![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ ও সাকা চৌধুরী বারবার একাধিক সাংসদীয় এলাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, ও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মানুষ অনেক উৎসাহের সাথে এদের নির্বাচিত করেছেন, সবচেয়ে বেশী ভোট দিয়ে নির্বাচিত করেছেন; নির্বাচনের পর, ১ এলাকা ব্যতিত, বাকীগুলো ছেড়ে দিয়েছেন; এরপর সেখানে কারা জয়ী হয়ে এসেছে? যারা দলের মাঝে অথর্ব, যারা কোনভাবে জয়ী হওয়ার সম্ভাবনা ছিলো না; দেখেন, মানুষ কিভাবে প্রতারিত হয়েছে! যদিও শেখ হাসিনা, বা বেগম জিয়া কারো এলাকার এমপি হলে, বা না হলে কিছুই আসে যায় না, তারপরও প্রতারণা করে্ কিছু এলাকা রিজার্ভ করার সুযোগ নিচ্ছেন, দেশের সংবিধানে এই প্রতারণার সুযোগ আছে।
বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন এখনও সাধারণ মানুষের জন্য সুফল দিচ্ছে না; কারণ, সাধারণ মানুষ জেনেশুনে অসাধারণ মানুষকে নির্বাচিত করছেন; কোন কোন সময়, বাংলাদেশে শতকরা ৯০ ভাগ ভোটও গৃহিত হয়েছে, কিন্তু ভোটারেরা নির্বাচনের প্রার্থীদের সঠিকভাবে চিনে না, তার রাজনৈতিক দক্ষতা সম্পর্কে কিছুই জানে না। মানুষ শেখ হাসিনা, বেগম জিয়া, জেনারেল এরশাদ ও সাকা চৌধুরীকে জানার সুযোগ পেয়েছিলেন কিছুটা। এদের জানার পরও, মানুষ এদেরকে সঠিকভাবে ভোট দিতে পারেননি, এরা একাধিক এলাকায় দাঁড়ায়েছে জেনেও ভোট দিয়েছেন, নিজের ক্ষতি করেছেন; ভোটের পর, অন্য কেহ এমপি হয়েছে সেই এলাকায়, যাকে মানুষ চাহেনী!
সংবিধানের এসব হাউকাউ নিয়মগুলো হাইকোর্ট বা নির্বাচন কমিশন অনেক আগেই বন্ধ করে দিতে পারতো; কিন্তু ওরা নাগরিকদের কোন অধিকারের জন্য আজও কিছু করেনি।
একে তো বাংলাদেশে কোন এমপি ৪৭ বছরে একটি দরকারী বিল এনে মানুষের কাছে পরিচিত হতে পারেনি, তারপর ভোটের সময় একাধিক এলাকায় প্রার্থী হয়ে মানুষকে প্রতারিত করছে। যেহেতু নির্বাচন কমিশন ও হাইকোর্ট একাধিক এলাকা থেকে অংশ গ্রহনে বাধা দিচ্ছে না, শিক্ষিতদের উচিত হবে, এর বিপক্ষে কথা বলা।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপাতত হয় না; কিন্তু শিক্ষিতদের চেষ্টা করতে হবে দেশকে বদলানোর জন্য; গ্রামের চাষীবাসীরা এসব নিয়ে ভাবেন না কোনদিনও।
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
আবু তালেব শেখ বলেছেন: সঠিক যোগ্য ব্যক্তি কে? সেটা আমরা জনগন আজও অনুধাবন করতে পারলাম না। যেই আসুক না শুধু নিজের আখের গোছানোই ব্যস্ত। তাছাড়া ভোট পদ্ধতি বেশ আগেই বিলুপ্ত হয়েছে।
মানুষ ভোট দিতে ভুলে গেছে
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগে ও বিএনপি'তে এখন দক্ষ কর্মী আছেন, রাজনীতিবিদ নেই; ফলে, এমপি হওয়ার মতো লোক দলে নেই।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন । দেখা যাক এটাকে রাখা কিংবা উঠিয়ে দেয়ার বিষয়ে কি ধরনের মতামত আসে ।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
এটা ব্লগের আলোচনা, যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের মাথায় এসব ভাবনা আসার মতো ধারণাশক্তি নেই
৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
আবু তালেব শেখ বলেছেন: আমরা ভোটাধিকার ফিিরে পেতে চাই।
সেই অনুরুপ একটা পোস্ট দেন
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
চেষ্টা করবো; তবে, মানুষ ভুল ব্যক্তিকেই ভোট দেবেন; অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা সংসদে নমিনেশন পাবার সম্ভাবনা নেই।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
শাহিন-৯৯ বলেছেন: এইটা আমার অনেক দিনের দাবি।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
যাক, এ ধরণের দাবী কমপক্ষে বাংলাদেশে ১ জন করে আসছিলেন, এখন সংখ্যা বাড়বে।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার ইস্যু খাড়া করেছেন। আমি একমত আপনার সাথে।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে পার্লেমেন্ট হলো খাওয়া দাওয়ার যায়গা; তারপরও শিক্ষিতদের বুঝতে হবে যে, গণতান্ত্রিক পদক্ষেপ নেয়ার যায়গা সেটাই।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন পেশার লোকেরা এর বিপক্ষে কথা বলবে?
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতদের পরিচায় একটাই শিক্ষিত; অবশ্যই যাঁদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তাঁদের ভাবনায় বেশী লজিক ও সঠিক রাজনীতি থাকার কথা
৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
গরল বলেছেন: এই উদ্ভট প্রথা কোথা থেকে আসল বুঝলাম না, অন্য কোন দেশেও কি এরকম আছে?
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
মুগাবের দেশ জিম্বাবে ও সোমালিয়ায় আছে, আফগানিস্তানেও আছে, পাকিস্তানে আছে; আমরা এদের অনুসরণ করছি
৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
নতুন বলেছেন: দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা। এটা আগে দরকার।
মানুষ রাজনিতি নিয়ে কথা বলতে চায়না কারন রাজনিতি করে যারা তারা গায়ে হাত তুলতে দিধা করে না। তাই সবাই চায় মানসম্মান বাচিয়ে রাখতে।
আমরা দেশের বাইরে থাকি তো তাই সব কিছুই বলতে পারি।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
দেশে সঠিক রাজনীতিবিদ থাকলে এগুলো বলতে পারতেন; মির্জা ফখরুল বা মওদুদ বললে তো নির্বাচন কিংবা মানুষ শুনতে চাইবে না।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
তারেক ফাহিম বলেছেন: মাইরের ভয়ে কেউ মুখ খুলবেনা, যদিও মনে মনে ভাবে।
৮ নং মন্তব্যের প্রতি্ত্তরে বলা দেশগুলোতে আমার দেশের মত নোংরা রাজনীতি নেই বলে অাপনার বক্তব্য ঐ দেশের জন্যই প্রযোজ্য মনে হচ্ছে। আমরা শুধু অনুসরণ করবো কিন্তু মুখ খুলবো না
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
জিম্বাবে, সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, এগুলো দেশ নয় আসলে, এগুলো দোযখ
১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
uzraaa বলেছেন: যেহেতু কালকে সংবিধান পরিক্ষা, তাই সংবিধান পড়তেছিলাম,
সংবিধানের ৫৬,৭১ অনুচ্ছেদ পড়ে বিষয়টা খুব হাস্যকর মনে হচ্ছিলো তাই আপতত পড়া শিকেয় তুলে ব্লগে আসলাম। আপনার সাথে আমিও একাত্ত্বতা পোষন করছি।
ধন্যবাদ,,,,,,
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল হোসেন সাহেব লিখেছেন সরকার চালানোর বই, ততকালীন সরকার মনে করেছিল উহা সংবিধান; উহাতে নাগরিকের জন্য কিছুই নেই।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫
নিরাপদ দেশ চাই বলেছেন: বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে আওয়মিলীগ সংখ্যাগরিষ্ঠ সিটে পাশ করবে। বিএনপি যদি নির্বাচনে যায় তবে দেখানো হবে যে হাড্ডা হাড্ডি লড়াই করে তারা হেরে গেছে। তাই বিএনপি এমন প্রহসনের নির্বাচনে যাবে বলে মনে হয় না। তাই আগে চাই সুষ্ঠু নির্বাচনের শতভাগ নিশ্চয়তা।,এরপর একের অধিক প্রার্থীতা শুধু নয় , নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠাতে হবে শিক্ষিত শ্রেনীর।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
বিএনপি নির্বাচনে যাবে, না হয়, রেজিষ্ট্রেশন হারাবে। সুষ্ঠু নির্বাচন করতে বাংগালীরা আজো জানে না।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: শিক্ষিতদের কথা বলায় কি কিছু আসবে যাবে? শিক্ষিতরা ভীরু হয়ে থাকে। তারা খুব সম্ভবতঃ কিছু বলবেনা।
যাহোক, তবু গুরুত্বপূর্ণ একটা রাজনৈ্তিক বিষয় নিয়ে ভেবেছেন এবং অন্যদেরকেও ভেবে কথা বলতে বলেছেন, এজন্য সাধুবাদ। আম জনতা কথা বলতে শিখলেই যদি কিছু হয়।
আপনার মূল বক্তব্যের সাথে আমি একমত, একটির বেশী আসনে কাউরো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকা উচিত নয়।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
যদিও এমপি মানেই সম্পদ দখলদার, তারপরেও মানুষকে প্রতারণা করা ঠিক নয়, একজন এক আসন।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছুদিন ব্লগে ছিলেন না, সবকিছু ভালো?
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
জাহিদ অনিক বলেছেন:
যে দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত ( পাশ করা শিক্ষিত নয়) সেদেশে প্রত্যক্ষ গণতন্ত্র সুফল বয়ে আনতে পারে না।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ সঠিক ভোট দিতে পারতো, যদি সঠিক প্রার্থী দিতো পার্টিগুলো; কিন্তু পার্টিগুলো মাফিয়া ইত্যাদিকে নমিনেশন দিচ্ছে।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষিতরা কথা বললে তেনারা বলেন, আগে নির্বাচিত হয়ে আসেন!
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা নিজেদের মাঝে এসব নিয়ে আলাপ করলে পথে বের হবে।
১৬| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ যোগ্য লোককে ভোট দেয় না; ভোট দেয় দলীয় বিবেচনায়, প্রার্থী আমছালা যে-ই হোক।
২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:০০
চাঁদগাজী বলেছেন:
সেইজন্য ঘরে বউ রেখে মালয়েশিয়া যায়, ছেলেমেয়ের সংখ্যা বাড়ে।
১৭| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
হাঙ্গামা বলেছেন: খালি কথা না, দাবি জানাইলাম।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
ইলেকশান কমিশনের কাছে মানুষের হয়ে দাবী করা, কিংবা হাইকোর্টে রীট করার উচিত হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: কথা বললে আদৌ কোন পরিবর্তন হয়?