![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ইত্তেফাকে পড়লাম, যশোর সীমান্তে, ইছামতি নদীর ওপারে ভারতের আংরাইলে, সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার সন্ধ্যা থেকে ২০-২৫ জন রোহিঙ্গাদেরকে সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থায়। এ কারণেই যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ইছামতি নদীর ওপারে ২০-২৫ জন রোহিঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে!
ভারতীয়দের অমানুষ হিসেবে জেনারেলাইজেশন করলে এখনো ভুল হবে না; ওদের পড়ালেখা, আর্থিক উন্নয়ন, টেকনোলোজী, বিশ্ব বিদয়ালয়ের উচ্চ-শিক্ষা সব কিছুর সুচক ভালোর দিকে; কিন্তু বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না। ২০ লাখ রোহিংগাও ওদের জন্য আজকে সমস্যা নয়; ওদের প্রতি বর্গমাইলে ৩৪০ জন মানুষ বাস করে গড়ে; বাংলাদেশে বাস করে ৩০০০ মানুষ; তারপরও বাংগালীরা ৯ লাখ রোহিংগার ভার বইছে; আর ভারত, ২০-২৫ জন রোহিংগাকে মারধর করে সীমান্তে নিয়ে এসেছে বাংলাদেশে পুশ করার জন্য।
আবার এদিকে, যশোর সীমান্তে কিছু মগজহীন মানুষ বিজিবি হিসেবে কাজ করছে, মনে হয়; আমরা যদি ৯ লাখ রোহিংগাকে স্হান দিতে পারি, আরো ২৫ জনকে নিতে পারবো না কেন, ঐ ২৫ জনকে আসতে দিচ্ছে না কেন! লোকগুলোর সাথে কথা বলে, যদি দেখা যায় যে, ওরা রোহিংগা, ওদের এপারে এনে, সরকারীভাবে রোহিংগা শিবিরে পাঠিয়ে দিলে হলো; কিছু বাংগালী আসলেই মগজ ব্যতিত জন্ম নিয়েছে!
ভারতীয়রা আরো শিক্ষিত হবে, আরো সম্পদের মালিক হবে, কোনদিন বিশ্বে নেতৃত্ব দিতে পারবে না; চীনা ও পাকিস্তানের ভয়েই কুপোকাত! বিশ্বের কেহ এদের সন্মান করে না। প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া ২০-২৫ জন মানুষের সাথে কেহ এই ধরণের ব্যবহার করে? পুরো ভারতীয় জাতিটা আসলে অমানুষের হাড্ডি!
আমাদের বিজিবিগুলোকে আরেকটু মানুষ করার দরকার; এগুলো সীমান্ত থাকাতে, ভারতের কাছাকাছি হওয়ায়, মগজ হারিয়ে বেকুব হয়ে গেছে; অমানুষের সাথে পাল্লা দিয়ে অমানুষ হচ্ছে!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
আসলে, ধন সম্পদ, পড়ালেখা, টেকনোলোজী ভারতীয়দের এখনো মানুষ করতে পারেনি; ওদের কথা শুলেই আমার বিরক্তি লাগে; সেজন্য ওদের মুভি দেখি না, কিছু কিনি না, নিজের থেকে কথাও বলি না।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন: এ জন্যই তো ভারত কিছুদিন পরে পরে নিয়মিত ভাবে ঐতিহাসিকভাবে পারসিয়ান , মুঘল আপগানী আর বৃটশদের অধিনে গোলামী করে ।
বিজিবির দুদিকেই সমস্যা ঢুকতে দিলেও সমস্যা না ঢুকতে দিলেও সমস্য । ঢুকতে দিলে এখান থেকেই অনেকে বলবেন বিজিবি কাজটা ভাল করে না্ই দুর্বল কুটনীতি, আবার ঢুকতে না দিলে অনেকেই বলবেন মানবতা বিরোধি । এ যেন শাখের করাত এদিকেও কাটে সে দিকেও কাটে !!!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আলী সাহেব, একজন বিজিবি সদস্যকে কমান্ডার হতে হলে, কিছুটা গুণের অধিকারী হতে হবে; যে দেশ ৯ লাখ রোহিংগাকে নিয়েছে, সেই দেশ নিশ্চয় আর ২৫ জনকে নিবে, এটা ছোট লজিক!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সনেট কবি বলেছেন: রোহিঙ্গা দেশহীন এক অভাগা জাতি। ওদের বিষয়টা মর্মান্তিক। পৃথিবীটা অমানুষে ভরে যাচ্ছে।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
যে রোহিংগাগুলো ভারতে পালিয়েছে, এরার তারা আবার সময়্যায়; এরা অমানুষের দেশে গেছে
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এটা কেন করছে তারা? শুধু বেকুব, সেজন্যেই কি?
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
অন্য কোন অংক তো আমি দেখছি না, জাতি যদি ৯ লাখের ভর সইতে পারে, ২৫জন কি সমস্যা?
৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া ২০-২৫ জন মানুষের সাথে কেহ এই ধরণের ব্যবহার করে? পুরো ভারতীয় জাতিটা আসলে অমানুষের হাড্ডি!
একমত।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
টেকনোলোজী শিখে কিন্তু কোথায় পায়খানা করবে, সেটা মাথায় ঢোকে না, অমানুষ
৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
ওরা অর্ডার পালন করে। ওদের কি দোষ? বিজিবিকে দয়া করে সন্মান দিয়ে কথা বলুন! সীমান্তে তারা তাদের দ্বায়িত্ব পালন করছে। আপনার আপত্তির লজিকটা আপত্তিজনক!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
সীমান্তে দায়িত্বের মাঝে অবশ্যই পড়ে যে, "ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয়া"; দায়িত্ব শব্দটা বড় আছে, উহার ডেফিনেশন আছে।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ভারতীয়দের অতীত পুশ ব্যকের ইতিহাস আমাদের জন্য সুখকর নয় । ছোট কোন পুশ ব্যকের পিছনে তাদের থাকে বড় এক খায়েশ যা আমাদের জন্য সামাল দেয়া হয়ে উঠে বিশাল কঠীন ব্যাপার ।
রোহিঙ্গাদের বিষয়ে মিডিয়াতে আসা সব খবরই শুদ্ধ নয় , রাজনৈতিক উদ্দেশ্যে অনেক বিষয়কে বহুবিধভাবে প্রয়োগ করা হয় , নীচে উদাহরণ দেখানে হলো :
কপালে সিদুর মাখা এই ছবিটাকে আমার একটি পোষ্ট সহ অনেক জায়গায় দেখানো হয়েছে যে আরাকান হতে শুধু মুসলমান নয় হিন্দুরাও এখানে পারি দিচ্ছে ,আবার এই ছবিটাই কিছু কিছু দেশী বিদেশী মিডিয়াতে এখন দেখাচ্ছে হিন্দু রোহিঙ্গারা মিয়ানমার সেনাদের সাথে গোপনে যোগাযোগ করে রাতের আধারে বাংলাদেশ হতে বর্ডার পারি দিয়ে মিয়ানমারে ফিরে যাচ্ছে । তারা খোলা ধানক্ষতে ঘুরাফিরা করছে কেওবা চলে গেছে রাজধানী ইয়াঙ্গুনে । তাই কে যে কি উদ্দেশ্যে রোহিঙ্গা ইস্যুটাকে মিডিয়াতে ব্যাবহার করছে তা সহজে বোধগম্য হয় না । তাই প্রথম ধাক্কায় সাবধানী হওয়া ছাড়া এই মহুর্তে উপাই নাই বলেই মনে হয় ।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
সামুর ডান প্যানেলে ইত্তেফাকের হেড লাইনে দিয়েছে এই সংবাদটি; ইত্তেফাক জেনেশুনেই দেয়।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কমান্ড যা বলবে তার বাইরে কিছু করার কি তাদের এখতিয়ার আছে? সীমান্ত আইন বা পলিসি তাদের মেনে চলতে হয় না?
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
সীমান্ত আইন মেনে চলে দেখেই তো গরু, পেনসিডিল ঢুকছে হু হু করে।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই অমানুষের দেশের সংস্কৃতি বাংলাদেশের ৯০ ভাগের বেশি মানুষ দিন রাত গিলছে। লজ্জা শরম নাই। আফসোস।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
অনেক বাংগালীর তেমন কোন ব্যক্তিত্ব নেই
১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন রোহিঙ্গা পুশব্যাক করতে দিলে কিছু দিন পর কোলকাতার, আসাম এবং ত্রিপুরায় যে বাঙ্গালি ভারতীয় মুসলান রয়েছে তাদের পুশব্যাক করার সুযোগ পেয়ে যাবে বা উছিলা হিসেবে ব্যবহার করবে।
আমাদের পাতানো তথা কথিত বন্ধু থেকে এর চেয়ে আর কি আশা করা যায়!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনাদের অনেক রকম লজিক; কলকাতা আসামের বাংগালীরা রাস্তায় ঘুরছে না; রোহিংগারা রিফিউজী; বিএসএফ এর হাতে আটকা পড়ার পর, এরা যাবে কোথায়? বিএসএফ কি জার্মানীর লোকজন ষে সরকারের হাতে তুলে দিবে?
১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এর আগে কিন্তু তারা তাই করতে চেয়েছিল।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
এক সময় ছিলো এক কোটীকে থাকতে ও খেতেও দিয়ে ছিল, সময়ের সাথে অনেক কিছু বদলাচ্ছে
১২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
মলাসইলমুইনা বলেছেন: রোহিঙ্গা সমস্যা,তাদের জায়গা দেবার ব্যাপার নিয়ে যেখানে আমাদের ভূমিকার আন্তর্জাতিক ভাবে প্রশংসা করা হচ্ছে তখন বিজিবি-র আরো একটু ট্যাকটিক্যাল যওয়া উচিত ছিল ঘটনাটা হ্যান্ডেল করার ব্যাপারে |এই খবরটা একটা উল্টো সিগন্যাল হিসেবে অনেকেই ইউজ করতে পারে রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের নেতিবাচক মনোভাব বোঝাতে |
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিএসএফে চাকুরী করে ভারতের নিকৃস্ট বর্ণের লোকেরা, এরা লাথি খেয়ে খেয়ে এমনিতে অমানুষ হয়ে আছে; ওদের হাতে আটকা পড়লে কি হবে, কেহ জানে না; বিজিবির উচিত ছিলো, এরা রোহিংগা হলে, এদেরকে এপাশে এনে রোহিংগা শিবিরে পাঠিয়ে দেয়া।
১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
সীমান্তে ফেন্সিডিল ঢুকে কিছু কালপ্রিট চোরাকারবারিরর কারনে। জওয়ানদের কি দোষ!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি মংগল গ্রহের লোক, হয়তো! বিএসএফ ও বিজিবি ব্যতিত সীমান্ত দিয়ে পাখীও উড়ে আসতে পারেবে না।
১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এরা যেহেতু ভারতে আটকা পড়ে আছে সেহেতু সেদেশের প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবীদের এব্যাপারে ভূমিকা নেয়া উচিৎ। তারা এগিয়ে আসলে ধর্মান্ধ মুদি সরকার হয়ত চাপ অনুভূত করত।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
ভারতের বুদ্ধিজীবীরা সেই দেশের জন্য বুদ্ধিজীবি, অন্যদের জন্য অমানুষ
১৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি হাসালেন আমাকে।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
হিউমার কাজ করে
১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: এক সময় ইত্তেফাকে সান্ধকালীন এক পৃষ্ঠার সংবাদ বের হত ।
হকাররা হেড লা্ইনের সংবাদ চিল্লায়ে বলে বলে তা মানুষের কাছে বেচত
একদিন হেড লাইন আসল ভাষানীর কোন খবর নাই ।
মানূষ হুমরী খেয়ে পড়ল সেটা কিনার জন্য ।
কি্ন্তু মানূষ তা কিনে পাঠ করে দেখল ভাষানী সে দিন
পেপারে কোন বিবৃতি দেন নাই , বা কোথাও কিছু বলেন নাই ।
সকলেই মানিক মিয়ারে ধরল ব্যপারকি এই ভোগাস খবরের
তিনি জানালেন সত্যিই আজ তাঁর বিষয়ে কোন খবর নাই ।
সংবাদ পত্র মাঝে মাঝে এমন কিছু সংবাদের জন্ম দেয়
বিশেষ কিছুকে সামনে রেখে ।
সকলের সচেতন হওয়ার প্রয়োজন আছে ।
যাহোক ইত্তেফাকের খবরটা আমি সেদিন দেখেছি ।
তখনই ভাবছিলাম এটা নিয়ে বেশ রাজনীতি কিছু হবে,
তবে যাদের চেপে ধরার কথা ছিল তারা একেবারে চুপ মেরে গেছে ।
ধন্যবাদ
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
আমাদের মিডিয়ায় হকারেরা ঢুকে গেছে।
১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ঠিক বলেছেন --- বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না।
এই বর্ণ প্রথা ভারতের ভেতরেও প্রকট ।
সম্মানিত সহব্লগার ডঃ এম এ আলীর প্রথম মন্তব্যে সহমত ।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা সম্পদশালী অমানুষ; বর্ণপ্রথা ওদের মানুষ হতে দিচ্ছে না
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
নিরাপদ দেশ চাই বলেছেন: এক কাজ করলে ভাল হয় জনা দশেক রোহিঙ্গাকে আপনার বাসায় আশ্রয় দিন। আমেরিকায় না পারলে বাংলাদেশে নিশ্চই আপনার আত্মীয় স্বজন আছে তাদের বাসায় রাখার ব্যবস্থা করুন। প্রধান্মন্ত্রীর ভাষ্যমত মত ভাত শুধু দেশের দরিদ্র মানুষ ভাগাভাগি করে খাবে আর আপনাদের মত বড়লোকেরা শুধু ব্লগে মানবতা দেখাবেন কিন্তু বাস্তবে দেখাবেন না সেটা কেমন কথা?
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আমি বাস্তবে আছি, আপনি বাস্তবে নেই; রোহিংগারা আমার একার নয়, আপনি ব্যতিত বাকী ১৭ কোটী, যেখানে আমিও আছি রোহিংগাদের ভার নিয়েছেন; ওরা আপনার ভাবনাশক্তিতে সমস্যা হয়ে আটকে গেছে
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতি বর্গমাইলে ৩৪০ জন মানুষ বাস করে ভারতে।
বাংলাদেশে বাস করে প্রায় ৩০০০ মানুষ।
প্রতি বর্গমাইলে ৩০ জনের উন্নত দেশও ১জনকেও প্রশ্রয় দেয়না।
আমেরিকা গতকাল একদল এসাইলেম আবেদনকারীদের জোরপূর্বক পাঠিয়ে দিল বাংলাদেশে।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
কিছু বাংগালীর নামে বিভিন্ন প্রকার জাতলিয়াতী ও আইনভংগের কেইস আছে; আগে কখনো একেবারে বিনা অপরাধে কোন বাংগাীকে ধরে পাঠিয়ে দেয়নি; এদের বিরু্দ্ধে কোন অভিযোগ আছে কিনা আমি জানি না।
২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
সেয়ানা পাগল বলেছেন: @ ডঃ এম এ আলী এবং চাঁদগাজী
এ জন্যই তো ভারত কিছুদিন পরে পরে নিয়মিত ভাবে ঐতিহাসিকভাবে পারসিয়ান , মুঘল আপগানী আর বৃটশদের অধিনে গোলামী করে ।
ডঃ এম এ আলী, আপনার মত শিক্ষিত ব্লগারের থেকে এরকম সস্তা বক্তব্য আশা করি নি। আপনি ভালো করেই জানেন যে, সে যুগে ভারত বলতে বর্তমান পাকিস্থান,বাংলাদেশ সহ সমগ্র ভারত বোজানো হয়। তাই থুতু টা উপরের দিকে ছুঁড়লে নিজের গায়েও পড়ে !
চাঁদগাজী এর পুরানো পোস্টে করা একটি পরিসংখ্যান আবার রিপস্ট করলাম।
একটু ভুল আছে। ১৯৭১ সালে ভারতে যারা মাইগ্রেট করেছিলো সেই হিসেব বাদ দিয়ে তারপরে আরো ২ কোটির ( ২০০৭ সালের পরিসংখ্যান অনুসারে) বেশী বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে এবং বসবাস করছে। ভারতে এছাড়া আরও শরণার্থী রয়েছে -
তিব্বতি - ১,৫০,০০০
আফঘানিস্থানি - ৬০,০০০
শ্রীলঙ্কান তামিল - ১, ০০০০০
রোহিঙ্গা - ৪০,০০০
পাকিস্থানি হিন্দু- বুদ্ধ - শিখ - ৪৩০০
view this link
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
ভারতে বাংগালী, পাকিস্তানী ও আফগানী হিন্দুরা ঘুরেফিরে থেকে যেতে পারে; বাকী অনেকেই আছে; তবে, রোহিংগাদের নিয়ে তারা নিজেদের অমানুষত্ব প্রমাণ করতে পেরেছে।
২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটার আরেকটা কারণ থাকতে পারে। ভারতে থাকা রোহিঙ্গাদের বোঝানে হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গারা ভালো আছে। ওখানে গেলে ভারতে চেয়ে ভালো থাকতে পারবে। তবে ভারতের উচিত ঐ রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ব্যাক না করে মায়ানমারে পুশ ব্যাক করা। আফটার অল, মায়ানমারের সাথে তাদের এখন ভালো সম্পর্ক...
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
ভারতের মতো বড় দেশ আদৌ পুশব্যাক করবে কেন? মিয়ানমার থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা মানুষকে আবার মিয়ানমারে পুশব্যাক করার অর্থ কি হতে পারে?
২২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
সেয়ানা পাগল বলেছেন: @ চাঁদগাজী
বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না।
হাসালেন ! ভারত, পাকিস্থান ও বাংলাদেশের মুসলিমদের পূর্ব পুরুষরা হিন্দু ধর্মাবলম্বী ছিল তাই মুসলিম হয়েও এখনো বর্ণ প্রথা ছাড়তে পারেনি। তাইত উচ্চ বর্ণের মুসলিমরা নিচু বর্ণের মুসলিমদের সাথে বৈবাহিক সম্পর্ক করে না । সৈয়দ বংশ , মির্জা বংশ ইত্যাদি।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশেও অনেক অমানুষ আছে, তাই আমাদের এই অবস্হা
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
কানিজ রিনা বলেছেন: ভারতের শিক্ষিত লোকজন গরুর সন্তান।
রহিঙ্গারা ভারতে ঢুকে গরুর সন্তানদের কাছে
অপমানিত হচ্ছে। কোটে কেচ চলছে রহিঙ্গাদের
রাখবে না রাখবে। বিষয়টা মমতা ব্যানার্জীর
নলজে যাওয়া প্রয়োজন। বাংলাদেশ সরকার
এবিষয়ে ভারতের গরুর সন্তানদের সাথে
আলাপ করা প্রয়োজন। দশলাখ রহিঙ্গা
বাংলাদেশ আশ্রয় দিলে ভারতে যে সব রহিঙ্গা
আছে। তারাও আশ্রয় পাবে। জাতি সংঘ বুঝুক
ভারতে আসলে গরু মাতার সন্তানে ভরা।
রহিঙ্গাদের নিয়ে ভারতের সয়তানী মনভাব
বিশ্ব আর একবার জানুক। অনেক ধন্যবাদ
রহিঙ্গাদের সাথে সমব্যাথি হওয়ার জন্য।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়দের কাছে মানুষ থেকে গরু বড়, ওদের মাথায় কিছুটা গোবরও আছে, মনে য়।
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
কলাবাগান১ বলেছেন: "কিন্তু বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না।"
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
সায়েন্স ও টেকনোলোজী এত অসগ্রসর হয়েও মানুষ না হওয়ার পেছেন কারণ হয়তো আগের বর্ণপ্রথার প্রভাব
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫
এডওয়ার্ড মায়া বলেছেন: এই নিউজটা যদি বিদেশি পত্রিকা হাইলাইট করে মাদার অফ হিউম্যানিটি কোথায় গিয়ে দাঁড়াবে।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
প্রাইম মিনিস্টার কি বিজিবি কমান্ডার? আপনাদের ভাবনাশক্তি দেখে হতাশ হতে হয়। জাতি যখন ৯ লাখকে নিয়েছে, বাকী ৩ লাখকেও নিবে, ২৫ জন তো গণনার মাঝে পড়ে না।
২৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
এডওয়ার্ড মায়া বলেছেন: " প্রয়োজনে নিজেরা এক বেলা খাব "
- মাদার অফ হিউম্যানিটি
এই ম্যাসেজটা প্রাইম মিনিষ্টার থেকে বিজিবি কমান্ডার পায় নাই।
আপনার ভাবনা শক্তি নিয়া আমি হতাশ হইলাম না।
গায়ে জ্বর টর কমছেনি ??
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এখন ভালো।
বার্মা-ভারত সীমান্ত দিয়ে রোহিংগাদের প্রবেশ করতে দেয়নি; যারা ফাঁকি দিয়ে প্রবেশ করেছে, তাদের নিয়ে টানাটানি করেছে
অমানুষগুলো
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১
সেয়ানা পাগল বলেছেন: " প্রয়োজনে নিজেরা এক বেলা খাব "-[/sb
ইতিমধ্যে অসন্তোষ ধূমায়িত হচ্ছে সরকারী ও বেসরকারি চাকুরীজীবীদের মধ্যে যেহেতু রোহিঙ্গা রিলিফ ফান্ডের নামে তাদের মাসিক বেতন থেকে টাকা কাটা ( অনিচ্ছা সত্ত্বেও) শুরু হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
রোহিংগা নিয়ে সমস্যা হবে; সরকার দক্ষতার সাথে হ্যান্ডলিং না করতে পারলে, স্বয়ং রোহিগারাও আমাদের জাতির নামে বদনাম করবে।
২৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১
সেয়ানা পাগল বলেছেন: রোহিঙ্গা নিয়ে বিজেপি শাসিত ভারতের এই উগ্র সাম্প্রদায়িক অবস্থানের কারন অনেকটা ডঃ এম এ আলী নিম্ন লিখিত বক্তব্যে নিহিত।
@ ডঃ এম এ আলী এবং চাঁদগাজী
এ জন্যই তো ভারত কিছুদিন পরে পরে নিয়মিত ভাবে ঐতিহাসিকভাবে পারসিয়ান , মুঘল আপগানী আর বৃটশদের অধিনে গোলামী করে ।
মুসলিম রা যেখানেই যাই সেইখানে গেঁড়ে বসে পৃথিবীর ইতিহাস তাঁর প্রমাণ। অতীতে ভারতবর্ষে লুটপাট করতে এসে পাকাপাকি ভাবে আসন গেঁড়ে বসে। প্রথমে শরণার্থী হিসেবে এসে সমস্ত সংখ্যালগুর অধিকার ও ধর্মীয় অধিকার দাবি করবে। তারপর কয়েক দশকের মধ্যে অস্বাভাবিক হারে বংশ বিস্তার করে সংখ্যাগরিষ্ঠে পরিণীত হয়ে সবার আগে সেখানের আদি বাসিন্দা দের মানব অধিকার ও ধর্মীয় অধিকার হরণ করে।
রোহিঙ্গা নিয়ে বিজেপি শাসিত ভারতের এই উগ্র সাম্প্রদায়িক অবস্থানের কারন অনেকটা ডঃ এম এ আলী নিম্ন লিখিত বক্তব্যে নিহিত।
@ ডঃ এম এ আলী এবং চাঁদগাজী
এ জন্যই তো ভারত কিছুদিন পরে পরে নিয়মিত ভাবে ঐতিহাসিকভাবে পারসিয়ান , মুঘল আপগানী আর বৃটশদের অধিনে গোলামী করে ।
মুসলিম রা যেখানেই যাই সেইখানে গেঁড়ে বসে পৃথিবীর ইতিহাস তাঁর প্রমাণ। অতীতে ভারতবর্ষে লুটপাট করতে এসে পাকাপাকি ভাবে আসন গেঁড়ে বসে। প্রথমে শরণার্থী হিসেবে এসে সমস্ত সংখ্যালগুর অধিকার ও ধর্মীয় অধিকার দাবি করবে। তারপর কয়েক দশকের মধ্যে অস্বাভাবিক হারে বংশ বিস্তার করে সংখ্যাগরিষ্ঠে পরিণীত হয়ে সবার আগে সেখানের আদি বাসিন্দা দের মানব অধিকার ও ধর্মীয় অধিকার হরণ করে।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
ভারতে তুর্কী, আফগান ও মোগল মুসলিমরা এসেছিল "রাজতন্ত্রে"; রাজতন্ত্রে কেহ রাজ্য চালাতো, কেহ লুট করতো, কেহ মানুষ মারতো; রাজারা কোন জাতি, কোন মনোভাবের সেটা কারো কন্ট্রোলে ছিলো না।
মুসলিম পরিবারের বেশী সন্তান জন্ম নিয়েছে সব সময়, কারণ তারা ধরে নিয়েছে যে, সন্তানদের উপর নির্ভর করতে হবে।
২৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১
জাহিদ অনিক বলেছেন:
বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না - ঠিক বলেছেন। ভারতের মন্ত্রী মিনিস্টারেরাও এর বাইরে নয়।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
মন্ত্রী মিনিষ্টারেরা পার্টির লোক, এগুলো ভালো হওয়ার কোন সম্ভাবনাই নেই!
৩০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩
ধ্রুবক আলো বলেছেন: বিজিবি মানুষ হবে ঠিকই, কিন্তু এই অসভ্য ভারত জাতি জীবনেও মানুষ হবে না।
এরা সব দিক দিয়েই এখনও উন্নতি করতেছে, শুধু মানবতার দিক দিয়ে এরা শূন্যের নীচে। উন্নতি করলেও এরা এখনঁও বনে জঙ্গলে টয়লেট এর ককজ সাড়ে।
এরা পর্ন স্টারকে সুপারস্টার বানায় আর ধর্ষিত নারীকে বানায় কলঙ্কিনী।
আমার ক্ষমতা থাকলে এদের এক ঘরে করে দিতাম।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
এরা নিজেদের মেয়েকে ছেলের সমান আদর যত্ন করে না, বিয়ে দেয়ার পর, আর ঘরে আনে না, অমানুষ!
৩১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: @সেয়ানা পাগল
ভারতের তথা ভারতবর্ষের মধ্যে আমরাও এক সময় ছিলাম , তাতে কোন সন্দেহ নাই । আমরাতো মাত্র কিছুদিন পুর্বেও ক্তভোগীই ছিলাম । এটা তাই নীজেদেরই মুল্যায়ন, এর জন্য খুব বেশী শিক্ষিত হওযার প্রয়োজন নাই , নীজেদের মধ্যে ভ্রাতুত্ববোধের অভাব ও বিবেধের কারণেই অতীতে নিয়মিতভাবে ভারতবর্ষভুক্ত হিসাবে আমাদেরকেও বাইরের অনেক জাতির কাছেই গোলামী করতে হয়েছে । তাই ভুল বুঝার অবকাশ নাই । সমগ্র ভারত বর্ষ নীজেদের মধ্যে ভ্রাতুত্বের ও বন্ধুত্বের মনেভাব বজায় রাখতে না পারলে সকলের জন্য বিপর্যয় অনিবার্য । কথাটি দিয়ে এটাই বুঝানো হয়েছে । কোন বিষয়কে ব্যক্তিগত পর্যায়ে টেনে না নিয়ে যুক্তি প্রদর্শনই শ্রেয় বলে মনে করি ।
মুসলমান বৌদ্ধ এবং খৃষ্টান যারা অতীতে বাইরে থেকে এসে ভারত শাসন করেছিল আমার মন্তব্যে তাদের সকলের কথাই বলা হয়েছে, এখানে ভারত বর্ষের সকল ইতিহাসকে পাশ কাটিয়ে শুধু মুসলমানদেরকে টেনে আনার পিছনে বর্তমান প্রেক্ষপটে রোহিঙ্গা সমস্যাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবনতা কিনা ভাবার অবকাশ আছে । নীজেরা ভুলের সাগরে হাবু ডুবু খেলে ঠেকাবে কে , আমাদের দিকে বিপর্যয় ঠেলে দিবে আর সে জন্য অতীতের কথা স্বরণ করিয়ে দিলে কারো মনে কোন ব্যথা লাগার কথা না, যদিনা বর্তমানের ভারতের এ কান্ডটা একান্তই মন:পুত হয়ে থাকে । ইতিহাস বড়ই নির্মম , তার পুনরাবৃত্তি ঘটেই চলে , সেই প্রাগৈতিহাসিক কাল হতেই তা ভারত বর্ষে দেখা গেছে শতাদ্দির পর শতাব্দি ধরে। অনেক শক্তিশালী ভারতবর্ষ সম্রাটের পতন হয়েছে তাদের ভুলের কারণে । আমরা কিছুতেই চাইনা তারা ভুল করুক আর মাসুল গুনি আমরা সাধারণ জনগনে ।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার সেয়ানা সাহেব অতীত নিয়ে বেশী ব্যস্ত
৩২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: বিজেপী ক্ষমতায় আশার আগে নির্বাচনী ইসতেহার ছিল অবৈধ্য সব বাঙালীদের দেশে ফেরত পাঠিয়ে দেবে, সেখানে তারা এখন রোহিঙ্গাদের আশ্রয় দেবে কি করে ভাবছেন???
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭
চাঁদগাজী বলেছেন:
সব ধর্মীয় দলগুলো মুলা ঝুলায়; বের করার মত বাংগালী ওখানে নেই। বার্মার মতো ভারতের অমানুষেরা ধরে নিয়েছে যে, রোহিংগাদর গন্তব্যস্হল বাংলাদেশ; ভারত নিজেই মগদের চেয়ে সামান্য ভালো
৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওহ রোহিঙ্গাদের জন্য বড় কষ্ট হয় কিন্ত কিছু করার নেই ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১১
চাঁদগাজী বলেছেন:
সারা বিশ্ব বাংলাদেশকে সাহায্য করছে রোহিংগাদের নিয়ে; আমাদের সরকার যদি কিছুটা দক্ষতা দেখায়, ওরা জীবনের আলো দেখতে পাবে।
৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১০
নিরাপদ দেশ চাই বলেছেন: ভারত শুধু রোহিঙ্গাদের কেন আসাম, ত্রিপুরা থেকে সব বাঙ্গালিদের পুশ ব্যাক করলেও কোন অসুবিধান নাই। মাদার অভ হিউম্যনিটি দার খুলে রেখেছেন সবার জন্য!! তার এজেন্টদের কাজ এখন মানবতার গান গেয়ে বেরিয়ে বিশ্বব্যপী বোঝানো যে মাদার অভ হিউম্যনিটিকে তার দেশের কিছু লোক অযথা অবৈধ বলে হয়রানি করার চেষ্টা করছে।
জেনেবুঝে এই এজেন্ডা হাতে নিয়েছেন কিনা বুঝতে পারছি না।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
জিয়া ও এরশাদ ক্ষমতা দেখল করে এই দেশ চালায়েছে, সেই দিক থেকে শেখ হাসিনার একটা বিশাল পার্টি আছে, উনি কি ঐসব লোককে ছেড়ে দেবেন; সেটা ভেবে দেখেন।
৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
নিরাপদ দেশ চাই বলেছেন: আপনি অতীত দিয়ে কেন বর্তমানকে বারবার জাস্টিফাই করতে চান বুঝতে ব্যর্থ হচ্ছি। মানুষ বর্ত্মান নিয়ে বাচে। চালের কেজি ৭০ টাকা,। মধ্যবিত্ত এবং দরিদ্ররা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। এর মধ্যে মাথার ওপড় চাপানো হয়েছে রোহিঙ্গাদের বোঝা। শুনেন ক্ষূধা পেটে পুর্নিমার চাঁদকে ঝলশানো রুটি মনে হয়। তখন মানুষকে মানবতার গান শোনালে মানুষের রাগ চরমে উঠে। আপনি একজন মুক্তিযোদ্ধা। দয়া করে এক অবৈ্ধ স্বৈরাচারী সরকারের পক্ষে প্রচারনা বন্ধ করুন। আপনি আমি উন্নত দেশে থাকি খুব ভাল করেই জানি যে অবৈধ অনুপ্রবেশকারীদের কি নিষ্ঠুর উপায়ে ঠেকানো হয়।আমি যে দ্বীপ রাস্ট্রে বাস করি সেখানে চারপাশের সাগরে ইলেক্ট্রিক ওয়েভ তৈরী করে রাখা হয়েছে যাতে সাতরে পার হতে চাওয়া অবৈধ অনুপ্রবেশকারিদের সাগরেই সলিল সমাধি ঘটে। অত্যন্ত দুঃখজনক যে আমাদের বাংলাদেশী ভাইয়েরাই এর শিকার হচ্ছে সবচেয়ে বেশি। আর আমেরিকার কারাগারে অবৈধ অনুপ্রবেশকারিদের সাথে কি ব্যবহার করা হয় তা যদি ্না জানেন তবে একটু গুগুল করে জেনে নেবেন।
তবে প্রশ্ন হচ্ছে আপনার মত একজন বিজ্ঞ ব্যক্তি এসব কিছু জানেন না এটা কি হতে পারে?
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের গত ৪৭ বছরের কোন সরকারের কার্যকলাপকে আমি সমর্থন করতে পারিনি; বর্তমান সরকারকে রাজনৈতিক উপায়ে সরানোর মত রাজনৈতিক দল বাংলাদেশে নেই; রাজনৈতিক দল সংকটে ভুগছে জাতি।
৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫
শাহেদ খান বলেছেন: ক্ষোভের চরম প্রকাশ! স্পষ্ট কথায় ভাল লাগা!
৯ নম্বর কমেন্টের জবাব পরে হাসলাম কতক্ষণ! কী ডিপ্রেসিভ একটা ব্যাপার!
২৯-এর জবাবে যা বললেন, বর্তমান ব্যবস্থায় (ভারতে) মিনিস্টার নিয়োগের অন্য কী অপশন আছে?
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
রিফিউজী মানে রিফিউজি; তাদের কেন বাংলাদেশে পুশ করা হচ্ছে?
৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭
রাতু০১ বলেছেন: বাস্তবতা হলো অমানুষদের দেশেই আমরা লাইন ধরে যাচ্ছি হয় মানুষ হতে , না হয় চিকিৎসা নিতে , নতুবা বিনোদনের জন্য। ঘুরতে যাওয়া সবার মুখেই শুনি আমাদের এখানের করাপ্টেড সিস্টেমের কথা যেটা তারা তুলনা করে ভারতের সাথে , যেখানে সিস্টম করাপ্টেড কম।
বর্ন প্রথা থেকে সৃষ্ট এই অমানুষদের মধ্যে মানবিকতা নাই বললেই চলে কিন্তু তাদের মধ্যে কি আছে যার কারনে তারা অন্য সব দিক দিয়ে আগানো। আমার মনে হয় তাদের দেশপ্রেম টা শতভাগ যার ছিটেফোটা আমাদের দেশের ভিতরে থাকা কারোরই নাই।
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
মানুষ শিক্ষিত হলে দেশপ্রেম বাড়ে, দেশপ্রেম প্রকাশ করতে পারে; আমাদের বেশীর ভাগ লোকের দেশের উপর কোন অধিকার নেই; ফলে, দেশ প্রেম দেখানোর উপায়ও নেই।
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: একটা বিষয় লক্ষ করছেন গাজী ভাই ভারত আমাদের সব থেকে কাছের আপন মানুষ কিন্ত পৃথিবীর সব রাষ্ট্র থেকে ভারতই
আমাদের সব থেকে আগে এবং বেশি ক্ষতি করার কথা ভাবে।
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
ভারত প্ল্যান করে আমাদের ক্ষতি করছে বলে মনে হয় না, প্রতিবেশী হিসেবে আমাদের সাথে তাদের বড় সমস্যা হচ্ছে পানি, সেটার সঠিক সমাধান হয়নি।
ব্যবসা সমস্যা হচ্ছে আমাদের দিক থেকে।
৩৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১
টারজান০০০০৭ বলেছেন: যাক, এতো দিনে চিনিতে পারিলেন ! আদ্দেক ডিমের পুরোটাই খাওয়া ভারত রোহিঙ্গাদের আশ্রয় দেবে না সেটাই স্বাভাবিক ! ৭১ এ আমাদের আশ্রয় দেওয়াটাও বিনা স্বার্থে নয়। হাজার বছরের বদলা লে লিয়া ! তবুও কৃতজ্ঞতা !
যেহেতু এখন আর কোনো স্বার্থ নাই, তাই তাহাদের আদ্দেক ডিমে ভাগ বসানো ২ কোটি মুসলমানকেও বাংলাদেশী ট্যাগ লাগাইয়া, ঠেলিয়া বাংলাদেশে পাঠানো যায় কিনা সেই চেষ্টা দেখা যাইতেছে ! বিজেপি মুখপাত্র বিচিওয়ালা পাগলের কথায় তাহাই বোঝা যাইতেছে !
আপনাকে ধন্যবাদ ! অন্তত মানবিকতার খাতিরেও রোহিঙ্গাদের সমর্থন করিলেন ! এমন দুর্ভাগা জাতির পক্ষে লিখিয়া এবং ফহিন্নির পুত ভারতের আসল চরিত্র তুলিয়া ধরার জন্য !
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্হা আমাডের চেয়ে বেশ ভালো; কিন্তু তাদের মানবিক সমস্যা রয়ে গেছে।
৪০| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
তারেক ফাহিম বলেছেন: বিশ্লেষন ভালো লাগলো,
সহমত প্রকাশ করছি।
১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের এনাসাইসিসের গন্ডীর মাঝে থাকলেই হলো।
৪১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
কানিজ রিনা বলেছেন: ভারত বাংদেশের মাথায় বেল ভেঙে সরবত
বানায়, আর কিছু বাঙালী সেই সরবত চাটে।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ স্বাভাবিকভাবেই ওদের বাজার; বাংগালীরা সামান্য জন্মদিনের কাপড়ও কলিকাতায় গিয়ে কেনে; চোরা পয়সা খরচ করতে গায়ে লাগে না।
৪২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১১
পুলক ঢালী বলেছেন: গাজীভাই আপনার এই পোষ্টের মন্তব্যগুলি এখনো পড়িনি। আমি মন্তব্য না করলেও পড়ার কাজটা মনযোগ দিয়েই করি। আজকে আমি আপনার সাথে দ্বিমত করছি। আমরা ৯ লাখ রোহিঙ্গার ভার বইছি আরো এক লাখ আসলেও পিছিয়ে যাবোনা কিন্তু ভারত যদি পুষ করে একজন রোহিঙ্গা নেওয়াও আমি সমর্থন করিনা। যেসব রোহিঙ্গা সরাসরি বাংলাদেশে এসেছে তাদের আমরা নেবো। যারা ভারতে গিয়েছে তার দায় ভারতের তারা রাখতে না চাইলে মায়ানমারে পুষব্যাক করবে বাংলাদেশে কেন? ভারতের দায় আমরা নেবো কেন ?
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
রিফিউজী যেই দেশে যায়, সেই দেশ তার দায়িত্ব নেবে, কিংবা নেবে না; কিন্তু ৩য় দেশে ঠেলে দেয়া ভয়ানক ভাবনা; ভারত সেটা করার চেস্টা করছিলো।
ভারত, এই রিফিউজীদের নেপাল, পাকিস্তান, কিংবা ভুটানে পুশ করার চেস্টা করেনি কেন?
৪৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
সাইফুর রহমান খান বলেছেন: যেহেতু সীমান্তটা ভারত; সেহতু বিজিবি বাহিনীর সতর্কতা প্রশংসার দাবিদার।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
ভারত বাংলাদেশ দখল করার চেস্টা করছে না; সীমান্তে যদি বিজিবি না থাকে, ভারত সীমান্তকে ঠেলে বাংলাদেশের কিছু অংশ দখল করবে না।
৪৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১
সাইফুর রহমান খান বলেছেন: বিশ্বাস করা কঠিন।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
এই বিশ্বাস নাই বলে মানুষ অনেক পেছনে পড়ে আছে।
৪৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, বিজিবি কম বুদ্ধির নয় জেনে শুনেই বাঁধা দিয়েছে, ওই ২০/২৫জন রোহিঙ্গাকে সাদরে গ্রহণ করলে ভারতের বিএসএফরা সারা ভারতে যত উদ্বাস্তু আছে সব জড়িয়ে নিয়ে এসে পেটন দিয়ে বাংলাদেশে ঢুকাবে। এর আগেও এরকম বহু উদ্বাস্তু এনে নোম্যান্স ল্যান্ডে দাঁড় করিয়ে রেখেছে, বিজিবির শক্ত অবস্থানের কারণে বাংলাদেশে পাঠাতে পারে নাই। সেই কাহিনী হয়তো আপনি জানেন না।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
যাক, এই কয়েকজন রোহিংগার কি হতে পারে অবশেষে?
৪৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
শাহেদ খান বলেছেন: মন্তব্য#৩৬-এর জবাবের প্রেক্ষিতে বলছিঃ অবশ্যই মানবিক বিপর্যয়ের সময় কোনও মানুষকেই পুশ করার বা এ নিয়ে রাজনীতি করারও কোনও ভাল অর্থ থাকতে পারে না!
কিন্তু আমার প্রশ্নটা ছিল ভিন্ন।
আপনি মন্তব্য#২৯-এর জবাবে বলেছিলেন, "মন্ত্রী মিনিষ্টারেরা পার্টির লোক, এগুলো ভালো হওয়ার কোন সম্ভাবনাই নেই!"
সেটা দেখে (এবং উত্তরটা জানি না বলেই) প্রশ্ন করেছিলাম, ভারতের বর্তমান সরকারব্যবস্থায়, রাজনৈতিক দল (পার্টির) নির্বাচিত জনপ্রতিনিধি (লোক) ছাড়া অন্য কাউকে কি মন্ত্রী-মিনিস্টার বানানোর অপশন আছে? রাজনীতিতে অংশ না নিয়েও কি একজন অমর্ত্য সেন 'অর্থমন্ত্রী' বা একজন এ আর রহমান 'সংস্কৃতিমন্ত্রী' হওয়ার জন্য ক্রেডিবল হতে পারেন?
বিষয়টা অনেকদূর অফ-টপিকে চলে গেল বলে দুঃখিত। তবে আপনার উত্তরটা দেখে কথাটা মাথায় এসেছিল। 'পার্টির লোক' মিনিস্টার হলে যদি ভাল হওয়ার কোনও সম্ভাবনা না থাকে; এবং 'পার্টির লোক' বাদে অন্য কারুরও যদি মিনিস্টার হওয়ার কোনও সম্ভাবনা না থাকে; তাইলে তো কোনও প্রকার ভাল'র সম্ভাবনাও দেখি না!
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ভারতের সংবিধান আমি জানি না, অনির্বাচিত কেহ কি "টেকনো" হিসেবে মন্ত্রী পরিষদে আসতে পারে কিনা।
বাংলাদেশে, বর্তমান অবস্হায় অন্ধ সাপোর্টার ব্যতিত কেহ পার্লাযমেন্ট অবধি যেতে পারবে না, মন্ত্রী পরিষদে স্হান পাবে না; অন্ধ সাপোর্টারেরা আসলেই কিন্তু অন্ধ, অথর্ব
৪৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০
পবন সরকার বলেছেন: ভারতীয় অমানুষের কাছে মানুষের চেয়ে গরুর দাম বেশি।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
হবুর দেশে গবু নীতি
৪৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২১
আবু তালেব শেখ বলেছেন: একেবারে হককথা বলেছেন।
বিজিবি এখন বীরত্ব প্রকাশ করছে মাত্র গুটিকয়েক রোহিংগা আটকিয়ে। বীরত্ব পারলে মিয়ানমার সীমান্তে গিয়ে দেখা যেখানে বাংলাদেশ এরিয়ায় মাইন পুতছে,
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
এসব মানুষ প্রাণ বাঁচাতে চেস্টা করছে মাত্র, এদের অবস্হা বুঝতে হবে।
৪৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪০
মনিরা সুলতানা বলেছেন: ভারতের প্রশ্নে প্রতিটা বক্তব্যে সহমত প্রকাশ করছি ;
আলী ভাই এর প্রথম মন্তব্যে ভালোলাগা ।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
বার্মার রিফিউজীকে বাংলাদেশে পুশ করা; বানরের কাছেও এর থেকে মগজ বেশী, হয়তো!
৫০| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একটি স্বার্থপর জাতি। সবাই একটি জায়গায় বাস করে, সেটি হলো ইনফিরিওরিটি কমপ্লেক্স!
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাগুলোর বিপদের সময়, সামান্য সাহায্য না করে, ওদেরকে তাড়না করে বেড়াচ্ছে, অমানুষগুলো
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতীয়দের অমানুষ হিসেবে জেনারেলাইজেশন করলে এখনো ভুল হবে না; ওদের পড়ালেখা, আর্থিক উন্নয়ন, টেকনোলোজী, বিশ্ব বিদয়ালয়ের উচ্চ-শিক্ষা সব কিছুর সুচক ভালোর দিকে; কিন্তু বর্ণ প্রথা থেকে সৃষ্ট এই অমানুষেরা কিছুতেই মানুষ হতে পারছে না। সহমত।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।