![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিএনপি'র গয়েশ্বর রায় সরকার পতনের ঘটাবে, ড: খন্দকার মোশারফ ও কেন্দ্রীয় নেতারা বেগম জিয়ার সাথে জেলে চলে যাবে, বেগম জিয়া নিজে 'বহুদলীয় গণতন্ত্র' উদ্ধার করবেন; এসব ব্যাপারে প্ল্যানের অভাব নেই।
আমার ধারণা, বিএনপি'র এসব লিলিপুটিয়ান নেতারা একটা সোজা কাজের কথা ভাবছে না, ১ সপ্তাহের মাঝে ১টা "জিয়া এতিমখানা" গড়া। একটা এতিমখানা গড়লে জেনারেল জিয়াও খুশী হবেন, আইনজীবিরা হাকিমের সামনে বলতে পারবেন যে, এতিমখানা দেরীতে হলেও হয়েছে; শাস্তি হলেও বেগম জিয়ার মুখটা রক্ষা হতো! এখন শাস্তি হোক, না হোক, হাকিম তো জিয়া এতিমখানার টাকা ফেরত চাইবে!
ফালু ১ দিনেই একটা এতিমখানা চালু করতে পারে জেনারেল জিয়ার নামে; মোর্শেদ খান ১ ঘন্টার মাঝে বাড়ী কিনে জিয়া এতিমখানা চালু করতে পারে; ডা: বদরুদ্দোজা ও উনার ছেলে মাহী চৌধুরী সেটা করতে পারে ২/৩ দিনের মাঝে; আমীর খসরু ও নোমানের লাগবে ৮/১০ ঘন্টা। তারেকের কতক্ষণ লাগবে?
এটা ঠিক যে, জিয়া এতিমখানার ফান্ড ছিল, ওখানে টাকা এসেছিল কুয়েত থেকে; সেই টাকা তুলে নিয়ে গেছে বিএনপি'র লোকেরাই; এখন বিএনপি'র লোকেরা দেরীতে এতিমখানা তুলে, হাকিমের কাছে গেলে অবস্হা তো পরিবর্তন হওয়ার কথা; এবং দেশের মানুষ দেখতে পেতো যে, বিএনপি'র লোকদের মগজ আছে, দায়িত্ব আছে, ক্রিয়েটিভ ধারণা আছে; জেনারেল জিয়ার প্রতি সন্মান আছে। এই লোকগুলো কি জীবনে একবারও মানুষের মতো ভাবতে পারে না? পুরোটাই লিলিপুটিয়ান ব্যাপার!
মামলার রায়ের দিন পেছনে গেছে; ৭, ৮, ৯ তারিখে কোন সাধারণ নাগরিকের মৃত্যুর সম্ভাবনা নেই, আপাতত। মনে হচ্ছে, রাজধানীতে বিএনপি'র লোকজন বেশী প্রবেশ করেছে, কিংবা সরকার ৮ তারিখের মাঝে প্রস্তুত হতে পারছে না; কিংবা তৃতীয় কোন পার্টি মাঝখানে কলকব্জা ঘুরাচ্ছে!
সময় পাওয়া গেছে! বিএনপি'র ভোটারেরা ২ হাতে ২টা ইট নিয়ে, কেহ কেহ সামান্য সিমেন্ট নিয়ে উত্তরায় বেগম জিয়ার প্লট এলাকায় জমা হয়ে, ১ সপ্তাহে একটা এতিমখানা গড়তে পারে চাইলে; তাদেরকে আইডিয়াটা দিলে হয়তো, তারা চেষ্টা করবে! ম্যাডামের জন্য ২ খানা ইট, বা ১ কেজি সিমেন্ট!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনার যাবজ্জীবন হওয়া উচিত; উনি বাংগালী জাতিকে ৫০ বছরের বেশী পেছনে নিয়ে গেছেন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮
আটলান্টিক বলেছেন: রাজনীতিতে যাওয়ার পর সবাই মনে হয় লিলিপুটিয়ান হয়ে যায়
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'তে সবাই বেগম জিয়া থেকে কম জানে; বেগম জিয়া গার্মেন্টস'এর যেকোন মেয়ের থেকে কম বুঝেন।
বিএনপি;তে গিয়ে ড: এমাজুদ্দিন ও ড: মইন পিগমীতে পরিণত হয়েছেন।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮
গালিব আফসারৗ বলেছেন: এত্ত মহৎ একটা আইডিয়া দেয়ার জন্য গাজী ভাইকে বিএনপির পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র সবাই চায় বেগম জিয়া জেলে যাক।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩
আবু তালেব শেখ বলেছেন: এর থেকে ও বড় দুর্নীতি অর্থ কেলেংকারি বর্তমান সময়ে হয়েছে। যা পুর্বের রেকর্ড ভংগ করছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
জিয়া নিয়ম করেছিল যে, শেখের মৃত্যুর বিচার হতে পারবে না; এ কারণেই বিএনপি মনে করছে যে, এটার বিচার হওয়া সঠিক নয়
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: @আবু তালেব শেখ, একটা অপরাধ আরেকটা দিয়ে ঢাকতে চাইছেন? আপনাদের মতো দলকানাদের জন্যই রাজনীতিবিদরা দেশ নিয়ে যাচ্ছেতাই খেলতে পারে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক নেতাদের বিচার না হওয়াই একটা নিয়মে পরিণত হয়েছে
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
আবু তালেব শেখ বলেছেন: অনিকেত বৈরাগী সাহেব আমি কোন দলের হয়ে কথা বলিনা। সেটা সত্য সবসময় সেটা বলি।
বিরোধি দলের সমস্ত অপরাধের বিচার হয় ক্ষমতাসীনদের কেন হয় না?
আমি কোথায় বলেছি বিএনপি দুধ দিয়ে ধোয়া তুলসি পাতা?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
বিচার কারো হয়নি, একজনের হওয়া মানে শুরু হওয়া
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: অাপনার চোখ কি একটা কানা, না দুটোই ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আসছেন, দেখেন, মানুষে পরিণত হবেন এক সময়
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
টাকার উৎস মুলত এক কুয়েতি আমিরের রাষ্ট্রিয় ফান্ডে দান।
যা নবগঠিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের একাউন্টে জমা হয়েছিল। পরে সব টাকা ব্যক্তিএকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। কুয়েতি আমির সাহেবের টাকা বৈধ না অবৈধ সেটা তার ব্যাপার। টাকা একাউন্ট থেকে লাপাত্তা হয়েছে, সেটাই ব্যাপার।
অর্থমামলা তাই শাস্তি কঠিন হবে না। দোষি সাবস্ত ও জেল বা বড় জরিমানা দিয়ে জেলের হাত থেকে বাচবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
উনার যাবজ্জীবন হলেও কম হবে, উনি জন্মগতভাবে ক্রিমিনাল।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২
ধ্রুবক আলো বলেছেন: এদের দেয়ালেই পিঠ ঠেকে গেছে!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
একদল মারাঠা ও ইডিয়ট এক যায়গায় সমবেত হয়েছে
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
শেখ সাকিবুল ইসলাম বলেছেন: বুদ্ধিটা ভালোই ছিলো কিন্তু বিএনপি মানবেনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া ক্রিমিনালদের নিয়েছিল দলে
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১
সাইন বোর্ড বলেছেন: ব্লগে দীর্ঘ দিন অাছেন বলেই কি মানুষ হতে পেরেছেন ? অাপনার শুধু বাইরের চোখ নয় ভেতরের চোখও কানা, তাই বর্তমানকে দেখতে পান না ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে এসেছেন, লেখেন, দেখেন, বুঝেন; ব্লগিং আপনাকে সাহায্য করবে।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ওইদিন কে জানি বললো, কাকরাইলে নাকি প্রায় ৫০ কাঠা জমি ট্রাস্টের নামে কেনা হইছিলো। সিরিয়াসলী আমি একটু প্লটটা দেখতে চাই। এত বড় প্লট কাকরাইলের মত ছোট জায়গায় কোথায় আছে জানতে পারলে ভালো হতো.........
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
হয়তো বিএনপি'র লোকদের দখলকরা কিছু, ঘরবাড়ী হতে পারে; তারা ঘোষণা দিয়ে করে ফেললেই হতো
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: গাজী সাহেব, অামি দেখেছি অাপনার অপছন্দের লেখার বিষয়বস্তুর চাইতে ঔ লেখককে অাপনি যাচ্ছেতাই ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে মন্তব্য দেন এবং ব্লগারের ব্যক্তিত্বে অাঘাত করেন, এটা কোন ভাল ব্লগারের কাজ না । অাজ অামি অামার প্রথম মন্তব্যটি দিয়েছি, অাপনি কতটুকু সহ্য করতে পারেন সেটি দেখার জন্য । অাপনি কিন্তু মোটেই সহ্য করতে পানেননি, এবার বুঝুন অন্যরাও কিন্তু অাপনার উল্টা-পাল্টা মন্তব্য সহ্য করতে পারেন না এবং তাদেরও খারাপ লাগে । ধন্যবাদ ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমি এখনো ভালো ব্লগার নই, সময়ের সাথে আমার ব্লগিং ভালো হবে, এই আশায় আছি।
আপনি ইতিমধ্যেই বেশ ভালো করেছেন!
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজাদার পোষ্ট, পড়ে মজা পাইলাম।
পোষ্টটি ফেসবুকে শেয়ার করতে চাই অনুমিত হলে, দেখি যদি বিএনপির লোকেরা বুদ্ধিটা কাজে লাগাতে পারে কিনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
দিতে পারেন।
মানুষ যখন অমানুষ হয়ে যায়, ও ইডিয়টে পরিণত হয়, তারা বেগম জিয়াকে সাপোর্ট করার শুরু করে; দেখেন, উনাকে সামনে রেখে ফালু ১ বিলিয়ন ডলার আয় করেছে, মোর্শেদ খান ৩ বিলিয়ন, বসুন্ধরা ৫ বিলিয়ন আয় করেছে; এসব ইডিয়টরা একটা এতিমখানা জিয়ার নামে করলে, বেগম জিয়ার আইনবিদরা বিচারকের সামনে কথা বলার সুযোগ পেতো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ইতিহাসের নিকৃষ্ট বাংগালী, উনার সশ্রম কারাদন্ড হওয়া উচিত।
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩২
ডঃ এম এ আলী বলেছেন: এতিমখানা করা ও তার মাধ্যমে দেশের অবহেলিত ও দুর্দশাগ্রস্ত এতিম ও অনাথগনের উপকার করা একটি অতি মহত কাজ । একটি রাজনৈতিক দলের কোটি কোটি সমর্থক সবাই মিলে এই মহতি কাজে সহযোগীতা করলে আলোচ্য এতিমখানাটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের মাঝে একটি নামী প্রতিষ্ঠান হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারে। কোন রাজনৈতিক দলের ডাকে রাস্তায় মানুষ না নামলেও এ্ধরনের মহতি কাজে অকাতরে এগিয়ে আসতে পারে সকলেই । দেখা যাক এই পোষ্টের আবেদনের কারণে সংস্লিষ্টদের নিকট হতে কি ধরনের সারা পাওয়া যায় ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া বিলিয়ন ডলার চুরি করেছেন, উনার ছেলেরা খোলাখুলি ডাকাতী করেছেন; সেই দলের লোকেরা যা করুক এতিমখানা করবে না, কোর্টে গিয়ে মিথ্যা বলবে, এর থেকে বেশী কিছু নয়।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনি তো দেখছি রম্য লিখতেও সিদ্ধহস্তত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগে আসার পর থেকে চেষ্টা করছি
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭
শাহাদাত নিরব বলেছেন: বেগম জিয়া এতিমদের হক মেরেছেন আপনি তাকে বরাবর বলে আসছেন ক্রীমিনাল, নিকৃষ্ট বাঙ্গালী কিন্তু তার চেয়ে কয়েক গুন অর্থ ব্যয় করে বিমান বন্দরের নাম পরিবর্তন করেছে সেটাও তো আমার মত এতিমদের টাকা পানিতে ঢেলে দিলো।
আমরা নতুনরা আপনাদের থেকে শিখবো আর আপনারাই এমন কর্ষক ভাষা ব্যাবহার করেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি কয়েকজনকে নিয়ে লিখছি, আপনি বাকীগুলোকে নিয়ে লিখেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১১
কলাবাগান১ বলেছেন: আগেও বলেছি যে মামলায় খালেদা জিয়ার কনভিক্ট হওয়া উচিত কিন্তু কোন জেল হওয়া উচিত না (প্রবেশন)