![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ হাসিনা বাবা ও পরিবার হারানোর ক্ষোভ নিয়ে বাংলাদেশের রাজনীতি দখল করেছিলেন; বেগম জিয়া লোভের কারনে রাজনীতিতে এসেছিলেন; বেগম জিয়ার অবস্হা হয়েছে, রাশিয়ান কবি পুশকিনের 'সোনালী মাছ' কাহিনীর জেলেনীর মতো; শেখ হাসিনার শেষ হতে পারে হিন্দুদেবী দুর্গার মতো, পুজাটুজা করে শেষে পানিতে বিসর্জন!
শেখ হাসিনার মিশন শেষ হয়েছে অনেক আগেই: বাবার জল্লাদদের (নীচুস্তরের হত্যাকরীরা) ঝুলানো, রাজাকারদের বিচার, ও জামাতকে রাজনীতি থেকে দুরে রাখার মাধ্যমে। বিএনপি'কে রাজনীতি থেকে সরানোও যদি মিশনের অংশ হতো, ভালোই হতো, বিএনপি'র ম্যাঁওপ্যাঁও মারাঠারা কোনদিন রাজনীতিবিদ হবে না; কিন্তু উনি যেভাবে নিজের মিশন কার্যকরী করেছেন, তাতে বিএনপি উনাকে পরোক্ষভাবে সাহায্য করেছে; বিএনপি মরা সাপ, শেখ হাসিনা উহাকে সহজেই নিজের পায়ের নীচে রাখতে সমর্থ হয়েছেন; কিন্তু মানুষকে অজগরের ভয় দেখিয়ে শেখ হাসিনা লাভবান হয়েছেন।
বেগম জিয়াকে শেখ হাসিনা লালন পালন করে আসছে ২০০৯ সাল থেকে; না হয়, অনেক আগেই উনাকে অবসরে পাঠাতে পারতেন; শেখ হাসিনা যেভাবে দেশ চালান, বেগম জিয়া হলো দরকারী বেক্টেরিয়া; কিন্তু বেক্টেরিয়া বেশী বেড়ে গেলে শেখ হাসিনা এন্টিবাইওটিক দেন; সমস্যা হলো, এন্টিবাইওটিকে সাইড-এফেক্ট ভয়ংকরও হতে পারে।
শেখ হাসিনা কথায় কথায় বাবার আদর্শের কথা বলেন, তিনি বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন; উনার বাবার সঠিক কোন স্বপ্ন ছিলো না, শেখ সাহেব প্রতিবাদী নেতা ছিলেন। শেখ সাহেব ৬ দফা ও বাকশালের জন্য পরিচিতি পেয়েছিলেন; শেখ হাসিনা নিশ্চয় সেই ২টির একটিও অনুসরণ করছেন না। উনি অনুসরণ করছেন জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম।
বেগম জিয়া ও শেখ হাসিনা, ২ জনকেই মানুষ প্রত্যাখান করেছিলেন ২০০৭ সালে; কিন্তু আওয়ামী লীগ জেনারেল মঈনের স্বপ্ন বা দু:স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি; তাতে শেখ হাসিনা শক্তি নিয়ে ফেরত আসেন। এখন উনি যেভাবে দেশ চালাচ্ছেন, এই যুগে ইহা কাম্য নয়; ইহা বৃটিশের কলোনিয়েল সিস্টেমের কাছাকাছি; উনি দেশ চালনা শিখতে চাচ্ছেন না; তিনি এখনো মিশন-মোডে আছেন। ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও কিছু জাপানী সৈন্য ৩০/৪০ বছর ফিলিফিন মিলিফিনের জংগলে জাপানীদের হয়ে যুদ্ধেরত ছিলেন, শেখ হাসিনাও ঐসব সৈন্যের মত চোখকান বন্ধ করে মিশনে আছেন।
উনি সামু ব্লগে এলে, আমরা উনাকে বুঝাতে পারতাম যে, দেড় জেনারেশন চলে গেছে, বাংগালীরা কিছু পায়নি; উনি পেয়েছেন, বেগম জিয়া পেয়েছে, তারেক কোকো পেয়েছে, জয় পেয়েছে, বসুন্ধরা পেয়েছে, ফালু পেয়েছে, কর্ণেল ফারুক পেয়েছে; বাকীরা কিছু পাচ্ছেনা; দেশকে নরওয়ের মতো, সুইডেনের মতো চালানো সম্ভব; এবং উনার অবসর দরকার।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
হাসিনা হলো মায়াবিনীর মতো, দলের রাজনীতিবিদদের শিয়ালে পরিণত করেছে; নতুন রাজনৈতিক দলের দরকার।
২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
ঢাকার লোক বলেছেন: আপনার হিসেবে উনার মিশন শেষ, উনার হিসেবে হয়তো এখনো বাকি রয়েছে, যার যার হিসেবে ভিন্নতা থাকতেই পারে !
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
সেটাই দেখছি, উনি জাপানী সৈন্যদের মতো ফিলিপাইনের জংগলে আছেন।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
আজকের লেখাটা ভাল হয়েছে।
উনি সামু ব্লগে এলে, আমরা উনাকে বুঝাতে পারতাম যে, দেড় জেনারেশন চলে গেছে, বাংগালীরা কিছু পায়নি; উনি পেয়েছেন, বেগম জিয়া পেয়েছে, তারেক কোকো পেয়েছে, জয় পেয়েছে, বসুন্ধরা পেয়েছে, ফালু পেয়েছে, কর্ণেল ফারুক পেয়েছে; বাকীরা কিছু পাচ্ছেনা; দেশকে নরওয়ের মতো, সুইডেনের মতো চালানো সম্ভব; এবং উনার অবসর দরকার।
আমাদের অনেক ব্লগারের বুদ্ধি উনাদের চেয়ে বেশী।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
লেখা ভালো করার চেষ্টা করে চলছি, কঠিন কাজ।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের সব দলই রাজনীতি করার অযোগ্য। তাহলে দেশকে নরওয়ের, সুইডেনের মত বানাবে কে? আপনি??
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
'৭১এর জেনারেশনের ২ কোটী লোক এখনো আছেন, তাঁদের থেকে কিছু মানুষ লেগে গেলে, নতুন জেনারেশন হয়তো উৎসাহী হয়ে, সকলে মিলে কিছু করতে পারবে।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার আসল মিশন হলো- আমৃত্যু ক্ষমতায় থাকা।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
বিএনপি-জামাত উনাকে সেখানে নিয়ে গেছে; এখন বিএনপি-জামাত ক্রিমিনাল তারেককে সভাপতি করায়, উনার মিশন লম্বা হয়ে যাচ্ছে।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেখ সাহেবের বাকশালের ভাষনটা আমার ভালোলাগে। তার মত নতুন নেতার দরকার।।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাকশাল বাংগালীদের ভালো করবে দেখেই পাকী, জামত ও সিআইএ মিলে শেখকে চুরির নীচে দিয়েছিল
৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
হাফিজ বিন শামসী বলেছেন:
শেখ হাসিনা যে রাস্তায় হাঁটছেন সে রাস্তা থেকে ফিরে আসার কোন উপায় নেই। এভাবে যত দিন কাটাতে পারেন।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
সেই পথ থেকে ফেরার পথ আজকেই আছে; উনি টের পাচ্ছেন না, আপনার সাথে মিল আছে, মাথায় ডোডো।
৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রধানমন্ত্রীর অবসর দরকার? তাহলে তো নতুন নেতা লাগবে? কে হবে সেই নেতা?
আমাদের অনেক ব্লগারের বুদ্ধি উনাদের চেয়ে বেশী।
আমি ব্লগারদের নেতা বানানোর সুপারিশ করছি
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
আসলে, উনার নীতির ফলে, আওয়ামী লীগে নেতৃত্ব দেয়ার মত কেহ গড়ে উঠেনি; তারপরও, তিনি যদি পার্টি প্রধান হয়ে মতিয়া চৌধুরীকে প্রাইম মিনিষ্টার বানায়, ৫/১০ জন জার্মান ও সিংগাপুরের এডভাইজার নেয়, দেশ মোড় নেবে ২/১ বছরের মাঝে।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২
হাফিজ বিন শামসী বলেছেন:
এই যদি হয় আমাদের ভাবনা দেশের উন্নতি কে করে দিয়ে যাবে? আকাশ থেকে ফেরেস্তা এসে?
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
দেশে অনেক ভালো মানুষ আছেন; ভালো মানুষদের দলে নিলে, মারামারি করার লোক থাকে না; জামাত-শিবির ও বিএনপি'র ক্যাডারদের সাথে মারামারি করার জন্য উনি দুষ্টদের রাখেন আশেপাশে
১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২
হাফিজ বিন শামসী বলেছেন:
উনি ঠিকই টের পাচ্ছেন। তাই ফিরে আসছেন না।
মনে হয় উনার থেকে আপনার বয়সটা বেশি ভাটিতে। তাই আপনার চিন্তা শক্তি লোপ পেয়েছে।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
বলিয়ন না, আমি বোনাসে আছি; ভাবনাশক্তি বোনাসের অংশ; ভাবনাশক্তি ঠিক থাকলে চালের দাম নিয়ে ব্যস্ত থাকতাম; যাদের ভাবনা বেঠিক তারা সায়েন্স, টেকনোলোজী নিয়ে ভাবেন, যাকে বলে আকাশ কুসুম ভাবনা
১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমরাও ব্যাপারটি বুঝতে পারছি ধীরে ধীরে। আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা গোটা দেশকে বোঝাতে সক্ষম হয়েছেন, যা একজন প্রকৃত শিক্ষকের পক্ষেই কেবল করা সম্ভব।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
ধীরে ধীরে বুঝলেও চলবে, প্রশ্নফাঁস জেনারেশন ধীরেও বুঝবে না; ষহেখ হাসিনা প্রশ্নফাঁস জেনারেশনকে ভালোবাসেন।
উনি শিক্ষক কিনা বলা মুশকিল, উনার হাতে যে বড় লাঠি আছে, এটা বুঝা যায়।
১২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেখ হাসিনা একই সাথে কামড় দেন আবার একই সাথে ওঝাগিরি করেন। তবে তার ঝাড়ফুঁক পাওয়াটা সত্যিই অনেক কঠিন।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
উনার বাবা জাতিকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় পাননি; উনি সময় পেয়ে কাজে লাগাতে পারেননি; উনার মিশন পুরণ হয়েছে; জাতি সুখশান্তির মুখ দেখেনি।
১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার বিশ্লেষণ। উনার আর পাওয়ার কিছু নেই। এখন যদি শুদ্ধ গণতন্ত্র চালু করেন, ছা্ত্র রাজনীতি বন্ধ করেন, দলীয়করণ বন্ধ করেন, তাহলে দেশ বদলে যেতে বাধ্য...
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
২০০৯ সাল থেকেই উনার উচিত ছিলো জাতির জন্য কাজ করা; উনি নিজের জন্য বেশী সময় নিয়ে ফেলেছেন, কোটী কোটী মানুষ জীবন থেকে বন্চিত হয়েছেন, এগুলো বড় বড় অপরাধ; এখনো প্রায়চিত্ত করার সময় আছে; না হয়, মা দুর্গার মতো বিসর্জিত হবেন।
১৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১
আবু তালেব শেখ বলেছেন: আমাদের (জনগন) মতামত সমর্থনের কোন মূল্য নেই
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের বাহিরে, দেশে যে সাধরণ মানুষ আছে, সেটা উনার ভাবনা থেকে বাস্পীভুত হয়ে গেছে
১৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
আবু তালেব শেখ বলেছেন: আওয়ামীলীগ বাদে সবাই নাকি রাজাকার? কোন নেতা যেন বলেছিল মনে করতে পারছি না
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হচ্ছে, আওয়ামী লীগ জেনারেল জিয়ার হাতে পড়ে যেভাবে ক্ষমতাহীন হয়েগিয়েছিল, সেই ভয়ে তারা এখনো ভুতের মতো আবোল তাবোল বকতে থাকে।
১৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশ ও জাতির উন্নতির স্বার্থে (চোর- ডাকাতদের সাটাই করে) আওয়ামীলীগ নতুন করে সাজিয়ে উনার অবসরে যাওয়া প্রয়োজন। কাদের সাহেবের মতো স্বার্থান্ধ, বোকাচণ্ডীরা রাজনীতিতে থাকলে মানুষ না খেয়ে মরবে।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২৮
চাঁদগাজী বলেছেন:
ওবায়দুল কাদেরেরা ব্যবসায়ী, উনারা আসেন নিজেদের ব্যবসা বাড়াতে, উনাদের কাছে সাধারণ মানুষ একটা বাজার ও কমোডিটি
১৭| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১০
নূর-ই-হাফসা বলেছেন: ওনার এখনও হয়তো কোনও ভয়ানক মিশন বাকি আছে ।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
তারেক উনার টার্গেটের মাঝে আছে; সেটা অবশ্য দরকার আছে। কিন্তু মানুষের অবস্হা বৃটিশ আমলের মতো হয়ে গেছে
১৮| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৫
কালের সময় (২) বলেছেন: খুব ভালো বিশ্লেষণ দিছেন ।
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
উনাকে বুঝার চেষ্টা করছি
১৯| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯
মিরোরডডল বলেছেন: শেষ প্যারাগ্রাফটা খুব ভাল বলেছেন
সম্পূর্ণভাবে একমত
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
তিনি নিজেই নিজের চারিপাশে গাধার খামার খুলেছেন, তিনি হয়তো উপভোগ করছেন; কিন্তু মানুষের ফসল নষ্ট করছে গাধাগুলো
২০| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪২
টারজান০০০০৭ বলেছেন: বাংলাদেশে ক্ষমতা হইল বাঘ, যে দলই ক্ষমতায় যায়, বাঘের পিঠ হইতে নামিতে সাহস পায় না ! নামিতেই বাঘ খাইয়া ফেলে কিনা এই আশংকায় থাকে ! এরশাদ কাক্কু ভাগ্যবান !
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা, মনে হয়, সবকিছুর কন্ট্রোল নিজ হাতে রেখেছেন; উনার মাঝে কিছু দুর্বলতা আছে, এরশাদের দলের নেতৃত্ব বদলানোর দরকার ছিলো।
২১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
রাফা বলেছেন: কে আছে যোগ্যতর ? আপনাকেই দিতে বলি কি বলেন? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাওয়ায় ভাসিয়ে দেওয়া যায়না।আমরা দাত থাকতে দাতের মর্যাদা বুজিনা বলেই মরোণত্তর পুরস্কারে ভুষিত করি।
শেখ হাসিনার মুল্যায়নও হবে যখন তিনি থাকবেননা।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্যতিত, এই দেশে আরো ১৭ কোটি আছেন, ওদের কি আছে দেখেন! আপনার মতো কোটি লোক প্রতিদিন দারিদ্রতার কাছে অপমানিত হচ্ছে, আর তাডের সম্পদগুলো বসুন্ধরা, আলম ব্রাদার্সরা কেড়ে নিচ্ছে, ব্যাংক'এর থেকে বাংগালীর মুলধন নিচ্ছে, চাকুরীর সৃস্টি করছে না; উনি কিছু বলছেন না।
উনি ও বেগম জিয়া টিকে আছেন আপনাদের মত বেকুব দেশে আছেন বলেই
২২| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
নীলপরি বলেছেন: অপসন পাওয়াটা মুশকিল ! কে আর এখন স্বেচ্চায় রাজনীতিতে আসতে চা্য় ?
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতদের যেতে হবে, গরীব জাতির সম্পদ খরচ করে পড়ালেখা করেছে, দায়িত্ব না নিয়ে আর কতদিন?
২৩| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুরো বাংলাদেশেই প্রায় ৫০ বছর ধরে গণতন্ত্রের নামে চলছে নির্ভেজাল পরিবারতান্ত্রিক শাসন। কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্র।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ড: এমাজুদ্দিন, তাজুদ্দিন সাহেব গণতন্ত্র বুঝেন না, বুঝতেন না; ম্যাঁওপ্যাঁও ওয়ায়দুল কাদের বা শেখ হাসিনা মরে গেলেও বুঝার সম্ভাবনা নেই।
২৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শেখ হাসিনা মন্দের ভালো। উনি না থাকলে অবস্থা আরও বেগতিক হবে। বিকল্প আপাতত দেখা যাচ্ছে না।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
বিকল্প হলো, "সার্বজনীন সরকার" গঠন; জামাত, বিএনপি ও জাপাকে বাদ দিয়ে, সব স্তরের শিক্ষিত মানুষ নিয়ে, ৫ বছরের একটি সরকার গঠন করা।
২৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভয়ানক সব আলোচনা! আমাদের প্রধানমন্ত্রী ব্লগে আসলে আর আপনি বাংলাদেশে থাকলে ঘটনা জমে উঠতো!!
আপনার সাহসী পোস্টের জন্য ধন্যবাদ। কিন্তু কোন সংবাদই প্রধানমন্ত্রীর কানে যায় না মনে হয়।।
১৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১০
চাঁদগাজী বলেছেন:
এমনিতেই উনি এক কানে কম শোনেন
২৬| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে আমি মনে করি বড় বড় নেতা পাতি নেতাদের ব্লগে আসা উচিত। এতে করে তাদের বুদ্ধির চর্চা হবে। কারণ কারা চামচামি শুনে শুনে পাথর হয়ে যাচ্ছে। তাদের মানুষ হওয়া দরকার।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
এখন যারা রাজনীতি আছে, তারা কিছু শিখতে পারবে বলে মনে হয় না, এগুলো ডোডো।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাসিনার জায়গায় কে আসলে ভাল হবে?