![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিশ্বের বর্তমান অবস্হায় ইরানের জয় সম্ভব নয়। কমপক্ষে বাংগালী মুসলমানেরা চায় যে, ইরান আমেরিকাকে একটা শিক্ষা দেক; কিন্তু বাস্তবে তা সম্ভব নয়; ইরানের তেল থেকে যে আয়, তাতে ইরানে কোনভাবেই বেকার থাকার কথা নয়; এমন কি শাহের যুগে ইরানকে বিদেশী শ্রমিক আমদানী করতে হয়েছে। ইরানের আবহাওয়া, অর্থনীতি ও জমির পরিমাণ থেকে অনুমান করা সম্ভব যে, ইরান খাদ্য রপ্তানী করতে পারার কথা, সেখানে খাদ্যের মুল্য অনেকের জন্য সমস্যা কেন; সমস্যা কি: খাদ্য কম, নাকি গড় আয় কম? আসলে, দুটোই!
আমেরিকাকে থামাতে হলে, ইরানকে কমপক্ষ উত্তর কোরিয়ার মত মিসাইল ও আনবিক বোমার অধিকারী হতে হবে; শিক্ষা দেয়ার কথা পরে। আমেরিকা ইরানকে কোনদিন বোমা বানাতে দেবে না; কারণ, আহমেদি নেজাদ ঘোষণা দিযয়েছিল যে, ইরানের ১ম বোমা ইসরায়েলের উপর পড়বে, এবং দেশটিকে মানচিত্র থেকে মুছে দেয়া হবে; এই কথাটি, বাংলাদেশ, পাকিস্তানের বাহিরে তেমন কেহ পছন্দ করেনি। রাশিয়া ও চীন মিলে উত্তর কোরিয়াকে যেভাবে টেকনোলোজী দিচ্ছে, ওরা কিন্তু ইরানকে তা দেবে না।
আজকে ইরানে যে প্রতিবাদ শুরু হয়েছে, সেটা সাধারণ মানুষের চাওয়া; ইহাকে আমেরিকান ষড়যন্ত্র বলে দমন করতে গেলে, সমস্যা বড় হবে; এবং কিছু মানুষ আমেরিকার দিকে ঝুঁকে পড়বে। ইরানীরা সরকার বিরোধী মিছিল করলেও ওরা আমেরিকাকে পছন্দ করে না; জোর করে ওদেরকে আমেরিকার শিবিরের দিকে ঠেলে দিলে, আমেরিকা আসতে দেরী হবে না, ওরা উপসাগরে আছে সারাক্ষণ।
আজকের ইরানীরা যা চাইছে, সেটা অনেক আগেই ইরানের থাকার কথা ছিলো; ইরানের মতো দেশে যেখানে বিদেশী লোকের দরকার আগেই ছিলো, সেই দেশে বেকারত্ব নিশ্চয় কারো না কারো ভুল পলিসির জন্য হচ্ছে! খাদ্য মুল্য সাময়িকভাবে কমানোর জন্য সাবসিডি দেয়ার মতো টাকাও ইরানের আছে; এরপর, খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য প্রোগ্রাম নিলে, ইরান খাদ্য রপ্তানী করতে সক্ষম হওয়ার কথা। সমস্যা একটা, ওদের সুপ্রীম লিডার শিয়া সন্ত্রাসীদের অস্ত্র ও বেতন দিচ্ছে তেলের পয়সা থেকে; ইহা বন্ধের দরকার।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি পুটিন হলে সম্ভব হতো; পুটিন চেসনিয়া ও দাকিস্তানে যাদের সাথে যুদ্ধ করছে, ওদের প্রতি ইরানের সমর্থন আছে। চীনের কাঁশগড়ে যারা চীন বিরোধী গেরিলা সংগ্রাম চালু রেখেছে, ওরা পার্সীতে কথা বলে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
আবু তালেব শেখ বলেছেন: আহমাদিনেজাদ স্পষ্ট ভাষী ছিলেন উনি যেটা বলেছেন ইরানি সরকার জনগন মনে হয় সেটাই অনুসরন করে। দখলদার ইসরাইল মুছে ফেলার আকাংখা ইরানি জনগনের মাঝেও বিরাজমান
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
স্পষ্টবাদি হওয়া ভালো, বিশ্ব সহজেই ইরানকে বুঝতে পেরেছে।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
তামিম ইবনে আমান বলেছেন: বাঙ্গালি ইরাক নিয়াও লাফাইসিল। সাদ্দাম হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
অর্ধেক বাংগালী বেগম জিয়াকে মেধাবী মনে করে, তারেক জিয়াকে মেধাবী মনে করে; সেদিক থেকে বুঝা যায়, এরা নিজেরা কতটুকু মেধাবী।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
মরুচারী বেদুঈন বলেছেন: পদক্ষেপ নিতে ভুল হলে ঝামেলা আছে!
এটা দাবা খেলা না! যে, দিন শেষে এক গুটি নিয়ে জিতলেই চলবে!
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
সুপ্রীম লিডার শিয়া বেহেশতে বসবাস করছেন, উনার নাগরিক হচ্ছে, হেজবুল্লাহ ও সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়ারা, উনি ইরানীদের কথা ভুলে গেছেন।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
শামচুল হক বলেছেন: ইরান মুসলমান দেশ হয়তো সাহায্য পাবে না।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
ইরান যদি অন্য দেশের শিয়া সন্ত্রাসীদের সাহায্য বন্দ্ধ করে, সেই এলাকায় শান্ত আসবে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইরানীরা আরবদের মধ্যে বেশী শিক্ষিত। তাদের সমস্যা এখনো আভ্যন্তরীন। ট্রাম্প কেন এত উৎসাহী তা বোঝা যাচ্ছে না...
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
ইরানীরা আরব নয়; ওরা আরবদের প্রতিযোগী।
ট্রাম্প ওবামা-চুক্তি ভাংগার পথ পাচ্ছে
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
আবু তালেব শেখ বলেছেন: ইরানের অভ্যন্তরীণ সমস্যায় আমেরিকা নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছিল যদিও সেটা নাকচ হয়ে গেছে। কেন?
এটা ইরানের অভ্যন্তরীণ সমস্যা এটা নিয়ে আমেরিকা ইসরাইল সৌদির এতো লাফালাফি কেন?
মানে আরেকটা ইরাক, লিবিয়, আফগান রচনা করার ইচ্ছা?
সেটা আর সম্ভব না রাশিয়া মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরির ভাগ বসাইছে সেটা সিরিয়া ইস্যুতে পরিস্কার।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
এটম বোমা যারা বানাতে পারে, তাদের জন্য কোনটাই আর আভ্যন্তরীণ নয়।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
কাউয়ার জাত বলেছেন: ভুল কথা। মুসলমানেরা ইরানকে পছন্দ করেনা। ইরানের কাছে ইসলামের চেয়ে পার্সীজম বড় ফ্যাক্ট।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ছোটখাট সার্ভে চালিয়ে দেখেন
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সামনে বেশ কিছু বছর পর উত্তর কোরিয়া কি জাতিসংঘে নিরাপত্তা পরিষদে স্হায়ী সদস্য হতে পারবে কি? রাশিয়া চীন যেভাবে ওদের কে সাহায্য করছে।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
২ কোরিয়া এক হয়ে যাবে; সেটাই হবে সমাধান।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
আবু তালেব শেখ বলেছেন: আমেরিকা যতই তোল্লাই দিক ইরানি জনগনের রসুনের মত একজায়গায় পাচা। ট্রাম্পের সমর্থনের কারনে এই আন্দোলন বন্ধ করবে জনগন। কারন তারা জানে আমেরিকা ইরানের ভাল চাইনা কস্মিনকালে ও।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
এটা ঠিক যে, ইরানীরা আমেরিকাকে পছন্দ করে না, কোনভাবে আমেরিকা হস্তক্ষেপ চাইবে না
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইরান একই সাথে সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। সেখানে অস্ত্রসস্ত্র সরবরাহ করছে। তার সাথে বাহরাইন সহ আশেপাশের রাষ্ট্রগুলোতে নানা ইস্যুতে নাক গলিয়েছে। অভ্যন্তরীণ আয়ের সিংহভাগ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে ব্যয় করছে। তাছাড়া দেশটি আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন কোণঠাসা ছিল। ফলে জনগণের মাঝে হতাশা বিরাজ করছে।।
আবার কিছুদিন আগে ছয় জাতির সাথে ইরান পারমানবিক চুক্তি করেছিল। এতে অনেকে ধারণা করেছে ইরানে অর্থনীথিতে তেজি ঘোড়া ভাব আসবে। ইরান হয়ত এটা প্রমাণ করতে চাচ্ছে যে, পশ্চিমারা ইরানের অর্থনীতিতে কোন ভূমিকা রাখতে পারেনা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা কিংবা শীতলতা কোন ফ্যাক্ট নয়।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার পর ইরানই আরবদের পথে নামিয়ে দিচ্ছে; ইরান চায়, আরব চালাবে শিয়ারা
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
অর্ধ চন্দ্র বলেছেন: দখলদারদের পুরনো কৌশল নতুন মাত্রিক প্রয়োগ!
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
এর মাঝেই বুদ্ধি করে চলতে হবে, চাঁদে গিয়ে পালাবার উপায় নেই
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
অর্ধ চন্দ্র বলেছেন: যে খানে চাঁদগাজী, সেখানে চাঁদ বড়ই বিবর্ণ!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
আমি কিছু ব্যাপার তুলে ধরছি, মতামত আপনার
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: পোষ্ট যথেষ্ট শবল হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ নিজের কষ্টের কথা সরকারকে জানাতে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারালো তেলের দেশে।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সমস্যা একটা, ওদের সুপ্রীম লিডার শিয়া সন্ত্রাসীদের অস্ত্র ও বেতন দিচ্ছে তেলের পয়সা থেকে; ইহা বন্ধের দরকার।
ইরানকে উচিৎ শিক্ষা দিতে নিজ স্বার্থে আমেরিকা সন্ত্রাসীদের লালন করছে । ফিলিস্তানিদের শিক্ষা দেয়া ইতোমধ্যে সমাপ্ত।ইরান ইতোমধ্যে কোনঠাসা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
সুপ্রীমকে বাদ দিলে, ইরানের সরকার মনে হয়, নিজের মানুষদের জন্য অনেক কিছু করতে সক্ষম হবে; সুপ্রীম লীডার দেশকে ভুল দিকে নিচ্ছে।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এরদোগান কিছুদিন আগে ইরান বসন্ত নাটকের প্রাক্কালে বলেছিলেন যে,ইসলাম এক,ইসলামে শিয়া সুন্নি বিভেদ রচনাকারীরা ইসলামের শত্রু।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
শিয়া ও সুন্নী বিভক্তি এমন অবস্হায় গেছে ইরান, ইরাক, সিরিয়া ও সৌদীতে, আসলে এরা পরস্পর বিরোধী ২টি আলাদা ধর্ম।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সমস্যা একটা, ওদের সুপ্রীম লিডার শিয়া সন্ত্রাসীদের অস্ত্র ও বেতন দিচ্ছে তেলের পয়সা থেকে; ইহা বন্ধের দরকার।
ইরানকে উচিৎ শিক্ষা দিতে নিজ স্বার্থে আমেরিকা সন্ত্রাসীদের লালন করছে । ফিলিস্তানিদের শিক্ষা দেয়া ইতোমধ্যে সমাপ্ত।ইরান ইতোমধ্যে কোনঠাসা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
ইরান প্রতিটি আরবী শিয়াকে সন্ত্রাসী বানাচ্ছে, সমস্যা সেখানে, তেলের টাকা সেখানে ঢালছে।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
ধ্রুবক আলো বলেছেন: ইরান কে যেই সাপোর্ট করুক আর না করুক, সবাই আমেরিকা বিরোধী। তবে মানুষ মনে মনে একটা আমেরিকার ভিসা চায়!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
সমস্যা সেখানেই, সব মুসলমানদের জন্য নিরাপদ ও খোলা দেশ আমেরিকা, ইরান বা আরব নয়।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
আল-শাহ্রিয়ার বলেছেন: আপনার অ্যামেরিকা ৪০ বছর ধরে অবরোধের মুখে থাকলে সোমালিয়ার থেকেও খারাপ অবস্থার মুখে পড়ত। আর এই মুহূর্তে(গত এক বছরের হিসেবে) ইরানের শিল্প ক্ষেত্রে প্রবৃদ্ধি সর্বচ্চ। সুতরাং এখন বিক্ষোভের কোন কারন থাকা স্বাভাবিক নয়। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গুলিতে খাদ্য পণ্য রপ্তানি করবার কারনে বর্তমানে খাদ্য দ্রব্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা সত্য। বিক্ষোভে যখন শুরু থেকেই ইসরাইল, অ্যামেরিকা আর সৌদি সমর্থন থাকে তখন সব কিছু বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২১
চাঁদগাজী বলেছেন:
ইরানী বিক্ষোভকারী মফিজ নন, ওরা আমেরিকা, সৌদী ও ইসরেয়েলকে চিনে।
ইরানে বেকারত্ব ও দ্রব্যমুল্য ক্রয় ক্ষমতার বাহিরে হওয়ার কারণ সুপ্রীমের ভুল পলিসি ও শিয়া সন্ত্রাস পালন।
আপনি কি শিয়া?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৪
চাঁদগাজী বলেছেন:
ইরানের টাকায় বাংলাদেশ, গ্রীক, আমেরিকায় মসজিদ হচ্ছে, কিন্তু ইরানে বেকার আছে? ইহা কিভাবে ব্যাখ্যা করা যায়?
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
সচেতনহ্যাপী বলেছেন: লেখকের লেখার স্বাধীনতা থাকে।। কিন্তু লেখার সপক্ষেও যথেষ্ট যুক্তি থাকতে হয়।। না কি!!
আর কিছু মিছিল/ কথাই কিন্তু একটা দেশের প্রতিনিধিত্ব করে না।। করে কি?? কোনটা ফোকাস পায়?? সরকারীটাই।। তাই নয় কি??
আপনি তো প্রথম থেকেই এমন ছিলেন না।। সেই আমার ব্লগ জীবনের প্রথম থেকেই আপনার সাথে আছি।। এমনতো দেখি নাই।।
বলবেন, এতদিন পর!! একটা কথা জানেন কি, ভাললাগার মানুষেরা কি তাদের সন্মান জ্ঞ্যান হরিয়ে ফেলেন, ইগোর কারনে
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
নিজের ইগো নিজে টের পাওয়া হয়তো মুশকিল! আমি চেষ্টা করবো নিজকে শোধরাতে।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬
আটলান্টিক বলেছেন: দুই কোরিয়া এক হবে কেমনে যখন কিম জং উনের মাথায় রাশিয়ান পোকা ঢুকে গেছে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
কিমই মনে হচ্ছে উত্তর কোরিয়ার শেষ পাগল; কিম সীমা লংগন করেছে!
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
এভো বলেছেন: মুসলমানরা চায় যে , ইরাণ বিজয়ী হোক , বড় শয়তানকে শিক্ষা দেক -----
ধরে নিলাম ইরাণ শয়তানকে চরম শিক্ষা দিলো তাতে কি মুসলমানদের কোন উপকার হবে বা দুনিয়ার কি কোন উপকার হবে এতে ? আরেক শয়তান পয়দা হবে সাথে সাথে !!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
মুসলমানেরা নিজেদের সমস্যা নিজেরাই সৃষ্টি করে, অন্যকে দোষারোপ করে; তাই সমাধান করতে পারে না।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: আসলে কোথাও শান্তি নাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
উ: কোরিয়া, ইরান, চীন,রাশিয়া ও আমেরিকার সরকারেরা বিশ্বের শান্তি নষ্ট করে চলছে।
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭
জোকস বলেছেন: রাজনীতি বুঝি নাগো
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি যা কিছু পড়েছেন, যা কিছু শিখেছেন, যা কিছু জেনেছেন, সবকিছুর সন্মিলিত জ্ঞানের আলোকে যদি যদি রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করেন, সেটা হলো রাজনীতি; আপনি কোন এক লেভেল অবধি বুঝেন।
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১
প্রািন্ত বলেছেন: “অর্ধেক বাংগালী বেগম জিয়াকে মেধাবী মনে করে, তারেক জিয়াকে মেধাবী মনে করে; সেদিক থেকে বুঝা যায়, এরা নিজেরা কতটুকু মেধাবী।”
আপনি উদাহরণ দেয়ার আর কোনকিছুই পেলেননা? তারমানে আপনি বাকী অর্ধেক মেধাবীদের দলে? আসলে আওয়ামী পন্থিদের এমন প্রতিহিংসা পরায়ন মনোভাবের কারণেই অর্ধেক মানুষ আওয়ামীলীগকে অপছন্দ করে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
আোয়ামী লীগ নিয়ে আমি কিছু বলিনি, আমি ভালো একটা উদাহরণ দিটে চেয়েছি মাত্র; আওয়ামী লীগের কোন নেতা নিশ্চয় বেগম জিয়ার মত অত পুতুল পুতুল নয়।
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
জুন বলেছেন: ট্রাম্পকে ঠিক করতে উত্তর কোরিয়ার কিমই যথেষ্ট । সুইচের উপর হাত দিয়ে নাকি বসে আছে কিম। দেখা যাক কবে নাগাদ --------
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প আমেরিকা ও বিশ্বের জন্য বেশ সমস্যা; তবে, কিমের মত বিষাক্ত যকিছু নয়; কিমের সময় শেষ হয়ে আসছে; সে সুযোগ পেলে দ: কোরিয়া ও জাপানে রক্তের বন্যা বয়ায়ে দেবে।
ট্রাম্পকে মানুষেরা ভুলক্রমে বানায়েছে, কিমকে অমানুষেরা বানায়েছে।
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন: শেষের কথাটাই সব। প্রায় মুসলমান বিশ্বাস করে, শিয়া শাসন থেকে বিধর্মী শাসন ভাল। আফসোসের কথার শেষ নেই। আমরা এমনভাবে আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত যে, আমাদের অনেকেই বুঝতে পারেন না, কে চরকি ঘোরায়? আমরা কেবল ঘোরেই যাই। অনেক মুসলমানরা এটা ধীর ভাবে বিশ্বাস করে যে, আমেরিকা একটি বিশ্ব শান্তিকামী দেশ।
ইরান এখন অর্থনৈতিক সমস্যার দিকে এগুচ্ছে, একে তারা আরব বিশ্ব বলে সাইনবোর্ডধারীদের সাথে অন্তরধন্ধ থেকে উঠে এসে ময়দানের যুদ্ধে লিপ্ত হয়েছে। সেটা যেমন সাদ্দাম হুসেনের অনেক আগ থেকে শুরু হয়েছিল, এখনো আছে। সিরিয়ায় প্রতিনিয়ত বোমা ফেলছে মুসলমান শান্তিকামীরাই। নিজেদের ধন্ধ বাড়াতে কাতারের উপর অবরোধ। ফিলিস্তিনের বর্তমান অবস্থার উপর নিরব ভূমিকা। আরব বিশ্ব আমেরিকা থেকে শিয়াদের মারাত্মক শত্রু মনে করে বিশ্বে মুসলমানের পরিস্থিতি আরো খারাপির দিকে টেলে দিচ্ছে।
হয়ত দেখা যাবে, সাদ্দাম যেভাবে লেবাননের ইহুদি দের আক্রমণ করার হুংকার দিয়ে নিজেকে শত্রুর বেরাজালে বন্দি করেছিলেন,আগামীতে ইরান বা তুরস্ক সেই একই ভাবে আক্রমণের শিকার হবে। পার্থক্য থাকলে কেবল তা হবে, আমেরিকার জায়গায় আমেরিকার বন্ধু আরবরা আমেরিকার দায়িত্ব পালন করব। ধ্বংসের রোলার চলতেই থাকবে।
শুভকামনা আপনার জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইরান ও সৌদী মিলে আরবদের ধ্বংশ করছে; শিয়া সুন্নী বিভক্তির কারণে মুসলমানেরা দীর্ঘদিন পরস্পরকে হত্যা করে চলবে।
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: যে যাই বলুক আসল কথা হল, শেষ জামানায় মুসলিমদের শেষ ত্রাতা আসার আগ পর্যন্ত মুসলিমেরা আর শক্তিশালী হবে না মনে হয়।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
মাুসলমানদের শেষ ত্রাতা আমেরিকা কিংবা ইউরোপ।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: ইরানের এই আন্দোলন সফল হবে কতটা সেটাই এখোন দেখার বিষয় ।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
ইরান গাদাফির পথে হাঁটছে, সন্ত্রাসীদের টাকা দিয়ে, নিজের লোককে গাধার মতো খাটাচ্ছে
৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: শান্ত হচ্ছে ইরান, সরকার সমর্থকদের দখলে রাজপথ, দেখা যাক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সরকার সমর্থকরা সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেয় না; লিবিয়ায় গাদাফির ক্যাডারদের ভয়ে রাস্তায় মানুষ হাঁটতো না, সাদ্দামের পার্টির লোকদের ভয়ে কুর্দিরা নিজের ঘরে ঘুমাতো না।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
আবু তালেব শেখ বলেছেন: রাশিয়া ও চীন মিলে উত্তর কোরিয়াকে যেভাবে টেকনোলোজী দিচ্ছে, ওরা কিন্তু ইরানকে তা দেবে না।
,,,,
ইরান কারো সাহায্য ছাড়া অনেক কিছু করেছে। রাশিয়া চীন অবশ্যই তাদের সাহায্য করে তবে সেটা অপ্রকাশ্য