নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছড়াকার, ব্লগার প্রামানিক কোথায়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫



***** ব্লগার বিদ্রোহী ভৃগু জানায়েছেন যে, ব্লগার প্রামাণিক ভালো আছেন, ব্যস্ত আছেন; শীঘ্রই ফিরবেন; সবাইকে ধন্যবাদ ******

ব্লগার প্রামানিক শেষ পোস্ট লিখেছেন এই মাসের ৪ তারিখে; এরপর উনাকে আমি ব্লগে খুব একটা দেখিনি; উনি ২/১ দিনের মাঝেই নতুন পোস্ট দিয়ে থাকেন; এবারের গ্যাপটা একটু লম্বা মনে হচ্ছে! যদিও এটা নিয়ে চিন্তিত হওয়ার তেমন কারণ নেই, তবুও জানার দরকার উনি কোথায়?

আপনারা কেহ উনার সম্পর্কে কিছু জানলে জানাবেন। আপনাদের কারো পোস্টে উনি সম্প্রতি মন্তব্য করেছেন? বছর খানেক আগে, একবার উনি কিছুদিন অসুস্হ ছিলেন। সম্প্রতি কোন অসুস্হতার কথা বলেননি কোথায়ও; যাক, উনার সম্পর্কে জানলে জানাবেন।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: আমিও উনাকে ব্লগে দেখছি না। মিস করছি। কেউ জানলে, দয়া করে জানবেন।

পোস্টটি দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা জানলে আপনাকে জানাবো। উনাকে এখন ফেইসবুকেও দেখিনা।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

জগতারন বলেছেন:
আপনারা কেহ উনার সম্পর্কে কিছু জানলে জানাবেন।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামাণিক ভাই ভাল আছেন।

পেশাগত ব্যস্ততায় আটেক আছেন। অবশ্যই স্বাভঅববিকের চেয়ে বেশি মাত্রায় ;)

শীঘ্রই ফিরবেন সামুর আপনজনদের মাঝে :) আশ্বস্থ করেছেন।

ধন্যবাদ চাঁদগাজী ভায়া! স্মরণে অমর করায় :) এই হৃদ্যতাই সামু পরিবারের অনন্যতা, সামুরিয়ানদেরতো বটেই ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে; জেনে নিশ্চিন্ত হলাম।
ভেবেছিলাম, পোস্ট সরানো হবে; শেষ সিদ্ধান্ত, পোস্ট সরানো হবে না, প্রামানিক এসে দেখুক যে, লোকজন উনার উপর নজর রেখেছেন।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার ফেসবুকে তেমন কোন আপডেট নেই। আমার, ধারণা তিনি ভাল আছেন এবং কাজে আছেন।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে; জেনে নিশ্চিন্ত হলাম; ৫ মিনিট পর, লেখাটি সরায়ে দেবো।
নানা সরিয়ে দেবেন কেন?

থাকুক ভালবাসার চিহ্ন হয়ে ;)

এটা আমার মত মাত্র। বাকীটা আপনার ইচ্ছা :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, তা'হলে থাকুক; সবাই জানবেন যে, উনি ভালো আছেন; ভালো হলো।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি যদিও প্রামাণিক ভাইয়ের সাথে পরিচিত ( ব্লগে) নই। তবুও আপনার আন্তরিক খুঁজ খবর নেয়ায় মুগ্ধ হয়ে মন্তব্যের আমার মুগ্ধতা জানিয়ে দিয়ে গেলাম।

এভাবেই লেগে থাকুক সামুর প্রতি গভীর ভালোবাসা।
আপনার আন্তরিকতায় শ্রদ্ধা রইল।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

ক্লে ডল বলেছেন: তাঁর অনুপস্থিতি আমারও চোখে পড়েছে।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহ ব্লগারদের জন্য আমি কবিতা লেখি। আর আপনি তাদের অনুপস্থিতির কথা স্মরণ করছেন, এটা অবশ্যই ভাল দিক।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার প্রামানিক এর বিষয়ে উৎকণ্ঠা প্রকাশের জন্য । অআমি দিন কয়েক যাবত ভাবছি উনাকে দেখা যায়না কেন ।
দেখা যাক কেহ উনার কোন সংবাদ দিতে পারেন কিনা । তার জন্য অনেক শুভ কামনা রইল ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



উনি ভালো আছেন, খবর পাওয়া গেছে।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৫

ডঃ এম এ আলী বলেছেন: এই সুসংবাদ দেয়ার জন্য ধন্যবাদ ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রামাণিক সহ আরো কয়েকজন গুনি ব্লগারকে অনুভব করছি!:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



অনেক ব্লগারই নীরবে পেছনে পড়ে যান, খেয়াল রাখা সম্ভব হয় না; প্রামাণিকের বেলায়, উনার পোস্ট দেয়ার প্যাটার্ণটা আমার খেয়াল আছে!

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

123456789happy বলেছেন: বুঝা গেল প্রামানিক ভাইয়ের অনুপস্থিতিতে ব্লগে একটা শূণ্যতা সৃষ্টি হয়েছে। যে সব ভায়েরা ব্লগে কিছুটা উতপাত করেন তাদের বুঝা উচিত যে, ভালোদের অনুপস্থিতিতে সবার মাঝে কেমন হাহাকার তৈরী হয়। সবার জন্য শুভ কামণা

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন প্রামানিক ভাইয়ের ছড়া পড়ি না।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



প্রামানিকের খোঁজ খবর নেয়ার জন্য সব ব্লগারকে ধন্যবাদ।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ব্লগে আমার অনুপস্থিতি তুলে ধরে এরকম একটা পোষ্ট দেয়ার জন্য চাঁদগাজী ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। যারা এই পোষ্টে মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের এই ভালোবাসার কথা কোন দিনই ভুলতে পারবো না। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বাস্তব জীবনে আমি কিছুটা ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত হতে পারছি না। হয়তো ব্যস্ততা কেটে গেলে আগের মতই নিয়মিত হবো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের লোকজনের খোঁজ খবর আমাদেরকেই রাখতে হবে; আপনি ভালো আছেন জেনে, ভালো লাগছে।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: চাঁদগাজি ভাইয়ের এই পোষ্ট দেখে বিদ্রোহী ভৃগু আমাকে ফোন করেছিল, তার এই আন্তরিকতার কথা জীবনেও ভুলবো না।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



একজন সহ-ব্লগারের প্রতি এমন হৃদ্যতার নজীর ব্লগীয় পরিবেশকে আরো একধাপ উঁচুতে নিয়ে গেলো ।
আপনার সম্পর্কে যে উল্টোপাল্টা ধারনা আছে অনেকেরই, তাঁরা হয়তো এবার আপনাকে নিয়ে আরেকবার ভাবতে বসবেন ।

বিদ্রোহী ভৃগুর মন্তব্যে জানলুম প্রিয় ছড়াকার প্রামানিক ভালো আছেন । এটুকুতেই যা স্বস্তি । আর এইখানে মন্তব্য করতে এসে দেখি স্বয়ং প্রামানিক এসে আমার আগে হাজির ।

সবাই ভালো থাকুন , এমন করেই এক অদৃশ্য সুতোর বন্ধনে থাকুন বন্দি হয়ে ............................

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



এটা একটি ছোট, কিন্তু শক্তিশালী জেনারেশন, আমরা পরস্পরের সাথে যুক্ত আছি।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় ভাই, প্রামাণিক ভাইকেতো পেলেন ভাই, আমি কবে হারিয়ে গেছি, অনেক দিন ধরে পোষ্ট করতে পারছিনা তাই আপনার হেল্প প্রয়োজন। প্লীজ ভাই কিছু একটা করুন। ভাল থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনাকে দেখে খুশী হলাম, আমি অনেকের কথা খেয়াল রাখতে পারিনি, স্যরি; একদিন একদিন করে অনেকেই সরে গেছেন; প্রমাণিকের কিছু প্যাটার্ণ আমাকে সাহয্য করেছে।

আপনকে দেখে খুবই ভালো লাগছে, ভালো থাকুন, ব্লগে থাকুন।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রথমকথা বলেছেন: ভাইজান দেখবেন, ব্লগকে ভালবাসি বলে এখনো মাঝে মাঝে আসি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


ভালো, ব্লগ ফেলে চলে যাবেন না; শেষ আবার আপনার খোঁজে নামতে হবে।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

চিন্তিত নিরন্তর বলেছেন: অনুসারিতদের মধ্যে তিনিও একজন। মাঝে মাঝে ছড়া পড়ে ভালই আনন্দ পেতাম।

ধন্যবাদ এমন পোষ্টের জন্য্।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আবার ছড়া হবে, উনি একটু ব্যস্ত, শুনলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.