নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা নিজকে পরীক্ষা করে দেখতে পারেন

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১



বেশীর ভাগ মানুষই ধরে নিয়েছেন যে, আগামী ভোটে শেখ হাসিনা (মানে উনার দল) জয়ী হবেন, যদিও পরিস্কার নয় যে, উনি কি রাজনৈতিক অবদানের জন্য জয়ী হবেন, নাকি কৌশলে জয়ী হবেন! সরকার-প্রধান ও দলের সভাপতি হিসেবে উনার জনপ্রিয়তা বেড়েছে; একই সময়ে উনার দলের প্রতিটি নেতার জনপ্রিয়তা কমেছে; উনার দলের যে কোন নেতা "স্বতন্ত্র প্রার্থী" হলে পরাজিত হবেন, মনে হয়; কারণ, তাদের কারো কোন অবদান মানুষের চোখে পড়েনি; বরং তাদের জন-বিরোধী কার্যকলাপ সহজেই অনুমান করা সম্ভব; পার্লামেন্টের কোন সদস্য জনগণের হয়ে কোন আইন পাশ করাতে পারেননি; এমন কি, একজন এমপিও নিজ এলাকার মানুষের প্রতিনিধি দাবী করে নিজের পরিচয় দেননি পার্লামেন্টে; বলেনি, "আমার এলাকার লোকজন, তাঁদের ও দেশের মানুষের মৌলিক অধিকার উন্নয়নের জন্য আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন"।

উনার দলের নেতাদের কারো জনপ্রিয়তা না বাড়লে, তারা কি করে দলের হয়ে জয়ী হবেন? তারা জয়ী হবেন শেখ হাসিনার কলাগাছ হিসেবে। ওবায়দুল কাদেরের কথাবার্তায়, মনে হচ্ছে, কলাগাছের জয়ী হওয়াও কঠিন হতে পারে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা নীচের উপায় অবলম্বন করে নিজকে পরীক্ষা করে দেখতে পারেন; এ ধরণের কিছু করতে হলে, সংবিধানে যোগ করতে হবে:

তিনি আগামী ভোটকে ৩ ধাপে করতে পারেন: প্রথমে ধাপে, ১০০ সীটে ভোট করা, যেখানে উনার সবচেয়ে ভালো কলাগাছগুলো থাকবে; এই ১০০ সীটে কোনরূপ কলা-কৌশল না করে ভোট করলে, যদি ৭০/৮০ সীট উনি পেয়ে যান; বাকীগুলোতে তিনি জয়ী হয়ে যাবেন সহজেই। এখানে যদি তিনি ৬০ সীটের নীচে পান, উনর জয়ী না হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে; যদি ৫০ সীটের নীচে পান, উনি পরাজিত হবেন; তখন উনাকে আরো ভালো জাতের কলাগাছ ও সার ব্যবহার করতে হবে।

মন্তব্য ৮৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: মন্দ বলেননি তো কিন্তু খবর আছে! X((

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


খবর তো দেয়ার কথা শেখ হাসিনার; আপনিও কিছু দেবেন টেবেন নাকি?

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

জেন রসি বলেছেন: হাহাহাহাহা......ইউনিক আইডিয়া!

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



পেটেন্ট অফিসে যাচ্ছি!

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে রক্তপাতের আশংকা করছি।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, রক্তপাত হবে না; যারা রক্তপাত করার চেস্টা করবে, তারা ঝুলবে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

স্বতু সাঁই বলেছেন: ৫ জানুয়ারীর চাইতে উত্তম পদ্ধতি এখনও আবিস্কার হয় নি। সে কারণে সাঈদীকে এখনও বাঁচিয়ে রেখেছে। ভোটের আগে সাঈদী মেকানিজম চালানো হবে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা পুরোপরিবারকে হত্যা করার পর, উনাকে গ্রেনেড মেরে হত্যার প্রচেস্টার পর, উনার রাজনৈতিক ভাবনায় সেগুলো প্রভাব রাখছে; যদি এই প্রভাব জাতিকে কোনভাবে সাহায্য করছে না; কিন্তু তিনি সেগুলোকে মুছে ফেলতে পারেননি, মনে হয়।

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

মিঃ আতিক বলেছেন: দেশের প্রধান মন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার চেয়ে যোগ্য কোন ব্যাক্তি কে দেখছিনা, তবে মেকানিজম ছাড়া নির্বাচন দিলে উনি সরবচ্চ ৩০ আসন পাবেন।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


দল হিসেবে তিনি নিজের দলকে শক্ত রেখেছেন, সন্দেহ নেই; কিন্তু তিনি মানুষের সাথে যোগাযোগ না রেখেই সরকার চালাচ্ছেন; ফলে, উনার সরকারের জনপ্রিয়তা প্রশ্নের সন্মুখীন। বাকীদের দল ও নেতা বলতে কিছু নেই; শেখ হাসিনা সহজেই ভোট পেয়ে যাবেন।

৬| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশি কালচারকে শ্রধ্যা রেখে বলছি বাংলাদেশীরা কোন দিনি এক জন কে পর পর দ্বিতীয় বার ক্ষমতায় আনে না। তা সে যতই ভালো হোক। এটা বাংলাদেশীদের ন্যাচার। যদি একে বারে নিরেপেক্ষ নির্বাচন সম্ভব হয় ক্ষমতায় দুই বা তিন বা চার দল মিলে আসতে হবে, একক সঙ্খ্যাগরিস্ট কেউই পাবে না।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভোট দিয়ে নিজের ক্ষতি করার উদাহরণ সৃস্টি করেছে ইতিমধ্যে; ফলে, সবকিছু প্রেডিকশানের বাহিরে চলে গেছে। সুযোগ দিলে বিএনপিও শেখ হাসিনার সাথে কোয়ালিশন করবে।

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২২

স্বতু সাঁই বলেছেন: এখনও শেখ হাসিনার দরকার আছে। এদেশের সুশীলরা নপুংসক।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


সুশীল আপনারা কাহাদের বলেন, আমি জানি না; যারা প্রকৃত শিক্ষিত, তাদেরকে সব দলই রাজনীতির বাহিরে রাখার চেস্টা করে আসছে।

৮| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার পদ্ধতি 'চোড়কে চুরি করতে আর গৃহস্থ কে সজাগ' থাকতে বলার মত। এই মহূর্তে বাংলাদেশে এমন কোন তত্ত্ব নেই যা প্রয়োগ করে সুষ্ঠ নির্বাচন আয়োজন করা যায়!

অনেকে কেয়ারটেকার সরকারের কথা বা নির্বাচন কালীন বা সহায়ক সহায়ক সরকারের কথা বলতে পারেন কিন্তু এই সমস্ত সরকারে যারা যায়গা পাবেন, দেখা যাবে তারা বিভিন্ন দুষ্টের প্রবাবে ইতোপূর্বে কোন না কোনভাবে পারশিয়ালি (পক্ষপাত মূলক) কাজ কারবার করেছেন। কারো নামে মার্ডার মামলা থাকলেও অবাক হওয়ার কিছু নেই।

এখন বলতে পারেন উপায়?
দেখি দেশী- বিদেশী গুপ্তচর এজেন্সিগগুলো কি করে, তারপর বলছি।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



বিএনপি মোটামুটি মিলিটারীর সাহায্যে ভোটে জয়ী হয়ে আসছিলেন বরাবর; সেই পথ বন্ধ হয়েছে, আপাতত। আমি যে পদ্ধতির কথা বলছি, এতে শেখ হাসিনা নিজকে বুঝতে পারতেন।

৯| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কৌশলে জয় ব্যাপারটি দুর্বোধ্য । :)

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


গত নির্বাচনে শেখ হাসিনা কৌশলে বেগম জিয়াকে পেছনে ফেলে দিয়েছিলেন; বেগম জিয়া ভেবেছিলেন যে, শেখ হাসিনার পজিশন শক্ত নয়, ভোটের পর টিকবে না, আরেকবার ভোট করতে বাধ্য হবেন, তাতে বেগম জিয়াই জয়ী হবেন; এটা একটা উদাহরণ

১০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ক্ষমতায় যে'ই আসুক ---
আমি চাই বাসে যেন শান্তিতে উঠতে পারি। রাস্তায় যেন জ্যাম না থাকে। মানুষ যেন আর একটু মানবিক হয়।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



অত বুদ্ধিমান কেহ সরকারে নেই; অত বুদ্ধিমান লোকেরা এখন দলে সুযোগ পায় না; খারাপ হোক আর ভালো হোক, কিছু বুদ্ধি আছে বলেই ড: ইউনুসের অবস্হা টালমাটাল

১১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আগামী ছয় মাস হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আদালত আর আমলারা অঘটন ঘটাতে পারে। বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর খেলা জমতে পারে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


আমলারা গন্ডগোল করার সম্ভাবনা আর নেই, হয়তো; আমলা বলতেও তেমন কিছু নেই, যা আছে এগুলো ক্যাডার!

১২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৯

ডঃ এম এ আলী বলেছেন: শেখ হাছিনা দল হিসেবে নিজের দলকে শক্ত রেখেছেন, আমলা দিয়ে সরকার চালাচ্ছেন, সেখানে সুন্দর করে শুদ্ধি অভিযান চালিয়েছেন , যে টুকু গ্যাপ ছিল তা আগের জোট সরকারের কায়দা কনুন দিয়ে পুরণ করেছেন ফলে, উনার সরকারের জনপ্রিয়তা প্রশ্নের সন্মুখীন হলেও নির্বাচনে তিনি অবলিলায় হেসে খেলে পার পেয়ে যাবেন,তাকে ঠেকানোর সাধ্য বর্তমানের কোন রাজনৈতিক দল বা জেটের নেই , আর এ সময়ের মধ্যে তা গজিয়ে উঠার সম্ভাবনাও নেই । আন্তর্জাতিক রাজনীতিও তাঁর পক্ষে বলেই দেখা যায় । কোন খানে কতটুকু ছাড় দিতে হবে তা শেখ হাছিনা ভাল করেই বুঝে গিয়েছেন , খালেদা জিয়া আন্তর্জাতক রাজনীতির কাছে যতটুকু ছাড় দিবেন হাছিনা তার উপরে অভারট্রাম্প করবেন , আগের মত আর ভুল করবেন বলে মনে হয়না । ঠেকে ঠেকে তিনি শিখে নিয়েছেন জীবন যেখানে যেমন !!!

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া সম্পর্কে বাংগালী জাতির বাহিরে তেমন কোন কারো ধরণা আর নেই। উনি দল থেকে সরে গেলে, দল হয়তো রাজনীতি শিখতে বাধ্য হতো।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

সনেট কবি বলেছেন: তিনি আগামী ভোটকে ৩ ধাপে করতে পারেন: প্রথমে ধাপে, ১০০ সীটে ভোট করা, যেখানে উনার সবচেয়ে ভালো কলাগাছগুলো থাকবে; এই ১০০ সীটে কোনরূপ কলা-কৌশল না করে ভোট করলে, যদি ৭০/৮০ সীট উনি পেয়ে যান; বাকীগুলোতে তিনি জয়ী হয়ে যাবেন সহজেই। দারুণ বলেছেন।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


১ম ধাপেই উনি বুঝে যাবেন। উনার নিজকে বুঝার দরকার!

১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ক্যাডার বলুন আর যাই বলুন বাংলাদেশে সরকার পরিবর্তনে এরা এখনো বড় ফ্যাক্টর। দেশের নানা উপসর্গ দেখে মনে হচ্ছে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা কল্পনার বাইরে। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


দেশ যেভাবে আছে, সেইভাবে থাকবে; রাজনীতিবিদরা উড়ে যাবে।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তি‌নি তেনার অধী‌নেই নতুন , পুরাতন কলাগাছ আন‌বেন। নী‌তিকথ‌া মৃত্যুর পর তেনার নেতারা আ‌লোচনা কর‌বেন...

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবের অনুপস্হিতিতে আওয়ামী নেতারা ভালো কিছু বলেনি উনার সম্পর্কে।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:২২

কানিজ রিনা বলেছেন: আল্লাহ্ বলবেন হও আর এমনে এমনে হয়ে
যাবে। এতে কোনও সন্দেহ নাই। আমাদের
দেশের ভোট এখন প্রতিটা কেন্দ্রের নেতা
ক্ষমতা বানরা ভোট কেন্দ্রে ফেরেস্তা রেখে
দেয় ক্ষমতাবান নেতা বলেন হও আর ওমনি
ফেরেস্তারা হওইয়া দেয়। প্রতিটা কেন্দ্রে এমনতর ভাবে
জাদরেল ফেরেস্তা সেট করা থাকে। তাই
ভালচনা যতই করুন বিশ্বাস রাখুন ফেরেস্তাদের
উপর। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি বলতে এরা যা বুঝে, গণতন্ত্র বলতে এরা যা বুঝে, তাতে ড: এমাজুদ্দিন ও মেয়র খোকার মাঝে তেমন কোন পার্থক্য নেই।

১৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৪

পাগলাদা বলেছেন: কলা ফর্‌মূলা :``>>

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি এটা দিলাম, আপনিও ১টা ছাড়েন।

১৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: সব বাদ দিয়ে আপনি দাঁড়িয়ে যান জয়ী হবেন।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


আপাতত বাংলাদেশ এক ভয়ংকর অবস্হার মাঝে আছে। আমাদেরকে, সাধারন মানুষকে নিজের চেস্টা নিজে করতে হবে।

১৯| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি দেখে নিয়েন আগামি নির্বাচনেও আওয়ামীলীগ জয়ী হবে । যদি আল্লাহু চান তাহলে কেও আওয়ামীলীগ ঠেকাতে পারবে না ।
আর যদি আল্লাহু না চান তাহলে আওয়ামীলীগ ফেল ।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপাতত: সবাই ধরে নিয়েছেন যে, শেখঃ হাসিা জয়ী হবেন; কিভাবে হবেন, সেটা নিয়ে ভাবনা

২০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আম্লীগে এখন কর্মীর চেয়ে নেতা বেশি; এই আগন্তুক নেতারাই দলকে ডোবাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আম্লীগ এর বিজয়ের সম্ভাবনা দেখছি না। জিততে হলে শেখ হাসিনাকে অলৌকিক কিছু করে দেখাতে হবে।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


কোন নেতা কিছু করতে পারার কথা নয়; যেখানে শেখ হাসিনা বেগম জিয়াকে থামাতে পারছে, সেখানে উনি ১টি পরিস্কার দল চালাতে পারছেন না? উনি কি করছেন, উনি জানেন

২১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

স্বতু সাঁই বলেছেন: সুশিক্ষিতদেরকে কেন দলে ভেরানোর কথা বলছেন? ওদেরকে বলে নতুন দল করতে। কতো মুরোদ দেখা যাবে সুশিক্ষার। সুশিক্ষিত হলেই রাজনীতিক হওয়া যায় না।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের ভাবনার গোড়ায় গলদ আছে; একজন অশিক্ষিত মানুষ সমাজের কোন কাজে লাগার কথা নয়।

সুশিক্ষিতরা যেটা করেন, সেটা সঠিকভাবে করেন।

২২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: আপনি নিজে কি পরীক্ষিত?

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

২৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

টারজান০০০০৭ বলেছেন: ইশ ! কেন যে আফনেরে উফদেষ্ঠা বানাইলোনা ! হের্ লাইজ্ঞাই হাছিনা হাইরা যাইবো ! এইরাম উফদেষ্ঠা না থাকাতেই জাতি বারংবার আচার খাইতাছে ! যাহা হউক , জব্বারের বলি খেলার মতন জব্বর বুদ্ধি দিছেন কাহু !

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের কিছু করে উনি নিজকে বুঝতে পারবেন।

যেহেতু আপনার পছন্দ হয়নি, এটি ভালো কোন ভাবনা বলে মনে হচ্ছে

২৪| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

ধ্রুবক আলো বলেছেন: কলাগাছ দ্ধারা সমীক্ষা টা বেশ দারুন করেছেন। তবে তাদের চিন্তা কম, নির্বাচনে জেতার সম্ভাবনা আওয়ামীলীগেরই।

দেশে এখন বিরোধী দল নাই বললেই চলে। বিএনপি তো নিজেদের অবস্থাই শোচনীয়।

তবে প্রধানমন্ত্রীর কলাগাছ গুলো খুব ভালো অনুগত। অন্তত খালেদার কলাগাছ গুলো চাইতে ভালো!!

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে সামনে রেখে মিলিটারীর জেনারেলরা ব্যবসা করেছে মাত্র, সেটাই বিএনপি

২৫| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: একজনের কমেন্ট আশা করতেছিলাম। কিন্তু তাকে দেখতেছি না!
দেখি সে কখন কমেন্ট করে কি কমেন্ট করে!?


উনি কমেন্ট করলেই বুঝতে পারবেন কার কথা বলেছি।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আমার পোস্টে সীমিতি ব্লগারেরা কমেন্ট করে থাকেন।

২৬| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উদ্ভট রথে চলছে দেশ !!

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ও আপনার বন্ধুদের মতে চললে ইয়েমেন হয়ে যাবো আমরা

২৭| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

রাতু০১ বলেছেন: সময় হল রাজনীতির বড় ফ্যাক্টর। কলা গাছ , আলু গাছ কিছুই না।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সময় স্হবির হয়ে আছে। মানুষ সময় বুঝতেছে না; যদি মানুষ সময় বুঝে, মানুষ বুঝে, কি করে সৌদীতে ৬০ হাজার বাংগালী মেয়েকে কাজ করতে পাঠানো হয়েছে?

২৮| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

প্রোলার্ড বলেছেন: উনি তত্ত্বাবধায়কের জন্য ১৯৯৪-৯৬ এ কতই না উথাল পাথাল করেছেন। ১৯৯৬ এ জেতার পর বলেছিলেন যে এই ফর্মুলা পৃথিবীতে অনন্য । এই ফর্মুলা তিনি রফতানীও করতে চেয়েছিলেন। পরে উনিই এই ফর্মুলাকে বাদ দিয়েছেন ২০০৯ এ ক্ষমতা পাবার পর।

সব কিছু যদি উনার চাওয়া মত হয় তাহলে গণতন্ত্রের মানে কি ?

আগামী নির্বাচনে জেতার ব্যাপারে আপনার দলের জন্য আপনার যে কনফিডেন্স সেটা কি আপনার নেত্রীর আছে ? নিশ্চিত থাকেন যে উনি যখন বুঝবেন যে উনিই জিতছেন ১০০% তখনই উনি নির্বাচন দেবেন এবং এটাও নিশ্চিত থাকেন যে নির্বাচনের আগে খালেদাসহ বিএনপির বড় বড় এবং ইনফ্লুয়েন্সিয়াল নেতাদেরকে কাশিমপুরে পাঠাবেন। গত ২০০১ এ প্রথম আলোসহ বেশ কিছু দালাল পত্রিকার ভবিষ্যৎবানীর উপর উনি ভরসা করে ৬২ টি আসন পেয়েছিলেন। এরকম ভুল আর যাতে না হয় সেজন্য উনি ও উনার সাঙ্গ পাঙ্গরা সদা তটস্থ।

উনি যদি এতই কনফিডেন্ট হতেন তাহলে জন গনের উপর আস্থা রেখে ২০১৪ সালে সবাইকে এনে নির্বাচন করতেন । কারণ উনার অন্যতম টাইটেল জননেত্রী ।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


২০১৪ সালে বিএনপি'কে ভোটের বাহিরে রাখাটা জাতির জন্য ভালো ছিল; বিএনপি বাংলাদেশে মিলিটারীর তৈরি দল, ওরা রাজনীতৈতিক কার্যকলাপ থেকে জন্ম নেয়নি, জন্ম নিয়েছে শেখ সাহেবকে হত্যাকে কাজে লাগিয়ে দেশকে লুট করার জন্য; সামান্য কোকো এইদেশে লুটতরাজ চালায়েছে।

আমি কোন রাজনৈতিক দলের কেহ নই।

২৯| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

রুহুল আমিন খান বলেছেন: মোহাম্মদ যাওয়ার আগে আবু বকর, ওমর, ওসমান, আলী কে রেখে গেসিলো, নেহরু যাওয়ার আগে লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা কে রেখে গেসিলো, সোহরাওয়ার্দি শেখ মুজিব কে রেখে গেসিলো হাসিনা কাকে রেখে যাবে সেই চিন্তা করেন। ছাত্র লীগ যুব লীগে এক ঝাক ভবিষ্যত ওবায়দুল কাদের হয়তো রেখে যাবেন যারা হয়তো চা চাটি করে তৈল মর্দন করে বড় জোর উজিরে আযম হতে পারবে কিন্তু দল আওয়ামিলীগ কে লীড দেওয়ার মত কি তৃনমূল থেকে উঠে আসা নেতা কি তৈরি করতে পেরেছেন? দেশ কে লীড দেওয়া টা তো পরের কথা। জামাত কে এখন ধ্বংস না করতে পারলে হাসিনা পরবর্তি আওয়ামিলীগ কে নেতৃত্বের ডুয়েলে ধরা খেতে হতে পারে জামাতের কাছে, কারন জামাতিদের ওর্গানাইজিং প্রসেসিং লীডার তৈরি সহায়ক

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


দেশে যে পরিমাণ ছেলেপেলে আগাছার মত বড় হচ্ছে, তাতেই জামাতের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে।

আওয়ামী লীগ যেই ধরণের রাজনীতি করছে, এতে কোন নেতা তৈরি হবে না; হবে নতুন নতুন রাজনৈতিক ক্রিমিনাল।

৩০| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

স্বতু সাঁই বলেছেন: আপনি পাশকাটিয়ে উত্তর দিলে তো আর সমাধানের দিকে যাওয়া যাবে না। ফাটা দুধে যতোই ভালো দুধ ঢালুন তা ফাটতেই থাকবে। আপনে বলেছিলেন সুশিক্ষতদেরকে দলে ভেড়ানো হয় না। আমি বললাম তাদেরকে দলে ভড়ানোর কি দরকার সুশিক্ষিতদেরকে দল করতে বলুন। দেখা যাক তাদের মুরোদ কতোটুকু। একটা কথা মনে রাখবেন রাজ কার্য মেথরকে দিয়ে যেমন চলানো যায় না, তেমনি আপনার কথিত সুশিক্ষিত ব্রাহ্মণকে দিয়েও চালানো যায় না। রাজ কার্য চালাতে ক্ষত্রিয়দেরই প্রয়োজন। ক্ষত্রিয় ছাড়া রাজ কার্য চালানো যায় না।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



২০০ বছর আগের জন্য আপনার ভাবনা ঠিক আছে; বাংগালীরা ১০০ বছর পেছেনে থাকায়, শিক্ষিতদের সংখ্যা শতকরা ৩০ জন( ব্যাচেলর, মাস্টার্স), এরা এখনো আধা-শিক্ষিত দুস্টদের সাথে পেরে উঠছে না।

ইউরোপ, আমেরিকা, কানাডায় কম-শিক্ষিতদের জন্য রাজনীতি নেই; সেই পথ বন্ধ হয়ে গেছে; বাংলাদেশেও শিক্ষিতরা সামনে চলে আসবে আগামী ১০ বছরে।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

রাতু০১ বলেছেন: মানুষ কিছুই বুঝে না। সৌদীতে ৬০ হাজার বাংগালী মেয়েকে পাঠানো অনেক বড় ব্যাপার না। ব্যাপার হলো দেশভাগ, ব্যাপার হলো বঙ্গবন্ধুকে মারা।আর কত ব্যাপার আসতেছে জানি না।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


ঐতিহাসিক ঘটনাসমুহ আমাদের চলার পথকে বদলাচ্ছে; যেমন, শেখ হাসিনার ভাবনায় পিতার হত্যা একটা বড় ফ্যাক্টর।

তবে, যাদের হাতে দেশ চালনার ভার উনি দিয়েছেন, বেশীর ভাগই গবেট; এরা পড়ালেখা না করে, তথাকথিত ছাত্র রাজনীতি করে দেশ চালনা করছে; দেশ তো আর ছাত্র-দেশ নয়, আসল দেশ।

৩২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

স্বতু সাঁই বলেছেন: আমেরিকা স্বাধীন হওয়ারও পরে নারী স্বাধীনতা নিয়ে আন্দোলন চলেছিলো। তাদের কর্ম ঘন্টা নিয়ে আন্দোলন চলেছিলো। ওদের শাসকরা সারা বিশ্ব লুটেপুটে তারপরে শাসন করতে গিয়েছিলো আমেরিকায়। ওদের শাসকদের কয়েক হাজার বছরের অভিজ্ঞতা ছিলো, তারপরেও সভ্য হতে তাদের সময় লেগেছিলো ২০০ বছর। আর বাং ঙালী মুসলমানেরা তো ম্লেচ্ছের জাত। সেই বাঙালীর বাংলাদেশ স্বাধীন হওয়ার তো মাত্র ৪৫ বছর। আপনে কি হিসাব কষে ১০ বছর বললেন বুঝলাম না। আপনার ক্যালকুলেটরে মনে বাটন ঠিকমতো কাজ করছে না।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ৫০০ বছরের বেশী এই ভুখন্ডে নিজেদের সংস্কৃতিতে বসবাস করছেন; ১৯৭১ সালের আগেও এরা বাংগালী ছিলেন; ১৯৭১ সাল বড় ধরণের বৈপ্লবিক রদবদল আনার কথা ছিল; কিন্তু শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব সেই ধরণের নেতা ছিলেন না; ফলে, বিপ্লব ডিম দেয়নি; আবার জিয়া এসে, কলোনিয়েল যুগে ফেরত নিয়ে গেছে।

যাক, শিক্ষিতরা লাথি খেয়ে হুশ ফিরে পাচ্ছেন বলে মনে হয়; ১০ বছর একটা অনুমান মাত্র।

৩৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মানুষ জিহাদ হাসান বলেছেন: আলোচনা সমালোচনা সবই ভালো লাগলো।দেখা যাক কে ক্ষমতা অাসে।আর তো মাত্র কয়েকটা দিন ব্যাস।এ দেশের জন্য জামাত-বিএনপির তুলনায় আওয়ামীলীগ (মন্দের)ভালো।প্রকৃতপক্ষে সুশীল কারা এইটা আজও বুঝতে পারলাম না।সুশীল বুদ্ধিজিবি সব তো দেখি দালাল।খালি দালাল না মহা দালাল।বেশির ভাগ আওয়ামীলীগের,কিছু জামাত বিএনপির দালাল।সবাই আবার কমনলি ইউরোপ আমেরিকারও দালাল।তাই অপেক্ষায় থাকাই শ্রেয় মনে হয়।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ও কানাডায় বড় বড় শিক্ষিত ও দক্ষদের সুশীল বলা হয়; বাংলাদেশে যারা কথা পিঠে কথা বলে, বা কোন দলের ক্যাডারকে সুশীল বলা হয়; আসলে, এগুলো পিগমী।

৩৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

তারেক ফাহিম বলেছেন: উন্নত জাতের হাইব্রিট হতে হবে।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো ব্লগার হলেই চলবে।

৩৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

তারেক ফাহিম বলেছেন: সদ্য আরও একটি পোষ্ট দিয়েছিলাম, কিন্তু আমার পোষ্টটি আমার প্রোপাইল ছাড়া দেখতেই পাচ্ছি না।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


"কে-কাকে অনুসরণ করছে বুঝতে পারি না ", এই পোস্ট?

ইহা সামনের পাতায় আসেনি; আপনার লেখা সামনের পাতায় আসছে না। সামুকে অনুরোধ করেন, আপনাকে সামনের পাতায় প্রকাশ করার ক্ষমতা দেয়ার জন্য

৩৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৩

সিনবাদ জাহাজি বলেছেন: কাউয়া এবং ফার্মের মুরগির দৌড় কতখানি বোঝা যাবে।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


আমরা দেখছি, দেখছি, তারপরও দেখার কথা বলছি! আমাদের অবস্হা ভালো নয়।

৩৭| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নতুন করে টেস্টের কিছু নেই, অলরেডি টেস্টেড। সেকারনেই কলোনিয়াল পদ্ধতি...............

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


উনার সব অবদান হারিয়ে যাবে।

৩৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:
১. লে. কর্নেল শরিফুল হককে (ডালিম) চীনে প্রথম সচিব,
২. লে. কর্নেল আজিজ পাশাকে আর্জেন্টিনায় প্রথম সচিব,
৩. মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদকে আলজেরিয়ায় প্রথম সচিব,
৪. মেজর বজলুল হুদাকে পাকিস্তানে দ্বিতীয় সচিব,
৫. মেজর শাহরিয়ার রশিদকে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় সচিব,
৬. মেজর রাশেদ চৌধুরীকে সৌদি আরবে দ্বিতীয় সচিব,
৭. মেজর নূর চৌধুরীকে ইরানে দ্বিতীয় সচিব,
৮. মেজর শরিফুল হোসেনকে কুয়েতে দ্বিতীয় সচিব,
৯. কর্নেল কিসমত হাশেমকে আবুধাবিতে তৃতীয় সচিব,
১০. লে. খায়রুজ্জামানকে মিসরে তৃতীয় সচিব,
১১. লে. নাজমুল হোসেনকে কানাডায় তৃতীয় সচিব,
১২. লে. আবদুল মাজেদকে সেনেগালে তৃতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্যক্তি মানুষ হিসাবে শেখ হাসিনার উপরে এই মুহূর্তে বাংলাদেশে কোন নেতা নেই।
তবে উনাকে ডুবানোর জন্য এলাকা ভিত্তিক পাতি মাস্তান নেতা, ছাত্রনেতা আর কিছু চামচা ই যথেষ্ট বলে আমার মনে হয়।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


পার্টিকে কাজে লাগিয়ে উনি এখানে এসেছেন; পার্টিকে ঠিক না রাখতে পারলে উনার নাম ইতিহাস থেকে মুছে যাবে।

৪০| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরা যেই সচিব হিসাবে থাকেন না কেন তারা কোন কাজ করতেন বলে মনে হয় না। এক জনের কাছে শুনেছি, কোন এক রাষ্ট্রদূত এই রকম এক জন তৃতীয় সচিবকে কোন কাজের আদেশ করলে তিনি ধমক দিয়ে বলেছিলেন- প্রেসিডেন্টকে গুলি করে মেরে এলাম আর এই ব্যাটা আমাকে কিনা কাজ করতে আদেশ করে!

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা ভয়ংকর, ব্যুরোক্রেসিকে সাধারণ চাকুরীতে পরিণত করার দরকার ছিলো; যারা সাধারণ গুণাবলীর পরিচয় দেন, তাদেরকে ট্রেনিং দিয়ে উঁচু পদে নিলে ওদের কুচক্রী একতার অবসান হতো।

৪১| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

সুচিল বলেছেন: কলাগাছ না থাকলেও হাসিনা থাকবে,,চলে বলে কৌশলে

২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


উনি সরকারে না থাকলে, উনার নিরপত্তা নিয়ে ভাবতে হবে।

৪২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কমেন্ট শুদ্ধু পড়লাম। বেশ ভাল লাগলো ।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


আশাকরি ভুল কিছু বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.