![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ভাংগা শামুকে বেগম জিয়ার পা কাটছে, মনে হয়; কয়েক হাজার কোটী টাকার দুর্নীতি হয়েছে উনার দ্বিতীয় টার্মে; কিন্তু সামরিক সরকার মাত্র ২ কোটী ১১ লাখের দুর্নীতির মামলাটি করেছে ঠিক মতো: ট্রাষ্টের ফান্ডে যখন টাকা ছিলো না, তখন সেই টাকার পরিমাণ সম্পদও ছিল না ট্রাষ্টে, আজকেও এতিমখানা নেই।
তবে, এই ছোট্ট মামলার ভেতরে অনেক ক্ষোভ জমা হয়েছে সন্দেহ নেই: ১৫ আগষ্টের জন্মদিনের কেক, ৩৪ বছরের সভাপতিত্ব, জর্জমিয়া, জামাতের মন্ত্রীত্ব, হাওয়া ভবন, প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে তত্বাবধায়ক বানানো, আরো অনেক কিছু। মির্জা ফখরুলের অনুমান হয়তো সত্য, উনার অনেক ধারণা থাকার ক্থা।
শনিবারে বেগম জিয়া বিএনপি'র নেতাদের সভা ডেকেছেন; মনে হচ্ছে, দলের ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলাপ হবে; এখন ভোট টোট আর বিষয় নয়, এখন বিষয় হচ্ছে মামলার রায়! এই ধরণের মিটিং করার দরকার ছিলো কমপক্ষে সামরিক সরকার আসার পর; তখন সরে গেলে এসব ঝামেলা হয়তো হতো না; শেষ সময় ছিলো ২০১৫ সালের ১ দফা রফা হওয়ার পর।
কোন রাজনীতি না জেনে, একটা দরিদ্র দেশের রাজনৈতিক দল চালানো কঠিন হওয়ার কথা ছিলো; কিন্তু বাস্তবে দেখা গেলো, রাজনীতি করার জন্যই উনার জন্ম হয়েছিল। প্রতি ভোটে ৫ টি করে সীট পেয়েছেন বেগম জিয়া; জেনারেল জিয়া কিংবা শেখ সাহেবও এত জনপ্রিয় ছিলেন না। বিচারপতি সাত্তারের মত শক্ত মানুষ বিএনপি'র সভাপতির পদ ভয়ে ছেড়ে দিয়ে দিয়েছেন বেগম জিয়াকে। রাজনীতি এত সহজ হওয়া, এক বারেই ৫ সীট পাওয়া, সভাপতির পদ হেলায় পাওয়া, জাতির জন্য ভয়ানক ছিল।
যাক, প্রাপ্তির শেষ নেই, ২ টাকায় ২টি বাড়ীও পেয়েছিলেন; এখনও ১ টা আছে। আজকে ব্লগে একটা পোষ্ট আছে, মা-বাবা রেললাইনের পাশে খোলা আকাশের নীচে সংসার পেতে খাচ্ছে; পাশে ১ বছরের বাচ্ছা নির্মল হাসছে; ব্লগারেরা সবাই খুশী; এই রকম হাসি নাকি কোটিপতিদের মুখেও নেই (এই পোষ্টের পরের পেইজে আছে, ব্লগার বরকত সাহেব দিয়েছেন )।
বেগম জিয়ার এত প্রাপ্তির পর ছোট একটা বিল তো আসতেই পারে! সময় হয়েছে পকেটে হাত দেয়ার!
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
অনেক বিল জমা হয়ে গেছে; ৫/১০ কোটী দিয়ে একটা এতিমখানা তো যেকোন সময়ে করে দিতে পারতেন! ২ ছেলের বড় বড় ব্যবসা ছিলো, নিজে দেশের সবচেয়ে বড় চাকুরী করেছেন, রিলিফের বাড়ীটা তো ফেরত দিতে পারতেন!
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আজকে ব্লগে একটা পোষ্ট আছে, মা-বাবা রেললাইনের পাশে খোলা আকাশের নীচে সরকার পেতে খাচ্ছে;
লাইনটা তেমন বোঝা গেল না।
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, উহা টাইপো ছিল, "সংসার" হবে; ঠিক করে দিয়েছি
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেষে এসে সুন্দর একটা টপিক দিছেন। সময় হয়েছে পকেটে হাত দেয়ার!
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
অনেক বেশী নিয়ে গেছেন নিজের জন্য; সামান্য বিল টিল হয়তো দেয়ার দরকার।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
জুন বলেছেন: ভাংগা সামুকে নাকি ভাংগা শামুকে চাটদগাজী
এমনি সামুকে নিয়ে আমরা চিন্তায় থাকি ।
আমাদের লেখালেখির প্রিয় প্ল্যটফর্মের ভাংগার কথা মানতে কষ্ট হয়
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
এতো দেখি ব্যুমেরাং টাইপের টাইপো; ঠিক করছি, ধন্যবাদ
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জুন আপুর মন্তব্যে কৈসা লাইক হবে। ধন্যবাদ জুন আপু। আমি লাইক দিয়েছি বাকি সবাই একটা কইরা দিবেন
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
বানান নিয়ে বেশ মুশকিলে আছি; বই টই পড়া হচ্ছে না অনেক দিন।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
জুন বলেছেন: @চাঁদগাজী আপনার নামের বানান ভুল হয়েছে । একে প্রচন্ড জ্বর তাতে ফোনে লিখতে কষ্ট হচ্ছে । ক্ষমাপ্রার্থী ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
চিন্তিত হবেন না, সামান্য টাইপো
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার সুস্হতা কামনা করছি, জ্বর সেরে যাবে।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই সৎ হোক। সবাই নিয়ম মেনে চলুক।
দেশটা এগিয়ে যাক।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
বড় দল ২টির রাজনীতিতে সমস্যার ফলে পুরো দেশ থেকে সততা হারিয়ে যাচ্ছে!
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার প্রতিমন্তব্য গুলো আমার নোটিফিকেশন বারে প্রদর্শন করছে না।
সমস্যাটা অস্পষ্ট।
এটি কি সামুর টেকনিক্যাল প্রব্লেম?
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
সামুতে এই সমস্যা বরাবরই ছিলো।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
রুরু বলেছেন: ব্লগারেরা সবাই খুশী।
খুব ভালো বলেছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
সেই পোষ্ট টা দেখেছেন, এখন ২য় পেইজে আছে, ব্লগার বরকত সাহেব দিয়েছেন; সবাই খুশী যে, মা হাসছে, শিশু হাসছে, বাবা খাচ্ছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে!
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
নূর-ই-হাফসা বলেছেন: দেখা যাক আট ফেব্রুয়ারি ওনার জন্য কি অপেক্ষা করছে ।
মির্জা ফখরুল বলেছেন বিচার হবে প্রধান মন্ত্রী যা চাবেন তাই । কথা তো সত্যি বলেছেন ।
ওনি চাইলে শাস্তি হবে ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
২ জন রান্নাবান্না ফেলে সবচেয়ে বড় চাকুরী নিয়েছেন; দেখা যাক, কে কাকে প্রথম খায়!
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
কার কাছে হস্তান্তর করবে বলে আপনার মনে হয়?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
শয়তানের কাছে; উনি কাউকে বিশ্বাস করেন এমন মানুষ বিএনপি'তে নেই।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একেবারে বাস্তবিক কথাবার্তা বলেছেন শ্রদ্ধেয়।
শেষমেশ হাসিয়ে ছাড়লেন, যদিও সত্যই বলেছেন। হ্যা, সময় হয়েছে পকেটে হাত দেয়ার .....
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগের ২য় পাতায় দেখেন, শিশু বসে আছে ট্রেরনের পাশে, বাবা-মা প্লাষ্টিকের বাউল থেকে খাচ্ছে (ব্লগার বরকত সাহেবের পোষ্ট), এই পরিবারের জন্য একটা প্লাষ্টিকের ছায়া নেই; বেগম জিয়া রান্নাঘর থেকে এসে লাখ লাখ টাকার বেতন ও ভাতা পেয়েছেন বছরের পর বছর, শতকোটী টাকার বাড়ী পেয়েছেন রিলিফে; এদের বিচার না হয়ে কিভাবে যায়?
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: খালেদা জিয়া বেশি সৎ নাকি শেখ হাসিনা। ১/১১ ঘাড়ে চড়ে শেখ হাসিনা মসনদে বসেছেন।অথচ তিনি ১/১১ এর কারিগর দের ভয়। একটা ব্যপার আমাকে খুব ভাবিয়ে তোলে জোর করে ক্ষমতায় থাকা গায়ের জোরে ক্ষমতায় আঁকড়ে থাকতে পছন্দ করেন শেখ হাসিনা।এ ব্যাপারে তার চাটুকারের অভাব নেই। জনগণের নেতা হতে চায় না কেউ। ক্ষমতার নেতা হতে চান। ক্ষমতার প্রয়োজন দেশের স্বার্থ বিকিয়ে দিতে কার্পণ্য নেই এদের। শেম।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে শেখ সাহেবকে হত্যা করে, যদি উনার কবরের উপর মিলিটারী, ও প্রশাসন মিলে বিএপি না করা হতো, শেখ হাসিনা বা বেগম জিয়ার মতো রান্নাঘরের মহিলারা দেশ চালাতে আসতে পারতেন না; বেগম জিয়া ও শেখ হাসিনার আমল দুর্নীতির আমল; ২ জনেরই বিচার বিচার হওয়ার কথা।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই বিচার হওন দরকার, হবেও।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দেয়ার পর, মানুষ বউ ও শিশু নিয়ে ট্রেনলাইনে বসে খাচ্ছে, আর অনেকে ২ টা বাড়ী পাচ্ছে ২ টাকায়; এগুলোর খবর হওয়ার দরকার আছে।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
নূর আলম হিরণ বলেছেন: লন্ডন থেকে কি যুবরাজ জরুরী সভায় অংশ নেবেন?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
মাফিয়া সাহেব নিশ্চয় কনফারেন্সে থাকবে না; এখন হয়তো ভাবনা-চিন্তা করছে; তবে, উহার মাথায় গোবর ছাড়া অন্য কিছু নেই
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জনগণ সকল ক্ষমতার মালিক, এটি এরশাদ সাহেব না বললেও সত্য। জনগণের ক্ষমতা একদিন জনগণের কাছে ফিরে আসবে। সময় কাউকে ক্ষমা করে না। এক সময় সবার পকেটেই হাত পড়বে, চাঁদগাজি ভাই।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
কয়েক কোটি মানুষকে নিদারুণ কষ্ট দিয়ে, এসব লোকগুলো সামান্য জেল খেটে পার পেয়ে যাচ্ছে; এরা লালঘরে আজীবনের চেয়ে বেশী থাকার মত অপরাধ করেছে।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাসাইলেন জনাব।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
দেখেন, ১ পোষ্ট পড়ে ৩ বার হাসলে কিন্তু সতর্ক হতে হবে।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ম্যাডামের সাজঘরে যাওয়ার দরকার আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
উনার অবসর দরকার।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
আমার আব্বা বলেছেন: +++
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের পরে যারা দেশ চালায়েছে, এরা জাতির ক্ষতি করে সামান্য কয়েকজনকে দেশের সম্পদ দখলে সাহায্য করেছে। ফালুর মতো লোকও বিলিওনিয়ার হয়েছে
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
কলাবাগান১ বলেছেন: "২ জন রান্নাবান্না ফেলে সবচেয়ে বড় চাকুরী নিয়েছেন; দেখা যাক, কে কাকে প্রথম খায়!"
আপনার কাছ থেকে এমন নিম্নমানের কমেন্ট আশা করি নাই। এটা যে মহিলা দের ছোট করে দেখার মানসিকতার ফসল, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
গান্ধী বা মার্কেল নিয়ে পোষ্ট দেয়া হয়নি
এঁদের থেকে অনেক গুণী বাংগালী মহিলা ভাত রান্না করছেন।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
গব্বু বলেছেন: আপনি রসিয়ে কঠোর কথা বলতে পারেন। হাঃ হাঃ
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
১৭ কোটীকে চিবিয়ে রস বের করছেন ২/৪ জন।
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ১৯ নম্বর মন্তব্যে যা লিখেছেন- তা আমি নিজের চোখেই দেখেছি।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের ক্যাপিটেলিজম, সিআইএ, বাংলাদেশকে গলাকাটা ক্যাপিটেলিজমে নিয়ে গেছে; এখন ১ কোটী ১০ লাখ বিদেশে ক্রীতদাস, চিটাগং ইউনিভার্সিটি থেকে পাশ করে নিউইয়র্কে ট্যাক্সী চালায়; ফালু নিউইয়র্ক গিয়ে প্রেসিডেন্সিয়াল সুইটে ঘুমায়।
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১
কিরমানী লিটন বলেছেন: গাঁয়ের জোরে এক নায়িকা
প্রভুর জোরে শাষন,
স্বৈরাচারের লেবাস মেখে
শুনায় পিতার শাষন।
দুঃখজনক সত্যটা আংশিক বলেলেন। এখন নেসেসারি অব ডকট্রিন কোনটা। বেগম জিয়ার শাস্তি, জনগের ভোটার অধিকার, নাকি দূঃশাষনের দীর্ঘায়ন?
যে মামলায় বেগম জিয়ার শাস্তির আয়োজন চলছে ক্ষমতার ঘোড়ার পিঠ থেকে নামলো ওরকম মাৃলা ক্ষমতাসূনদের গলির পাতী চামচাদেরও অন্ততঃ কয়েক লক্ষ করা যাবে। যিনি নিজের নিয়োগকৃত বিশ্বস্ত বিচারপতির নুন্যতম স্বাধীন মত সহ্য করতে পারেন না, দশটাকা সের চালের প্রতিশ্রুতি সত্তর টাকায় ঠেকিয়েছে, নিরীহ জনতার রক্তঘামে জমানো টাকা লরিলুটকরে, শেয়ার বাজার সর্বশান্ত করে- চৌদ্দ গোষ্ঠির বৈদেশ বিভূঁইয়ে পরম শান্তির যোগানে ঢেকুর ফুটাচ্ছে। তার আদেশে বেগম জিয়ার শাস্তি সিরাজ উদ্ দৌলা নাটকের বন্দী সিরাজের বিচারের আয়োজনকেই মনে করিয়ে দেয়। পাশাপাশি আপনার পক্ষপাত আর উস্কানীমূলক লিখা সেদিনকার ভারাটে অতি উৎসুক ভারু জনতার সিরাজকে নানা টিটকারী টিপ্পনির দৃশ্যকেই চোখের সামনে ফুটিয়ে তুলে। ১৭৫৭'র মীর জাফর জগত শেঠ উমিচাঁদদের মতো অতিকায় হস্তির বিলুপ্তিতেও তেলাপোকার জন্ম নিয়ন্ত্রন করা যায় নি। আর তেলাপোঁকার প্রজনন বৃদ্ধির ফল আমরা বঙ্গবন্ধুর হত্যার সময় ঢের দেখেছি। পিতার লাশ ফেলে কাপুরুষ তেলাপোঁকারা সেদিন কিভাবে পালিয়েছিল
শুধু কি পালিয়েছে, তারা খন্দকার সাবদের হেরেমের চিনি গুড়ের স্বাদও মিটিয়েছে।
প্রিয় চাঁদগাজী ভাইয়ের লিখা সেই ৭৫ পরবর্তী তেলবাজ তেলাপোঁকাদের উৎসবকালীন সময়কেই স্মরণে আনলো। যারা পিতার জানাজা নামাজে অংশগ্রহনের পৌরষটাও রাখেনা। তারা নিজেকে আয়নায় দেখতে ভয় পায়, তাই অন্যের পশ্চাদদেশের চাতক চাহনীতে নিজেদের যৌবন স্বার্থক করে দুধের স্বাদ ঘোলে মেটায়।
আপনার কলম ১৭৫৭, ১৯৭৫ এর ভারুদের কালিতে আটকা পড়েছে। আপনী আর আমাদের চাঁদগাজী নেই- আপনি ছাত্রলীগের মতো অন্ধ পাগলা কুত্তা হয়ে যাবেন না। ভালোবাসা আর শুভকামনা।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
যখন তাস খেলেন ৪ জন, একজন একা খেলাকে কন্ট্রোল করতে পারে না; বাকী ৩ জনের হাতেও কার্ড আছে।
শেখ হাসিনার রাজনীতিতে আসার কথা ছিলো না, ব্যাকগ্রাউন্ড ছিলো না, ১৯৭৬ সালের হত্যাকান্ডই তাকে এনেছে।
শেখ সাহেবের হাজার ভুল, জিয়ার হাজার বুদ্ধিমত্তের চেয়েও ভালো ছিলো; ভুল শোধরানো সম্ভব, জেনে শুনে ভুল পথে নেয়াকে কেহ থামাতে পারে না, যদি নেতার হাতে অস্ত্র থাকে।
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: মানুষ সৎ থাকতে চায় কিনতু নেতারা থাকতে দেয় না।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
নেতারা যেই পরিমাণ সম্পদ দখল করে ফেলেছে, সেটার জন্য লক্ষ মানুষকে কাজ করতে হচ্ছে; নেতাদের বিলাসবহুল জীবনের জন্য পাবলিক টাকা খরচ হচ্ছে; পাবলিকের জন্য কিছু থাকছে না।
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
রোকসানা লেইস বলেছেন: বাংলাদেশের রাজনীতির কি শ্রী!!
একজন স্ত্রী যার সাথে তার স্বামী সংসার করতে চাইছিল না। কখনো সাথে কোথাও নিয়ে যেত না। স্বামী হত্যার পর সেই গৃহবধুকে টেনে এনে সবাই দলের নেতা বানাল জ্ঞানী গুনিজনরা।একজন মূর্খকে দলনেতা বানিয়ে খুব খুশি ছিল। যার কোন যোগ্যতা নেই স্ত্রীর যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য গঠনের সুযোগ পেয়ে গেলেন। আসলে ঠিক বলেছেন, রাজনীতি না জেনেও তার ভাগ্য রাজনীতির প্রধান হওয়ার।
বাংলাদেশের মানুষের ভালোবাসায় ভেসে গেল। এখনও মানুষ ভিত্ত দেখে না মাঝখান থেকে দেখে। দরদে উতলে উঠে
শাস্তি হলে তিনি কি জেলখানায় থাকবেন নাকি তার বাড়িতে বন্দী থাকবেন সব সুযোগ সুবিধাসহ বলে মনে হয়।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
মানুষ ভুলের প্রায়চিত্ত করছে এখন; ১৯৮৩ সালে মিলিটারী, ব্যুরোক্রেট ও ডা: বদরুদ্দোজা মিলে বেগম জিয়াকে বিএনপি'র সভাপতি যখন বানাচ্ছে, মানুষ প্রতিবাদ করেনি; শিক্ষিত সমাজ প্রতিবাদ করেনি; সেজন্য আরবে উট চরাচ্ছে, মালয়েশিয়ায় গাছে পানি দিচ্ছে, ভুমধ্যসাগরে ডুবছে।
জিয়ার ঘরের চাকরাণী হয়তো আরো বুদ্ধিমান ছিলো।
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লাষ্ট সীন (শেষ দৃশ্য) দেখার জন্য ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
রায়ে কি হয়, ৮ তারিখেই বুঝা যাবে, তবে এতিমখানা এখনো নেই, ট্রাষ্টের ফান্ডে টাকাও ছিলো না।
২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
কানিজ রিনা বলেছেন: চোর ডাকাতকে বলে তুইত ডাকাতী করিস
আগ্নেয় অস্ত্রহাতে। আমিত খন্তা হাতে শীদ
কেটে চুরি করি। ডাকাত বলে ওই হোল
চোর ডাকাতে মাসতুত ভাই এসো মুলাকাত
করি। ঘু সবাই খায় কেউ কম কেউ বেশী।
দুর্নীতিতে চ্যাম্পিয়ন এখনও কমেনাই।
আপনি বলছেন ভাত রান্না করা নারী রান্না
থেকে এসে দেশ চালাচ্ছে দেশত ইন্দ্রাগান্ধীও
চালিয়েছেন তিনি রান্নাও করতেন মাঝে মাঝে।
তবে আপনি রান্না নিয়ে বেশ নিচু খোঁচা
মেড়েছেন। দেশে এত কোটি কোটি মানুষ
বলুনত এই বিএনপি আওয়ামী নিয়েই টানা
টানি করে কেন জনগন ইচ্ছা করলে কি পারেনা?
বিকল্প একজন নেতা বানাতে? না পাড়েনা
কারন খুব জনপ্রিয় দুইজন নেতা জাতীর
পিতা শেখ মুজিবর ও জিয়াউর রহমান।
আর এই দুইজন নেত্রী তাদের বংশধর।
কেন জানি মনে হয় এই দুইজন নারীকে
ভাঙিয়ে চোখে আঙুল দিয়ে এখনও দুর্নীতি
করে যাচ্ছে। দুইজন মহিলা বলেই কি দুর্নীতি
বাজ চাটুকাররা সুবিধা নিচ্ছে?নিশ্চয় নেত্রীরা
জেনেও কিছু করার নেই দলটিকতে হলে
কলংক নিতেই হবে।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া সাজিয়ে গুজিয়ে সামনে বসায়ে ডাকাতী করার জন্যই এনেছিল; কিন্তু উনি ভাগ বসায়েছেন।
শেখ হাসিনাকে আনা হয়েছিল বিএনপি'কে শাস্তি দিতে ও আওয়ামী লীগের রাজত্ব উদ্ধার করতে; শেখ হাসিনা সেটা করতে গিয়ে দেখলো যে, রাজনীতিবিদরা উনার থেকে কম জানে।
২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
তারেক ফাহিম বলেছেন: ব্লগ ও সবগুলো মন্তব্য পড়লাম।
কিছু বললাম না শুধু প্রমাণ রেখে গেলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
বিচার হওয়া কি সঠিক?
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
তারেক ফাহিম বলেছেন: রাজতন্ত্র আর ভালো লাগে না প্রজাতন্ত্র হলে কিছু একটা বলতাম
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ শিক্ষিত বাংগালী এর চেয়ে ভালো কিছু জানে না; কেহই নিজের দায়িত্ব পালনের মতো শিক্ষিত নন।
৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
শাহিন বিন রফিক বলেছেন: ফখরুদ্দিন সাহেবের আমলে এই মামলা হয়েছিল, ঠিক একই ধরণের মামলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু শেখ হাসিনার বিচার হল না কেন?
২৮ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
কারণ, শেখ হাসিনা ক্ষমতায়।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অন্যায় করলে সাজা হওয়া উচিৎ কিন্তু খেয়াল রাখতে হবে কেউ যেন বৈরীতার স্বীকার না হয়।
২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের পর, "বৈরীতাই" নিয়মে পরিণত হয়েছে!
৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
মিঃ আতিক বলেছেন: উনি এখন পর্যন্ত যা করছেন সব জেদ, কখনো সখনো বিরোধীদের কথাও শুনতে হয়। জামায়াতকে ত্যাগ করে ফখরুলের হাতে দল ছেড়ে দিলে বিএনপির আরেকটা রাজনৈতিক জোয়ার উঠতে পারে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
উনাকে আনা হয়েছিল ডাকাত দলের সর্দার হতে, উনি আনন্দ করে গেছেন আজীবন
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
আটলান্টিক বলেছেন: সময় হয়েছে পকেটে হাত দেয়ার!
হা হা হা