নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেনারেল এরশাদই সর্বযুগের সেরা বাংগালী

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮



১৯৯২ সালে জেনারেল এরশাদের বিপক্ষে দায়ের-করা মামলার রায় হয়েছে গতকাল, ২০১৭ সালের এপ্রিল মাসে, ২৫ বছর পর, যখন তিনি সরকারে, প্রেসিডেন্টের নীচে, কি একটা গোজামিল পদে জাতির সেবা করছেন। এরশাদ খালাস পেয়েছে; খালাস না পেলে, ৮৭ বছর বয়স্ক এক নাগরিকের কি শাস্তি হওয়া সম্ভব, অপরাধের ২৭ বছর পর? যারা বিচার শুরু করেছিলেন: এটর্ণি জেনারেল, দুদকের লোকেরা, বিচারক, কে কে জীবিত আছেন? মামলা যার ইচ্ছায় করা হয়েছিল, বেগম জিয়া জীবিত আছেন বটে, তবে সাক্ষী গোপাল হয়ে গেছেন!

এরপরও নাকি বর্তমান দুদক আপিল করবে; এগুলো হলো এযুগের বাংগালী গোয়েবলস; শেখ হাসিনার কোয়ালিশনে আছে জেনারেল এরশাদ, উনার জন্য একটা 'স্পেশাল পদ' সৃস্টি করা হয়েছে সরকারে; উনার দলের লোকেরা মন্ত্রী; উনার স্ত্রী রওশহন এরশাদ বিরোধীদলের নেত্রী; রওশনের দলের লোকেরা বিরোধীদলের এমপি; ২৭ বছর পর, যে মামলায় জেনারেল এরশাদ জয়ী হয়েছেন, সেই মামলার আপিল হবে; কোর্টে আরেকটা শাকের আঁটি যোগ হবে? থেমে যা ইডিয়টগণ, জাতির কোর্টে প্রস্রাব করিস না!

শেখ সাহেবের মৃত্যুতে সে যুক্ত ছিল ৩য় চয়েস হিসেবে। জেনারেল জিয়া উনার নিজের মৃত্যুকে ত্বরান্নিত করেছিলেন এরশাদকে জেনারেল বানিয়ে সেনা প্রধান করে। জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা, উনার সহযোদ্ধা ছিল ৫০ জনের বেশী যারা জেনারেল হয়ে, উনার সময়ে সেনা প্রধান হতে পারতেন; কিন্তু জেনারেল জিয়া পাকিস্তান ফেরত এই শিয়ালের কাছে নিজের জীবনটা জমা রেখেছিলেন।

জিয়া হত্যার পর,জেনারেল এরশাদ জিয়ার পরিবারকে সম্পদ দিয়ে চুপ রেখেছিলো: ১০ লাখ টাকা ততকালীন সময়ে ফিক্সড ডিপোজিটে রেখেছিলো জিয়ার বাচ্চাদের জন্য; ২ টি বাড়ী, গাড়ী, চাকর, চাকরাণী, ফ্রি স্কুল সবকিছুর ব্যবস্হা করেছিলো; তারপরও, বেগম জিয়া ১০ বছর পর, রাগের মাথায় মামলা ঠুকে দিয়েছিলেন; আজ শেখ হাসিনার সময়, জেনারেল এরশাদ খালাস পেলো, মুক্ত মানুষ; এখনও মানুষের মাথায় প্রস্রাব করে চলেছে; এর থেকে সেরা বাংগালী কে হতে পারে?

মন্তব্য ৭৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ফকির আবদুল মালেক বলেছেন: থেমে যা ইডিয়টগণ, জাতির কোর্টে প্রস্রাব করিস না! থেমে যা ইডিয়টগণ, জাতির কোর্টে প্রস্রাব করিস না!থেমে যা ইডিয়টগণ, জাতির কোর্টে প্রস্রাব করিস না!

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


যেই দুদক এরশাদের নামে মামলা করেছিল, তাদের অর্ধেক মরে গেছে; এখনকার দুদক নাকি আপিল করবে; এরা জাতিকে পিগমী জাতি থেকেও ইডিয়ট ভাবে!

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ফকির আবদুল মালেক বলেছেন: পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারি হতে হয়।


পিগমীরা এত ইডিয়ট নয়।

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



পিগমীদের কারো বিচারের জন্য ২৫ বছর অপেক্ষা করতে হয় না নিশ্চয়, ২৫ ঘন্টার মাঝেই বিচার হয়ে যাওয়ার কথা।

আমাদের সরকারগুলো অবিচারের প্রতীক

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ধ্রুবক আলো বলেছেন: এরশাদ সাহেব সত্যি একজন শ্রেষ্ঠ বাঙালী

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


জাতিকে যে ভয়ানক কিছু লোকজন চালাচ্ছে, এরশাদের বিচার তার প্রমাণ; এই লোক অপরাধের পর অপরাধ করে, জাতির মাথায় বসে আছে।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি বলেছেন: ব্লগে নতুন তাই কিছু বল্লাম না ।মাফ করে দিলাম ।ব্লগে নতুন তাই কিছু বল্লাম না ।মাফ করে দিলাম ।

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


এরশাদ আসলে শেখ সাহেব থেকে শুরু করে, শেখ হাসিনা অবধি সবাইকে বেকুব বানায়েছে!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরশাদ, খালেদা, হাসিনারে শাস্তি দেয়ার চিন্তা না করে যদি সত্যিকারের দুর্নীতিবাজ পুলিশ, ওয়াসা, পিডিবি ,তিতাস, কাস্টমস, মন্ত্রী, এম পি, বেসিক ব্যাংক সহ সরকারী কর্মচারীদের শাস্তি নিশ্চিত করা যেত তাহলে সমাজের অনেক উপকার হত...

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


মানুষ পুলিশের ভয়ে পারলে দেশ ছেড়ে চলে যায়; কারণ, সরকার তাদেরকে যে ক্ষমতা দিয়েছে, "ক্রস ফায়ার", এরপর মানুষ একবারেই অসহায়।

দুর্নীতিবাজ পুলিশ, ওয়াসা, পিডিবি ,তিতাস, কাস্টমস, মন্ত্রী, এম পি, বেসিক ব্যাংক, সবগুলোই সরকারের অধীনে চলছে। এরশাদ তারই প্রমাণ

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের নষ্ট রাজনীতিতে বড় বড় রাজনীতিবিদ সবাই ভেতরে ভেতরে আত্মীয় বা একই গোত্রের। তাই তাদের শাস্তি দেওয়াটা কঠিন। কিন্তু কয়েকজন প্রভাবশালী দুর্নীতিবাজকে জেলের ভাত খাওয়াতে পারলে সবাই ভয় পেত...
৯১-এর পতনের পর পত্রিকা, ম্যাগাজিনে যেভাবে এরশাদের দুর্নীতি আর নারী কেলেংকারির কথা বের হয়েছিল কখনো ভাবতেই পারিনি এই লোক আর মূল ধারার রাজনীতিতে আসতে পারবে। কিন্তু ৯৬-তে আওয়ামী আমলে যখন প্যারোলে মুক্তি পায় তখনই বুঝে গিয়েছি বাংলাদেশের আইন আদালত কী জিনিস। প্যারোলে মুক্তি নিয়ে খালেদার সাথে জোট। হাসিনার লাল দালানের হুমকি। আবার জোট ভাঙা। খালেদার আমলে আবার জেল। মওদুদের কেরামতিতে নির্বাচনে অযোগ্য। ১/১১-র পর আবার হাসিনার সাথে সখ্যতা। মামলার ভয়ে আবার বিশেষ দূত বানানো। লোকটা একজন সামরিক ব্যক্তি। এরকম নীচু কীভাবে হয় ব্যক্তিত্ব?

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



এরশাদ অপরাধ করেছে, পুরো জাতি জানে! শাস্তি না পাক, কিন্তু এভাবে বিচারের নামে, বিচারকে অপমানিত করে, জাতিকে নৈরাজ্যবাদে নিয়ে গেছে শেখ হাসিনা ও বেগম জিয়া। ১৯৯২ সালে মামলা হলে, ১/২ বছরের মাঝে শেষ করার দরকার ছিলো; এই বিচারের শেষ পর্যায়ে, ১ জন সাক্ষীও ছিলো না।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উপভোগ্য পোষ্ট। ভাল লাগল।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


এরা জাতিকে পায়ের নীচে রেখে দেশ চালিয়ে গেলো।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

আমি শাহাদাৎ হোসাইনের জেঠা বইলচি বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা পার্টিকে জাতির উপরে স্হান দিয়েছেন সব সময়

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭

আমি শাহাদাৎ হোসাইনের জেঠা বইলচি বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



এসব ক্রিমিন্যালদের জন্য চারণভুমি স্বধীন করেছিলেন আমাদের মানুষ প্রাণ দিয়ে?

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলাদেশের সিংহভাগ উন্নতিকরন হয়েছে এরশাদ এর আমলে।রাস্তাঘাট, বিদুৎ, ঢাকা শহরে ল্যাম্পপোস্ট, সরকারী চাকুরীজীবী বেতনভাতা বদ্ধি। কিন্তু সামরিকভাবে ক্ষমতা দখল করায় সরকারী আমলা সবাইকে দূনীতি করার সুযোগ তিনি ই প্রথম তৈরি করে গেছেন। রওশন এরশাদ বাংলাদেশে অবৈধ ভাবে মাদকদ্রব্য আনা সুরু করে যান। বড় ভুল করে যান
ছাএ রাজনীতি বন্ধ করার ঘোষনা তাদের খেপিয়ে তুলে।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


উন্নয়ন করেছে, ভালো; বিচার চাওয়ার দরকার ছিলো না; বিচার চাইলে, সেটি হওয়ার দরকার ছিলো ২/১ বছরের মধ্যেই; ২৫ বছর পরে কেন?

২৫ বছর পর, সাক্ষী ইত্যাদি তো নেই।

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

ওমেরা বলেছেন: ২৫ বছর তো কিছুই না ৪২ না কত বছর পরের বিচার ও তো হল ভাইয়া ।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


দেরীতে হলেও বিচার হওয়ার দরকার আছে; তবে, এরশাদের দেরীতে বিচার হওয়ার কোন কারণ ছিলো না; এবং দেরীতে হওয়াতে সে অন্যায়ভাবে খালাস পেয়েছে।

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

মামুন ইসলাম বলেছেন: এ দেশে আইন ও বিচার বিভাগ মরে গেছে।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



দেশে আজ হ্ত্যাকান্ড, পুলিশ কর্তৃক হত্যা, র‌্যাবের হত্যা, ভুমি দখল, প্রশ্ন ফাঁস সবকিছুর মুলে বিচারহীনতা

১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫

রক বেনন বলেছেন: যাক, আবার উনি সসম্মানে গলফ খেলতে যেতে পারবেন। জয় বাঙ্গালী।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


কমপক্ষে "নুর হোসেনের" মায়ের কস্টকে স্মরণ করে শেখ হাসিনা ও আওয়ামী তাকে অব্যাহতি দেয়া দরকার, জাতির মাথার উপর থেকে সরানো দরকার; এবং বলে দেয়া দরকার, যেন রাজনীতির ধারে কাছে না আসে।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: এরশাদ চাচার বিচার চাওয়ার হুজুগে কিছু চার পায়ি ক্ষণেক ক্ষণেক লম্ফ দায়ি শ্রেণি মানবাতাবাদি বিচার নিয়েও তামসা করার ভয়ানক অপচেষ্টা করছে। গাজি ভাই একটু খেয়াল করে।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


এই লোক নির্বাচিত সরকারকে সরায়ে সামরিক সরকার চালু করেছিল, এই লোককে দুর্নীতির মামলা থেকে সরকারই মুক্ত করেছে।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: দেরীতে হলেও বিচার হওয়ার দরকার আছে তবে, এরশাদের দেরীতে বিচার হওয়ার কোন কারণ ছিলো না এবং দেরীতে হওয়াতে সে অন্যায়ভাবে খালাস পেয়েছে।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


এরশাদের বিপক্ষে সবাই প্রস্তুত ছিল ১৯৯২ সালেই; মগজহীন বেগম জিয়া ওর বিচার না করায়ে, ওকে শুধু চাপে রাখার জন্য মামলা করেছিল; এরশাদ বেগম জিয়াকে সরকারী পয়সায় কিনেছিল।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: হা হা হা হা

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



জাতির সামনে শুধু অন্যায়ের উদাহরণ, জাতি অন্যায়কেই পাথেয় হিসেবে নিয়েছে।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

টারজান০০০০৭ বলেছেন: এরশাদ কাকুরে অবমূল্যায়নের তীব্র প্রতিবাদ জানাই !

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


সরকার ও রাজনীতিবিদদের জীবন দেখে মানুষ নিজেরা অন্যায়ের মাঝে ডুবে গেছে, জাতির মানবিক মান অনেক নীচে নেমে গেছে।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

কানিজ ফাতেমা বলেছেন: মনে হচ্ছে আরো অনেক অদ্ভুদ আমাদের অপেক্ষায় আছে ।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



এরশাদ থাকতে চাইবে, জাতির মাথায় প্রস্রাব করে আনন্দ পেয়েছে; কিন্তু শেখ হাসিনা কেন এর অপরাধের ভাগী হচ্ছে?

১৯| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন:
এরশাদের ভাই গোলাম কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান। এরা তিনজনই বিরোধী দলীয় মন্ত্রী ।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


বিরোধীদলের সাথে শেখ হাসিনার "কোয়ালিশন"; এগুলো রাজীতি? এরশাদকে "বিশেষ দুত" বানানো এটাই আদর্শ?

২০| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

জোয়ান অব আর্ক বলেছেন: বাংলাদেশের কোর্টের চরিত্র বুঝতে কেবল কাদের মোল্লার রায় দেখলেই চলে, আর কিছু লাগেনা।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


কাদের মোল্লার সাথে আপনারও বিচার হওয়ার দরকার ছিলো।

২১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্ম বাংলাদেশে। আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



জাতিকে এরশাদ একা অপমান করছে না, শেখ হাসিনার সাথে মিলেমিশে করছে।

২২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অদ্য আমি শ্বাসসংযম করি। হাতে অনেক সময়। ধেয়ানে বসে চিন্তা করতে পারি।
উনারা আসলে ভালো মানুষ। বোকারা ঠকা খায়। গরিবের জন্মই হয় ধনীর সেবা করার জন্য। আমার সাথে একমত হতে হবে না। সহিংস্রকে সিংহে সমিহ করে। অহিংসকে বানরে দৌড়ায়। এটাই বাস্তবতা।

আপনি কেমন আছেন?

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি।

আপনি কিছু করছেন তো?

২৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন বাস্তবিক হওয়ার চেষ্টা সচেষ্ট।
আমি আসলে সুখে শান্তিতে আছি। আমার আয়ত্তে কিচ্ছু নেই। আমি শুধু ধ্বংস করতে পারব সাজাতে পারব না জেনে শান্ত হয়েছি।
বই প্রকাশ করেছি কয়েকটা। লোকজন বই প্রকাশ করতে চায়, টাকা দিতে চায় না। আমি বলতে শুরু করেছি, টাকা হলে আসবেন, সময় নষ্ট করার মত সময় আমার হাতে নেই।
কোকিলের মত হতে পারব না। বিবেক এখনও বোকা বনেনি।

আপনার সাথে মন্তব্য বিনিময় হলে আমি স্বস্তিবোধ করি।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালো যে, আপনি বাস্তবমুখী চিন্তা করছেন; বই পরকাশে উৎসাহিত করুন; এবং তাদের বুঝান যে, সঠিকভাবে প্রকাশই সঠিক, যাতে আপনার ক্ষতি না হয়।

২৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

বিদেশে কামলা খাটি বলেছেন: সেরা না হয়ে ছেড়াও তো হতে পারে।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


পুরো জাতির যে কোন মুল্য নেই, একা এরশাদের জীবনই তা প্রমাণ করেছে।

২৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অনুগ্রহ করে অন্যের ক্ষতি করতে চাই না।

মজার বিষয় হলো, আমাকে ঠকতে চায়। আক্ষেপ হয়। তবুও মঙ্গলকামনা।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখকেরাও ঠকাতে চায়? অবশ্য, প্রায়ই লেখকই দরিদ্র হয়ে থাকেন; যাদের হাতে টাকা পয়সা থেকে, তারা লেখে না, হয়তো তাদের ভাবনা শক্তিও দুর্বল হয়।

আপনি যেহেতু বুঝতে পারছেন, অসুবিধা হওয়ার কথা নয়; তবে, যারা প্রকাশ করতে চায়, তাদের উৎসাহিত করবেন।

২৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বললে হাসবেন, অন্যকে হাজার পাউন্ড দেয় আমি যখন বলি আমাকে আড়াইশো দাও তখন বলে, হাকভাইকে টাকা দিতে হবে নাকি?
আমি তখন বলি, জি না আমাকে আর দিতে হবে না, আমি এখন ব্যস্ত আছি।
দেশ থেকেও বই প্রকাশ করতে চায়। দয়া করে হাসবেন না। ছাপার খরচ আমাকে দিতে হবে, সাথে পোস্টিং খরচ। ভাবছি দেশে এসে যা আছে সব বিক্র করে লেখকসেবা শুরু করব।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


লেখকদের বুঝাবেন যে, আপনি সাহায্য করতে চান, কিন্তু এটা আপনার জীবিকাও

২৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানেই আমি মার খাই, আমার হাবভাব চেহরাসুরতে লোকজন বিশ্বাস করে আমি অনেক বড় লাট। বাপ চাচার যা আছে তা আমি চাই না। আমি লেখক হয়েছি। প্রকাশক হওয়ার শখ মিটেছে! তওবা তওবা।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


কস্টকর পরিস্হিতি

২৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: রক বেনন বলেছেন: যাক, আবার উনি সসম্মানে গলফ খেলতে যেতে পারবেন। জয় বাঙ্গালী।

সাথে কবিতা ও লিখতে পারবেন। অনেকদিন তার কবিতা প্রতিভার খোঁজ পাচ্ছি না। গুনরে খবর দেয়া হয়েছেতো????

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


জাতির স্বাস্হ্য মাপা সহজ হচ্ছে, এসব দুস্টের কারণে; জাতি যে ভালো নেই, দুস্টরা পুরস্কৃত, জাতির বিচার ব্যবস্হা যে দুস্টদের হাতে, বুঝতে সহজ হচ্ছে

২৯| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আমি শাহাদাৎ হোসাইনের জেঠা বইলচি বলেছেন: প্রখ্যাত নাস্তিক বিশারদ পলাশ মিয়া আগের নিকে জেনারেল হওয়ার পর এখন মোহাম্মদ আব্দুলহাক নিকে বকরবকর শুরু করেচেন।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে আস্তিক, নাস্তিক সমস্যা আসার কথা ছিলো না; কিন্তু মানুষ অকারণে এগুলো নিয়ে আলাপ করছে

৩০| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার চাঁদগাজী -এর প্রতি অনুরোধঃ একালের মীর জাফর গো' আজম কী ভাবে খালেদার আনুকুল্যে বাংলাদেশের নাগরীকত্ব পেল তা নিয়ে একটি পোষ্ট করার।
পূর্ব পাকিস্থান তথা বাংলাদেশের যে নাগরীকত্ব গো' আজম সেচ্ছায় প্রত্যাখান করে ওর পাপের দেশ পাকিস্থান চলে গিয়াছিল।

(আমার টাইপিং-এ দুর্বলতার জন্য এটি আমি পারছিনা)

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:

টাইপিং'কে ভয় পাবেন না, লিখে ফেলুন।

গোলাম আজমরা নিজের জাতি, মানুষ ও বিশ্বকে বুঝতো না; ওরা মগজের দিক থেকে গুহা মানব ছিলো; কিন্তু আরবের টাকা ছিল ওদের পকেটে; এগুলো জাতীয় ইডিয়ট

৩১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ ও ৯ নম্বর কমেন্টের ছবি দুটো দেখে ভীষণ আনন্দ পেলাম। ধন্যবাদ 'আমি শাহাদাৎ হোসাইনের জেঠা বইলচি।'

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝতেছেন না যে, এসব মানুষকে জাতির মাথার থেকে সরায়ে সোজা জেল, কিংবা রাজনীতির বাহিরে পাঠিয়ে দেয়ার দরকার।

৩২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

সিনবাদ জাহাজি বলেছেন: সহমত।
যা কিছু বলার ছিল সব আপনিই বলে দিয়েছেন তাই মন্তব্য নিস্প্রয়জন।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেখ হাসিনা বুঝতেছেন না যে, এসব মানুষকে জাতির মাথার থেকে সরায়ে সোজা জেল, কিংবা রাজনীতির বাহিরে পাঠিয়ে দেয়ার দরকার।

অবশ্যই। আমি ১০০% একমত।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


সামরিক জান্তা থেকে পার্টির মালিক এরশাদ, অনেক মামলার আসামী, সে সরকারের "বিশেষ দুত"? শেখ হাসিনা উচি্ত নয় জাতিকে এভাবে অপমান করা।

৩৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

আহা রুবন বলেছেন: ‌এরশাদের লাঙ্গলের জোর বেশি B-)

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


অনেক জমিতে ফসল রোপন করেছে

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৭

নাইম রাজ বলেছেন: শিরোনাম: জেনারেল এরশাদই সর্বযুগের সেরা বাংগালী তবে লুচ্চা ও পারদ খোর
মন্তব্য ৩৪ নং আহা রুবন বলেছেন ‌এরশাদের লাঙ্গলের জোর বেশি B-)
প্রতিউত্তর: লেখক বলেছেন অনেক জমিতে ফসল রোপন করেছে
খাঁটি কথা :P

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


সে এখন রাজদুত, তার দল কোয়ালিশনে ও বিরোধীদলে; এগুলো কি সরকার?

৩৬| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: দেশের অবস্থা অচল।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


বিচার নেই, মগের মুল্লুক

৩৭| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

আল ইফরান বলেছেন: আইএমএফ এর স্ট্রাকরাচারাল এডজাস্টমেন্ট (এসএপি) এর পয়সা দিয়ে ঊষর মালয়শিয়া উন্নতির পথে চলে গেলো, আর আমাদের লেজেহুমু সাহেব সেই পয়সা দিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে দুর্নীতির বীজ বপন করে দিলেন যার ফলাফল আমরা সবাই এখন উপভোগ করছি। আর মানুষ বলে সে নাকি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে, হায়রে বাংলাদেশ।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ মানুষ জাানে না আমাদের সরকারগুলোর আয় ব্যয়; মানুষকে বেকুব পেয়ে সে মগের মুল্লুক চালু করেছিল।

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭

চিন্তিত নিরন্তর বলেছেন: তার পূর্বপুরুষ ও ভারতীয়

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


সে জাতির কলংক, কিন্তু জাতির মাথার উপরে বসায়েছে শেখ হাসিনা

৩৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩৩

ইসফানদিয়র বলেছেন: কবি এরশাদ নিয়া কিতা কন এসব

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


সরকার অকারণে এক অপরাধীকে মাথায় নিয়ে বসে আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.