নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইনের বিলুপ্তির প্রস্তাব এসেছে ইসরায়েল থেকে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯



আজ নিউইয়র্ক সময়, দিনের ১২টা বাজে ট্রাম্প ও ইসরায়েলী প্রাইম মিনিস্টার সাংবাদিক সম্মেলন করেছে হোয়াইট হাউজে; সাংবাদিক সম্মেলনের আগে তাদের মাঝে মিটিং হয়েছে; সাংবাদিক সম্মেলন নাতেনিয়াহু সিকিউরিটির কারণে পুরো প্যালেস্টাইনকে ইসরায়েলের অধীনে নিয়ে আসার কথা বলেছে।

নাতেনিয়াহু বলেছে, যেহেতু ওসলো সম্মেলনের ২৩ বছর পরও প্যালেস্টাইন করা সম্ভব হয়নি, সেটা নিয়ে এখন সময় নস্ট না করে, "নতুন পথ" খুঁজতে হবে; নাতেনিয়াহুর ধারণা, শুরুতেই প্যালেস্টাইন 'ব্যর্থ রাস্ট্র' হিসেবে আত্ম-প্রকাশ করবে, এই ধরণের একটি দেশ কোন আরবের চাওয়া উচিত নয়; সে আরো যোগ করে যে, প্যালেস্টাইন দেশ হবে, ইরানের স্যাটেলাইট দেশ, হিজবুল্লাহ ও হামাসের রাজধানী।

মনে হচ্ছে, নাতেনিয়াহু সৌদী, জর্ডান, আমিরাত, কাতার ও মিশরের সাথে এই ব্যাপারে কথা বলেছে; সে বলেছে, ইসরায়েল এখন আরবদের সাথে বন্ধুত্ব করতে সমর্থ হয়েছে; কোন আরবদেশ হিজবুল্লাহ ও হামাসদের জন্য স্যাটেলাইট দেশ চাহে না।

মনে হচ্ছে, পুরো প্যালেস্টাইনের ভার তারা নিতে চায়; তারা প্যালেস্টাইনীদের নিজের এলাকায় অধিক সুযোগ সুবিধা দিবে; সিকিউরিটি থাকবে ইসরায়েলের হাতে।

ট্রাম্প মোটামুটি এই প্ল্যানের পক্ষে মত দিয়েছে; অবশ্য সে উল্লেখ করেছে যে, প্যালেস্টাইন ও সকল আরবদের থেকে মতামত নেয়া হবে; ট্রাম্প কিছু সময়ের জন্য সেটেলমেন্ট না বাড়াতে বলেছে ইসরায়েলকে।

প্যালেস্টাইন দেশ আর সহজে হবে না, মনে হয়; যদি কোনদিন হয়, সেটা ইসরায়েলের ভেতর থেকে পরে জন্ম নেবে।

মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সারা বিশ্ব স্বাধীন প্যালেস্টাইন চায়, আরবরাই চায় না। এখন এটাই মনে হয় ভবিতব্য.....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ওয়েস্ট-ব্যাংক ও গাজার সরকারী কাজগুলো ইসরায়েল চালাবে, সিকিউরিটি ইসরায়েলের হাতে চলে যাবে; বাকী আরবদের সাথে হয়তো ইসরেয়েল আলোচান করেছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

চিন্তক মাস্টারদা বলেছেন: কেন যে হিটলার শেষ ইহুদিটাকেও মারে নাই।
তারপরও তাকে ধন্যবাদ জানাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


২য় বিশ্বযুদ্ধের সময়, প্যালেস্টাইনীরা হিটলারকে সাপোর্ট করেছিলো, সেটাও এখন ইসরায়েলের গণনার মাজে আছে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৮

পলাশমিঞা বলেছেন: আমি যতটুকু জানি বা পড়ে জেনেছি তাহলো, ওরা ধ্বংসের পথে হাঁটতে শুরু করেছে।
এবং যা বলা হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে।
দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, মনে হয়, পুরো প্যালেস্টাইনের দখল ইসরায়েল নিয়ে নেবে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

পলাশমিঞা বলেছেন: জি ওরা নেবে এবং তাদের দখলে অনেক দিন থাকবে এবং অবশেষে সব শেষ হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল যদি প্যালেস্টাইন নিয়ে যায়, ১০/১৫ বছর পর, হয়তো নতুন দেশের সৃস্টি হবে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫১

পলাশমিঞা বলেছেন: ইসরায়েলে আর শান্তি থাকবে না। পেলেসতানিরা দূরে গেলে তাদের জন্য সুখকর হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলের ভেতরে ১ মিলিয়ন আরব আছে; ফলে, প্যালেস্টাইনীদের বের করে দেয়ার কথা উঠবে না। তবে, হামাস ও পিএলও কি করবে বলা মুশকিল।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

কল্পদ্রুম বলেছেন: হাস্যকর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:



অনেকেই হাসবে, কেহ কেহ কাঁদবে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

পলাশমিঞা বলেছেন: হামাস ও পিএলও তাদেরই লোক। আপোষ হলে সবার মঙ্গল হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


না, এগুলো ভুল; পিএলও চেস্টা করেছিলো, কিন্তু সঠিক সময় ও অবস্হা বুঝতে পারেনি।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০২

পলাশমিঞা বলেছেন: এখন শান্তি প্রতিষ্টিত হলে ভালো হবে সবার জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের সাপোর্ট পেয়েছে ইসরায়েল; মনে হয়, ইসরায়েল নিজের প্ল্যান নিয়ে এগুচ্ছে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৮

ডঃ এম এ আলী বলেছেন: আরবের মাটির নীচে যতদিন তেল থাকবে ততদিন এ ধরনের একটা না একটা বিরোধ লেগে থাকবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা ঘটতে যাচ্ছে; মনে হয়, ইসরায়েল বাকী আরবদের সাথে আলোচনা করে আমেরিকার মতামত নিচ্ছে।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৯

পলাশমিঞা বলেছেন: ওরা আসলে খেলতে শুরু করেছে। মুসলিম নেতারা আয়েশে মত্ত। হঠাৎ বাজ ফেটে ঠাঠা পড়বে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আরবেরা এই ধরণের লোক; বাংগালীরা আরবদের নিয়ে অনেক বেশী মাথা ঘামায়; কিন্তু ওরা নিজেদের জন্য মাথা ঘামায় না।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন: শুনা যাচ্ছে সৌদি বাদশাও এমাসের শেষ অথবা মার্চের প্রথম দিকে বাংলাদেশে সফরে আসছেন । কুটনৈতিকরা বলছেন এ সফরের উদ্দেশ্য বহুবিদ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে সৈন্য নেবে বর্ডার পাহারা দেয়ার জন্য

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরবের সুন্নিরা শিয়াদের সাথে খেলতে খেলতে ক্লান্ত। তারা এর ভার ইস্রাইল কে দিতে চায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


শিয়া, সুন্নী, কুর্দি ও ওয়াহাবীদের যু্দ্ধ কিভাবে থামবে কেহ জানে না; ইসরায়েল ও আমেরিকা সেখানে থাকবে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

ইতিহাসের পাতিহাঁস বলেছেন: "২য় বিশ্বযুদ্ধের সময়, প্যালেস্টাইনীরা হিটলারকে সাপোর্ট করেছিলো"- এটা হাজারো ইসরাইলি প্রপাগাণ্ডার (এগুলোকে বলা হয় hasbara propaganda ) একটা। প্যালেস্টাইন তখন ব্রিটিশ উপনিবেশ। যাই হোক, আপনার কাছে কোন তথ্যসূত্র থাকলে জানাবেন। আর hasbara নিয়ে এই লিংকে দেখতে পারেন :
Click This Link

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা বৃটিশকে সাপোর্ট করেছিল? তা'হলে আল-আকসার মুফতি কাকে সাপোর্ট করেছিলো, বৃটিশকে?

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরবের সুন্নিরা শিয়াদের সাথে খেলতে খেলতে ক্লান্ত। তারা এর ভার ইস্রাইল কে দিতে চায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আরব ও ইরান যেদিকে যাচ্ছে, কি হবে কেহ জানে না; তবে, ইসরায়েলকে আরবদের পক্ষে থাকবে হবে।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্যালেস্টাইন বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



প্যালেস্টাইনীদের জন্য গতকাল ছিল এক ভয়ংকর দিন; ৬৮ বছর পর, অন্যদিকে মোড় নিয়েছে; তবে, প্যালেস্টাইনীদের তরফ থেকে তেমন রিএকশন দেখা যায়নি।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

123456789happy বলেছেন: আরব.......বিশেষ করে সৌদি দের মত এত মাথা মোটা আদম পৃথীবিতে আদৌ আছে কিনা সন্দেহ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:




সৌদী শেখদের টাকায় পিএলও চলে আসছে এ্তদিন, কিন্তু দেশ করতে পারেনি; এখন রাজতণ্ত্র টিকায়ে রাখতে সৌদীরা সবই করবে।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

অেসন বলেছেন: ইসরাইলিরা নুতন কিছু করবে বলে মনে হয় না। বসতি স্থাপনের জন্য জাতিসংঘে পাশ কৃত নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টির জন্য এই ধরনের প্রস্তাব বলে মনে হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:

ট্রাম্পও নতুন সেটেলমেন্ট তৈরি করতে নিষেধ করেছে।

তবে, প্যালেস্টাইন যদি হামাসে ও পিএলও'র অধীনে হয়, সেটা হবে "ব্যর্থ দেশ'; প্যালেস্টাইনীরা যদি নতুন সাধারণ নেতৃত্ব নিয়ে আসতে পারতো, বিশ্ব নতুন কিছু দেখতো। আমেরিকা হামাস ও হিজবুল্লাকে নতুন দেশে দেখতে চাহে না।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

টারজান০০০০৭ বলেছেন: হলে ভালোই হবে,খারাপ হবে না। প্যালেস্টাইনীদের দেওয়ার মতো কিছুই নাই শ্রম ও ভূখণ্ড ছাড়া। মুসলিমরা ভোটাধিকার পেলে খুব দ্রুতই ইহুদিরা সংখ্যাগরিষ্টতা হারাবে।শুধু ভূখণ্ড নিলে ইহুদিদের লাভ , মুসলিমসহ ভূখণ্ড নিলে ক্ষতি। মনে হয়না ইসরাইল তা করবে।চুড়ান্ত যুদ্ধের প্রস্তুতি সবাই নিতেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


চুড়ান্ত যুদ্ধের প্রস্তুতি বলতে কিছু নেই।

ইসরায়েল জানে যে, প্যালেস্টাইনীদের ইসরায়েলের নাগরিক করলে ৩০ বছরের মাঝে প্যালেস্টাইনীরা সংখ্যায় ইহুদীদের থেকে বেশী হয়ে যাবে।

মনে হচ্ছে, তারা নিজেরা এক সমু প্যালেস্টাইন রাস্ট্র করবে, কিংবা প্যালেস্টাইনীদের বের করে দেবে।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্যালেস্টাইনের বিলুপ্তির প্রস্তাব এসেছে ইসরায়েল থেকে তবে এর জন্য ইজরাইলকে অনেক মূল্য চুকাতে হতে পারে। কারণ ইসরায়েল সেটা চাইলেও অনেকে সেটা চায় না। যারা এটা চায় না তারা এ জন্য ইসরায়েল বিরোধী তৎপরতা আরো বাড়াবে। তারপর হয়তেএক সময় দেখা যাবে ইসরায়েল নামক রাষ্ট্রটা নেই। আর তাই দেখা যায় সংঘাতের চেয়ে সমঝোতা অনেক সময় অনেক বেশী লাভ জনক হয়। প্যালেষ্টাইনের আত্ম নিয়ন্ত্রণের অক্ষমতা ইসরাইলকে প্রলুব্ধ করছে। তবে পরিস্থিতি অনেক সময় মোড় নেয়। তবে পৃথিবীর বহু জাতি আত্ম নিয়ন্ত্রণ অক্ষমতার কারনে অন্য জাতির পেটে হজম হয়ে আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


শান্তি চুক্তির পর ২৩ বছর কেটে গেছে; গতকাল ছিল এমন একটা দিন, ট্রাম্প যদি বলতো, আমেরিকা '২ রাস্ট্রের সমাধান কার্যকরী করবে', সেটা হতো প্যালেস্টাইনের পক্ষে; কিন্তু সে উল্টোদিকে চলে গেছে।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের ভূ-খন্ড বহুকাল অনেকের পেটে ছিল, আর মাঝে মাঝে মুক্ত আকাশে শ্বাস নিয়েছিল। আর এখন আমরা মুক্ত আছি অর্ধশত বছর হয়নি। রোহিঙ্গাদের অবস্থাতো সবাই দেখছে। কিভাবে তাদেরকে উদ্বাস্ত বানানো হয়েছে। কাশ্মিরকেতো দুইদেশ দুই দিক থেকে গিলে বসে আছে। বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে। কুর্দীদেরতো তাদের স্বজাতি গিলে খেয়েছে। বাস্তব কথা হলো জাতি হিসেবে টিকে থাকা বিরাট ব্যাপার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বদলাচ্ছে, প্রত্যেক জাতির জন্য নিজের দেশ থাকতে হবে না।

অশিক্ষিত জাতিরা রোহিংগাদের মতো বিলুপ্ত হবে।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মতবাদ মতভেদে মানুষের যন্ত্রণার শেষ নেই। বিশ্বশান্তির জন্য মানবতাবাদের বিস্তার জরুরী তবে সেটা হতে হবে মতবাদকে স্বীকার করে। কারন মতবাদের বিলুপ্তি সাধন কখনো সম্ভব হয়নি। জোর করে সেটা করতে গেলে আর শান্তির আশা করা যাবে না। ট্রাম্পের মতো বোকালোকদের দ্বারা মানুষের ভালো খুব কম হয়ে থাকে। হিটলারের ইহুদী বিলোপ নীতি সফল হয়নি। কাজেই বিলুপ্তির চিন্তা এক মহা ভয়ঙ্কর চিন্তা। এতে মানব সভ্যতা ক্ষতি গ্রস্থ্য হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প মনে হয়, আরবদের মনোভাব বুঝতে পেরে, ও ইরানের প্রভাব লক্ষ্য করে এই ধরণের কথা বলছে; সৌদী, আমিরাত, কাতার, সবাই ইরানের বিপক্ষে; কিন্তু প্যালেস্টাইনীরা ইরানের পক্ষে; এটা ভুল। প্যালেস্টাইনীদের উচিত ছিলো আরবদের মনোভাব বুঝে চলা।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভারতের পেটে বহুজাতি হজম হয়েছে। কিন্তু প্যালেষ্টাইনি জাতি ইসরায়ের পেটে বরাবরের মতো বদ হজম হওয়ার কথা। তথাপি যদি ইসরায়েল প্যালেষ্টাইন গিলে আর তার বন্ধু ট্রাম্প সেটা ভাল মনে করে তবে আর কি করা, বিশ্ব অশান্তির নায়ক হিসেবে ইতিহাসে তার নাম লেখা হবে। আর বিশ্বের অনেক মানুষতো ইহুদীদের মানুষ মানতে নারাজ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা বারবার মার খেয়েছে; সেটা এবার সহসা ঘটবে না; কারণ, তারা শিক্ষিত। আগামী ৪ বছর প্যালেস্টাইনের পক্ষে কিছু হবে না; কারণ, আমেরিকা জানে যে, প্যালেস্টাইনীরা ইরানকে সাপোর্ট করে।

ভারত অনেক জাতির ইউনি্যন, এটা ভালো।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভারত অনেক জাতির ইউনি্যন, এটা ভালো। তাদের এ ভাল যদি তারা আমাদের ঘাড়ে চাপাতে চায়, তবেতো সেই ভাল মেনে নেওয়া যাবে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজ পায়ে কুড়াল মেরে অন্যের দোষ দেয়।
ভারত আমাদের একমাত্র খারাপ করেছে, কম পানি দিয়ে; তবে, পানি সমস্যা এখনো আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়নি, সামনে হয়তো হবে।

তবে, ভারতের থেকে বাংলাদেশের ভয়ংকর ক্ষতি করেছে ও করে চলেছে সরকারগুলো, বিএনপি-জামাত ও আওয়ামীমের কারণে ভারত আমাদের অর্থনীতি ও রাজনীতিতে হাত দিয়েছে।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইহুদীরা বারবার মার খেয়েছে; সেটা এবার সহসা ঘটবে না; কারণ, তারা শিক্ষিত। আগামী ৪ বছর প্যালেস্টাইনের পক্ষে কিছু হবে না; কারণ, আমেরিকা জানে যে, প্যালেস্টাইনীরা ইরানকে সাপোর্ট করে। তারমানে এখন আমেরিকা যা চায় সেটাই বাস্তবতা। আর মুসলমানদের অনৈক্য ও পিছিয়ে পড়ার সুযুগ তারা কাজে লাগাবে, এটা তাদের জন্য অস্বাভাবিক নয়। কিন্তু মুসলমানদের বিপক্ষে সংঘটিত অন্যায়ের প্রতিকারের কোন আলামত দেখা যাচ্ছে না। তবে ব্যাপক গোলযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তারমানে বিশ্ব অশান্তির সমূহ সম্ভাবনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:

আজকের রাশিয়া, চীন, আমেরিকা, ইরান ও কোরিয়া আমাদের গ্রহের শান্তির জন্য হুমকি; এদের নিজেদের কনফ্লিক্ট বিশ্বকে বেশ চাপের মাঝে রাখবে; এই কনফ্লিক্ট চলাকালে যেসব জাতি বুদ্ধির সাথে নিজকে রক্ষা করতে পারবে না, তারা সিরিয়ার মতো উড়ে যাবে।

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইহুদীদের মধ্যপ্রাচ্যে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কতটা বাস্তবায়ীত হবে বলে মনে করেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলের প্রতিস্ঠা মুসলমানদের কাছে বিস্ময়কর অন্যায় বলে মনে হলেও, বিশ্ব এটাকে মোটামুটি স্বাভাবিক হিসেবে নিয়েছে; ফলে, এটা টিকে থাকবে।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

জাহিদ হাসান বলেছেন: আমি জিউসদের হিংস্র হাসির আওয়াজ শুনতে পাচ্ছি!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



জিউরা অন্যদের তুলনায় হিংস্র, নাকি অন্যেরা আরো বেশী?

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

জাহিদ হাসান বলেছেন: তারা যেইভাবে সব কিছুকে নিজেদের স্বার্থে গ্রাস করে চলছে এতে পৃথিবীর খারাপ বৈ ভালো কিছু হচ্ছে না। :|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেশী সম্পদ দখল করায় তারা বারবার বিপদে পড়েছিল অতীতে।

এখন তারা ক্যাপিটেলিস্ট দেশ সমুহে থাকে; ওরা নিজেরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে; ওরা সোস্যালিস্ট সোভিয়েত থেকে নিজেরাই বের হয়ে গিয়েছিল।

২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

খোলা মনের কথা বলেছেন: আরবের পা চাটা কিছু মুসলিম নেতাদের জন্য আজ এই অবস্থা। তারা আম খেয়ে যাচ্ছে গাছ থাকলো কি না সেটা ভাবার সময় তাদের নেই।

ইস্রাইল আম্রেকার অনেক পুরানো দোস্ত। সব মিলে খেলা জমানোর চেষ্টা। ট্রাম্পের আর্ন্তজাতিক অপেনিং এখান থেকে হতে পারে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প আমেরিকার ২৩ বছরের অবস্হান থেকে সরে যাচ্ছে; অবশ্য, সেই ২৩ বছর কোন সুফল দেয়নি।

আমার ধারণা, ইসরায়েল যদি পুরো প্যালেস্টাইনের ভার নিয়ে, ৫/১০ বছরের ভেতর রাস্ট্র সৃস্টি করে, সেটা হবে উন্নত দেশ।
কিন্তু একবার নিয়ে গেলে, তারপর কি করবে, সেটার নিশ্চয়তা নেই।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

বাকরখানি বলেছেন:



আজ নিউইয়র্ক সময়, দিনের ১২টা বাজে ট্রাম্প ও ইসরায়েলী প্রাইম মিনিস্টার সাংবাদিক সন্মেলন করেছে হোয়াইট হাউজে; সাংবাদিক সন্মেলনর আগে তাদের মাঝে মিটিং হয়েছে; সাংবাদিক সন্মেলন নাতেনিয়াহু সিকিউরিটির কারণে পুরো প্যালেস্টাইনকে ইসরায়েলের অধীনে নিয়ে আসার কথা বলেছে।

নাতেনিয়াহু বলেছে, যেহেতু ওসলো সন্মেলনের ২৩ বছর পরও প্যালেস্টাইন করা সম্ভব হয়নি, সেটা নিয়ে এখন সময় নস্ট না করে, "নতুন পথ" খুঁজতে হবে; নাতেনিয়াহুর ধারণা, শুরুতেই প্যালেস্টাইন 'ব্যর্থ রাস্ট্র' হিসেবে আত্ম-প্রকাশ করবে, এই ধরণের একটি দেশ কোন আরবের চাওয়া উচিত নয়; সে আরো যোগ করে যে, প্যালেস্টাইন দেশ হবে, ইরানের স্যাটেলাইট দেশ, হিজবুল্লাহ ও হামাসের রাজনধানী

মনে হচ্ছে, নাতেনিয়াহু সৌদী, জর্ডান, আমিরাত, কাতার ও মিশরের সাথে এই ব্যাপারে কথা বলেছে; সে বলেছে, ইসরায়েল এখন আরবদের সাথে বন্ধুত্ব করতে সমর্থ হয়েছে; কোন আরবদেশ হিজবুল্লা ও হামাসদের জন্য স্যাটেলাইট দেশ চাহে না।

মনে হচ্ছে, পুরো প্যালেস্টাইনের ভার তারা নিতে চায়; তারা প্যালেস্টাইনীদের নিজের এলাকায় অধিক সুযোগ সুবিধা দিবে; সিকিউরিটি থাকবে ইসরায়েলের হাতে।

ট্রাম্প মোটামুটি এই প্ল্যানের পক্ষে মত দিয়েছে; অবশ্য সে উল্লেখ করেছে যে, প্যালেস্টাইন ও সকল আরবদের থেকে মতামত নেয়া হবে; ট্রাম্প কিছু সময়ের জন্য সেটেলমেন্ট না বাড়াতে বলেছে ইসরায়েলকে।

প্যালেস্টাইন দেশ আর সহজে হবে না, মনে হয়; যদি কোনদিন হয়, সেটা ইসরায়েলের ভেতর থেকে পরে জন্ম নেবে।

--------------

এইটুকু লেখার মইধ্যে এতগুলা বানান ভুল। এরপরেও সারা ব্লগে মানুষরে বালছাল/মগজহীন ডাকতাছেন গণধোলাই না খায়া। আল্লাহর উপ্রে বিশ্বাস নাই তারপরও? খিকজ B-))

আপনে তো আবার নিজের সমালোচনা সহ্য করতে পারেন না। দেন, খুব নোংরা একটা গালি দেন যেন আর কখনও আপনার বালছাল লেখার দোষ না ধরি। গিম্মি ইউর বেস্ট শট B-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার বেস্ট শট হলো, ধন্যবাদ।

ভাবছিলাম বই লিখবো; দেখছি, অবস্হা ভয়ংকর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


আবারো ধন্যবাদ, কিছুটা ঠিক করেছি।

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

আহা রুবন বলেছেন: প্যালেস্টাইকে হজম করতে চাচ্ছে ইসরায়েল। যদি তাই হয় আজ থেকে পঞ্চাশ বছর পর কী হবে? যখন আরবদের তেল ফুরিয়ে আসবে, বিকল্প জ্বালানী আবিষ্কৃত হবে। তখনকার দূর্বল আরব আর ইসরায়েলের কথা মনে হলে ভয় লাগে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


৫০ বছর পর কি হতে পারে, সেটা ইহুদীরা নিশ্চয় ভেবেই এগুচ্ছে। তেল শেষ হয়ে যাওয়ার পর, লাখ লাখ শেখ পরিবার ইউরোপে বসবাস করবে।

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

আহা রুবন বলেছেন: বই লেখার ইচ্ছে থাকলে শুরু করে দিন। আমরা পড়ব। বানান ভুল থাকে আমরা জানি, কিন্তু আমরা ভাবনা, বিশ্লেষণটাই জানতে চাই। সাহিত্য নিয়ে লিখলে বানান ভুল বড় করে দেখতাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের মানুষদের পক্ষ থেকে কিছু বলার দরকার আছে, মনে হচ্ছে!

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:


ভিনদেশী রাক্ষসের কথা বলিয়া দেখ,
শুধুই ভার বইতে হইবে শৃঙ্খলের,
কেবলই হোঁচট খাইবে দিন-রাত্রি,
তাহার অটল মসনদে...........

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেক গভীর কথা।
সোজা কথা হলো, প্যালেস্টাইনের আগের অবস্হান বদলে গেছে গতকাল থেকে

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

তার ছিড়া আমি বলেছেন: মনে পড়ে মিঃ হিটলারকে, অনেক মনে পড়ে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


হিটলার বেশী ক্ষতি করেছে জার্মানদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.