নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বৃটিশ পার্লেমেন্টের পাশে গুলি, ব্রীজে গাড়ী চাপা দিয়ে ৪ জনকে হত্যা

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৫



কিছুক্ষণ আগে বৃটিশ পার্লামেন্ট ভবনের একপাশে গুলির আওয়াজ শোনা গিয়েছে; বলছে, বেশ কিছু মানুষ আহত হয়েছে; ছবিতে দেখা যাচ্ছে, একটি গাড়ী পার্লামেন্টের লোহার ঘেরাও'এর সাথে ধাক্কা খেয়েছে। আপাতত, ঐ গাড়ী সম্পর্কে কিছু জানা যায়নি; হয়তো, পুলিশ গাড়ীতে গুলি করার ফলে, গাড়ীটি কন্ট্রোল হারিয়ে ঘেরাও'তে ধাক্কা খেয়েছে।

পার্লামেন্টে সেশন চলছিল; প্রধনমন্ত্রীকে ভবন থেকে সরায়ে নিয়েছে। বৃটিশদের সমস্যা, সেশন প্রায়ই চলতে থাকে; সংবিধান না থাকায় মহা সমস্যা; আমাদের ড: কামাল হোসেনকে পাঠায়ে দেবো নাকি? অথবা সুরন্জিত সেন বাবুকে?

মনে হয়, এই গাড়ীটি ওয়েষ্টমিনিস্টার ব্রীজের উপর কিছু মানুষকে চাপা দিয়ে পালাচ্ছিল; হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নিচ্ছে এখন।

এখন শোনা যাচ্ছে, গাড়ীর ড্রাইভার ব্রীজের উপর অনেক মানুষকে গাড়ী চাপা দিয়েছে; গাড়ী ক্রেশ করার পর পুলিশকে ছুরি মেরেছে; মনে হয়, পুলিশ উহাকে গুলি করেছে।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: আমাদের ড: কামাল হোসেনকে পাঠায়ে দেবো নাকি? অথবা সুরন্জিত সেন বাবুকে?
সুরঞ্জিত বাবুকে পাবেন কই?
নয় কাউকে দেখেন পাঠানো যায় কিনা ;)

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


বৃটিশেরা এই পুরাতন ভবনে প্রতিদিন আড্ডা মারে; আমাদের ২০০ একরের পার্লামেন্ট ভবন, বিশ্বে কারো এত বড় পার্লামেন্ট ভবন নেই!

২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: পাঠালে মন্দ হয় না।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ থেকে রিলিফ হিসে ড: কামাল, ঢাকাতে বকবকও কমে আসবে। শুনলাম, উনি রব ও ডা: বদরুদ্দোজাকে নিয়ে "কোয়ালিশন" করছেন; জনসভায় লোক হবে ৩ জন।

৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪২

মিঃ আতিক বলেছেন: ব্রিটেন সংবিধান ছাড়াও চলবে, কামাল মিয়ার ওখানে কাজ থাকলে ওরা অনেক আগেই নিয়ে যেত।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব দুনিয়ার স্বার্থপর বেকুব মেকুবকে খুঁজে বের করতেন।

৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২

ওমেরা বলেছেন: জী পাঠাই দিতে পারেন যদি বৃটিশরা নেয় !!

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ পার্লেমেন্টে যারা চা পরিবেশন করে, তারা ড: কামাল থেকে ভালো বুঝার সম্ভাবনা অনেক।

৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা 'যুক্তফ্রন্ট' এর যুগের মানুষ তো। এখনও মনে করেন কিছু দেয়ার আছে বাংলাদেশকে...

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


যাদুঘরে রাখার সময় ছিল ১৯৭২ সালে।

৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫০

সপ্তম৮৪ বলেছেন: বোঝা গেল সেন বাবু কোনএকদিন হয়তো ফার্মার সাবের পুটকি মারছিল যার জন্য মরার পরও তার ভুত ফার্মার সাবরে তাড়াই বেড়াই।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা আজকাল শত শত বই বের করছে, আপনি এত পেছনে পড়ে থাকলে, আমাদের "গড়" তো অনেক কমে যাবে!

৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: আমাদের ২০০ একরের পার্লামেন্ট ভবন, বিশ্বে কারো এত বড় পার্লামেন্ট ভবন নেই!
এখানেই তো আমরা এগিয়ে, বললে দোষ হবে উন্নত দেশেও তো এতো জায়গা জুড়ে পার্লামেন্ট নেই!!

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের পার্লামেন্ট এলাকার যায়গার মুল্য ৫০ বিলিয়ন ডলারের বেশী হবে। ভবনটির চারিপাশে রিসার্চ ল্যাব, হাইটেক ও সেক্রেটারিয়েট করার দরকার।

৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:০৪

মুশি-১৯৯৪ বলেছেন:

মানুষ ছিল আগে নারী ও পুরুষ । এখন আরেকটা জাতির জন্ম হয়েছে। ধরেন এর নাম হিজড়া। তাহলে দুই লিঙ্গের জায়গায় এখন তিন লিঙ্গ তৈরি করলাম। ভালোমন্দের সাথে মাঝামাঝি আপনি আরেকটা তৈরি করলেন, যারা ভালোও নয়, মন্দও নয়। এরা আধুনিক মানুষ ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


আধুনিক মানে সময় ও সংস্কৃতির সাথে যারা তাল মিলিয়ে সমাজকে ভালো দিকে নিতে পারে।

৯| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: ডঃ কামাল/সুরঞ্জিতকে টেনে আনার যুক্তি!!!!!!!!

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



কোন যুক্তি নেই; বৃটিশ পার্লামেন্ট এলাকায় আক্রমণ হয়েছে; পার্লামেন্টে সেশন চলছিল; এত বেশী সেশনের দরকার কি?

১০| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রতি অনেকের যথেষ্ট আগ্রহ তৈরী হয়েছে। হয়ত দেখতে চায় আপনি নতুন আর কি লিখেছেন?

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি নতুন কিছু লেখার কথা ভাবছি না; তবে, বাংলাদেশের সাধারণ মানুষের গ্রহনযোগ্য একটা ফাইন্যানসিয়াল নিয়ে লিখবো; আমি জরীপে বুঝলাম যে, "সমাজতন্ত্র" বাংলাদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য নয়।

১১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: .
বৃটিশ পার্লামেন্ট এম পি Tobia Ellwood হিরু বনে গেছে । তিনি ছুরিকাঘাত প্রাপ্ত পুলিশ অফিসারকে mouth-to-mouth শ্বাস প্রশ্বাস দিয়ে সেবা করে যাচ্ছিলেন মেডিকেল টিম না আসা পর্যন্ত । তাই তাদের আর কোন কামাল জামাল দরকার নাই ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



মুসলমানেরা হয়তো পশ্চিমের পরিবেশে বাস করার মতো গুণের অধিকারী নন।

১২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: কোন যুক্তি নেই; বৃটিশ পার্লামেন্ট এলাকায় আক্রমণ হয়েছে; পার্লামেন্টে সেশন চলছিল; এত বেশী সেশনের দরকার কি? তাহলে এবং এটাই কি ঐরকম দেশে স্বাভাবিক না??

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন, সুরন্জিত সেনদের নিয়ে একটু জোক করলাম, জাতীর জীবনে এদের ভুমিকা "জোক" ব্যতিত কইছুই না।

১৩| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সন্ত্রাসি হামলায় ৪ জন নিহত হল, আর আপনারা হাসিঠাট্টা করছেন!
এ কারনেই হয়তো পাঠকরা আপনাকে ক্লাউন বলে।


সন্ত্রাসি হামলায় ৪ জন নিহত হল, আর আপনারা হাসিঠাট্টা করছেন!
এ কারনেই হয়তো পাঠকরা আপনাকে ক্লাউন বলে।


দাড়ীওয়ালা হামলাকারিকে খতম করা হয়েছে।

২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাকে সবাই ক্লাউন ডাকে; আপনাকে 'জাতির পিতা' ডাকে, ভালো

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

টারজান০০০০৭ বলেছেন: উনারে সবাই বাআলবৈশাখী ডাকে ! :D

২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



উনার পোস্ট পড়ি, যতটুকু বুঝেন, লিখে যান; চেস্টা করে যাচ্ছেন, লেখায় একদিন উন্নতি হবে, হয়তো!

১৫| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

কাছের-মানুষ বলেছেন: মর্মান্তিক ঘটনা । আমি এর তীব্র ক্ষোভ প্রকাশ করছি ।
দেখা যাক ঘটনার ক্ষেত্রে দায়ি মাস্টার মাইন্ডদের ব্রিটিশরা দরতে পারে নাকি ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


বৃটিশের বর্তমান অর্থনৈতিক অবস্হায়, আরবী ও পাকিস্তানী মুসলমানদের অকারণ হিংস্র মনোভাব, মানব-সম্পদকে ব্যস্ত রাখছে, মানুষের মাঝে ভীতির সন্চার করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.