নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে নিজ বাড়ীতে, উনার চিকিৎসকের অধীনে রাখা উচিত

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫



বেগম জিয়াকে জেলে আটকায়ে রেখে যদি শেখ হাসিনা বিএনপি'র শক্তি বুঝার চেষ্টা করে থাকেন, তিনি ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছেন: বিএনপি শক্তি, কিংবা আইনের সাহায্য নিয়েও বেগম জিয়া'কে মুক্ত করতে পারবে না। আবার, অন্যদিক থেকে ভাবলে, হয়তো বের হয়ে আসবে যে, মওদুদেরা আসলে চাচ্ছে যে, বেগম জিয়া জেলেই থাকুক, তাতে বিএনপি ভোট পেয়ে, এক লাফে সরকার গঠন করে ফেলবে! আসলে, কোনটাই সঠিক হচ্ছে না; সঠিক হবে, উনাকে উনার বাড়ীতে থাকতে দেয়া; এতে উনার নিজস্ব চিকিৎসকও উনাকে দেখতে পারবে; এটা হবে মানবিক!

বেগম জিয়ার বয়স, পায়ের সমস্যা, ও পালিয়ে যাবার সম্ভাবনা না থাকাতে, উনাকে নিজের বাড়ীতে 'জেলে' রাখা সম্ভব; এতে, বেগম জিয়ার সমর্থকদের দু:খ কমে আসবে, বেগম জিয়ার অসুস্হতা আপনা-আপনিই কমে যাবে। সরকার হয়তো ভয় পাচ্ছে যে, এতে বেগম জিয়ার বাড়ীর আশেপাশে মিটিং মিছিল হতে পারে, শেষে যদি বিপ্লব হয়ে যায়; সেই ভার বিএনপি'কে নিতে হবে, যাতে বিএনপি বা তাদের লোকজন উনার বাড়ীর আশেপাশে মিটিং মিছিল না করে; সাধারণ মানুষ আজকাল মিটিং মিছিলের আশেপাশে নেই। বেগম জিয়ার জন্য বিপ্লব হবে না; নেতারাও বুঝে গেছেন, বেগম জিয়া ওদের কতটুকু বিশ্বাস করেন।

বিএনপি'র তেমন কোন রাজনৈতিক এজেন্ডা নেই, একমাত্র এজেন্ডা বেগম জিয়ার অসুস্হতা; আজকাল উনার মুক্তি নিয়েও তেমন কথা বলছে না। বিএনপি'র নেতারা আসলে বেগম জিয়া ব্যতিত কোনভাবেই নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না; আবার, বেগম জিয়া নেতাদের অবিশ্বাস করে, নির্বাসনে-থাকা নিজের ছেলেকে সভাপতি করায়, নেতারা অবিশ্বাস ও নেতৃত্বের ভয়ংকর ডাইলেমায় ভুগছে; সবকিছু এক জায়গায় এসে থেমেছে, "বেগম জিয়ার অসুস্হতা"।

একমাত্র সমস্যা হবে, বেগম জিয়াকে নিজ বাড়ীতে রাখতে গিয়ে যেই পরিমাণ সরকারী লোককে ও পুলিশকে আশেপাশে আনতে হবে, তাতে আশেপাশের লোকদের শান্তি নষ্ট হবে; তাদের সাথে সরকার কথা বলে দেখতে পারে, তারা যদি প্রতিবেশী বেগম জিয়ার জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন, বেগম জিয়া নিজ বাড়ীতে ফিরে আসতে পারেন।

উনার প্রতিবেশীদের যদি বেশী সমস্যা হয়, উনাকে উনার অফিসে নিয়ে আসা যায়; সেটা উনি পছন্দ করবেন, মনে হয়; ২০১৫ সালে তিনি সেখানে ৩ মাস ছিলেন।

অফিসে হলে, রিজভী সাহেবের কষ্টও কমে যাবে; উনি বেগম জিয়ার সাথে প্রতিদিন কথা বলার সুযোগ পাবেন, পেপারে যা লিখতে হয় লিখবেন; রিজভীরও বয়স হচ্ছে, জেল অফিস করার বয়স আর নেই। রিজভী ও ফখরুল সাহেবকে নিয়মিত ওখানে যাওয়া আসা করতে দিলে, অবস্হা অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।

মন্তব্য ৭৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

তারেক_মাহমুদ বলেছেন: বেজি(বেগম জিয়া) ম্যাডামকে নিয়ে আপনার চিন্তার শেষ নেই।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


মির্জা ফখরুল প্রতিদিন কিছু না কিছু বলছেন; উনারা আবার বাঘ এলো, বাঘ এলো রাখালের মতো; শেষে বেগম জিয়া যদি আসলে অসুস্হ হয়ে পড়েন, কেহ জানবেও না

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

সনেট কবি বলেছেন: যথাযথ কথা বলেছেন।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


হাজার হলেও, ৩ বারের প্রাইম মিনিষ্টার, জাতির ইতিহাসের অংশ

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

রোকনুজ্জামান খান বলেছেন: বাংলাদেশ এতটা সভ্য জাতিতে এখনো
পরিণত হয়ে সারেনি..।
এতে আরও বিকারগ্রস্থতা বারবে....,.....

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



এখন শেখ হাসিনা এক্সপেরিমেন্ট করার মত পজিশনে আছে, দেখতে পারে বিএনপি কি কি করার ক্ষমতা রাখে!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

এখওয়ানআখী বলেছেন: গাজী ভাই কথাটা খারাপ বলেননি। তবে আপনার লেখার মধ্যে মানবিকতার চেয়ে ব্যঙ্গটা প্রবল!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


এদের জন্য আমাদের আর করার কি আছে? এরা জাতিকে কি করেছে? ৪ জিয়া মিলে জাতিকে দুষ্ট জাতিতে পরিণত করেছে।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(


"দেশে হাজারো সমস্যা। অনিয়ম, সামাজিক সমস্যা। আর আপনার প্রতিদিন একই কাসুন্দি/কুমিরের ছাও(বাচ্চা) দেখান। এই দুই পরিবারের বাইরে আপনি কিছু চিন্তা করতে পারেন না?????"X(X(



আপনার রাজাকার ও তাদের বর্তমান প্রজন্ম সংক্রান্ত চিন্তাধারায়(কালকের লেখা ও সব প্রতিমন্তব্য অনুযায়ী) সমস্যা আছে। ওসব আবেগী কথা বলে টক'/মিষ্টি শো করা যায়। দেশ গঠন করা যায় না।।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


হাজার সমস্যার জন্ম দিয়েছে জিয়াদের তথাকথিত বিপ্লব ( জিয়াদের মতে ১৯৭৫ সালের হত্যাকান্ড নাকি বিপ্লব )! বেগম জিয়ার জেল জাতির জন্য নতুন করে সমস্যা নিয়ে আসতে পারে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওনার চিকিৎসক কি স্বর্গ থেকে এসেছেন?

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


উনার চিকিৎসক মারা গেলে তো ব্লগারেরা জানার কথা; উনার চিকিৎসক নিয়ে কি আপনি "ফুলেল শুভেচ্ছার" পোষ্ট দিয়েছিলেন?

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার চোখের অবস্থাতো ১২টা বেজে যাবার সংকেত দিচ্ছে !
বাদুর যদি দিনে বের হয় তাহলে রশিকে সাপ মনে করে!!
আপনার রাতে বের হওয়াই উত্তম হবে।
শিরোনামে লিখছেন
বেগম জিয়াকে নিজ বাড়ীতে, উনার চিকিসকের অধীনে রাখা উচিত!!
চিকিসক জিনিসটা কি? হয়তো চিকিৎসকের কথা বলতে চেয়েছেন, তবে ওই যা
বললাম যাদের কারবার রাতে তারা দিনে বের হলেই সমস্যা করেন।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আসলে চোখের ১৩টা বেজে বসে আছে। ঠিক করে দিচ্ছি।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: বাংলাদেশ ভালো নেই!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


শুরুটাই ছিলো (১৯৭২ সাল) ভয়ংকর ভুলের মধ্য দিয়ে; এরপর জিয়া উহাকে ভুল পথে নিয়ে গেছে।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


হাজার হোক, ৭৩ বছরের মহিলা

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

ঢাবিয়ান বলেছেন: আপনি এই ব্লগটাকে গনজাগরন মঞ্চ বানিয়ে ফেলেছেন।লীগের দালাদের নাচন কুদন দেখা ছাড়া আর কিছু দেখার বা পড়ার নাই আপনার ব্লগে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং বুঝতে ও শিখতে কিছুটা সময় লাগে সবার; আপনার একটু বেশী লাগবে, মনে হয়।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৃত্যুপরোয়ানা জারি হয়েছে,
জেগেছে জনতা, শুনতে
চায়না আর পেচাদের অমঙ্গল বানী।
নর্দন-কুর্দন করে চিরতরে নিঃশেষ করে
দেওয়ার প্রত্যয়ে একে একে জমায়েত হচ্ছে।
সাথীরা তোমার কই !!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


টাই খোলেন, চে'গুয়েভারার ক্যাপ পরেন!

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

শাহাদাত নিরব বলেছেন: পরম শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই যতটা লেখা জিয়াউর রহমান বা খালেদা জিয়া এবং তারেক রহমান কে নিয়ে লিখেছেন ততটা লেখা যদি আল্লাহর হুকুম আহকাম নিয়ে লিখতেন আমার মনেহয় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেতো ।
(এটা শুধুই আমার মন্তব্য মাত্রও)

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ'কে ছোট করার চেষ্টা করিয়েন না; আল্লাহের হয়ে কাউকে ব্লগিং করতে হবে না, তিনি কোরান দিয়ে দিয়েছেন, সব বলে দিয়েছেন। আপনার জন্য বেহেশতে একটা রুম হয়তো আছে, আপনি চাইলে পেতে পারেন।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: বেগম জিয়াকে (বেজি) সরকার বিশ্রামে পাঠিয়েছেন। অইখানেও সে ভালোই আছে। নিরিবিলি পার্টির কোনো লোক ডিস্টার্ব করতে পারবে না। বাসায় থাকলে হাজার হাজার দেখতে আসবে, রুগীর সমস্যা হবে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নেতারা বলছে, উনি খুবই অসুস্হ; আমরা, সাধারণ মানুষ, কিছু বুঝতেছি না, ২ দলই মিথ্যা বলে!

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

শহীদ আম্মার বলেছেন: আমার এক চাচা আছেন কট্টর আওয়ামীলীগ। খালেদা জিয়ার নাম মুখে নিলেই শুরু গালাগালি।
দূর্ভাগ্য বশত উনি বিয়ে করার পর জানলাম আমার চাচীর নাম খালেদা।
এখন প্রতিরাতে বাসায় ফিরেই উনি ডাকেন এই খালেদা... এই খালেদা...!!!!!!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


খালেদা বেগম নামটি বাংলাদেশে মোটামুটি কমন নাম; তবে, এখন থেকে কেহ আর রাখবে বলে মনে হয় না।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

কাওসার চৌধুরী বলেছেন: আমি আপনার সাথে একমত। সাথে এই সরকারের আমলে যারা শত-হাজার কোটি টাকা লোপাট করেছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। না হলে মানুষ এই জেল জুলুম বিশ্বাস করবে না।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও বর্তমান আওয়ামী লীগ যারা করে, তারা এটাকে ব্যবসা হিসেবে করে; বাংগালীদের সব ব্যবসাতে ঘাপলা: ওরা ঠকায়, ফরমালিন দেয়, ওজনে কম দেয়, ভেজাল দেয়।

দল ক্ষমতায় থাকলে দলের কারো বিচার হয় না; ২০০৮ সালে বেগম জিয়া জয়ী হলে এই মামলা হজম হয়ে যেতো। এখন যারা ডাকাতী করছে, তাদের বিচার হবে ১০ থেকে ১৫ বছর পর।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিচারের পরিবর্তে গৃহবন্দির অপবাদ নিতে বলছেন!!
নাকি, বিচার সবার জন্য নয় ?

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে "হোম জেল" বলে। "অপবাদ"ই বাংলাদেশের রাজনৈতিক তত্ব; মানুষ শেখ হাসিনার মানবিক দিক দেখার সুযোগ পাবে।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা তা হয়তো পাবে, তবে বিএনপি জামাত সেই মানবিক দিকটাকে অমানবিক করে বিষ ছড়াবে জনগণের কানে।
নেতা হলে জেলের সাথে পরিচয় থাকতে হয়, জেল ভয় করে নেতা হওন যায় না, তাতে জনগণের সুখদুঃখ বুঝা যায় না পুরোপুরিভাবে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সাল থেকে, শেখ হাসিনা বিএনপি-জামাতকে ফ্যাক্টর মনে না করে যদি জনতাকে ফ্যাক্টর মনে করে, দেশের জন্য রাজনীতি করতেন, আজকে উনাকে এসব নিয়ে মাথা ঘামাতে হতো না। বিএপি-জামাত যা বলবে বলুক, বেগম জিয়াকে ঘরে ফিরতে দিলে মানুষ উনার মানবিক দিকটা দেখতে পাবেন।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: উনার চিকিৎসক মারা গেলে তো ব্লগারেরা জানার কথা; উনার চিকিৎসক নিয়ে কি আপনি "ফুলেল শুভেচ্ছার" পোষ্ট দিয়েছিলেন?

আপনার পরামর্শ বেগম জিয়াকে নিজ বাড়ীতে, উনার চিকিৎসকের অধীনে রাখা উচিত।

"ওনার চিকৎসকের অধীনে" আমার আপত্তি এখানে।
ওনার চিকিৎসক কি আসমান থেকে এসছেন, না স্বর্গ থেকে?
রাষ্ট্রীয় চিকিৎসককে ভরসা করতে পারছেন না কেন?

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে এই বয়সে জেলে রাখা ঠিক হচ্ছে না, উনাকে উনার বাড়ীতে থাকতে দেয়াই উচিত। উনার ব্যক্তিগত চিকিৎসক আছেন, ব্যক্তিগত চিকিৎসকই উনাকে দেখবেন; এটা হচ্ছে মানবিক।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রতি হিংসা এবং নোংরা রাজনীতির অবসান চাই।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি এমন কি করছেন যে, নোংরা রাজননীতির তীব্রতা হলেও কমবে?

জেনারেল জিয়া আমাদেরকে এই পথে এনেছিলেন, ইহা থেকে বের হওয়ার জন্য মগজের দরকার।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পলাশবাবা বলেছেন: ভাই এক দিকে থাকেন। বারে বারে ডিগবাজি দেন কেন। আপনের নাম তো চাঁদগাজী। ডিগবাজি তো না।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


শুধু আপনি টের পেয়েছেন যে, আমি ডিগবাজী দিচ্ছি; কাউকে জানাবেন না!

২১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুটাই ছিলো (১৯৭২ সাল) ভয়ংকর ভুলের মধ্য দিয়ে। একটু ব্যাখ্যা করুন প্লিজ।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ছিলেন ছাত্র রাজনীতিবিদ, ও প্রতিবাদী নেতা; উনার ৬ দফার মাঝে ২ দফা ছিলো ভুল; উনি স্বাধীনতায় মানুষের অবদান অনুমান করতে ব্যর্থ হয়েছিলেন।

উনার দরকার ছিলো ১৯৭২ সালের জানুয়ারী মাসে, ৫ বছর থেকে ১৬ বছরের সবাইকে স্কুলে পাঠানো, ও প্রতিটি পুরুষকে (১৮ বছরের উপরের সবাইকে, শুধু ছাত্র ব্যতিত) দিন ৮ ঘন্টা করে কাজ করার ব্যবস্হা করার; ১৯৮০ সালের দিকে আমরা চীনের থেকেও বেশী উন্নত হতে পারতাম।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

কানিজ রিনা বলেছেন: এদেশ আসলে স্বাধীন করে দিয়েছিল ভারতের
ইন্দ্রাগান্ধী,তানা হলে রাজাকারের বাচ্চারা যূদি
রাজাকার হয়। মুক্তি যোদ্ধার বাচ্চারা মুক্তি
যোদ্ধা হয়নাই। অথচ বাঘের বাচ্চা বাঘ হয়।
সাপের বাচ্চা সাপ হয়। আপনার কথা
শেখ মজিবর রহমান মুক্তি যোদ্ধাদের নিয়ে
দেশ চালায় নাই বাকশাল গঠন করেছিলেন।
আপনারা মুক্তি যোদ্ধারা অস্ত্র জমা দিয়ে
যার যার এলাকায় চলে গিয়ে ছিলেন। জিয়াউর
রহমান দেশটা কুপথে নিয়ে চোর বাটপার
তৈরি করে দিয়ে গেছেন। আপনার প্রতিটি
লেখার মন্তব্যের উত্তর এই একই ভাঙা ঢোল
বাজাঁন। শেখমজিবর তো আক্ষা দিয়েছিলেন
চোরের খনি পেয়েছেন।
এই দুই নেতা যখন দেশকে বাকশাল, কুপথে
নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। আপনারা
মুক্তি যোদ্ধারা কি কাঠি লজেঞ্চ চুশতে ব্যাস্ত
ছিলেন? দেশী অস্ত্র দাঁ কোরাল কিছুই কি
ছিলনা? তখন তো সব মুক্তি যোদ্ধারা যোয়ান
ছিল। কেন প্রতিবাদ করেন নাই। তাই প্রথমেই
বলেছি এদেশ স্বাধীন করেছে ভারত।
আপনারা সব ভূয়া। তানা হলে দুই নেতার
ভুল আপনারা আঙুল চুশা মুক্তি যোদ্ধা।

চাঁদগাজী আজও পর্যন্ত এই দুই নেতার
এতই জনপ্রিয়তা দুইদলই এখনও সেই নেতার
সাইন বোর্ডে চলে। বেগম খালেদা শেখ হাসিনা
তাদের উত্তরশুরি। আপনার কথা বেগমজিয়া
শেখহাসিনা কেউ রাজনীতি করেনাই। তথাপি
রাজনীতি তারা কি বুঝবে। কোথায় তাহলে
রাজনীতিকরা কেন তারা আজও এই দইনেত্রীর
বিকল্প হয়ে উটতে পারেনা? জবাব দিবেন।
বলুন তারেকজিয়া জয় বাদে যোগ্য নেতা
কে হতে পারে বলবেন? না বলতে পারবেননা
কারন আপনি দলকাঁনা। বিএনপি আওয়ামী
সব দলের নেতারাই দলকাঁনা।
এখন আবারও বলব শেখ মজিবর জিয়ার
মত নেতা আর ফিরে আসবে না। খালেদা
শেখ হাসিনার মত নেত্রীও আসবে কিনা?
বলতে পারবেননা।
যে হিংসাত্বক রাজনীতি চলছে তাতে খালেদা
জেলেই মৃত্যু ঘটলে আওয়ামী একদলিয় স্বাসন
কায়েম করবে। আর তখন দেশে বরগী হানা
দেবে। ইহাই স্বাধীন বাংলার গনতন্র পড়াধীনতা
বরন করবে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


২০১৮ সালে এসে, ব্লগারদের বিরাট অংশ রাজনীতি, বাকশাল, ৬ দফা, ১৯ দফা বুঝে না; ১৯৭২ সালের দিকে, মুক্তিযোদ্ধারা (ছাত্র, কৃষকের ছেলে, ইপিআর, বেংগলের সৈনিকেরা) কিভাবে বুঝতেন দেশে কি হচ্ছে?

৯৯% ভাগ মুক্তিযোদ্ধা জানতেন না যে, তাঁরা কত বড় অবদান রেখেছেন; সবাই গড়ে মনে করতেন যে, শেখ সাহেব সবার জন্য ভালো কিছু করছেন; যেভাবে এখনও অনেকে মনে করেন যে, জিয়া দেশের জন্য ভালো করেছেন।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার আইন ও সংবিধানের বাইরে এক চুল-ও নড়বে না। ভালো! খালেদা জিয়ার জন্য নিজ বাড়িতে গৃহবন্দী করাটা সংবিধান বিরোধীই হবে। তবে জামিন পাওয়ার যোগ্য তিনি। সরকার সেটা না করে নিজেদের বদনামির পরিমাণ বাড়াচ্ছে। যদি একটা কিছু হয়ে যায় সরকার কিন্তু সামাল দিতে পেরেশানীতে পড়বে...

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


সংবিধান আইন নয়; আইনের প্রয়োগ করতে হয় সমস্যার সমাধানের জন্য, সমস্যা সৃষ্টি করার জন্য নয়। উনার জামিন আটকায়ে রাখার মতো ধারা থাকতে পারে, তবে প্রয়োগ করা হবে কিনা, সেটা নির্ভর করে।

সরকারের উচিত, উনার বয়স ও ৩ বারের প্রাইম মিনিষ্টার হিসেবে উনাকে বাড়ী থাকতে দেয়া।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

লেখোয়াড়. বলেছেন:
কেন?
কেন?
কেন?

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


এডমিনকে ইমেইল করেন।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

লেখোয়াড়. বলেছেন: আপনি কি এডমিনের শ্বশুর, যে আমাকে জ্ঞান দেন!!

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


এডমিন কারো শ্বশুর নন, তবে তিনি এসব হ্যান্ডলিং করেন।

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

ইমরান আশফাক বলেছেন: বেগম জিয়া তো এবারই প্রথম জেলে যাননি, আগেও জেল খেটেছেন।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


তখন বয়স কম ছিলো, পরিস্হিতি ছিলো আলাদা

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বেগম জিয়া সুস্থ হোক আর অসুস্থ এটি তার আইনি / নাগরিক / মানবিক অধিকার তিনি বাসায় থাকতে পারেন, বেগম জিয়ার পক্ষে পালানো সম্ভব নয় এটি সরকারি বিচারক গণের ধারণা নেই, “মানুষ যতো বড় তার পালানোর জায়গা ততো কম” এটি ইংলিশ ও হিন্দি ছবির ডায়লগ ( যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে ছবি তৈরি করে আমাদের আমলাদের মতো বেকুব হওয়ার মতো তো কোনো কারণ দেখি না) বেগম জিয়ার যথেষ্ঠ বয়ষ হয়েছে তিনি বাসায় থেকে তাঁর সকল মামলার জবাবদিহিতা করার অধিকার ও রাখেন - তিনি মূর্খ্য তিনি অজ্ঞান তিনি দেশের ক্ষতি করেছেন নানান বির্তত আছে তবে এটিও সত্যি তিনি যেই পদবী অর্জন করেছেন তা বাংলাদেশের আর কোনো নারী অর্জন করতে পারেন নি এবং যেভাবেই হোক না কেনো আর শত বিতর্ক থাকুক কিন্তু কথা সত্যি এটি না মানার কোনো দলিল নেই ।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


উনি ৩৪ বছর বিএনপি'র সভাপতি, ১০ বছর প্রাইম মিনিষ্টার ও ১০ বছর বিরোধীদলের নেত্রী থাকায়, জাতি কমপক্ষে ৫৪ বছর পেছনে পড়েছে, ৫ কোটী লোক কিছুই না পেয়ে মৃত্যু বরণ করেছে, ২/৩ কোটী মেয়ে বুয়া ও চাকরাণী হয়েছে।

এরপরও উনার বয়সের কারণে, উনাকে নিজ বাড়ীতে রাখা উচিত।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ***এরপরও উনার বয়সের কারণে, উনাকে নিজ বাড়ীতে রাখা উচিত।

চাঁদগাজী ভাই,
দেশে শাপ লুডু খেলা বন্ধ হোক কারণ শাপ লুডুতে দুইটি পথ ই আছে শাপ আর মই এছাড়া আর কোনো অপশন নেই !!!

২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


সময় লাগবে; শেখ হাসিনা যদি বেগম জিয়াকে থামাতে পারে; তারপর, শেখ হাসিনা নিজকে থামাতে হবে।

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: - ৫ কোটী লোক কিছুই না পেয়ে মৃত্যু বরণ করেছে, ২/৩ কোটী মেয়ে বুয়া ও চাকরাণী হয়েছে।

বাংলাদেশ স্বাধীনতার পর প্রতিটি সরকার এই কাজটি করে নির্মল অপার আনন্দ পেয়েছেন দেশকে ধনে ধানে পুশ্পেভরা আমাদেরই বসুন্ধরা যমুনা প্রাণ আরএফএল বেক্সিমকো গ্রুপ ।

২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


বসুন্ধরা, যমুনা, প্রাণ, আরএফএল, বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন, খুলনা পাওয়ার্স, আলম ব্রাদার্সরা সরকারের অংশ গেছে; তারা কয়কে কোটী মানুষের সুযোগ ও সম্পদ দখল করে নিয়েছে; এবং এগুলো হয়েছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার অদক্ষতার কারণে।

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৯

জাহিদ অনিক বলেছেন:


মাই গড বেগম জিয়ার বয়স ৭৩ হয়ে গেছে !

২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


কত লোক কতবার কেক খেলো, আপনি সংবাদ পড়েন না?

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আল্লাহ বেগম খালেদা জিয়া কে ১০০ বছর হায়াত নসিব দান করুন -

কেউ আমিন না বলে যাবেন না,

২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:


এদেশের মানুষ পতংগের ন্যায়, এরা না বুঝে আগুণে আত্মাহুতি দেয়।

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৭

জগতারন বলেছেন:
আপনার মাথা খারাব হয়েছে?
এই কাল সাপকে ছাড়া যায়?
মূর্খ খা-লেদা জিয়া ও তার ছেলে
তারেক সম্প্রতি বাংলাদেশের সকল ষঢ়যন্ত্রের নীল কুঠী।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


৪ জিয়া মিলে জাতিকে ডুবায়ে, শেষে নিজেরা ডুবেছে; এতে মিলিটারী, কিছু বাংলাদেশ বিরোধী ও কিছু বেকুব বাংগালীর অবদান রয়েছে।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

আখেনাটেন বলেছেন: পতিত খালেদা-তারেককে নিয়ে অার কত? এই অবিরাম গাজী গীতি মন কয় ইডিওসিনক্রেসী পর্যায়ে চলে গেছে। :P মনে রাখা দরকার শেখের বেটি যতদিন বেঁচে আছে উনাদের এ দেশে আর ভাত নাই। ক্ষমতার নোংরামীতে একজন আরেকজনকে নকআউট করে দিয়েছে। এর আগে পয়েন্ট ভাগাভাগি হত, এখন সোজা নকআউট। ;)

তাই দয়া করে একই গীত বন্ধ করে দেশের মানুষের সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। আপনার লেখনিতে সোনা ফললেও ফলতে পারে। কী নিয়ে লিখবেন আইডিয়া না পেলে ধার নিন? লিখুন:

১। কীভাবে দেশের আর্থিক খাত বিশেষ করে ব্যাংক ও শেয়ারবাজারের দাফন-কাফনের ব্যবস্থা করা হচ্ছে?
২। কীভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের লাইফলাইন শিক্ষাখাতকে বুড়িগঙ্গার পচা পানিতে চুবানো হচ্ছে?
৩। কীভাবে নন-সাসটেইনেবল উন্নয়নের নামে কিলিয়ে কাঁঠাল পাকার ব্যবস্থা করা হচ্ছে?
৪। কীভাবে রূপপুরে লাখ কোটিটাকার পারমানবিক বিদ্যুতের নামে শ্বেতহস্তী পালনের ব্যবস্থা করা হচ্ছে?
৫। কীভাবে পরিবেশ-প্রতিবেশ ধ্বংসের নামে রামপালে কয়লার কালো রং দিয়ে হোলি খেলার ব্যবস্থা করা হচ্ছে?
৬। কীভাবে ক্ষমতার দম্ভে দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে?
৭। কীভাবে শৃঙ্খলা স্থাপনের নামে আইনের মাধ্যমে ভয়ের সংস্কৃতিকে জাগ্রত বাঘে পরিণত করা হচ্ছে?
৮। কীভাবে...।
৯। কীভাবে...।
১০।কীভাবে...।

এগুলো নিয়ে লিখুন। দয়া করে বলবেন না 'আপনিও তো লিখতে পারেন'। ৭ং পয়েন্টটা আবার পড়ুন। সৃষ্টিকর্তা আমাদের সকলের জানমালের হেফাজত করুক। :((

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি যে পয়েন্টগুলোর ক্থা বলছেন, এগুলোর শুরু ছিল ১৯৭৫ সাল থেকে, জেনারেল জিয়ার কার্যক্রম ছিল এগুলোর সুচনা। এরশাদ ও বেগম জিয়া সেটাকে চালু রেখেছে; এই গোষ্টীকে বিতাড়িত করতে গিয়ে শেখ হাসিনাও এদের পথে হাটছেন।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরোহিতের মন্ত্রপাঠ আর
পাঠার কান ঝাড়া !!

পুরোহিতের মন্ত্রের কি কোন মূল্য আছে পাঠার কাছে !
তাকে বলি দেওয়া হবে, তাকে পূত পবিত্র করার জন্য
পুরোহিত মন্ত্র উচ্চারণ করে যাচ্চে অনবরত, কিন্ত পাঠা
তার কান ঝাড়া দিয়ে মস্তক ছিন্ন হওয়ার অপেক্ষা করছে।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


জিয়া পরিবারের ৪ জন মিলে জাতিকে ৭০ বছর পেছনে নিয়ে গেছে; তারপরও ওদের কিছু সাপোর্ট আছে; অর্থাৎ জাতিতে বেকুব লোকজন আছে বলেই জিয়ারা ছিলো।

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আপনি বলেছেন, বিএনপি'র নেতারা বলছে, উনি খুবই অসুস্হ; আমরা, সাধারণ মানুষ, কিছু বুঝতেছি না, ২ দলই মিথ্যা বলে!

খালেদা জিয়া গত দশ বছর ধরেই অসুস্থ।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র এখন একটা দাবী, বেগম জিয়ার চিকিৎসা ও উনার মুক্তি; চিকিৎসা উনার ডাক্তারেরা করুক, মুক্তি হলো উনার বাসায় ফেরা, শাস্তিসহ

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

আমি ব্লগার হইছি! বলেছেন: খালেদা জিয়া কে মুক্ত করার জন্যে ঈদের পরে আন্দোলন হবে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


এটা সুন্দর পরিকল্পনা, প্রতি ঈদের পর আন্দোলন শুরুর পরিকল্পনা

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয় , আদালতে আবেদন করলে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র বেশীর ভাগ নেতা ষড়যন্ত্রে লিপ্ত থাকে; তদুপরি, তারেককে সভাপতি করায় নেতারা বেগম জিয়ার প্রতি খুশী নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.