![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
Tareq Rahman wants to give
গুগলে, "llist of ten richest persons in Bangladesh" লিখে সার্চ করলে উপরের ছবিটি আসবে; এরা সবাই বিলিওনিয়ার; মানুষ ব্যবস্হা বাণিজ্য করে বিলিওনিয়ার হয়ে থাকেন।
তারেক রহমানের উপর ৩টি বই প্রকাশ উপলক্ষে পার্টির অফিসে বেগম জিয়া বলেছেন, "তারেক রহমান দেশকে দিতে চায়, কিছু নিতে চাহে না"। আমর প্রশ্ন, আপনি কি রেডি, বস্তা টস্তা আছে তো?
ষ্টিফেন হকিং'এর উপর মুভি হয়েছে জানি; তবে, আদৌ ৩টি বই প্রকাশ হয়েছে কিনা কে জানে। আমাদের ব্লগার নীলসাধু বই প্রকাশ করেন, আপনি যদি তারেকের উপর লিখেন, ১০/১৫ হাজার টাকার ভেতরে উনি হয়তো প্রকাশ করতে পারবেন; বইয়ের মোড়ক খুলবেন বেগম জিয়া; ভাগ্য ভালো হলে, আগামী ভোটে নমিনেশন পাবেন; ভোট না পেলে, বেগম জিয়া ৫ সিট পেলে, আপনাকে একটা দিতে পারবেন; এর আগেরবার মওদুদ ফওদুদ মিলে ভাগ করে নিয়েছিলেন সীটগুলো; আপনাকে একটু সামান্য গার্বেজ নিয়ে লিখতে হবে!
তারেক রহমানের মা, বেগম জিয়া ছেলে সম্পর্কে যা যা বলছেন, এগুলো সত্য নয়; হতে পারে, উনার বুদ্ধির যে বাহার, উনি তারেকের কর্মকান্ড বুঝতে পারেননি, অথবা উনি বাংলাদেশের গোয়েবলস। উনি সেখানে কোকোরও সুনাম করেছেন; কোকোর মানসিক সমস্যা ছিল, তারপরও সে দেশের বড় লন্চ ব্যবসায়ীদের একজন ছিলেন; বিজ্ঞাপন ও বিলবোর্ড ব্যবসায় মনোপলি ছিলো কোকোর; একা সিমেন্স থেকে টেলিফোন ব্যবসার জন্য ৪০ মিলিয়ন ডলার কমিশন পেয়েছিলেন, ঢাকা সিরামিক বিক্রয় করেছিল আমেরিকান ডলারে ৫৪ মিলিয়ন ডলার; অন্যগুলোর কথা বাদ দেন।
বেগম জেনারেল জিয়ারও সুনাম করেছেন; জেনারেল জিয়ার সুনাম নিয়ে বিতর্ক আছে মুক্তিযোদ্ধাদের মাঝে; জেনারেলের হাতে ৩ শ'তের বেশী মুক্তিযোদ্ধা প্রাণ হারায়েছেন। জেনারেল জিয়া কখনো বেগম জিয়ার সুনাম করেননি কারো কাছে। কেহ যদি জানেন যে, বেগম জিয়ার সুনাম করেছেন জেনারেল জিয়া, একটু জানাবেন।
তারেক জিয়া সম্পর্কে আমি নিজের থেকে কিছু লিখছি না; শুধু এটুকু বলতে চাই, তারেক জিয়া সামুতে ব্লগিং করুক, ব্লগারেরা উনার বিদ্যার দৌড় বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন উনার কাছে দেয়ার মতো কি কি আছে; তারেক জিয়া কমবুদ্ধিমান দুষ্টলোক মাত্র।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে কোন কোন মানুষ ২/৩ বছরেও আমেরিকান ডলারে বিলিওনিয়ার হয়েছে।
তারেক আমার দেখা মতো বাংলাদেশের ভয়ংকর গর্দভদের মাঝে একজন, যার কোন মানসন্মানবোধ নেই! সে ডাকাতও
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩১
নূর-ই-হাফসা বলেছেন: ওনারা চুরি করলেও লজ্জা তো লাগে না । তার উপর বড় কথা বলতে থাকেন । মজাই লাগে ওনাদের চাপাবাজি শুনতে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৫
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া আজীবন আবোল তাবোল ছিলেন, সেটা নিয়ে ৩৪ বছর রাজনীতি করছেন, ১০ বছর প্রাইম মিনিষ্টার ছিলেন; ৩৪ বছর বিএনপি'র সভাপতি
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারেকের ব্যবসা আছে। আয় আছে। কিন্তু তারেকের পরে জয়ের ছবি কীভাবে আসলো? জয়ের তো আমেরিকার চাকুরি আর দেশে প্রধানমন্ত্রীর উপদ্ষ্টো হিসেবে বেতন ছাড়া আর কিছু নেই। এই লিস্ট সত্য নয়। যাই হোক, তারেক রহমান দেশী রাজনীতির প্রোডাক্ট। তবে দল কোনদিন ক্ষমতায় গেলে তার কলঙ্ক মোছার সুযোগ থাকবে...
০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
জয়ের ছবি আসার যথেস্ট কারণ আছে; লিষ্টে স্হান নিয়ে তর্ক হতে পারে; কিন্তু লিষ্ট মোটামুটি ওকে।
তারেকের ব্যবসা আছে, কোকোর ব্যবসা আছে, চকোলেট আপার(বেগম জিয়ার বোন) ব্যবসা ছিল উনার ছেলেমেয়ে কিসব ডিউক পিউকের ব্যবসা আছে, মেজর ইসকান্দরের ব্যবসা আছে, শামীম ইসকান্দরের ব্যবসা আছে ফালুর ব্যবসা আছে!
আপনার ব্যবসা আছে তো?
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তারেক জিয়া সম্পর্কে আমি নিজের থেকে কিছু লিখছি না; শুধু এটুকু বলতে চাই, তারেক জিয়া সামুতে ব্লগিং করুক, ব্লগারেরা উনার বিদ্যার দৌড় বুঝতে পারবেন।
এই লাইন পড়ে আমার দুঃখ উসলে উঠেছে, কদ্দিন আগে একজন আমাকে বালের ব্লগার ডেকেছেন। আমি উনাকে বলেছিলাম ভাইগো আমি সাধারন ব্লগার লেখালেখির খাতির ব্লগিং করি।
ব্লগ আসলে অনেক বড় বিষয়, অন্তত বাংলা জানতে হয়। বাংলা আসলে কঠিন।
যাক, আপনি কেমন আছেন?
আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই,
"তারেক জিয়া সম্পর্কে আমি নিজের থেকে কিছু লিখছি না; শুধু এটুকু বলতে চাই, তারেক জিয়া সামুতে ব্লগিং করুক, ব্লগারেরা উনার বিদ্যার দৌড় বুঝতে পারবেন।" এই লাইন আমি কিন্তু ড্রাগ করেছি, মানে টাইপ করিনি। কপি পস্টে হয় না, তবে ড্রাগিং করা যায়।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
তারেক ও তার সাথের ৫০/৬০ জন মানুষ পুরো বাংলাদেশকে ৫০ বছর পেছনে নিয়ে গেছে; সে ইডিয়ট, ডাকাত ও মাফিয়া।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই একসাথে বাংলাদেশের টপ দশজন ক্লাউনের ছবি প্রকাশ করার জন্য | ক্লাউন বললাম কারণ এইগুলিকে এর চাইতে আর বেশি কি বলা যেতে পারে | লক্ষ্য করে দেখুন এই ক্লাউনগুলো কোনো না কোনোভাবে জনগণকে প্রতারিত করা বা ধান্ধাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা বানিয়েছে | কেউ আদমব্যবসা করে, কেউ শেয়ার বাজার লুটে, ব্যাংক লুটে, কেউ খাম্বা বেচে আর কেউ বাংলাদেশে তথ্যবিজ্ঞানে তার অবদানের নাম করে |
এই দশ সেরা ক্লাউনকে সামুতে আজীবন ব্লগিং করার সুযোগ দেয়া হোক |
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
এরা জাতিকে পংগু করে দিয়েছে , অবদানের নামে দখল চালায়েছে
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০০
কুংফু নায়ক বলেছেন: "তারেক চুরা খুব তাড়াতাড়ি দেশে ফিরে এসে সব মামলার আইনীভাবে মোকাবেলা করবে"--- বিএনপির নেতা কর্মীরা ২০০৯ সাল থেকে এটা বলে আসছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
তারেকের কারনে মিলিটারী ২ ভাগে বিভক্ত হয়েছিল এখন কি অবস্হায় আছে বুঝা মুশকিল
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ছবির সাথে বক্তব্যের মিল খুজে পেলাম না
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া বলেছেন যে, তারেক দিতে চায়, তার কাছে অনেক কিছুই আছে; উপরে ১০ জনের ছবিতে তার ছবি আছে, সে চাইলে দিতে পারে! আপনার বস্তা থাকলে নি্তে পারেন।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
আবু তালেব শেখ বলেছেন: দুর্নীতি আর সাধারন মানুষের রক্ত না চুষে কে ধনী হতে পেরেছে? বুঝলাম তারেক জিয়া সহ বিএনপির সবাই মহাদুর্নীতিবাজ ।
তবে এবার একটু ক্ষমতাসীন মহারতিদের নিয়ে লিখুন। লিখবেন কি করে? যতক্ষন তারা ক্ষমতায় থাকবে ওদের গোমর কেউ ফাস করবে না। না মিডিয়া, না প্রশাষন।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
চাঁদগাজী বলেছেন:
উপরের সবার নামে বেগম জিয়া বই'এর প্রকাশনী উৎসব করেননি, বলেননি যে, ওরা দিতে চায়; তারেকের মা বলেছেন, তারেক দিতে চায়; আপনার নেয়ার দরকার আছে?
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
শাহিন-৯৯ বলেছেন: ভাইজান ছবিতে তো লীগের সংখ্যা বেশি, জয়ের ছবি ব্যখ্যা দেন। না দিলে সাদা মনের মানুষের মন্তব্যর সাথে সহমত।
আপনার সেই ফাদার নাকি গুম হন নাই, নারী কেলেঙ্কারিতে নিজেই পালিয়েছেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
ফাদারের কি করেছে আমাকে জানিয়ে করেনি; পোপ আসার আগেরদিন অবধি সংবাদ ছিল যে, সে গুম হয়েছে, পোপ শুনে গেছে গুম জয়েছে; এখন শুনবে পাওয়া গেছে।
ছবি ১০ জনের ছবি আছে; এদের মা বলেনি যে, ওরা জাতিকে দিতে চায়; ওদের মা হয়তো বলবেন, ওরা আরো নিতে চায়; একা বেগম জিয়া বলেছেন যে, তারেক দিতে চায়।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
শাহিন-৯৯ বলেছেন: তারেক চোর এদেশের সবাই জানে!! জয় সৎ সাধু যুক্তি দিয়ে বুঝিয়ে দেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
চাঁদগাজী বলেছেন:
আমি জয়কে সাধু প্রমাণের চাকুরী এখনো নিইনি
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
শাহিন-৯৯ বলেছেন: জয় মুন্নি সাহাকে এক সাক্ষাৎকাররে বলেছিলেন " আমরা শিক্ষিত তাই সম্পদের পিছে নই সেবার জন্য লড়াই করি " আপনার মন্তব্য এই বিষয়ে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
জয় যা বলে, ভুল বলে; জয়ের আম্মাজান জয়ের উপর বইয়ের মোড়ক এখনো খোলেনি, এবং দাবী করেনি যে, জয় জাতিকে কিছু দেবে; যারা জাতিকে ভিক্ষুকে পরিণত করেছে ডাকাতী করে, তারা কোনদিন কিছু দিতে পারার মতো মগজ রাখে না, বেগম জিয়াকে এটুকু বুঝলেই হতো!
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
এম আর তালুকদার বলেছেন: বাহ ! ধনীদের চেহারার কি ঝিলিক!!! এক সাথে ধনীদের দেখানের জন্য ধন্যবাদ, তবে এদের সম্পদের উৎস কি ???
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
এদের সম্পদের উৎস হলো বাংলাদেশের আইনী ও বেআইনী দখল।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্যবসাই সৌভাগ্যের প্রসূতি।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সকল সুযোগ দখলই সকল সৌভাগ্যের প্রসূতি।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
জেন রসি বলেছেন: হা হা হা........
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
তারেক চোখের সামনে ডাকাতি করছে ও ২৫/২৬ বছর, এখন নাকি কিছু দেবেন; বেগম জিয়ার মাথায় লুলিপুটের মানুষের চেয়ে মগজ কম!
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য কথাগুলো আজকাল বেশি একটা শুনতে চাহেনা মানুষ! কেমন যেন তিক্ততা ভরা মনে করে এড়িয়ে চলতে চায়।
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি সত্য বলার সৎসাহসে।
আপনার সাথে একমত হতে শিক্ষিত হতে হয় না, বাংলাদেশি হলেই যথেষ্ট, তবে সাবালক হওয়াটা জরুরী।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
এই মাফিয়া, ডাকাতের উপর কোন লিলিপুটিয়ান ইডিয়টরা বই লিখছে, সেটাও বিষয়; এসব বই নিয়ে পায়খানায় ফেলার দরকার আছে।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পিনাকী ভট্টাচার্য'র মতো লেখক জগতের কীট থাকলে এমন কিছু দেখাটা অসম্ভব কিছু নয়।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
এইসব লেখক জাতিকে বিভ্রান্ত করছে, এই ধরণের হাউকাউ ইডিয়ট লিলিপুটিয়ান লেখকদের বইয়ের কিছু পাতাকে ছাই করে তাদেরকে খাইয়ে দেয়ার দরকার।
শেরে বাংলার উপর ৩ টি বই খুঁজে পাওয়া মুশকিল!
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাঁর উপর লেখলে তো বাঙালি জাতির জয়গান করতে হবে!! তাই সেটা নিয়ে লিখতে আগ্রহটা কমই থাকে।
পিনাকীর লেখা দেখলে আপনি একাত্তরে ফিরে যেতে চাইবেন আবার।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের ৫০ ভাগ লেখকের লেখা আবর্জনা।
তারেকের মতো আবর্জনাকে নিয়ে লেখের জন্য আবর্জনা লেখকের জন্ম হয়েছে এই বাংলায়।
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
কানিজ রিনা বলেছেন: বিরোধী দল বলে কথা, যখন যে বিরোধী,
তাদের অন্যায় চোখে পড়ে। ক্ষমতা থাকা
অবস্থায় পড়েনা। ইহাই আমাদের রাজনীতি।
সব সরকার পদে থেকে ভাল কাজ করে
তারা নিজেরা বলে কিন্তু বিরোধীরা বলবে না।
সরকারী বিরোধী দলের এনিয়ম ছোটকাল
থেকে দেখছি। আরে অন্তত ভাল কাজের
প্রশংসা তো করা উচিৎ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আমি সরকারী বা বিরোধীদলের কেহ নই, আমি বাংলাদেশের সামান্য নাগরিক, গ্রামের কৃষকের ছেল।
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
জাহিদ অনিক বলেছেন:
আমার বস্তা যা ছিল সব পিঠে বেঁধে রেখেছি মার দিলে সহ্য করতে হবে তো !
জেনারেল জিয়ার হাতে ৩০০ যোদ্ধা মারা গেছেন, এটা একদম জানি না। একটু বিস্তারিত বললে কৌতূহল মেটে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার মত কবিও এই বিশাল ঘটনা জানেন না; তা'হলে হাবু আবু আর মফিজেরা কতটুকু জানে?
জেনারেল জিয়ার প্রথম হত্যা কর্ণেল তাহের; কর্ণেল তাহের ছিল ইডিয়ট, সে সাপের প্রাণ বাঁচায়েছিল।
মুক্তিযোদ্ধা সৈনিকেরা বাংলাদেশে আই্য়ুবের বরপুত্র জেনারেল জিয়ার সরকার চাহেনি, ইয়াহিয়ার পর বাংগালীরা সামরিক সরকার চাহিতে পারে না, যে চাহে, তাকে শুলে চড়ানো দরকার; মুক্তিযোদ্ধা সৈনিকেরা ১৮ বার জিয়ার বিরুদ্ধে ক্যু করে ফেল করেছে; ফেলের প্রধান কারন ছিলো পশ্চিম পাকিস্তান থেকে ফেরত আসা বেংগল রেজিমেন্ট, তারা জিয়াকে সাহায্য করেছে, কারণ তাদের সাথে আর মুক্তিযোদ্ধাদের মাঝে একটা বিভক্তি ছিলো; ১৮ ক্যু'তে যুক্ত সৈনিকদের জিয়া ফাঁসিতে ঝুলায়েছে।
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: তারেক আর জয়কে পাশাপাশি দেখে ভাল লাগল। এমনিতে উনাদের মধ্যে কোন যোগাযোগ নেই।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
ওদের মাঝে যোগাযোগ ভালোই চলছে, এটা আমার ধারণা।
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা তাই বলুন !
কর্নেল তাহের তো সবাই জানে।
আমি ভেবেছিলাম জিয়ার আহাম্মকিতে হয়ত কোন রেজিমেন্ট বিপদে পড়ে শহীদ হয়েছিল !
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধের বেলায় উনার অনেক দক্ষতা ছিল; সেটা পরবর্তীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যায় ব্যবহার করেছেন।
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
কানিজ রিনা বলেছেন: জাহিদ অনিক আমাদের পিলখানার হত্যাকান্ড
তাহলে জিয়ার ভূত এসেই ঘটিয়েছিল এখন
বুঝা গেল। আর এত গুম খুন ধর্ষন কারা
ঘটাচ্ছে এলিয়ান নয়ত? তাইত তনুর খুনধর্ষন
তো এলিয়ানরা করেছিল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা রাজনীতি করার কথা ছিলো না; শেখ সাহেব উনাকে সেদিকে নেননি; শেখ হত্যার পর, শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে, দেশের প্রেসিডেন্ট হত্যার বিচার করেছেন; এটার দরকার ছিলো।
এরপর, উনি সাধারণ মানুষের জন্য বিচার ব্যবস্হা শক্ত করেননি, ইহা হতে পারে উনার অদক্ষতা।
উনার দরকার ছিলো ২ বার প্রাইম মিনিষ্টার হওয়ার পর সরে যাওয়া।
তবে, আমরা ঠিক জানি না, উনি সরে গেলে, উনি প্রাণে বাঁচতেন কিনা, নাকি বাবার মতো হতো; সেদিকটা হয়তো উনাকে ক্ষমতায় নিচ্ছে বারবার
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কানিজ রিনা।
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
তাBজ ফাRUক বলেছেন: তারেক জিয়ার মুরিদরা দেখি চুপ পোস্ট হজম করতে না পারায়।
দেশের রাজনীতি আসলে কাদের কিভাবে করা উচিত সে ব্যাপারে আপনার একটা পরিষ্কার লেখা দেয়া দরকার গাজী আংকেল। বিএনপি আর হাম্বালীগের দোষ বাকি জীবন লিখেও শেষ করতে পারবেন না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি সঠিক কথা বলেছেন; আওয়ামী লীগ ও বিএনপি দুটোই ভয়ংকর; এদের দোষের কথা লিখলে হাজার কোটী পাতা লেখা সম্ভব; এদের কপালে লাথি দিয়ে নিজেদের পথ নিজেরা বের করতে হবে; এখন নিজেদের পথ খোঁজার দরকার।
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১
প্রবাসী দেশী বলেছেন:
মগজধারীরা দুই ধরনের হয়ে থাকেন—বড় এবং ছোট। ছোট মগজধারীরা ভাবাদর্শিক হন, তাঁরা রাজনীতি করে বাঁচেন এবং সব সময়ই মঞ্চের কেন্দ্রে অবস্থানের আকাঙ্ক্ষা পোষণ করেন। বড় মগজধারীরা বুদ্ধিজীবী, তাঁরা সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে
থাকেন, কিন্তু রাজনীতির চৌহদ্দির বাইরে অবস্থান নেন। প্রকৃত বুদ্ধিজীবীর কাছে দলীয় রাজনীতি সেই নিষিদ্ধ আপেল, যাতে তিনি কখনোই কামড় দেন না।
-সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্ত.
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
জাতির দুর্ভাগ্য যে, যারা একটু পড়ালেখা বুঝে, তাদের পালিয়ে যাবার মত যায়গা আছে, বিশ্ব ভালো মানুষকে থাকার যায়গা দেয়।
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
প্রবাসী দেশী বলেছেন:
লেখক বলেছেন:
জাতির দুর্ভাগ্য যে, যারা একটু পড়ালেখা বুঝে, তাদের পালিয়ে যাবার মত যায়গা আছে, বিশ্ব ভালো মানুষকে (আমেরিকা )থাকার যায়গা দেয়।
এটা কি আত্ম সমালোচনা নাকি আত্ম উপলব্ধী ??
কিভাবে নেবো ?
যেভাবেই নেই বিষয় টা কিন্তু তাৎপর্য পূর্ণ !
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
ইউরোপের ছোট দেশগুলো ব্যতিত সবারই জনবল দরকার। সেইদিক থেকে বিশ্বে শিক্ষিত বাংগালী( ছাত্রদের ) স্হান হবে; ছাত্ররা নিজের জাতিকে বুঝার আগেই পরিবারের সাহায্যে বিদেসগ চলে যাচ্ছে; এবং ভালো ছাত্রগুলো; জাতি সমস্যায় আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: সব চোরে চোরে মাসতুতো ভাই
সালমান এফ রহমানও ধনী ব্যক্তি?? অথচ, এক জর্দা কোং মালিক দেশে সর্বোচ্চ ভ্যাট দেওয়ার রেকর্ড আছে। 