নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাইম মিনিষ্টার জাতির কাছে দোয়াও চাহেনি, উহা উড়বে কেমনে? ( সাময়িক )

১১ ই মে, ২০১৮ রাত ১১:২৬



গতকাল সবকিছু ঠিকঠাক ছিল, ধোঁটা টোঁয়াও বের হচ্ছিল, জিকজিক জুকজুক শব্দও হচ্ছিল, ৫৮ সেকেন্ড আগে কম্প্যুটার কিছু একটা গন্ডগোল করে দিয়েছে! বৃহস্পতিবার দিনটাও ভালো না, ভেনাসের নজর লেগেছে মনে হয়; যাক, আজকের দিনটা ভালো; প্রাইম মিনিষ্টার জাতির কাছে একটু দোয়া চাইলে ভালো হতো, মনে হয়! সম্ভব হলে, জিয়া এতিমখানায় কিছু মিষ্টি টিষ্টিও পাঠান যায়।

এর আগেও কয়েকবার উহা উড়তে চাহেনি, উহার ডানা-ডুনা ভাংগা নাকি! তখন নাকি শনিবারে চেষ্টা করেছিল। শনিবারের উড়াতে চেষ্টা করলে উহা কখনো উড়বে না, আমাদের কপালে শনির দশা বরাবরই ছিলো। আজকে কম্প্যুটার যদি গোলমাল করে, রকেট কোম্পানীকে বলতে হবে, হ্যাকার ম্যাকারদের প্রতি নজর রাখতে; বলা তো যায় না, আমাদের শত্রু মিত্রের তো কমতি নেই; যেভাবে বার্মা রোহিংগা পাঠাচ্ছে, তাদেরকে সন্দেহ করার কারণ আছে; আর পাকীদের কথা কি বলবো।

রকেট মিয়া, কি নাম দিছে ফালগুন-৯ নাকি কি একটা, উহা এখনো বুঝতেছে না, কাহাদের সংগে মশকারী করছে, আমরা বাংগালী; আমাদের কথা শুনলে ভারতীয় মরা গরুও হাঁটার শুরু করে। ম্যাঁওপ্যাঁও করে লাভ নেই, তাকে একদিন উড়তেই হবে। আজকে যদি না উড়ে শামীম ওসমানকে নিয়ে আসবো; তখন রকেট টের পাবে; উনার এলাকার ধোয়ার খাল থেকে ফালগুন-১০ তৈরি করে দিবে ৫ দিনে।

একটা কথা সবাই মনে রাখেন, কিন্তু উচ্চারণ করবেন না; কারণ, ইহা অনুমান মাত্র; ইহা ফালগুন-৯ হয়তো জানে না; কিন্তু শুনলে তখন সেটা করে বসতে পারে! সেটা হলো, ফালগুন-৯ উড়ে গিয়ে আকাশে যদি আমাদের স্যাটেলাইটকে উল্টাপাল্টা কোথায়ও খোলা যায়গায় রেখে দেয়? আমাদের কক্ষপথ উহা খুঁজে পাবে তো, কক্ষপথের সাইন মাইন বাংলায় লেখা থাকলে সমস্যা হবে; উহা আবার ফ্রান্সে তৈরি( পারলে ভু ফ্রঁসে?)। যদি আমাদের স্যাটেলাইট অন্যদের কক্ষপথে ফেলে চলে যায়, তখন কি হবে? আমরা তখন খুঁজে পাবো তো আমাদের স্যাটেলাইটটাকে? সবাই মিলে চিন্তা করেন, কিছু একটা ভেবে বের করার দরকার; হাতে সময় আছে ৩ ঘন্টা মাত্র।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: চাঁদগাজী নানা আইসনে ঘুড়ি ওড়ানো জন্য সবাই মিলে একটা ব্লগে মিলাদ মাহফিল করি। ;)

১১ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


দেশে কোন বড় কাজ হলে মিলাদ হয়, চা-পানি খেতে হয়। এত বড় ঘুড়ি উড়তে যাচ্ছে, প্রাইম মিনিষ্টার মানুষের দোয়াও চাহেনি; খালি ভোটের জন্য দোয়া চায়।

২| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

শহীদ আম্মার বলেছেন: উপরে গিয়ে নিজের কক্ষ পথ খুঁজে না পেলে টেনশন নাই। নাটাই আমাদের হাতে । নাটাই বটা দিলেই ঘুড়ি হাতে চলে আসবে!!! হারানোর ভয় নেই।
সমস্যা হলো উড়া নিয়ে। একটা সমাধান আছে। পুরো ঘুড়িটারে একটা বেলুন পরাই দিয়ে তাতে বেশি করে বাতাস দিলেই আমার মনে হয় উড়াল দিবো।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


নাটাই দিয়ে নামানোর সময়, আরাকানে গিয়ে নামাতে হবে, উহা নামার সময়, উহাতে চড়ে এলিয়েন ফেলিএন চলে আসতে পারে।

৩| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৫

শামচুল হক বলেছেন: চাঁদাগাজী ভাইয়ের তো রসবোধ কম না।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


হতাশা কাটানোর ক্সজন্য একটু হিউমার

৪| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫২

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আমেরিকার বাসায় একটি মাহফিল
দোয়ার আয়োজন করুন। প্রধানমন্ত্রী দোয়া
চাইবে কেন? এমনিতেই আমরা দোয়া করেছি
কিন্তু দোয়া বিফলে যাবে না এই আশা করছি।
কেন জানি মনে হচ্ছে খালেদার অভিশাফ
কাজে লেগেছে। আসলে মনে হচ্ছে স্যাটেলাইট
কেনার টাকাটা দেশের এতিমের টাকা।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


এতিম খানার ৩ কোটী এখানে প্রায় ৬০০০ কোটী (৩০০০ কোটী ক্যাশ, প্রায় সমপরিমাণ ঋণ)।
শেখ হাসিনা অকারনে এত বড় ঘুড়ি উড়াচ্ছেন।

যাক উড়লে ভালো, নাকি হোজ্জার গাধার মত শুয়েই থাকবে, কে জানে?

৫| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৫

শহীদ আম্মার বলেছেন: এলিয়েন ফেলিয়েন আসলে সমস্যা নেই। আমাদের ব্যাব আছে। ক্রসফায়ার দিয়ে দিমুনে।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


এলিয়েন দেখার পর, র‌্যাব মামুদের খুঁজে পাওয়া গেলে ঠিক আছে।

৬| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পুরাই অনন্ত জলিল যুগ চলছে। !:#P

১২ ই মে, ২০১৮ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ সরকার থেকে কিছু শোনেনি, সবাই নিজের মতো করে গল্প বলছেন; আমিও সেই দলে!

৭| ১২ ই মে, ২০১৮ রাত ১২:০৫

শহীদ আম্মার বলেছেন: ব্যাব পালালেও শামীম ওসমান তো আছে।

১২ ই মে, ২০১৮ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


শামীম ভাই'র নাম শুনলে এলিয়েনরা মংগল গ্রহ ছেড়ে পালাবে।

৮| ১২ ই মে, ২০১৮ রাত ১২:১৪

শহীদ আম্মার বলেছেন: সেটাই। তবে আপনি চাঁদ ছেড়ে কোথাও যাইয়েন না। আমরা আবার কোন বিপদে পড়ি।

১২ ই মে, ২০১৮ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


না, আমি আছি

৯| ১২ ই মে, ২০১৮ রাত ১২:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"প্রাইম মিনিষ্টার জাতির কাছে একটু দোয়া চাইলে ভালো হতো, মনে হয়! সম্ভব হলে, জিয়া..."

সেকি কথা শ্রদ্ধেয়???B:-)
আজকেও হোমওয়ার্ক....:P

"দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশ সময় আজ রাত ২:১২ টা থেকে ৪:২২ মধ্যে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপন করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশবাসীর কাছে সফল উৎক্ষেপণের জন্য দোয়া প্রার্থনা করছে।"
---- এটা কি???? (বন্ধু পাঠিয়েছে);)

১২ ই মে, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যদি মানিষের কাছে দোয়া চায়, মানুষ বদদোয়া দিবেন; ওদেরকে কেহ মানুষ মনে করে?

১০| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি পোস্ট দেবার আগে ভালমত স্টাডি করেন না। কি সব ম্যাওপ্যাও লিখেন?;)

@"ফালগুন-৯ উড়ে গিয়ে আকাশে যদি আমাদের স্যাটেলাইটকে উল্টাপাল্টা কোথায়ও খোলা যায়গায় রেখে দেয়? আমাদের কক্ষপথ উহা খুঁজে পাবে তো?"

এসব মাঘ/ফাল্গুন কী???X(

আমার সাথে মুখস্ত করুনঃ
স্পেস এক্স-এর উৎক্ষেপণযানের নাম ফ্যালকন-৯।।

কি নাম???

১২ ই মে, ২০১৮ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



ডেম, আমি তো বাংলা করে নিয়েছি, ফালগুন-৯

১১| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৩৫

স্যাটেলাইটখোর বলেছেন: ঠেলেঠুলে রস গোঁজার চেষ্টা করেছহেন মনে হচ্ছে। জোর করে একটু হেসে নিছি।

১২ ই মে, ২০১৮ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


সুবিধা হয়নি? শিরোনামে "রম্য" যোগ করলে কেমন হয়?

১২| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আমাদের কক্ষপথ উহা খুঁজে পাবে তো?"

-- আপনার না ডায়লগঃ
"শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।"


আম্রিকার প্রযুক্তির উপর ভরসা নাই????

১২ ই মে, ২০১৮ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:


তা আছে, কিন্তু কারবারী তো বাংগালী

১৩| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৪৭

বিষাদ সময় বলেছেন: আপনি কী ফ্লোরিডায়?

১২ ই মে, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


না, আমি অনেক দুরে

১৪| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৫২

আকতার আর হোসাইন বলেছেন: আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে স্যাটেলাইট আমাদের দরকার... খুব দরকার...

কিন্তু কেন জানি মনে হচ্ছে এসব গরীব দুঃখীদের টাকা দিয়েই বানানো হচ্ছে...

আমি আমার দেশমাতৃকার উন্নতি চাই... তবে সবার আগে উন্নতি চাই মানুষ, মানুষের জিবনের...

১২ ই মে, ২০১৮ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক কিছু চান; কোনটা আগে চান?

১৫| ১২ ই মে, ২০১৮ রাত ১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উহা হারিয়ে গেলেও আমাদের নিয়ন্ত্রণে আসবে ৩ মাস পর...

১২ ই মে, ২০১৮ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


উহার ভেতরে যদি সঠিক মাল-মসলা থাকে হয়তো ফিরতে পারবে, ভেজাল মেজাল থাকলে উহার মাথা খারাপ হয়ে কোথায় যাবে কে জানে।

১৬| ১২ ই মে, ২০১৮ রাত ১:০৭

বিষাদ সময় বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি পোস্ট দেবার আগে ভালমত স্টাডি করেন না। কি সব ম্যাওপ্যাও লিখেন?;)


"স্টাডি" না " হোমওয়ার্ক" হবে। চাঁদগাজী ভাই সেরকমই বলেন।

১২ ই মে, ২০১৮ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


হোম তো শেষবার করেছি ১০ম ক্লাশে!

১৭| ১২ ই মে, ২০১৮ রাত ১:০৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: নাসিরুদ্দিন হোজ্জার গাধা! এসব দোয়া দরূদে কাজ হবে না ভাই। ওর যদি মন চায় তো উড়াল দিবে, না চাইলে না।
আর বাংলাদেশের পুলিশরে দায়িত্ব দিলে কক্ষপথ যে কোন একটা বানিয়ে দিবে। ওদের যা ক্ষেমতা রে ভাই .......

১২ ই মে, ২০১৮ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


পুলিশের সুপার মুপার নিশ্চয় ফ্লোরিডা এসেছে

১৮| ১২ ই মে, ২০১৮ রাত ১:১১

নতুন বলেছেন: এই স্যাটেলাইট নিয়ে আমাদের দেশের মানুষের সমস্যা কি হইতেছে বুঝতেছিনা।

দলীয় বিভেধ থাকতে পারে কিন্তু দেশের জন্য সবার এক হওয়া দরকার।

এক নেত্রী ইন্টারনেটের লাইন নিতে চায়নি.... তাতে তথ্য পাচারের ঝুকি দেখেছেন....

অন্যজন তো স্যাটেলাইট পাঠানোর মতন কাজে মত দিয়েছে.... সেটাও ভালো লক্ষন...

দেশে সমস্যা থাকবেই.... কিন্তু তার জন্য এটা করা যাবেনা, সেটা করা যাবেনা সেই ভাবনার চেয়ে সবাই মিলে যেটা হচ্ছে তার ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা নিয়ে চেস্টা করলে অনেক দুর এগিয়ে যাবে দেশ।

দেশের মানুষই যদি ভালো না হয় তবে দেশের ভালো নেতা সামনে আসেনা। ভালো নেতা না হলে দেশ আগাতে পারেনা।

আগে আমাদের দেশের মানুষকে সত এবং দেশপ্রমিক হতে হবে..... তবে আস্তে আস্তে সবই ভালোর দিকে যাবে।

১২ ই মে, ২০১৮ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


গরীবের বাচ্চা, টোকাই, শিশু শ্রমিকদের পড়ানোর জন্য এই টাকা ব্যয় করার দরকার ছিলো।

১৯| ১২ ই মে, ২০১৮ রাত ১:২১

শহীদ আম্মার বলেছেন: @নতুনঃ
তো চলুন সবাই মিলে ঠেলেঠুলে তুলে দেয়!

২০| ১২ ই মে, ২০১৮ রাত ২:০১

নতুন বলেছেন: শিক্ষার অবশ্যই দরকার আছে কিন্তু যেই সব ছেলে মেয়ের কথা আপনি বলছেন তাদের বাবা মা কতটুকু চেস্টা করে তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে???

আগে ঐ জনগনদের শিক্ষিত করতে হবে....একজন রিক্সা চালক তার ছেলেকে সরকারী স্কুলে পড়াতে পারে যদি সে ইচ্ছা করে.... কিন্তু তারা পাঠায় না... তারা যদি বুঝতে পারে যে তাদের সন্তানের শিক্ষার দরকার আছে... তাহলে তারাই বত`মানে যেই সব স্কুল আছে তাতে ভতি` করবে।

দেশের বত`মানে ১০০% ফ্রী শিক্ষা এবং ফ্রী চিকিতসা দেবার মতন সামথ` আছে বলে আমার মনে হয়।

কোন সরকার সেটা করছে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.