![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ছাত্রলীগের সেরা সৃষ্টিদের মাঝে জীবিত আছেন: আবদুর রব, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, নুরে আলম সিদ্দিকী; এদের আদর্শকে ভালোবেসে, এদের কোন একজনকে আপনি নেতা হিসেবে মেনে নিয়ে, দেশ-চালনার জন্য আপনি ভোট দেবেন? আমার মনে হয় না! অন্ততপক্ষে আমি এদেরকে কোনদিন কোন কিছুর নেতৃত্বে দেখতে চাই না; অথচ, এরা কোন না কোনভাবে ১৯৭২ সাল থেকে বাংলাদেশ পরিচালনার সাথে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো, আজও আছে! তাদের জড়িত থাকার কারণে জাতি পেছনে পড়েছে, জাতির অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে।
এখন ছাত্রলীগ কি করছে, সেটা ওবায়দুল কাদেরের উক্তি থেকে বুঝা সম্ভব, তিনি সম্প্রতি আওয়ামী লীগের মেম্বার সংগ্রহের এক সভায় বলেছেন, "আওয়ামী লীগ ১ বছরে যতটুকু ভালো কাজ করে, ছাত্রলীগ ১ দিনেই তা ছাইতে পরিণত করে"। ছাত্রলীগ সম্পর্কে আপনার ধারণার সাথে ওবায়দুল কাদেরের উক্তিকে যোগ করুন, এদের ভয়াবহ অবদান পরিস্কার হয়ে যাবে।
১৯৭২ সাল থেকে ছাত্রলীগ জাতির ইউনিভার্সিটিগুলোকে তাদের সন্ত্রাসের রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে; ঢাকা ইউনিভার্সিটির হলে ৬ জন ছাত্রকে ব্রাশ ফায়ার করে হত্যা করায়েছিল ছাত্রলীগের শফিউল আলম প্রধান; শফিউল আলম প্রধানকে জেনারেল জিয়া ক্ষমা করেছিল, শফি প্রধান আজীবন এই দেশে রাজনীতি করে গেছে! এখন ভাবুন এই হত্যাকারী কি রাজনীতি করে গেছে, জাতির সাধারণ মানুষ কিভাবে এই হত্যাকারী থেকে উপকৃত হয়েছে।
ছাত্র রাজনীতি বলতে কোনকিছু নেই, ইহা দেশ ও জাতির বিপক্ষে মাফিয়া ও জল্লাদদের সংগঠন মাত্র। আপনারা ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের গণহত্যা দেখেছেন; বিশ্বে কোথায়ও এত তরুণ এই ধরণের হত্যাকান্ড চালায়নি; তাদের নতুন সংস্করণ, ছাত্র শিবির আবারো সুযোগমত বড় ধরণের হত্যা কান্ড চালার জন্য প্রস্তুত আছে, এবং তা ঘটবে এক সময়।
জাতিকে এদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, এই ধরণের সংগঠন নির্মুল করার দরকার আছে, এরা জাতির রক্ত চুষে খায়, এরা মাফিয়া।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতির বিলুপ্তি ঘটানো এখন জাতীয় দায়িত্ব
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছাত্রলীগের কেও মারা গেলে আমার আনন্দই লাগে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগ একটি মাফিয়া প্রতিষ্ঠান, শিবির হলো জল্লাদের গুদাম
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
মরুচারী বেদুঈন বলেছেন: জাতিকে এদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, এই ধরণের সংগঠন নির্মুল করার দরকার আছে, এরা জাতির রক্ত চুষে খায়, এরা মাফিয়া
~~~আসলেই ছাত্রলীগ মাফিয়া! বরং তার ছেয়েও মারাত্মক!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
এরা জাতির শিক্ষা ব্যবস্হাযকে অকেজো করে দিয়েছে, ইুনিভার্সিটিগুলোকে গোয়াল ঘরে পরিণত করেছে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
মরুচারী বেদুঈন বলেছেন: শিবিরকে তারা যেভাবে দমন করছে তারা যদি প্রতিশোধ নেয় তাহলে? তাহলে ছাত্রলীগ কোথায় যাবে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
শিবিরের জল্লাদদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই, ওদের দেশ পাকিস্তান।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
তারেক ফাহিম বলেছেন: আজ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিএসসি আর জেএসসি লেভেলের পোলাপাইনকে মিছিলে দেখা গেলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
ওদের বিলুপ্তি দিবস পালনের সময় হয়েছে
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মরুচারী বেদুঈন বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দরকার!
** আমিও ছাত্র।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
জাতিকে এই দায়িত্ব নিতে হবে, এদেরকে দেশ ছাড়া করার দরকার আছে
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
তারেক_মাহমুদ বলেছেন: ছাত্রলীগ দুষিত সংগঠনে পরিণত হয়েছে,এখন আর কোন ভদ্রছেলেরা, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবির করে না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি বা রাজনীতিে ভদ্র অভদ্রের প্রশ্ন কেন আসছে? এখানে দরকার ভাবনাশক্তির, ছাত্র রাজনীতি নামের ভুল ধারণা জাতির পড়ালেখার মানকে নীচে নিয়ে গেছে, ইসলামী ছাত্র সংঘ, শিবির নামের জল্লাদ সৃষ্টি করেছে; ছাত্রলীগ নামে মাফিয়ার সৃষ্টি করেছে।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত। ধন্যবাদ ভাই চাঁদগাজী।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানীদের পরে, আমাদের জাতির বড় ক্ষতি করে চলেছে ছাত্র রাজনীতিবিদ নামের মাফিয়া ও জল্লাদেরা
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সৈয়দ ইসলাম বলেছেন: ছাত্রলীগের সেরা সৃষ্টিদের মাঝে জীবিত আছেন: আবদুর রব, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, নুরে আলম সিদ্দিকী; এদের আদর্শকে ভালোবেসে, এদের কোন একজনকে আপনি নেতা হিসেবে মেনে নিয়ে, দেশ-চালনার জন্য আপনি ভোট দেবেন? আমার মনে হয় না! অন্ততপক্ষে আমি এদেরকে কোনদিন কোন কিছুর নেতৃত্বে দেখতে চাই না; অথচ, এরা কোন না কোনভাবে ১৯৭২ সাল থেকে বাংলাদেশ পরিচালনার সাথে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো, আজও আছে! তাদের জড়িত থাকার কারণে জাতি পেছনে পড়েছে, জাতির অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে।
এখন ছাত্রলীগ কি করছে, সেটা ওবায়দুল কাদেরের উক্তি থেকে বুঝা সম্ভব, তিনি সম্প্রতি আওয়ামী লীগের মেম্বার সংগ্রহের এক সভায় বলেছেন, "আওয়ামী লীগ ১ বছরে যতটুকু ভালো কাজ করে, ছাত্রলীগ ১ দিনেই তা ছাইতে পরিণত করে"। ছাত্রলীগ সম্পর্কে আপনার ধারণার সাথে ওবায়দুল কাদেরের উক্তিকে যোগ করুন, এদের ভয়াবহ অবদান পরিস্কার হয়ে যাবে।
১৯৭২ সাল থেকে ছাত্রলীগ জাতির ইউনিভার্সিটিগুলোকে তাদের সন্ত্রাসের রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে; ঢাকা ইউনিভার্সিটির হলে ৬ জন ছাত্রকে ব্রাশ ফায়ার করে হত্যা করায়েছিল ছাত্রলীগের শফিউল আলম প্রধান; শফিউল আলম প্রধানকে জেনারেল জিয়া ক্ষমা করেছিল, শফি প্রধান আজীবন এই দেশে রাজনীতি করে গেছে! এখন ভাবুন এই হত্যাকারী কি রাজনীতি করে গেছে, জাতির সাধারণ মানুষ কিভাবে এই হত্যাকারী থেকে উপকৃত হয়েছে।
ছাত্র রাজনীতি বলতে কোনকিছু নেই, ইহা দেশ ও জাতির বিপক্ষে মাফিয়া ও জল্লাদদের সংগঠন মাত্র। আপনারা ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের গণহত্যা দেখেছেন; বিশ্বে কোথায়ও এত তরুণ এই ধরণের হত্যাকান্ড চালায়নি; তাদের নতুন সংস্করণ, ছাত্র শিবির আবারো সুযোগমত বড় ধরণের হত্যা কান্ড চালার জন্য প্রস্তুত আছে, এবং তা ঘটবে এক সময়।
জাতিকে এদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, এই ধরণের সংগঠন নির্মুল করার দরকার আছে, এরা জাতির রক্ত চুষে খায়, এরা মাফিয়া।
আপনার পুরু কথার সাথে একমত। কিন্তু এই ছাত্রলীগ বা ছাত্রশিবির এই দুষ্কৃতিকারীদের দল কারা সৃষ্টি করেছে এবং কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটা এবং পরবর্তীতে তা কোন দিক থেকে কোন গিয়েছে বা উপর মহল তাদেরকে কোন দিকে ব্যবহার করেছে অত:পর তারা উপর মহলের ব্যবহারের দ্বারা বর্তমানে যে অপশক্তিতে রূপ নিয়েছে সেগুলো জনসম্মুখে আলোচনায় আশা খুবই প্রয়োজন। আশা করা যায় এতে কিছু একটা হবে।
চিরন্তন শুভকামনা জানবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আবদুর রব, তোফায়েল সাহেব নিজেরা ভোটে দাঁড়ালে প্রতিবারেই জামানত হারাবে।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সনেট কবি বলেছেন: এরা কি তবে কোন দিন ভাল হবে না?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
ছাত্ররা সুযোগ পেলে মাফিয়া হতে চায়, তরুণ বয়সে এরা বুঝে না যে তারা কি করে বেড়াচ্ছে!
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: গতানুগতিক রাজনীতির বাইরের
বিকল্প রাজনীতি ছাড়া সমাজের উন্নতি অসম্ভব।
আমাদের দেশ পরিচালনার জন্য, গুণগত ও টেকসই রাজনীতিবিদ
বৃদ্ধির জন্য ছাত্র রাজনীতির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে।
ছাত্র রাজনীতি ছাড়া কোন পরিবর্তন আনা সম্ভব নয়।
যদিও ছাত্র রাজনীতির যে স্বর্ণালী সময় আমরা পার হয়ে এসেছি
তা আর কোনও দিন ফিরে আসবে না।
তখন ছাত্র রাজনীতির সর্বোচ্চ হাতিয়ার ছিল লেখা পড়া, বই খাতা, কাগজ কলম।
আর এখনকার ছাত্র রাজনীতির হাতিয়ার হলো, মদ,গাঁজা, চাদাবাজি, টেন্ডারবাজি,
ভাড়ায় শক্তি প্রদর্শন, মাদক বাণিজ্য, কাটা রাইফেল, জার্মানির এম ২ রিভালবার,
শুধু মাত্র ছাত্রত্ব ধরে রাখার জন্য কিছুটা লেখাপড়া। ছাত্ররাজনীতির সোনালী অধ্যায়
এখন ইতিহাসের অংশ।
তবুও জাতির স্বার্থেই ছাত্ররাজনীতি টিকিয়ে রাখা দরকার কেননা জাতি এ স্তর
থেকে ভবিষ্যতে তুখোড় রাজনৈতিক নেতা পাবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
লিলিপুটিয়ান ধরণের ভাবনা-চিন্তা
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
জাহিদ হাসান বলেছেন: ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্রশিবির দিয়ে কি লাভ হয় বুঝি না।
ছাত্ররাজনীতি বন্ধ করা হোক।
হয় লেখাপড়া, না হয় রাজনীতি।দুইটার একটা করতে হবে।
দুইটা কোনদিন একসাথে চলতে পারে না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি সাধারণ ছাত্রদের এত হতাশ করেছে যে, আজকাল ওরাও না পড়ে সার্টিফিকেট পাবার চেষ্টায় আছে।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
কাবিল বলেছেন: ছাত্র রাজনীতি বলতে কোনকিছু নেই, ইহা দেশ ও জাতির বিপক্ষে মাফিয়া ও জল্লাদদের সংগঠন মাত্র।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
জাতিকে এদের থেকে মুক্তি পেতে হলে ১৯৭১ সালের মত শক্ত হতে হবে।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সাইন বোর্ড বলেছেন: এরা রাজ পথে সচিবের প্যান্ট খুলতে পারে, ধর্ষণের সেঞ্চুরী করতে পারে, মানুষ কেটে অাট টুকরো করতে পারে, অার অাপনে বলছেন এদের নিষিদ্ধ করতে ? তাহলে মূল দল যে তাদের অাসল চরিত্র হারাবে ! অাদর্শ বলে অার কিছু থাকবে ?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক দলগুলো জাতির পয়সায় মাফিয়া পালন করছে
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিলুপুটিয়ান'রা কি চাঁদে থাকে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
লিপিপুটিয়ানরা কোথায় থাকে? এটা আপনার জন্য হোমওয়ার্ক!
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেন আপনি কি মাস্টার ? আপনার হোম ওয়ার্ক করতে হবে আমাকে?
পারলে জবাব দিন না পারলে বলেন জানিনা, সব খানে মাস্টারি খাটাতে যাবেন না
ত্যাদর ছা্ত্রের পাল্লায় পরলে দিগম্বর হওয়ার সম্ভবনা আছে। বি কেয়ারফুল !!
কারণ সাবধানের মার নাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি মৃতদের সন্মান দেখান, ওটা নিয়ে থাকেন; মৃতদের মাঝে জেনারেল জিয়া ও শেখ সাহেব এখনো রাজনীতি করছেন; দেখেন উনাদের বুঝেন কিনা; ভাবনার দিক থেকে আপনি পেছনে পড়ে গেছেন।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ব্লগে ইতোমধ্যে ছাত্র রাজনীতি নিয়ে যে সকল মন্তব্য করেছি বিভিন্ন পোস্টে -
* ছাত্র রাজনীতি যারা ইনিয়ে বিনিয়ে রাখতে চায় তারা দেশপ্রেমিক না
* বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো নপুংসক যারা ক্যাম্পাসে ছাত্রনেতাদের ধমক খেয়েও চাকুরি ছাড়ে না, এমনকি ছাত্র রাজনীতি বন্ধের ব্যপারে কোনদিন কঠোর হয় না
* উপাচার্য আর অধ্যাপকরা যদি এক হয়ে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতিকে বন্ধ করতে বলে তখন সরকারও বাধ্য হবে
* ছাত্ররা ২১ বছর পর মূল দলের রাজনীতি করতে পারবে তবে সেটা হবে ক্যাম্পাসের বাইরে
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
ছাত্ররা দেশের নাগরিক, তারা রাজনীতি করুক মুল দলে; ছাত্রদের "রাজনৈতিক" দল মুছে ফেলার দরকার।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: চাঁদাগাজী ভাইয়ের যুক্তি খারাপ নয়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
এদের ব্যাপারে জাতি মনোভাব আমার কাছাকাছি হওয়ার সম্ভাবনা
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০
আল-শাহ্রিয়ার বলেছেন: সত্যি বলতে কি ছাত্র রাজনীতি এখন সমাজের জন্য একটি বড় সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছে। এক সময় অকারণে শিক্ষকরা পিটালেও সবাই তাদের আজীবন শ্রদ্ধা করত আর এখন সামান্য কয়েকটি মার্ক্স কম পেলে বা শিক্ষকরা রাগ করলেও এরা শিক্ষকের গায়ে হাত তুলতে দ্বিধা বোধ করে না। পড়াশোনা না করে ভাইদের পিছে ঘুরে আর থার্ডক্লাস পেয়েও প্রথম শ্রেণির জবে সেই বড় ভাইদের লবিংয়ের জোরে টিকে যায়। আর প্রশ্ন ফাঁসের জন্য তো আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী আছেনই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
ইলিয়াস আলী, আমান উল্লাহ আমানরা ছাত্র রাজনীতির বিষাক্ত পদার্থ
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২
মরুচারী বেদুঈন বলেছেন: ওরা দেশকে কিছু দেওয়ার জন্য রাজনীতি করে না!
দেশ থেকে কিছু নেওয়ার জন্য রাজনীতি করে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
জাতির ইউনিভার্সিটিগুলো দখল করে, সেখানে ব্যবসা চালাচ্ছে পাষন্ডরা
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
প্রবাসী দেশী বলেছেন: https://www.youtube.com/watch?v=7HJPUIN43K4
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
ভিডিও কিছুটা দেখেছি;
সে নিজেও দেশকে চুষে খেয়েছে, এখন হয়তো লা্থি খাওয়ার পর ভালো হয়ে গেছে
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
আবু তালেব শেখ বলেছেন: আইন পাশ করে ছাত্র রাজনিতি বন্ধ করা উচিৎ। সবার গুন এক। যে দলই বলেন না কেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক দলদের প্রতি:
রাজনীতি করতে চাও, ছাত্র সংগঠনগুলোর বিলুপ্তি কর।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০
আবু তালেব শেখ বলেছেন: পুরোপুরি একমত।
আপনার চোখের সমস্যা ঠিক হয়েছে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, চোখের সমস্যা রয়ে গেছে!
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
প্রশ্নবোধক (?) বলেছেন: "আবদুর রব, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, নুরে আলম সিদ্দিকী"
জাসদের ব্রেন-গেইমার।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
এগুলো সব পিগমী
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
আমার আব্বা বলেছেন: Brilliant+++brilliant+++brilliant
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
উহারা জানুক, মানুষ তাদের কোন চোখে দেখে
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ একটি বিষয়ে পোষ্ট দেয়ার জন্য ।
এই স্বাধীন দেশে এখন ছাত্র রাজনীতির প্রয়োজন নেই । অতীতের সুকৃতির জন্য সেসময়কালীন ছাত্র রাজনীতিকে সাধুবাদ জানিয়ে সেসময়কালীন পর্যন্তই ছাত্র রাজনীতিকে ব্র্যকেট বন্ধি করে স্বর্ণাক্ষরে বাধিয়ে রাখা যায় ।
বর্তমান পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ছাত্র সংসদ থাকতে পারে , যা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র নীজ শিক্ষাপ্রতিষ্টানে পাঠকালে তাদের স্বার্থ বিনষ্টকারী কোন কিছু যেন অযৌক্তিক ভাবে কতৃপক্ষ চাপিয়ে দিতে না পারে ।
ছাত্ররা ক্লাশ বরকট কিংবা ধর্মঘটের মত কোন কর্মসুচী দিতে পারবেনা , কিছুতেই । কোন ছাত্র সংসদই রাজনৈতিক
দলের লেজুর বৃত্তি করতে পারবেনা । ছাত্র জীবন শেষে তাদের পছন্দের রাজনৈতিক দলে যোগ দিয়ে নিয়ম নীতি ও নৈতিকতার
মধ্যে থেকে যতপারে তারা রাজনীতি করুক, কারো কিছু বলার থাকবেনা তাতে । কুমলমতি ছাত্রদেরকে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাছিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে তাদেরকে বয়কট করতে হবে এবং এটাকে তাদের জন্য একটি ঘৃনিত কর্ম
হিসাবে জাতীয় ভাবে গন্য করতে হবে , কারণ এখনকার ছাত্র রাজনীতিতে সুফলের থেকে কুফলের পরিমান অনেকগুন বেশী , এটা এখন জাতীয়ভাবে স্বীকৃত । কুফলদানকারী বিষবৃক্ষকে উপরিয়ে ফেলাই এখন বেহেতর কাজ বলে মনে হয়। ছাত্র রাজনীতি বন্ধের বিয়য়ে জাতীয় সংসদে বিল আনার জন্য দেশে প্রবল জনমত গড়ে তুলতে হবে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
ইউনিভার্সিটিতে ছাত্র ও শিক্ষকদের মাঝে নেটওয়ার্ক গড়ার জন্য, শিক্ষার মান ও ছাত্রদের অধিকার রক্ষার জন্য ছাত্র প্রতিনিধি থাকটে পারে।
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
মস্টার মাইন্ড বলেছেন: ভাল্লাগছে.... ভাবছি ফেবুতে কপি মেরে দিব
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
মেরে দেন, ডাকাতেরা জানুক যে, আমরা তাদের সঠিকভাবে বুঝেছি সব সময়।
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬
সোহানী বলেছেন: সহমত।
সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া উচিত। আগে পড়াশুনা শেষ করুক দেন রাজনীতি শুরু করুক......
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমান উল্লাহ আমান জানেও না যে কোন সাবজেক্টে সে পড়েছে।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা...... আমান বা সবুজতো সুযোগের সদ্বব্যবহার করেছিল। ওরা আবার কবে নেতা ছিল?
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
নেতা ছিলো না, ছিল ডাকাত
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখার উদ্দেশ্য এক আর শিরোনাম করেছেন আরেক!! রাজীব ভাইয়ের মতো হয়ে গেল ব্যাপারটা।
আলোচনা ভালো লেগেছে, কেবল শিরোনাম মোটেও ভালো লাগেনি, আলোচনা ও উদ্দেশ্যের সাথে বেমানান।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমি সাধারণত কোন ব্যাপারে লেখার সময় যা জানা আছে, উহাই লিখি; আমি ভাবতে চাই না, নেচারেলী যা মাথায় আছে উহা টাইপ করি।
৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩২
সচেতনহ্যাপী বলেছেন: শফি প্রধান বোধহয় কহিনুরসহ ৭জনকে ব্রাশে খুন করেছিল।। ঐসময়েই রোকেয়া আর জগন্নাথ হলের রাস্তায় আরো ৫জনকে একসাথে ব্রাশ করা হয়।। বেচে যায় একজন।। সেটাও সরকার সমর্থকদের দ্বারাই হয়েছিল।।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩২
চাঁদগাজী বলেছেন:
এগুলো ছাত্রলীগকে বিলুপ্ত না করার ফলে ঘটেছে; স্বাধীনতার পর, এই অজগরকে পোষা ছিল নিয়মিত অপরাধ।
৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৫
ইলি বলেছেন: সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া উচিত। আগে পড়াশুনা শেষ করুক তারপর রাজনীতি।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন:
যেগুলো পড়ালেখা করতে পারে না, কিন্তু দখল করতে জানে, সেই ডাকাতেরা নিজেদের ডাকাতীকে নাম দিয়েছে ছাত্র রাজনীতি
৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৯
আটলান্টিক বলেছেন: ১৯৭২ থেকে যদি দেশ সঠিক নেতৃত্বে থাকতো,তাহলে কি আজ আমরা কানাডা হয়ে যেতাম?
০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
কানাডা ৩০০/৪০০ বছরের প্রচেষ্টার ফসল; বাংগালীরা সভ্য মানুষ হিসেবে এখনো নিজেদের জন্য একান্তভাবে কিছুই করছে না।
৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩
মরুচারী বেদুঈন বলেছেন: @আটলান্টিক আমরা আস্তে আস্তে কানাডার দিকে যাচ্ছি! যা ঠান্ডা পড়তেছে!
০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
জনসংখ্যা, এনার্জির অধিক ব্যবহার, পানির স্বল্পতা আমাদেরকে ভয়ংকর চাপের মুখে নিয়ে যাবে আগামী ১৫ বছরের মাঝেই
৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
ইমরান আশফাক বলেছেন: আপনি কোন এলাকায় একটি দোকান বা কেনাবেচার দোকান চালু করতে চান না কেন, স্হানীয় ছাত্র সংগঠনকে এবং কয়েকটা সৃতি পরিষদকে মানেজ না করে চালাতে পারবেন না। অনেকেই এদের কারনেই সহসা কোন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে ভয় পান। ছাত্ররাজনীতি সম্পূর্ন উঠিয়ে দেন, দেশের জিডিপি বছরে কমপক্ষে ২.৫ থেকে ৩ শতাংশ হারে অতিরিক্ত বাড়বে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি বন্ধের জন্য আনদোলন শুরু করার দরকার এখুনি।
৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪
জাহিদ অনিক বলেছেন: যাক !
এতদিন যারা আপনাকে বলত যে আপনি শুধু বিএনপি'র উলটো বলেন তারা কিছুটা স্বস্তি পাবে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র শুরুটা ছিল অন্যায়ভাবে, বিএনপি করা মানেই অন্যায়কে সাপোর্ট করা
৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
আটলান্টিক বলেছেন: কি বলেন কানাডা ৩০০/৪০০ বছরের ফল!
তাহলে জাপান এতো অল্প সময়ে এতো উন্নত হলো কিভাবে?
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
কানাডার ২০% মানুষ কাজ না করে চলতে পারে; জাপানীরা গড়ে ১০/১২ ঘন্টা কাজ করে; কানাডায় কাজ না করার মত অনেক জাতি আছে, জাপানে কঝ কাজ না করলে ১ বছরও টিকতে পারবে না ভালো মতে।
৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
ধ্রুবক আলো বলেছেন: জাতির এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে!
এখন আর বোধহয় সেই সুযোগ নেই। কারণ জাতি নিজেরাই ঐক্যবদ্ধ না। আর ছাত্রলীগ না থাকা মানে আওয়ামীলীগও না থাকার মতন।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগ, ছাত্রদল, শিবির থাকা মানে জাতির ক্ষতি; আও্য়ামী লীগ, বিএনপি ও জামাত ক্ষতি করেই চলছে।
৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সোহানী বলেছেন: সহমত।
সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া উচিত। আগে পড়াশুনা শেষ করুক দেন রাজনীতি শুরু করুক......
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
প্রায় সব ব্লগারেই চাইবে যে, ছাত্র রাজনীতি বন্ধ হোক, এতে জাতির ভালো হবে; কে কে চাইবে না? শেখ হাসিনা ও বেগম জিয়া চাইবে না; অর্থাৎ, উনারা চাইবে যে, জাতির ক্ষতি হোক।
৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন? রাজনীতিও তো কলুষিত, তাহলে কি সর্বপ্রকার রাজনীতিও নিষিদ্ধ করতে হবে? ছাত্ররাজনীতির উদ্দেশ্য নিশ্চয়ই মহৎ ছিলো। রাজনৈতিক দলগুলো ছাত্রসংগঠনের যথেচ্ছাচার ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। যদি ছাত্ররাজনীতি নিষিদ্ধই করে দেওয়া হয়, নেতৃত্ব তৈরি হবে কীভাবে? এমনিতেই সংসদ ব্যবসায়ী, আমলা, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য দিয়ে ভরে গেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এরশাদ "মহৎ" নীতি নিয়ে রাজনীতি করছেন।
আপনার কথা ভাবেন, আপনি ব্যাচেলর ডিগ্রি করার সময় ভাবতে পেরেছেন যে ২০৫০ সালে বিশ্বের লোক সংখ্যা কত হবে, পদ্মা সেতু নিজ টাকায় করা সম্ভব, ১৯৭২ সালে সব বাচ্ছাকে স্কুলে পাঠাতে পারছেন শেখ সাহেব?
ছাত্ররা নিজের হোম-ওয়ার্কও ঠিক মতো করতে পারে না। আপনারা রাজনীতি বলতে কি বুঝায় তা আজও হয়তো বুঝেন না।
৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৫
কানিজ রিনা বলেছেন: তবে যাই বলুন আব্দুর রব সাহেবের মত সৎ
নেতা আওয়ামীতে মাত্র কয়জন আছে।
তিনি আরও তিন বছর আগেই বলেছেন
দেশটা চলছে চোরের নীতিতে। আর শেখ
হাসিনা চোরেদের হাতে বাঁধা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি মনে করি, প্রতিটি চাষী সৎ; উনারা দেশ চালাতে পারবেন? রবেরা পড়ালেখা করেননি, ১৭ কোটী লোক চালাতে যে দক্ষতা সেটা উনাদের নেই; উনারা পড়ালেখার সময় অপ্রয়োজনীয় কাজ করেছেন, সেটাকে নাম দিয়েছেন রাজনীতি, সেগুলো ছিলো হাউকাউ
৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৬
নতুন বলেছেন: ছাত্র রাজনিতি হইলো রাজনিতিক দলের লাঠিয়াল বাহিনি...
শেখ হাসিনা/খালেদা জিয়া খুব ভালো করেই জানে তাদের ছাত্রলীগ/ছাত্রদলের কাছে অস্র আছে...এরা টেন্ডরবাজী/চাদাবাজী করে।
এরা যেনেশুনেও এই দুস্টুচক্রের ভেতর থেকে বের হতে পারবেনা।
বড় ঝাকুনি লাগবে আমাদের সমাজে। কিন্তু সেটা কিভাবে আসবে জানিনা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
ছাত্র নেতাদের দেশ-ছাড়া না করা অবধি জাতি সুস্হ পড়ালেখা দেখবে না ইউনিভার্সিটিগুলোতে
৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৫
মিঃ আতিক বলেছেন: ছাত্রশিবিরের এত উন্নীতির প্রধান কারন ৩য় শ্রেণী থেকে বিনামুল্লে কিশোর কন্ঠ বিতরন করে শিশু জনমত সৃষ্টি। ছাত্রলীগের শুভ উদ্যোগ স্কুল কমিটি।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
জামাত শিবিরের ইতিহাস: মানুষ হত্যা ও ফাঁসী
৪৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি একই সাথে ছাত্র ও শিক্ষক রাজনীতি দুইটার বিপক্ষে।
এই দুইটা বিষয় শিক্ষকদেরকে বেড়ালে আর ছাত্র নেতাদেরকে তথাকথিত সিংহে পরিণত করেছে। শিক্ষকরা তা বুঝার চেষ্টাও করেন না।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
যে শিক্ষক রাজনীতি করেন, তাকে কোন ছাত্র সন্মান করে না।
৪৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ভাবনার দিক থেকে আপনি পেছনে পড়ে গেছেন।
হুম, কারো না কারো তো পিছনে থাকতেই হয়।
আপনি এগিয়ে থাকেন.................
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনার মাঝে ব্লগারের স্পিরিট নেই, আপনি ঝগড়াটে মেয়েদের মতো; কিছু একটা নিয়ে লেগে যান, তারপর প্যানপ্যান করতেই থাকেন।
৪৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাত্র রাজনীতি বলতে কোনকিছু নেই, ইহা দেশ ও জাতির বিপক্ষে মাফিয়া ও জল্লাদদের সংগঠন মাত্র। ছাত্র রাজনীতির হাত ধরে অনেক সাফল্য এলেও বর্তমান প্রেক্ষাপটে আমি আপনার কথা সমর্থন করি।
শিবির সম্পর্কে যা বললেন, বাস্তবিকই তাদের এমন পরিকল্পনা থাকলে এটা উদ্বেগজনক বৈকি !
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
জামাত ও তার ছাত্র সংগঠন ১৯৫৩ সালে লাহোরে গণহত্যা চালিয়েছে; ১৯৭১ সালে তারা সে হত্যাকান্ড চালিয়েছে, জিয়ার কারণে সেটার বিচার হয়নি; ২০১৩ সালে তারা জাতিকে আক্রমণ করেছিলো; এটা একটা প্যাটার্ণ
৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
কানিজ রিনা বলেছেন: আরে চাঁদগাজী, আমাদের দেশতো স্বাধীন
করেছে চাষী তাঁতীরা আর নেতাদের সন্তানরা
সযতনে থেকেছে। তখন নেতাদের কারো
কারো সন্তান ইচ্ছা করলে মুক্তি যুদ্ধে যেতে
পারত কিন্ত যায় নাই। য়েসব নেতার কথা
শুনে অশিক্ষিত সন্তানরা দলে দলে জীবন
দিয়েছে দেশের জন্য তারাই আসল মুক্তিকামী
মুক্তিযোদ্ধা। তাদের পবিত্র রক্ত ভেসে না গেলে
এদেশ স্বাধীন হত? আপনিতো মুক্তি যোদ্ধা
সবই জানেন। আপনি নিজের কাছে জিজ্ঞেস
করুন আজও নেতাদের ছেলেরা সযতনে
থাকে আর সাধারন মানুষ জীবন দেয় নেতার
জন্য। ভুল কি কিছু বল্লাম?
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি ভুল বলেননি।
তবে, সবাই যোদ্ধা হতে পারেন না, এজন্য কাউকে দায়ী করা সম্ভব নয়, এটা মানুষের প্রকৃতি; তবে, নেতারা ও তাদের ১৪ গোষ্টী মিথ্যা বলে সুযোগগুলো দখল করে নিয়েছে।
৪৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
রক বেনন বলেছেন: সম্প্রতি শুনলাম স্কুলে স্কুলে নাকি শিশু কিশোর লীগ ও হচ্ছে!!!
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
এখন দেশে রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হয়েছে; আওয়ামী লীগ একটি বড় দল, এটার সেক্রেটারী একজন মন্ত্রী ও দলের সভাপতি দেশের প্রাইম মিনিষ্টার, দল দেখার কেহ নেই; দল মানে ইহা একটি দল, ইহার মাঝে রাজনীতি নেই, ইহা কৌশলী দল।
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময়ের দাবি, ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা হোক। এগুলো পচে গেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
মানুষ নিজের প্রয়োজনে এদের থামিয়ে দেবে শীঘ্রই
৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
সুদীপ কুমার বলেছেন: বড্ড সরেস লেখা।রসগোল্লা দিয়ে যুক্তি সাজিয়েছেন।অতঃপর ছাত্রলীগকে শিবিরের কাতারে,মাফিয়ার কাতারে নামিয়েছেন।
১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
মংগল গ্রহে থাকেন?
৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
খায়রুল আহসান বলেছেন: ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ইত্যাদি ছাত্র সংগঠনের কর্মীরা যেসব দুষ্কর্ম করে থাকে, সেগুলো তাদের মূল দলের বড় নেতাদের অগোচরে থেকে হয় না। মূল ঠিক হলেই কান্ড, শাখা প্রশাখা সব কিছু ঠিক হয়ে যাবে।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের বেশীর ভাগ বয়স্ক নেতা ছাত্রলীগের, জামাতের বয়স্কনেতা ছাত্র সংঘের, বিএনপির অনেক নেতা ছাত্রদলের; এরা নেতা নয়, এরা মারাঠা
৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
মো: নিজাম গাজী বলেছেন: আপনার সাথে আমি সহমত। যদিও আমি নিজে ছাত্রলীগ,কিন্তু সত্য না বলে পারিনা। ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
ঔষধ কম খান, কবিতা লেখা কিছুটা কমান, চাকুরী খোঁজ করেন; প্রোগামিং শিখেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
মরুচারী বেদুঈন বলেছেন: আমার প্রিয় ক্যাম্পাসের দিকে তাকালে কান্না আসে!