নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে অবসরে, শান্তিতে থাকতে দিবে না বিএনপি

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭



বেগম জিয়ার বয়স ৭৩ বছর, উনার অবসরের দরকার আছে, নাকি নেই? বেশীরভাগ বাংগালীরা ৬০ বছরে অবসরে চলে যান, বেগম জিয়া ১৩ বছর বেশী কাজ করে, জাতিকে উন্নতির শিখরে নিয়ে গেছেন; জাতি তাঁকে কি অবসরে যেতে দেবে না? আমার মনে হয়, কমপক্ষে বিএনপি-জামাত উনাকে অবসরে যেতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না। উনি ৫ বছরের জন্য জেলে গেছেন, উহা আসলে উনার জন্য জেল নয়, উনার জন্য অবসর। নেপোলিয়নকে যখন জেলে দেয়া হয়েছিল, উনাকে সাহায্য করার জন্য বাটলার পাটলার দেয়া হয়নি; বেগম জিয়াকে কমপক্ষে একজন ফাতেমা দেয়া হয়েছে।

লালঘরে উনার অবসর জীবন আরো আনন্দময় হতো, যদি উনার পার্টির ২/৪ জন রাজনীতিবিদ ওখানে থাকতো; কথা ছিল, বিএনপি নেতারা উনার সাথে জেলে চলে যাবেন, এখন দেখা যাচ্ছে, একমাত্র ফাতেমাই কথা রেখেছে; ফাতেমাই আসল নেতা, সেই বেগম সাহেবাকে এখন সাহায্য করছে; আশাকরি, বেগম জিয়া এখন থেকে ফাতেমাদের অবদান ও আমান উল্লা আমানদের অবদানকে বুঝতে পারবেন।

বিএনপি-জামাতের কারণে বেগম জিয়ার শাস্তি ৫ বছর থেকে বেড়ে ১০ বছরে চলে যাবে; উনারা যা বলছেন, এতে বেগম জিয়ার প্রতিপক্ষরা খুশী হওয়ার কারণ নেই; ফলে, তারা ব্যবস্হা নেবে, তাতে বেগম জিয়ার জন্য খারাপ ছাড়া ভালো হবে না।

লন্ডন হলো এখন বিএনপি'র রাজধানী; বেগম জিয়ার জন্য, তারা ওখান থেকে এক আইনবিদ নিয়েছে; বিশ্বে বৃটিশ আইনবিদদের নাম আছে, ইনার নাম লর্ড আলেকজান্ডার চার্লস কারলাইল; নামের সামনে 'লর্ড'ও আছে, বুঝতে পারছেন, ইহা মওদুদ আহমেদ নন। তবে, লর্ড সাহেব এখনো বাংলাদেশের বিচারকদের সামনে আসার সুযোগ পাননি; যদি একবার ঢাকার কোন আদালতে উনি আসেন, ১ম দিনই নিজের নাম লিখতে 'লর্ড'এর যায়গায় 'ডল' লিখবেন, সন্দেহ নেই; তারপর উনি এমিরাটের নিকটবর্তী ফ্লাইট ধরবেন।

বিএনপি-জামাত কিন্তু বেকুবী কাজ করেছে, এই আইনবিদ ভয়েও ঢাকায় আসবে না, উহা যুদ্ধাপরাধীদের পক্ষে আগে কাজ করেছিল; ঢাকায় এলে উহা নিজেই ফেঁসে যেতে পারে।

কাজের মাঝে কাজ হবে, বেগম জিয়ার শাস্তি বেড়ে যাবে, ও আরো ২/১টা মামলায় উনাকে গ্রেফতার দেখানো হবে।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুড়োদের রাজনীতি নিষিদ্ধ করা দরকার। দেশে তরুন নেতৃত্ব তৈরী হচ্ছে না।

বেগম জিয়ার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। এমনিতেই তার অবসর দরকার।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


৩৫ বছর বিএনপি'র সভাপতি, ৩ বার প্রাইম মিনিষ্টার ( সাথে আরও ২/৩টি মিনিষ্ট্রি), ২ বার বিরোধীদলের নেত্রী; ৭৩ বছর বয়স, আর কত? বিএনপি-জামাত ভেবেছে, উনি সুপার-ওমেন!

২| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জিজ্ঞাসাঃ
১। ব্লগে জেনারেল/ওয়াচ অর্থ কী?
২। ব্লগের কপিরাইট নিয়ম কি খুব কড়া?
৩। একদিনে কয়টি পোস্ট করা যায়?

আমার একটু কাজ পড়েছে। বাইরে যাব। রাত নয়টার দিকে ফিরব। তখন আলোচনা হবে।

আপনার সুস্বাস্থ্য কামনা করি।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


১। শুরুতে ওয়াচে রাখলে অসুবিধা নেই, একদিন "সেইফ" ব্লগার ষ্টেটাস দেয়া হবে; সেইফ থেকে 'জেনারেল" বানালে অনেক সমস্যা; তখ নিয়ম ভাংলে ব্যান করা হয়।

২। মিডিয়ার কপিরাইট নিয়মগুলো ব্লগেও প্রয়োজ্য; অন্যের লেখা বিনা অনুমতিতে প্রকাশ করা যাবে না।
৩। একাধিক পোষ্টে অসুবিধা নেই; তবে, একই সময়ে, সামনের পেইজে েন একাধিক পোষ্ট না থাকে।

৩| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেগম জিয়ার আশেপাশে 'ডল'দের বিচরণ। ওখানে ' লর্ড'রা তেমন সুবিধে করতে পারবে না।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ ক্যাডারেরা যখন আইনবিদ হয়, তারা ফেরেশতা'কেও ভয় পায় না।

৪| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ঢাবিয়ান বলেছেন: আপনার বক্তব্যর সাথে একমত হতেপারলাম না। সরকার যে ইচ্ছেকৃতভাবে খালেদা জিয়ার জামিন স্থগিত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারন বয়স ও শারিরিক বিবেচনায় খালেদা জিয়ার জামিন না হওয়ার কোন কারন নাই। দেখা যাক ব্রিটিশ আইনজীবি কি করে। ব্রিটিশ আইনজীবিকতো আর রাজনৈতিকভাবে ঘায়েল করা সম্ভব না। তাকে আইনগতভাবেই মোকাবেলা করতে হবে আদালতকে।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যেসব কাজ করেছেন, শেখ হাসিনা উনার জন্য সুইজারল্যান্ডের ভেকেশান প্যাকেজ কিনে দেয়ার কথা নয়। আইন হলো সুনাগরিকের অধিকার রক্ষার জন্য, জর্জমিয়াদের প্রসবকারীদের জন্য নয়।

৫| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ঢাবিয়ান বলেছেন: দুই পরিবার কে কত ধোয়া তুলসি পাতা তা গোটা দেশই জানে। খালেদা জিয়ার কেস সরকারি হেস্তক্ষেপ বিনা আদালতকেই নির্ধারন করতে দিন। বিএনপিতো এই কারনেই ব্রিটিশ আইনজীবি নিয়োগ দিয়েছে।আইনের মাধ্যমেই নিস্পত্তি হোক এই কেসের।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



সমস্যাটা আমার হাতে নয়; যার বাবাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আইনগতভাবে হত্যা করা হয়ে হয়েছে, উনি সরকার চালাচ্ছেন।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে সময় মত সরে যাওয়ার দরকার ছিলো; শেখ হাসিনা দেখেছিলেন যে, আইন করেই শেখ হত্যার বিচার বন্ধ করা হয়েছিল; এখন সেই আইনের সব লাগাম উনার হাতে। বেগম জিয়া ২০১৫ সালের পর, অকারণে বিএনপি চালাচ্ছেন।

৬| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

আল ইফরান বলেছেন: বিএনপি খুজে ফিরে এমনই এক লর্ডকে নিযুক্ত করেছে যাকে আম্লীগ সরকার এই দেশের আসার ভিসাও দিবে না। তবে লবিস্ট হিসেবে নিয়োগ দিলে ভিন্ন কথা।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'তে গাধা ব্যতিত অন্যদের নিতেন না বেগম জিয়া; এখন গাধার গান শুনুক লালঘরে বসে। উনি শেখ হাসিনাকে এখনো বুঝতে ভুল করছেন।

৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

শাহিন বিন রফিক বলেছেন: বিএনপি, আওয়ামলীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ বাংলাদেশের দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে কত জনের বয়স ৬০ বছরের নিচে
নিচে আছে বলতে পারবেন? আমরা যারা বাঙ্গালী তাদের আক্কেল হতে ৫০ বছর লাগে তাই আমাদের দেশে ৭০-৮০ বছর বয়স হলেও রাজনীতি করতে খুব সমস্যা হয় না।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



বয়স রাজনীতির জন্য ভালো, বয়সের সাথে সাথে প্রজ্ঞা বাড়ে; কিন্তু বেগম জিয়া ও শেখ হাসিনা তো রাজনীতিবিদ নন; বেগম জিয়া ছিলেন মিলিটারী অফিসারের স্ত্রী, সাজুগুজু করে ক্যান্টনমেন্টে পার্টি করতেন; আর শেখ হাসিনাকে শেখ সাহেব রাজনীতি থেকে মাইনাস করেছিলেন।

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:

বেগম জিয়ার পার্টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে নিচের সাইনবোর্ডের মালিকানা অর্জিত হয়েছে!

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



খুবই কষ্টের কথা। ওদেরকে অনুরোধ করেন আপনাকে আরেকটা চান্স দিতে।

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:
কেমনে করুম, ওরা যে হাতমুখ গুছিয়ে আছে! ;)

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


নীচের ইমেিলগুলোতে অনুরোধ করেন, আইন টাইন নিয়ে কথা বলবেন না; অনুরোধ করেন আপনাকে আরেকটা চান্স দিতে।

[email protected]

[email protected]

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এশিয়া মহাদেশের কোনো প্রধান মন্ত্রী অবসর নিয়েছেন বলে আমার জানা নেই। সেই অর্থে উনি মরার আগে অবসর নিবে এটা ভাবা আমাদের জন্য অমুলক।
আপনার অধিকাংশ পোস্ট - ই আমার ভালো লাগে।
শুভেচ্ছা জানবেন নিরন্তর।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


২০০৭ সালে জাতি উনাদের ২ জনকেই সরাতে চেয়েছিল; কিন্তু সেটা ঘটেনি; কমপক্ষে একজন যদি এখন অবসরে যায়, অন্যজনের উপর ফোকাস করতে পারবে।

এখন ২ জনের হয়ে জাতিে ২ ভাগে বিভক্ত হয়ে, শ্রমিক মৌমাছির মতো খাটছে, সুখশান্তি নেই।

১১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: মাঝে মাঝে ভাবি
বেগম জিয়া রাজনীতি না করলে কেমন হতো?
শেখ হাসিনা উচ্চ শিক্ষিত হয়ে Harvard এর প্রফেসর?
এরশাদ সাহেব গলফ খেলতে গিয়ে পা পিছলে মরেছেন?
মুজিব হত্যার সঠিক বিচার হয়েছে?
বাংলাদেশের সবাই শিক্ষার আলো পেয়েছে, সুশাসনের দেশে তাই পরিক্ষিত ভদ্রলোকেরাই রাজনীতি করে?
ভাবছি একটা গল্প লিখবো, কেমন হবে?

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশকে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা মিলে, গল্পের দেশ লিলিপুটে পরিণত করেছে; এই দেশ নিয়ে অনেক উপন্যাস লেখা সম্ভব।

১২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

nurul4amin বলেছেন: আপনি যতই লোক দেখান না কেন নিরপেক্ষ থাকার, প্রমান থেকেই যায় যে আপনি কোন এক পক্ষের পা চাটা দালাল।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি বেগম জিয়ার বেলায় নিরপেক্ষ নই; আমি আসলে উনার কমপক্ষে ১০ বছর জেল চাই, ও এখানেই উনার পতন চাই। আপনি নিরপেক্ষ থাকুন, উনি বিনা শাস্তিতে মুক্তি পাক, এতিমদের সব টাকা বেগম জিয়ার লোকেরা খাক, আর আপনি নিরপেক্ষ থাকেন।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াকে আমার ইচ্ছানুসারে জেলে দেয়া হয়নি, এবং বেগম জিয়ার জেলে যাওয়া আপনি ঠেকাতে পারেননি; আমাদের ২ জনের মাঝে এটুকু মিল আছে কমপক্ষে।

১৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৩:৫৫

অক্পটে বলেছেন: কার সমালোচনা করছেন যাকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন তাকে নিয়ে সমালোচনা? উনি জেলে আছেন তাও আপনার পরানে শান্তি নেই ডর হলো এতে জনগণ প্রভাবিত হবে। জনগণে কি আসে যায় আপনাদের! ভোট চুরি করেইত পাস করতে হয়। হাজার কোটি টাকা লোপাট হবার দেশের প্রভাবিত আদালত দু কোটি টাকার মামলায় খালেদাকে জেল দিয়েছে। আপনারা ছলনা আর চাতুর্য্যের সমস্ত সীমা অতিক্রম করেছেন তারপরও আপনার মনে হলো খালেদা জিয়ার কমপক্ষে ১০ বছর জেল চাই! মাফ চাইতে হবে জাতির কাছে! কি পরিমাণ অন্ধ হলে এই কথা বলা যায়। দূর্ণীতির ষোল কলা পূর্ণ করে ইচ্ছাকে চরিতার্থ করার মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে এই নির্বাচনের বছরে। এর অর্থও কি জনগণ বুঝেনা? এমন অন্ধ ও বধিরের দেশ আছে দ্বিতীয়টি? এদেশে এখন স্বৈরাচারী শাসন চলছে। কিছু কিছু জায়গায় গণতন্ত্রের লেবাসটা শুধু পড়িয়ে রাখা আছে। আপনার মানসিকতা শতভাগ খোকলা এবং স্বৈরাচারি উম্মাদনায় মত্ত। দেশকে লুট ও পাচারের ভাগাড় বানিয়ে ছেড়েছে আ.লীগ আর সেই লুটেরারা যখন অন্যকে উপদেশ দেয় তখন অবাকতো একটু হতেই হবে। এখানে আপনার মধ্যে হাসান মসুদের কোন পার্থক্য খুঁজে পাওয়া গেলনা! এই জন্য একটু দুঃবোধ আছে।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, আপনার চাকুরীর জন্য রাজনীতিতে আসেননি; উনি এসেছিলেন ১৯৭৫ সালের হত্যাকান্ডের বিচার করতে; সেটাই এখনো চলছে।

আমি বিচার করছি না, বিচারে বাধা দিচ্ছি না, যা ঘটছে, যা ঘটতে পারে, সেটা নিয়ে আপাপ করছি। আপনার জন্যও সব সুযোগ থাকছে, হাজার কোটীর বিচার চান গিয়ে, আমি বাধা দিচ্ছি না।

১৪| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক খানা নিয়ম করা দরকার।

১। এমপি হতে হলে প্রথম শ্রেণীতে স্নাতক পাস করতে হবে।
২। ২ বারের বেশী কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
৩। ২ বারের বেশী কেউ মন্ত্রী হতে পারবেন না।
৪। ২ বারের বেশী কেউ রাষ্ট্রপতির হতে পারবেন না। ( হামিদ সাহেব তার কোটা পূরণ করে ফেলেছেন। তার আর চান্স নাই এই নিয়মে।)।
৫। ২ বারের বেশী কেউ দলের সভাপতি/সাধারণ সম্পাদক হতে পারবেন না।

পদাধিকারবলে এই নিয়ম সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন সর্বত্র প্রযোজ্য হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
ইনডেমনিটি অর্ডিন্যান্সঃ কোন আদালতে এই আদেশের বিরুদ্ধে কোন আপিল করা যাবে্ না। করলে খবর থাকবে।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



কামাল সাহেব যাহা লিখে গেছেন, সেটা কোন কাজের নয়; এখন বসে বসে কিসব বক্তব্য রাখেন কামাল সাহেব, যা উনি নিজেও বুঝেন না।

১৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৯

nurul4amin বলেছেন: আমাদের ২ জনের মাঝে সবচাইতে বড় অমিল হলো আমি সকল দুর্নীতিবাজদের বিচার চাই আর আপনি চান নির্দিষ্ট কিছু লোকের।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি বিচার চান, বিচারটা কি আপনি করছেন, নাকি শেখ হাসিনা করছে? বেগম জিয়া ক্ষমতায় থাকলে, কখনো শেখ হাসিনার বিচার করতো না।

১৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩০

নতুন বিচারক বলেছেন: সুন্দর উপস্থাপন।আগামীতে আওয়াঃ থেকে আপনাকে মন্ত্রীত্ব পদ দেয়া হবে।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে আপনি ভালোভাবেই জানেন।

১৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি এক কথায় বলুন তো- আপনি কোন দল করেন?

পিসিতে সমস্যা, নেট লাইনেও সমস্যা।
এজন্য আমার মন ভালো নেই।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি কোন দলে নেই, আমি কোন দলকে সাপোর্ট করিনা; আমি ব্লগারদের সাথে আছি, এটুকুই।

আমি শেখ হাসিনার বিচারের ভুমিকাকে পছন্দ করছি

১৮| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি রাজনীতি তেমন বুঝি না।
তাও বলি,অবসর???
এই যে,অবসরের কথা বললেন।তো অবসর এ গেলে কে আসবে?
নতুন কেউ?মনে করেন আমিই তাদের জায়গা দখল করতে চাচ্ছি।আমি দুইটা জিনিশ দেখবো
১/টাকা
২/গুলি।

সম্ভবত এজন্যই নতুন মুখ রাজনীতি তে দেখছি নাহ।

অফটপিক:অনেকদিন পর ব্লগে।আপনার লেখা গতানুগতিক ভাবেই পেলাম।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া, শেখ হাসিনারা পুরুষ সিংহের মতো, নতুন নেতা গড়ে উঠতে দেয় না।

তবে, বেগম জিয়া চলে যাওয়ার পর, একজন দুষ্ট মুর্খ কমবে।

১৯| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই? নতুন পোস্ট চাই

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট আসবে, দেখি কোন ঘটনা মনের উপর দাগ কাটে!

২০| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খালেদার মুক্তির জন্য আপনাকে নিয়োগ দিলে কেমন হয়?

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



উনি যদি কোনভাবে সামু পড়ে, আমার সাথে যোগাযোগ করতেন, উনার জেল কোনদিনও হতো না।

২১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বিদেশে কামলা খাটি বলেছেন: উনি দরিদ্র মানুষদেরকে দেশে কোন কাজের ব্যবস্থা করেননি। বিদেশে কামলা দিতে পাঠিয়েছেন। এটা কোন সম্মান জনক কাজ নয়। আপনি প্রধানমন্ত্রী হয়ে যদি বিদেশে গিয়ে দেখেন আপনার নাগরিকরা কামলা দিচ্ছে তা কি আপনার ভাল লাগবে? আমরা কামলা। তবে দেশে কাজ করতে চাই।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া, শেখ হাসিনা, জে: জিয়া, এরশাদ এগুলোর কোন মান-সন্মানবোধ নেই; এরা অমানুষ, এদেরকে বাংগালী ভাবাই অন্যায়, এরা জাতিকে না পড়ায়ে, বিদেশে অদক্ষ শ্রমিক বা ক্রীতদাস হিসেবে বিক্রয় করে, নিজেরা ভালো থেকেছে।

২২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়? আপনি কি আজকে লিখবেন না? না লিখলে ঘুমাবো।

আমার দুটি পোস্ট এখন আলোচিত অংশে!! কিন্তু আমি সেফ কিনা বিঝতে পারছি না। সেফ,ওয়াচ,জেনারেল,ব্লক কোথাও কোন নির্দেশক চিহ্ন নেই।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি সেইফ, না হয় লেখা সামনের পাতায় আসতো না।

আজকে একটু এদিক সেদিক যেতে হচ্ছে, পোষ্ট লেখা সম্ভব হয়নি।

২৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

আবু তালেব শেখ বলেছেন: আপনার নিরপেক্ষতার তকমাটা খর্ব হয় যখন ধারাবাহিক ভাবে খালেদা বিএনপির বিরুদ্ধে লেখেন।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



এটা জাতিই চেয়েছিলেন একদিন; কিন্তু জাতির ক্ষমতা নেই বেগম জিয়া, কিংবা শেখ হাসিনাকে সরানোর; জাতির খুশী হওয়া উচিত যে, কমপক্ষে সিম্বোলিক্যালী একটা কাজ হয়েছে!

২৪| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

টারজান০০০০৭ বলেছেন: আপনি দেখি খালেদা জিয়ার প্রেমে পড়িয়া গিয়াছেন !!! :D

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



জাতির কাঁধ থেকে আরব্য উপন্যাসের এক দৈত্যকে অপসারণ করা হয়েছে; উনার নাম নিলে জাতিকে অপমানিত করা হয়।

২৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

মিরোরডডল বলেছেন: আমি মন্তব্য নম্বর 14 সঙ্গে একমত
কিছু নিয়ম থাকা উচিত
সবাইকে সুযোগ দিতে হবে
আমাদের দেশে একবার কেউ ক্ষমতা পেলে ছাড়তে চান না

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



আসলে, ১৯৭৫ সালের হত্যাকান্ড সবকিছু উলটপালট করে দিয়েছে।

২৬| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?

খবর পেয়েছেন?
মুক্তি বেটি কাকন বিবি মারা গিয়েছে:((গত বুধবারে)

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমি পড়েছি, একটা পোষ্ট দেবো

২৭| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দিন, দিন আজকেই দিন।

আমি ভাবলাম নুর মোহাম্মাদ নুরু ভাই হয়তো দিবেন। কিন্তু তিনি তো দিলেন না।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আজকে আমার পক্ষে সম্ভব হবে না; আপনি চেষ্টা করতে পারেন।

নুর মোহাম্মাদ নুরু'র লেখায় সমস্যা আছে, মেকানিক্যাল টাইপের, পড়তে ভালো লাগে না

২৮| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ কাজ করে পেটের জন্য। আয়ের জন্য। যাদের এই সমস্যা সমাধান হয়ে গেছে, বেশী বয়স হয়ে গেছে তাদের তো অবসর জীবন যাপন করা উচিত।

২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া জাতিকে কিছু না দিয়ে, নিজে নিয়েছেন অনেক বেশী, ও উনার পরিবারকে দিয়েছেন অনেক বেশী; উনি লোভের কারণে অবসরে যাননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.