| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদগাজী
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ওবামা জীবিকার জন্য রাজনীতি করেননি, উনি জীবিকার জন্য আইন ব্যবসায় ছিলেন, রাজনীতি ছিল উনার জীবনের আদর্শের প্রতিফলন; ক্লিনটন, বুশ, টনি ব্লেয়ার, ট্রাম্পসহ পশ্চিমের প্রায় রাজনীতিবিদ জীবিকার জন্য রাজনীতি করেননি, তারা জীবিকার জন্য কাজ করেছেন; বাংলায়, শেরে বাংলাও জীবিকার জন্য আইন ব্যবসা করতেন।
বাংলাদেশ আওয়ামী লীগের এখনকার সব নেতাই ছাত্রনেতা ছিলেন, রাজনীতিই উনাদের জীবিকা; রব, ইনু, শেখ হাসিনা, তোফায়েল, মতিয়া চৌধুরী, নাহিদ, মেনন, ফেনন এরা কেহই চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন করেননি; দেশের সাধারণ মানুষের মতো সংগ্রাম করে পরিবার চালাননি; ফলে, তাদের কাছে জীবনের অনেক কিছুই ভার্চুয়াল; কিন্তু ১৭ কোটী মানুষের জীবন ভার্চুয়াল নয়।
চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন না করার ফলে, এরা সাধারণ মানুষের জীবন সংগ্রামকে বুঝতে পারে না; তদুপরি, এরা ক্ষমতায় গিয়ে আয় করতে গিয়ে, যোগ্যতার থেকে বেশী আয় করেছে সব সময়; তারা না চাহিলেও, প্রশাসনের লোকজন তাদেরকে সাধারণ মানুষ থেকে বেশী সুবিধা দিয়েছে, এবং বেশীর ভাগ ক্ষেত্রেই নিয়ম না মেনে।
আরেকটা ব্যাপার হলো, এদের অনেকেই ছাত্র জীবন থেকে সোজাসুজি খুবই বড় পদে কাজ নিয়েছেন, অনেকই এমপি, মন্ত্রী হিসেবে জীবন শুরু করেছেন; এগুলো এসব লোকদের সাধারণ মানুষ থেকে আলাদা করে রেখেছে, এরা মানুষের কস্ট বুঝে না; এরা সৌদীতে বাংগালীদের কস্ট বুঝতে পারে না; শুধু রোবটের মত রেমিট্যান্সের জন্য ধন্যবাদ দেয়, আর বলে, "আপনারা সবাই এক একজন রাস্ট্রদুত"; রাস্ট্রদুতেরা আলকাতরা ঢালছে রাস্তায়!
এদের অনেকেই ক্ষমতায় এসে ব্যবসায়ী হয়েছে, মানে পুরোটাই অন্যায়; ফলে, দেশের ন্যায়ের ভিত্তিতে কোন ব্যবসা হচ্ছে না আর; সেই সুযোগে ব্যবসায়ীরাও পার্লামেন্টে যাবার জন্য মনোয়ন কেনার সুযোগ পেয়েছে।
যারা ছাত্র রাজনীতি করে দেশ চালনার ভার নিয়েছে, তারা জীবিকার জন্য রাজনীতির উপর নির্ভরশীল; জীবিকা আয়ই এদের আদর্শ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
ভালো, অনেকেই এদের নিয়ে একইভাবে ভাবছেন!
২|
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ঢাকাবাসী বলেছেন: দুর্জনেরা বলে এরা প্রত্যেকেই একেকজন বিলিয়নেয়ার, কোন পরিশ্রম না করেই! এদের সুবিধার জন্য প্রতি কিলোমিটার ফ্লাইওভারের খরচ ১০-১৫ কোটি টাকার বদলে হয় ১২০ কোটি টাকা, ঠিকাদারের গাফলতির জন্য মানুষ খুন হলেও ওদের আশির্বাদ পুষ্ট ঠিকাদারের ব্যাংক ব্যালেন্স প্রতি বছর গুনিতক হারে বাড়ে, দু'শ টাকা ফুটের পাইপ কেনা হয় পাঁচ হাজার টাকা ফুট! ট্রেনের উন্নতির চেস্টা না করে রাস্তা বানানো হয় বাস ট্রাক মালিকদের জন্য কিংবা অচল ট্রেন কেনা হয়, মেডিকাল ইকুইপমেন্ট কিনে গুদামে ৪-৫ বছর রেখে ধ্বংশ করে আবার নতুন কেনা হয়! রাস্তা খুঁড়ে মাসের পর মাস গর্ত করে মানুষ খুন করা হয়- হর্তে ফেলে বা ধুলা খাইয়ে এজমা আর ফুসফুসের সব রোগ বানাবার জন্য যাতে অসৎ ডাক্তাররা মাল বানাতে পারে! আরো শুনবেন? ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
এরা বিনা দক্ষতায় বিরৎ বেতন নেন।
দুর্নীতি বাংলাদেশ সরকারের বার্ষিক বাজেটের অংশ; তাই জাতিকে অজাতীদের মুজুর খাটতে হচ্ছে!
৩|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১
রুমি৯৯ বলেছেন: সহমত পোষন করছি৷
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
তাই? দেখা যাক, কত জন সহমত জানান!
৪|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৫
মিঃ আতিক বলেছেন: মন্তব্য করে সবাই সহমত না জানালেও মনেমনে অনেকেই বোবা সহমত জানাবেন
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
সম্ভব, আমি যেভাবে দেখছি, অনেকেই হয়তো একইভাবে দেখছেন; সভ্যতার এই সময়ে, আওয়ামী লীগের বর্তমান রাজনীতি জাতির জন্য অস্বাস্হ্যকর; আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন, তারা নিজর জন্য ও দলের জন্য রাজনীতি করছে
৫|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাংলার পতে ঘাটে যেম ফটকা বাজ ম্যাজিশিয়ানরা বাতের বরি বিক্রি করেন পথের ম্যান্গু জনতারা শেষ চিকিৎসা বলে বিশ্বাস করে কিন্তু ঘিটের ব্যাথা তখন ক্যান্সারে পরিনত হয়। ওরাও সাধারণ জনাতাকে এমন করেই ঠকায়।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
এখন যারা আওয়ামী লীগে আছে, এরা না ছাত্র, না রাজনীতিবিদ; জাতি অদক্ষ নেতাদের হাতে আছে
৬|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৩
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: একদম পারফ্যাক্ট ছিলো,সহমত
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
ওকে, আওয়ামী লীগের নেতারা জীবিকা অর্জনকে রাজনীতি বলে চালিয়ে দিচ্ছেন!
৭|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩০
আহা রুবন বলেছেন: নীতি, আদর্শহীন ছাত্রনেতা বাবাজিরা কপ্টারে চড়ে। এরা ছাত্রাবস্থাতেই পড়ালেখা, রাজনীতির আড়ালে টাকার ধান্দা করে কিন্তু পরিচ্ছন্ন কোনও পেশা থাকে না পুরো নেতা হবার পরেও। মাথায় বিদ্যা না থাকায় সচিবরা কথা শোনে না।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো না চাষী, না জেলে; না ছাত্র, না রাজনীতিবিদ
৮|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে রাজনীতির একটা নির্দিষ্ট লাইন থাকা উচিৎ, আমাদের দেশে তা নেই, থাকলেও মানছেন না অনেকেই। আপনি যে ইস্যুগুলি দেখালেন, সেই একই ইস্যু পূর্বেও দেখেছে এদেশের মানুষ। আওয়ামী লীগের বর্তমান রাজনীতি একটু অস্বাস্থ্যকর তা হয়তো কিছুটা মেনে নিতেই হবে। কিন্তু, অন্যান্য যেগুলো আছে সেগুলি তো একেবারে মহামারী অবস্থা। দুর্নীতি ছিল না কবে?
আপনার আলোচনা ভালো। তবে আরও ভালো হতো যদি কিছু স্বচ্ছ রাজনীতিবিদ এর নাম বলতে পারতেন, যাঁদের আমরা আগামী দিনের নেতৃত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তেমন রাজনীতিবিদ খুঁজতে জীবন পার হয়ে যাবে।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
স্বচ্ছ রাজনীতিবিদ ২ জন, শেরে বাংলা ও মওলানা ভাসানী।
অন্য দল এসেছিল আওয়ামীদের কারণে।
৯|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
মুশি-১৯৯৪ বলেছেন:
আজকে দুইটি স্মরনীয় উক্তি শুনে অনেক্ষন হাসলাম, এই ভেবে এরকম ছাগু এখনো পৃথিবীতে আছে।
খাদিজাকে কোপানোর অভিযোগে শাবি-এর ছাত্রেলীগ নেতা বদরুলের সাজা প্রসঙ্গে
জনৈক ছাত্রলীগ হল সভাপতি জহিরুল ইসলাম বলেছেন ,বদরুল নামের কেউ শাবি-এর ছাত্রলীগে কখনো ছিল না, তার কোপানোর ভঙ্গি দেখেই বোঝা যায় সে ছাত্রলীগের কর্মী নয়।
সৌদি প্রিন্স সালমান ,মধ্যপ্রাচ্যের ৭টি দেশের উপর যুক্তরাষ্টের ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে
প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প মুসলমানদের প্রকৃত বন্ধু, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের সর্ম্পক আরো মজবুত হবে।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
আজকের বিশ্বে সৌদীরা চেংগিস খানের মতো রাজত্ব চালিয়ে যাচ্ছে আমেরিকার সাহায্য নিয়ে।
শেখ সাহেবের উথ্থান ও পতনের কারণ ছাত্রলীগ; এবং উহা বাংগালী জাতির দু:খ ছাড়া কিছু নয়।
১০|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪
প্রশ্নবোধক (?) বলেছেন: সংবিধান, নির্বাচনী ইশতিহার , আইনকানুন সবই ঠিক। ঠিক থাকেনা কেবল ঠিক রাখার মানুষগুলো।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ রাজনীতির যেই ধারার জন্ম দিয়েছে, এখান থেকে রাজনীতিবিদ জন্ম নেবে না, ছাত্র-রাজনীতিবিদ জন্ম নিবে আজীবন।
১১|
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৪
মুশি-১৯৯৪ বলেছেন:
”ডিজিটাল সিভিলিটি ইনডেক্স” মানে অনলাইন ভদ্রতা সূচক ।
এই সূচকের তথ্য মতে ,অনলাইনে খুঁচিয়ে খুঁচিয়ে বিতর্ক বাধাঁনোর ঘটনা সবচেয়ে বেমী প্ররিলক্ষিত হয়েছে।
”ডিজিটাল সিভিলিটি ইনডেক্স”-এর তথ্য মতে মনের ময়লার পাহাড় জমে গেছে নেটের পাতায়। চুরান্ত অভদ্র ব্যবহারের যায়গা হয়ে গেছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৬
চাঁদগাজী বলেছেন:
সম্ভব, অন্যত্র মনের ময়লা প্রকাশের সময়, অন্য মানুষ যুক্ত হওয়ার সম্ভাবনা; অন-লাইনে মোটামুটি অনেককিছু গোপন করে রাখা সম্ভব।
১২|
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন । ছাত্রবাজি , ভটকাবাজী ফটকাবাজী, চাপাবাজী , চামচাবাজী , ঠকবাজী , ডিগবাজী, প্রভৃতি যোগ্যতার অধিকারীদের রাজনীতি বন্ধ করার একটাই উপায়, সেটা হলো বাকশাল , ঘুরে ফিরে এটাতেই আসতে হবে টু ডে অর টুমুরু। এটা আওয়ামীলীগ লীগ দিয়ে হবেনা । তবে ত্ক্তা সরকার এর মত বুজুং বাজু্ং দাবী দাওয়া বাদ দিয়ে সকলে মিলে বাকশাল টা্ইপের কিছু চাইলে ওয়ান টুর মধ্যে তা কায়েম হয়ে যাবে , শর্ত একটাই এতে কোন ছাত্র থাকতে পারবেনা। প্রয়োজনে বাকশাল নাম পরিবর্তন করে নেয়া যেতে পারে । মোদ্দা কথা দেশের সকল শ্লেনী পেশার যোগ্যতা সম্পন্ন লোকজনকে রাজনীতিতে সক্রীয় অংশগ্রহনের জন্য যথাযথ সুযোগ সৃস্টি করতে হবে , সে সাথে জনগনের দৃষ্টিভংগীও পরিবর্তন করতে হবে ।
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
সামাজিক অর্থনীতি গড়ার চেস্টা করলে, মানুষ সেটায় অংশ নিলে ছাত্র রাজনীতির লালু কালুরা থাকবে না, মনে হয়। বাকশাল বিরোধী এমন প্রচারণা চালায়েছে যে, সবাই না ভেবেও বাকশালকে খারাপ মনে করেছিল; অবশ্য ভাবার লোক বাংলায় কম হয়েছে, হয়েছে হুজুগী।
১৩|
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
বিলিয়ার রহমান বলেছেন: "আপনারা সবাই এক একজন রাস্ট্রদুত"; রাস্ট্রদুতেরা আলকাতরা ঢালছে রাস্তায়!
হা হা হা!![]()
![]()
![]()
মন জিতে নিলেন!
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
আদম ব্যবসা করার সময়, আদমদের মনোবল উঁচুতে ধরে রাখার চেস্টা করে নেতারা।
১৪|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী নেতা প্রোডাকসন লাইন বদলাতে হবে মানুষকে।
১৫|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু বিকল্প কোথায়?
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
বিকল্প হলো প্রথমে খালেদা জিয়া ও জামাতের পুরো পতন, তারপর আওয়ামী লীগ জনরোষে পতিত হবে।
১৬|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯
ধ্রুবক আলো বলেছেন: এই দেশের নিয়মটাই হয়ে গেছে এমন, রাজনীতি এখানে টাকা উপার্জন করার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বা দাড় করানো হয়েছে!!
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
যারা পড়ালেখা করে না, তারা রাজনীতি নামক জিনিষটি আয়ত্ব করার চেস্টা করে, এটা আলাউদ্দিনের আশ্চয্য প্রদ্বীপ, যা চায়, তাহা পায়।
১৭|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিকল্প হলো প্রথমে খালেদা জিয়া ও জামাতের পুরো পতন, তারপর আওয়ামী লীগ জনরোষে পতিত হবে। সেই জন্যই তারা উহাদের আড়ামরা করে রেখে দিতে চায়। তাতে তারা জনরোষ থেকে বেঁচে থাকবে। কে বলে তারা রাজনীতি বুঝে না?
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ বিএনপি'কে টিকিয়ে রাখবে, যাতে অন্য কোন দল গড়ে উঠতে না পারে, সরকার বিরোধীরা দুর্বল নেতৃত্বের অধীনে থাকুক। আওয়ামী লীগ জানে শুন্যস্হান তৈরি হলে সমস্যা হবে।
১৮|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারপর আওয়ামী লীগ জনরোষে পতিত হবে। জনটা আবার কারা? তাদেরতো দেখতে পাচ্ছি না। এমন কান্ড ঘটতে কত বছর লাগবে? নাকি কখনই ঘটবেনা?
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
পপুলার আইয়ুব খান সামান্য ভুল করে, ১ সপ্তাহে আউট।
আওয়ামী লীগ মানুষকে কলোনিয়েল সিস্টেমে নিয়ে গেছে; ওরা টেরও পাবে না, কিভাবে মানুষ ওদেরকে আইয়ুব বানাবে!
১৯|
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আইয়ুব সৈনিক কিন্তু আওয়ামী লীগ তা নয়। তারা আগের চেয়ে অনেক পরিণত। আর তাদের দলে মানুষের অভাব নেই, তো কোন মানুষ তাদের আইয়ুব বানাবে? অন্য মানুষেরা তাদের আইয়ুব বানাবে আওয়ামী লীগের মানুষরা তখন কি করবে? আমার মনে হয় আপনি কল্পনার সাগরে হাবুডুবু খাচ্ছেন! আপনি যা ভাবছেন তা’ হয়ত আপনার এ জীবনে দেখার সুযুগ হবেনা।
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
সাধারণ আওয়ামী লীগাররা একদিন এসব নেতাদের কথা আর শুনবে না; মানুষ মরীচিকার পেছনে আজীবন ছুটে না।
২০|
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গণতন্ত্রের আবরণে পরিবারতন্ত্র থাকলে এর চেয়ে বেশী আর কি আশা করবেন?
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
পরিবারতন্ত্রের শেষ হবে; ইহা বাংগালী জাতিকে পেছনে নিয়ে গেছে।
২১|
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
আবু মুছা আল আজাদ বলেছেন: ‘‘এরা মানুষের কস্ট বুঝে না; এরা সৌদীতে বাংগালীদের কস্ট বুঝতে পারে না; শুধু রোবটের মত রেমিট্যান্সের জন্য ধন্যবাদ দেয়, আর বলে, "আপনারা সবাই এক একজন রাস্ট্রদুত"; রাস্ট্রদুতেরা আলকাতরা ঢালছে রাস্তায়!’’
চরম ও নির্মম বাস্তবতা
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
দুস্টরা মানুষকে সৌদী ও মালয়েশিয়ায় বিক্রয় করে, সিংপুরে ঈদ করে ও হাসপাতালে চিকিৎসা নেয়।
২২|
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশ আওয়ামী লীগের এখনকার সব নেতাই ছাত্রনেতা ছিলেন, রাজনীতিই উনাদের জীবিকা; রব, ইনু, শেখ হাসিনা, তোফায়েল, মতিয়া চৌধুরী, নাহিদ, মেনন, ফেনন এরা কেহই চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন করেননি; দেশের সাধারণ মানুষের মতো সংগ্রাম করে পরিবার চালাননি; ফলে, তাদের কাছে জীবনের অনেক কিছুই ভার্চুয়াল; কিন্তু ১৭ কোটী মানুষের জীবন ভার্চুয়াল নয়।
আমাদের দেশে দেখি ছাত্র নেতা থেকে মুল নেতা হওয়া লোকদেরই সাচ্চা রাজনীতিবিদ ভাবা হয়। অথচ দেশের ১৭ কোটি সাধারন নাগরিক সম্পর্কে এরা বে খবর!!!
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
ছাত্রনেতা মানে, এরা ছাত্র নয়, নেতাও নয়; এরা পড়ালেখা না করে, বড় আয়ের পেশা খুঁজে; তার মুল্য দিচ্ছে ১৭ কোটী।
২৩|
১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:২০
সপ্তম৮৪ বলেছেন: ভন্ডদের দেশে ভন্ডরাই নেতা হবে স্বাভাবিক।
১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতদের দায়িত্ব হলো জাতিকে সাহায্য করা।
২৪|
২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪১
রাতুল_শাহ বলেছেন: এদেশের রাজনীতি এখন জীবিকার জন্য রাজনীতি। কথাটির সাথে একমত।
আসলেই তাই। এটা যেমন কঠিন আবার সহজ। সবাই কিন্তু রাজনীতি করে জীবিকা নির্বাহ করতে পারে না। এর জন্যও মেধা লাগে।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি সঠিক, আজকে হাজার হাজার আওয়ামী লীগারও পরাজিত হয়ে, হতাশ হয়ে, নিস্তব্ধ হয়ে গেছে!
২৫|
২০ শে মার্চ, ২০১৭ রাত ১:০১
সপ্তম৮৪ বলেছেন: শিক্ষিরাই বেশি ভন্ড বস।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা হৃদয়কে প্রসারিত করার সুযোগ নেননি এখনো।
২৬|
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২০
কলিমুদ্দি দফাদার বলেছেন: আমরা যেমন জাত তেমন ই আমাদের রাজা।এইসব বলে কোন লাভ আছে। যে । জাতি নিজের ভাগ্য নিধ্যরনের আগে ৫০০ টাকায় নিজের ভোট বেচে, সেখানে ওবামার তুলনা কতটুক যথাযথ আমার পশ্ন? ভারতে কোন জিনিসের দাম ৫ টাকা বাড়লে জনগন রাস্তায় নামে? তো আমাদের দেশে কি মরিচা ধরছে? কিছু হইলে এক কথা ৫২ আর ৭১?
২২ শে মার্চ, ২০১৭ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
'৫২ ও '৭১ এর নাম বিক্রয় করে বর্তমান সরকার চলছে, তারা '৫২ ও '৭১ কে ক্যাপিটেল হিসেবে ব্যবহার করায় মানুষ এদের ভয় পায়।
২৭|
২২ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩
সপ্তম৮৪ বলেছেন: যারা বলে কিছু হইলেই ৫২ আর ৭১ তারা হইলো পিওর বাস্টার্ড।
২২ শে মার্চ, ২০১৭ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
লীগ '৫২ ও '৭১ কে কৌশলে দখল করেছে, মানুষের অবদানের কথা তারা বলে না।
২৮|
২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮
হৃদি রুবি বলেছেন: দাড়ি-গোফের খবর নেই। পেশা কি? উত্তরে বলে--রাজনীতি। রাজনীতি আবার পেশা হয় নাকি? কি জানি মাথা মোটা আমার। তাই কম বুঝি।।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
জগতারন বলেছেন:
বাংলাদেশ আওয়ামী লীগের এখনকার সব নেতাই ছাত্রনেতা ছিলেন, রাজনীতিই উনাদের জীবিকা; রব, ইনু, শেখ হাসিনা, তোফায়েল, মতিয়া চৌধুরী, নাহিদ, মেনন, ফেনন এরা কেহই চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন করেননি; দেশের সাধারণ মানুষের মতো সংগ্রাম করে পরিবার চালাননি; ফলে, তাদের কাছে জীবনের অনেক কিছুই ভার্চুয়াল; কিন্তু ১৭ কোটী মানুষের জীবন ভার্চুয়াল নয়।
চাঁদগাজী সাহেবের এ অভিমতের সাথে আমি সহমত পোশন করি।