নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কিছুতেই রাজনীতি ও মানুষের সমন্বয় ঘটাতে পারছেন না

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৭


News Link

মোদী গেছেন মালয়েশিয়া, শেখ হাসিনা গেছেন ভারত; কার গন্তব্য কোন দিকে! শান্তি নিকেতনে সামান্য বাংলাদেশ ভবন উদ্বোধনে কেন দেশের প্রাইম মিনিষ্টারকে যেতে হবে? আবার সেই সামান্য অনুষ্ঠানে ভারতীয় প্রাইম মিনিষ্টার কেন আসছেন? এগুলো বাংলাদেশের অনেক মানুষের জন্য অবশ্যই চিন্তার বিষয়; এবং কিছু মানুষের জন্য খুবই দুর্চিন্তার বিষয়; সেই রকম একজন মানুষ হচ্ছেন, বিএনপির ড: খোন্দকার মোশাররফ সাহেব।

বাংলাদেশে দীর্ঘদিন ষড়যন্ত্রের রাজনীতি চলে আসছে, তারই রেশ ধরে বিএনপি'র ড: খোন্দকার মোশারফ প্রশ্ন তুলেছেন, "প্রাইম মিনিষ্টার কেন ঘনঘন ভারত যাচ্ছেন?" প্রাইম মিনিষ্টার যথাসম্ভব ভোটের আগে তিস্তার পানি চুক্তি করে, মানুষকে তাক লাগিয়ে, ভোটের সময় সাপোর্ট পেতে চাচ্ছেন! কিন্তু, গত কয়েক বছরের পদক্ষেপ থেকে পরিস্কার হয়েছে যে, মমতা পানি দিতে চাচ্ছে না; ফলে, পানি এনে ভোটের সময় তাক লাগানোর চেষ্টা না করে, মানুষকে বুঝানো সম্ভব যে, মমতা অকারণে পানি নষ্ট করছে, আমাদের ভাগ আমাদের দিতে চাচ্ছে না, আমরা "বিকল্প ব্যবস্হা" নেবো; এটা সহজ, কাজ করবে, ও মানুষ আসল অবস্হা বুঝতে সক্ষম হবে।

তিস্তার ২ তীরে পানির রিজার্ভার করলে, শীতকালে ধান চায়ের দরকারী পানির বেশীর ভাগই যোগান দেয়া সম্ভব; সেখানে মাছ চাষও সম্ভব হবে; শুধু নৌ চলাচলটা হবে না; কয়েক হাজার মানুষের চাকুরী হবে; যা সম্ভব সেটাই করার দরকার। মমতা ভালো রাজনীতিবিদ নন, উনি আসলে কোন রাজনীতিবিদই নন, উনি দলবাজ মহিলা, ভালো সংগঠক, অকারণ সন্যাসী; এই দলবাজী করতে গিয়ে জীবনে বিয়েও করেননি, আসলে ষোল আনাই মিছে! উনি পশ্চিম বাংলার আধা সন্ত্রাসী মুসলমানদের দলে ধরে রাখতে, তলে তলে শেখ হাসিনা বিরোধী; তাই ভোটের আগে পানি দিতে চাইবেন না; হয়তো ভোটের পরেও দেবেন না।

ড: খোন্দকার মোশারফের প্রশ্নে তিস্তার পানি ইত্যাদি নেই; উনার প্রশ্নের ধরণে মনে হয় যে, শেখ হাসিনা ভারতের সহায়তায় ক্ষমতায় গিয়ে থাকেন, এবারও সেই কারনে ভারতে যাওয়া আসা। বিএনপি'র লোকজন ব্যতিত আরো কয়েক কোটী মানুষ ভারতে যাওয়া পছন্দ করেন না, এটা বুঝা খুবই সহজ। শেখ হাসিনা যেই পজিশনে আছেন, দলের বলেই তিনি ক্ষমতায় যেতে পারবেন; মাঝখানে আবার অকারণ সন্দেহ সৃষ্টি করার কি দরকার?

গত ৪ বছরে উনি দেশের মানুষকে উনার সাথে নিতে পারতেন; উনি যা করছেন, মানুষকে তাতে সম্পৃক্ত করলেই হতো; উনি যা করেন, মানুষের অনুমতি নিয়ে করলেই হতো; এই দেশের মানুষ তাঁদের নিজের অধিকার বুঝেন না; তাঁদেরকে একটু সন্মান দেখালেই তারা গলে যান, কলা গাছকে ভোট দেন।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ব্যাপার লেখক??
আপনার নিউজ লিংক কাজ করে না কেন??:(

আমরা একটা বিশ-বছর চক্রে আটকে আছি।
৫২ তে নতুন প্রজন্ম কিন্তু তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদেরকে ভাষা দিয়ে গেছে। তার বিশবছর পর আবার ৭১-এর প্রজন্মও তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদের একটা রাষ্ট্র দিয়ে গেছে। আবার বিশবছর পর ৯১-এর প্রজন্ম একটি গণতান্ত্রিক রাষ্ট্র দিয়ে গেছে। এখন ২০১৮। ব্যর্থতার বিশবছর কিন্তু পার হয়ে গিয়েছে। এটা এই প্রজন্মের দায়িত্ব।এটা খালেদা জিয়া বা শেখ হাসিনার দায়িত্ব না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব। নতুন প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ের দায়িত্ব। এটা প্রজন্মের দায়িত্ব।(কপি)

কেমন লাগল??
এটা কার কথা???;)

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


লিংক কাজ করছে, আমি পরীক্ষা করে দেখেছি।

'৫২ সালে জিন্নাহ সাহেব ইমোশানেল হয়েছিলেন; বাংগালীরা অতি বিপ্লব করেছে; তখনকার দরকার অনুযায়ী পাকিস্তানের ভাষা ইংরেজী থাকারই দরকার ছিলো।

১৯৯১ সালে এরশাদকে ঠিক মতো তাড়ানো হয়নি; আজও সে ক্ষমতায়।

১৯৭১ সালের জেনারেশন তাঁদের দায়িত্ব পালন করেছেন; নেতৃত্ব উহার গুরুত্ব বুঝেননি।

২০১৮ সালে এসেও ১৯৭৫ সালের রাজনীতি জাতির উপর প্রভাব রাখছে; সেটার মুলোৎপাটন শেখ হাসিনার হাতে এখন, নতুনদের হাতে নেই এখনো।


২| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই?
ব্লগারদের রাজনীতির দৌড় আমার জানা আছে!
সবাই হয় "হেইট ইট", নয়তো "জ্বী হুজুর" পার্টি!
আর আপনি এখনো স্বৈরাচারী!



@"মমতা ভালো রাজনীতিবিদ নন, উনি আসলে কোন রাজনীতিবিদই নন"
-- হাসালেন শ্রদ্ধেয়!
আমি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী জায়গায় হলে, আমিও পানি দিতাম না! আগে ঘর তবে তো পর!!

অবস্য আপা, ম্যাডামদের কথা আলাদা! তারা দাতা হাতেম তায়ী!X(
আমিতো বলবো তারা সুস্থ রাজনীতিই বোঝেনা!

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


মমতা দরকারের বেশী পানি ধরে রাখেন শীতে; উহা দেশপ্রেম নয়, অপরাধ!

৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৭

শিখণ্ডী বলেছেন: বিএনপি এই সব আবোল-তাবোল নিয়ে থাকলেই ভাল। নয়ত পেছনে পা ওয়ালা ভূত আবার পেছনে নিয়ে যাবে।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি নিয়ে শেখ হাসিনা অনেক সময় নষ্ট করেন, দেশের স্বাভাবিক অবস্হা নিয়ে কম ভাবেন।

৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: মমতা ব্যানার্জি র ছদ্ম ধর্মনিরপেক্ষতার ( সংখ্যালঘু তোষণ ) রাজনীতি, আসলে ভোটব্যাঙ্ক রাজনীতি ( ৩০% মুসলিম ভোট ) পশ্চিমবঙ্গের বাকি সংখ্যাগুরু লোকজনকে ধীরে ধীরে খেপিয়ে তুলছে । যার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি র মত গোঁড়া হিন্দুতবাদি দলের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


মমতা আসলে রাজনীতি করছেন না, উনার সাংগঠনিক শক্তিকে অকাজে ব্যয় করছেন; অকারণে সন্যাসী হয়েছেন।

৫| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসু আপা ভারত সফরে অতি উৎসাহী। বাংলাদেশের জনগণ মুদি ফুদিকে বিশ্বাস করেনা, গুটিকতক আওয়ামী ছাড়া।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের কেহ ভারতকে বিশ্বাস করে বলে মনে হয় না; তবে, ভারত সরকার তাদেরকে ডরকারী লোকজন মনে করে।

৬| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সামনের ইলেকশনের সময় নিয়ে আপনি কি ভাবছেন?
নিউজ লিংকে প্রবেশ করা যাচ্ছে না। মনে হয় সার্ভারে সমস্যা।

০২ রা জুন, ২০১৮ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:

আমার কম্প্যুটার থেকে স হজেই যাচ্ছে, আপনার কম্প্যুটারে কোন ধরণের এন্টিভাইরাস আছে।

https://www.thedailystar.net/politics/bnp-raise-question-teesta-water-deal-during-pm-sheikh-hasina-india-visit-1581910

ইলেকশান এখন পুরোপুরি শেখ হাসিনার হাতে। শিক্ষিতরা কিছু করছে না, কমপক্ষে হাসিনার সাথে কিছু বুঝাপড়া করার দরেকার।

৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:১৩

আখেনাটেন বলেছেন: এ দেশে মানুষের চেয়ে গদির চিন্তাটা বেশি হওয়ায় ক্ষমতার শেষ সময়ে এসে নেতাদের মাথা এমনিতেই সমন্বয়হীন থাকে। যদি দাবার চাল উল্টে যায়, তাহলে কী হবে এই চিন্তায়?

ইনারা কোনোদিন গণমানুষের নেতা হতে পারবেন না। লোভ বড় ভয়ঙ্কর জিনিস।

০২ রা জুন, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ঠিক অন্যদের মত রাজনীতিতে আসেননি; উনি রাজনীতির কেহ ছিলেন না; উনাকে কেহ আনেনি, উনি নিজে এসেছেন; উনাকে আসতে হয়েছে বিচার করার জন্য, উনি সেটাতে আটকে আছেন এখনো, যা জাতির জন্য বিপদ হয়ে গেছে এখন।

৮| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "শেখ হাসিনা কিছুতেই রাজনীতি ও মানুষের সমন্বয় ঘটাতে পারছেন না।" কথাটির সাথে আমি একমত।

০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


অন্যদের তুলনায় সহজ ছিলেন, কিন্তু মানুষকে সাথে নিতে চান না; কেমন যেন উপনিবেশিক মনোভাব, "যা করতে হয়, উনিই করবেন"।

৯| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রী একজন স্বৈরাচার। দেশে গনতন্ত্রের চর্চা চাই। সুষ্ঠু ভোটাধিকার চাই।

০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



উনি গণতন্ত্র উদ্ধার কতে আসেননি, উনি এসেছিলেন উনার বাবার হত্যাকারীদের বাক্সে রাখার জন্য।

১০| ০২ রা জুন, ২০১৮ রাত ১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিস্তা নিয়ে আমরা মনে হয় হুদাই বেশী চিন্তা করি। তাদের সাথে আরো অনেক সমস্যা সমাধান বা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। তা না করে আমরা খালি তিস্তা তিস্তা করি। তবে এবার শেখ হাসিনাকে নিয়ে ভারত রিপোর্ট করেছে যে, মোদীর কাছে হাসিনা প্রতিদান চান! যদিও তিনি বলেছেন, ভারতকে যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে!...

০২ রা জুন, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



ভারতের সাথে প্রতিবেশী হিসেবে আমাদের সুসম্পর্ক নেই; ওদের ও আমাদের ভাষায় দেয়া নেয়া বলতে যা কিছু বুঝায়, এগুলো হাউকাউ। আমরা কম দামে নীচু মানের গাড়ী ও ইন্ডাস্ট্রিয়েল মালামাল ওদের থেকে কিনতে বাধ্য হচ্ছি; আমাদের লোকজনের চাকুরী না থাকাতে ভয়ংকর চোরাচালানী হচ্ছে আমাদের দিক থেকে; ওরা আমাদের বিশ্বাস করে না, আমরা ওদের পছন্দ করি না

১১| ০২ রা জুন, ২০১৮ রাত ১:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তবে শেখ হাসিনার সুযোগ ছিল ভারতপ্রীতিটা কমিয়ে বিএনপি তথা ভারতবিরোধীদের হাতে ইস্যু না তুলে দেয়া। এবার খোলামেলাভাবেই ভারতের সাথে সম্পর্ক করলেন তিনি। ঋণের নামে তাদেরই নীচু মানের গাড়ী ও মালামাল নিতে হচ্ছে...

০২ রা জুন, ২০১৮ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


যেখানে বিশ্ব ব্যাংক, আইএমএফ, জাইকা, এডিবি ঋণ দিচ্ছে, সেখানে ভারতীয় ঋণ নেয়া ও তা দিয়ে স্ক্রেপ কেনা ক্রাইমের সমান।

১২| ০২ রা জুন, ২০১৮ রাত ২:২৬

ব্লগ মাস্টার বলেছেন: জয় হাসিনা।

১৩| ০২ রা জুন, ২০১৮ রাত ২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: এদেশে হাসিনার মত প্রধান মন্ত্রীই পারফেক্ট। আমি দোআ করি উনি যেন আরো কয়েক দশক এদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

০২ রা জুন, ২০১৮ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনি থাকাতে কয়েক লাখ লাভবান হয়েছে, জাতির অবস্হা ভয়ংকর

১৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: হাসিনা মোদি সম্পর্ক বেশ ভালো।
এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মাথায় আধুনিক কোন আইডিয়া নেই; অন্যদেশকে অনুসরণ করার মতোও দক্ষ নন তিনি; উনার দলের বাকীগুলো কলাগাছ।

১৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০২

গরল বলেছেন: যেমন বাঙ্গালী তেমন হাসিনা, মানুষ যতই ভারতকে কথায় কথায় তুলোধুনা করুক না কেন ভারতীয় কাপড় আর ভারতীয় সিনেমা গিলতে একটুও বাধে না তাদের। প্রতি ঈদে হাজার হাজার কোটি টাকার ভারতীয় কাপড়ের বাণিজ্য হয়। ভারতীয় চ্যানেল দেখে দেখে মানুষ এখন দুই নম্বর ডাবরের মধু ও আমুল এর লাচ্ছি আরো কি কি যাতা সব খাওয়া শুরু করছে। সারা জীবন ফুচকা খেলাম আর এখন এর নাম হয়ে গেল পানি পুরি, মচমচে ফুচকা কে পানিতে ডুবিয়ে খায় ছাগলের দল। আগে গরীব মানুষ যে চাপড়ি খেত এখন ভদ্রলোকেরা সেসব খায় রেষ্টুরেন্টে যেয়ে। কারেন্ট জালের উপর গুনা (আগেকার দিনে বেড়া বাধতে ব্যাবহার করত) দিয়ে কাজ করে শাড়ি বানায় তাই মানুষ কিনে ৪০-৫০ হাজার টাকা দিয়ে। অতএব হাসিনা শুধু একা না, দেশের অন্তত ৮০ ভাগ বাঙ্গালী ভারতমূখী।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


জাতির মেরুদন্ড শক্ত নয়; নিজের জাতিকে নিয়ে ভাবে না; ব্যুরোক্রেট ও প্রশাসন মিলে, জাতিকে আদম বেপারীদের হাতে তুলে দিয়েছে; স্কুলে না পাঠিয়ে সৌদী পাঠায়।

১৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভারতকে যা যা দেয়া হয়েছে তার জন্য ভারত সারাজীবন মনে রাখবে ।আমাদের প্রধানমন্ত্রীর চাওয়ার অভ্যাস কম দেবার অভ্যাসটা বেশী।এটাইতো আমাদের বড় পাওয়া!

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রী আপনার মতো ভিক্ষুক নন, মনে হয়!

১৭| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, এই দেশে কোনো দিন কোনো কালে সুষ্ট নির্বাচন হয়নি, হবেও না, তাহলে কেনো এই তামাশা ? কাগজ নষ্ট, টাকা নষ্ট, কর্ম সময় নষ্ট, নষ্ট হবে শত শহস্র মানুষের প্রাণ ও অকাতরে রক্তপাত !!!

শেখ হাসিনা থাকুক চেয়ারে খালেদা থাকুক জেলে ।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বদলাচ্ছে প্রতিদিন; শেখ হাসিনা বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতিকে বদলাচ্ছে না; আমরা আফগানদের মত পেছনে পড়ে যাচ্ছি

১৮| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, এখানেই ভয়, বাংলাদেশ যেভাবে এগুচ্ছে ইতিহাস বলে আফগানিস্তানের অতীত - বর্তমানের বাংলাদেশ, দেশে মৌলবাদ ও জঙ্গীবাদকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে এতে করে আগুন বাড়বে, কখনো কমবে না। রাজনিতীবিদগণ সবাই সবার আখের দেখছেন সবাই কানাডা বসতি গড়ছেন কেওবা আদমের দেশ মালয়েশিয়া, নিতান্ত কেও সুযোগ না পেয়ে পাঁচ বছরের ভিসা করে রাখছেন পাশের দেশ ভারতের ! ভাবতে পারেন দেশের প্রতি সবাই কি ইচ্ছা পোষণ করে ? কোনো কারণে ক্ষমতাচ্যুত হলে রাতে রাতে পগারপার বলে দেশত্যাগ !!!

০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগ নেতাদের মাঝে একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কেহ জাতিকে ভালোবাসে বলে মনে হয় না; কিন্তু শেখ হাসিনা বিবিধ সমস্যায় পড়ে এমন এক পর্যায়ে গেছেন যে, তিনি জনতাকে বিশ্বাস করে বলে মনে হয় না।

মৌলবাদ ও জংগীরা ছিলো, থাকবে; কিন্তু ওরা যেনো বাড়তে না পারে, সেইজন্য অর্থনীতি ও সমাজ জীবনকে যেভাবে সাজানো দরকার, শেখ হাসিনার সেই প্রচেষ্টা আমি দেখছি না।

১৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌মোদীজী এক জন ভা‌লো নেতা। বি‌জে‌পি‌তে গণত‌ন্ত্রের চর্চা আ‌ছে যেটা কং‌গ্রে‌সে নেই।

০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


মোদীর দলে অনেক দল আছে কোয়ালিশনে; কংগ্রেস ভালো দল, কিন্তু ওরা অর্থনীতিতে ভালো করেনি

২০| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

নতুন বাঙ্গাল বলেছেন: দেখুন উনি শান্তি নিকেতন এ গিয়েছেন ,এতে পশ্চিমবংগের সাধারন মানুষ বা সুশিল সমাজ এর দিক থেকে মমতার উপর সামান্য হলেও একটা চাপ তৈরি হবে, যে বাংলাদেশ কে তার প্রাপ্য দেয়া উচিত। যদিও খুব সাহসা তিস্তা চুক্তি হবে না, তার পরেও শেখ হাসিনা একটা নৈতিক দায় চাপিয়ে দিয়েছেন যে, সব কিছুর পরেও উনি সুসম্পর্ক বজায় রেখে চলেছেন।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


ভালো ভাবনা, দেখা যাক, মমতা কি প্রসব করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.