নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং স্হিতিশীল, তবে ব্লগারের সংখ্যা বাড়ছে না

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:১৬



শাহবাগের গণ-জমায়েত বেগম জিয়ার পক্ষে যায়নি; যাবার কথা ছিলোও না; কারণ, গণ-জমায়েতের প্রথমদিকে বেশ কিছু সংখ্যক ব্লগার এতে যুক্ত ছিলেন; ব্লগারেরা কোনদিন বেগম জিয়া, শেখ হাসিনা, মোল্লা শফি, বা জামাতের পক্ষে যাবেন না; কারণ, এরা আধুনিক বাংগালী, এরা আলাদা জেনারেশন। যদিও জামাত ও আওয়ামী লীগের কিছু ডেডিকেইটেড ব্লগার ছিলেন, বা বর্তমানেও ২/৪টা আছে, তাদের উপর ব্লগের প্রভাব পার্টির থেকে বড় হয়ে যায় এক সময়; ফলে, এরা এক সময় পার্টির উপর হতাশ হয়ে যান, এবং পার্টির পক্ষে তেমন বেকুবী প্রচারণা চালান না।

গণ-জমায়েতের উপর বেগম জিয়া বিক্ষুব্ধ হয়ে, সব ব্লগারকে নাস্তিক ডেকেছিলেন; উনি ব্লগারদের নাস্তিক ডাকায়, বিএনপি'র ডোডোর পালও উনার সাথে গলা মিলায়ে ছিল; এতে ব্লগিং'এ বেশ ভাটা পড়েছিল। ঔ সময় মোল্লা শফি সাহেবও বেগম জিয়ার সাথে তাল মিলিয়ে ব্লগারদের নাস্তিক ডেকে বসে; অবশ্য উনি ব্লগিং ইত্যাদি বুঝার মতো অবস্হানে নেই; কিন্তু উনার ভক্তের অভাব নেই, যারা হুজুরের কথাকে শিরোধায্য করে নেন সব সময়। আরেকজন ছিলেন বেগম জিয়ার দুস্টবুদ্ধির শিরোমনি, সাংবাদিক মাহমুদুর রহমান; ইনি বুয়েটের ইন্জিনিয়ার, ব্লগিং কি ইনি ভালোভাবে বুঝেন; কিন্তু বেগম জিয়াকে সাপোর্ট করতে গিয়ে লিলিপুটিয়ান সেজেছিলেন।

যেহেতু ধর্ম বাংলাদেশের মানুষের জীবনে বিরাট প্রভাব রাখছে, বাংলাদেশে "নাস্তিক" শব্দটা ভয়ংকর অর্থে ব্যবহৃত হয়; মানুষকে নাস্তিক ডাকা উচিত কিনা এদেশের বিরাট অংশ মানুষ সেটা বুঝার মতো অবস্হানে নেই। অনেক হয়তো বলবেন যে, সামান্য নাস্তিককে নাস্তিক ডাকতে কি কেমব্রীজের ডিগ্রি থাকতে হবে? আসলে, থাকলে ভালোই হতো! যারা মানুষকে নাস্তিক ডাকেন, তারা অন্য ধর্মের প্রার্থনার ঘরে ঢিল ছোঁড়েন, আগুন লাগায়ে দেন; অন্য ধর্মের লোকেরা কিন্তু নাস্তিক নন।

যাক, বেগম জিয়া, মোল্লা সাহেব ও মাহমুদুর রহমানের বক্তব্য অশিক্ষিত, কম-শিক্ষিত ও কুশিক্ষিতদের উপর কাজ করেছে; আবার সাধারণ মানুষ টেকনোলোজীতে এখনো অনেক পেছনে; সব মিলিয়ে ব্লগিং এক ধরণের অপরাধের মত বিষয় এসব সাধারণ মানুষের কাছে। ফলে, অনেকেই ভয়ে ব্লগিং থেকে দুরে থাকেন। মনে হয়, বেশীর ভাগ ব্লগার অন্যদের সামনে নিজের ব্লগিং'কে প্রকাশ করেন না; এতে ব্লগিং পেছনের সারিতে পড়ে গেছে।

মাহমুদুর রহমান কিছুটা প্রায়চিত্ত করছেন, ভালো হলো; কিন্তু বেগম জিয়া ও মোল্লা সাহেবকে, তাদের ভুলের জন্য জবাবদিহি করতে হয়নি; এদের ২ জনের বিপক্ষে ব্যবস্হা নেয়ার দরকার ছিল সরকারের; একটা ব্যবস্হা হতে পারে, এটর্নি জেনারেল বা হাইকোর্ট উনাদের কাছে, উনাদের এই ধরণের বুদ্ধিমত্তাহীন বক্তব্য দেয়ার কারণ জানতে চাইতে পারেন।




মন্তব্য ১১৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুক নিয়ে সবাই ব্যস্ত।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


ফেইসবুকের সফল ব্যবহারকারী হচ্ছেন বাংগালীরা, ভালো

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সিন্ডিকেট চক্র সক্রিয় ব্লগ পাড়ায়।
চটিবাজ নিপাত যাউক।।।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো বড় সমস্যা নয়, এগুলো গত ১০ বছরে হাজার গুণে কমে গেছে।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাস্তিকরা সবার মত চলাফেরা করে। ব্লগে কিছু নাস্তিক নাটক করে।

কে কী বিশ্বাস করে তা তার ব্যক্তিগত বিষয়।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীতে ১৭০০ নাস্তিক সমস্যা নয়; কিন্তু অন্য ধর্মীদের যারা নিপীড়ন করে, তাদের সংখ্যা বাংলাদেশে বিরাট।

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগ কে সাধারণ মানুষের দর্পণ হিসেবে তোলে ধরতে/প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষিত জেনারেশন কে হাল ধরতে হবে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরাই ব্লগিং'এ টিকে আছেন। যারা টিকে আছেন, এরা শক্তিশালী এক জেনারেশনের সদস্য

৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩০

পরিব্রাজক২০১৫ বলেছেন: মেধাবী ব্লগারের সঠিক মূল্যায়ন করতে হবে। আলোচিত কোন ব্লগার যেন সহসা ব্লগ ছেড়ে চলে না যায় সে ব্যাপারে মডারেশনের সহযোগিতা প্রয়োজন ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


কেহ কারো দায়িত্ব নিয়ে ব্লগিং রাড়ানোর কথা নেই; টেকনোলোজিক্যাল সাপোর্ট যথেস্ট আছে; বর্তমান সামাজিক পরিবেশ কিছুটা প্রতিকুল।

৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




আকাশে চাঁদ ওঠার মতো একটি সত্য বলে গেলেন । চমৎকার ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের সংখ্যা বাড়লে, জাতি সব বিষয়ে সঠিক এনালাইসিস পাওয়ার সম্ভাবনা বাড়বে।

৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

মেটাফেজ বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক সাহেব, আপনের বয়েস তো কম হৈল না। আগের নিক জেনারেল খাইসেন নিরীহ এক ব্লগাররে নাস্তিক ডাইকা। ৩ নাম্বার মন্তব্যে আপনে যে দাবিটা করলেন, কন তো আপনের দাবির সাথে মাহমুদুর রহমানের ব্লগার মানেই নাস্তিক দাবির পার্থক্য কতটুকু? রিপোর্ট করলাম আপনের বর্ণবাদী কমেন্ট।

চাঁদগাজী সাব, আপনে নিজে সুস্হ ব্লগিং করেন, অন্যরেও করতে উৎসাহী করেন, আপনার পরিচিতদের সাথে ব্লগ নিয়া কথা বলেন। ব্লগার আবার বাড়বে। আপনে ব্লগিং-এর শুরুতে মানুষের সাথে যেরকম ব্যবহার করতেন, নতুন কেউ এই ব্লগে ঢুকে ঐ জিনিষ দেখলে ব্লগ সম্পর্কে খারাপ ধারণাই পাইত। আপনে ব্লগিং শিখতাছেন ধীরে ধীরে, নতুনরাও শিখবে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


শিখার শেষ নেই; আমি যখন শিখতে পারছি, যে কোন মফিজ মিয়া আমার থেকে ভালো করবেন।

৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে খাউজানি-চুল্কানির মলম থাকা জরুরি। যাঁদের অহেতুক খাউজানি -চুল্কানি উঠে মডু তাৎক্ষণিক তাদের মালিশের ব্যবস্হা করবে। এব্যাপারে মডুকে আরো তৎপর হতে হবে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেক বাংগালীর আলাদা ব্যক্তিত্ব আছে; ফলে, সামান্য সংঘর্ষ হবে; সময়ের সাথে সহ্য ক্ষমতা বাড়বে।

৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি খাটি কথাই বলেছেন!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং নিয়ে বড় ধরণের ভয়ংকর ভুল ধারণা ছড়ায়েছেন বেগম জিয়া, যা আসলে ভয়ংকর ধরণের প্রতিক্রিয়া করেছে; বেগম জিয়া নিজের মুর্খতাকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দিয়ে।

১০| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪১

মেটাফেজ বলেছেন: শাহাদাত মিয়ার ৮ নাম্বার মন্তব্যের সাথে সহমত। মডু সঠিক সময়ে তৎপর হওয়াতে শাহাদাতের খাউজানি মার্কা ব্লগিং ৩ মাস বন্ধ ছিল।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং এ সবার জন্য নতুন দিগন্ত, নতুন অভিজ্ঞতা

১১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দুষ্ট লোকেরা অতি ধূর্ত হয়।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজ এখনো পরিশোধিত হওয়ার সুযোগ পায়নি; ব্লগিং অনেককে নতুন দিগন্তের আলোক রেখা দেখাতে সক্ষম হবে।

১২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিশিষ্ট নাস্তিক বিশারদ মোহাম্মাদ আব্দুলহাক ব্লগে মাঝেমধ্যে উদয় হন। তিনি উদয় হলে ব্লগ গা ঝাড়া দিয়ে উঠে। নতুন কিছু নাযিল হয়।

এখন অপেক্ষায় রইলাম সামনে নতুন কিছু অপেক্ষা করছে কিনা।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


উনি মাঝে মাঝে খুবই একটিভ হয়ে থাকেন।

১৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৭

এডওয়ার্ড মায়া বলেছেন: রাজনৈতিক ব্যাক্তিরা কি ব্লগ প ড়েন !

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


উনাদের দক্ষতাই সাক্ষী, উনারা ব্লগার নন।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


যদি পড়েন, বুঝতে টি্উটরের সাহায্য নিতে হবে।

১৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: পশ্চিমা বিশ্ব ব্লগকে মুক্ত মানুশের চিন্তাভাবনার প্রতিফলন হিসেবে ই দেখে। ওদের থেকে আমদানি করা কোন জিনিসটা বাঙালীরা ভালমত ব্যবহার করেছে আমাকে বলেন? আমাদের দেশে ব্লগে নিয়ে মানুশ খুন, আস্তিক নাস্তিক বির্তক এইটা সেইটা? আপনি অন্যন্য সোস্যাল সাইট ফেসবুক ও দেখবেন এইসব এর অপব্যবহার করা হচ্ছে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সোস্যালী পেছনে আছেন, সন্দেহ নেই; কিন্তু সমকালীন টেকনোলোজী হাতে পাচ্ছেন! ফলে, কিছুটা সংঘাত হবে কিছু সময়।

১৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

কলাবাগান১ বলেছেন: যারা মানুষকে নাস্তিক ডাকেন, তারা অন্য ধর্মের প্রার্থনার ঘরে ঢিল ছোঁড়েন, আগুন লাগায়ে দেন; অন্য ধর্মের লোকেরা কিন্তু নাস্তিক নন।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ কিছু লুকায়ে রাখতে পারবেন না; সবকিছুই মাইক্রোস্কোপের নীচে আছে।

১৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

এডওয়ার্ড মায়া বলেছেন: ব্লগারের সংখ্যা বাড়ছে ,ব্লগাররের দায়বন্ধতা বাড়েনি।
সবাই ব্লগারের ট্যাগ লাগাইয়া বিরাট মানুষ হইয়া যাইতেছেন।
উদ্বেগের বিষয় !!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


নাম লেখানোর পর, রিফাইনিং শুরু হয়; সিসটেম সবাইকে পথে নিয়ে আসবে।

১৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে পোষ্টটি ভীষণ ভালো লাগলো যদি বলি তো আপনি ভাববেন অন্যকিছু! তাই আসল কথা বলে যাই, এই প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কথাই ভালো লাগলো।

নাস্তিক্যবাদ নিয়ে গতবছর সৌদিআরব একটা আইন প্রণয়ন করেছিলেন সম্ভবত, যারা নাস্তিক বলবে অন্যকে তাদের বিরুদ্ধে বিচার চলবে, শাস্তি দেয়া হবে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


নাস্তিক শব্দটা জাপানেও ব্যবহৃত হয়; তবে, বাংলাদেশের মতো ভীতিকর কিছু নয়।

১৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ব্লগ সাধারন মানুষের কাছে কি পৌছায়?

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


এখনো তেমন প্রভাব ফেলেনি, আগামী ৫ বছরে প্রভাব ফেলবে।

১৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
নেতারা ব্লগিং করতে হলে, তাদের প্রধান নেতাকে বাদ দিয়ে জনগণের শানে দুরুদ পড়তে হবে। যা এদেশে এখন প্রায় অসম্ভব।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


পার্টি ওদেরকে পদ দিয়ে নেতা বানায়েছে, উনারা তো কারো নেতা নন; ফলে, উনাদের পৃথিবীটাই আজব।

২০| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: আমাদের প্রশাসন কি ব্লগ পড়েন?

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় না; প্রশাসনের পক্ষে কয়েকজন ব্লগার লেখেন; তাদের লেখা দেখে মনে হয় না, প্রশাসনের কেহ পড়ে দেখেন, এদের লেখার কোন উন্নতি নেই।

২১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন:
নাম লেখানোর পর, রিফাইনিং শুরু হয়;
নাম লেখানোর পর ক্যাম্নে হিট খাওন যায় চিন্তাটা সবার আগে আসে তারপর
মুই কি হুনুরে টাইপ থেকে নব্য বুদ্ধিজীবি সাজেন !!

সিসটেম সবাইকে পথে নিয়ে আসবে।
সাতচল্লিশ বছর কেটে গেল -সিস্টেম লসে আর কিভাবে যাবে আসবে বোঝি না।
চিন্তা করলে রাইতে ভাল ঘুম হয় ।
মনষ্য ট্রাফিক ব্যবস্থা রেখে দেশ কিভাবে ডিজিটালাইজড হয় ????

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগারদের মাঝে আলোক দেখতে পাচ্ছি

২২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ফেসবুকে লিখলে লাইক কমেন্ট পড়ে।
ব্লগে লিখলে প্রথম পাতায় আসেনা।
কে যায় ভূতের বেগার খাটতে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকের কথা বলতে পারছি না; তবে, ব্লগ থেকে অনেক অনেক বড় মানের লোকজন বেরিয়ে আসবেন।

সামু নিশ্চয় নিজের গুরুত্ব বুঝতেছেন।

২৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নাস্তিক না ভাই, ব্লগার পরিচয় দিতে আমার মতো অনেকেই ভয় করে!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া কত কম বুদ্ধিমান, ব্লগারেরা উনার কারণে নিজকে ব্লগার হিসেবে পরিচয় দিতে পারছেন না ।

২৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ১ নং ২২ নং কিন্তু ফেলে দেওয়ার নয় ব্লগের ঘাটতিবাড়তিতে!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

২৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: Dorkar nai.

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেশনকে বড় হতে হবে আকারে ও গুণে

২৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০০

তাতিয়ানা পোর্ট বলেছেন: Blog tog chere boi porte bolen.

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



বই পড়ার বিকল্প নেই; তবে, পড়ে কি বুঝলেন, সেটা পরীক্ষা করতে হলে ব্লগে আসতে হবে! না'হলে ড: এমাজুদ্দিন, মাহমুদুর রহমান মান্নাদের মতো অবস্হা হবে।

২৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৪

শামছুল ইসলাম বলেছেন: ব্লগারা নিজেদের বিশিষ্ট ব্যক্তি হিসাবে চিন্তা করে উচ্চমার্গীয় পোস্ট দিয়ে কখনো সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে না । সাধারণ হয়েই সাধারণের হৃদয় জয় করতে হয় । ধন্যবাদ ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আসার পর, এ বিষয়গুলো সহজে পরিস্কার হয়ে যায়; নিজকে বুঝার জন্য ব্লগই সবচেয়ে গুরুত্বপুর্ণ প্লাটফরম।

২৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সামু থেকে আর একজন ব্লগার কমবে। তার নাম রাজীব নূর খান।
সহজ সরল ভাবে জীবন যাপন করি। সহজ সরলভাবে নিজের মনের জমানো সুখ দুঃখের কথা গুলো সামুতে লিখে নিজেকে হালকা করি।
আজ আবার সেই পথও বন্ধ।

ওস্তাদ বিশ্বাস করুন, আমি জানতাম না- প্রথম পাতায় আমার একটা লেখা আছে। গতকাল রাতে ঘুমানোর আগে একটা লেখা পোস্ট করে ঘুমিয়েছিলাম। সকালে অফিসে গিয়ে নতুন একতা লেখা পোস্ট করি। (আমি মনে করেছি, ৮/১০ ঘন্টা পার হয়ে গেছে। এখন নিশ্চয় গতকালের লেখাটা প্রথম পাতায় নেই। অভিজ্ঞতা থেকে দেখেছি, সামুতে একটা লেখা প্রথম পাতায় বেশিক্ষন থাকে না।)

আমি যদি জানতাম আমার একটা লেখা প্রথম পাতায় আছে, তাহলে কখনই আরেকটা লেখাটা পোস্ট করলাম না। এই ভুলের জন্য আমাকে 'জেনারেল' করা হয়েছে। আমি ৯ বছর ধরে সামুর সাথে আছি।

আমাকে বিদায় দেন। সামুতে আমি আর থাকব না।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


সহজভাবে নেন। সবকিছুর সমাধান আছে।

ব্লগারের সংখ্যা কমলে, আমরা দুর্বল হয়ে যাবো।

২৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

তাতিয়ানা পোর্ট বলেছেন: রাজীব নুর,

Valo blogger der shathe emon kore. Apni jaben na.

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আমি লক্ষ্য করতেছি, আরো বেশী সহমর্মিতা দরকার।

আপনি আমার অবষ্হা দেখেছেন সব সময়!

৩০| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Ki chagol dekhen na, kono karon chara amar ID ban koreche.

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্যপারটা দু:খজনক; আশাকরি, সামু বুঝার চেস্টা করবেন।

আপনি ওদের সাথে কথা বলেন; নিজকে দুরে রাখা ঠিক হবে না।

৩১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১২

উম্মে সায়মা বলেছেন: কথা সত্য। এখন নাস্তিকের প্রতিশব্দ হয়ে গেছে ব্লগার!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


দু:খজনক। বাংগালীদের ধর্মীয় বিশ্বাসের গভীরতা কম বলেই মনে হয়।

৩২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগিং এর মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিলো, ধারণা করা যাচ্ছিলো দেশের রাজনীতিতে একটা তুমুল পরিবর্তন আসবে । কিন্তু আফসোস, কিছুতেই কিছু হলো না! কিছু রাজনীতিবিদ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস পেলেন; কিছু কিছু ব্লগারের খামখেয়ালিপনাও ছিলো ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


শাহবাগ ছিল সাগরের পানিতে ১ ফোটা শিশির; ওখানে যে ইস্যুটা ছিল, সেটা মানুষের মুল অধিকারের বিষয় ছিলো না, ছিল সেকেন্ডারী; আবার, ব্লগারেরা শুরু করলেও, ব্লগারেরা নেতৃত্ব দেয়ার মত পজিশনে ছিলো না।

৩৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৯

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Some bloger Lack of personality. No problem. We hybrid nation. Joy bangla.

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



সব ধরণের লোহা থেকে ইস্পাত তৈরি সম্ভব।

৩৪| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার আজকেও "বাংলাদেশ একটি তলাহীন ঝুঁড়ি" শিরোনামে লেখাটিতে দুটি মন্তব্য ছিল আমার। সময় হলে উত্তর দিয়েন। ধন্যবাদ!

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

৩৫| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার আজকেও "বাংলাদেশ একটি তলাহীন ঝুঁড়ি" শিরোনামে লেখাটিতে আরো একটি মন্তব্য আপনার চোখ এড়িয়ে গেছে। ধন্যবাদ!

৩৬| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা।

৩৭| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগের আর সুদিন নেই!

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা অনেক শক্তিশালী জেনারেশন, সুদিন নিকটেই

৩৮| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: আমাকে বিদায় দেন ওস্তাদ। আমার আর সহ্য না।

ক্লাপনিক ভালোবাসা এর ফেসবুক নাম কি?

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগে উনার নিক হলো কাল্পনিক_ভালোবাসা; ব্লগে, উনার পোস্টে কমেন্ট আকারে আপনার অনুরোধ জানান।

৩৯| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

আলী আজম গওহর বলেছেন: আপনি একটা পোস্টে এরকম লিখেছিলেন যে বাবা মা সন্তানদের টাকাপয়সার সমৃদ্ধি দেখতে চাইলেও আত্নিক উন্নতি দেখতে চায়না।কথাটা বাস্তবসম্মত ছিল।এরপর নিয়মিত ব্লগ পড়ছি।বই রিভিও মুভি রিভিউ পড়ে সেগুলো পড়ছি দেখছি।আর সেই সময় থেকে আমি যতই ভাবতাম আমার উন্নতি হচ্ছে।সমাজ আমাকে ততই মনে করে আমি দিন দিন কালো পোকা হয়ে যাচ্ছি।আমি যেটা ভাবি সেটা দিয়ে সমাজে চলা সম্ভব হয়না বলে আমি এখান থেকে অনেকটা দূরে।এটা মাঝে মাঝে জীবনের ক্ষয় মনে হয়।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২১

চাঁদগাজী বলেছেন:



আমি পুরোপুরিভাবে স্মারণ করতে পারছি না

৪০| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

ধ্রুবক আলো বলেছেন: সামুতে এখন কালবৈশাখী চলতেছে।

রাজিন ভাই ধৈর্য ধরেন আর এভাবে যাবেন না। কেউ না জানুক আমরা জানি আপনি একজন ভালো মানুষ।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২০

চাঁদগাজী বলেছেন:


উনার লেখা বেশ পপুলার

৪১| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৬

নীলপরি বলেছেন:

অন্য ধর্মের লোকেরা কিন্তু নাস্তিক নন -- একথাটা ভালো বলেছেন ।
তবে দুএকজন ব্লগারও আছেন , যারা কোনো বিষয় সম্পর্কে নিজের স্পষ্ট ধারনা না থাকা সত্ত্বেও নেটের এদিক-সেদিক থেকে কতগুলো আর্টিকেল পড়েই পোষ্ট দিয়ে দেন , যা হাস্যকর ও একইসাথে দুঃখজনক ।

তবে এটা খুবই পজিটিভ পোষ্ট ।

শুভকামনা সকল ব্লগারকে ।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিবিদ ও ধর্মীয়রা ব্লগিংকে ভয় পাচ্ছে অকারণে

৪২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল বলেছেন, সহমত।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্লাগারদের প্রতি বিশাল অন্যায় করেছেন এসব মানুষ

৪৩| ০৩ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজীব নূর, এভাবে হতাশ হয়ে চলে যাবেন না।।।

আপনি কাল্পনিক ভালবাসার ফেবু নিক জানতে চেয়েছেন। এই নামে ('কাল্পনিক ভালবাসা';) নামে ফেবুতে একটি নিক আছে (সত্য মিথ্যা জানিনা)। তবে সেখানে ১০০ পারসেন্ট কনফার্ম না হয়ে কোন চ্যাট না করাই ভাল।
......
মডুদের প্রতি অনুরোধ, রাজিব নূরের সমস্যা সমাধান করে দিন।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


রাজীব বড় ইমোশানেল।

৪৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগিং নিয়ে মানুষের ভুল ধারণা দূর হওয়া উচিৎ অত্যন্ত এই আধুনিক সময়ে।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সামানুপাতিকভাবে বাংলাদেশ সামনে এগুচ্ছে্ না।

৪৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

খায়রুল আহসান বলেছেন: সব ধরণের লোহা থেকে ইস্পাত তৈরি সম্ভব - বেস্ট কথা এটাই।
যারা মানুষকে নাস্তিক ডাকেন, তারা অন্য ধর্মের প্রার্থনার ঘরে ঢিল ছোঁড়েন, আগুন লাগায়ে দেন; অন্য ধর্মের লোকেরা কিন্তু নাস্তিক নন -- ভাল বলেছেন কথাটা।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমি কখন কি লেখছি, মনে রাখাও কস্টকর হয়ে যাচ্ছে; যাক, ব্লগারেরা কিছু কিছু কথা পছন্দ করছেন, ভালো লাগছে!

৪৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার অবজার্ভেশন ১০০ পারসেন্ট সঠিক। ২০১৩ সালের ফেব্রুয়ারীর শাহবাগ আন্দোলন এবং তার পরবর্তী ব্লগারদের উপর মিথ্যা দোষারোপ বাংলা ব্লগকে কমপক্ষে ৫০ বছর পিছিয়ে নিয়েছে। কত অসাধারন ব্লগার ব্যাক্তিগত নিরাপত্তা খাতিরে, স্বইচ্ছায় অথবা পারিবারিক চাপে চিরতরে লেখালেখির জগৎ থেকে হারিয়ে গেছে তা এর পর যারা ব্লগে এসেছে তারা স্বপ্নেও চিন্তা করতে পারবেনা। দুএকটা ব্যাতিক্রম ছাড়া এখন ব্লগিং বলতে যা হচ্ছে, আমারতো তাকে বাচ্চাদের পুতুলখেলা টাইপ মনে হয়। নরমাল পত্রিকার সাথে ব্লগিংএর পার্থক্য এখানে যে, ব্লগে রাইটার ও পাঠকের ইন্টারেকশন হয়। পিঠ চুলকানিটা কোনমতেই ইন্টারেকশন নয়। পুরোনো প্রতিটি ব্লগার এই কথাগুলি স্বীকার করবেন। আমি তখন ব্লগে আসতামই শুধু পড়ার জন্য। আমার অনুসারিত লিস্টের মানুষগুলিকে এখন আর পাইনা, তাই ব্লগ এখন আর টানে না...........

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


২০১৩ সালের পর, ব্লগারদের যে ভয়ংকর অবস্হায় পড়তে হয়েছে, আমি তা সামনে আনতে চাইনি, ভীতিকর। ব্লগিং'কে কক্ষচ্যুত করে দিয়েছে

৪৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৪

স্বতু সাঁই বলেছেন: প্রথমত স্বীকার করে নিতে হবে, বাংলা ব্লগগুলো এখনও ব্লগিং মানসিকতায় গড় উঠে নি। কারণ, কোন ব্লই মুক্ত মনাদের জন্য নয়। মুক্তমনা নামক একটি ব্লগ আছে সেটাও অবরুদ্ধ হয়ে আছে নাস্তিকদের দ্বারা।

ব্লগে অস্থিরতা থাকবে, দ্বন্দ্ব থাকবে বিরোধ থাকবে। এ না হলে কি ব্লগ হয়। হৈ হুল্লোর আনন্দ ফুর্তি ছাড়া ব্লগে আসার কোন অর্থই হয় না। ব্লগ হবে অবাধ বিচরণশীল একটি ক্ষেত্র। যেখানে কোন বাঁধা থাকবে না। পাখীর যদি ডানাই বেঁধে রাখা হয়, তাহলে পাখী উড়বে কোথায়? তরঙ্গভূবনে যারা ব্লগের ভূবন গড়েছে, তাদের এসব নিয়ে ভাবা উচিত বলে মনে করি। এখানে এক বাক্যে স্বীকার করে নিতে হবে, এসব ভূবন নিয়ে যারা বসে আছে, তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে।

আমার ব্লগিং-এ হাতেখড়ি ২০০৩_এ ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ব্লগ থেকে। ব্লগিং দেখেছি সেখানে। সেটা ছিলো উন্মুক্ত বিচরণ ক্ষেত্র। স্বাধীনচেতা মানুষের মুক্তভাবনা বিকাশের ভূবন। সত্য সন্ধানে সবাই যেন উন্মুখ। দ্বন্দ্ব বিরোধে ভরপুর, তারপরেও যেন খলুই দিয়ে চলে মাছ ধরার প্রতিযোগীতা।

কথাগুলো এ কারণেই বললাম, আমার মত ব্লগার যদি তিন দিনের জায়গায় একমাস তিনেও প্রথম পাতায় লিখার অনুমতি না পায় তাহলে ভাল ব্লগার আসবে কি করে? আর ব্লগার বাড়বে কি করে?

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


সামুর নিজস্ব প্ল্যান ও ভাবনা আছে; তবে, সামুকে বাংলাদেশ সরকারের নিয়ম কানুন মেনে চলতে হয়, ওরা ভালো জানেন; ফলে, বিদেশী ব্লগগুলো রমতো হওয়া সামুর জন্য সহজ হবে না, হয়তো।

সামু কেন ৩ দিনের যায়গায়, এত সময় নেয়, সেটা আমার কাছে পরিস্কার নয়; তবে, একজন নতুন একাউন্টধারীর জন্য সেটা কস্টকর, উৎসাহ কমাতে সাহায্য করে

৪৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

স্বতু সাঁই বলেছেন: ব্লগারকে লিখতে দেবার পরে পর্যবেক্ষনেলরাখা যেতে পারে। যদি ব্লগার নিয়ম বহিঃভূত লেখনী পোষ্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তাকেপ্রথমে নোটিশ দ্বারা সতর্ক করতে পারে। যদি সতর্ক করবার না মানে সেক্ষেত্রে তাকে কিছুদিনের জন্য ব্যান করতে পারে। সে ব্যান সাময়িক হতে পারে, কখনই এককালীন নয়। কোন ব্লগারকে কখনই এককালীন ব্যান করা কোনমতেই উচিত নয়। সকলের মতবাদ না জানতে পারলে কি করে বোঝা যাবে কোন মতবাদের লোকজন কোন অবস্থানে আছে। মুখ যদি বন্ধ করে রাখা হয় তাহলে কি করে জানা যাবে দেশের ও জাতির সার্বিক দিকের কথা। যেমন আমি আমাকে দিয়েই উদাহরণ দেই, যদি গত একমাস আমাকে লিখতে দিতো তাহলে সামুর মাধ্যমে আমার ভাবনা চিন্তাধারা, মনন জানতে পারতো সকলে। লেখনী প্রকাশ যদি আবাধ না হয়, তাহলে কি করে জানতে পারবো হাজার মনের মননের কথা। কী করো আসে বাঁধ ভাঙার আওয়াজ স্লোগানের সার্থকতা?! লিপিস্টিক মার্কা ব্লগ দেশ জাতি ও যুবসমাজের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে বলে মনে হয় না।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কিভাবে ব্লগ পরিচালিত হয়, আমার জানা নেই; তবে, নিশ্চয়ই সহজ নয়; কারণ, সরকার জানে যে, এখানে এমন সব আলোচনা হয়, যা সরকারের পক্ষে যাবার কথা নয়।

সামু আমাকে ৬ বার পুরোপুরি ব্যান করেছিল।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


কাল্পনিক_ভালোবাসা নামে একটা নিক আছে, উনার পোস্টে গিয়ে, উনাকে অনুরোধ করুন আপনাকে সাহায্য করতে।

৪৯| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

ফরহাদ কবির বলেছেন: আপনি কে ভাইয়া। আপনি কি জানেন আপনি ব্লগ জগতে আগুন লাগিয়ে দিয়েছেন। যেটা কেউ এর আগে পারেনি। আমার মনে হয় একটা সময় আসবে যখন আপনি এই দেশকে নেতৃত্ব দিবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যারা নেতৃত্ব দিবে তাদের পিছনে নিয়ামক হিসাবে কাজ করবেন আপনি।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি খুবই সাধারণ একজন ব্লগার।

৫০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই যুক্তিপুর্ণ কথামালায় সজ্জিত পোষ্ট টি পাঠে ভাল লাগল । ব্লগারের সংখ্যা না বাড়লেও অনেক ভাল ভাল পোষ্ট এখন ব্লগে আসছে বলেই দেখা যায় । ভাল পোষ্টের সংখ্যা এত বেশী যে এর সবগুলি পাঠ করার সময় হয়ে উঠে না । একটি পোষ্টের বিষয়াবলী ভাল মতে হৃদয়ঙ্গম করার জন্য যথেসম্ট সময় নিয়ে পড়তে হয় । পোষ্টে পাওয়া বিভিন্ন গুণী ব্লগারের মন্তব্যগুলিও থাকে বেশ তথ্য সমৃদ্ধ, সে গুলিও বেশ আকৃষ্ট করে।
যাহোক ব্লগারের ( অামি ব্লগার না বলে লেখক শব্দটি ব্যবহারের পক্ষপাতি ) সংখ্যা বৃদ্ধি পাক এ কামনা করি ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের ভাবনার মান বেড়েছে; ব্লগার বাড়লে, জাতিতে চিন্তাশীল অংশের ঘনত্ব বাড়বে।

৫১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৮

স্বতু সাঁই বলেছেন: সমস্যার সমাধান মনে হয় হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।

৫২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

রানার ব্লগ বলেছেন: ব্লগারের সংখ্যা বাড়ার থেকে সুস্থ মস্তিষ্কের ব্লগার খুব জরুরী। টাইটেলধারি ব্লগারের কোন দরকার নাই।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের পড়ালেখার মান, সামাজিক, রাজনৈতিক অবস্হা অদক্ষ জেনারেশনের জন্ম দিচ্ছে; ব্লগে এসে এরা নিজকে দক্ষ করার সুযোগ পাচ্ছেন, নিজের ভাবনাকে পরিশোধিত করার সুযোগ পাচ্ছেন

৫৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

হয়ত তোমারই জন্য বলেছেন: সামুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে দেশবাসী X(( এরকম খবর যদি আমাদের দেশের জাতীয় দৈনিক গুলোতে প্রচার করা হয়, তাহলে ,মানুষের উৎসাহ থাকবেই বা কিভাবে? আর ফেসবুকে ষ্টাটাস আসলে তো কথাই নেই ৷যে ভাবে অপপ্রচার করা হয়েছে এই ব্লগ টির বিরুধ্বে তা বুঝিয়ে বলা সম্ভব না ৷এত মিথ্যাচার করা হয়েছে এই সামু ব্লগ টির বিরুধ্বে তার পরেও ব্লগ টি, টিকে আছে তাই অল্লার কাছে শুকরীয়া ৷আমি তো মনে করি অনেকেই সামুতে যোগ দিতে ভয় পাচ্ছেন এটাই সত্য ৷
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ,মানুষ কে উৎসাহিত করা দরকার আর তার মাধ্যম হিসেবে ফেসবুক এবং টুইটার মিডিয়াকেই বেছে নিতে হবে ৷যেহেতু ফেসবুকেই সামু ব্লগ টিকে নিয়েই মিথ্যাচার করা করা হয়েছে সবচাইতে বেশী তাই, ফেসবুক থেকেই নতুন করে শুরু করা যেতে পারে নতুন যাত্রা ৷আর এ ব্যাপারে পাঠক দের মতামত খুবই জরুরী ৷ধন্যবাদ ৷

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


ফেসবুক সম্পর্কে আমার ধারণা নেই, ওখানে আমার একাউন্ট নেই।

সামু নিশ্চয় সবকিছু দেখছে।

৫৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২১

হয়ত তোমারই জন্য বলেছেন: আমি আজকে ব্রাউজিং করার সময় গুগলে সামু ব্লগ লিখে সার্চ দিয়েছিলাম ৷জঘন্য মন্তব্য করা হয়েছে সবজায়গায় ৷খুব হতাশাজনক এবং দুঃখজনক মন্তব্য দেখলাম ৷

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


কারা করেছে এসব মন্তব্য, কোথায় করেছে?

৫৫| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

হয়ত তোমারই জন্য বলেছেন:

গাজী ভাই এই রকম অবাক কান্ড আমি আগে দেখিনী ৷অন্য বাংলা ব্লগ গুলিও নিজেদের পাবলিসিটি করতে গিয়ে সামুর সমালোচনায় ব্যাস্ত ৷তাহলে তারা কিভাবে দাবী করে তারা সৃজনশীল ?

৫৬| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

টারজান০০০০৭ বলেছেন: ব্লগার বাড়বে কিভাবে ?

আমার মতন নবীন ব্লগারদের পোস্ট প্রথম পাতাতে আসে না ! কেন আসেনা , তাও জানায় না ! দিনের পর দিন এই অবস্থা চলছে !

কিছু বরাহ শাবক এখনো ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে যাইতেছে ! রিপোর্ট করা যায় না ! সামুর উদ্দেশ্য কি বোঝা যায় না।

নাস্তিক ব্লগার দের নিয়ে সমস্যা নাই , সমস্যা হলো ব্লগে যেসব নাস্তিক লেখালেখি করতো বা করে , এরা নাস্তিক নহে , ইসলাম বিদ্বেষী। আর সেই সময়কার কথা যদি বলেন , সামু কিভাবে অস্বীকার করবে, ভয়াবহ ইসলাম বিদ্বেষী পোস্ট সামুতে ঝুলে থাকতো ঘন্টার পর ঘন্টা অথচ জানা বা আরিল্ডের বিরুদ্ধে কিছু কইলে দ্রুতই ব্লক !

সাধারণ মানুষের ভুল বোঝার অবকাশ ছিল, কারণ ইসলাম বিদ্বেষীদের যেপোস্টগুলো তখন দেখেছি , সেগুলো কোনো মুসলমানের বাচ্চার পক্ষে হজম করা সম্ভব নয়।

আর আল্লামা শফি (দামাত বারাকতুহুম ) সঠিক কাজ করেছিলেন। ব্লগ কতৃপক্ষের কাছে আবেদন করে ফল হয়নি , মত প্রকাশের স্বাধীনতার নামে বেজন্মা , বরাহশাবকদের ভয়াবহ পোস্টগুলো ঝুলে থাকতো। সরকার বাহাদুরও গণজাগরণের সাফল্যে বুদ্ ছিল ! তারাও কান দেয়নি।আল্লাহ এবং আল্লাহর রাসূল (সঃ) এর শানে , চরম বিদ্বেষ ও বেয়াদবির যে ঢেউ , তা বন্ধ করার জন্য খুবই বুদ্ধিদীপ্ত আন্দোলন করেছিলেন। না বুঝে ওলামা হজরত গণ এই আন্দোলন করেন নি !

সুতরাং ব্লগের বারোটা বাজানোর জন্য অন্যেরা যতনা দায়ী, ব্লগগুলো নিজেরা তার চেয়ে বেশি দায়ী। তাও তো সামুর ভাগ্য ভালো পাছা মারা খাইলেও, ব্লগ বন্ধ হয় নাই।

আর দয়া করে সবাইরে তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ করেন। আপনি যেমন আপনার বিষয়ে বিশেষজ্ঞ, আল্লামা শফি তার লাইনের বিশেষজ্ঞ।

এবিষয়ে আমার একটা পোস্ট ছিল : Click This Link

একটা হেল্প করতে পারেন কিনা দেখেন ! মডুর পাছায় তেল মারতে পারুম না। সামুতে একাউন্ট ডিলিট করে কেমতে যদি একটু কইতেন !

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখার স্টাইলের জন্য আটকা পড়েন নাই তো?

ব্লগার "কাল্পনিক_ভালোবাসা"কে অনুরোধ করে দেখেন, আপনাকে ১ম পেজে লেখার অথারিটি দিতে।

মওলানা শফি সাহবে উনার অনুসারীদের স্বার্থ দেখছেন শুধু, এটে কনফ্লিক্ট হচ্ছে! অবশ্য উনার অনুসারীরা দেশে ভয়ংকরভাবে অভেলিত হয়ে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.