নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অরাজনৈতিক গৃহবধুর নির্বাসন, ৬ বছর পর লাঠি হাতে প্রত্যাবর্তন

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮



শেখ হাসিনা ৬ বছরের বেশী নির্বাসনে থেকে, ১৯৮১ সালের মে মাসের ১৭ তারিখে দেশে ফিরেন; সেদিন থেকে ঠিক ২ সপ্তাহ পরে, ৩০ মে জেনারেল জিয়া প্রাণ হারান মুক্তিযোদ্ধা অফিসারদের হাতে; জাতি সম্ভাব্য হাজারদিনের কাহিনী থেকে বন্চিত হলো, অনেক কিছু ঘটার সম্ভাবনা ছিলো, জেনারেল জিয়া কিছুই দেখার, কিছুই খেলার সুযোগ পেলেন না। ১৯৭৫ সালে যে গৃহবধু ইউরোপে গিয়ে আটকা পড়ছিল, সেই গৃহবধু জীবন বাজী রেখে, ১৯৮১ সালে জিয়ার ক্যানটনমেন্টে পা রেখেছিলো রাজনৈতকদলের সভাপতি হিসেবে।

শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে দেশে ফেরেনি, বিনা অপরাধে ৬ বছর বিদেশে লুকায়ে থাকতে হয়েছে; ততকালীন বাংলাদেশের কিছুতেই যুক্ত ছিলো না শেখ হাসিনা; সৌভাগ্য, বিদেশে থাকাতে প্রাণে বেঁচে গেছে! জেনারেল জিয়া রাজনীতিতে শুন্যতা সৃষ্টি করাতে এই গৃহবধুর হাতে চলে গেলো বাংগালীদের রাজনৈতিক দল।

জেনারেল জিয়া যতদিন পাকা হয়ে বসতে পারেনি, শেখ হাসিনাকে ফেরার অনুমতি দেয়নি; যখন উনি ভেবেছিলেন, সময় হয়েছে, আসুক শেখের মেয়ে, দেখা যাক, উহা কোন জেনারেল, শুধু তখনি আওয়ামী লীগের নেতাদের অনুরোধে অনুমতি দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে, তিনি আইয়ুবের মত শক্ত হয়ে বসেছেন; কিন্তু উনার হিসেবে ভুল ছিলো।

আজ কি অদ্ভুত মিল, সেই জেনারেল জিয়ার ছেলে, সেই শেখ হাসিনার ভয়ে দেশে আসছে না। শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে ৬ বছর আসেনি, জেনারেলের ছেলে ৬০ বছর পর ফিরবে কিনা কে জানে!

শেখ হাসিনার জীবন সুখের ছিলো না; তবে, তিনি কি করবেন সেটা তিনি জানতেন, বাকীরা সেটা কোনদিন অনুমানও করতে পারেনি; ফলে, তিনি নিজের মিশন নিয়ে একাকী ছিলেন সব সময়। এটা সঠিক যে, শুরুতে তিনি বাংলাদেশের তথাকথিত ষড়যন্ত্রের রাজনীতি বুঝার মত অবস্হানে ছিলেন না; উনাকে প্রতিনিয়ত শিখতে হয়েছে; এবং যতটুকু শিখেছেন, আজকে উনাকে শেখ মুজিবর রহমানের গুরু বললেও ভুল হবে না।

যারা শেখ সাহেবের মৃত্যুর বিচার বন্ধ করার জন্য সংসদে ভোট দিয়েছিলেন, আজ তারা উনার কাছে "সুষ্ঠু ভোট" চাচ্ছেন; যারা ১৫ই আগষ্টে কেক খেয়েছিলেন, আজকে তাদেরকে গুলশান অফিসের আশেপাশে দেখা যাচ্ছে না। যারা ভেবেছিল, শেখ সাহেবের ঘরে বাতি নিবে গেছে, আজকে তারা নিজের ঘরে আলো নিবিয়ে বসে আছে।

উনি হিংসার বদলে ভালোবাসা দিয়ে হয়তো বাংলাকে সাজাতে পারতেন; কিন্তু সেটা ঘটেনি, উনি বদরুদ্দোজ্জা, ড: এমাজুদ্দিদের বা ক্যাপটেন অলিদের মতই মানুষ, শুধু উনাদের তুলনায় একটু সামান্য, একটু বেশী কৌশলী; উনি ক্ষমা করতে পারেননি হত্যাকারীদের, পারলে ভালো হতো; অবশ্য সাপকে ক্ষমা যারা করেছে, তারা বেঁচে থাকেনি দীর্ঘদিন।

যাক, ১৯৮১ সালের থেকে ২০১৮ সাল, অনেক লম্বা সময়; উনার জন্য কঠিন সময় ছিলো, বাংগালীদের জন্য কঠিন সময়, উনার বাবার হত্যাকারী ও বেনেফিসিয়ারীদের জন্য একটু সামান্য বেশী কঠিন সময় পার হচ্ছে।

মন্তব্য ১০৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নীহার দত্ত বলেছেন:

আজ কি অদ্ভুত মিল, সেই জেনারেল জিয়ার ছেলে, সেই শেখ হাসিনার ভয়ে দেশে আসছে না। শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে ৬ বছর আসেনি, জেনারেলের ছেলে ৬০ বছর পর ফিরবে কিনা কে জানে!
হা হা হা দারুন বলেছেন।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনিও দেখছেন, আমিও দেখছি; জেনারেল জিয়া আজো অনেকের কাছে আদর্শ। যেই মেয়েকে বাবা রাজনীতি থেকে বাদ দিয়েছিলেন, সেই বাবার পাওনা বিচার সেই মেয়েই করেছে।

২| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রতিদিন একই কাঁসুন্দি!!!X(

গাজী ভাই?
ছড়াটড়া কিছু পারেন না????X(

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


এগুলো যদি কাসুন্দী হয়, ১৭ কোটীর বেশীর ভাগই কাসুন্দী থেকে ম্যানুফেকচারড

৩| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কেন জমজানি মনে হচ্ছে,
১৯৭৫এর ঘটনাটা আপনার কাছে পরিষ্কার নয়!!:X(


১৫আগষ্ট নিয়ে দুই লাইন বলেন তো ভাই?

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংলা ব্লগিং মানুষকে অনেক কিছু সঠিকভাবে ভাবতে সাহায্য করছে।

৪| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নায়লা রহমান বলেছেন: তার গত দিনের একটি কথা খুব ভাল লাগলো ।এতে তিনি বললেন জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই!

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


উনার ৩৭ বছরে, ১ জেনারেশন কিছু না পেয়ে, অশিক্ষিত হয়ে, হত দরিদ্র হয়ে, মানবেতর জীবন যাপন করেছেন; ওরা আজ ভোট দিয়ে কি নিজের ভাগ্য বদলাতে পারবেন, সেই সময় আছে ওদের?

৫| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেখ হাসিনার গেম ওভার হওয়ার পথে। নতুন প্রজন্মের জন্য দেশ প্রস্তুত হচ্ছে।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


নতুন প্রজন্ম তো স্যাটেলাইট ট্রেকিং করছেন, দেখছি।

৬| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শাহিন-৯৯ বলেছেন: সেই দিন নিশ্চয় আপনি বিমানবন্দরে ছিলেন আপনার নেত্রীকে বরণ করার জন্য।

ইতিহাস জন্ম হয় রেখে যাওয়া ঘঠনাবলী থেকে, ৬০ বছর পরে লেখা হবে এক মহিলা স্বৈরাচারের অত্যাচারে অনেকে দেশে আসতে পারে নাই।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


৬০ বছর পর, লেখা বদলাবে না যে, ১৯৭৫ সালে যেই গৃহবধু ইউরোপে আটকা পড়েছিলো, ১৯৮১ সালে সেই মহিলা প্রাণ হাতে নিয়ে জেনারেল জিয়ার দেশে ফিরে এসেছিলো আওয়ামী লীগের সভাপতি হিসেবে।

রাস্তাটা জেনারেল জিয়া বানায়েছিলেন।

৭| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার রাজনীতির দৌড় জানা আছে!!
বাঘের সাথে না পেরে গিনিপিগ নিয়ে হম্বিতম্বি?:P

ব্লগের গিনিরা.. আপনাকে বুঝতে পারে না;),
রমজান শেষে হোক, একটা পোস্ট দিব:D

এখন নো ক্যাচাল,
কাছে আসেন, কোলাকুলি করি... :P

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই রাজনৈতিক গুরু; গুরুর কাজ দীক্ষা দেয়া।

রমযানের পর সময় পাবেন তো? তখন মির্জা ফখরুল মাঠে নামবেন।

৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৪

ঢাবিয়ান বলেছেন: ইতিহাস নিয়ে এত চর্চা আর কোন দেশে হয় না।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


অন্যদেশে নির্বাচিত প্রেসিডেন্টকে এত সহজে হত্যা করে নেতা হওয়া যায় না; ফলে, ইতিহাস বরাবরই ছোট থাকে।

৯| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"রমযানের পর সময় পাবেন তো? "
ওহ্ ম্যান!
আপনি খুব রসিক মানুষ! আই লাইক ইউ..;)

তবে কালকেই পোস্ট দেই?
আপনি কখন থাকবেন?? সময় বলেন??
তার আগে লেখা নিয়ে হোমওয়ার্ক করতে হবে!;)

১৮ ই মে, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


কোন গান দিবেন আজকেই বলে দেন, ইউটিউবে শুনে নেবো; অবশ্য আমি বাংলা গানের খারাপ শ্রোতা।

১০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৪

ঢাকার লোক বলেছেন: ভাই, আপনার এ লেখা থেকে একটা উপদেশ সবাই গ্রহণ করতে পারি যা দেশে না হলেও প্রতিটি ঘরে শান্তি বজায় রাখতে সহায়ক হবে ! একবার তাঁরা লাঠি হাতে পেলে কি করতে পারেন সেটা মনে করে গৃহবধূদেরকে হেলা ফেলা না করা ।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


জিয়া এমন কাজ করে গেছেন, শেখ হাসিনা, বেগম জিয়া, রওশন, মতিয়া, শিরিন বাংগালীর মাথায় উঠে বসলো; পিন্টু, শামীম ওসমান, আওরংগ, জয়নাল হাজারীরা আমাদের পার্লেমেন্ট ভবনে বসে খেয়েদেয়ে পায়খানা করার সুযোগ পেলো।

১১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনিতো নিজেই ম্যাওপ্যাও করেন হে??


হাসিনা আপার উপর ক্রাশড্?

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং করার চেষ্টা করেন, শুধুশুধু আড্ডা জমে না।

১২| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: আপনি যেভাবে শেখ হাসিনাকে উপস্থাপন করেন, বড় ভাল হত যদি তিনি তেমন হতেন। বাস্তবে তার অতি কুৎসিত চরিত্রের মুখোমুখি হতে হয় আমাদের প্রতিদিন।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি উনাকে তৈরি করিনি; আমি যা দেখছি, তা আমার মতো করে লিখছি, বাকীটুকু ব্লগারদের মতামত।

তবে, তিনি রেডক্রসের চেয়ারম্যান নন; উনি উনার বাবার স্হান উনি দখল করেছেন নিজের বুদ্ধিবলে, আওয়ামী লীগ উনাকে চাহেনি।

১৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫২

কানিজ রিনা বলেছেন: ভাঙা ঢোল বাজিয়ে বাজিয়ে দেশটাকে
পিছিয়ে নিয়ে যেতে এই আপনার মত
লোকজনই যথেষ্ট। আপনার কাছে পশ্ন
বাঙালী জাতির পিতা শেখ মজিবর রহমান,
জেনারেল জিয়ার মত নেতা আদোও বাংলার
বুকে আর উদয় হবে নাকি?
প্রতিশোধ পরায়ন কখনও সুফল বয়ে আনেনা।
আর তাই আমাদের এই স্বাধীন দেশ প্রায়
দুশ বছর পিছিয়ে গেছে।
আপনি বলেছেন শেখ সাহেবের মৃত্যুর পর
মুক্তি যোদ্ধারা তিন ভাগে ভাগ হয়েছিল।
অথচ বলতে পারবেন? তারা কোন কোন দলে
বিভক্ত আছে। কেন বিভক্ত হয়েছিল কোনও
লিখিত বক্তব্য দিন।
আপনি কখনও শেখ মজিবরকে সম্মান দেখিয়ে
জাতীরপিতা কেন উচ্চারন করেন না। কেন
বলেন জিয়ার সাথে আপনার ভাল সম্পর্ক
ছিল। শেখ মজিবর কেন মুক্তি যোদ্ধাদের
নিয়ে দেশ পরিচালনা করলেন না সবই
আপনার লিখিত বক্তব্য। তথাপি পুরোনা
কাসন্দি ঘেটে কেন দুর্গন্ধ ছড়ান?
বলতে পারেন কেন শেখ হাসিনার নেতারা
চুপ হয়েগেছে? মঞ্চে দাড়িয়ে কথা বলে শুধু
দাঁড়কাক রোড মন্ত্রী ওবাইদুল। শেখহাসিনার
দুঃখ ভরা কন্ঠে একথাই বলেছেন আপনারা
কেন কথা বলছেন না।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজনীতি করতেন না, ছিলেন গৃবধু; ১৯৭৫ সালের পর, ৬ বছর জিয়ার ভয়ে ফেরেনি; যেদিন ফিরেছেন, সেদিন আওয়ামী লীগের সভাপতি হয়ে ফিরেছেন।

এখানে কি আমার হাত আছে? আপনি লিখলে কিভাবে লিখতেন?

১৪| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

নোয়াখাইল্ল্যা বলেছেন: উনার কাজের চাইতে,মুখের ভাষা বিরক্তিকর।উনি যদি মার্জিতভাবে কথা বলতে পারতেন,জনপ্রিয়তায় আরেকটু এগিয়ে থাকতেন।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


উনি যেই কাজ করছেন, উহা বিএনপি'ও করতে পারতো; উনার বাবা ও বাংগালীরা এর থেকে বড় স্বপ্ন দেখার কারণেই মানুষকে প্রাণ দিতে হয়েছিল। উনি যা করছেন, এটা যেকোন ম্যাঁওপ্যাঁঐ করতে পারে।

উনার দিল (হৃদয়) খারাপ; ফলে, মুখও খারাপ

১৫| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: যারা শেখ সাহেবের মৃত্যুর বিচার বন্ধ করার জন্য সংসদে ভোট দিয়েছিলেন, আজ তারা উনার কাছে "সুষ্ঠু ভোট" চাচ্ছেন; যারা ১৫ই আগষ্টে কেক খেয়েছিলেন, আজকে তাদেরকে গুলশান অফিসের আশেপাশে দেখা যাচ্ছে না।
সাপকে ক্ষমা যারা করেছে, তারা বেঁচে থাকেনি দীর্ঘদিন।।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটছে; উনি দুষ্টদের থামাতে থামাতে সময় চলে গেছে; ভালোরাও কিছু পায়নি।

১৬| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি বলেছেন - "উনি হত্যা ও হিংসার বদলে ভালোবাসা দিয়ে হয়তো বাংলাকে সাজাতে পারতেন; কিন্তু সেটা ঘটেনি"

উনি একেবারে তা চাননি তা আমরা বলতে চাই না। এরশাদের আমলে চট্টগ্রামে উনার উপর গুলিবর্ষণ, ২১শে আগষ্ট এর ভয়ংকরতম হামলা এটাকি ভুলে যাওয়া কোন সুস্থ্যমস্তিষ্কের মানুষ ভুলতে পারে ? শুধুই ভালবাসা দিয়ে এজাতিকে কেউ শাষন করতে সক্ষম নন। উনার অবস্থানকে আমি সমর্থন করি। আমি হলে আরো বেশী অাক্রমনাত্বক হতাম। এজাতিকে পুরোপুরি একতাবদ্ধ কখনো কেউ করতে পারেনি। আপনি বলবেন ৭১ এর কথা। অামি বলব, আমরা আবেগের বশে ভুল বলি। ৭০ এর ইলেকশনের আলোকে ৭১ সালে জাতির বড় অংশকে বঙ্গবন্ধু একতাবদ্ধ করেছেন, তারই রেজাল্ট স্বাধীনতা। তবে পাকিস্তানের সাথে থাকতে চাওয়া অংশ কম ছোট ছিলো না। তখনকার ৭.৫০ কোটি জনসংখ্যার মাঝে ভোটার যদি ৩.০০ কোটিও হয়, তার মাঝে অন্তত:পক্ষে ১.০০ কোটি পাকিস্তানের সাপোর্টার ছিলো। ওরা আ.লীগকে ভোট দেয় নি, দিয়েছে মুসলীমলীগকে। এটা বর্তমান বাস্তবতায়ও আমরা ভুলতে পারি না। শেখ হাসিনাও তা ভোলার কথা না। এই হিসাবটা মাথায় রাখলে বর্তমানের অনেক হিসেবই মিলে যাবে। যেটা পোস্টের বিষয় না, অন্য টপিক।

তবে এটা সঠিক বলেছেন, শেখ হাসিনা জিয়ার তৈরী খালি মাঠটাকে নিজের অবস্থান সংহতকরার জন্য ব্যবহার করেছেন। তবে বর্তমানে উনারে যে নিজের দলের মাঝে নিরংকুশ ক্ষমতা, সেটা উনি নিজের দক্ষতাতেই করতে পেরেছেন।

আর একটা কথা, উনাকে রাজনীতির জন্য তৈরী করা হয় নি, যদি তা হতো, তাহলে দেশ অনেক বেশী পেতো। উনি সেল্প মেইড পার্সন।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:

আপনি বলেছেন, "আর একটা কথা, উনাকে রাজনীতির জন্য তৈরী করা হয় নি, যদি তা হতো, তাহলে দেশ অনেক বেশী পেতো। উনি সেল্প মেইড পার্সন। "

এটা সঠিক।

২০০৯ সাল থেকে, উনার হাতে বিরাট লাঠি: জিয়া ও এরশাদের শিষ্যরা টের পেয়ে গিয়েছিল, উনি নিজে টের পাননি; তখন থেকে উনি মানুষের জন্য কাজ করতে পারতেন। উনি এখনো মরা সাপকে লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন।

১৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সাবাস চাঁদগাজী ভাই সাবাস, শাপ কে কখোনো ক্ষমা করা যাবে না - ক্ষমা করে এর পরিনতি কখনো ভালো পাওয়া যায়নি - ইতিহাসের কড়াল স্বাক্ষী !!!

আমার ছোট গল্পটি মনে পড়েছে :- মানুষ মানুষে বিস্বাস করে প্রতারিত হয় আর একজন যোদ্ধা যদি বিস্বাস করেন তাহলে সে আততায়ীর হাতে অথবা পরিচিত ঘনিষ্ট লোকের কাছে হত্যা হবেন - যোদ্ধা কাউকে বিস্বাস করতে পরবেন না এটা তার মুলমন্ত্র । একজন যোদ্ধা যুদ্ধের মাঠেই মারা যান এটাই তাঁর ভংয়কর পরিনতি। তারপর ও সে যোদ্ধা - - - - - - - এটাই তাঁর জীবন।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


ওটা মনে হয় সামুরাইদের পৃথিবী।

বাংগালীদের দরিদ্র সাজানো বাগানে শুকরের পাল নিয়ে প্রবেশ করেছিলো জেনারেল জিয়া। তার যদি কোন মানবিক গুণ থাকতো, একজন গৃহবধুকে কেন দেশে ফিরতে দেয়নি? সেই গৃহ বধু ঠিকই ফিরেছে, শুধু জেনারেলের সময় শেষ হয়ে গেছে।

১৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৪

স্পার্টাকাস৭১ বলেছেন:
আমার কাছে সব চেয়ে অবাক লাগে শেখ হাসিনা একটাও খুন করেনি দেখে।
আমি বা যে কেও তার পজিশনে থাকলে ক্ষমতা পাওয়ার সাথে সাথে এ্যাটলিষ্ট একশ মানুষ খুন করে ফেলতাম শুধু শেখ রাসেলের বাঁচার নিঃশফল আশা খাটের নিচে লুকিয়ে পড়ার কথা চিন্তা করে।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী ও তাদের সন্তান বিএনপি যেসব অপরাধ করেছে, শেখ হাসিনা সেগুলোর প্রতিশোধ নিলে দেশ প্যালেষ্টাইন হয়ে যেতো।

১৯| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

সাইন বোর্ড বলেছেন: ব্লগে প্রথম পাতায় অামাকে স্পেস দেওয়ার ভাষ্যে বলা হলো, অামি যেন বিভিন্ন বিষয়ের উপর লিখি । জানিনা চাঁদ গাজী নামের এই ব্লগারকে এ ধরনের নির্দেশনা কখনো দেওয়া হয়েছে কিনা । সে খুব সু কৌশলে একই বিষয়ের উপর তার যত সব ব্যক্তিগত অাক্রোশ ঢেলে যাচ্ছে একের পর এক...

১৮ ই মে, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাকে কোন নির্দেশ দেয়া হয়নি; ব্লগের লোকজন মনে করেছেন যে, আপনাকে নির্দেশ দেয়ার দরকার আছে।

২০| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: আজ কি অদ্ভুত মিল, সেই জেনারেল জিয়ার ছেলে, সেই শেখ হাসিনার ভয়ে দেশে আসছে না। শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে ৬ বছর আসেনি, জেনারেলের ছেলে ৬০ বছর পর ফিরবে কিনা কে জানে! [/sb


ইতিহাসের সমাপতন! ভালো লিখেছেন ।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


ফখরুল সাহেব এই ঘটনাটা মিলায়ে দেখতে পারেন; তারপর, জেনারেল জিয়ার আদর্শ জনতাকে বুঝালে উনার নিজের জীবনটা সহজ হতো; হয়তো উনার দলের সভাপতি ৬০ বছরের আগেই ফিরে আসতে পারতেন!

২১| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সাইন বোর্ড, আপনার দুঃখ কি ব্লগে না কি চাঁদগাজী ভাই এর উপর, আপনি চাঁদগাজী ভাই এর চেয়ে ভালো কিছু লিখুন দেখান আপনার প্রতিভা ???

জানিনা চাঁদ গাজী নামের এই ব্লগারকে এ ধরনের নির্দেশনা কখনো দেওয়া হয়েছে কিনা । সে খুব সু কৌশলে একই বিষয়ের উপর তার যত সব ব্যক্তিগত অাক্রোশ ঢেলে যাচ্ছে একের পর এক...


আপনার এই মন্ত্যব্য খুব নোংরা মনে হলো, আপনার যেখানে নাম নেই কি বলবো আপনাকে, শুধু আপনার জন্য করুণা হচ্ছে “সাইন বোর্ড” আপনি ব্লগিং শিখুন, ব্লগে আমার মতো সকলের পক্ষ থেকে “আপনার জন্য করুণা”

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


সাইনবোর্ড সাহেব ব্লগে এখনো নতুন।

২২| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: জেনারেলের ছেলে ৬০ বছর পর ফিরবে কিনা কে জানে!

- চাঁদগাজী ভাই, ইতিহাসে একটা মজা আছে “ ইতিহাস এই ব্যাটা চাঁদের মতো সুর্যের মতো ঘুরে - তবে সুদে আসলে ঘুরে আসে এই হচ্ছে মজা !!!

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি "ইন্টারনেটে সভাপতি" বানায়েছে, ৬০ বছর পর লাঠি ভর দিয়ে ফিরতে পারে। ওদের ইতিহাস বুঝার দরকার নেই, সুষ্ঠু ভোট দিলেই পরদিন থেকে গণভবনে।

২৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

সাইন বোর্ড বলেছেন: ঠাকুরমাহমুদ সাহেবকে বলছি, একটা প্লাট ফর্মে সবাই পুরাতন হয়ে অাসেনা, লিখতে লিখতেই পুরাতন হয় । তার অর্থ এই নয় যে নতুন অাসছে সে একেবারেই নতুন । অন্য কোন সাইটে সে অাপনার বা চাঁদগাজীর চাইতেও বেশি পুরানো হতে পারে । অাপনি অাসল কথায় না গিয়ে চাঁদ গাজীর পক্ষে ওকালতি করলেন । এখন অাপনিই নিজেকে জিক্ষাসা করুণ, কতখানি সঠিক ব্লগার অাপনি হতে পেরেছেন ।

২৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:২২

কানিজ রিনা বলেছেন: চলতি পথে কলকাতার দমদম ইস্টেশনের
এক চেকারের ভাষন। আমার ছেলে মেয়ে
নিয়ে কলকাতা ঘুরে ফিরার পথে সেই চেকার
আমাদের দেশের এক শিক্ষিত ভদ্রলোকের
উপর ভাষন দিচ্ছে, আপনারা বাঙ্গালী বড়
মেলচ্ছজাত আপনারা ছেকমজিবরকে মেড়ে
ফেলেছেন। আমরা আপনাদের দেছ ছাদীন
করে দিয়েছি আপনারা আমাদের কাছে ঋনী
বার বার বলছে ছেখমজিবরকে মেড়ে ফেলেছেন আপনারা খুব খারাপ জাতী
ট্রেনের কামরায় ভদ্রলোকটা আমাদের পিছনের
সিটেই বসা ছিল।
আমি উঠে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে
আঙ্কেল, আঙ্কেল বেশ অসুস্থ হার্টের রুগী
বললেন আমি কলকাতা বিরোলা হার্ট রিসার্স
সেন্টারে দেখাতে গিয়েছিলাম আমার হার্ট
অপারেশনের ডেট দিয়েছে ডাক্তার। অসুস্থ
থাকায় শিয়ালদা স্টেশনের পুলিশ দিয়ে টিকেট
কাটিয়েছি। কথা ছিল গেঁদের স্টেশন পর্যন্ত
টিকেট কেটে দেবে সেই মতাবেক টাকা দিয়েছি
কিন্তু পুলিশ আমাকে রানাঘাট পর্যন্ত টিকেট
কেটে দিয়েছে। এখন চেকার বলছে আমাকে
পুনরায় সম্পুর্ন টাকা দিয়ে টিকেট নিতে হবে।
যাই হোক লোকটাকে হেনস্থা দেখে অনেকেই
চুপচাপ চেকারের ভাসন শুনছিল। আমি রেগে
গিয়ে বললাম আপনারা কেন গান্ধীজী,
ইন্দারা গান্ধী রাজীব গান্ধীকে মারলেন?
চেকার আমার মুখের দিকে তাকিয়ে আরও
অনেক তর্ক করার পর আমি যার পর নেই
চেকারের বকাঝকা দিচ্ছি গেঁদের স্টেশনে
আসার পর চেকার আমার কাছে ক্ষমা চেয়ে
বলল দিদি আছলেও আমরা জানিনা বড়বড়
নেতাদের কেন মাড়া হয়। আমাদের অনেক
নেতাকে মেড়ে ফেলা হয়েছে কেন আমরা
জানিনা।
আসলে চাঁদগাজী বলেন ভারতের সোনীয়াগান্ধী
কি প্রতিশোধ পরায়ন ছিল? তিনি জিতেও
পদে বসেন নাই। কিন্তু আমাদের নেত্রীর এই
প্রতিশোধ পরায়ন মানুষীকতায় জাতী আজ
বিরক্ত।

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো আপেলের সাথে কমলালেবুর তুলনা করছেন; ভারতে কোনদিন "মিলিটারী" ক্ষমতায় আসেনি। ইন্দিরাকে হত্যা করেছিল শিখেরা, কারণ উনার ভুলের জন্য শতশত শিখের প্রাণ গেছে; কংগ্রেস জয়ী হলেও, সোনিয়াকে ভারতে কেহ ক্ষমতায় দেখতে চাহেনি।

শেখ সাহেবকে যারা হত্যা করেছে, তারা মানুষ ছিলো না; উনার পরিবারকেও ওরা হত্যা করেছিলো; শেখ হাসিনা সেদিন ঢাকায় থাকলে, উনাকেও হত্যা করতো; ফলে, ইহা ভারতের হত্যাগুলোর মতো নয়।

আমি শেখ হাসিনাকে কইছু শিখায়ে দিইনি, আমি যা দেখছি, সেটা তুলে ধরছি মাত্র।

২৫| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই চন্দ্র গাজী?
বড্ড তুমি পাজিX(
নামায রোজা শুরু করে
ভাল হও আজি:D

ডাকবো নাকি কাজি?
না ফাইট হবে আজি...;)
লড়াই যদি করতে চাও
রণ সাজে সাজি???:P

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ছড়া কিন্ত সবাই পছন্দ করেন, কেহ কেহ কথায় কথায় ছড়া কাটেন; এদিকে লেগে যান।

২৬| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলে দেশের সাধারণ জনগণ বিকৃত ইতিহাস পছন্দ করে, এবং এই সাধারণ জনগণের মেমোরী মান্দাতা আমলের ফ্লপি ডিস্কের ও নিচে। তারেক জিয়াকে ভগবান মেনে পূজা করা খুবই স্বাভাবিক ব্যাপার, দেশের জনগণ যদি একবার সুযোগ পেয়ে যায় দেশের সর্বোচ্চ স্থানে বসাবে মানি লন্ডারিং ব্যাপারী তারেক জিয়াকে - এই দেশে সম্ভব ।।


১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



অশিক্ষিত মানুষ কখন কি করেন, কেহ বলতে পারবেন না; তবে, মানুষ জিয়াও এরশাদকে সাপোর্ট দিয়ে নিজেদের ভয়ংকর ক্ষতি করেছেন।

তারেকের চ্যাপ্টার মনে হয় এখানেই শেষ।

২৭| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কালকে আমি,
কাঁপিয়ে দেব ভুমি
ঢাল তলোয়ার সাথে নিয়ে
তৈরী থেক তুমি!!;)

বল তুমি কোন সময়ে(কালকে)
দিব সেই পোস্ট,
ততক্ষন প্রস্তুতি নাও
খেতেও পার রোস্ট।

মুরোদ থাকে লিখে দেখাও
এমন একটি ছড়া
খালি পার রাজনীতি নিয়ে
ম্যাওপ্যাও করা।।।:P

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



ব্লগার "কি করি আজ ভেবে না পাই"কে আজকাল দেখছি না, উনার যায়গাটা খালি পড়ে আছে!

২৮| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই ও চাঁদগাজী ভাই, আমার মনে হয় ব্লগে রণাঙ্গণ তৈরি করার সময় হয়েছে, একটি যুদ্ধ প্রয়োজন, আমি আছি যোদ্ধা হিসেবে।

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হলো আলোচনার যায়গা; এখানে লজিক্যাল তর্ক, বিতর্ক, কথাকাটি হবে; এটা সাধারণ ব্যাপার।

২৯| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সাইন বোর্ড সাহেব, আমার সাথে দৌড় দিলে ক্লান্ত হয়ে যাবেন - ব্লগিং করুন, দেখা হবে,

৩০| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কালকের লড়াইয়ের শিরোনামঃ :D

লেটস ফাইট উইথ ডিয়ার চাঁদগাজী অ্যান্ড হিজ গিনিপিপ সোলডার্স!!:P



পোস্টটা কখন দিব????

১৯ শে মে, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে সবাইকে আনন্দ দেয়াই কি আপনার ব্লগিং?

৩১| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:১৫

পবন সরকার বলেছেন: শেখ হাসিনা ১৯৮১সালে দিল্লী থেকে কিভাবে দেশে ফিরল এবং ফেরার পিছনে ডঃ ওয়াজেদ এবং শেখ হাসিনার মধ্যে কার অবদান কতটুকু আপনি একটু খোলাসা করে বলেন তো গাজী ভাই? আর যদি সঠিকভাবে বলতে না পারেন দয়া করে ইতিহাস বিকৃত করবেন না।

১৯ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:

ইতিহাসটা আপনিই লিখেন।

আমার জানামতে, ১৯৭৫ সালের শেষের দিকে শেখ হাসিনা ভারতে চলে যান; কারণ, তিনি ইন্দিরাকে বিশ্বাস করতেন। মিলিটারীর কারণে, তিনি দেশে আসার প্রশ্নই ছিলো না। অবশেষে, ড: কামাল জেনারেল জিয়ার সাথে আলাপ করে শেখ হাসিনার দেশে আসার পথ করেন।

৩২| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, মনে হচ্ছে রণাঙ্গণ তৈরি হচ্ছে, মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই এর কথায় কোন দিকের বাতাস কোন দিকে যায় দেখি,আর মন্ডল ভাই, আমরা ঝড় বন্য খড়া তাপ দেখা মানুষ আশা করি যুদ্ধ হবে জমজমাট এবারের সংগ্রাম - - । চাঁদগাজী ভাই, মন্ত্রনালয়ের বাইরে ও বিশেষে ব্যাক্তি থাকেন যার কাজ সম্রাটের সঙ্গে কানে কানে কথা বলা - হ্যা ভাই আমি সেই লোক “রাজ দূত” আছি সাথে । মন্ডল ভাই আনন্দ পাচ্ছি, আসেন মাঠে হবে দেখা ।।।

১৯ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগার "মো: নিজাম উদ্দিন মন্ডল" গান টান নিয়ে পপুলার পোষ্ট দিতেন; এই কয়দিন কেন যেন রাজনৈতিক পোষ্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন; মনে হয়, বহুমুখী প্রতিভা।

কয়েকদিন রাজনৈতিক পোষ্ট টোষ্ট পড়ুক, কঠিন লাগলে যে কোন সময়ে আবার ফিরে যেতে পারবেন গানের আসরে।

৩৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

হবা পাগলা বলেছেন: আপনার রাজনৈতিক বিশ্লেষণ অতি উন্নত মানের, তবে বর্তমানে ব্লগে চিন্তাশীল সমালোচক এবং বিশ্লেষকের পরিমান উল্লেখযোগ্য হারে কমে গেছে। ব্লগারগণ কি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছে?

১৯ শে মে, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


রমাযান'এর সময়, আগামী ১ মাস ব্লগ কিছুটা শ্লো থাকার সম্ভাবনা।

৩৪| ১৯ শে মে, ২০১৮ রাত ১:১৫

হবা পাগলা বলেছেন: তবে ব্লগে চিন্তাশীল সমালোচক এবং বিশ্লেষকের পরিমান কমে যাওয়ার পেছনে ফেসবুকে আসক্তি একটি কারন হতে পারে। ফেসবুকে আসক্তি মানুষ কে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখতে এবং মস্তিস্কের চিন্তা বন্ধ করে কী প্যাড টেপাটেপি করতে সাহায্য করে।

১৯ শে মে, ২০১৮ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকের লোকজন ব্লগে বেশীদিন থাকার কথা নয়।

৩৫| ১৯ শে মে, ২০১৮ রাত ১:২০

কানিজ রিনা বলেছেন: ভারতে কোনও দিন মিলিটারী ক্ষমতায় আসে
নাই। তথাপি গান্ধীজী, ইন্দ্রাগান্ধী,রাজীবগান্ধী
কে মাড়া হয়েছে শিখফিক যেই মারুক
মেরেছে তো।

১৯ শে মে, ২০১৮ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


গান্ধীজী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে কিছু বিতর্কিত বিষয় নিয়ে; কেহ ক্ষমতা দখলের জন্য ভয়ংকর হত্যাকান্ড চালায়নি, যা করেছে বাংলাদেশ মিলিটারী; পাকিস্তানেও এই ঘটনা ঘটেনি।

যারা জেনারেল জিয়া, উনার মিলিটারী সরকার, এরশাদ ও উনার মিলিটারী সরকারকে ভোট দিয়েছে, সাপোর্ট করেছে, তারা জাতির বিরু্দ্ধে কাজ করেছে, তারা জাতির ক্ষতি করেছে।

৩৬| ১৯ শে মে, ২০১৮ রাত ১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া শুধু হাসিনাকে দেশে ফেরতই আনেননি। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে আওয়ামী লীগের রাজনীতি করার পথ প্রশস্ত করেছিলেন। জিয়া অনুমতি না দিলে শেখ হাসিনা আজকে না নেত্রী হতেন, না আওয়ামীলীগের কোন চিহ্ন থাকত। যদিও শেখ হাসিনা, আওয়ামী লীগ ও আপনি কখনোই জিয়ার অবদান স্বীকার করতে চান না...

১৯ শে মে, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি শক্ত জেনারেল ছিলেন, সক্রেটিস নন।

১৯৭৫ সালের ৭ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ'এর হত্যার পর, জিয়া জানতেন, উনি মৃত। উপরে আপনারা যা দেখেছেন, ভেতরে ছিল অন্য পৃথিবী, সেখানে ক্যু'এর পর ক্যাু ছিল, উনি ক্ষমতা নিয়ে আটকে গিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের মেরে একা বাঁচতে চেয়েছিলেন, যা মোটামুটি কখনো সম্ভবপর ছিলো না।

উনার গনতন্ত্র, মনতন্ত্র, সবকিছুর ছিলো ক্যু বন্ধ করার অমানুষিক প্রচেষ্টা।

৩৭| ১৯ শে মে, ২০১৮ রাত ১:৪৫

nurul4amin বলেছেন: আপনার চেয়ে বড় নির্লজ্জ এই ব্লগে আছে কিনা আমার সন্দেহ, বর্তমানের খবর নিয়ে অতীত নিয়ে টানাটানি।

১৯ শে মে, ২০১৮ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি "সুষ্ঠু" ভোট চাচ্ছেন?

উহা আমার হাতে নেই, আমি সামান্য ব্লগার

১৯ শে মে, ২০১৮ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



অতীত ও বর্তমান হলো, সময়ের "এনালগ" সিগন্যালের পরিব্যপ্তি; এই পরিব্যাপ্তির ঘটনাগুলো ইতিহাস; রাজনীতিতে ইহার ভুমিকা অক্সিজেনের মতো।

আমি ইহাকে বুঝার জন্য ব্লগিং করছি, কমপক্ষে আপনার গালির উদ্রেক করার মত আমার পোষ্ট আছে ; আপনিও ব্লগিং করছেন ৬ বছর ৬ মাস, ফলাফল দেখলাম "০"; কারণ, আপনি ইতিহাসের অংশ নন।

৩৮| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, কিছু মানুষ আছেন যারা নিজেরা নিজেদের গালাগাল করেন - তাদের সারা জীবনে ব্যার্থতা এটা করতে শেখায়, ব্লগে আরেকজন “nurul4amin” তার প্রমাণ। ভাষা মানুষের পরিচয় বহণ করে।

১৯ শে মে, ২০১৮ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগার “nurul4amin” সাহেব নিক একটা বানায়েছেন, এখনো মনে হয় ফেইসবুকে আছেন; যদি কোনদিন ব্লগে আসেন, ক্রমেই মানুষ হয়ে যাবেন একদিন।

৩৯| ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্ভাগ্য বাংলার জনগণের | বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না |

১৯ শে মে, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


সাবজেক্ট হিসেবে ইতিহাস একেবারে সোজা কিছু নয়; ইতিহাস বুঝার মত অবস্হানে থাকলে কেহ ছাত্র রাজনীতি করার কথা নয়; উহারা আসলে লিলিপুটিয়ান, তাই রাজনীতির নামে ষড়যন্ত্র করে বেড়ায়।

৪০| ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় শুভ সকাল। আপনার আজকের পোষ্ট ও কমেন্ট মিলে রীতিমত বৈচিত্রময় হয়ে উঠেছে। দেখলাম ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস। জানিনা এই চক্রও উল্টে যাবে কিনা একদিন ।
সোনিয়া গান্ধি প্রসঙ্গে বলি ওনাকে কেউ চাননি বলে নয়, বিজেপির বেদেশীনি ইস্যুকে উনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করেছিলেন, পদে না বসে।
মন্ডল ভায়ের সঙ্গে আপনার ডুয়েট একদম জমলনা। রীতিমত যুদ্ধের দমামা বাঁজিয়ে যুদ্ধ ঘোষনা করলেও আপনার নিরুৎসাহ যুদ্ধে জল ঢেলে দিল।

এত সুন্দর বাক্য বিনিময়ের মাঝে দুজনের কুমন্তব্যে বেশ হতাশ হলাম। ভাগ্যিস ঠাকুরমাহমুদ ভাই আছেন বলে রক্ষা।

সুন্দর আলোচনায় সমস্ত পাঠক ও মন্তব্যকারীকে শুভেচ্ছা।

১৯ শে মে, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা সোনিয়া গান্ধীকে ভোট দেয়নি, তাঁরা দিয়েছিলেন কংগ্রেসকে; সোনিয়া সঠিকভাবে নিজকে মানিয়ে নিয়েছিলেন।

আমি ব্লগিং করি আনন্দের জন্য, উহার মাঝে ডুয়েট ফুয়েটের যায়গা নেই। রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কথা বললে, তর্ক, বিতর্ক, এটা, সেটা, টুংটাাং একটুখানি হয়।

৪১| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেখ হাসিনার গেম ওভার হওয়ার পথে। নতুন প্রজন্মের জন্য দেশ প্রস্তুত হচ্ছে।

সাহসী মন্তব্য করেছেন।

১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজেই বলেছেন, নতুন নেতৃত্ব খুঁজতে।

৪২| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা নিজেই বলেছেন, নতুন নেতৃত্ব খুঁজতে।


এটা তো ছাত্রলীগের পোলাপানদের বলেছে।
উনি আমৃত্যু পদ ছাড়বেন না।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


উনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিলে ভালো হতো, উনার জনপ্রিয়তা বাড়তো; উনি পর্যবেক্ষণ করার সময় পেতেন।

৪৩| ১৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ভাগ্যের নির্মম পরিহাস, ইটের বদলে পাটকেল খেতে হয়। জানিনা হাসিনা ভাগ্যে কি আছে ভবিষ্যতে।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


জনতার একাংশ হাসিনার জীবনচক্র না বুঝেই শেখ হাসিনার উপর ক্ষিপ্ত! উনি কি অপরাধ করেছিলেন যে, উনাকে "৬ বছর নির্বাসনে" থাকতে হলো?

৪৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

বিদেশে কামলা খাটি বলেছেন: দেশের মানুষকে শিক্ষিত করেুন। দেখবেন নেতা আর খুজতে হবে না। সব মানুষই নেতৃত্ব দেবার ক্ষমতা রাখবে।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


এটাই সঠিক। দেশের মানুষের ১ম মোলুিক অধিকার হলো শিক্ষা, তাদেরকে বন্চিত করে, দেশকে আজকের ভয়ংকর পজিশনে আনা হয়েছে।

৪৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

nurul4amin বলেছেন: মানুষ বানান তাতে আপত্তি নাই, নির্লজ্জ বানানোর চেষ্টা কেরবেন না দয়া করে?

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং প্যাটার্ণ দেখলাম; কোনটা মানুষ, কোনটা কি, বুঝার ক্ষমতা অর্জনও দরকারী বিষয়।

৪৬| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁদগাজী ভাই
আজকের মত মাফ চাই:(
অনেক কাজ পড়ে আছে
আরেক দিন লড়াই হবে!:)

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আসলে, কোন লড়াই'র দরকার নেই, ব্লগিং করুন; লড়াই ফড়াই ছেলেমী মাত্র; ব্লগিং হলো ভাবনার বিকাশ।

৪৭| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

সনেট কবি বলেছেন: যথাযথ উপলব্ধি।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, ১৯৭৫ সালের হত্যাকান্ড, শেখ হাসিনার অকারণ নির্বাসন, সবকিছুর এ্যাকশন হয়েছে।

৪৮| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩

হাফিজ বিন শামসী বলেছেন:

সুষ্ঠু নির্বাচন কে চাইল বা না চাইল তার ওপর ভিত্তি করে করে কি নির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে? ষোল কোটি মানুষ কি হাতে গোনা কয়েকজনের কারণে ভোটাধিকার হতে বঞ্চিত হবে?

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


না, কইছু মানুষের জন্য ১৭ কোটী মানুষকে গণতান্ত্রিক নির্বাচন থেকে বন্চিত করা অপরাধ হবে; তাই, দরকার এই সমস্যার সমাধান; সেটার একটা সমাধান হতে পারে, "সর্ব-নাগরিক সরকার"।

৪৯| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
nurul4amin নামক ব্লগারের কমন্টে দয়াকরে কোনো কথার জবাব দেবেন না, একজন মানষিক বিকারগ্রস্থ রোগীর সাথে আলোচনা বা বিতর্ক চলে না ।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


চলার সময় জুতার নীচে অনেক কিছু আটকে যায়; কিন্তু চলার শেষ নেই।

৫০| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, [/sb ]সমস্যা হচ্ছে একসময় বাসে ট্রেনে রেষ্টুরেন্টে বড় অক্ষরে লেখা থাকতো

ব্যাবহার বংশের পরিচয়
চেয়ারে পা তুলিবেন না
উচ্চস্বরে কথা বলিবেন না
রাজনৈতিক ও ধর্মিয় আলাপ নিষিধ্ব
৫০০ টাকার ভাংতি নাই
পকেট সাবধান

এখন এসব লেখা থাকে না আর তাই এই শ্রেণীর লোকের উপদ্রব বেড়ে গেছে - কি মাঠে ঘাটে, কি অফিসে, কি ব্লগে !!!

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সবকিছু বদলায়ে যায়, কিছু ভালোর দিকে যায়, কিছু খারাপ ফল দেয়। ব্লগিং বাংগালীদের মননের বিকাশের জন্য বিরাট সুযোগে সৃষ্টি ;করেছে; যাঁরা ভালোর দিকে বদলাবেন না, তারা হতাশ হবেন।

৫১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পবন সরকার বলেছেন: জিয়ার অবদানটা ঠিক আছে তবে ডঃ ওয়াজেদের অবদানটা লিখলেন না।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



ড: ওয়াজেদের কোন রাজনৈতিক অবদান আমার জানা নেই।

৫২| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌তি‌নি কি বাংলা‌দে‌শের মাহা‌থির হ‌তে পার‌তেন না? আমার ম‌নে হয় উনার সু‌যোগ ছিল।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


আধুনিক রাষ্ট্রের নাগরিক অধিকার, শিক্ষা, বেকারত্ব, গণতন্ত্র, অর্থনীতি, ফাইন্যান্স সম্পর্কে উনার দুই পয়সারও ধারণা নেই; উনি শুধু কৌশলগতভাবে মিলিটারী জেনারেলদের চেয়ে, ড: এমাজুদ্দিন, ফখরুল, আমানদের চেয়ে বুদ্ধিমান; এটুকুই।

৫৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি পাকা খেলোয়াড়। আমারও ধারণা উনি পিতাকেও ছাপিয়ে গেছেন। এখন সময় এসেছে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরার।

১৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনার বাবা উনার কাছে ছাত্রলীগের ভালো কর্মী।

উনি বিচার করেছেন, প্রতিপক্ষের দুষ্টদের দমন করেছেন, নিজের দুষ্টদের বিচার থেকে মুক্তি দিয়েছেন; এবং জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম প্রমোট করেছেন, বাবার আদর্শ, বাকশাল'কে ভুলে গেছেন।

৫৪| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া শুধু হাসিনাকে দেশে ফেরতই আনেননি। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে করেছিলেন।

জিয়া হাসিনাকে দেশে আনার কে?
হাসিনার নামে কি মামলা ছিল? তার দেশে আসার কোন নিষেধাজ্ঞা ছিল?

জিয়া খুনিদের নেতা ছিল। সে আশ্বাস দিয়েছিল, আপাতত তাকে মারা হবে না।

আর বহুদলীয় গনতন্ত্র?
উনি প্রথমে কু পালটা কুর নামে ২০০০ সেনা ও বিমানবাহিনী সদস্য খতম করে নিজের রাস্তা তৈরি করেন। রাজাকার চিফদের পাকিস্তান থেকে আমদানি করেন। তারপর দলছুট চোরচোট্টাদের নিয়ে ক্যান্টনমেন্টে বসে জাগোদল (পরে বিম্পি) নামে একটি দল করেন।
ক্ষমতা পোক্ত করেন।
এরপর সীমিত পর্যায়ে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেয়া হয়েছিল।

২০ শে মে, ২০১৮ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


জিয়া ছিল বাংলাদেশী আিয়ুব খান, যিনি মুক্তিযো্দ্ধা হত্যা করেছে।

৫৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৯

পবন সরকার বলেছেন: জিয়া বাংলাদেশি আইয়ুব খান হলে আপনি তো তার সাথের মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে আপনি কি?

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



উনার ২টি দিক আছে: মুক্তিযোদ্ধ, ও মুক্তিযোদ্ধা হত্যাকারী; আমি উনার প্রথম ভাগে ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.