![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার গত নির্বাচনে রাশিয়ান কানেকশন নিয়ে তদন্ত চলছে; আমরিকান রাজনীতিবিদরা কেন রাশিয়ান কানেকশন নিয়ে এত উৎসাহী? মনে হচ্ছে, তারা টাকার গন্ধ পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের টাকা খরচ করে নির্বাচন করেছেন এবার, এবং এতে উনার নিজের পকেট থেকে ১০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে ; অন্যেরা কর্পোরেশন ও মানুষের দানের টাকায় নির্বাচন করে থাকেন। অনেক আমেরিকান রাজনীতিবিদ সন্দেহ করছেন যে, নির্বাচনে আসলে অনেক বেশী খরচ হয়েছে, এবং এতে রাশিয়ান টাকা থাকার সম্ভাবনা আছে।
স্পেশাল কাউন্সেলর হিসেবে তদন্ত চালাচ্ছেন রবার্ট মুলার নামে এক আইনবিদ; তিনি ২০০১ সাল থেকে ২০১৩ সাল অবধি এফবিআই'এর ডিরেক্টর ছিলেন। আমেরিকার জাষ্টিস ডিপার্টমেন্টের পক্ষে সহকারী এটর্নী জেনারেল, রড রুবেনষ্টাইন কাউন্সেলর মুলারকে নিযুক্ত করেছেন; রুবেনষ্টাইন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পেরই নিযুক্ত কর্মচারী। ট্রাম্প অনেকভাবে চেষ্টা করেছিলেন মুলারের তদন্ত বন্ধ করার জন্য, ট্রাম্প বলেছিল যে, আমেরিকার ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে বড় ধরণের পেত্নী শিকার; কিন্তু কাজ হয়নি, মানুষ তদন্তের পক্ষে; তাই, প্রেসিডেন্সিয়াল বিশেষ ক্ষমতা প্রয়োগ করেননি; তবে, বড় ধরণের কিছু একটা করার জন্য প্রস্ততি নিচ্ছেন, সন্দেহ নেই।
আজকে শনিবার সকালে, মুলারের অফিস থেকে এক বা একাধিক লোকের বিরুদ্ধে ক্রিমিন্যাল চার্জ এনে, জাষ্টিস ডিপার্টমেন্টের কাছে চিঠি পাঠানো হয়েছে, এতে গ্রেন্ড জুরির সন্মতি আছে; সোমবার সকালে জানা যাবে, সেখানে কার, বা কাহাদের নাম আছে। হোয়াইট হাউস এখনো এই ব্যাপারে কিছু বলেনি, তারা অবস্হা বুঝার চেষ্টা করছে। মিডিয়া সন্দেহ করছে, চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাক্তন নির্বাচনী প্রচারণার প্রধান,পল ম্যানাফোর্ট'এর নাম থাকতে পারে। পল ম্যানাফোর্ট রাশিয়ান ও ইউক্রেন সমস্যার সময় ইউক্রেনের পক্ষে আমেরিকা ও ইউরোপে লবিং করেছে, সেই লবিং থেকে সে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে বলে ডকুমেন্ট আছ এবং সে্ত টাকার পুরোটা আইনগতভাবে দেখানো হয়নি; সেটা নিয়েও তদন্ত চলছে।
এই চিঠিতে যার, বা যাহাদের নাম আছে, সোমবার থেকে তাদেরকে বিচারের সন্মুখীন হতে হবে; যদি পল ম্যানাফোর্ট'এর নাম থাকে, তা'হলে মানুষের ও রাজনীতিবিদদের সন্দেহ বাড়বে যে, হয়তো পল র্যানাফোর্ট ট্রাম্পের জন্য টাকা এনেছে রাশিয়া থেকে; এবং বিচারের সময় যদি এই ধরণের কিছু বেরিয়ে আসে, ট্রাম্পের পক্ষে প্রেসিডেন্ট থাকা সম্ভব হবে না। অবশ্য এই ধরণের কিছু ঘটার সম্ভাবনা থাকলে যথাসম্ভব ট্রাম্প নিজের থেকেই প্রেসিডেন্ট নিক্সনের মতো পদত্যাগ করে চলে যাবেন।
২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
কেনেডি হত্যার কাগজপত্র "কনফেডেন্সিয়াল" হিসেবে সরকারের কাছে আটকানো ছিল; কিছু পরিমাণ কাগজ এখন জন-সন্মুখে প্রকাশ করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি ক্রমে। কিন্তু যেসব কাগজ প্রকাশ করা হয়েছে, তাতে আগে যা জানতেন মানুষ, তার থেকে বেশী কিছু প্রকাশ করা হয়নি।
কেনেডি হত্যার তদন্তের ফলে নাকি ৪ মিলিয়ন পৃষ্ঠা লিখা হয়েছে; এটা বিরাট সমস্যা! আসল কিছু খুঁজে বের করতে মানুষের এ জীবন শেষ হয়ে যাবে!
দেখি, কিছু লেখা যায় কিনা।
২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: যদি প্রমানিত হয় ট্রাম্প রাশিয়ান টাকা অথবা নিজের মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ক্ষমতায় এসেছে তাহলে কি হতে পারে??
২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
নিজের টাকা খরচ করা আইনগতভাবে সঠিক।
যদি প্রমাণিত হয় যে, রাশিয়ান টাকা এসেছে, এবং ট্রাম্প জানতো, তা'হলে ট্রাম্প কাপুত হয়ে যাবে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যা কিছু রটে, তার তো কিছু বটে। খোদ আমেরিকানরাই ট্রাম্পের মতো প্রেসিডেন্ট পেয়ে লজ্জা পাচ্ছে। চার বছর না টেকার সম্ভাবনাই বেশি।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প ক্রমেই সমস্যার দিকে যাচ্ছে; তিনি নির্বাচনী এজেন্ডায় তেমন হাত দেয়ার সুযোগ পাচ্ছেন না, উনি হোয়াইট হাউসকে স্হিতিশীলও করতে পারেননি এখনো, রদ-বদল সমস্যা লেগে আছে।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বানেসা পরী বলেছেন: তদন্তে রাশিয়ার সাপোর্ট প্রমাণিত হলে জব্বর একখান খেলা হবে।
খেলা দেখার অপেক্ষায় রইলাম।
( তবে যা-ই হোক আমাদের বাংলা খেলার তুলনা নাই)
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
আজকের বাংলা, নবাব সিরাজ দৌলার বাংলায় পরিণত হয়েছে।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: আমারও সন্দেহ চাঁদগাজী
২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
এতদিন ছিল সন্দেহ, আজ থেকে আইনী পদক্ষেপের শুরু হলো, এটা কোনদিকে যাবে বলা মুশকিল; তবে, ট্রাম্পের জন্য ভালো খবর নয় এটি।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২
জুন বলেছেন: ট্রাম্পের জন্য আরেকদিক দিয়ে ভালই হবে । বেচারার ব্যাবসা বানিজ্যে ভাটার টান শুরু হয়েছে ।
আমেরিকার জন্য একটি ভালো উদাহরন হয়ে থাকবে যে পয়সা আলা ব্যাবসায়ীরা রাজনীতিতে আসলে কি হয় ?
অবশ্য এই উদাহরন আমাদের দেশের জন্য প্রযোজ্য নহে ।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
তার যে ভালো আইডিয়া নেই তা নয়; আসলে রাজনীতিবিদরা তাকে চাপে রেখেছে; সে সফল হলে রাজনীতিবিদদের মুখে চুনকালি পড়বে, সেই ভয়ে রাজনীতিবিদরা তাকে ব্যস্ত রেখেছে।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজনীতি আসলেই বুঝি না।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি হচ্ছে আপনার সন্মিলিত নলেজর সমষ্টি; সুতরাং, আপনি আপনার লেভেলে অবশ্যই বুঝেন
৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬
জাহিদ অনিক বলেছেন:
ট্রাম্প যেহেতু তদন্ত বন্ধের জন্য চেষ্টা চালিয়েছিল তাহলে নিশ্চয়ই গড়বড় আছে।
ঐ ব্যাটাকে আমার এম্নিতেও সুবিধার মনে হয় না। কিম জং হচ্ছে মাথামোটা, এই ব্যাটা ঠান্ডা মাথার উন্মাদ
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প তদন্ত বন্ধ করার চেষ্টা করায় সন্দেহ বেড়েছে!
কিম জং আমেরিকার জন্য হুমকি নয়, সে দ: কোরিয়া ও জাপানের জন্য হুমকি; আসলে চীন, রাশিয়া ও আমেরিকাও তা চায়।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ঠিক বলেছেন। আমি ধান্ধামান্ধা বুঝিনা খালি ঠকা খাই।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
ধান্ধা করা, ঠকানো, চুরি, দখলবাজি, ক্ষমতার অপব্যবহার অবশ্যই রাজনীতির শিক্ষা নয়; রাজনীতি কঠিন সায়েন্স, যা শক্তিশালী চরিত্র গঠনে সক্ষম।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাবার কড়া নিষেধ আমি যেন রাজনীতি না করি। আমি লেখক হতে চাই আমার জন্য দোয়া করবেন।
(এখনও আরও দুইটা টেস্ট বাকি। দোয়া করবেন। কাজ শুরু করলে নিস্তার পাব। বেকারত্ব আর ভালো লাগে না)
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার সাফল্য কামনা করছি; প্রথমে কাজ শুরু করুন, শিখুন; তারপর এই ব্যবসাকে বুঝার চেস্টা করুন।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫
সোহানী বলেছেন: আরে নাহ্ ওর কই মাছের প্রান... সহজে যাবে না। কিন্তু আপনিতো কছিন ট্রাম্প সাপোর্টার ...যদি ভুল বলে না থাকি।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
আমি কখনো ট্রাম্প সাপোর্টার ছিলাম না; আমি চেয়েছিলাম, সে জিতে আমেরিকান খারাপ রাজনীতিবিদদের মুখে একটি লাথি মারুক; বিশাল সম্পদের মালিক আমেরিকার দরিদ্ররা কষ্ট করছে দুষ্ট রাজনীতিবিদদের কারণে
১২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ট্রাম্প খুব আনস্টেবল লোক।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্ট হিসেবে এখনো স্হিতিশীল হতে পারেনি
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , দেখা যাক কি ফল দাঁড়ায় ।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
মুলারের আজকের পদক্ষেপ ট্রাম্পের জন্য অশনি সংকেত
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেন? ওর কি নির্ভরশীল উপদেষ্টা নেই? নাকি কাওরেই বিশ্বাস করে না?
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
তার নিযুক্ত অনেকেই খুব কম সময়ে রিজাইন করতে বাধ্য হয়েছে; সে যথাসম্ভব কারো উপদেশ গ্রহন করে না।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল, রেসলিং দেখেন?
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
না, দেখা হয় না।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
নিমচাঁদ বলেছেন: সে টিকবো কি টিকবো না এসব আমেরিকার জুইশ পলিসি মেকারদের ডিসিশনে হবে-- তার চাইতে আপ্নাগো গ্রীন কার্ড ফার্ড ঠিক ঠাক আছে কিনা-- আই আর এস এ সব কিছু ঠিক ঠাক আছে কিনা সেইটা চেক করেন -- শুনলাম সাব ওয়ের এক্সিট গুলাতে নাকি ইমিগ্রেশন চেক শুরু হইছে --
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
সাবওয়ে ইত্যাদিতে সহজে কাউকে চেক করে না, ক্রিমিন্যাল রেকর্ড থাকলে সমস্যা আছে।
ইহুদীরা এই দেশের সবকিছুতে মিশে আছে, ওরা আউসাইডার নয়।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
থার্মোমিটার বলেছেন: এক ট্রাম্প লোকান্তরে, লক্ষ ট্রাম্প ঘরে ঘরে !
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় কয়েক কোটী ট্রাম্প আছে, ট্রাম্পের অভাব হবে না।
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
কাছের-মানুষ বলেছেন: সত্যিই কোন কানেকশন পাওয়া গেলে ট্রামকে বিপদে পরতে হবে এবং সেক্ষেত্রে ক্ষমতা হারালে আমেরিকার ইতিহাসে এটা একটা মাইলফলক হয়ে থাকবে!
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
রাশিয়ান টাকা যদি ইলেকশানে ব্যবহার করে থাকে, ঘটনা বের হওয়ার আগেই সে কেটে পড়বে; অথবা, তাকে সরে যাবার সুযোগ করে দেবে রিপাবলিকান রাজনীতিবিদরা
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাশিয়া থেকে টাকা নিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে আবার রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ কেন? দুই দেশ খালি কুটনীতিক বহিস্কার করে...
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
টাকা আনতে পারে, এটা একটা সন্দেহ।
ব্যুরোক্রেট নিয়ে ঝামেলা হচ্ছে ইগোর ব্যাপার।
২০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমারও মনে হচ্ছে এবার ট্রাম্পকে মেয়াদ শেষ করতে দিবে না। যেভাবে একের পর এক তদন্ত।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
এখানে ৩ ধরণের ইন্টারেস্ট: রাজনীতিবিদদের ইন্টারেষ্ট, রাশিয়া থেকে সত্যই কি সে টাকা নিয়েছে, সে কেন নিজের টাকা খরচ করলো
২১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৩
মলাসইলমুইনা বলেছেন: ডোনাল্ড ট্রাম্প বলেছিলো যে তার ইন্টারেস্ট গ্রূপের টাকা নির্বাচনে দরকার নেই, তার যথেষ্ট টাকা আছে নির্বাচনে খরচ করবার মতো| সে নিজের থেকে নির্বাচনে ১০০ মিলিয়ন ডলার খরচ করবে | কিন্তু আসলে সেই পরিমান সে খরচ করেনি নিজের টাকা (ডলার) | রয়টার,ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলেছে ফেডারেল ইলেকশন কমিশনে তার নির্বাচনি ফাইলিং অনুযায়ী ট্রাম্প মাত্র ৬৬ মিলিয়ন ডলার খরচ করেছে নিজের থেকে |
২৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১২
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, রিপোর্টেড খরচ ৬৬ মিলিয়ন।
২২| ২৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৫
আবু তালেব শেখ বলেছেন: প্রেসিডেন্ট সাহেবের কেসের তদন্ত
করছে আমেরিকা। আমাদের দেশের পাতি নেতার বিরুদ্ধও কোন অভিযোগ উঠানো যাবে না।
থানায় নিষেধ থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো দুরের কথা ।
২৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১১
চাঁদগাজী বলেছেন:
এখন বুঝেন আমাদের দেশ কোথায় আছে! আমেরিকার ২০০/১০০ বছর পেছনে।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১২
আবু তালেব শেখ বলেছেন: ট্রাম্প কে আমেরিকার সবথেকে অদক্ষ শাষক মনো হয়।
লাগাম হীন ঘোড়ার মত হ্রেষা রবে মত্ত।
উঃ কোরিয়ার সাথে অনর্থক বাকযুদ্ধ তার জলন্ত প্রমান।
এবং ইসলাম বিদ্যেষি।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পকে নিয়ে মানুষ এখনো হতাশ হয়নি, ট্রাম্পকে নিয়ে সমস্যায় রাজনীতিবিদরা; ট্রাম্প নিজের টিমে কোন প্রকার স্হিতিশীলতা আনতে পারেনি, সেটাই এখন তার মুল সমস্যা
২৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: অনেক আমেরিকানকে বলতে শুনেছি, ট্রাম্প এর জন্য তারা লজ্জা বোধ করছেন। নিজের দেশেই মনে হয় তিনি তেমন জনপ্রিয় নন।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
উনার জনপ্রিয়তা এখন ৩৮% মাত্র; তা'হলে বাকীরা উনাকে নিয়ে কোনভাবেই সুখী নন; মনে হচ্ছে, উনার জন্য সমস্যা অপেক্ষা করছে।
২৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাগলাটে লোক বেশীদিন না থাকায় ভালো।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
চাঁদগাজী বলেছেন:
সে আসলে পাগল নয়, তবে রাজনৈতিক বড় পদে গিয়ে হিমসিম খাচ্ছে।
এখন যদি প্রামণিত হয় যে, উনার প্রচারণায় রাশিয়ান ডলার এসেছে, তা'হলে লালনীল সুতা বের হবে।
২৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
টারজান০০০০৭ বলেছেন: ট্রাম্প ব্যাবসায়ী মানুষ ! তাহাকে হটানো এতো সহজ হইবে না ! রাজনীতিবিদদের মতো মুনাফিক সে এখনো হইতে পারে নাই সত্যি, তবে তাহার আলাদা গেম প্ল্যান আছে ! আলাদা স্ট্রাটেজি আছে ! ঠিকই সে ম্যানেজ করিয়া ফেলিবে !
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
সে টিকে থাকার জন্য সবই করবে; তবে, রাশিয়ান টাকার কথা সাক্ষীর মুখ থেকে বের হলে যে টিকবে না; পল মেনাফোর্ট সরকারী সাক্ষী হয়ে যেতে পারে।
২৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: ট্রাম্প যদি হুট করে মরে না যায়- তাহলে টিকে যাবে।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
ডাক্তারদের মতে তার স্বাস্হ্য ভালো, ড্রাগ বা ড্রিংকে নেই।
২৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
আল ইফরান বলেছেন: আমার কিছু ডিসেন্টিং অপিনিয়ন আছে।
ইনভেস্টিগেশনে যদি রাশিয়ান কানেকশান পাওয়া যায় তবুও তাকে ইমপিচ করবে না কারন এইটা এমেরিক্যান প্রেস্টিজ ইস্যু।
মুখে যে যত বড় কথাই বলুক মাঠ গরম করার জন্য, সবাই খূব ভালো করেই জানে যে এই কারনে প্রেসিডেন্ট ইমপিচমেন্টের স্বীকার হলে ইউএস হেজেমনির (আসলে কর্পোরেটোক্রেসির) কত বড় ক্ষতি।
তার বিরুদ্ধে এইটাকে ব্যবহার করা হবে ট্রাম্প কার্ড হিসেবে বিভিন্ন সময়ে।
বড়জোর আরো কিছু লোকজনের চাকুরী চলে যাবে, এর চাইতে বেশী কিছু প্রত্যাশা করছি না আপাতত।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ঠিক বলেছেন, মনে হয়; টাকার সন্ধান পেলে, আমেরিকার মান রক্ষার কারণে সেটা চাপিয়ে যেতে পারে, সেইদিকে আমেরিকানরা তালে ঠিক আছে।
২৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ট্রাম্প মনে হয় ভালো মানুষ না।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
শতকরা ৬২ জন আমেরিকান আপনার মতোই ভাবছেন।
৩০| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
তারেক ফাহিম বলেছেন: যতদূর জানি ট্রাম্প ব্যবসা ভালো বুঝে রাজনীতিতে ওত সহজে পড়বে কিনা সন্দেহ আছে।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
তাকে বিকল্প রাজনীতিবিদ বলা সম্ভব, সে ১৮ জন রাজনীতিবিদ ও হিলারীকে পরাজিত করেছে।
৩১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪
হাফিজ হুসাইন বলেছেন: এজন্যই ট্রাম্পকে আমার খুব ভালো লাগে। বেটা গায়ের জোরে চলে। কারো দয়ায় নয়। যদিও মনোভাব ইবলিশ টাইপের। কিন্তু নিজের জোরে চলাটা অনেক বড় ব্যাপার। ট্রাম্প অনেক টা আওয়ামী মাইন্ডের লোক। সব বিতর্কের পরে দেখবেন সে ঠিকই পুরো মেয়াদ ক্ষমতায়। এমন কি পরের বারও।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
সে আগামী টার্মের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছে; আপনার কথা কিছুটা যথার্থতা আছে।
৩২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
দেশী পোলা বলেছেন: না টিকলে সমস্যা নাই, তবে যাওয়ার আগে আপনারে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বানায়া গেলে একটা কাজের কাজ হইতো
৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমি আমেরিকার রাজনীতিতে অংশ নিইনি।
৩৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটা লিডিং কান্ট্রির প্রেসিডেন্ট এতটা হালকা চরিত্রের হওয়াটা আসলেই যায়না। তবে বাংলাদেশীদের ওকে সমর্থন করা উচিত, কারন হিলারি যদি আসতো, এতদিনে আমাদের কান্ট্রি সিরিয়ার পরিনতি বরন করার জন্য প্রস্তুতি গ্রহন করতো......কারন শেখ হাসিনাকে সরানোর জন্য এই মহিলা চেষ্টা একটুও ত্রুটি রাখতো না...............
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
সিরিয়া মোটামুটি হিলারীর সৃস্টি।
হিলারীকে থামানোর জন্য ট্রাম্পের দরকার ছিলো; কিন্তু ট্রাম্প আমেরিকাকে বিপদের মাঝে টেনে নিতে পারে।
৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৮
অনল চৌধুরী বলেছেন: পুটিন হচ্ছেন শতাব্দীর সেরা খেলোয়ার,আসল জেমস বন্ড।যে সন্ত্রাসী এ্যামেরিকা ১৯৪৫ সাল থেকে সারা পৃথিবীতে হত্যা,লুটপাট আর গুপ্তহত্যা-ষড়যন্ত্র আর সেনা অভ্যুথানের মাধ্যমে অন্যান্য দেশে নিজেদের তাবেদারদের ক্ষমতায় বসাচ্ছে,সেই এ্যামেরিকাকে তাদের পদ্ধতিতেই শায়েস্তা করে নিজের অনুগত ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছে।
আবার সে যেন বিরুদ্ধে যেতে না পারে সেজন্য তার লাম্পট্যকে কাজে লাগিয়ে পতিতাদের তার হোটেলকক্ষে পাঠিয়ে অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে তাকে এখন পর্যন্ত ব্ল্যাকমেইল করে যাচ্ছে।
রোহিঙ্গাদের উপর বর্বরতায় বার্মাকে সমর্থন না দিলে আমি তার সমর্থক হতাম।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
পুটিন একটি বিখ্যাত জাতিকে চোর ডাকাতে পরিণত করেছে।
আমেরিকা কিভাবে চলে, সেটা বাহির থাকে বুঝা মুশকিল আছে।
৩৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
অনল চৌধুরী বলেছেন: পরিমাণে ইংল্যান্ড-ফ্রান্স-এ্যামেরিকার চেয়ে অনেক কম হলেও রাশিয়নরাও সবসময় পররাজ্য দখলকারী কিন্ত তারা চোর-ডাকাতের জাতি-এই আবিষ্কারটা অভিনব!!!!!
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
পুটিন মাফিয়া ও চোর ডাকাতের সৃস্টি করেছে রাশিয়ায়, খোঁজ নিয়ে দেখেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেনেডি এসাসিনেশনের ডকুমেন্ট রিলিজ নিয়ে কিছু লিখুন। ব্যাপারটা বুঝতে পারছি না।