![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কিম জং উন এককভাবে ঘোষণা করেছে যে, সে সকল নিউক্লিয়ার প্রজেক্টগুলো বন্ধ করে দেবে, সব ধরণের মিসাইল পরীক্ষা বন্ধ করে দেবে। সারা বিশ্ব হতবাক! কিন্তু দু:খের বিষয়, বিষয়টিকে আমেরিকার সরকার কিছুটা সন্দেহের চোখে দেখছে; এবং কিমকে অভিনন্দন না জানিয়ে, দেশের মিলিটারীকে সতর্ক থাকার জন্য বলেছে!
আগামী জুন মাসে, কিম ও ট্রাম্পের মাঝে মিটিং হবে; এখনো তারিখ ও স্হান ঠিক করা হয়নি। এই মিটিং'এর প্রস্তাবও কিম থেকে এসেছিল, দ: কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সাথে মিটিং করার সময়, কিম এই প্রস্তাবটি করে। ট্রাম্প পেন্টাগণ ও কংগ্রেসের সাথে আলোচনা না করেই টেলিফোনে প্রস্তাবটি গ্রহন করে; এতে কংগ্রেস ও পেন্টাগণ অখুশী ছিলো।
এবারের শীতকালীন অলিম্পিকের সময় ২ কোরিয়ার সম্পর্কের উন্নতি হয়; অলিম্পিকে ২ কোরিয়ার খেলোয়াড়রা ১ টিম হিসেবে উদ্বোধনীতে অংশ নেয়; অলিম্পিকে কিমের বোন আসে; উদ্বোধনী অনুষ্ঠানে কিমের বোন আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাম পাশে পেছনে বসেছিল; আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কিমের বোনকে হ্যালো বলেনি; এই যুগে, এই রকম বেকুব আমেরিকান খুঁজে পাওয়া অসম্ভব।
উত্তর কোরিয়া অবশ্যই অস্বাভাবিক পরিস্হিতির মাঝ দিয়ে যাচ্ছে; তাদের এটমিক বোমা ও মিসাইল ব্যতিত অন্য সবকিছুরই অভাব। এই সমস্যার সমাধান হওয়ার দরকার; ২ কোরিয়া পাশাপাশি থাকলে, বা ২ কোরিয়া এক হয়ে গেলে বিশ্বের সবার জন্য ভালো হবে।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি না লিখাতে আমাকে লিখতে হলো! আপনি লিখলে, বাংলাদেশের ইউনিভার্সিটি ও কলেজের ছেলেমেয়েরা বাহিরের ছেলেমেয়েদের সম্পর্কে অনেক কিছু জানতে পারতেন। আপনার লেখা উচিত।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিম নাকি পাগলাটে একরোখা স্বভাবের!
আমি বিদেশী হালচাল জানিনা, ইন্টারেস্টিংও নই।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
তার বাবাও বেশ সমস্যাপুর্ণ মানুষ ছিলো; সে যে আসলে কি, বুঝা মুশকিল! তবে বিশ্বের জন্য বিস্ময়।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২
স্বপ্ন কুহক বলেছেন: একজন মানুষ না হেসে কি করে থাকতে পারে এটাই বিস্ময়কর লাগে ।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
সে যথাসম্ভব শক্তিশালী মিলিটারী ট্রেনিং নিয়েছে; তবে, সে ভালো কিছু করতে যাচ্ছে।
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৮
স্বপ্ন কুহক বলেছেন: নির্দয় মানুষকে বিশ্বাস করতে নেই ।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১১
চাঁদগাজী বলেছেন:
উত্তর কোরিয়ানরা ভয়ানক অমানবীয় পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে গত ৬৭ বছর; ইহার অবসান হওয়ার দরকার।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা দুই কোরিয়া যদি সত্যই মিলে যাই , তাহলে সেটা পূর্ব এশিয়ার পক্ষে মঙ্গল,মঙ্গল আমাদের ক্ষেত্রেও।তবে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে ইউনাইটেড কোরিয়ার উপর দাদাগিরি কার থাকবে রাশিয়া ও তার বন্ধু রাষ্ট্রের নাকি আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্রের।তবে যাইহোক ৫২ ইঞ্চি বুকের ছাতি দেখিয়ে দিয়েছেন,কিম জং।
শুভেচ্ছা রইল।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমেরিকা, চীন, জাপান ও রাশিয়া কেই চাহে না যে, ২ কোরিয়া এক হয়ে যাক।
কোরিয়ানরা আমেরিকাকে বেশী পছন্দ করবে।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪০
সৈয়দ তাজুল বলেছেন: দুই কোরিয়ার মিলন বিশ্বকে আনন্দিত করেছিল।
যদি সম্রাজ্যবাদরা মানব বিধ্বংসী এ সকল পারমানবিক/ননপারমানবিক সকল অস্ত্র তৈরি থেকে দূরে চলে আসে, তাহলে আশা করা যায় মানব হত্যা কমবে।
দেখার বিষয়, কিম জং আমেরিকানদের মত মিথ্যা বলে নাকি সালমানের মত আমেরিকার মুরশিদি মেনে নিয়ে মুরিদিত্ব গ্রহণ করে।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
উত্তর কোরিয়ার অর্ধেক মানুষ সায়েন্স ও টেকনোলোজীতে খুবই অগ্রসর; সালমানের তেল আছে, মাথা নেই।
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৯
Sujon Mahmud বলেছেন:
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
কিমকে অভিনন্দন জানিয়ে দেন; কিমের মিসাইল থেকে বেঁচে যাচ্ছেন!
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৪
sif afrin বলেছেন: কোরিয়ানরা এক হলে বিশ্ব শাসিত হবে একদিন তাদের হাতে।
কোরিয়ান শাসিত বিশ্ব হবে ব্যতিক্রমী,যা স্বার্থবানন আমেরিকার মত হবেনা।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, কোরিয়ানরা বিশ্বকে সাহায্য করতে সক্ষম হবে।
৯| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিম জং উনের শুভবোধের উদয় হোক।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
আপাতত:, অনেক পজেটিভ মনোভাব দেখা যাচ্ছে; আশাকরি, ভালোর দিকে যাচ্ছে।
১০| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০১
বলেছেন: কিম গিরগিটি মার্কা পাবলিক। আমি তার কোন সিদ্ধান্তেই কেনো খুশি হতে পারি না
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
সে কোরিয়া ও জাপানের জন্য ভয়ংকর হুমকি, একই সাথে বিশ্বের জন্য। বর্তমান সমস্যার সমাধান না হলে, রাশিয়া ও চীন কিমকে ব্যবহার করে, বিশ্বে অশান্তি পরিবেশ বজায় রাখবে।
১১| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬
রোকনুজ্জামান খান বলেছেন: মাথা মোটা কিমের বুদ্ধিও মোটা
চিকন বুদ্ধির ফেরে হতাসায়
ভুগবে একদিন ।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
সে যদি ২ কোরিয়কে এক করে দেয়, কোরিয়ানরা তাকে মনে রাখবে।
১২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
হাসান রাজু বলেছেন: অনেকেই দেখি বলছেন, কিম অমানবিক, নির্দয়, হত্যাকারী ইত্যাদি ইত্যাদি ।
কিন্তু, মিসাইল ছোড়া (তা ও পরীক্ষামূলক) ছাড়া কোন অন্যায় চোখে পরে নাই । বরং দুনিয়া জুড়ে আমেরিকার প্রত্যক্ষ পরোক্ষ তাণ্ডব প্রতিদিন দেখা যায় ।
এটাই মনেহয়, মিডিয়ার প্রভাব । যে দেশের কোন সংবাদই বহির্বিশ্ব পায় না তার এক (কাল্পনিক) বর্বর চিত্র ঠিকই উপস্থাপন করে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করছে সে দেশের মানুষ অমানবিক জীবন যাপন করছে । আর অন্য দিকে বিশ্বকে বিশ্বাস করাচ্ছে, চোখের সামনে বর্বরতা চালিয়ে যাওয়া আমেরিকা মানবাধিকারের ফেরিওয়ালা । কিন্তু মানুষ ঠিকই জানে উত্তর কোরিয়ার উপর অমানবিকভাবে বাণিজ্যিক/অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে কয়েক যুগ ধরে । যেখানে আমাদের মত দেশে কয়েকমাস এমন নিষেধাজ্ঞা চললে পুরো দেশ তছনছ হয়ে যেত । বিশ্ব মাতব্বরদের এই নিষেধাজ্ঞা আমাদের কাছে অমানবিক ঠেকে না !!!
যেদেশ যেভাবে চলে চলতে দিতে হবে । দেশের মানুষ ঠিক করবে তাদের রাষ্ট্রনীতি কি হবে । উত্তর কোরিয়ার রাষ্ট্রনীতি যদি অমানবিক হয় এর দায় সেদেশের জনগণের। তারাই একসময় এর বিরদ্ধে গিয়ে লড়াই করবে । বাহিরের কেউ এসে সেটা ঠিক করে দিতে পারবে না । ইরাক, লিবিয়া এর প্রমাণ ।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
চীন, রাশিয়া, জাপান ও আমেরিকার কারণে উত্তর কোরিয়া অনেক ভুগেছে; কিন্তু সেখানকার মানুষ সায়েন্স ও টেকনোলোজীতে অনেক সামনে।
২ কোরিয়া এক হলে বিশ্বের জন্য ভালো হবে, একটা সমস্যার সমাধান হবে।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুই কোরিয়া এক হয়ে যাক। দুই জার্মানী এক হয়ে গেছে। তবে দুই পাকিস্তানকে এক করার কোন সুযোগ আগেও ছিল না । এখনো নেই। কারণ পাকিস্তান রাষ্ট্রের ধারণাটাই ছিল বেকুবীতে ভরা।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান হয়তো আরো ভাংবে; সেনা বাহিনী ভয়ংকর অত্যাচার চালাচ্ছে বেলুচিস্তানে
১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫
শাহ আজিজ বলেছেন: নর্থ কোরিয়া হবে আমেরিকার পরবর্তী প্রডাকশন হাউস । তেমনি দক্ষিন কোরিয়া পাবে একই সুবিধা। মেঝ কিম মারা গেলে একমাত্র হুন্দাই কোম্পানির মালিকদের অনুমতি দেওয়া হয়েছিলো শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার। ছোট কিম জাতে মাতাল তালে ঠিক ।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, কিম সবকিছু ভেবেচিন্তে করছে, সে নিজের শক্তি দেখায়ে নেগোচিয়েশন করবে।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: লক্ষ্য করে দেখেছেন কিম এর সাথে আমার চেহারার কিছু মিল আছে।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ছদ্মবেশ নেয়ার দরকার আছে, ঢাকায় সিআইএ ও এফবিআই'র লোক আছে।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ যুগে একজন হিটলারের দরকার পাওয়ার ব্যালেন্সের জন্য। কিমকে আমি পছন্দ করি। ট্রাম্পের ভিত কাঁপানোর সাহস ও শক্তি কিম ছাড়া আর কেউ দেখাতে পারছে না।
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
যদি এবার শত্রুতা কমে যায়, কিমের জয় হবে!
আমেরিকা কিমের ভয়ে নেই, ভয়ে আছে দ: কোরিয়া ও জাপান।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: কোরিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খুবই সন্দেহজনক
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
কোরিয়া যুদ্ধের পর, আমেরিকার সাহায্য দ: কোরিয়া দাঁড়ায়ে গেছে; এখন ২ কোরিয়া এক হোক আমেরিকার সরকার চাহেনি এতদিন; ট্রাম্পের কথা বলা মুশকিল, সে চাইতেও পারে।
১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরোপুরি বন্ধ না সাময়িক বন্ধ রাখার কথা বলা হয়েছে খবরে?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
নতুন কার্যক্রম বন্ধ করেছে; আনবিক চুল্লী বন্ধ করতে সময় লাগে; ট্রাম্পের সাথে মিটিং'এর পরে সব পরিস্কার হবে।
১৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
বিষাদ সময় বলেছেন: আগামী জুন মাসে, কিম ও ট্রাম্পের মাঝে মিটিং হবে;
দুই পাগলে হবে মেলা নয় এদেশে?
২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
এটা কোরিয়া ও জাপানের জন্য খুবই বড় ধরণের সংবদ।
২০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমেরিকার ভুল আর অন্যায় কারো চোখে পড়বে না। কারণ, উনারা মোড়ল। বেচারা কিম। শুভকামনা কিম এবং দুই কোরিয়ার জন্য, যদি সত্যিই তাই ঘটে।
২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান কংগ্রেস ও প্যান্টাগণ ২ কোরিয়ার একত্রিকরণ পছন্দ করবে না; কিন্ত ট্রাম্প পছন্দ করতে পারে।
২১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
পাকাচুল বলেছেন: জার্মানীর মত দুই কোরিয়াও হয়ত একসময় মার্জ করবে।
২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, সেইদিকে এগুচ্ছে।
২২| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩০
জাহিদ অনিক বলেছেন:
সেক্ষেত্রে আমাদের কি করা উচিত ?
২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের তেমন করার কিছু নেই; তবে, দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করা, যেকোন মুল্যে কিমের সাথে আপোস করে, ২ কোরিয়াকে এক কোরিয়া করার ব্যাপারে।
২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৩
পাকাচুল বলেছেন: তবে অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে, চীন চায় না দুই কোরিয়া এক হোক। দক্ষিণ কোরিয়ার উপর চীনের প্রভাব নাই। যা কিছু আছে উত্তর কোরিয়ার উপর। দেশ হিসাবে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া অনেক বেশি ভালো অবস্থানে আছে। দুই কোরিয়া মার্জ হলে উত্ত চীনের সেই খবরদারী কমে যাবে অনেকাংশে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
চীন, রাশিয়া, জাপান, আমেরিকা কেহ চাহে না যে, ২ কোরিয়া এক হোক। চীন ও রাশিয়াই কিমকে আমেরিকার বিপক্ষে কথা বলাচ্ছে। ২ কোরিয়া এক হলে, ওরা জাপানের বাজার দখল করবে অনেক যায়গায়। কোরিয়ানরা চীনাদের নীচু জাতি হিসেবে গণ্য করে।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ব্যাপার। উত্তর কোরিয়া যুদ্ধংদেহী রাষ্ট্র আকস্মিক ভদ্র হয়ে গেলে সন্দেহ করাটা স্বাভাবিক ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: এক মিনিটে পোস্ট লিখে ফেলেছেন