেখেনা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


এদের মাথায় আইয়ুব বিরোধীতাকে রাজনীতি হিসেবে ঢুকানো হয়েছিল; এরা জানে না যে, আইয়ুব নেই।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

রিফাত হোসেন বলেছেন: জনাব,
শাসক গাদ্দাফী তাবুতে থাকতে পছন্দ করত। এটা তার প্রথম বিদেশ সফর নয় যেখানে তাবুতে থেকেছে।
পাচার করে নাই এই কথা ইন্টারনেটে ভাল ই ছড়িয়েছে তা ডাহা মিথ্যা। লিবিয়ান সম্পদ যদি পাচার নাই করে থাকতেন তাহলে,
অস্ট্রিয়াতে তার সম্পদ নামে ও বেনামে লিবিয়ান সম্পদ( তার নিজের নামে না) জব্দ করে তার ইন্তেকাল এর পর। কারন এইগুলা কেউ দাবী করে নাই আর করবেও না। জব্দ করেছে কিনা তা যদিও প্রকাশ্যে ঘোষনা হয়নি যদিও কিন্তু এটা প্রমানিত তার সম্পদ আছে।
তার ব্যক্তিগত রক্ষীরা অসম্ভব ট্যালেন্টেড ছিল। সন্ত্রাসী গ্রুপ থাকলে তারা কি রকম তা জানা নাই। তবে লিবিয়ার তখনকার শিক্ষা ব্যবস্থা আধুনিক ছিল। লিবিয়ানরা যদি ফাও শিক্ষা ব্যবস্থার সুবিধা আদায় না করতে পারে বা আরাম আয়াসে যুব সম্প্রদায় মেতে থাকে তাহলে তো চিন্তা বিকাশ ঘটবেও না। তাই তারা নিজেদের অশান্তি নিজেরাই ডেকেছে।
আর এক নায়ক ব্যবস্থাও কোন ভাল দিক নয় দীর্ঘ সময়ের জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


তার ছেলেরা কিছু সম্পদ ইউরোপে নিয়েছিল, শোনা গেছে; সে পশ্চিমের কাউকে পছন্দ করতো না, বিশ্বাস করতো না।

ওর ক্যাডারেরা আপবার থেকে বুদ্ধিমান ছিলো নিশ্চয়।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

রিফাত হোসেন বলেছেন: Dhup Kora Chota jawa thik na :)
shontrashi bahini shekhankar jubok somproday ar ongsho, shutorang tara nijara jodi shikkito hobar shujog payo na hoy aita gaddafir ba hasina khaleda kuno pm cm president ar dosh na aita bujhiachi.সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ eta aponar i kotha amarao.
tamoni libyanra aramprio chilo. medha bikash ar ichhay tadar chilo na.


aponar lekha valo lage pori. kintu aitay mona last montonbo aponar lekhay. ato bochor pora giachi. bakita shomoy pora jabo. tobe comments jhamely jabo na.

amar tablet bangla keyboard disable hoya giache. tai eng. font.

valo thakun.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


যারা ক্ষমতায় তাদের দায়িত্ব জাতিকে বর্তমান সভ্যতার সাথে চলার মতো করে তোলা; অশিক্ষিত পেশীবাজরা জাতীকে সাহায্য করতে পারবে না।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

বাংলার জামিনদার বলেছেন: আমার একটাই কথা, এদেশে যেই ক্ষমতা পাক, সে যেনো ৭১ এর যোদ্ধা আর কৃষকদের দিনে ১০ বার সালাম দেয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ছাত্র রাজনীতিবিদরা সবাইকে টিস্যু পেপারের মত ব্যবহার করছে, হোক সে কৃষক, শ্রমিক, হোক সে '৭১ সালের বীরপুত্র।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
???

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


এসব বুঝতে আপনার সময় লাগবে

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ, যুবলীগ ক্যাডার ছাড়া কিছুই নয়, এগুলো রাজনীতির অংশ নয়,

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম! যথার্ত বলেছেন।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

তার ছিড়া আমি বলেছেন: একনায়ক ভাল নয়।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



সর্বোপরি কমবুদ্ধিমান এক নায়ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.