![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শুরু থেকে আমাদের জাতীয় সংগীত ছিল, জাতীয় ফল ছিল, জাতীয় মলও ছিলো; ছিলো না একটি জাতীয় গল্প; সেটা যোগ করেছেন আমাদের জাতীর আপোষহীন নেত্রী বেগম জিয়া ও আমাদের মিলিটারী। গল্পটা ছিলো: "এলাকার সন্ত্রাস, কানা কুদ্দুসকে আমাদের চৌকস বাহিনী, র্যাব গ্রেফতার করে গতকাল; আজরাতে, আসামীর দেয়া তথ্য অনুসারে ব্যাবের সদস্যরা আসামীকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায়; গন্তব্যস্হানে পৌঁছলে, সেখানে আগের থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে আসামী দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে; কিন্তু ক্রস-ফায়ারে পড়ে প্রাণ হরায়; র্যাব অকুস্হল হতে ১টি দেশীয় পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।"
এরা বিএসএফ থেকে অনেক অনেক বেশী বাংগালীকে হত্যা করেছে।
শেখ হাসিনা এসব ব্যাপারে বেগম জিয়ার শিষ্য; তবে, উনার যুগে এসে, আমাদের জাতীয় গল্প ২/৪টা ছেলেমেয়ে প্রসব করেছেন; তাদের সর্ব-কনিষ্ঠ হচ্ছেন জাতীর ইয়াবা গল্প; এতে মিলিটারী, পুলিশ ও ড্রাগ-পুলিশেরাও স্পার্ম দান করেছেন।
আমাদের মিলিটারী আমাদের শেখ সাহেবকে হত্যা করেছে; তাদের বাবা জিয়াউর রহমানকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধা জেনারেল খালেদ মোশারফ, মুক্তিযোদ্ধা জেনারেল মন্জুরকে হত্যা করেছে; আরো হত্যা করেছে কর্ণেল তাহের, কর্ণেল জামিল, আরও ১৩ জন অফিসারকে, সাথে ৩০০ জনের বেশী সৈনিককে হত্যা করেছে। সর্বশেষ তারা তাদের স্নো-পাউডার ম্যাডাম থেকে একটা স্বাক্ষর নিয়ে দুষ্ট ও অবাধ্য নাগরিক হত্যা চালিয়েছে ২০০৬ সাল অবধি। উত্তারাধিকার সুত্রে শেখ হাসিনা সেটা চালিয়ে যাচ্ছে!
যেই জাতির মিলিটারী, পুলিশ ও স্পেশাল বাহিনী মিথ্যা গল্পের অবতারণা করে, এবং উহাকে প্রতিদিন ব্যবহার করে, প্রতিদিন মানুষ মারে, সেই জাতি ভয়ংকর সমস্যায় আছে; ইহা মিলিটারী নয়, ইহা পুলিশ বাহিনী নয়, এগুলো অজগর বাহিনী; এদের বিলুপ্তির দরকার আছে।
আমাদের দরকার ৩০ হাজার নিয়মিত সৈনিক ও ১২/১৪ কোটী 'পিপলস আর্মি'; সৈনিকেরা ইমারজেন্সীর মোকাবেলা করবে; বাকীরা হবে রিজার্ভ। ১০ ও ১২ শ্রেণীর পরীক্ষার পর, সব ছাত্রছাত্রী ৮ সপ্তাহের মিলিটারী ট্রেনিং নেবে; এরা শক্তিশালী হবে শারীরিক ও মানসিক দিক থেক; অজগর পোষার কোন দরকার হবে না।
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েলীরা পারলে, আমরাও পারবো।
২| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
শেষ প্যারাটির বক্তব্য ভেবে দেখার মতো । কিন্তু ভাববে কে বা কারা ?
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
প্রথমে মানুষকে এসব করতে হবে ছোট আকারে, যাতে মিলিটারী ও রাজনীতিবিদরা বুঝতে না পারে; পরে, সরকারে নিজেদের লোকের দ্বারা এগুলো করায়ে নিতে হবে।
৩| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
কাওসার চৌধুরী বলেছেন: যে জাতির পুলিশ, মিলিটারি ও স্পেশাল বাহিনী মিথ্যা গল্পের অবতারণা করে এবং উহাকে প্রতিদিন ব্যবহার করে; সেই জাতির ভয়ঙ্কর সমস্যা আছে। এগুলো অজগর বাহিনী।"................
স্যার, সত্যি চমৎকার বাস্তবতা নির্ভর কছু কথা বলেছেন।
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
জাতির মিলিটারী মিথ্যা গল্পের পিতা, এটা কি মিলিটারী? এটা অজগর বাহিনী
৪| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়! ইদানিং আপনি দু-চার লাইন প্রতিউত্তর করছেন!
শরীর ঠিক আছে তো?
সুস্থ থাকবেন। না হলে আমার সাথে লড়াই করবেন কিভাবে?
পুনশ্চঃ একটামাত্র মন্তব্যে আমার হয় না! আমার মন্তব্য করার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন!!
০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
আমার চোখে সামান্য সমস্যা আছে; ব্লগে সবকিছুকেই সংক্ষেপ করার দরকার; ব্লগারদের অনেক পড়তে হয়।
একজনের ২/১টা কমেন্ট ওকে; বেশী কমেন্ট করলে, পোষ্টের ওজন কমতে থাকে, উহা আড্ডায় পরিণত হয়।
৫| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩৪
বিষাদ সময় বলেছেন: এটা দ্বিতীয় গণ্প জনাব, Operation Clean Heart এর প্রথম গল্প ছিল হার্ট এ্যটাক । কত কথা বলতে ইচ্ছা করছে কিন্তু কিছুই বলতে পারছি না.......................
০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
উহা ছিল ক্রস-ফায়ারে ভ্রূণ?
৬| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাজনৈতিক পোস্টে সমালোচনার দরকার আছে! সেখানে কমেন্ট লিমিট করার প্রয়োজন দেখি না!
আর মিলিটারি নিয়ে বললে আমি কয়েক ঘন্টা লেকচার দিতে পারবো! ঐ সালাদের আমার পছন্দ নয়!
১৯৭৫ এ কয়েক হাজার রক্ষীবাহিনী, তিন বাহিনী প্রধনরা কি বাল করেছে!2009এর বিডিয়ার বিদ্রোহের সময়ও এরা ব্যর্থ! কাজের সময় যদি এদের নাই পাওয়া যায় না, কি দরকার এত বেশী খোদার খাসি পালার??
০২ রা জুন, ২০১৮ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
জিয়া ও এরশাদ মিলে মিলিটারীকে পাকী মিলিটারী বানায়েছে; ওরা এখনো পাকীদের মতোই।
পিলখানায় অফিসারেরা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হওয়া, ও জেনারেল মইন তার অফিসারদের রক্ষা করতে অসমর্থ হওয়া ভয়ংকর দু:খজনক ও অদক্ষতার কাহিনী
৭| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: র্যাবের বিলুপ্তি প্রয়োজন। অতীতে দেশে সংঘটিত বড়বড় খুনখারাপির সাথে এদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এখনো গল্প সাজিয়ে খুনখারাপি চালিয়ে যাচ্ছে-
রাজনীতি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে জনসাধারণ'কে সচেতন ভূমিকা নিতে হবে।
০২ রা জুন, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
এরা পুরোদেশে ডাকাতী করছে, ব্যবসায়ীরা এদেরকে কোটী কোটী দিয়ে যাচ্ছে; সময় আসবে, এরা দেশ ছেড়ে পালাবে।
০২ রা জুন, ২০১৮ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ এদেরকে বুঝার অবস্হানে নেই; মানুষের ভুলের জন্য জেনারেল জিয়া আজও বীর; অথচ, সে ক্রমাগতভাবে ক্যু ঠেকাচ্ছিল আর মুক্টিযোদ্ধা সৈনিক হত্যা করছিলো; লিলিপুটিয়ানরা ভেবেছে, উনি গণত্ন্ত্র দিচ্ছেন মানুষকে।
৮| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৫
পবন সরকার বলেছেন: অন্য দেশের সাথে তাল মিলিয়ে চলা দরকার, সব চয়ে বড় দরকার দুর্নীতি রোধ করা। ধন্যবাদ গাজী ভাই।
০২ রা জুন, ২০১৮ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্যুরোক্রেটরা, প্রশাসন, আইন-শৃংখলা বাহিনী সবাই দুর্নীতিবাজ; এই দেশকে বদলাতে হলে, এদের সবাইকে বাদ দিতে হবে।
৯| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রসফায়ার চলছে দুই যুগের উপর। ৮৩ জন তো সবাই একই প্রকার হৃদরোগে মারা গেছিল।
সব গুনলে হাজার হাজার হবে, এতদিন কারও তেমন হুশ ছিলনা।
না কি হয়তো সেসব হিরোইঞ্চিদের মা বাপ ছিলনা .. বৌবাচ্চা ছিল না।
এখন তো দেখছি বিম্পি এমনকি জাশি সমর্থকরাও সেই যুবলীগ নেতার জন্য কান্নাকাটি করে বুক ভাসাচ্ছে।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
এটা ঠিক যে, কেহ শেখ হাসিনার জন্য কাঁদছে না, কেহ বেগম জিয়ার জন্য কাঁদবে না
১০| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: ইসরায়েল, নরওয়ের মানুষ এটা পারলে আমরাও পারবো। কিন্তু মাওলানা ভাসানী একবার বলেছিলেন, ভোট চাইনা ভাত চাই। আমাদের লোকজন কি বলবে? এদেশে খুব কম মানুষ রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও সঠিক চিন্তাভাবনা করার অবকাশ পায়। জনগনতো জানেনা, রাষ্ট্রে তাদের দায়িত্ব, কর্তব্য কি? জনগনকে সবার আগে শিক্ষিত করা চাই, মানুষকে জানতে হবে, রাষ্ট্র কি করার ক্ষমতা রাখে এবং নাগরিক কি করার ক্ষমতা রাখে। ধন্যবাদ।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংগাদেশের প্রতিটি পরিবার চায় যে, তাদের প্রতিবেশীর ছেলেমেয়েরা পড়ালেখায় যেন তাদের সন্তানদের সমান হতে না পারে।
১১| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতীয় গল্পটা ঠিকই ছিল। কিন্তু উহাতে কিছু স্থানীয় অসৎ রাজনীতিবিদ ও ঘুষখোর পুলিশ ঢুকে পড়ায় গল্পটা বিকৃত হয়ে গিয়েছে...
০২ রা জুন, ২০১৮ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
গল্পে মিলিটারী ছিলো, ও আছে; তা'হলে, গল্প যদি খারাপ হয়ে গিয়ে থাকে, মিলিটারীর কি অবস্হা?
১২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিলিটারি বিকৃতি ঘটায়নি। ঘটিয়েছে চিরকালের বিপথগামী পুলিশ! যারা বেতন কম বলে ঘুষ নেয়াকে হালাল মনে করেন...
০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
র্যাবের বড় অংশ মিলিটারী; মিলিটারী যদি গন্ডগোল না করতো পুলিশ ভয়ে কিছু করার সাহস পেতো না।
১৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৪৬
পিকো মাইন্ড বলেছেন: কিছু হইলেই জিয়ার দোষ, খালেদার দোষ। কিছু হইলেই ৭৫ সালের দোষ। দলকানাদের দুর্নীতি, নির্যাতন, হত্যা, ধর্ষণ আর চেতনার সবকে জাতি বড়ই অসহায়।
০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী সাধরণ মানুষকে হত্যার শুরু করেছে বেগম জিয়াকে বেকুব বানায়ে র্যাব গঠন করার পর; তার আগে তারা শেষ সাহেবকে হত্যা করেছে; সবকিছু একই সুত্রে গাঁথা। আপনার অবস্হা কানাবগির মতো!
১৪| ০৩ রা জুন, ২০১৮ ভোর ৬:৫৭
কানিজ রিনা বলেছেন: খালেদা করেছে জিয়া করেছে হাসিনা তার
দশগুন বাড়িয়েছে তাহলে কি দাঁড়ালো?
আল্লাহ্ চায়না এই সমস্যা সমাধান হোক
তাইনা?
আপনার ভাঙা ঢোল পিটানো বাদ দিয়ে নতুন
ঢোল পিটানো শুরু করুন, শাক দিয়ে মাছ
ঢাঁকার নীতি ছারুন। কবে খালেদা কি করেছে
তাই বলে হাসিনাও তাই করবে?
অতীতে খালেদা এতিমের টাকা দূর্নীতিতে জেল
খাটছে,তাতেই খুশিতে ডগমগ হয়ে এখনও
গীবদ গেয়ে যাচ্ছেন। আর বর্তমান সরকারের
সময় হাজার হাজার কোটি দূর্নীতির কি হবে
কিছুই বলেন না? অতীতের দূর্নীতির একশগুন
বেশী দূর্নীতির কি হবে?
দেশে মানুষ ভোটের অধিকার হাড়িয়ে ভোট
বিহীন সরকারের দুর্শাসনে অধিন্যাস্ত।
আপনার লেখা সাক দিয়ে মাছ ঢাঁকা,ভাঙা
বাঁজনা দলকাঁনা জাতের কথা বাদ দিয়ে
নিরপেক্ষ মানষীকতায় লিখুন। বর্তমান যা
ঘটছে ভাল মন্দ তুলে ধরুন।
আপনি আবু ছোলহর নজরুলের নিয়ে লেখা
পোষ্টে মন্তব্য করেছেন আল্লাহ্ চাইনাই নজরুল
মরু ভাস্কর বইটি শেষ করুক। আসলেও
আল্লাহ্ চায়নাই চাঁদগাজী মুক্তযুদ্ধ হিসাবে
চাকুরী করুক দেশে বাস করুক। আল্লাহ্
চায়নাই জাতির পিতা শেখমজিবর, জেনারেল
জিয়া দেশ শাসন করুক। আল্লাহ্ চায়নাই
জাতির পিতা মুক্তি যোদ্ধাদের নিয়ে দেশ
চালাক। আল্লাহ্ চায়নাই এদেশ পাকিস্তান
থেকে বাংলাদেশ হোক কি তাইত? হা হা হা।
গাজী প্লাসটিক তয় একটা কথা ঠিক
বলেছেন। পাকিস্তান থেকে শুরু হয়েছে
মিলেটারী স্টাইলে মানুষ মাড়া সেই স্টাইল
এখনও চলেছে। অপারেশন ক্লিলিন হার্ট থেকে
ক্রস ফায়ার, অতীতের কোনটা বাদ গেছে
বলতে পারবেন? দূর্নীতি মাদক ব্যবসা ধর্ষন
মহামারীতে পরিনত আরও একশগুন বেড়েছে।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ মানুষকে রাজনীতি শিখায়নি, রাজনীতি এসেছে মানব সমাজ বড় হওয়ায়, উন্নত হওয়ায়; হযরত আদম, হজরত নুহের যুগে রাজনীতির দরকার হয়নি।
শেখ হাসিনা রানীতি করার জন্য আওয়ামী লীগ দখল করেননি; উনার নিজস্ব এজেন্ডা ছিলো, সেটা দেখেছেন; উনার এজেন্ডা ছিলো মিলিটারী থেকে ক্ষমতা কেড়ে নেয়ার।
আজকে উনি আবার মিলিটারীকে মানুষ মারতে ব্যব হার করছেন। দরকার র্যাব ভেংগে দিয়ে, যারা র্যাবে ছিলো, তাদেরকে অবসরে পাঠানো, মিলিটারী ছোট করে ফেলা।
১৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৭:০৭
অক্পটে বলেছেন: শেষের দু'টো প্যারা যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
র্যাব ভেংগে দিয়ে, ২০০৩ সাল থেকে যারা র্যাবে ছিলো, সবাইকে অবসরে পাঠানোর দরকার; মিলিটারীকে ছোট করে ফেলার দরকার।
১৬| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের বিবেকবোধ, সততা ও মানবতাবোধ থাকতে হবে। দেশে ভালো প্যাচ লেগে গেল। এই সব প্যাচ খুলবে কে?
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
দেশে যেসব প্যাচ লেগেছে, এগুলো আওয়ামী লীগ একা সমাধান করতে পারবে না; দরকার "সর্ব-নাগরিক সরকার" গঠন করা।
১৭| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হত্যার মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন কোন নাম।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী শেখ সাহেবকে হত্যা করার মাধ্যমে দেশ দখল করেছিলো, এখন টাকার জন্য হত্যাকান্ড চালাচ্ছে মনে হয়; র্যাব গেংগে দিয়ে, র্যাবে থাকা সবাইকে অবসরে পাঠানোর দরকার।
১৮| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সবকিছুকেই ফাঁদ মনে হয়
বেরুবার উপায় জানা নাই!
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাও বের হতে পারছেন না, উনি নিজের জালে জড়ায়ে যাচ্ছেন
১৯| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:১৯
নীলপরি বলেছেন: ভালো বলেছেন ।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
যেই মিলিটারী শেখ সাহেবকে হত্যা করেছিলো, সেটা আজকের র্যাব; আবার নাগরিক হত্যা করছে।
২০| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৫৬
ching বলেছেন: পাহাড়ে মিলিটারি ভূমিকা নিয়ে কিছু লিখতেন?
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করার দরকার ছিলো; মিলিটারীর উপস্হিতি দরকার ছিলো, কিন্তু মিলিটারীর হাতে ক্ষমতা দিয়েছিল জেনারেল জিয়া; সেখানেও মিলিটারী সাধরণ মানুষের উপর হত্যাকান্ড চালিয়েছে।
২১| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৬
শাহাদাত নিরব বলেছেন: মেনে নিলাম বেগম জিয়া এই আগাছা রোপন করে গেছে কিন্তু পরবর্তিতে যারা এই আগাছা গুলোকে আগাছা জেনেও নিজের প্রাপ্তির জন্য ব্যাবহার করে যাচ্ছে সে কি অধিকতর অপরাধী নয় ?
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, শেখ হাসিনা বেগম জিয়াকে জেলে পাঠিয়ে দেয়ার পরও, বেগম জিয়ার মিলিটারীকে দেশ পরিচালনায় স্হান দিয়ে অন্যায় চালু রেখেছে।
২২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:০৭
জাহিদ অনিক বলেছেন: কলেজ লাইফে আমি দুই মাস লেফট রাইট ট্রেনিং করেছিলাম। উহু !!! কি যে কষ্ট !
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
হয়তো সেই কারণে কবিতা লেখা সম্ভব হচ্ছে! না হয়, কবিতা হতো নিজাম গাজীর কবিতার কাছাকাছি।
২৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টি ভেবে দেখার মতো।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
দেশে "সর্ব-নাগরিক" সেকার গটন করে, এটাকে দেশে পরিণত করার দরকার; এটা আওয়ামী লীগের বাজার হয়ে গেছে।
২৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। দেশের মাথারা ভেবে দেখতে পারে। মন্তব্যের মাঝে দেখলাম, চোখের সমস্যা আছে আপনার।
দ্রুত আরোগ্যলাভ করুন, এই কামনা করি।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
দেশের মাথা বলতে নেই, শেখ হাসিনা ভুলে গেছেন যে, মিলিটারী উনার বাবাকে হতয়া করেছিলো, আজকে অন্যদের বাবাকে হতয়্যা করছে।
২৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আকাশ কুসুম কল্পনা!!
বুড়া বয়সের ভীমরতি!!
আজে বাজে কাজে মন না দিয়ে
নিজের চোখের যত্ন নিন !!
নিজে বাঁচলে বাবের নাম।
কানিজ রিনার মন্তব্যটি মার্ক করে রাখতে পারেন,
নিজের সর্ম্পকে উচু ধারণা থাকা ভালো
তবে লিমিট ক্রস করা বোকামীনা গোয়ার্তুেমি
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
কানিজ রিনার নিজস্ব ভাবনা আছে, উনি উনার অবস্হানে থেকে কথা বলেন, আমি শুনি, ভাবি; আমাদের মাঝে কমন-গ্রাউন্ড আছে। যারা আকাশ কুসুম ভেবেছিলেন, তাঁরাই নতুন কিছু চেষ্টা করেছেন যুগে যুগে।
২৬| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
একদম_ঠোঁটকাটা বলেছেন: গনতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বাঁচিয়ে রাখতে চাইলে সামরিক লোকজনকে প্রশাসনে নাক গলাবার সুযোগ করে দেওয়া উচিৎ নয়।
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
র্যাবে যারা ছিলো সবাইকে দেশের বাইরে শান্তি মিশনে পাঠিয়ে দেয়ার দরকার; সেখান থেকে ফিরে আসলে রিটায়ার, এরা দেশের নাগরিক হত্যা করেছে ও টাকা ডাকাতীতে আছে।
র্যাব ভেংগে দেয়ার দরকার।
২৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
২৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২১
নতুন বাঙ্গাল বলেছেন: দেখুন আমরা জাতি হিসাবেই 'আইনের শাষন' এর আনুপযোগি। বরং 'বেআঈনি শাষন' বা 'বিচার বহির্ভুত' বন্দুকযুদ্ধই আমাদের জন্য কার্যকরি। খালেদা জিয়া বাধ্য হয়েছিলেন এই গল্পের অনুমোদন দিতে, আর হাসিনা চালিয়ে যাচ্ছেন কারন উনি দেখেছেন বাংালি কে এই গল্প ছাড়া ম্যানেজ করা কঠিন। আমার মনে হ্য় যেদিন থেকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, সেদিন থেকে কোন ক্রসফায়ারের প্রয়োজন হবে না।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়া একজন জীবন্ত ইডিয়ট, উনি জানতেন না, র্যাব জাতির কি ক্ষতি করবে। শেখ হাসিনা এখন উহাকে কাজে লাগাচ্ছে, বিএনপি'র ২য় সারি ও ৩য় সারির লোকেরা উনাদের নেত্রীর আবিস্কার করা "ক্রস-ফায়ারের' ভয়ে প্যান্টে প্রশ্রাব করে।
২৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩০
প্রামানিক বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ
৩০| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াকে ব্য হার করে মিলিটারী দেশের ক্ষতি করেছে ভয়ংকরভাবে
৩১| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: জাহেদ হোসেন লাকী- আমার ধারনা লোকটা ভন্ড।
০৯ ই জুন, ২০১৮ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
যথাসম্ভব
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
তারেক ফাহিম বলেছেন: শেষাংষে আদো কী বাস্তবায়িত হবে।
তবে ভালো লাগলো।