নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাসদ, বিএনপি, জাপা: জন্মই যাদের আজন্ম পাপ

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২



১৯৭১ সালে, বাংলাদেশের বিজয়ের সাথে সাথে কিছু রাজনৈতিক দল আপনা থেকে মুছে গিয়েছিল: জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামী ইত্যাদি নিজের থেকেই নিজেই হারিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের প্রবাসী সরকার বাংগালীদের বিপ্লবের সাথে তাল মিলিয়েই গঠন করা হয়েছিল, যদিও উহাকে আরো শক্তিশালী করা যেতো সেক্টরের কমন্ডারদের যোগ করে। বিজয়ের পর, সেই সরকারকে "সর্বদলীয়" সরকারে পরিণত করার দরকার ছিল। ১৯৭২ সালে, তাতে যে পরিবর্তন আনা হয় সেটি সঠিভাবে করা হয়নি, দরকার ছিল মুক্তিযুদ্ধের মানুষদের সমন্ময়ে ১টি বিপ্লবী সরকার গঠন করা; কিন্তু করা হয়েছিল আওয়ামী লীগের সরকার। মানুষের সমন্ময়ে বিপ্লবী সরকার গঠন না করাটা ছিলো আওয়ামী লীগের ১ম ভুল; আওয়ামী লীগই মুল চালিকা থাকতো!

যাক, ১৯৭২ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন পার্লামেন্টে একটা বিরোধীদল দরকার ছিলো; বিরোধীদল পার্লামেন্টে আসতে হলে, তখন একটা নতুন দলের জন্ম নেয়ার দরকার ছিলো; কিন্তু সেটা ঘটেনি; বরং সেই শুন্যতাকে পুরণ করতে অস্বাভাবিকভাবে জন্ম নেয় "জাসদ", যা ছিল ছাত্রলীগের একাংশ। যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার দরকার ছিলো, সেখানে ছাত্ররা রাজনৈতিক দল খুলে বসে; ফলাফল পরিস্কার, নতুন দেশে আগাছা। এখনো জাসদ আছে, নেতারা আছে, জাতির প্রতি তাদের অবদান আপনারা দেখেছেন।

দেশকে অস্হিতিশীল করার পেছনে জাসদের বিরাট ভুমিকা ছিল; নতুন দেশে সরকার যেখানে উজ্বল প্রতীক হয়ে জাতিকে সংগঠিত করার কথা, সেখানে শেখ সাহেব নিজেই পথ হারায়ে বেদিশা হয়ে পড়েছিলেন; সেটার উপর জাসদের বিশৃংখলা।

যাক, শেখ সাহেব ভুল টুল বুঝতে পেরে, সবর্বদলীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং সেই উদ্দেশ্যে একটা প্লাটফরম তৈরি করেন; কিন্তু সেই সময় তিনি ক্যাপিটেলিজম থেকে সরে যাচ্ছেন ভেবে, সিআইএ উনাকে হত্যা করে। সিআইএ ততকালীন সেনা বাহিনীর সবচেয়ে শক্তিশালী অফিসার, জেনারেল জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে। এরপর, সিআইএ শেখ সাহেবের কবরের উপর, বাংগালীকে বিএনপি উপহার দেয়; জাতি অশিক্ষিত হওয়ায় এসব উড়ো-রাজনীতির কিছুই বুঝতে পারেনি। বিএনপি'র সবচেয়ে বড় উপহার বেগম জিয়া, এগুলো জাতির জন্য কলংক ও দু:খ ব্যতিত কিছুই নয়।

জিয়াকে সাধারণ জনতা না চিনলেও, ক্যানটনমেন্টের মুক্তিযোদ্ধারা চিনতেন; তাদের মাথার উপর জিয়া ছিল সিএইএ'র একটা অফিসার মাত্র; তারা তাকে না সরায়ে পারছিলো না। কিন্তু সিআইএ বসে ছিলো না; তারা পাইপ লাইনে জেনারেল এরশাদকে রেখেছিল; সিআইএ ফেল করেনি, তারা এরশাদকে ঠিক সময়ে ক্ষমতায় এনে জিয়ার শুন্যস্হান পুরণ করেছে; এরশাদকেও সিআইএ নেতা বানায়েছে; তিনি জাতির জন্য মাড়কষার জাল বুনেছেন, নাম দিয়েছে জাপা।

এই ৩টি দল অস্ভাবাবিকভাবে জন্ম নিয়েছে, অস্বাভাবিকভাবে জাতির সম্পদ দখল করেছে, জাতিকে ভুল পথে নিয়ে গেছে; এগুলো জাতির জন্য দু:খ ছাড়া কিছু নয়, এদের জন্মই আজন্ম পাপ।

মন্তব্য ৪৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

প্রাইমারি স্কুল বলেছেন: এমন একটা নেতা কি পাওয়া যাবে যার থাকবে দেশপ্রেম আর থাকবে না কোন মীর জাফর, যিনি দেশটা একটু গঠন করবে । মানুষ শান্তি পাবে ?

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


নেতা সব সময়েই আছে; এরা অনেক সময় মাড়কষার জালে আটকা পড়ে যায়।

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫০

মিঃ আতিক বলেছেন: জিয়া সিআইএর অফিসার ছিল এটা কোন গপন নথি থেকে বের করলেন?
ক্যানটনমেন্টের মুক্তিযোদ্ধারাও দু ভাগে বিভক্ত ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধাদের মতো। কিছু দেশ প্রেমিক আর কিছু জাতিও বেইমান। কিছু অন্ধ আওামিলিগার ছাড়া কেও জিয়া খারাপ।২০০৮ এর আগে কেও বলেনি।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনাকে সবকিছু জানানোর দায়িত্ব নিশ্চয় কেহ নেয়নি; যেভাবেই আপনি যতটুকু জেনেছেন, সেটাই আপনার বিশ্ব। ২০০৮ সালের আগেও বিশ্ব ছিল, পরেও আছে; আপনার বিশ্ব কত বড়?

৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

ধুতরার ফুল বলেছেন: আওয়ামী লীগ এখন পুরোপুরি ওই তিন দলের পর্যায়ে চলেছে। আর ওই তিন দলের ঠ্যাং ভাইঙ্গা বসে আছে।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ পাকিস্তানের জন্মের পরের বছর জন্ম নিয়েছিল; তখন মুসলিম লীগের বিপরিতে একটা শুন্যতা ছিল; মওলানা থেকে কেড়ে নিয়ে আওয়ামী লীগকে চিল-কাউয়ার দলে পরিণত করেছিলেন সোহরাওয়ার্দী সাহেব; আওয়ামী লীগ ভালো কলোনিয়েল দল এখন; তবে, জন্মের প্রয়োজন ছিল, শুরটা সঠিক ছিলো

৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭

মিঃ আতিক বলেছেন: আর মন্তব্য করা বোধয় ঠিক হবেনা, আপনি রাগ করছেন।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



আমি রাগিনি; আমি বলতে চাচ্ছি যে, সব তথ্য আছে সব সময়; নিজকে জানতে হবে; তৃতীয় বিশ্বে মানুষ সবকিছুতে প্রতিযোগীতায় নামে, এরা আপনার থেকে অনেক কিছু আড়াল করে রাখবে।

৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: মুল্যায়ন বেশ নিখুত হয়েছে । সকল সত্য একদিন দিবালোকের মত সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে । মানুষের ভ্রান্তি কিছুতেই কাটতে চাহেনা , একটি ভ্রান্তির পরে দ্বিতীয় ভ্রান্তিতে পতিত হওয়ার জন্য মানুষের চিত্ত ব্যকুল হয়ে উঠে ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছর এভাবে কেটেছে; এখন একটা রাজনৈতিক দলকে এগুলো পরিস্কার করতে হবে।

৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম‌য়ের প্র‌য়োজ‌নে তৈ‌রি হ‌য়ে‌ছিল জাসদ। বি এন পি সু‌যো‌গের সদ্ব্যবহার আর জাপা তো জিয়া‌কে ক‌পি ক‌রে তৈ‌রি হ‌য়ে‌ছিল...

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সালে, নতুন রাজনৈতিক দলে দরকার ছিলো; তবে, ছাত্রলীগের রাজনৈতিক দল গঠন ছিলো জাতির বুকে লাথি মারার সমান।

৭| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

তালপাতারপাখাই বলেছেন: বাংলাদেশে শুধু একটি দল টিকে থাকবে শেষ পযন্ত । আর তা হল আওয়ামীলিগ ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ থাকবে ততদিন, যতদিন আছেন শেখ হাসিনা; বাংগালীরা ভালুকের মতো, যেদিন জাগবে, বিশ্ব জেনে যাবে।

৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

তালপাতারপাখাই বলেছেন: এতা আমার নতুন নিক । শুধু একটু পরিবর্তন করলাম ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



পরিচিত ব্লগারদের প্রো-পিক ও নিকের কাছাকাছি নিক নেয়া সঠিক নয়।

৯| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

তালপাতারপাখাই বলেছেন: ব্লগ মানে কোন এক দলিয় চামচামির জায়গা নয় । আর ও হ্যা ওতাও আমার নিক ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগ মানে সবার জন্য খোলা আলোচনার প্লাট-ফরম; আপনার নিক, আলাদা নিক, আমি বুঝতেছি; কিন্তু আমার কমন সেন্স বলছে যে, এটা করা সঠিক নয়!

১০| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

মিঃ আতিক বলেছেন: ব্লগে পর্যবেক্ষণে আছি অনেকদিন এভাবে আর হয়না ক্লান্তি ভর করেছে।
আমার পাতায় স্বাগতম।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি "জেনারেল"? ব্লগারদের পক্ষ থেকে, আমি সামুকে অনুরোধ করে গতকাল একটি পোস্ট দিয়েছি, জেনারেলদের সুযোগ দেয়ার জন্য; আশাকরি উনারা দেখবেন।

১১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বঙ্গবন্ধু বেঁচে থাকলে বি এন পি হতো না, জিয়া বেঁচে থাকলে জাপা হতো না...

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব বেঁচে থাকলে আরো কয়েকটি পার্টি হতো; তবে, মিলিটারী থেকে কোন পার্টি হতো না; জিয়া থাকাকালীনও মিলিটারী থেকে পার্টি হতো না; কারণ, মিলিটারী পার্টি করেনি, করেছে সিআইএ

১২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

ওসেল মাহমুদ বলেছেন: আছে সত্যি আছে ভ্রান্তি !

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভ্রান্তি আছে বলেই সত্য বিরাজ করছে

১৩| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

বারিধারা বলেছেন: বিরোধী দলের প্রয়োজন দেখা দেয়ায় আওয়ামী লীগ 'জাসদ' পয়দা করেছিল। আবার বিরোধী দলের দরকার হয়েছে ২০০৮ সালে, আরেক ফালতু দল 'জাপা' কে পয়দা করেছে। আওয়ামী লীগ কি সারা জীবন এইসব 'পয়দা' করা বিরোধী দল দিয়েই কাজ চালাবে? তবে এখন বিএনপি চাইছে আওয়ামী লীগের এই 'পয়দা' করা বিরোধী দল হতে। 'জাপা'র নেতাদের সুযোগ সুবিধা দেখে তাদের মাথা ঠিক নেই।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


এবারও আওয়ামী লীগ জাপাকে বিরোধী সিটে আনার চেস্টা করবে; মনে হয়, বিএনপি ৩য় স্হানে থাকবে; এটাই ওদের জন্য ভালো বিজনেস প্ল্যান।

১৯৭৫ সালের পর, আওয়ামী লীগ বিএনপি'র রাজনৈতিক সাগরেদ হয়েছে; আও্য়ামী লীগ ১৯৯৬ সালে জয়ের পর, বিএনপি'র সরকারকে চালু রেখেছিল, তারা শেখ সাহেবের পথে যায়নি; শেখ সাহেবকে কি জন্য প্রাণ দিতে হয়েছিল, তারা সেটার খোঁজও নেয়নি।

জাসদ শেখ সাহেব তৈরি করেনি; এই ছেলেগুলো ছিলো পেশীবাজ ছাত্রলীগ, ওরা এক সময় উনার মতো হয়ে গিয়েছিল, যেমন গুরু তেমনি শিষ্য; শেখ সাহেবের সরকারের সময় জাসদের অনেক ছেলে মারা গেছে; শেখ সাহেব যদি সৃস্টি করতো, উনার সরকারের হাতে এদের রক্ত থাকতো না।

১৪| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

তালপাতারপাখাই বলেছেন: এইসব ছাইড়া ভালো হয়ে যান চাঁদ সাহেব ।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



চেস্টা করছি, চেস্টা করছি; ভালো হওয়া সহজ নয়; ভালো হওয়া সহজ হলে, এরশাদ মামু ও বেগম জিয়া অবসরে চলে যেতো।

১৫| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: সঠিক কিনা জানিনা আপনার লেখা। খালি পড়ি আর ভাবি কত কিছু জানতে হবে সত্য কে জানতে হলে।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি ব্যতিত এই ধরণের ব্যাপার স্যাপার নিয়ে শতশত লেখক লিখছেন; আপনার নিজের লজিকের সাথে মিলিয়ে দেখুন; আমারটা সঠিক না হলে, বলেন।

১৬| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনার বয়স কত? আপনি দেখতে কেমন? আপনি কি করেন? কোথায় থাকেন?
কিছুই জানি না। কিন্তু নিয়মিত আপনার লেখা পড়ছি। মাঝে মাঝে এসবও জানতে ইচ্ছা করে।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



আমার বয়স ৬৫ বছর, সাধারণ ৬৫ বছরের বাংগালির মতোই দেখতে; আমি এখনো কাজ করছি, এখন কাজ উপলক্ষে আমেরিকায়; আমি সব সময় কাজ করি না, বাংলাদেশেও থাকি। গত বছর অসুস্হ থাকায় বাংলাদেশে কম থাকা হয়েছে। আপনাদের সাথে দেখা হবে আগামী বছর।

১৭| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর আপনার আরেকটা পোষ্ট আমার প্রিয়তে গেল, মুগ্ধতা আপনার সঠিকভাবে বিবেচ্য পোষ্টে।

সত্য কথাগুলো অনেকের হজম নাও হতে পারে!!

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


এই ৩টি দলের অস্বাভাবিক জন্ম, ক্ষমতার অপ-ব্যবহার, সম্পদ লুন্ঠন ইত্যাদি জাতির স্বপ্ন ভেংগে দিয়ে, জাতিকে ঐক্যহীন বিশৃংখল জাতিতে পরিণত করেছে

১৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১

ধ্রুবক আলো বলেছেন: জাসদ, বিএনপি, জাপা: জন্মই যাদের আজন্ম পাপ
আরো একটা পাপ বড় হচ্ছে, নামতার আওয়ামী পাপ লীগ।

এই ৩টি দল অস্ভাবাবিকভাবে জন্ম নিয়েছে, অস্বাভাবিকভাবে জাতির সম্পদ দখল করেছে, জাতিকে ভুল পথে নিয়ে গেছে; এগুলো জাতির জন্য দু:খ ছাড়া কিছু নয়, এদের জন্মই আজন্ম পাপ।

বর্তমানে আওয়ামী পাপ লীগ যা শুরু করেছে, লুট করবে আর ন্যাড়া করে ছেড়ে দিবে!! জনগন কিছু বললেই পাকিস্তান চলে যাওয়ার হুমকি দিবে!
আসল কথা হইলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই দেশের জন্য কোনো দিন কিছুই করে নাই।
এখানে একজন লেখার ঘোর সমর্থন দিছে, উনি তো ভালোই আছেন, তাই আওয়ামী সমর্থন দেয়। আর বাকি সবাই ব্যালান্স শীট মিলায়!!

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


মওলানা ভাসানী ও উনার আশেপাশে যারা ছিলেন ১৯৪৮ সালে, তারা জাতিকে সাহায্য করার জন্য আওয়ামী লীগ গঠন করেছিলেন; এখন আওয়ামী লীগে যারা আছেন, তারা দেশ পরিচালনা করে লাভবান হওয়ার জন্য আছেন।

জাসদের তরুণ ছাত্র নেতারা মনে করতো যে, দেশ চালনার জন্যই তাদের জন্ম হয়েছে; কিন্তু দেশ, জাতি, মানুষের নাগরিক অধিকার, অর্থনীতি, সমাজনীতি, দেশ চালনার তত্ব ইত্যাদি তারা আয়ত্ব করার সুযোগ পায়নি; এরা পড়ালেখা করেনি, এরা আও্য়ামী লীগের পেশীশক্তি ছিল।

বিএনপি'তে যারা যোগ দিয়েছিলো, এদের বেশীর ভাগই বিশ্বাস করতো যে, পাকিস্তান টিকে থাকার দরকার ছিলো; এরা মুলত সুলতান মাহমুদের মতো, যা পাও ধরে নাও,পকেটে রাখ। জাপার লোকজন ছিল, বিএনপি'র দুস্টরা

১৯| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

রাতু০১ বলেছেন: সময়ের সদ্বব্যবহার কেউ করতে পারে নাই, বর্তমান যখন ইতিহাস হয় তখন বুঝা যায়।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


গত সময়কে বুঝতে সহজ হয়, সঠিক; এই দলগুলোর হয়ে যারা দেশ চালায়েছে, কোন কিছু করেছে, এরা মানুষের জন্য করার মতো দক্ষ ছিলো না; মনাুষের জন্য কিছু করার প্ল্যান এদের হাতে ছিলো না, কোন তত্ব ছিলো না, কোন দায়িত্ব অনুভব করেনি।

২০| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মওলানা ভাসানীকে রাষ্ট্রপতি আর তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে ১০ বছরের জন্য জাতীয় সরকার করা উচিত ছিল। জাতির পিতার কোন পদ নেয়া ঠিক হয়নি। ১০ বছর পর নতুন সংবিধান প্রনয়ন করে নির্বাচন করা যেতে পারতো।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


বিপ্লবী সরকার করলে সেটাই ঘটতো; সাথে থাকতো মুক্তিযুদ্ধের কমান্ডারেরা

২১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

শাহীবুল বারী বলেছেন: তবে আওয়ামী লীগ এখন কিছুটা পথভ্রষ্ট,,, অসাম্প্রদায়িক চেতনা থেকে সাম্প্রদায়িক । হয়তো কিছু লাভ আছে,,,, তবে আপনার বেস টা আসল, বেস ভেঙ্গে গেলে কিচ্ছু হবে না।।।।

একটা উক্তি খুব ভালো লাগে আওয়ামী লীগ সম্পর্কে,,, কলামিষ্টের নাম মনে নাই,,, " আওয়ামী লীগ জিতে গেলে কিছু রাজনীতি বিদ জেতে, হেরে গেলে জাতী হেরে যায় "

কথাটা সৈত্য

২২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এখন আওয়ামী লীগ জিতলে, আওয়ামী লীগ জিতে, জাতি হেরে যায়; আওয়ামী লীগ হারলে, জাতি হেরে যায়

২৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

প্রশ্নবোধক (?) বলেছেন: অতীত ইতিহাস থেকে দেখতে পাই, মুজিব, জিয়া, এরশাদ যেই ক্ষমতায় এসেছেন, তাদের সকলেরই পেছনে ছিল বৃহৎ শক্তি। শেখ মুজিব দেশকে পাকিস্থানীদের হাত থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। ফলে তার পরিণতি সবাই দেখেছেন। জিয়া চেয়েছিলেন নিজ হাতে ক্ষমতা নিয়ে উনার মত দেশ গঠন করবেন। কিন্তু তিনি এটা জানতেন না যে, তিনি চাইলেই সব কিছু হতে দেওয়া হবে না। অনেকে মনে করেন এরশাদ স্বৈরশাষক তাই তার পতন দরকার ছিল। কিন্তু এরশাদের পতন ঘটে পাকিস্থানের সাথে পারমানবিক আলোচনা করার কারণে। উপরোক্ত তিন রাষ্ট্র নায়কই নিজের মত করে দেশ গঠন করতে চেয়েছিলেন। কিন্তু তারা ছিলেন, কাছের লোকদের প্রতি দুর্বল।

একটা গরীব রাষ্ট্র-এর সার্বভৌমত্ব ধরে রাখতে হলে, শুধু দেশের ভেতরে গণভোট আর দমন নিপীড়ন চালিয়ে সম্ভব নয়। আন্তর্জাতিক সমস্যাগুলোও ফেস করতে হবে।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


এ যাবত, যিনি যা করতে চেয়েছেন: ভালো, খারাপ, সবই নিজে নিজে; এঁরা একজনও নেতা ছিলেন না, ছিলেন "শাসক"; এরা বুঝেননি শক্তি হলো জনতা, জনতাকে সাথে নিলে, সিআইএ'ও থেমে যেতো!

২৪| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনি কি কখনো জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন???
জিয়া শুধু একাই সিআইএর এজেন্ট ছিলেন না, আরও অনেকে ছিলেন। এদশে অনেক ধরনের এজেন্টই সক্রিয়। জাসদ সৃষ্টির পিছনে সিআইএ এবং' র' এর প্রত্যক্ষ মদদ ছিল বলে ধারণা করা হয়।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


জাসদ সৃস্টির মুল ধরণা'কে প্রথমে ভারত সরকার সাপোর্ট করেছে; পরে শেখ সাহেবকে বিপদে ফেলার জন্য সিআইএ'ও এদের সাহায্য করেছে; এমন কি জামাতও সাহায্য করেছে।

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জাসদ কখনোই দল হিসেবে গোনায়ই আসেনা। তারা অল্পকয়েক বছর বড়জোর উপদল হিসেবে ছিলো। আর জাপা-বিএনপি দুটিই মৃত দল। আওয়ামীলীগ নিজের জায়গা ছেড়ে জাপা-বিএনপির জায়গাটা নেয়ার চেষ্টায় রত। তাই আওয়ামীলীগের ফেলে আসাা জায়গায় নতুন দলের সৃষ্টির সুযোগ আছে..............

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


সঠিক, আওয়ামী লীগের ফেলে আসা যায়গাটা কমপক্ষে খালি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.