![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে, সীমিত ক্ষমতার সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তত্বাবধায়ক সরকার থাকছে না; এখন বেগম জিয়ার জন্য ৩টি পথ খোলা আছে: (১) অবসরে যাওয়া (২) এক দফাকে রিনিউ করা (৩) বিরোধী দলের নেত্রীর হওয়ার জন্য প্রতিযোগীতায় নামা।
সৌদী সরকারের মানি লন্ডারিং'এ পাকী প্রাইম নওয়াজ শরীফ ও লেবানীজ প্রিমিয়ারের সাথে বেগম জিয়ার নাম আসাতে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে যে, বেগম জিয়া হয়তো ভোটে দাঁড়াতে পারবেন না। বেগম জিয়া অবসরে গেলে, বিএনপি'র রাজনীতি করা শুরু করবে, এবং সময়ের সাথে রাজনৈতিক দলে পরিণত হবে; দেশের জন্যও ভালো হবে; বেগম জিয়া থাকার ফলে, সবাই উনার নামে জিততে চেষ্টা করে; ফলে, কেহ রাজনীতি করার কথা ভাবেনি কোনদিন, নিজ পাটে হাঁটার কথা ভাবেনি; উনি না থাকলে, নিজের চেষ্টায় জয়ী হতে হবে, কিংবা পরাজিত হবে, নিজকে রাজনীতিবিদ মনে করবে, এখন তারা নিজদের কলাগাছ হিসেবে জানে, হোক সে ড: মইন খান, কিংবা ফালু।
২০১৫ সালে বেগম জিয়ার দেয়া ১ দফা কখনো উইথড্র করা হয়নি, তিনি চাইলে সেটাকে আবার রিনিউ করতে পারেন; তিনি মুখ খুলেছেন কিনা, আমি জানি না; সেক্রেটারী মির্জা সাহেব বলেছেন, শেখ হাসিনা দেশকে আরেক দফা সংকটের দিকে ঠেলে দিয়েছে; অর্থাৎ দেশ এই মহুর্তে সংকটের মাঝে আছে। দেশ আসলে সংকটের মাঝে আছে ১৯৭৫ সাল থেকে: সেই সময় থেকে যখন আও্য়ামী লীগ ক্ষমতা হারায়েছে, তারা বলতো, দেশ সংকটে আছে; যখনি বিএনপি ক্ষমতা হারায়েছে, তারা বলেছে, দেশ সংকটে আছে। যেই দল ক্ষমতায় থাকে না, তারা সুষ্ঠ নির্বাচন চায়।
এখন দেখতে হবে, বেগম জিয়া কি ঈদের জন্য অপেক্ষা করবেন, নাকি গুলশান অফিসে ঈদ করবেন। শেখ হাসিনা ঘোষণা করেছে যে, বেগম জিয়ার সাথে নির্বাচন নিয়ে কোন আলাপ হবে না; এর থেকে বেকুবী ঘোষণা কোন পিগমীও কোনকালে দেয়নি!
বিএনপি'কে ভোটে যেতে হবে; ভোটে বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হওয়ার সম্ভাবনা কিছুটা আছে; শেখ হাসিনার উপর ইউরোপীয় ই্উনিয়নের চাপ থাকবে বিএনপি'কে সুযোগ দেয়ার জন্য। শেখ হাসিনা মাথা খাটালে বিএনপি ৩য় পজিশনে চলে যে্তে পারে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে হত্যার মাধ্যমে যে সমস্যার সৃস্টি হয়েছে, সেটা এখনো চলছে; সেটার জন্য মানুষও মুল্য দিচ্ছে; এক অবিচার থেকে হাজার অবিচার জন্ম নিয়েছে, জাতির বিচার-বুদ্ধিকে ধ্ংস করে দিয়েছে
২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০
আটলান্টিক বলেছেন: সেনাবাহিনী কিছু করছেনা কেন?
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
সেনাবাহিনীর উচিত দেশ রক্ষা করা, ওরা তো রাজনীতি করার কথা নয়; পাকিস্তানকে ব্যর্থ দেশে পরিণত করেছে সেনাবাহিনী; বাংলাদেশকে ডুবায়েছে সেনাবাহিনী।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে গুম খুন এবং অরাজকতার আলামত দেখতে পাচ্ছি।
টাইপো-১০৭৫ হবে নাকি ১৯৭৫ হবে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, শেখ হাসিনা নিশ্চয় বিএনপি-জামাতকে গণতান্ত্রিক দল মনে করেন না; যারা গণতান্ত্রিক নয়, তারা গণতন্ত্রের সুফল ভোগ করবে কিভাবে? ২ দলই জানে যে, তারা গণতান্ত্রিক নয়।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
সৈয়দ ইসলাম বলেছেন: শেখ সাহেবকে হত্যা করা মোটেও ঠিক হয় নি। কিন্তু "তিনি নিজেই এই পথ সৃষ্টি করেছিলেন।" এই কথাটি যেমন শক্তভাবে বলা যায় না, তেমনি শক্তভাবে অস্বীকার করাও যায় না। আল্লাহ উনাকে ক্ষমা করত জান্নাত দান করুন, আমীন।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প অনেক ভুল করছে, আমেরিকানরা ট্রাম্পকে মারার পক্ষে যাবে না কোনদিন; শেখ সাহেবকে মারার পর, জাতির একাংশ সেটাকে সমর্থন করায় আজ জাতি মুল্য দিচ্ছে।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
রানার ব্লগ বলেছেন: দুই দল দুই দল করে যারা গলা শুকাচ্ছেন তাদের বলি এই দুই দল কে বাদ দিয়ে আপনি কাদের আনতে চাচ্ছেন জামাত কে? জাতীয় পার্টি কে, যাদের কোন রাজনৈতিক বেইজ নাই এমন কোন দল কে? ভাই আওমিলিগ তো তাও লজ্জা শরমের মাথা খেয়ে দেশে নিজেকে স্বাধীনতার পক্ষের দল বলছে আর বি এন পি তাদের মান ইজ্জত রাখতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে গলা ফাটাচ্ছে, এদের বাদ দিলে কয়দিন পর দেখবেন বাংলাদেশের বাচ্চা গুল সাদ বাদ জমিন গাওয়া শুরু করছে। তাই বলে এদের বাদ না এদের ভেতর পরিবর্তনের সুচনা করতে হবে। বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হোল প্রতিটি রাজনৈতিক দল কে স্বাধীন ঘোষণা দেয়া যাতে কোন রাজনৈতিক দলই ব্যাক্তির হাতে কুক্ষিগত না থাকে। রাজনিতি যেন কারো আয়ের উৎস না হয় এটা নিশ্চিত করা।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ শেখ সাহেবের অনুপস্হিতিতে আফ্রিকার রাজনীতিবিদদের মত হয়ে গেছে; বিএনপি মিলিটারীদের দল ছিলো, এখন মিলিটারী তাদের সাহায্য করতে পারছে না।
নতুন রাজননৈতিক দল দরকার।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কঠিন পোস্ট।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
চাঁদগাজী বলেছেন:
যা শুনলাম, যা দেখছি, সেটা বলছি, তেমন কিছু না। ট্রাম্প কিছু দেশকে পায়খানার দেশ বলেছে
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যেভাবে বলেছেন- নির্বাচন সেভাবেই হবে। শেখ হাসিনা খুব কঠিন জিনিশ।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
উনি বিএনপি ও বেগম জিয়াকে অন্য অনেকের মতো চোখে দেখেন বলে মনে হয় না।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
ব্লগ মাস্টার বলেছেন: সব বাদ দিয়ে আপনি দাঁড়াইয়া যান,আমরা সামুর সব বলগাররা দয়া কইরা আপনেরা একটা কইরা ভোট দিয়া আসমুনি।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষের একটি নতুন দলের দরকার ছিলো, কেহ এগিয়ে আসেনি; সবাই ২ দলের কলা গাছ হয়ে গেছে
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্টে ১০৭৫ এর জায়গায় ১৯৭৫ হবে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ঠিক করে দিচ্ছি
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০
আটলান্টিক বলেছেন: শুনছি ব্যাপক সংখ্যাক চীনারা নিজেদের দেশে ফিরে যাচ্ছে।এতে চীন সুবিশাল একটি শিক্ষিত শ্রেণি পাচ্ছে।বাংলাদেশ যদি সবার বেসিক নিডসগুলো পূরণ করতো তাহলে বাংলাদেশেও অনেক শিক্ষিত লোক ফিরে আসতো।
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
চীনারাও পালিয়ে যাচ্ছে, বাংগালীরাও পালিয়ে যাচ্ছে। আজকে ফ্রি আমেরিকান/কানাডিয়ান ভিসা দিলে বাগলাদেশ থেকে ১৪/১৫ কোটী পালিয়া যাবে।
এখন মানুষকে যেসব দেশ ফ্রি পড়াচ্ছে না, সেসব সরকার অপরাধ করছে; বাংলাদেশ সরকার ফ্রি না পড়ায়ে অপরাধ করছে।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: বাংলাদেশের রাজনীতি মানেই নোংরা মানের অপরাজনীতি।
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ ও বিএনপি ঐতিহাসিক শত্রুতার উত্তরাধিকারী দল; এতে জনতারও কিছুটা অবদান আছে।
জনতার ভুল, দেশের প্রেসিডেন্ট হত্যার পর, হত্যাকারীদের পক্ষে যাওয়া, বিচার না চাওয়া
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০
সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু হত্যার মূল রূপকার কাকে ধরবেন?
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
সিআইএ
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
রুরু বলেছেন: রীতিনীতি হীন রাজনীতি চলছে বাংলাদেশে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিহীন ৪ রাজনৈতিক দলই ৪৩ বছর দেশ চালাচ্ছে
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
ডঃ এম এ আলী বলেছেন: যে যে রকম রাজনীতি করছে সে তেমনই ফল পাবে কিংবা পাচ্ছে , এটাই নিয়তি । একটি সঠিক মুল্যায়ন করেছেন
শেখ হাছিনা মাথা খাটালে বিএনপি তৃতিয় পজিসনে চলে যেতে পারে । মওদুদ , রিজভি ও মির্জা ফকরুলকে বেগম জিয়া যদি এখনো চিনতে না পেরে থাকেন তবে উনাকে আরো অনেক বেশী মুল্য দিতে হবে ।
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া নিজকেও বিশ্বাস করতে পারছেন না, উনাকে বাংগালীরা ৩ বার প্রাইম মিনিষ্টার বানায়েছে, ২ বার বিরোধীদলের নেত্রী, ৩৪ বছর দলের সভাপতি।
মিলিটারীহীন বিএনপি মানে বুড়ো বাঘ
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
নূর-ই-হাফসা বলেছেন: ৩ নম্বর এ তো কাজ হবে না । ১ নম্বরে ও যাবেন না । বাকী থাকে ২ নম্বর ।
নির্বাচন এ কারা জয়ী হবে সবাই এ জানেন ।
কাকে যে ভোট দিবো তাই ভাবতেছি ।
রাজনীতি মানেই নোংরা খেলা । কিন্তু বিপদে পড়লে রাজনীতিবিদ আত্মীয় যে কত উপকারী তখন বুঝা যায় ।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
সাধারণ বাংগালীদের অনেক বিপদের কারণ হচ্ছে বর্তমান রাজনীতিবিদগণ; ফলে, এ সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের সাহায্য নেয়া ছাড়া উপায় নেই।
আপনার মন্তব্যটা ২ বার এসেছে, আমি ১টা মুছে দিয়েছি।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চুলবুল পান্ডে বলেছেন: ফাতরামি বালখিল্যতা
১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট লিলিপুটিয়ান টাইপের হয়ে গেছে?
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
শাহিন-৯৯ বলেছেন: খুব বেশি বলব না, শেখ হাসিনার ক্ষমতার পা যদি এবার কোন রকমে পিচ্ছিল খায় তাহলে রিজভীর মত সংবাদ সম্মেলন করতে লীগকে লোক ভাড়া করতে হবে।
বিএনপি এবার নির্বাচনে ৯৯% শিউর অংশগ্রহন করবে তা যে পদদ্ধিতে নির্বাচন হোক না কেন?
শেখ হাসিনা যতই গতবারের মত নির্লজ্জ নির্বাচন করার সখ করুক না কেন, তাতে লাভ হবে না।
১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ৩৬ বছর যদি আওয়ামী লীগের সভাপতি থাকেন, তিনি কোনভাবেই ৩৪ বছরের সভাপতিকে সুযোগ দেয়ার কথা নয়, এটা এক অস্বাভাবিক রাজনীতির প্রতীক্ষিত পদক্ষেপ, আমার মনে হয়!
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১
ধ্রুবক আলো বলেছেন: শেখ হাসিনা মাথা খাটালে বিএনপি ৩য় পজিশনে চলে যেতে পারে।
যাক আপনার কথায় বুঝা যায় যে বিএনপি এখনও কোনো একটা পজিশনে আছে! মানুষ তো ভেবেই নিয়েছে যে বিএনপি বিলুপ্ত হয়ে গেছে।
ভাই একটা পিওর কথা বলি, যেই দলে ব্যারিষ্টার মওদুদ আছেন ঐ দলের আর বেশিদিন অস্তিত্ব টিকে থাকে না। খালেদা জিয়া অনেক দিন আগে থেকেই নিরুপায় কারণ দলে কোন্দল থাকলে যা হয় আরকি। আর বিএনপির নেতা কর্মীরা মতন এরকম দেমাগী আর কেউ হয় না! ( অনেক কথা বলে ফেললাম)
সর্ব সাপেক্ষে বড় কথা হলো, দেশের অবস্থা কোনো কালেই ভালো ছিলো না, নেইও!! দেশের আজকের এই অবস্থার জন্য বিএনপিও দায়ী!
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
দলে থাকার কথা রাজনীতিবিদ; বেগম জিয়া, ফালু, মওদুদ, রিজভী, এরা তো রাজনীতিবিদ নন, এগুলো কলাগাছ; এরা সরে গেলে শেখ হাসিনা সরে যেতে বাধ্য হবেন।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমরা সাধারণরা কি করব? চাঁগাজী চাচা বলেন তো দেখি।
আমরা হলাম কলাগাছ
আমরা দলান্ধ,
ভোট কিনে জেতার আমল
কবে হবে বন্ধ?
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত লোকেরা একটা দল করার ঘোষণা দিয়ে মানুষকে দলে আসার ও রাজনীতি করার জন্য ডাকতে হবে।
২০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৫
তপোবণ বলেছেন: শিক্ষিত লোকদের আ.লীগ অঘা কেরাণীর মতো মনে করে। মাল সাহেব একবার এমনই উক্তি করিছিলেন।
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
মাল সাহেব ব্যুরোক্রেট, এরা মানুষকে কখনো সম্মান করেনি; নীচু মানের দক্ষতা নিয়ে সে জাতিকে নীচের দিকে নিয়ে গেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ মানে বয়স্ক ছাত্রলীগ, এরা কোনদিন কিছু শেখেনি
২১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
মোঃ ইকবাল ২৭ বলেছেন: আওয়ামীলীগের সৈয়দ আশরাফ, সোহেল তাজদের মতো নেতাদের ভাল লাগে। আমার মনে হয় তারা আওয়ামীলীগের ভাল রাজনৈতিক ব্যক্তিত্ব, ভাল রাজনীতিবিদ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
ওরা লোক ভালো, জাতির জন্য কিছু করার মতো দক্ষতা ওদের নেই।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
আমি তনুর ভাই বলেছেন: আমার মনে হয়-পৃথিবীর যেই দেশ সবচেয়ে শান্তিপ্রিয় তাদের কে ফলো করা সবকিছুতে।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
সেটাই হওয়ার কথা ছিল; কিন্তু বেগম জিয়ার সরকার পাকিস্তানকে, ও শেখ হাসিনার সরকার পাকিস্তানকে অনুসরণ করেছে সব সময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৮
সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই, এই দু'অপরাজনৈতিক দল দেশটাকে যা করছে তা দেখলে অদের নিয়ে ভাবতেও ভাল লাগে না। অদের হেদায়ত কামনারত....
শুভ সকাল।