নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিরপেক্ষ নির্বাচন করে শেখ হাসিনাকে ইতিহাস গড়তে হবে

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩



শেখ হাসিনা জিরো থেকে হিরো হয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে উনার কাছে শেখ সাহেবও রাজনীতির একজন বাচ্চা ছেলে, ও পাকী সমর্থিত মিলিটারীর রাজনৈতিক মেশিন অবশেষে পরাজিত; বিএনপি-জামাত, মিলিটারীর রাজনৈতিক-মেশিন মোামুটি বিকল। শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য দরকার ছিলো, না হয়, এইদেশে প্রেসিডেন্টকে হত্যা করে, হত্যার বিচারকে শাসনতান্ত্রিকভাবে বন্ধ করে, জাতির দুষ্ট অংশ মিষ্টি খাওয়া অব্যাহত রাখতো। দেশের প্রেসিডেন্টকে হত্যায় শারীরিকভাবে অংশ গ্রহন করে, কয়েকজন মিলিটারী অফিসার এই দেশে নিজের দল করে, এমপি হয়েছিল; দেশবাসীর যে অংশ এগুলোর সমর্থ করেছিল, তারা একার্থে এই দেশের নাগরিক হওয়ার যোগ্যতা হারায়েছিল।

বিএনপি দলটির গঠনও নির্বাচিত প্রেসিডেন্টের হত্যার ষড়যন্ত্রের বর্ধিত অংশ; দলটি বাংলাদেশের ক্যান্টনমেন্ট জন্ম নিয়েছে, শপথ ভেংগে মিলিটারীরা এই দল গঠন কাজ শুরু করেছিল: ডিজিএফআই, দেশের প্রশাসন, ব্যুরোক্রেটরা ও বাংলাদেশ যারা চাহেনী তাদের নিয়ে দলটি গঠন কাজ শুরু হয়েছিল; সেইদিক থেকে দলটি বে-আইনী।

দলটি ২০০১ সালে রাজারদের সরকারে স্হান দিয়ে জাতিকে অপমান করেছে, জাতির বিরুদ্ধে অপরাধ করেছে; ও আসামের "উলফাকে" ঢাকায় থাকতে দিয়ে, পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি করতে দিয়ে, ও তাদের সাথে অস্ত্র ব্যবসা করে জাতির বিপক্ষে বিশাল অপরাধ করেছে। দলটি ২০০৭ সালে ক্ষমতায় এসে গিয়েছিল প্রায়, বেগম জিয়া, তারেক জিয়া ও সাইফুর রহমানসহ ১৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছিল; তারা ক্ষমতায় এলে, "উলফার" কারণে ভারত ভয়ংকর পদক্ষেপ নিতো, দেশের অবস্হা কি হতো বলা মুশকিল!

বিদেশী ষড়যন্ত্র ও ক্যানটনমেন্টে জন্ম নেয়া দলটিকে বিলুপ্ত করে, নিরপেক্ষ ভোট দেয়ার দরকার আছে; অন্য দল গঠিত হোক, জয়ী হোক; আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে; বিএনপি'র বিলুপ্তি ঘটলে, অন্য একটি দল সহজেই গঠিত হবে; সেখানে বিএনপি ও জামাতের চিহ্নিতদের রাজনীতি করতে না দিলে, দলটি দেশের মানুষের জন্য রাজনীতি করবে।

শেখ হাসিনা জিরো থেকে হিরো হয়েছেন, কিন্তু জাতি সামানুপাতিকভাবে হিরো হয়নি, হয়েছে সস্তা শ্রমিক, যারা জাতির সন্তান হিসেবে স্বদেশে ও বিদেশী কাজ করেও সন্মানী জীবনের অধিকারী হতে পারেননি; দেশে আওয়ামী লীগ থেকেও ভালোো দল হওয়ার মতো মানুষ আছেন, তাদেরকে সুযোগ দেয়া হোক, জাতির বিকাশের জন্য নিরপেক্ষ নির্বাচন দরকার, মিলিটারীর রাজনৈতিক মেশিনের চিহ্ন মুছে দেয়ার দরকার। নিরপেক্ষ নির্বাচন না হলে, ইতিহাসে শেখ হাসিনার বদনাম হবে, উনাকে কিছু সময়ের জন্য দরকার ছিলো; মনে হয়, উনি প্রয়োজনের বেশী সময় থেকে যাচ্ছেন!

মন্তব্য ৭০ টি রেটিং +১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: ইদানিং অনেকে বলছেন- দেশের অবস্থা খুব খারাপ। দেশে একেবারে শুয়ে পড়ছে।
আবার কেউ কেউ বলছে অন্য যে কোনো সময়ের চেয়ে দেশর অবস্থা খুব ভালো।

সাধারন মানুষ কি বলছে বা কি বলতে চাচ্ছে - তা কেউ শোনার মানুষ নেই। বিএনপি ক্ষমতায় থাকা কালীন অসংখ্য লোক কোটি কোটি টাকার মালিক হয়েচেছে। তারা ব্যাংক খুলেছে, টিভি চ্যানেল খুলেছে আরও অনেক কিছু। বিএনপি'র আর লোকজন কই? টিভি খুললেই শুধু ফখরুল, রিজভি কে দেখা যায়। আর কি কেউ নেই?

অতীতের ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, আওয়ামীলীগ দেশের জন্য বেশি কাজ করেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


বেশী করা আওয়ামী লীগের দায়িত্ব ছিলো, জনতার রক্তে স্বাধীন হওয়া দেশ তারাই দখল করেছিল, জনতাকে চালাতে দেয়নি; আসলে, তারা বেশী করেনি, বেশী করলে, বিএনপি জামাত এতদিন থাকতো না

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

শামচুল হক বলেছেন: বিদেশী ষড়যন্ত্র ও ক্যানটনমেন্টে জন্ম নেয়া দলটিকে বিলুপ্ত করে, নিরপেক্ষ ভোট দেয়ার দরকার আছে; অন্য দল গঠিত হোক, জয়ী হোক; আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে; বিএনপি'র বিলুপ্তি ঘটলে, অন্য একটি দল সহজেই গঠিত হবে; সেখানে বিএনপি ও জামাতের চিহ্নিতদের রাজনীতি করতে না দিলে, দলটি দেশের মানুষের জন্য রাজনীতি করবে।

বিএনপি বিলুপ্তি করে নতুন দল গঠন করলে লাভ হবে না কারণ এরাই আবার নতুন দলে যোগ দিবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


উহার বে-আইনী জন্মের কারণে, ইহা রাজনীতি করে না; সঠিকভাবে জন্ম হলে, ষেখানে রাজনীতি হবে, হয়তো।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কানিজ রিনা বলেছেন: নতুন কোনও দল আসলে তাদের খালি
পেট ভরতে কত বছর লাগবে? আর তখন
বিএনপি আওয়ামী একসাথে হয়ে নতুন দলের
টানা হেচড়া শুরু হবে। কারন আওয়ামী
বিএনপির দলে সবই কট্টর দলনীতিতে
বিশ্বাসী। তবে নতুন দল আসলে মেলেটারী
পাশে না থাকলে দল চলবে কিনা সন্দেহ।
যা হয়েছিল ফকরুদ্দিন সরকার থাকতে।
ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দল সঠিকভাবে জন্ম নিলে, দেশের টাকা চুরি করবে না। মিলিটারী বিএনপি'কে রাজনীতি না করে দেশ চালানো শিখায়েছে।

তদুপরি, ফালি, মালু, লালু কালুরা তো রাজনীতি করে দলে ঢোকেনি

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বেনামি মানুষ বলেছেন: আমাদের দেশের বৃদ্ধরা নতুনদের বা নবীনদের পথের কাঁটা।
আমাদের দেশের যে রাজনীতি, তা থেকে আশা ই করা যায় না যে নতুনরা সুযোগ পাবে বা বৃদ্ধরা নতুনদের রাজনীতিতে আসার পথ তৈরি করে দিবে।

আর নতুন এলে ও যে আমরা দেশবাসীর খুব একটা উন্নতি হবে বা একেবারে হাতে আসমান পাবো তা ও কিন্তু না। যারা আসে সবাই পেটে বাড়তি বস্তা সেলাই করে জুড়ে নেয়। জনগণের কথা কেউ ই ভাবে না।




আওয়ামীলিগ আর বিএনপি যা ই বলেন কোনোদলে ই আর দেশের ভালো চাওয়া লোকের সমাগম নাই। দেশের ভালো চাওয়া লোকগুলো আগে এসে চলে গেছেন, তাদের বেশিরভাগ ই মুক্তিযুদ্ধের সময় এবং এর ও আগে।
আর বাকি যেগুলো, মানে আমরা যারা রয়ে গেছি তারা ধানের মাঝে বাজে চিটাগুলো। দেশের চিন্তা, দশের চিন্তা আমাদের কারোর ই নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক দলগুলো ইউিভার্সিটি, কলেজে মাফিয়ার জন্ম দেয়ায়, জামাত ইউিভার্সিটি, কলেজে আগাছা জন্ম দেয়ার দেশের মানুষ খারাপ হয়ে গেছে; সঠিক রাজনৈতিক দলের আবির্ভাব হলে, জাতি সুখী হবে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: আগামী বার ও আবার আসবে ।
ওনি না আসলে খালেদা জিয়া আসবেন । তাতে কি লাভ । নতুন কেউ তো আর আসবে না ।
কাল আপনি পোষ্ট দেন নি ?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজেই বিএনপি জামাত ঠেকানোর কাজে সময় ব্যয় করেছেন, উনি যা করেছেন, এর বেশী জানেন না; বেগম জিয়া শুধু চোর ডাকাত জন্ম দেন, একটা কাজই উনার

আমার পোষ্ট কমে যাবে, আমার চোখে সমস্যা দেখা দিয়েছে

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: কিছু বলার নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি সাহস করে বিএনপি বন্ধ করে দেন, ও সঠিক নির্বাচন দেন, দেশ সঠিক পথে আসবে; সময় হয়েছে, ৪৭ বছর অন্যায় হয়েছে

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আবার বাকশালের প্রয়োজনিতা অনুভব করছেন নাকি চাঁদগাজী ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি অনুভব করছি; আপনার কি অবস্হা, দেশে বউ রেখে মিডল ইষ্টে কাজ করছেন নাকি?

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নতুন দল হলেও সেই দল কি টিকে থাকতে পারবে?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


যেই দল রাজনীতি করবে, সেই দল টিকবে; আও্য়ামী লীগ ও বিএনপি টিকবে না, জামাত আফগানিস্তানে যুদ্ধে যাবে।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কি আর করা আপনার মত বউ নিয়া ইউরোপে বীচে শুয়ে শুয়ে সানবাথ করতে পারি না।তাই ঘরের বউ ঘরে রেখেই দেশের জন্য রেমিটেন্স কামাচ্ছি!

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


আমি ইউরোপে নই, কাজ করে আয় করি।

বাকশাল হলে, কোন বাংগালীকে ব্উ ফেলে আরব ও মালয়েশিয়া যাওয়ার দরকার হতো না; আমরা অনেক বিদেশীকে চাকুরী দিতে পারতাম

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

আবু তালেব শেখ বলেছেন: আওয়ামীলীগ নিরপেক্ষ নির্বাচন দিবে এটা হাস্যকর লাগছে। ইতিহাস গড়তে গিয়ে যদি কুড়াল নিজের পায়ে পড়ে তাহলে ইতিহাস গড়ে কি লাভ?
যদিও বর্তমান পেক্ষাপটে আওয়ামীলীগ ভোট পাওয়ার যোগ্য। উন্নয়নের দিক থেকে আগের ছেয়ে শতগুন এগিয়ে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ভয় পাচ্ছে যে, বিএনপি জয়ী হয়ে যেতে পারে; বিএনপি জয়ী হলে আওয়ামী লীগের তৃণমুলের কর্মীরা নিহত আহত হবে।

তার চেয়ে বিএনপি'কে বিলুপ্ত করে, সঠিক রাজনীতি করলেই হলো; বিএনপি নিজেই বে-আইনী, উহাকে রেখে দিয়ে, উহার ভয়ে থাকার কি দরকার।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬

আবু তালেব শেখ বলেছেন: বেগম জিয়া, তারেক জিয়া ও সাইফুর রহমানসহ ১৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি,,,,,,,,,,,,,,,,

আওয়ামীলীগ ৫জানুয়ারির নির্বাচনে সবকটা সিট বিনা ভোটে নির্বাচিত হয়েছিল সেটা ভুললে চলবে না

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


কোনটা আগে ঘটেছে?
আওয়ামী লীগ নিজেই বিএনপি'র অনুসারী, জেনারেল জিয়ার অনুসারী, ওরা শেখ সাহেব না থাকাতে খুশী।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

সাইন বোর্ড বলেছেন: কিছু ভাঁড় এখানেও জুটেছে মনে হচ্ছে...

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার হাজিরা কি হিসেবে নেবো, ভাঁড় নাকি স্টিফেন হকিং হিসেবে?

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সাইন বোর্ড বলেছেন: উপরের ব্ক্তব্যটি কার্যালয়ের ভেতরে গিয়ে দিন, অনেক হাততালি পাবেন...

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



আমার কার্যালয় ব্লগ, আপনার কার্যালয় কি লিলিপুটে?

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি-কে বিলুপ্ত করা এই মুহূর্তে সম্ভব নয়। তবে নিরপেক্ষ নির্বাচনের একটা ধারা চালু করে গেলে উনি ইতিহাসে নাম রেখে যেতে পারতেন। উনার হারানোর কী আছে? একবার দেখুক না সৎ নির্বাচন করে...

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মনে বিএনপি এলে, উনার পিতার ও পরিবারের হত্যাকান্ড উনার মনে পড়ার কথা

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তৃতীয় শক্তি উত্থানের সুযোগ ও সম্ভাবনা খুব কম। কারণ, জনগণ রাজনীতি বোঝে না; এরা বিম্পি-জামাত আর আম্লীগ বোঝে।
সুষ্ঠু নির্বাচন দিলে আম্লীগ হারার সম্ভাবনা প্রকট! এ দেশের মানুষ টানা সরকার পছন্দ করে না। এক দলের ওপর অতিষ্ঠ হয়ে অন্য দলের কাছে আশ্রয় খুঁজে। শেখ হাসিনা প্রাণভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চাইবেন না!

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে বিলুপ্ত করলে, ৩য় নয়, ১ম শক্তি বেরিয়ে আসবে, মানুষ রাজনীতি করার চেষ্টা করবে।

শেখ হাসিনা নিশ্চয় উনার বাবার হত্যাকারীদের ক্ষমতায় আনার জন্য উৎসাহী নয়।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

শিখণ্ডী বলেছেন: যারা কথা বলতে জানে, শিক্ষিত, দেশ সম্পর্কে সচেতন, গলায় জোর আছে তারা সরকারের অনেক সমালোচনাই করেন। কিন্তু অন্ধ দলীয় সমর্থক বাদে গ্রামের মানুষ খুব একটা সরকার বিরোধী নয়। ধানের মূল্য বেশি হওয়ায় কৃষক খুশি(যাদের ঘরে ধান আছে), সবজি চাষেও ভাল দাম পাচ্ছে তারা; আর যারা গ্রামের শ্রমিক শ্রেণি তাদের মজুরি বেশ ভাল এখন। কখনও কখনও একজন স্কুল মাস্টারের চেয়ে বেশি। এক সপ্তাহ তেল দিয়ে সুতারকে পাওয়া যায়, যার দৈনিক মজুরি ছয় শত টাকা। দুই দিন কাজ করে তিন দিন কামাই! রাগ করে শহরে চলে এসেছিলাম। কয় দিন আগে চাচি কিছু কাজ করাবে বলে বাড়িতে গেল, দুই সপ্তাহ যায় লোক আসব বলে আসে না। তিন দিনের আয় দিয়ে চারদিন চলে, সে কয় দিন ঘুরে বেরায়। শ্রমিকশ্রেণির আয়-রোজগার এখন নেহায়েত কম নয়। শহরেও তাদের ভাল রোজগার, তবে তাদের ঘর ভাড়া বাবদ চলে যায় প্রায় সবটাই। সমস্যায় আছে শহরের মধ্যবিত্ত সম্প্রদায়। এরা না পারে রিক্সা চালাতে, না পারে রিক্সায় চড়তে।

ভোটের হিসেব এখন অতটা সরলিকরণ করলে মনে হয় ঠিক হবে না। ঘটনা যাই ঘটুক বিশাল একটা অংশ সরকারের প্রতি সন্তুষ্ট।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সিস্টেমে দিন এনে দিন খাচ্ছে, ভালো; এদের ভবিষ্যত নেই; বড় ধরণের অসুখ হলে, পরিবার শেষ; এবং তাই হচ্ছে; এদের পরবর্তী প্রজন্মও দিন মুজুর হবে। আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী প্ল্যান নেই।

আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করার চেয়ে, বিএনপি'কে থামাতে বেশী এনার্জি খরচ করে আসছে।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার মনে বিএনপি এলে, উনার পিতার ও পরিবারের হত্যাকান্ড উনার মনে পড়ার কথা
পিতার খুনীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার নিজের আমলে করে গিয়েছেন। এর চেয়ে আর বেশী সফলতার কী আছে এক রাজনৈতিক নেতার জন্য?

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


উনি জানেন যে, বিএনপি উনার বাবার কবরের উপর তৈরি করা হয়েছিল। গ্রেনেডের কথা উনার ভুলার কথা নয়।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

শিখণ্ডী বলেছেন: বর্তমান সিস্টেমে দিন এনে দিন খাচ্ছে, ভালো; এদের ভবিষ্যত নেই; বড় ধরণের অসুখ হলে, পরিবার শেষ; এবং তাই হচ্ছে; এদের পরবর্তী প্রজন্মও দিন মুজুর হবে।

কিন্তু আমার ধারণা এক সময় আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়ব। জীবন-ব্যয় বেড়ে যাওয়ায় নিজেই নিজের কাজগুলো যন্ত্রের সাহায্যে করে ফেলবে। দিন আনি দিন খাই শ্রমিকেরা তখন ভয়াবহ সঙ্কটে পতিত হবে। এ-সব ব্যাপার নিয়ে সরকার ভাবে বলে মনে হয় না। শুধু শ্রমশক্তি বেঁচে আগামীতে চলবে না। তাদের শিক্ষিত, দক্ষ করে গড়ে তুলতে হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত করার জন্য পদক্ষেপ নেয়ার দরকার ছিলো ১৯৭২ সালে, সেই স্হলে শেখ সাহেব ছাত্রলীগকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছিলেন; এখন পার্টির লোকেরা, প্রশাসনের লোকেরা শিক্ষার মুল্য বুঝেন, উনাদের ছেলেমেয়েদের বিদেশ পড়াচ্ছেন, আর আমাদের স্কুলগুলোতে ছাত্রলীগ আর শিবিরের আস্তানা গড়ছেন।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগের বিম্পি-জামাট সমর্থকরা কই?
যা লেখছেন আপনারে তো ছুইল্লা ফেলনের কথা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, শেখ হাসিনা যদি এই ধরণের পোষ্ট দেখেন, তিনি পছন্দ করবেন না, উনি আওয়ামী লীগের বিপরিতে বিএনপি'কেই চান, অনেক কষ্টে তিনি বিএনপি'কে এখানে এনেছেন; উনি নতুনদের উদ্ভব দেখতে চাইবেন না।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫

প্রবাসী দেশী বলেছেন: Ghost 1: Hey
Ghost 2: Hey
Ghost 1: How did you die??
Ghost 2: I was mistakenly locked up in a
refrigerator. At first, i was chilling, then, i
started freezing, and then, i couldn't breathe
again... i died of suffocation.
Ghost 1: Wow.... what a sad way to die.
Ghost 2: Yeah. How did u die?
Ghost 1: I died of heart attack.
Ghost 2: What happened?
Ghost 1: My wife cheated on me. i came
back home and saw a man's pair of shoes.
then, i rushed to the bedroom and met only
my wife there. She was naked. i knew there
was a man in the house coz my neighbor told
me. and the man was still in the house as
my wife was undressed and scared. so, i
started running and searching the whole
house. i searched in the kid's room, kitchen,
toilet, bathroom, wardrobe and dinning. i
couldn't find him and i was very tired of
running, so i got a heart attack.
Ghost 2: IDIOT!!!! If u would have checked
the refrigerator we would have been both
alive by now!!!

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই ফানি; বলার পেছনে কোন রূপক?

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

সোহানী বলেছেন: আপনি কি নিশ্চিত বিএনপি বিলুপ্ত হলেই ক্ষমতায় ৩য় শক্তিই আসবে? এ ৩য় শক্তিই বা কারা গঠন করবে?

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


৩য় শক্তি নয়, মনে হয়, ১ম স্তরের একটি রাজনৈতিক দল গঠন হবে; বিএনপি রাজনীতি করে না, জেনারেল জিয়ার মাংস বিক্রয় করে মাত্র।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

রক বেনন বলেছেন: নতুন দল চাই যেখানে প্রশ্ন ফাঁসকারী অথবা ফাঁসের প্রশ্নে পাসকারী কেউ থাকবে না।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের সমন্ময়ে নতুন দলের দরকার; বর্তমানের যারা আছে, এরা রাজনীতির লোক নন।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

খল ঠাকুর বলেছেন: শেখ পরিবার ক্ষমতায় না থাকলে চাঁদ গাজি থাকতে পারবে না
চাঁদ সহিদ হয়ে যাবেন

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



সম্ভব। বিএনপি'র সাথে জামাত এসে যাবে, তখন দেশ পাকিস্তানের মত হবে, আপনি ও আপনার বন্ধুরা মিলে ছুরিতে ধার দেবেন!
তবে, ক্ষমতায় থাকার কথা বাংলাদেশের সময়কালীন দক্ষ মানুষজন।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

পলাশবাবা বলেছেন: শিরোনাম দেখে আকৃষ্ট হয়েছি।। তবে ইবলিশ শয়তানের পক্ষে আল্লাহর কাছে মাফ চাওয়া সম্ভব মাগার কোন আওয়ামী লিগের পক্ষে নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব না।

ঊলফার কারনে ভারতমাতা একশন নিলে কি হত তা বলা সত্যিই মুশকিল। ২০০১ আর ২০০৬ সালে আমাদের বিডিআর এর মৃদু চুম্বনে আমাদের সীমান্ত বাডানোর সুযোগ !!!!!! এসেছিল। ভারতমাতাকে এত ভয় পাওয়ার কিছু নাই। ওরা শুধু সংখ্যায় বেশী ভাই। .। ভিতরের অবস্থা সদরঘাট।

যাউগগা রাজনীতি বলেন আর দুর্নীতি আ।লী কাছে বিএনপি কিছুই না।

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আগাছা বিএনপি'কে আওয়ামী লীগ এখন পছন্দ করে; এতে করে দেশে রাজনৈতিক দল জন্ম নিতে পারছে না।

ভারত কিছুই না, গল্প মাত্র! পাশে আফগানিস্তান থাকলে আপনি এর থেকে ভালো অবস্হায় থাকতেন

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



১। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সরাসরি, এবং খুলাখুলি ভাবে আপনার রাজনৈতিক ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য। অনেকেই এই ধরণের ইচ্ছা মনে মনে পোষণ করে যে, যদি বিএনপি এবং জামাতকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা যেত, কিন্তু জনসম্মুখে তাদের ইচ্ছাটা প্রকাশ করে না। অনেক ঘরোয়া আলোচনায় এই ধরনের আকাঙ্ক্ষার কথা শুনেছি। জামাতকে নিষিদ্ধ করার জন্য কিছু লোক নির্বাচন কমিশনে আবেদন করেছিল। আবার কিছু লোক কোর্টে রিট মামলাও করেছিল।

২। আপনার কথা মত যেখানে "পাকী সমর্থিত মিলিটারীর রাজনৈতিক মেশিন পরাজিত, বিএনপি-জামাত, মিলিটারীর রাজনৈতিক-মেশিন মোটামুটি বিকল" এবং "আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে"; সেই ক্ষেত্রে একটি নতুন দল সহজেই গঠিত হতে বাধা কোথায়?

৩। আবারও আপনার কথা মত যেখানে "পাকী সমর্থিত মিলিটারীর রাজনৈতিক মেশিন পরাজিত, বিএনপি-জামাত, মিলিটারীর রাজনৈতিক-মেশিন মোটামুটি বিকল" এবং বাস্তবতা হচ্ছে, আপনারা আকাঙ্ক্ষিত আরেকটা নতুন দল এখনও গঠিত হয় নাই; সে ক্ষেত্রে আওয়ামী লীগের নিরপেক্ষ ভোটের আয়োজন করতে অসুবিধা কোথায়?

৪। আপনি বলেছেন, "দেশে আওয়ামী লীগ থেকেও ভালো দল হওয়ার মতো মানুষ আছেন, তাদেরকে সুযোগ দেয়া হোক," ; আমি খুবই বিনয়ের সাথে বলছি, আপনি যদি দয়া করে এই ভাল লোকগুলির নাম আমাদেরকে জানাতেন। মানুষ হয়তো এই ভালো লোকগুলিকে চিনে না। চিনলে হয়তো তাদেরকে দেশের নেতা হিসাবে মেনে নিতো।

৫। আপনি আরো বলেছেন, "তাদেরকে সুযোগ দেয়া হোক,"; এই সুযোগের শর্ত হিসাবে আপনি এক নাম্বারে এনেছেন, বিএনপিকে বিলুপ্ত করতে হবে, দুই নম্বরে আওয়ামী লীগকে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আপনার প্রস্তাব অনুসারে বিএনপি বিলুপ্ত হওয়ার পর, রাজনৈতিক দল হিসাবে থাকবে আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ দল হিসাবে থাকবে আপনার প্রস্তাবিত ভাল লোকের নতুন দলটি। এখন একটা রাজনৈতিক দল তার প্রতিপক্ষ অপর দলকে সুযোগ দিবে--এই প্রত্যাশা কি বাস্তব সম্মত না যুক্তি সঙ্গত?

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



এখন আওয়ামী লীগ যেই পরিবেশের সৃস্টি করেছে, তাতে নতুন দল করার জন্য কেহ এগিয়ে আসবে না; আওয়ামী লীগ দেশে এমন পরিবেশ করেছে, তাতে মানুষ রাজনীতিতে আসতে পারছে না; সেজন্য বলছি সুযোগ সৃস্টি করতে।

নতুন দল হলে, সাধরণ মানুষ থেকে যোগ্য মানুষ বেরিয়ে আসবে; কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেশানেল চাকুরীজীবি, বিদেশে অবস্হানরত শিক্ষিতেরা দেশে এসে দেশের জন্য কাজ করার সুযোগ পাবেন।

বিএনপি কোন রাজনীতি করে না, ওরা মিলিটারীর হয়ে, ব্যুরোক্রেট দ্বারা দেশ চালিয়েছে।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

পলাশবাবা বলেছেন: হু আমার মন্তব্যের ঠিক অংশে জন্য লেখকের পিত্তথলিতে লাথি লেগেছে বোঝা মুশকিল।
'ভারতমাতা' সম্বোধন ? এটা আসলে একটা ট্রিক। ভারতকে ভারতমাতা বা রান্ডিয়া বললে যাদের পিত্তথলিতে লাথি লাগে তারা মূলত বাংলাদেশী তবে অবৈতনিক ভারতীর দূত । দুষ্টু লোকারা এই বাংলাদেশী তবে অবৈতনিক ভারতীর দূতকে ভারতের দালাল বলে। আমি নিশ্চিত 'ভারতমাতা' সম্বোধনের কারনে লেখকের পিত্তথলিতে লাথি লাগেনি।

বিএনপি আগাছা হতেই পারে। তবে বিএনপি আগাছা হলে আ লী আগাছার আমাজন বন। মানে এক্ষেত্রেও আ লী বি এন পি কে ছাড়িয়ে গেছে। ৭৫ থেকে ৯৬ .।.। কত বছর ? ২১ বছর আগাছা হিসাবেই তো ছিল ? তাই না ?

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি বে-আইনীভাবে জন্ম নিয়েছে; রাজনীতি হতে হবে আইনের ভেতরে, সংবিধানের ভেতরে; আপনি সেই দিকটা মিস করাতে, ভারত মারত নিয়ে ব্যস্ত আছেন!

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

মহামোহপাধ্যায় বলেছেন: ইতিহাস যা গড়ার তিনি পূর্বেই গড়েছেন, নতুন করে আবারও ইইইতিতিহা....
ভয় পাইয়ে দিয়েছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



উনি যেভাবে দেশ চালচ্ছেন, ইহার পেছনে উনার ব্যক্তিগত কিছু কারণ আছে; উনার বাবার ও পরিবারকে হত্যার পর, উনার পরিবার সাধারণ ফরমাল বিচারটিও পায়নি; সেটা অন্যদের জন্য বিষয় না হলেও, সেটা উনার জন্য বিষয়।

উনাকে ইহা থেকে বের হতে হবে।

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

রানার ব্লগ বলেছেন: নিরপক্ষ নির্বাচনে শেখ হাসিনার হয়তো অরুচি নেই। কিন্তু দলীয় স্বার্থের উর্ধে উঠে তিনি তা করতে পারবেন কি না এটা নিয়া সন্দিহান।

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকে অনেকদিন পরে দেখলান, সব ভালো তো?

তিনি এমন এক প্রতিপক্ষের সামনে, যাদেরকে উনি বিশ্বাস করেন না, ও খল ভাবেন; সেখানেই সমস্যা; উনার থেকে বেশী কেহ জানলে, তাদেরকে সুযোগ না দিলে, উনাকে দায়ী করা যেতো; বেগম জিয়া আসলে বাংলাদেশের সাধারণ একজন গৃহিনী থেকে কম বুঝেন; তদুপরি কোন বেগম জিয়া, কোনটা জামাত, এখন বুঝাই সমস্যা!

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:




ট্রাম্প বলছেনঃ নতুন দল ক্ষমতায় আসা প্রয়োজন। তবে জনতার দল হিসেবে আসবে নাকি লুটপাটের দল হিসেবে সেটা চিন্তার বিষয়।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


নতুন দল গঠন হলে, রাজনীতি করে টিকে থাকতে হবে; ওরা আওয়ামী লীগ, বা বিএনপি'র মতো কিছু বললে টিকবে না।

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



এখানে কয়েকটা বিষয় আমরা কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছে। কারণ এতে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।

এক -- একটি রাজনৈতিক দল কর্তৃক তার প্রতিপক্ষ অপর দলকে বিলুপ্ত করার চিন্তা।

দুই -- কোন রাজনৈতিক দলকে বিচার বহির্ভূতভাবে বেআইনি বলা। কেবলমাত্র নিরপেক্ষ আদালতেরই বৈধ এখতিয়ার আছে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোন কিছুকে বেআইনি বলা।

তিন -- প্রতিদ্বন্দ্বী কোন দলের কাছে রাজনৈতিক সুযোগ আসা করা।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


এক:
আওয়ামী লীগ, বা সরকারের পক্ষে এটর্নি জেনারেলকে কোর্টে যেতে হবে; ঐতিহাসিকভাবে সবার জানা আছে যে, জেনারেল জিয়া ক্ষমতা দখলের ২/৩ বছর পর, মিলিটারী, প্রশাসন ও ব্যুরোক্রেটদের সহায়তায় দল গঠন করেছেন; এবং ডা: বদরুদোজ্জা, শাহ মোয়াজ্জেম হোসেনরা চায়নি যে পাকিষ্তান ভেংগে যাক; ক্যাপ্টেন ওলি মিলিটারীতে থাকাকালীন ছাত্রদল গঠন করেছিলেন।

দুই:
আমার চোখে ভে-আইনী মনে হওয়াতে আমি বলছি; কিন্তু সেটা নির্ধারিত হবে কোর্টের রায়ে; আমি বলাতে বিএনপি "বে-আইনী" হয়ে যায়নি।

তিন:
প্রতিদ্বন্দ্বী কোন দলের কাছে রাজনৈতিক সুযোগ আশা করা সঠিক নয়; তবে, দেশের ও জনগণের খাতিরে কোনদল যেন নতুন দল গঠনে বাধা না দেয়, যেভাবে ড: ইউনুসকে হতাশ করছিলো বিএনপি ও আওয়ামী লীগ

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

পলাতক মুর্গ বলেছেন: মানসিক প্রতিবন্ধী

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন, নিজকে মানসিক প্রতিবন্ধী হিসেবে ডিকলারেশন করার মতো সাহস আপনার আছে; ভালো। আপনার ব্লগিং দেখা সেটা বুঝার উপায় নেই; আপনি অবশ্যই এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

পলাতক মুর্গ বলেছেন: মানসিক প্রতিবন্ধী

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই, আমরা আছি আপনার পাশে; প্রাইম মিনিষ্টারের মেয়েও আছে আপনার পাশে

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

পলাতক মুর্গ বলেছেন: মানসিক প্রতিবন্ধী

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


পালিয়ে থাকেন

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

পলাতক মুর্গ বলেছেন: মানসিক প্রতিবন্ধী

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



জুতোর নীচে শক্ত পায়খানার মতো আটকে গেলেন নাকি?

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

পলাতক মুর্গ বলেছেন: মানসিক প্রতিবন্ধী

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগ পিগমী পালন করে না দীর্ঘদিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.