![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
প্রশ্নফাঁস জেনারেশন কমপক্ষে একটি আন্দোলনে নেমেছিল, এটাই বড় কথা; কি নিয়ে আন্দোলন করছে, ফলাফল কি, সেটা পরের ব্যাপার! কেহ মরেনি, এটা আরো ভালো কথা। শেখ হাসিনা কোটা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সামনে ভোট, থালাবাটি কিছু একটা ধরায়ে দেবেন; কিংবা কমপক্ষে 'প্রশ্নফাঁসে বাধা না দিয়ে' সবাইকে খুশী রাখবেন।
ঘরে ডিম কম থাকলে, এবং বাচ্চা বেশী থাকলে, বুদ্ধিমান চাষী ডিমকে কেটেকুটে ৭ ভাগ করে না, তারা বেশী বেশী মুরগী পালন করেন; এটাই বুদ্ধমানের কাজ। ডিম কম থাকলে, ছেলেমেয়েরা মারামারি লাগবে, মেয়েরা কোনদিনও ডিম পাবে না; তারা মায়ের জাতি, চুপ করে থাকবে।
আসলে আন্দোলনটা হওয়ার দরকার ছিলো, "সবার জন্য চাকুরী সৃষ্টির" জন্য; ফাঁসকরা প্রশ্নে নিশ্চয় এই ধরণের কিছু ছিলো না; বাংগালীরা চাইতে ভুল চায়, খাইতে ভুল খায়, আন্দোলন করলে ভুল বিষয় নিয়ে আন্দোলন করে।
কোটা পদ্ধতি হলো থালাবাসন ধরায়ে দেয়ার পদ্ধতি; ৪৭ বছর আগে যা করা হয়েছিল, উহা কিবরিয়া, সাইফুর হয়ে মুহিত অবধি এসে গেছে; ৪৭ বছরে অনেক কিছু হলো: ফালু, তারক, কোকো, কর্নেল ফারুক, ড: মহিউদ্দিন আলমগীর, বেগম জিয়ারা কোটা কোটা করে মরেনি, যা পেয়েছে ঘরে নিয়ে গেছে; যারা নকল মকল করে, পাশ করে চাকুরী খুঁজেছে, তাদেরকে থালাবাসন ধরায়ে দিয়েছে।
প্রশ্নফাঁস জেনারেশন কথায় কথায় বলেন, "উই হেইট পিলিটিক্স"; আন্দোলন পলিটিক্সের অংশ; মাথায় পলিটিক্স থাকলে কুমীরের মত ঠকতে হবে না বারবার; পলিটিক্স না জানলে, কি চেয়ে কি পাবেন, সেটাও বুঝতে পারবেন না।
আন্দোলন প্রমাণ করেছে যে, শেখ হাসিনা চাকুরী সৃষ্টির জন্য কিছু করছেন না, উহার মিনিষ্টারেরা অদক্ষ; সময় হয়েছে জাতির জন্য সঠিক পদক্ষেপ নেয়ার। এ্তদিন বিএনপি বিএনপি করে সময় কাটায়েছেন, এখন বিএনপি নেই, কাজে মন দেয়ার সময় হয়েছে। প্রশ্নফাঁসেরা ভুল আন্দোলন করলেও, উহা মানুষের চোখে পড়েছে, খড়ের গামলায় সারাদিন ঘুমালে সমস্যা হবে।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার পছন্দ হয়েছে?
আপনি তো কিছু লিখছেন না; লিখুন; দেখছেন ছাত্ররা লেগে গেছে!
২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
ঢাবিয়ান বলেছেন: ্সংকটের সময় কিছু মানুষের মুখোশ উন্মোচন হয়। এই ব্লগের এক পীর সাহেবের মুখোশ উন্মোচিত হয়েছে।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
সেটা আবার কোন পীর? উনাকে আমার সাগরেদ হওয়ার দরকার ছিলো! আমি ব্লগে আসার আগে লেজ লুকায়ে রাখি।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
কাওসার চৌধুরী বলেছেন: রাজনীতিতেও কোটা ব্যবস্থা চালু করা হোক। শতকরা ৩০% মন্ত্রী/এমপি মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, নাতিপুতি দিয়ে পূরণ করা হোক। এভাবে ৩০% সচিব, ৩০% বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ভিসি আর ৩০% রাষ্ট্রদূত করা হোক। এটা এখন সময়ের দাবী। আর আগামী ৩০ বছরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাধ্যতামূলক ভাবে মুক্তিযোদ্ধা কোটা থেকে বানানো হোক। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
.....................................আপনারা কী একমত?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
আমাদের সম্পদ আছে, মানুষ আছে, চাকুরী সৃষ্টি করা হোক; থালাবাসন ধরায়ে দেয়ার দিনের অবসান হোক।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কোটা বন্ধ করতে গিয়ে মেধাবীরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধাচরণ করছে মাত্র! সমস্যা নেই আমরা শিক্ষিত সুশীল মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমাদের বিবেকে আঘাত লাগে না!! আমাদের বিবেক শিক্ষিত মেধাবী বলে কথা। ভিসির বাসভবনে হামলা ভাঙচুর মেধাবী ছাড়া এত গভীর চিন্তাভাবনা করা সম্ভব ছিল না!!
এখনো দেশের কোটি কোটি টাকা চাকরি করে বিদেশীরা নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে! আমরা মুক্তিযোদ্ধা সন্তানেরা না হয় মেধাশূন্যই ছিলাম, কিন্তু মেধাবীরা কেন সেই সুযোগ দিচ্ছে বিদেশীদের ? সেখানে তো কোনপ্রকার কোটা নেই!!
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের 'মেধাবী'রা হচ্ছেন, ব্যুরোক্রেটরা, এটা একটা ভয়ংকর ডাকাতের দল।
আজকে যারা আন্দোলন করছে, কালকে সরকারী চাকুরী পাবের পর চুরি শুরু করবে।
শেখ হাসিনা চাইলে ১ বছরে সবার জন্য চাকুরী বের করতে পারবেন।
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: হিসাব করলে দেখা যায় দেশের মাত্র.......... ০.১১% ভাগ (শুণ্য দশমিক এগার) !!! ......... (মোট জনসংখ্যার ১% এর নয়ভাগের এক ভাগ...........!!!! সত্যি বিষ্ময়কর) মানুষের জন্য সরকারি চাকরিতে ৩০% কোটা সংরক্ষিত!!!!!
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
এত অংকের দরকার কেন? জাতির সম্পদ আছে? জাতি খায়, পরে, চড়ে, ঘুমায়, মরে? এসব সার্ভিসে ১০ কোটী শ্রমিকের দরকার। চাকুরী সৃষ্টি করা কঠিন নয়; কঠিন হলো মতিয়া, মেনন, ওবায়দুল কাদের, ইনুদের জন্য, এরা মধুর কেন্টিনের পিএইচডি; চাকুরীতে গেলে, এরা নিজের পরিবার চালনার মত আয়ও করতে পারতো না।
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রশ্ন ফাঁসের জন্য জেনারেশন দায়ী নয়, দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর আন্দোলনের জন্য জেনারেশন দায়ী নয়, দায়ী কর্তৃপক্ষ।
তবে যেটাই বলি না কেন, কোটা ব্যবস্থার একটা গ্রহণযোগ্য সমাধান খুবদ্রুত হওয়া উচিত।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যখন বলেছেন, কিছু একটা করবেন, সামনে ভোট।
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোটা দেওয়া ও সংস্কার এই দুই রাজনীতি চাষারাও বুঝে যাবে কি বা কিসের জন্য এইসব। আপনার পোস্ট ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকারে যারা আছে, এরা ছাত্র রাজনীতিবিদ, আমাদের দেশটা ছাত্র দেশ
৮| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
ভীতু সিংহ বলেছেন: আজকে যারা আন্দোলন করছে, কালকে সরকারী চাকুরী পাবে, পরশুদিন থেকে ধুমায়ে চুরি শুরু করবে। এটাই বাস্তবতা। কিন্তু বাস্তব সত্য অনেকের কাছে খুব তিতা লাগে। দেশের এই দূরঅবস্থায় গুম, খুন, নারী নির্যাতন, ব্যাঙ্কের টাকা পাচার এগুলো বাদ দিয়ে শুধু নিজেদের জন্য আরাম আয়েশের সরকারি চাকরি পাবার আন্দোলনকে নির্দিষ্ট একটা গোষ্ঠীর আন্দোলন বলা যায় এটাকে কখনোই গন আন্দোলন বলা যায় না।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
গণ আন্দোলন একদিন করতে হবে, মুহিতেরা শিয়াল, জাতিকে কুমীর বানায়ে রেখেছে
৯| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
পদাতিক চৌধুরি বলেছেন:
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
এটাই প্রশ্নফাঁস জেনারেশনের আসল অবস্হা
১০| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্তত শুরুটা তো হলো। অচিরেই কিছু ব্যবসা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। আশা করা যায় যৌক্তিক সমাধান হবে। তবে এই আমলে হয়তো নয়...
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
দরকার সবার জন্য চাকুরী সৃষ্টি করা; তখন শিয়াল কুমীরের ভাগাভাগির দরকার হবে না; ওদের মাথায় মগজ নেই
১১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
কাছের-মানুষ বলেছেন: এর একটা যৌক্তিক সমাধান দরকার। দেখা যাক সরকার মানুষের মনে কথা বুঝেছে কিনা ! এখন মেনে না নিলেও এক সময় না একসময় সংস্কার হবে মনে হচ্ছে !
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
কোটা কোন সমাধান নয়, ইহা অদক্ষদের মাথা-মুন্ড ও অকেজো মগজের কর্মকান্ড; সমাধান হলো সবার জন্য চাকুরী
১২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
কাছের-মানুষ বলেছেন:
সবার জন্য চাকরি এটা আরেকটা ইস্যু । কোটা কোন ফাইনাল সমাধান না, তবে এটা বৈষম্য কমাবে।
সর্বাঙ্গে ব্যাথা, ঐষুধ দিব কোথা, সব সমাধান আসতে আসতে হবে , আগেই এটার সমাধান হোক।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, সামনে ভোট, শেখ হাসিনা হয়তো হাড্ডি-হুড্ডি কিছু একটা ধরায়ে দেবেন।
১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ৫ নং মন্তব্য দেখে বিস্মিত হইনি, কারণ এমনটি মনে করাই স্বাভাবিক কারো কারো কাছে।
তবে, আমার লজ্জা লাগে যখন ভাবি সেই ১% জনগোষ্ঠীর জন্যই জন্মেছিল বাংলাদেশ!! বাকি ৯৯% সেই সময় কি কাজে ব্যস্ত ছিল?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
সঠিক, মুক্তিযুদ্ধ করার জন্য ১০০০ পাওয়া গেছে ৮ জন; এখন চাকুরীর জন্য থালাবাসন নিয়ে শতে ১০০ জন উপস্হিত।
১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কোটা নিয়ে খোটা খুটি
কী যে এক কান্ড!!
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
আমি জীবনে শুনিনি যে, শেখ হাসিনা ১ দিন বলেছেন, "আমি মানুষের জন্য চাকুরী সৃষ্টি করবো"।
১৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুক্তিযোদ্ধা কোটা ৩০% বাদে বাকি ২৬% কিন্তু খুবই দরকার, এটা অস্বীকার করবেন কিভাবে!!
যে দেশের মেধাবীরা ভিসির বাসা ভাঙচুর করে সেই দেশের মানুষ যে অনেকটা সুবিধা বঞ্চিত হবে এটাই স্বাভাবিক। কারণ তারা ভুল পথে ভুল মানুষ দ্বারা পরিচালিত হয়/হচ্ছে।
আমাদের দুর্নীতি বন্ধ করার দিকে নজর দেয়া দরকার, আমাদের বেকারত্ব কমানোর দাবীতে সোচ্চার হওয়া দরকার, আমাদের কর্মসংস্থান দরকার।
কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধাচরণ করা, টিটকারি করা কোন মেধার পরিচয় দেয় না ভাই।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
আমার হিসেব মতো, মানুষের ও জাতির যে পরিমান সম্পদ, পড়ালেখা ও দক্ষতা আছে, শেখ হাসিনার যে পরিমাণ ক্ষমতা আছে ১ বছরের মাঝে সবার জন্য কাজ বের করা সম্ভব।
তিনি দুনিয়ার দুষ্টমুষ্টদের যোগাড় করেছেন দেশ চালনার জন্য; উনার ভয়, দুষ্টরা না থাকলে বিএনপি দেশ দখল করবে! বিএনপি ভয়ে কাগজের বাঘের মত গোঁ গোঁ করছে।
১৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
পদ্মপুকুর বলেছেন: নাঈম, একটু জিরিয়ে নেন, দেশি কাগজী লেবু দিয়ে ঠাণ্ডা শরবত খান একটু।
১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২২
চাঁদগাজী বলেছেন:
নাঈম কিছুটা হতাশ
১৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
চুলবুল পান্ডে বলেছেন: বাল পোসট , আরেক নয়োন কোটারির দালালি
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন পর, কেমন আছেন!
আমি যা ভাবি সেটা তুলে ধরি; যেদিকে যাবে যাক, যে ব্যথা পায় পাক।
১৮| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
রাফা বলেছেন: ঘ্রেট,ভালো লিখেছেন।আন্দোলন বা প্রতিবাদ হওয়া উচিত ছিলো নতুন নতুন কর্মসংস্থান করা।ভন্ডামির নামে বলছে কোটা,কোটা এবং খোটা।
ধন্যবাদ,চাঁদগাজী।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার লোকদের পতন হয়েছে, শেখ হাসিনার হাতে সময় আছে, মানুষের জন্য চাকুরী স্বষ্টি করলে জাতী দাঁড়ায়ে যাবে।
১৯| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রশ্নফাস হতে হবে, প্রশ্নফাস চলতে হবে, প্রশ্নফাস বন্ধকারীদের কালো হাত গুরিয়ে দাও ভেঙ্গে দাও । জ্বী আন্দোলন আসলেই পশ্নফাসের বেশী দিন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছিলো এই ছাত্র ছাত্রী কিছু পারে না, বই পড়ে চলে আসে টুকলিফাই করার জন্য - মনে আছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ফেইল করে ও আন্দোরন করেছিলো এই ছাত্র ছাত্রীরা ই ।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, একটা কিছু নিয়ে লেগেছে; হয়তো এখান থেকে যাত্রার শুরু; বেগম জিয়ার পর, শেখ হাসিনার পালা
২০| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের এই অবস্থা দেখলে খুব কষ্ট লাগে।
১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সালে, শুরুতেই সব ভুল ছিলো; আসলে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব একটা পরিবার চলাানোর মতোও দক্ষ ছিলেন না; এটাকে চালাতে পারতেন মুক্তিযোদ্ধারা, উনারা সকল কিছুতে কষ্ট করতে পারতেন।
এখন সমাধান সোজা: চাকুরী সৃষ্টি করা; সম্পদ আছে, মানুষ আছে, জীবনযাত্রার মান সস্তা; সবাই কাজ করলে সম্পদের পাহাড় গড়া সম্ভব। মুহিত ইত্যাদিরা অদক্ষ; সিলেটের বেশীরভাগ মানুষই অদক্ষ
২১| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনি যে একজন আশাবাদী মানুষ তা কি জানেন? আশাবাদী মানুষদের আমার খুব ভালো লাগে। আপনি এই দেশটাকে অনেক ভালোবাসেন । আপনার লেখা ও মন্তব্য গুলো পড়লেই বুঝা যায়।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
আমি নিজের জাতিকে ভালোবাসি।
২২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
আসলেই?
এই তরুবরা একদিন আমাদের ভার নেবে।
২৩| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯
হাফিজ বিন শামসী বলেছেন: প্রশ্ন ফাঁসের জন্য জেনারেশনকে দায়ী করা মোটেই কাম্য নয়। এ জন্য যারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায় এবং যারা যে কোন প্রকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারাই দায়ী।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক।
তবে, ছাত্রদের এতটুকু মরাল থাকার দরকার আছে যে, কেহ ফাঁসকরা প্রশ্নপত্র দিলে সেটা না নেয়া, ও ওর বিরুদ্ধে নালিশ করা।
২৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
হাফিজ বিন শামসী বলেছেন:
ফাঁসকৃত প্রশ্ন সবাই পায় না বা খোজেও না। ফাঁসের দায় সবার ওপর চাপিয়ে দেয়া অন্যায়। তাছাড়া একজন ছাত্র কি লেখা পড়া ছেড়ে গোয়েন্দাগিরি করবে?
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
ছাত্ররা কোটার কারণে ভুগছে, ওদের সিনিয়র ছাত্ররা দেশ চালাচ্ছে। প্রতিবাদ ঠিক আছে।
মুল সমস্যা হলো, সরকারের লোকেরা, যারা একদিন ছাত্র ছিলো, তারা অদক্ষ।
ছাত্রদের উচিত ছইল মুল সমস্যা বুঝা, "চাকুরী ষৃষ্টির দরকার"
২৫| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আগামী জেনারেশন সুন্দর হবে। তারা হবে ভালো মানুষ। সব দিক বিবেচনায়।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
সেটা সবার আশা, আমাদের সন্তানেরা আমাদের থেকে বেশী সুযোগ পাচ্ছে।
২৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: আপনি তো ঘোড়া ডিংগিয়ে ঘাস খাওয়ার চিন্তা করছেন ? চাকুরি সৃষ্টি আন্দোলন !! হাসালেন মশাই ।আর প্রশ্নফাঁস জেনারেশ বলছেন সেটার দায়ভার ছাত্রছাত্রদীর উপর বর্তায় না ,বর্তায় প্রশাসন ও ম্যানেজমেন্টের উপর ।কোন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাস হলে উন্নত দেশে শিক্ষামন্ত্রী সাথে সাথে পদত্যাগ করে ,আর আমাদের দেশে মন্ত্রীসাহেব বলেন প্রশ্ন তো ফাঁস হয়নি ,এমনকি প্রধানমন্ত্রী ও একই কথা বলেন ।নায্য অধিকার আদায়ে যখন শান্তিপূর্ন আন্দোলনে বুলেট ,টিয়ারশেল ছোঁড়া হয়েছিল তখন কোথায় ছিলেন মশাই ।আপনাদের মত পাচাটা ভীতুদের জন্যই দেশটা স্বেরশাসকে পরিনত হচ্ছে । কিছু একটা মনে হল আর লিখে দিলেই ব্লগার হওয়া যায়না ।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগার হোন, আমি অপব্লগার!
শিক্ষামন্ত্রী অদক্ষ হওয়ায় প্রশ্নফাঁস হচ্ছে, ছাত্রদের মরাল না থাকায় তারা সেটা কিনছে।
২৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোটা প্রথার আমি এক জন ভুক্তভোগী। প্রধানমন্ত্রী যদি ২০০০ সালে এই ঘোষণাটি দিতেন তাহলে আমি কি যে খুশী হতাম। তবে আজকের ঘোষণায়ও আমি খুশী। মেধার জয় হোক। কোটা প্রথা নিপাত যাক!
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
এখন সরকার ও জনতা মিলে যেই পরিমাণ ক্যশ আছে, মানুষের যে পরিমাণ দক্ষতা হয়েছে, সবার জন্য চাকুরী বের করতে ১ বছর সময় লাগার কথা
২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১২
কানিজ রিনা বলেছেন: প্রশ্ন ফাঁস পরীক্ষা দেওয়া ছাত্ররা আসলেও কি
ঢাকা ভার্সিটিতে পড়ে? যেসব ছাত্র আজ
সারাদিন রাস্তায় ছিল তারাতো লীগ ছাত্র
হওয়ার কথা তাইনা? কারন তারা প্রশ্নফাঁসে
পাস করেছে কি বলেন? তবুও একটু আসার
আলো দেখলাম। ছাত্ররা নেমেছে ক্যাডারলীগও
অস্ত্র হাতে জব্দ করতে পুলিশও সাথে ছিল
আহারে তবুও কি যেন মেনে নেওয়া হোল।
কোটার চাকুরী? চাকুরী কই কোথায় সোনার
হরিণ।
আজ শিক্ষামন্ত্রালয়ে বসে ছিলাম নয়টা থেকে
এগারটা মেয়েটা পিএইসডির এপ্লাই সাক্সেস
পরীক্ষা দিল। বেড় হয়ে ইউনাটেড হসপিটালে
আসতেই অবরোধে পড়লাম রোগী দেখে বেড়
হতে সন্ধা। রাস্তায় তখনও ছাত্ররা। চুপচাপ
নিরব জনগন রাস্তায় হেটে গন্তব্যে যাচ্ছে।
পরিস্থি দেখে বুঝলাম বেশ শক্ত আন্দোলন।
আপনার কথার ম্যারপ্যাচ প্রশ্নপত্র ফাঁস হওয়া
পাস করা ছাত্ররা আন্দোলন করে কি পেল।
ঘোড়ার ডিম পাক আর রাজহাঁসের ডিম পাক
তবুও পেয়েছে। হয়ত ঘোড়ার ডিম তবুও আশা
থাক ওদের জয় হোক ওরা ছাত্ররা। ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি অনেকদিন থেকে ব্লগে আমাকে জানেন। আমি "কোটা" ইত্যাদিতে বিশ্বাস করি না; ১৯৭২ সালে, সবার চাকুরী হয়ে যেতো, যদি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব দক্ষতার সাথে দেশ চালাতেন।
ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে এই ব্লগে কি লিখেন? ছাত্রলীগ যে জাতির শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করছে, এই ব্লগে কে লিখে?
নাহিদ সাহেব যে, টেকনোলোজীর সাহায্যে ২/৩ দিনের মাঝে প্রশ্নফাঁস বন্দ্ধ করতে পারেন, এই ব্লগে কে লিখে?
ছাত্ররা পড়ালেখা না করে, প্রশ্নফাঁসের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, এই ব্লগে কে লিখে?
আপনার মেয়ের সফলতার কথা শুনে ভালো লাগলো; ভালো থাকবেন।
এই প্রতিবাদের ফলে, শেখ হাসিনা আসলেই যদি নড়ে চড়ে উঠেন, জাতির জন্য ভালো হবে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: গুড পোস্ট।