![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বেগম জিয়া যদি এতিমখানা করতেন, ২২ বছরে কমপক্ষে ৪৪০০ জন টোকাই খেয়েপরে মানুষের মত বাঁচার সুযোগ পেতো, কিছু একটা পড়ালেখা করে, এরা সমাজে দাঁড়ানোর সুযোগ পেতো, এই সুযোগটা বিএনপি'র ৬ জন মারাঠা দখল করেছে, যাদের টাকার কোন অভাব ছিলো না; নিজেদের টাকা নয়, খয়রাতের টাকা থেকেই ৪৪০০ জন সাধারণ মানুষকে বন্চিত করা হলো; বেগম জিয়া, বা বিএনপি'র কারো কাছে এটা আজও অপরাধ বলে মনে হয়নি।
বেগম জিয়া সঠিক ইতিহাসের অংশ হলেন; এতদিন উনি ময়ুরের পেখম পরেছিলেন, আজ তা থেকে কাউয়া বেরিয়ে এলো; অনেক ব্লগার লিখেছিলেন যে, বেগম জিয়াদের শেষ পরিণতি হবেই হবে; আজ তা ঘটলো। এতে হয়তো প্রতিপক্ষের কিছুটা সুবিধা হয়েছে; কিন্তু বিচার ঠিক মতো হয়েছে, এই বিচারের দরকার ছিলো; ভবিষ্যতে বিচারের জন্য পথ খোলা রলো।
বেগম জিয়াকে বিএনপি'তে এনেছিল বিএনপি'র চোর-ডাকাতেরা, নতুন দেশের সম্পদ ও সুযোগগুলো দখল করার জন্য। জেনারেল জিয়ার মৃত্যুর পর, বিচারপতি সাত্তার পদাধিকার বলে দেশের প্রেসিডেন্ট হন; সারা বিএনপি'তে তিনি সবার চেয়ে যোগ্য লোক ছিলেন; জাতির জন্য সাত্তার বা সায়েমদের মত বিচারপতিদের কোন অবদান ছিলো না; তবে, এরা প্রাতিষ্ঠানিক লোকজন, যারা নিজে চুরিদারী করেনি কোনদিন, জাতিকে সাহায্য করার মত মনোভাব বা বুদ্ধি কোনটাই এদের কোনদিন ছিলো না; কিন্তু এরা প্রতিষ্ঠান চালানোর মতো লোক। বিচারপতি সাত্তার বিএনপি'র সভাপতি থাকলে, উহা মুসলিম লীগের মতো একটা দল থাকতো, জামাতও ইহাতে আসতো না, ফালু, আব্বাস, আমান, লালু, দুলুরা কাজ করে ভাত খেতো, সাধারণ মানুষের সম্পদ ও সুযোগ দখল করার সুযোগ পেতো না।
আজকের ক্ষমতাসীন দল বেগম জিয়াকে অনুসরণ করে চলছে, তারা মুখে শেখ সাহেবের নাম নিলেও, তারা শেখ সাহেবের নীতির বিপক্ষে কাজ করছে; ভালো যে, তাদের সময় বেগম জিয়ার সঠিক বিচার হলো; এবং সঠিক সময়ে তাদের বিচার হবে। টাকা পয়সা বিদেশে নিয়েও কেহ নিস্তার পাবে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
কোন বিচারই দ্রুত হবে না: শেখ সাহেব হত্যার বিচার হতে লেগেছে ৩৫ বছরের বেশী; বেগম জিয়ার ছোট বিচার হলো ২২ বছর পর।
জাতীয় ব্যাংকগুলোকে ব্যব হার করে ৩ লাখের বেশী বাংগালী ডাকাতি করেছে।
আওয়ামী লীগে বেগম জিয়ার সাগরেদের সংখ্যা বিএনপি থেকে বেশী; এদের বিচার হবে। সামনে বিশাল কিছু ঘটবে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: যোগ্য উত্তরসূরী -
বঙ্গবন্ধু নাকি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, 'কোথায় আজ সেই সিরাজ শিকদার? লাল ঘোড়া দাবড়িয়ে দেব ।'
আজ বরিশালের জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনা বললেন, 'কোথায় আজ সেই খালেদা জিয়া? '
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ইতিহাসে বিচারের জন্য বিখ্যাত হবেন; তবে, অপশাসনের জন্য উনার নাম উদাহরণ হবে।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১
তারেক ফাহিম বলেছেন: শেষাংশ ভালো লাগলো, এবং বাস্তবিক অনেকটাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
অনেকের বিচার হবে এক সাথে।
বিএনপি কারো বিচার করতো না; তারা বন্ধুভাবাপন্ন চুরি ডাকাতীতে বিশ্বাসী
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
শাহিন-৯৯ বলেছেন: যোগ্য উত্তরসূরী -
বঙ্গবন্ধু নাকি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, 'কোথায় আজ সেই সিরাজ শিকদার? লাল ঘোড়া দাবড়িয়ে দেব ।'
আজ বরিশালের জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনা বললেন, 'কোথায় আজ সেই খালেদা জিয়া? '
কিছু বলার নাই, শুধু রাজীব নুর ভাইয়ের কথাটা ভাল লাগল তাই কফি করলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব অনেক অনেক ভুল করেছিলেন; তার মাঝে সিরাজ শিকদারের মৃত্যুর বিচার না করা; তাতে উনার মৃত্যুর বিচার হতে সময় লেগেছে।
শেখ হাসিনা বিচারের বেলায় কম ভুল করেছেন; দেশ চালনায় শেখ হাসিনা জেনারেল জিয়াকে অনুসরণ করে চলেছেন; আর উনার দল বেগম জিয়ার অনুসারী।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
নূর আলম হিরণ বলেছেন: যাইহোক বেগম জিয়া তার কৃতকর্মের ফল পেয়েছেন! তার সাঙ্গপাঙ্গরা যে তাকে বিপদে ফেলেছে উনি বুঝতে পারলে অবসরে যাবেন!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
উনাকে সামনে রেখে বাংলার মারাঠারা বাংলাকে মগের মুল্লুক বানায়েছে; উনাকে টাকা দিয়ে খুশী রেখেছে সব সময়; বিএনপি'র চোর ডাকাতেরা বাংলার মানুষের মানবিক দিকের অবনৈ ঘটায়েছে; আব্বাস, খোকা, আমান, ফালুরা বাংলার মানুষের সামনে খারাপ উদাহরণের সৃষ্টি করেছে।
বেগম জিয়া সবচেয়ে অসুখী বাংগালী মা আজকের দিনে।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
শামচুল হক বলেছেন: হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রীর দশা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে দেশকে ভুল পথে নিয়ে গেছে জেনারেল জিয়া; উনি প্রাণ দিয়েছেন; কিন্তু অপশাসনের ভিত্তি স্হাপন করে গেছেন।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
তারেক_মাহমুদ বলেছেন: এতিমের টাকা আত্মসাৎ গুরুতর অভিযোগ, শাস্তি এমন হবে জানাই ছিল। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আবার দেশের পরিস্থিতি উত্তপ্ত হবে এটা বোঝাই যাচ্ছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বিচারের জন্য প্রসিদ্ধ; কিন্তু উনাকে নিজ দলের চোরদের থামাতে হবে; না হয়, উনার ভবিষ্যত বেগম জিয়া থেকেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
প্রািন্ত বলেছেন: ফখরুদ্দীন এর মাইনাস টু ফর্মুলার জন্য দায়ের করা মামলা একজনের সবগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হলো এবং আরেক জনের সাজা হলো এটাকে কী বলবেন চাঁদগাজী ভাই? ছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারীর মাধ্যমে মানুষে হাজার হাজার কোটি টাকা চুরি করা হলো এসবেরও কী বিচার ভবিষ্যতে দেখতে পাব?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা নিজের মামলাগুলো তুলে নিয়ে অন্যায় করেছেন, সেটা ফেরত আসার সম্ভাবনা।
শেখ হাসিনার দলের লোকজন মহা অন্যায় করে যাচ্ছেন; শেখ হাসিনাকে সেটার জন্য জবাব দিতে হবে যথাসময়ে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশে দুর্ণীতিবাজদের বিচার শুরু হওয়ার নতুন দিগন্ত খুলে গেল।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা একটা হলেও ভালো কাজ করলেন।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
আবু তালেব শেখ বলেছেন: শেখ হাসিনা নিজের মামলাগুলো তুলে নিয়ে অন্যায় করেছেন, সেটা ফেরত আসার সম্ভাবনা।।,,,,,,,,
,,,,,,আদৌ সম্ভব????
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার বিচার সেই পথ খুলেছে
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত আশাবাদী হওয়ার কিছু নেই। জামিনও পেতে পারেন। অথবা জেলে থেকেই ৩ সিটে নির্বাচিতও হতে পারেন তিনি। আর কোন ভাবে যদি সুষ্ঠ নির্বাচনে বিএনপি জিতে আসতে পারে তাহলে তো...
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি রাজনীতি শিখতে সময় লাগবে; এখনো ওদের পা গজায়নি, ওরা ম্যাডামের পায়ে ভর করে দাঁড়াতো। ফলে, সময় লাগবে।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
কানিজ রিনা বলেছেন: সাত নং মন্তব্যের উত্তর কি মন থেকে
দিয়েছেন? হাজার কোটি টাকার ব্যাংক
লুটের টাকা দিয়ে কয়টা এতিম খানা
বা টুকাই পথ শিশুদের সৎগতি হতো।
বলতে পারবেন? শেয়ার বাজার দুর্নীতি
কত কত এতিম বিধোবার দূর্গতি হয়েছে
তার হিসাব রাখা আপনার দরকার বৈকি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ও আওয়ামী লীগ একই পদার্থ নয়; শেখ হাসনার একটা মিশন ছিল, তিনি যথাসম্ভব সেটা করেছেন; বাংলাদেশের জন্য কিছু করার মত সামর্থ উনার আছে কিনা বলা মুশকিল।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯
বিলুনী বলেছেন: পাপ নাকি বাপকেও ছাড়েনা । তবে তার বয়স বিবেচনায় সাজা কিছুটা কম দেয়া হয়েছে বলে দেখা যায় ।
দৈনিক প্রথম আলোর সংবাদ ভাষ্য দেখা যেতে পারে, সেখানে সাজা কেন দেয়া হয়েছে তা তুলে ধরা হয়েছে ।
প্রথম আলো Click This Link
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
উনি বাংলার মানুষের স্বাভাবিক স্বভাবকে ধ্বংস করে দিয়েছেন, উনার আরও কঠিন সাজা হলে ভালো হতো।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: টাকা মেরে দেওয়ার পর ও ওনাদের নির্দোষ দাবি আর নেত্রীর জেল হওয়াতে মায়াকান্না দেখার মতো ছিল ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
ওটা দল নয়, এখন উহা রাখালহীন বলদের পাল
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
তত্তাবধায়ক আমলে হাসিনার বিরুদ্ধের মামলাগুলো বেশ দুর্বল ছিল।
মিগ ২৯ বিমান ক্রয় মামলা।
বিমানের প্রকৃত মুল্য বোঝা মুসকিল, কেউ বেশী দামে কিনে, অনেক রাষ্ট্র অর্ধেক দামে এমনি বিনামুল্যেও পায়। যেমন সিরিয়া।
বাংলাদেশ যে সময় জংগিবিমানগুলো কিনেছিল সেসময় ইরান ও মালয়শিয়াও কিনেছিল। তখনকার পত্রিকায় দেখেছিলাম বাংলাদেশ ও মালয়েশিয়া একি দামে কিনেছিল।
কিন্তু ইরান কত দিয়ে কিনেছে সেটা কোনভাবেই যানা যায় নি। রাশিয়া বন্ধুরাষ্ট্রের কাছে কমে বেচলে সেভাবে দুর্নীতি প্রমান হয়না।
আর দক্ষিণকোরিয়া থেকে দেশের একমাত্র ফ্রিগেট বিএনেস বংগবন্ধু কিনতে হয়তো বেশীদাম দেখিয়ে কিছুটাকা আত্নসাত হয়েছিল। এসব আদালতে প্রমান করা অনেক কঠিন।
আজম যে চৌধুরীর ৩ কোটি টাকা ঘুশ মামলা তখনি দুর্বল হয়ে গেছিল।
আজম কে আদালতে বলতে বাধ্য করা হয়েছিল যে ৩ কোটি ক্যাস ব্রিফকেসে করে সরাসরি হাসিনাকে দিয়েছে।
কিন্তু আদালতে দেখাগেল ৩ কোটি ক্যাস ৫০০ টাকার নোট নিতে ৩ সুটকেস লাগে। আজম কেন আজমের বাপেও এই টাকা একা আলগাইতে পারতো না।
আজমযে চৌ তত্তাবধায়ক আমলেই মামলা প্রত্যাহার করেছিল।
আজমযেরা কি পার্টি কে টাকা দেয় না?
অবস্যই দেয়। নইলে পার্টিগুলো চলে কেমনে?
কিন্তু সাজানো মামলা সাজাতে কোথাও না কোথাও ভুল হবেই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
এধরণের ক্রয় বিক্রয়ে কমিশন দেয়া হয়, সরকার কিনলে, কমিশনের টাকা ডিসকাউন্ট হিসেবে দেয়া হয়; সেখানে তৃতীয় বিশ্বের সবাই ঘাপলা করে।
উনার কোন মামলা তুলে নেয়া ঠিক হয়নি
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৯
শিবলী আখঞ্জী বলেছেন: অপরাধের তুলনায় শাস্তি অনেকটাই লঘু হয়েছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
উনাকে যাবজ্জীবন দেয়ার দরকার ছিলো।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৯
তপোবণ বলেছেন: আ.লীগের এবারের প্রস্থানটা কেমন হবে কে জানে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
জনতা আওয়ামী লীগের বিপক্ষে চলে যাচ্ছে ক্রমেই, শেখ হাসিনা সেটা বুঝে পদক্ষেপ নিতে না পারে, ভয়ংকর সময় আসছে আওয়ামী লীগের জন্য
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: প্রচারে শুনি প্রধান বিচারপতি সিনহা সাহেব দূর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ত্যাগী।মানুষের বিশ্বাসের মাত্রাটা খুব নিন্মমূখী।হুদাহুদি চিল্লাইয়া লাভ নাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
সিনহা সঠিক কথা বলেছিলেন, আওয়ামী লীগের ভুলের কারণে বিচারপতির সাথে তাদের কনফ্লিক্ট হয়েছে
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা বিচার হওয়া মানে অনেকগুলো বিচারের পথ খুলে যাওয়া। দলান্ধরা এটা বুঝবে না। কাদা ছোঁড়াছুঁড়ি করতেই থাকবে আর চুরিচামারিকে জায়েজ করতে চেষ্টা অব্যাহত রাখবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাকে জেলে যেতে হবে আওয়ামী লীগের লোকদের অপরাধের কারণে; ওদের বিচার উনি করলে, উনি বাঁচবেন; অন্যেরা করলে শেখ হাসিনার জন্য খবর আছে।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবারই উচিত সততাকে ধারণ করা, লালন করা, পালন করা। সততার কোন বিকল্প নেই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
বাংলার রাজনৈতিক দলগুলো ও ব্যুরোক্রেটেরা এটা কোনভাবে বুঝবে না।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১
বিদেশে কামলা খাটি বলেছেন: যে কোন দোষী ব্যক্তির বিচার হওয়া উচিত। আরো বিচার দেখতে চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার বিচার হওয়ায়, মানুষের আস্হা বেড়েছে, আরো বিচার হওয়ার দরজা খুলেছে।
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬
রক বেনন বলেছেন: গত দুই বছর যাবত যেখানে ব্যাংকগুলো তাদের তারল্য আধিক্যের কারণে সুদের হার কমিয়ে রেখেছিল, এই এক মাসে এমন কি ঘটলো যে সব ব্যাংকেই তারল্য ঘাটতি দেখা দিয়েছে? সব ব্যাঙ্কেই সুদের হার বাড়ানো হচ্ছে। কারণ টা কি? একটি প্রতিষ্ঠিত ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছিলাম প্রায় সব ব্যাঙ্কই নাকি তাদের রিজার্ভ ভেঙ্গে চলছে। সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। একটি ব্যাঙ্কের গ্রাহকেরা নিজের একাউন্ট থেকে টাকা পর্যন্ত তুলতে পারছেতাক কারণ ব্যাঙ্কের কাছে টাকা নেই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, সরকারী দলের মানুষ, ও ব্যাংকের লোকেরা টাকা তুলে নিয়ে গেছে।
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
পলাশবাবা বলেছেন: আচ্ছা টাকাটা আসলে কোথায় আছে ? কার একাউন্টে ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
ওরা প্রথমে যে ট্রাষ্টফান্ডের নামে একাউন্ট খুলেছিল, টাকাটা সেখানে নেই
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
পলাশবাবা বলেছেন: লেখক বলেছেন: "ওরা প্রথমে যে ট্রাষ্টফান্ডের নামে একাউন্ট খুলেছিল, টাকাটা সেখানে নেই"
হু এটা মনে হচ্ছে আপনার মতামত। রেফারেন্স দিলে ভাল হত। আপনাকে বিশ্বাস করা যায় না।
তবে প্রিন্ট / ইলেক্ট্রনিক মিডিয়ায় এসেছে যে ট্রাষ্টফান্ডের নামে একাউন্ট সেখানে টাকা পরে থাকেতে থাকতে ২ কোটি টাকা এখন সুদে আসলে ৬ কোটি হয়েছে। খরচ বলতে শুধু বগুড়ায় কিছু জমি কেনা হয়েছে । আসুলিয়ায় জমি কেনার জন্য বায়না করা হয়েছিল তার টাকাও ফেরত এসেছে। .।.।
এসব মিথ্যা হলে সরকার বা আদালত কেউই উচ্চবাচ্য করছে না।
মামলার রায় টা খাম্বা নিয়ে করলে ভাল হত, জনগন খেত। ইহা খাচ্ছে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
আমি সরকারের কেহ নই, বা ব্যাংকের কেহ নই, আপনি পারলে দেখুন, একাউন্টা দেখতে পারেন কিনা!
আপনি "জিয়া এতিমখানা" নেই তো এখন? তা'হলে মামলা ঠিক আছে, রায়ও ঠিক আছে; আপনি যদি এই পোষ্ট লেখার সময় "জিয়া এতিমখানায়" থেকে থাকেন, রায়ে ভুল আছে।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
পলাশবাবা বলেছেন: হু মামলার রায়, আশ্চর্যজনকভাবে দুটি ঘটনা ঘটেছে।
সরকারের দাবড়ানিতে সাবেক প্রধান বিচারপতি দায়িত্বে থাকাকানীন বিদেশে "পালিয়ে" গেছেন।
আর দুই, প্রধানমন্ত্রী আর তার মন্ত্রী সভার ভবিষ্যতবানীর সাথে খালেদা জিয়ার মামলার রায় হুবহু মিলে গেছে। একেবারে কপি পেষ্ট।
আমাদের দেশের মহামান্য বিচারপতিরা অত্যান্ত বিজ্ঞ এবং বিচক্ষন। এ বিষয়ে কোন সন্দেহ নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি কোনভাবে জড়িত হয়ে, বেগম জিয়াকে জেলে দেয়, সেটাও জাতির জন্য ভালো।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
পলাশবাবা বলেছেন: জাতির ভালো না নিজের ভালো - সেটা ভাই আপনিও জানেন আমিও জানি।
তাই না?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি জাতির ভালো বুঝেন বলে মনে হয় না।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
পলাশবাবা বলেছেন: টিপিক্যাল আওয়ামী আচরণ করিলেন।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আমি ভাবছিলাম, আমি আওয়ামী লীগারদের থেকে আলাদা, তা মনে হয় না?
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারেক, খোকা এদের ও জেলে ভরতে পারলে ভাল হত।
ব্যাংক লুটের বিচার গুলা দ্রুত করা উচিত। না জানি বাংলাদেশ সামনে আর্থিক সংকটে পড়ে!