![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** প্যালেস্টাইনের জন্য কিছু বাংগালী যুদ্ধও করেছিলেন, তারা ইয়াসির আরাফাতের পিএলও'র হয়ে যুদ্ধ করেছিলেন।
প্যালেস্টাইন নিয়ে বিশ্বের যত জাতি যতভাবে চিন্তিত, সবার চেয়ে বেশী চিন্তিত বাংগালীরা; বাংগালীরাই একমাত্র জাতি, যারা সরাসরি ইহুদীদের সাথে বসবাস করেনি, ইহুদী দেশের সাথে বাংলার সীমান্ত নেই, তারপরও বাংগালী মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদীরা ও ইসরেয়েল; কারণ, ইহুদীরা ফিলিস্তিন দখল করে নিয়েছে। জার্মানরা এখন কি ইহুদীদের ব্যাপারে নমনীয় কিনা বুঝা মশকিল; তবে বাংগালীরা ইহদীদের নিয়ে মনোভাবে খোলাখুলিভাবে প্রকাশ করে থাকেন।
কিছুক্ষণ আগে, ট্রাম্প ও ইসারেলের প্রেসিডেন্ট রুবেন রিভিন সাংবাদিকদের সামনে যুক্ত বিবৃতি দিয়েছেন; সেখানে রিভিন বলেছেন, ইসরায়েল আজকাল সব আরবদের সাথে নতুন সম্পর্ক গড়ে তুলেছে, শুধু পারেনি ফিলিস্তানীদের সাথে শান্তি স্হাপন করতে, এবং সেজন্য ইরান, হামাস ও হিজবুল্লাহকে দায়ী করেছেন।
ট্রাম্প বলেছে, ইরানকে এটম বোমা বানাতে দেয়া হবে না; এবং ইরানের সুন্নী ও ইহুদী বিরোধীতার অবসানের জন্য ব্যবস্হা নেয়া হবে। ওবামার সাথে ইরানের চুক্তি ছিল, ১০ বছর পর ইরান ২টি এটম বোমা বানাতে পারবে। ট্রাম্প ফিলিস্তিন নিয়ে আজকে কিছু বলেনি; আজকে ও কালকের ভেতর ট্রাম্প ইসরেয়েলের প্রিমিয়ার নাতিনিয়াহু ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমদ আব্বাসের সাথে মিটিং করবে; তারপর হয়তো ভালো কিছু বলবে।
কিছক্ষণের মাঝে ট্রাম্প পুর্ব জেরুযালেমে অবস্হিত ইহুদীদের পবিত্র স্হান 'পশ্চিম দেয়ালে' মাথা ঠুকতে যাচ্ছে; ইহদীদের মতে এই দেয়ালটি প্রাচীন জেরুযালেমের ২য় টেম্পলের ঐতিহাসিক দেয়াল; টেম্পলটি রোমানরা ভেংগে দিয়েছিল। ইহদীদের আগামী পয়গম্বর, আল আকসা মসজিদ ভেংগে সেখানে ৩য় টেম্পল বানাবেন; সেই পয়গম্বর ইহুদীদের 'পাসওভারের রাতে' আত্ম প্রকাশ করবেন; আগামী পয়গম্বরের মা ও বাবা জীবিত থাকবেন ও উনি সম্রাট ডেভিডের বংশের হবেন। প্রসংগক্রমে, ইহুদীরা ঈশা ( আ: ) ও মোহাম্মদ ( স: )'কে নবী হিসেবে মানে না।
২২ শে মে, ২০১৭ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আরবেরা চাইলে, তারাও আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখে চলতে পারতো; চাইলে এখনো পারে।
২| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১০
ওমেরা বলেছেন: ভাইয়া সব ধর্মের বা জাতীর লোক কিছু ভাল কিছু খারাপ আছে ইহুদীরা সব খারাপ । কয়েক জনের সাথে মিশে বুঝেছি ।
২২ শে মে, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
ইহদীরা সারা বিশ্বের কাছে মাইনোরিটি; সব মাইনোরিটিরা নিজেদের ভেতর কিছু সিক্রেট রাখে; মনে হয়, ইহদীরা নিজেদের বাইরে কাউকে পছন্দ করে না; তবে, ভদ্রতা বজায় রেখে চলে। আরবেরা কাউকে পছন্দ না করলে, তাকে মেরে ফেলে।
৩| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১০
নাদিম আহসান তুহিন বলেছেন: আল আকসা ভেঙ্গে ৩য় টেমপল বানাবেন,,,,এইটা একটু বিস্তারিত বলুন তো প্লিজ।
২২ শে মে, ২০১৭ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
ইহুদীদের একাংশ বিশ্বাস করে যে, তাদের আরেকজন পয়গম্বর আসবেন, তিনি এসে ১ম কাজ যেটা করবেন, সেটা হলো মসজিদ আল আকসা ভেংগে সেখানে ৩য় টেম্পল বানাবেন, এটুকুই
৪| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্যালেস্টাইনের জন্য যদি ভালো কিছু করা যেত (স্বাধীনতা) সেটা করতো মুসলিম পিতার সন্তান বারাক হোসেন ওবামা। বাকী কেউ ইসরাইলের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। কারণ, আমেরিকান প্রশাসনে ইহুদি লবিং খুব শক্তিশালী...
২২ শে মে, ২০১৭ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
আমিও ভেবেছিলাম ওবামা কিছু করবে; কিছুই করেনি। সে ওয়েস্ট-ব্যাংক ও গাজা দখল করে, সাধারণ প্যালেস্টাইনীদের নিয়ে ১টা সরকার গঠন করে দিলে কেহ হয়তো বাধা দিতে পারতো না।
৫| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১১
ডঃ এম এ আলী বলেছেন: ইতিহাস আরো একটু বিস্তারিত হলে অনেক তথ্য জানা যেত ।
ধন্যবাদ ।
২২ শে মে, ২০১৭ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
ইতিহাস অনেক লম্বা, আমি ট্রাম্পের ভিজিটের সাথে যুক্ত সামান্য বিষয়ে কথা বলছি।
৬| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশীদের দ্বিতীয় মাতৃভূমি হলো সৌদি আরব...
২২ শে মে, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
সৌদীতে বাংগালী মেয়েদের প্রতি যে অন্যায় করা হয়েছে, যেসব বাংগালী সৌদিতে আছে, তারা পারলে, ইরানের পক্ষে যুদ্ধ করবে।
৭| ২২ শে মে, ২০১৭ রাত ৯:১৫
প্রণব দেবনাথ বলেছেন: পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সবছে বেশি ঘৃনা ঝরে ইহুদীদের উপরে।ইহুদীদের ও তো দেশ ছিলো । কারা কারা খেয়ে নিয়েছে সেটা ? এই নিয়ে একদিন পোস্ট দিন । জানার ইচ্ছে আছে ।
২২ শে মে, ২০১৭ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা রাজত্ণ্ত্রের সময় জেরুযালেমের আশেপাশেই ছিল; বৃটিশ কলোনিয়েল সিস্টমকে কাজে লাগিয়ে তারা দেশ পেয়ে গেছে; ফিলিস্তিনীরা দেশ হারায়েছে নিজেদের নির্বুদ্ধতার জন্য। এখন অবস্হা কম্প্লিকেইটেড। রাজতণ্ত্রে কে কি ছিলো এটার মুল্য এখন নেই।
২২ শে মে, ২০১৭ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
ওকে, ইহুদীদের রাস্ট্র নিয়ে পরে একটা পোস্ট দেবো।
৮| ২২ শে মে, ২০১৭ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: এই সব বিষয়ে আমার জ্ঞান খুব সীমিত।
২২ শে মে, ২০১৭ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
প্যালেস্টাইনের সাধারণ মানুষ স্বাধীনতা পাচ্ছে না তাদের নেতাদের ক্রমাগত ভুলের জন্য; ওরা নিজ দেশে দেশহীন।
৯| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি সম্পূর্ণি নতুন জানলাম আজ। ভালো লাগলো পোষ্ট।
২২ শে মে, ২০১৭ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
অসুবিধা নেই, আমি যতটুকু বুঝি, সেটা নিয়ে আলাপ করবো।
১০| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৫০
বিলুনী বলেছেন:
বাংগালীদের ২ য় মাতৃভুমি প্যালেসটাইন যত তারাতারি হবে তত ভাল, ইহুদেরা তখন তাদের দেশ ছেড়ে পালাবে !!!!
বাংগালী বিচ্চুদের মাইরতো তারা দেখে নাই , চরম পত্রের মুকুলভাই বেঁচে থাকলে বুঝত বাংগালী বিচ্চু কারে বলে !!!
২২ শে মে, ২০১৭ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
"প্যালেসটাইন যত তারাতারি হবে তত ভাল, ইহুদেরা তখন তাদের দেশ ছেড়ে পালাবে !!!! "
-ফিলিস্তিনী ও আরবদের সমস্যা এখানেই; পাশাপাশি থাকতে চাহে না, ইহুদীদের পালাতে হবে! বিশ্বে সবার জন্য যায়গা আছে, পালাতে হবে কেন? তদপরি, ইসরায়েলের মতো প্রতিবেশী পাওয়া খুবই ভালো; ওটা ভারত, পাকিস্তান নয়, সভ্য মানুষের দেশ।
১১| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৪৬
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো পোষ্ট। জানা হলো নতুন কিছু।
২২ শে মে, ২০১৭ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
কি ভলের জন্য প্যালেস্টাইন হচ্ছে না, সেটা যমনে হয় আবার লিখতে হবে।
১২| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৫১
জীবন সাগর বলেছেন: লিখে ফেলুন, জানার আগ্রহ রইল।
২৩ শে মে, ২০১৭ ভোর ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
এ ব্যাপারে লেখাটা দরকারী, মনে হচ্ছে
১৩| ২৩ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫
রক বেনন বলেছেন: বাংগালীরাই একমাত্র জাতি, যারা সরাসরি ইহুদীদের সাথে বসবাস করেনি, ইহুদী দেশের সাথে বাংলার সীমান্ত নেই, তারপরও বাংগালী মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদীরা ও ইসরেয়েল; কারণ, ইহুদীরা ফিলিস্তিন দখল করে নিয়েছে।
ইহুদীরা যদি কোনদিন আমেরিকা দখল করে নেয় তবে বাঙ্গালীরা কাকে সাপোর্ট করবে?
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা আমেরিকানদের পক্ষে থাকবে; এখনো বাংগালীরা আমেরিকার সাপোর্টার।
১৪| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:০০
ইসফানদিয়র বলেছেন: বাঙ্গালিগো কথা আর কি কমু কন ফালতু সেন্তিমান্তাল। নিজের দেশ আরেকজনে লই যার মরে
আরবগো লাই
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা মানসিকভাবে বিশ্বাস করে যে, আরবেরা রসুলের বংশধর।
১৫| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইহুদীরা যদি কোনদিন আমেরিকা দখল করে নেয় তবে বাঙ্গালীরা কাকে সাপোর্ট করবে? উপযুক্ত প্রশ্ন।
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা আমেরিকানদের পক্ষে থাকবে; এখনো বাংগালীরা আমেরিকার সাপোর্টার।
১৬| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০
টারজান০০০০৭ বলেছেন: বাঙালির দ্বিতীয় মাতৃভূমি প্যালেস্টাইন---- ইহা বলিয়া আপনি বুঝি বাঙ্গালীরে একহাত নিলেন ! ভাব দেখিয়া মনে হইলো, দ্বিতীয় মাতৃভূমি ইসরাইল বা মেরিকা হইলে কুনু সমস্যা ছিল না ! বরং প্রশংসায় পিছনমুখ হইতেন !
আফসুস , আমাদের বুদ্ধুজীবীরাই আমাদের বিভীষণ ! ব্লগে এমন বিভীষণ বেশ কয়েকজন দেখা যায়, যাহাদের কাছে দেশি ঠাকুর ছাড়িয়া বিদেশী কুকুর ধরিতেও আনন্দ লাগে ! নিজ জাত তাহাদের পছন্দ হয় না !
সব জাতির বুদ্ধিজীবীরা অন্যদেশ থেকে ভালোটা নিয়ে নিজ জাতির সাথে মেশায়, নিজ জাতির প্রতি সীমাহীন দরদ থাকে।আমাদের বাঙালি মুসলমান বুদ্ধুজীবীরাই শুধু নিজ জাতিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে , যেন নিজ জাতির কোনো ভালো গুনই নাই !
প্যালেস্টাইনের প্রতি ভালোবাসা থাকার কারণে বাঙালি জাতির কি অপরাধ হইয়াছে বুঝিলাম না !
আপনার অনেক লেখার আমি মুগ্ধ পাঠক। তবে বাঙালি বা মুসলমান কে নিচু করার বিষয়টা একদমই ভালো লাগে না।
২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
বেকুব মায়ের সন্তান বাঁচে না; বাংগালীরা প্যালেস্টাইনীদের প্রতি খুবই সমবেদী, কিন্তু প্যালেস্টাইনীদের বেকুবী বুঝে না; কারণ, বাংগালীরা বিশ্ব রাজনীতিতে নিজেরাই বেকুব।
প্রসংগক্রমে, বাংগালীরা সুযোগ পেলে আমেরিকা চলে যাবে প্যালেস্টাইনে যাবে না; এদিকে ১৯৭২ সালে, বেশ কিছ বাংগালী ইয়াশির আরাফাতের হয়ে যুদ্ধ করেছেন।
১৭| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৮
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good
২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
বুঝার চেস্টা করছি
১৮| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
অর্ক বলেছেন: কী লিখেছেন এসব চাঁদগাজী সাহেব! আরেকটি জগাখিচুড়ী মার্কা পোস্ট আপনার থেকে আর যথারীতি চটুল প্রশ্ন উত্তরে ভরা। কোনও সুস্পষ্ট তথ্য নেই। অথচ কতো গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক সমস্যা নিয়ে লিখেছেন। শিরোনাম দেখে ভাবলাম সেইরকম পোস্ট, অনেক কিছু জানতে পারবো, কিন্তু পড়ে দেখলাম শুধু কিছু ফাকা বুলি ছাড়া আর কিছুই নেই। কোথায় থেকে এইসব এলোমেলো উদ্ভট তথ্য সংগ্রহ করেছেন তা আপনিই জানেন। পুরো লেখা পড়ে মনে হলো কোনরকম পরিকল্পনা ছাড়া লেখা। লেখক নিজেই নিশ্চিত নন, কী লিখতে চলেছেন।
প্যালেস্টাইন আমাদের দ্বিতীয় মাতৃভূমি! আরে ভাই খুব ছোটবেলায় দেখেছিলাম সড়কে মিছিল, 'সাদ্দামের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।'
তারপর আফগানিস্তান নিয়ে তোলপাড়; রাস্তায় রাস্তায় শ্লোগান, 'আমরা হবো আফগান। বাংলা হবে তালিবান।'
আদতে কিছুই কিছু না, আপনার লেখা গরমম করার জন্য যদি কাজে লাগে!
২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
প্যালস্টাইনের জন্য কিছু বাংগালী যুদ্ধ করেছেন; আমার পোস্ট অংকের মত কঠিন ঠেকছে আপনার কাছে।
১৯| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শ্রাবণধারা বলেছেন: "বাঙ্গালীরা সুযোগ পেলে আমেরিকা চলে যাবে প্যালেস্টাইনে যাবে না"
চাঁদগাজী ভাই, আমিও সুযোগ পেলে সূধাসদন, বা মন্ত্রীপাড়া বা ফালু-হালুদের গুলশানের বাড়িতে উঠে যাব, তারা মানে এই নয় যে নিজ কন্যা সন্তানের ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করা গাজীপুরের হযরত আলীর চেয়ে ফালু, কোকো বা মন্ত্রী হাছন মনুষ্যতের বিচারে মানবিক গুনে উন্নত ।
আর হ্যা প্যালেস্টিনিরা যে কি জিনিস সেটা মধ্যপ্রাচ্যে চাকরির কারণে অনেকটা দেখেছি । আমার অফিসের এক মহিলা প্যালেস্টিনি কলিগ আমাকে একদিন এসে বলে, তার বাসার বাংলাদেশী কাজের মেয়েকে যেন আমি বলি এক্সচেন্জ্ঞ থেকে একটা নিদৃষ্ট অংকের বেশি টাকা পাঠানো যায় না । হত দরিদ্র যে কাজের মেয়েটা শুধু দুটো টাকার জন্য এই মরুভুমির দেশে অন্যের বাসার চাকরানী হয়ে পড়ে আছে, এদেরকেও এরা বেতন দিতে চায় না, দেয় না, ঠকায় । আবার আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে চায় যেন কাজের মেয়ে বাংলাদেশের ব্যাংকের একাউন্টে তাকে আর টাকা পাঠেতে না বলে...।
যদিও অন্য আরবদের মতই প্যালেস্টিনিরা একই সাথে নির্বোধ এবং অসভ্য, তারপরও আমি তাদের প্রতি সহানুভুতিশীল - একারণে যে, তারা তথাকথিত সভ্য ইসরাইলিদের হাতে মার খাচ্ছে, সভ্য আমেরিকানরা অস্ত্র পাঠাচ্ছে যাতে লাশ হয়ে যায় আবাল বৃদ্ধ বনিতা এমনকি শিশুও ..........।
২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি জানেন, বাংগালীরা ইয়াসির আরাফাতের পিএলপ'তে যোগ দিয়ে প্যালেস্টাইনের জন্য যুদ্ধ করেছিলেন, সেজন্য আমি উহাকে ২য় মাতৃভমি বলেছি; কয়েকজন না বুঝাতে এখন নতুন লাইন যোগ করেছি পোস্টে।
প্যালেস্টাইনীরা নির্বোধ, না হয়, ওরা ১টি দেশ আজও পেতে পারতো; আরেকদিক, সব আরবের দোষটা ওদের ঘাঁড়ে চাপায়ে দিয়েছে ইসরায়েল।
২০| ২৩ শে মে, ২০১৭ রাত ১১:১৩
ধ্রুবক আলো বলেছেন:
ট্রাম্প বলেছে, ইরানকে এটম বোমা বানাতে দেয়া হবে না; পোদ্দারী উনারা করবেই, এটম বোমা কি ওর ওদের বাবার টাকা দিয়ে বানাবে। ক্ষমতা নিজের পকেটে রাখতে চায়, অচিরে সময় আসতেছে ওদের দৌড় দেখবে কে?! ইসরাইল ওদের চোখ উল্টানি দিবে। হয়তো এই দৃশ্য দেখে যেতে পারব না ।
আর ইহুদীরা জাত হিসেবে সবচেয়ে খারাপ জাত পৃথিবীর, পৃথিবীর বাইরে থাকলেও সেখানেও। ইহুদীরা ঈশা ( আ: ) ও মোহাম্মদ ( স: )'কে নবী হিসেবে মানে না। এরা তো কোনো নবীকেই মানে না।
এটা ঠিক, এদের যে ব্রেইন তা খুবই তীক্ষ্ণ ঠান্ডা। খুব চালাক এরা।
২৪ শে মে, ২০১৭ রাত ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষা, সায়েন্ষ ও টেকনোলোজীকে ইহদীরা ধর্ম থেকেও বেশী মুল্য দেয়।
ইরান যদি বোমা বানায়, সে ইসরায়েল ও সৌদী আক্রমণ করার সম্ভাবনা আছে; কারণ, ইরানী মানুষজন সেটা চায়। আমেরিকার ৭০% মানুষ এটম বোমার বিপক্ষে।
২১| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:২০
সমাজের থেকে আলাদা বলেছেন: ট্রাম্পের বিশ্বসফর (ছবিসহ)ট্রাম্পের বিশ্বসফর (ছবিসহ)
২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
সৌদীদের প্রতি ট্রাম্প পরিবারের মনোভাব বিশ্ব দেখলো; সৌদী রাজ পরিবার জীবনেও মানুষ হওয়ার সম্ভাবনা নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৭ রাত ৮:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমেরিকার সাথে ইস্রায়েলের সম্পর্ক অনেক দিনের। ইহুদীরা হযরত ঈসা (আঃ)-কে মানুক আর না মানুক, এটা সহজে ভেঙ্গে যাওয়ার নয়।