নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সাদা মুলা, লাল মুলা, ভিশন মুলা, চীনা মুলা, বাংলা মুলা

১৩ ই মে, ২০১৭ রাত ১১:১৫



'ভিশন' শব্দটি বর্তমান ফাইন্যান্স, অর্থনীতি, রাজনীতি, সায়েন্স ও টেকনোলোজীতে বিরাট ওজন বহন করছে; বড় বড় অর্থনীতিবিদরা ও ফাইন্যান্সের লোকজন আগামী বিশ্বের জীবনের মান ইত্যাদি নিয়ে ভবিষ্যত বাণী দিচ্ছেন; কোন জাতির কি অবস্হা হবে, সেটা নিয়ে গবেষণা করছে হাজার হাজার সংস্হা; সায়েন্সের ভবিষ্যত নিয়ে লাখ লাখ বিজ্ঞানী তাঁদের 'ভিশন' লিপিবদ্ধ করছেন।

বেগম জিয়া ও শেখ হাসিনার ভিশন দেখলে মনে হয়, রাজনীতিতে আমরা বিশ্বের সবচেয়ে "ভাবুক জাতি"; কেহ ২০৩০ সালের মাঝে কি ঘটবে, ও কি ঘটাবেন জানেন; আবার কেহ ২০৪১ সালের মাঝে কি কি ঘটাবেন তা জানেন; আপনি কত সাল সামনে দেখতে পাচ্ছেন?

উনাদের ২ জনকে জাতি যেভাবে জানেন, সেদিক থেকে বললে, বলা যায় যে, ২০৩০ সালে বেগম জিয়া বিএনপি'র সভাপতি হিসেবে ৪৭ বছর পুর্ন করবেন; আর শেখ হাসিনা ২০৪১ সালেও আওয়ামী লীগের সভাপতি থাকবেন।

শেখ হাসিনা এক বিচিত্র মানুষ, অনেক সংগ্রাম করে আওয়ামী লীগ দখল করেছেন; উনার বাবা চাহেননি উনি রাজনীতি করুক; কিন্তু বাংলাদেশের মানুষের সকল কস্ট, সকল আত্মাহুতিকে কবর দিয়ে, জেনারেল জিয়া নিজ হাতে শেখ হাসিনার রাজনীতির রাস্তা তৈরি করে গেছেন। রাজনীতি সবাই সমান বুঝে না, অংক সবাই সমান জানে না; তবে উদ্দেশ্য ও বিধেয়টা জানা না থাকলে ভয়ংকর সমস্যার সৃস্টি হয়, যা বাংলাদেশে হয়েছে। শেখ হাসিনার যে কোন ভিশন নেই, সেটা বুঝার জন্য রামপালে বিদ্যুৎ স্হাপন ও রামপালে বিনিয়োগের ফাউন্যান্সিয়াল দেখলেই বুঝা যায়।

বেগম জিয়া সম্পর্কে বলতে হয়, এত কম বুদ্ধিমান মানুষ বাংলায় অল্পই জন্ম নেন; এঁরা জাতির জন্য আরব্য উপন্যাসের দৈত্যের মতো, মাথায় উঠলে আর নামতে জানে না। আবার, ১৯৯১ সাল থেকে এরা জাতিকে এনভাবে পংগু করেছেন যে, এরা সরে গেলেও শুন্যতার সৃস্টি হবে বলে এদের সমর্থকেরা মনে করেন; ভাবতে পারেন, ড: এমাজুদ্দিনের মত মানুষ মনে করেন যে, বিএনপি'কে এক রাখতে হলে, বেগম জিয়াকে থাকতে হবে! মনে হয়, সময় আসবে যখন দেশে মমি তৈরির দরকার হবে। বেগম জিয়ার যে বুদ্ধি নেই, সেটার প্রমাণ হচ্ছে, ফালুর এমপি হওয়া, উনার ছোট ছেলেটার প্রবাসে অকাল মৃত্যু!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

নাগরিক কবি বলেছেন: মূলা ক গাছেই থাকবে? নাকি আমরা ও ভাগ টাগ পাবো?

১৪ ই মে, ২০১৭ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



জমিতে ভুল চাষীরা মুলার চাষ করে বেড়াচ্ছে; আমরা সেখানে সোনালী আঁশ বোনার কথা

২| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কদ্দিন আগে জাপানের মুলা চাষ দেখে আমি অবাক হয়েছিলাম।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


জাপানীরা সবকিছুই মনপ্রাণ দিয়ে করেন

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

সত্যের ছায়া বলেছেন: দেশ টোটালি ক্রাইসিস আছে। একই ব্যক্তি সাপ হয়ে কামড় দিচ্ছে আবার কিছুক্ষণ পর ওঝা হয়ে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করছে।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


৩০ লাখ মানুষের জীবন ও ৪৬ বছরের প্রাপ্তি

৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মূলার বৈজ্ঞানিক নাম Raphanus raphanistrum। বৈজ্ঞানিকরা আবিস্কার করেছেন, মূলার উৎপত্তিস্থল দক্ষিণ -এশিয়াতেই!

তবে অনেক খুঁজেও রাজনৈতিক মূলা কবে থেকে এই ধরাধামে পতিত হয়েছে, তা জানতে পারলাম না। :|

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


এখন মনে হচ্ছে, ৬ দফাও মুলা ছিল।

৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৮

সত্যের ছায়া বলেছেন: আপনি বলতে পারেন, আপনি আমেরিকা আছেন। ভাটিতে যারা আছেন তাদের সে সাহস কই?

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


সবার বলার দরকার নেই, বুঝলেই চলবে।

৬| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: ভালই লাগলো পুরোটা।। শুধু শুধু আরাফাতকে টেনে আনা ছাড়া।।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



আরাফাতকে টানতে চাইনি; কিন্তু বেগম জিয়ার "ভিশনের' গভীরতা মাপার জন্য উনার কিছু কর্মকে, ভাবনাকে ডাটা হিসেবে ব্যবহার করতেই হবে।

৭| ১৪ ই মে, ২০১৭ রাত ১:২০

কল্লোল পথিক বলেছেন: সত্যি ভাবার বিষয়!
বড় ভাই,কেমন আছেন?

১৪ ই মে, ২০১৭ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


আমরা তো ভালো, আনার কি অবস্হা? সব ভালো তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.