![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** বিচারক যদি নিজেই একজন ব্লগার হয়ে থাকেন, বেগম জিয়া থালি বাসন নিয়ে তৈরি থাকতে পারেন। ***
বেগম জিয়া যত ধরণের অপরাধ করেছেন, উনার সবচেয়ে বড় অপরাধ হলো, ২০১৩ সালে ব্লগারদের নাস্তিক ডাকা; তিনি ব্লগারদের বিপক্ষে সরাসরি উস্কানী দিয়েছেন, যা ব্লগার হত্যায় পরোক্ষভাবে সমর্থন যোগায়েছে; উনার বর্তমান বিচারের সময়, বিচারক যদি বেগম জিয়ার এই ধরণের ক্রিমিনাল মাইন্ডকে বিবেচনায় নেন, সেটা হবে ব্লগিং জগতের জন্য কমপক্ষে সামান্য শান্ত্বনা।
১৭ জন ব্লগার প্রাণ হারায়েছেন; এটা একক দেশ হিসেবে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য রেকর্ড; তাদেরকে নাস্তিকতার অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে; যারা এই ধরণের ভয়ংকর অপরাধ করেছে, তাদের পক্ষে বাংলাদেশের ৩ জন বিশাল ক্ষমতাবান ব্যক্তির সরাসরি উসকানী ও পরোক্ষভাবে সমর্থন ছিল ও আছে; এরা হচ্ছে, বেগম জিয়া, তথাকথিত সাংবাদিক মাহমুূর রহমান ও হেফাজতের মোল্লা শফি।
বাংলাদেশের সাধারণ মানুষের বিরাট অংশ অশিক্ষিত ও কম শিক্ষিত ধার্মিক, তারা শুনে শুনে ধর্ম পালন করেন; ইবাদতে বাংগালীরা নিবেদিত হলেও, অশিক্ষার কারণে ধর্ম সম্পর্কে তাদের পুরোপুরি পরিস্কার ধারণা নেই, তাদের কাছে ধর্মের ফিলোসফি পরিস্কার হওয়ার কথা নয়; তারা অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে যে কোন সময় উদ্বেলিত হয়, বহু ভাগে বিভক্ত হয়, উত্তেজিত হয়, মারমুখী হয়, দাংগা লাগায়, মানুষ হত্যা করতে সময় লাগে না।
বাংলাদেশ, পাকিস্অতান, ভারত, ইরান, আফগানিস্তানে অশিক্ষিত ধর্মপ্রাণ মানুষেরা সময় সময় ক্রিমিনেলদের খেলনায় পরিণত হয়ে, অন্য ধর্মের লোকদের ঘরবাড়ী, গ্রাম পোড়ায়ে, তারা মানুষ হত্যা করেছে; এগুলোর বিচার কখনো হয়নি। এদের পেছনে থাকা ক্রিমিনেলরা কখনো বিচারকের সামনে যায়নি।
এবার বেগম জিয়া মিস-ম্যানেজমেন্ট ও সম্পদ হরণের দায়ে বিচারকের সামনে যেতে বাধ্য হয়েছে; এটাই হয়তো একমাত্র সুযোগ উনার ক্রিমিনাল মাইন্ডকে সঠিক শাস্তি দেয়ার। ব্লগারদের বিপক্ষে উস্কানী ও হত্যার পরোক্ষ সমর্থন যদি বিচারকের মনে থাকে, এটা হবে বড় ধরণের মানবিক বিচার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
বিচারকের যদি চোখকান থাকে, সামান্য মগজও থাকে, এগুলো ধরা পড়ার কথা; যদিও বিচার হয় কোন এক পয়েন্টে, কিন্তু অপরাধীর জীবনের সবকিছু বিচারক তলায়ে দেখেন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
ওয়াজেদ বিপ্লব বলেছেন: এই নিউজটা একটু দেখেন...বেগম জিয়া কি দ্বিমুখী কথা বললেন!?? view this link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া আসলে নিকৃষ্ট বাংগালীদের লিষ্টে ১ নং এ আছেন; উনি সকালে কি বলেন, বিকালে কি বলেন, রিজভী সাহেবও মনে রাখতে পারেন না।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
চমৎকার । একটা বলিষ্ঠ উচ্চারণ করেছেন ।
সহমত সবটুকুর সাথে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের পক্ষ থেকে বেগম জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফির বিচার চাওয়া হয়নি, এক সময় চাইতে হবে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: কে কি বলল তার জন্য হত্যা টা বেশি বাড়াবাড়ি ।
সবার এ বলার অধিকার থাকা উচিত ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
হত্যাকারীদের মনে শক্তি যোগায়েছে বেগম জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফির বক্তব্য; এদের সবার বিচার হবে
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কিছু কিছু ব্লগারকে শেখ হাসিনার বিরুদ্ধেও অভিযোগের তীর মারতে দেখেছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদ ও ব্যুরোক্রেটরা চায়, জাতি সোমালিয়ার লেভেলে শিক্ষি্ত থাকুক, আফগানদের মত ধার্মিক হোক, তারা যেন আদম ব্যবসা পুরোদমে চালু রাখতে পারে।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
আবু তালেব শেখ বলেছেন: ব্লগার হত্যা করেছে জংগিরা। খালেদা যদি তাদের উস্কানি দিয়ে থাকে তবে সে অবস্যই শাস্তির যোগ্য।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন, " উসকানী দিয়ে থাকে"; ২০১৩ সালে উনি বলগারদের নাস্তিক ডেকেছিল, আপনি শুনেনি?
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এত ধর্মান্ধদের মাঝে সাহস দেখাতে পারার জন্য ধন্যবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
কিছু মানুষ এই মহিলার পক্ষে কথা বলেন, এসব লিলিপুটিয়ানরা জীবনে মানুষ হবে না আর।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
শামচুল হক বলেছেন: সাহসী পোষ্ট।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
এসব ক্রিমিনালরা জাতিকে পেছনে নিয়ে গেছে এই শতাব্দীতেও; এদের বাসস্হান হওয়া দরকার লালঘর।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি কথা বলার সৎ সাহস সবার থাকে না, যেটা আপনার আছে,এজন্যই আপনাকে ভাললাগে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক ব্যাপারে সত্য বলা, জাতিকে ভালোবাসার অংশ
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার শাস্তি হলে তার দলের লাভ হবে।।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
উনার আবার দল, ওটা মারাঠা আর জলদস্যুদের দল; জীবনে রাজনীতি করতে হয়নি, মিলিটারী, ব্যুরোক্রেট ডাকাতী, আর পাকীদের জাল টাকায় ব্যবসা করেছে সবাই মিলে।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৪
নতুন বলেছেন: ব্লগারদের নাস্তিক বলায় উনার জ্ঞানের ব্যাপারে সবার ব্যাপক ধারনা হইছে।
রাজনিতিতে শেষ কথা নাই... তাই এদের তেমন কিছুই হবেনা।
কারন চোরে চোরে মাস্তুুত ভাই..
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
আসলেই তাই ঘটলো, এরা সবাই চুরি ডাকাতী করে পার পেয়ে গেলো; জাতি পাকীদের পরাজি্ত করে, এদের কাছে পরাজিত হলো
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০
ডঃ এম এ আলী বলেছেন: লেখাটিতে বেশ সাহসি কথার সন্নিবেশ দেখা যায় । একমত না হওয়ার কোন কারণতো দেখা যায়না । ব্লগারদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক এ কামনাই করি ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
২০১৩ সালে উল্লেখিত ৩ বাংগালী ভয়ংকর অপরাধ করেছে; সবার চোখে পড়েছে, আশাকরি
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: হ্যা সে সময় দু একটি বাদে প্রায় সকল সংবাদ মাধ্যমেই তাদের কির্তিকলাপ প্রকাশিত হয়েছিল , তা কারো নজর এড়ানোর কথা নয় ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪২
চাঁদগাজী বলেছেন:
সেই থেকে ব্লগ দিবস পালন বন্ধ হয়ে গেছে; এটা কি একটা জাতি হলো, দানবের ভয়ে শিক্ষিতদের লুকিয়ে থাকতে হচ্ছে
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু উনি না, ওনার সমর্থকরাও...
ব্লগার হত্যা
লেখক, কবি শিক্ষক হত্যা
পেট্রলবোমায় পুড়িয়ে হত্যা
৩০ লাখকে ৩ লাখ বলে হত্যাকারিদের সমর্থন
বুদ্ধিজীবী হত্যাকারিদের নির্বিচারে সমর্থন
এমনকি ২য় বিশ্বযুদ্ধকালীন কোটি কোটি হত্যাকারি জল্লাদ হিটলারকেও অবলিলায় সমর্থন করে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
উনার মগজ ও শিক্ষা খুবই কম হওয়ায়, পাকী সৈন্যদের গালগল্পে উনি পুরোপুরি বিশ্বাস করেছিলেন যে, বাংগালীরা পাকি বাহিনীর সাথে পারার কথাই উঠতে পারে না; পাকীদের পরাজয়ে উনি খুবই ক্ষুন্ন হয়েছিলেন; পাকীরা চলে যাবার পর, মনের দিক থেকে উনার ঘনিষ্ট হলো রাজাকারেরা।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২
সৈয়দ ইসলাম বলেছেন: সংগ্রামী শ্লোগানের সাথে অনেকটাই একাগ্রতা পোষণ করছি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
৩ ক্রিমিনাল বাংগালীর উস্কানীর ফলে এমন অবস্হা হয়েছে যে, আমরা ব্লগ দিবস পর্যন্ত পালন করতে পারছি না
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
রাফা বলেছেন: উনাকে ইনডেমিনিটি দিয়ে- জাতি ও দেশের সর্বনাশ করার পথ তৈরি করে দেওয়া হোক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
এই মহিলা মনেপ্রেণে ছিল পাকী বাহিনীর সমর্থক
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট।
স্টিকি করা হোক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের কিছু ব্যাপার সঠিভাবে বুঝার দরকার।
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
রোকসানা লেইস বলেছেন: সতের জন ব্লগারকে হত্যা করা হয়েছে আর কতজন বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন। কতজন লেখালেখি থেকে হারিয়ে গেছেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা আশাকরি এদের বুঝতে পারছেন।
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু বিদেশ থেকে এতো দেশভক্তি মানায়না! কারণ এনিয়ে কোন ঝামেলা হলে আমরাই ভুক্তভোগী হবো আপনারা না। অনেককেই দেখি বিদেশে আয়েশি জীবনযাপন করছেন আর বড় বড় কথা বলছেন! ব্লগ লিখছেন! কলাম লিখছেন! দেশপ্রেম উথলে উঠছে কিন্তু মাঝখান থেকে আমরা খেটে খাওয়া মানুষগুলো দু'দলের প্যাদানীতে পিষে মরছি।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
সৌদী মরুভুমিতে উট চরানো, রাস্তা ঠিক করা যদি আয়েসী হয়, নৌকায় ভুমধয় সাগর পাড়ী দেয়া যদি আয়েসী হয়, দেশে বৌ ফেলে যদি মালয়েশিয়ার জংগলে রাবার সংগ্রহ আয়েশী হয়, আপনি সৌদী যাবার জন্য তৈরি হোন, মিউনিসিপালিটির রাস্তা পরিস্কারের কাজ যোগাড় করা সম্ভব হবে।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
সাইন বোর্ড বলেছেন: এটা কি ব্লগারদের সহানুভূতি পাওয়ার অারেকটি কৌশল ? কিন্তু বড্ড সস্তা !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগার, ব্লগারদের সাহায্য আমার দরকার আছে!
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
নীলপরি বলেছেন: আপনি নিজের মত সোজাসুজি বলেন । এটাও সেরকম পোষ্ট ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
বিচারক ব্লগার হওয়ার সম্ভাবনা নেই; না হয়, এবারই উনি লালঘরে ফ্রি থাকার জন্য মনোনীত হয়ে যেতেন
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০
ধ্রুবক আলো বলেছেন: বিচার হবে কি হবে না সেটা কালকেই দেখা যাবে। তবে জিয়ার বিচার নিয়ে অনেক প্যাচানো হবে।
গাজী ভাই, পারলে জনতা ব্যাংকের আত্মসাৎ নিয়ে কিছু লিখুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
জনতা ব্যাক্সংকের কি হয়েছে? আমি কিছু জানি না।
রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে জাতির সম্পদের অর্ধেক লুটপাট হয়েছে; ওগলো রাখা হয়েছে লুটপাট করার জন্য মাত্র।
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
পাউডার বলেছেন:
এই খালেদাই না বলেছিল মদিনা সনদ দিয়া দেশ চালাবে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
শেরে বাংলা হলেন সবচেয়ে শ্রদ্ধেয় বাংগালী, বেগম জিয়া হলো সবচেয়ে নিকৃষ্ট বাংগালী
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয় ব্লগারগণ সমাজের একটু সচেতন শ্রেণী্। তাদেরকে উৎসাহ দেয়া সরকারের কর্তব্য পর্যায়ে পড়ে। ব্লগাররা সমাজ নির্মানে ভূমিকা রাখতে পারেন। তারা অগ্রসর মানুষ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের ভয়ে ভীত স্বয়ং বেগম জিয়া, শেখ হাসিনা ও সরকার।
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
জোকস বলেছেন: হক কতা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
নিদ্দিষ্ট অপরাধের জন্য বিচার হলেও, বিচারকেরা অভিযুক্তদের জীবনের সবদিক মিলায়ে দেখেন।
২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি আপনার মতো লোকদের কথা বলেছি। তাহলে মনে হচ্ছে আপনি আমেরিকাতে টয়লেট পরিস্কার করছেন!?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আমি নিজের বাসার টয়লেট পরিস্কার করি
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
ওয়াজেদ বিপ্লব বলেছেন: এ ধরনের কিছু হবে না।