নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

র‌্যাবের ভয়ে বিএনপি\'র ২য়, ৩য় সারির নেতারা নিজের নামই ভুলে যাবে

০৫ ই জুন, ২০১৮ রাত ২:৩১



বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আবিস্কার ও অবদানগুলোর মাঝে সবচেয়ে কার্যকরী হচ্ছে "র‌্যাব গঠন"; আজকে, এই র‌্যাবের ভয়ে বিএনপি'র ২য় ও ৩য় সারির নেতারা প্যান্টে হিসু করছে, এবং এই ভয়ের কারণে, "ঈদের পরের আন্দোলনে" রাস্তাায় কেহ থাকবে না। বেগম জিয়া উনার বিরাট আবিস্কারটা শেখ হাসিনাকে দিয়ে গেছেন। এবার মাদক বিক্রেতাদের অবস্হা দেখার পর, ঈদের পর বিএনপি'র লোকজন বেগম জিয়ার জন্য রাস্তার ধারে কাছেও যাবে না।

স্নো-পাউডার রাজনীতিবিদ, বেগম জিয়া ছিলেন মিলিটারীর মুখপাত্র; উনার পুরো সময়টা দেশ চালায়েছে মিলিটারী; দেশের ২৩ জন লিষ্টেড সন্ত্রাসীকে সামনে রেখে, মিলিটারী ২০০৪ সালে 'র‌্যাব' গঠন করে, বেগম জিয়ার টিপসহি নিয়েছে; আজকে র‌্যাবের ভুমিকা বিএসএফ থেকেও ভয়ংকর; বিএসএফ'কে সামান্য টাকা দিয়ে চোরাকারবারীরা গরুমাতাকেও নিয়ে আসছে বাংলাদেশে; আর র‌্যাব কিংবা র‌্যাবের নামে পুলিশেরা দুষ্ট-লোকজন, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের ধরে কোটী কোটী টাকা আদায় করছে, তারপর মেরে ফেলছে।

বিএনপি ও আওয়ামী লীগের ২য় ও ৩য় সারির নেতারা কোন না কোনভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার, চোরাকারবারী, মাদক ইত্যাদির সাথে জড়িত ছিল, কিংবা আছে; এখন তারা মোটামুটি ভয়ে আছে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে কিনা!

টেকনাফের যুবলীগ নেতা একরাম এক সময় ইয়াবার মাঝারি ধরণের গড-ফাদার ছিলো; সেই সময়, উনি মনে হয়, র‌্যাবকে পাত্তা দিতো না; যুবলীগের লোক হওয়াতে র‌্যাব কিছুই করতে পারেনি, সব হজম করেছে; এখন মনে হয়, আওয়ামী লীগের কোন নেতা বা গ্রুপ থেকে র‌্যাব ক্লিয়ারেন্স পেয়েছে; তারা আগের রাগ উড়ায়েছে। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, অবস্হা দেখে মনে হয়, র‌্যাব এই সুযোগের অপেক্ষায় ছিল।

একরামের অবস্হা দেখে যুগলীগ ও ছাত্রলীগের ইয়াবা লোকজন বড় নেতাদের আশ্রয় খুঁজে বেড়াচ্ছে; বিএনপি'র গুলোও আওয়ামী লীগের ছায়াতলে আশ্রয় খুঁজবে; ফলে, তারা আর বেগম জিয়ার জন্য রাস্তায় যাচ্ছে না; তারা আওয়ামী লীগের নেতাদের মন রক্ষা করার চেষ্টা করবে ও র‌্যাবের চোখে পড়ার মতো কিছু করবে না। ঈদের পরে আন্দোলন তো দুরের কথা, ঠিক মত ঈদ করতে পারে কিনা, কে জানে!

বেগম জিয়া ভালো আবিস্কারই করে গেছেন, ইহা এখন বিএনপি'র নীচের লেভেলের নেতাদের সারাক্ষন ভয়ংকর ত্রাসের মাঝে রাখবে; নেতারা আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকবেন; ফলে, বেগম জিয়ার জন্য কেহ রাস্তায় যাবার সম্ভাবনা নেই!

শেখ হাসিনার উচিত র‌্যাবকে বিলুপ্ত করে দেয়া; ২০০৪ সাল থেকে শুরু করে, আজ অবধি যারা র‌্যাবে ছিলো, তাদেরকে অবসরে পাঠিয়ে দেয়া; উনি ভুলে যাচ্ছেন যে, মিলিটারী উনার বাবাকেও হত্যা করেছিলো।

মন্তব্য ৭২ টি রেটিং +১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:৪০

জাহিদ অনিক বলেছেন: বাঘে হরিণে এক ঘাটে জল খাবে বলছেন ?

০৫ ই জুন, ২০১৮ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


খাওয়া শুরু হয়েছে; বেগম জিয়া নিজের আবিস্কারের ফলাফল হাতেনাতে পাচ্ছেন; একটা পেটেন্ট করে নিলে আরো দিতো।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাজনীতি না জানা মেকাপ ম্যাডাম বরাবরই ভুল কাজ করেছেন! না বুঝেই অনেক আকাইম্মা স্বীদ্ধান্তের চারাগাছ রোপণ করেছেন! সেসব গাছের কোন ফলই তিনি খেতে পারেন নি! গাছগুলোর ফল খাচ্ছে শেখের বেটি! কিন্তু বদনাম হয়েছে/হচ্ছে মিডামের!!!;)
(ধাঁধাটা বুঝেছেন?)

@ঈদের পরে আন্দোলন তো দুরের কথা, ঠিক মত ঈদ করতে পারে কিনা, কে জানে!
-- আপনি এখনো একচোখা থেকে গেলেন!!
আমি চাইনা কোন আন্দোলন হোক! এরা আন্দোলন করে মানুষের জীবন নেয়া ছাড়া ভাল কিছু করে না!!

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


ড: খোন্দকার ও ফখরুল সাহেব বলছেন, আন্দোলন ছাড়া উপায় নেই, উনাদের হারাবার কিছুই নেই, পিঠ দেয়ালে! কিন্তু নীচের লেভেলের নেতারা র‌্যাবের খাতায় নাম লিখাতে যাবে না।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শেখ হাসিনার উচিত র‌্যাবকে বিলুপ্ত করে দেয়া;"
-- এই কথা বিএনপিই বলেছিল। তবে লাভ নেই/ হবে না! সরকার নিজেদের প্রয়োজনে কালসাপ পুষবে!;)
আরেক প্রজাতির সাপ পুলিশবাহিনী!! তারাও কি কম আকাম করেছে/করছে??
আর কিংকোবরা সেনাবাহিনী তো আছেই!! যদিও তাদের বিষদাঁত ভাঙা! হাচু আপা রাজনীতিই যাই বুঝুক, ওঝাগিরিতে তুখোড়!;)


পুনশ্চঃ
সব ওঝার মৃত্যু কি সাপের কামড়ে হয়??

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে চলে যাবার পর থেকে মানুষ এখন শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের প্রতি নজর রাখবে; এখন সব নজর উনার একার উপর; এখন তিনি আর মানুষের সহানুভুতি পাবেন না; সেটা যত তাড়াতাড়ি বুঝেন, ও মানুষের অধিকারের কথা মনে রাখেন, ততই উনার জন্য ভালো হবে।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি ২য়/৩য় সারির নেতারা দুষ্ট হয় তাহলে দমন করাই ভালো। আফটার অল, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভাল। তাছাড়া বিএনপি'র এক নেতাকে একবার আফসোস করতে দেখেছি অপারেশন ক্লিন হার্ট(২০০২)-এর ব্যপারে। বিএনপি'র অনেক ক্যাডারও তখন হার্ট এটাক করে মারা গিয়েছিল। বিএনপি থাকলে rab-এর অপব্যবহার এরকম হত না হয়তো বা...

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি থাকলে র‌্যাব কি করতো বলা মুশকিল; তবে, ১৯৭৫ সালের পর থেকে উহা মিলিটারী নেই, এগুলো মারাঠা।

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: র‍্যাবের বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিরোদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় সোচ্চার ছিলেন, বলেছিলেন ক্ষমতায় এলে এসব বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিচার করবেন আর র‍্যাব বন্ধ করবেন।
ক্ষমতায় এসে তিনি কথা রাখেননি, বরং ক্ষমতাকে নিরঙ্কুশভাবে পোক্ত করার জন্য ব্যপকভাবে ওদের ব্যবহার করছেন। লুণ্ঠিত মানবতার আর্তনাদকে তিনি উপেক্ষা করেন অবলীলায়।
আমজনতা সকল অন্যায়ের বিরোদ্ধে থাকে সব সময়। সুযোগ এলে তা কাজে লাগায়। ইতিহাস তার প্রমাণ। দুর্ভাগ্য! আমাদের রাজনীতিবিদরা ইতিহাস থেকে কখনো কোন শিক্ষা গ্রহণ করেন না।
রূঢ় হলেও সত্য, প্রকৃতির নিয়মেই দিন বদলায়। ১/১১ আগে স্বয়ং খালেদা জিয়াও ভাবেননি তাঁর সেই হালুয়ারুটির ক্ষমতার দিন বদলাবে। কার ভাগ্যে কখন কি আসে জানা তো নেই।

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যতটুকু আয় করেছেন, ফালু যতটুকু আয় করেছে, বিএনপি'র লোকেরা যা আয় করেছে, ওদের ২/১ জেনারেশন চলে যাবে। মানুষের অধিকারের অংশ দখল করেছে ওরা।

শেখ হাসিনা কোনদিনও নিজের বাবাকে অনুসরণ করেননি, তিনি জিয়ার প্রশাসন রেখেছেন, বেগম জিয়ার র‌্যাব রেখেছেন।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:২০

কানিজ রিনা বলেছেন: রক্ষীবাহিনী থেকে র‍্যাব, অপারেশন ক্লীনহার্ট
ক্রস ফায়ার। এখন দলের লোক হোক আর
বিরোধী হোক ইয়াবা সম্রাটরা উমরা হজে
যাচ্ছে। আর হোমড়া চোমড়া মাড়া যাচ্ছে।
দেশের যুব সমাজ যারা মাদকাশক্ত তারা
কিনে খায় তারা যদি মাড়া পরে তাহলে
তিন ভাগের দুইভাগ যুব সমাজ মাড়া পড়বে।
তথাপি যতদুর জানাযায় একভাবী বলছিল
বুড়োভামরা নাকি এই ইয়াবা খায়।
তারাও যদি মাড়া পড়ে তাহলে দেশে আর
মানুষ থাকবে শসান হবে। তবে তাই হোক
তবে তাই হোক। কোটি কোটি পতি মাদক
সম্রাট হজ্জ পালন করুক।

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


মাদক সম্রাটের ওমরার কি শেষ হবে? মনে হচ্ছে, এই ওমরার শেষ নেই।

টেকনাফ ও বর্ডারের লোকের একমাত্র আয় হলো চোরকারবারী; টেকনাফ কোথায় ঢাকার প্রশাসন জানতো না এতদিন; এখন টের পেয়েছে; কারণ, ওদের আয় ব্যুরোক্রেটদের কাছাকাছি।

র‌্যাবের ভয়ে সাধরণ মানুষ রাজনীতি থেকে পুরোপুরি সরে যাবে; বেগম জিয়া ২৩ জন মানুষ ঠেকাতে এক কল বানায়ে গেছেন।

৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৩৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাসিনা যা রেখেছেন তা নিজের স্বার্থেই রেখেছেন, দয়া পরবশ হয়ে না।
দুর্নীতির বাজারে বিএনপি, আওয়ামীলীগ কেবল দুটো পিঠ। লুটতরাজ কেউ কারোর চেয়ে কম করছে না। যে যতোই সাফাই গায় না কেন, সততা ওদের কারো মধ্যেই নাই। ওরা একে অপরের পরিপুরক। ভয় যা পায় জনগণকেই। তাই ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য হাজারটা তালবাহানা ।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বাবাকে মেরে লোকজন ক্ষমতা দখল করেছিলো; সেই ক্ষমতা উনি কেড়ে নিয়েছেন; উনি সেটা ওদেরকে ফেরত দেয়ার কোন কারণ থাকতে পারে না। বিএনপি উনার জন্য রাজনৈতিক দল নয়, মানুষের জন্য হতে পারে।

৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৪১

জাহিদ হাসান মিঠু বলেছেন:

RAB তৈরি করার প্রথম দিকে শেখ হাসিনার একটা জনসভায় গিয়ে ছিলাম (জিবনে সেই প্রথম সেই শেষ জনসভায় যাওয়া), সেখানে শেখ হাসিনা সরকারি দলের অনেক সমালোচনা করলেন, RAB নিয়ে অনেক সমালোচনা করলেন, একপর্যায়ে তিনি বললেন RAT কে তো CAT খেয়ে ফেলবে !

তারপর তো আর কম সময় গেল না,
উনি সরকার গঠন করার এতদিন পরও RAB এখনও বহাল তবিয়তেই আছে !

তাই ওনার সেই দিনের জনসভার কথাটা আমার কাছে আজ উল্টো মনে হচেছ, RAT কে CAT খেতে পারেনি, CAT কেই RAT খেয়ে ফেলেছে !

ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:


উনি বিএনপি'র সাথে রাজনীতি করেন না, উনার এজেন্ডা হলো বিএনপি'কে ক্ষমতার বাহিরে রাখা; সেটা যেভাবেই হোক।

৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৪২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার ভাবে সত্যটি তুলে ধরেছেন, স্যার। (৫) প্যারাটি মনে দাগ কেটেছে।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার মেকানিজমটি উনার উপর প্রয়োগ করা হচ্ছে।

১০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৪৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ক্ষমতার শেষকালে এসে মাদকের বিরোদ্ধে জিহাদ ডেকেছে, এটা কি পাবলিক বুঝে না, কি উদ্দেশ্যে কি .......
মাদক কি ২০১৮ সালেই দেশে উপচে ওঠেছে! দুইচার বছর আগে কি সকলে নাকে খাঁটি সরিষার তেল মেখে ঘুমিয়েছিল? এখন কেবল ক্রশ ফায়ার হচ্ছে!!!!
সামনে ইলেকশন । চাঁদগাজী ভাই আসল কথাটা এড়িয়ে যাচ্ছেন কেন?

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



ইলেকশানে উনি এসব কিভাবে কাজে লাগাবেন আমার মাথায় ঢুকছে না।

১১| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৩

কানিজ রিনা বলেছেন: ১২ ১৩ বছর ধরে অপারেশন ক্লীনহার্ট ক্রস
ফায়ার চলছে জঙ্গী দমন সন্ত্রাস দমন যদি
আরও ১০ ১২ বছর লাগে মাদক ব্যবসায়ী
দমন করতে তাহলে কি হবে চিন্তা করা
যায়?। জঙ্গী দমন সন্ত্রাস দমনেও অনেক
নিরঅপরাধ মাড়া পড়েছে। তেমনি ভাবে
মাদক সন্ত্রাস দমনে কতটা নিরঅরাধী মাড়া
পড়বে কে জানে।
তবে মনে হয়না প্রসাশনে দূর্নীতিবাজ কর্মকর্তা
যারা মাদক সম্রাটদের কাছে টাকা পায়
তাদের মাড়বে বলে আশা করা যায়না।
যদিও প্রশাসন র‍্যাবে অনেক অনেক সৎ
কর্মকর্তা আছে তাদের উপর ভার দিলে
হয়ত ভাল হয়। এবিষয়ে বর্ডারগার্ড সততার
সাথে বর্ডার নিয়ন্ত্রন জরুরী। বিমান বন্দর
সী বন্দর গুল সতর্কতা গোয়েন্দা ততপর
বাড়ানোও বিশেষ ভাবে জরুরী।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী ও পুলিশকে ঠিক করতে হলে, বর্তমানের সবাইকে অবসরে পাঠাতে হবে।

১২| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:০৮

অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: তার অস্ত্র তাকে দমনে কার্যকরভাবে লাগিয়েছে প্রধানমন্ত্রী..ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার .

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



ইহা কি আসলে প্রধানমন্ত্রী, নাকি দেশের মালিক, বলা মুশকিল।

১৩| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: র‍্যাবের জন্মদানকারী বিএনপির নেতারা র‍্যাবের ভয়ে আজকাল প্যান্টে মূত্র ত্যাগ করিতেছে | ভবিষ্যতে র‍্যাবের লালনকারী বা ব্যবহারকারী আওয়ামী নেতারাও হয়তো প্যান্টে মূত্র এবং ম... উভয়ই ত্যাগ করিতে পারে.....

ইতিহাস বড়োই নির্মম !

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


মগজহীনরা মিলিটারী ব্যতিত চলতে পারবে না।

১৪| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উপসংহার চি অসাধারণ হয়েছে, স্যার। এটাই সবার মনে কথা।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ভুলে গেছে যে, মিলিটারী উনার বাবাকে হত্যা করেছিল; এদের সংখ্যা কমিয়ে ৩০ হাজারে আনার দরকার।

১৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: মেকাপ ম্যডামের বড় প্রিয় জিনিষ ছিল ক্ষমতা,অঢেল টাকা, বিলাশিতা, ঠাটবাট আর অহংকার। সব এখন ধুলায় মিশে কারাগারে বসে ৩৯ টাকার ইফতারি বসে বসে খেতে হচ্ছে। আমাদের জীবদ্দশায় এই ডাইনির এই হাল দেখার সৌভাগ্য যে হয়েছে তার জন্য শুকরিয়া। এখন ভ্যম্পায়ার ম্যডাম যার মুল আসক্তি জনগনের রক্তে , তার পরিনতি দেখার সৌভাগ্য কি হবে?

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বিদ্যাবুদ্ধি ও দক্ষতা আজকের আধুনিক দেশ গঠনের জন্য যথেষ্ট নয়; কিন্তু বাবার করুণ মৃত্যুর পর, উনি কেউকে বিশ্বাস করেন না; নিজে যা বুঝেন, সেটাই করছেন; উনাকে সেটা করতে বাধয় করেছে বাংলাদেশ মিলিটারী।

১৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বিএনপি র‌্যাব গঠন করার পর তাদের স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতাও দিয়েছিল,তখন তারা দলমত তোয়াক্কা না করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় সর্বক্ষেত্রে প্রসংসিত ও গ্রহনযোগ্যতা পেয়েছিল।যে দল ক্ষমতায় থাকে সে দলের কিছু নেতা-কর্মীদের দাপট-উছৃঙ্খলা-অবৈধ কর্মকান্ড বেড়ে যায় এটাই স্বাভাবিক,তাই তৎকালীন সময়ে বিএনপির েসব নেতা-কর্মীরাই বেশী দমিত হয়েছিল।বিএনপি র‌্যাব কে বিরোধীদল দমনে ব্যবহার করে নি।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি র‌্যাব গঠন করেনি, মিলিটারী বিএনপি ও র‌্যাব গঠন করেছিলো; তখন র‌্যাব স্বাধীন ছিলো, ভেবেছিলো দেশ ওরাই চালাবে আজীবন; সেটা ঘুরে গেছে।

১৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১০

ঢাবিয়ান বলেছেন: আপনার তথ্যে ভুল আছে। একরাম ইয়াবা ব্যবসায়ী ছিল না। সাংবাদিকদের অনুসন্ধানে বের হয়ে এসেছে যে,টেকনাফের সাধারণ মানুষ তাকে মাস্তান বা চোরাচালানি হিসেবে চেনেন না, জানেন না। একজন ভালো রাজনীতিবিদ বা কাউন্সিলর হিসেবেই পরিচিত ছিলেন একরামুল।তার সাথে বরং বদির শত্রুতা ছিল। পুলিশ তাকে মেরে ফেলার স্বপক্ষে কোন প্রমান দিতে পারেনি। যে কারনে সেতু মন্ত্রী বলেছে যে '' এরকম দুই একটি ভুল হতেই পারে''। ব্লগ যদিও তেমন কোন বড় মাধ্যম নয়। তারপরেও ভুল তথ্য ছড়ানোটা সঠিক কাজ নয়।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমি জেনে বলছি।

১৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: এটাই নিয়ম গাজীভাই। এদেশে একজনে গাছ লাগায় আর একজনে ফল ভোগ করে।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিষবৃক্ষ রোপন করেছেন বেগম জিয়া, উহার ফল ভক্ষণ করছে বিএনপি

১৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

কলাবাগান১ বলেছেন: রগ না কাটার পর ও ব্লগে যখন গুজব ছড়ানো হয়েছিল কানাডা প্রবাসী ব্লগার দ্বারা তখন কেন বলেন নাই
"তারপরেও ভুল তথ্য ছড়ানোটা সঠিক কাজ নয়।"
@ ঢাবিয়ান

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে যুদ্ধের সময়ের মতো বিশৃংখল হয়ে গেছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো

২০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: নৌকা আর ধানের শিষ
দুই সাপের একই বিষ
এর সাথে মিরে যারা
জনতার ভাবনা ভাবিস

বেকামি ছাড়া এযে কিছুই না
ওরা যে একই পাখির দুই ডানা ।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নৌকার কেহ ছিলেন না, উনি সেটা দখল করেছেন; উনার উদ্দেশ্য ছিলো বাবার হত্যাকারীদের ঝুলানো ও ওদের ব্যবসা বন্ধ করা।

২১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: অর্থমন্ত্রী গতকাল কি বলেছেন- শুনেছেন?

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সাহেব ২/৩ বছর পাগল ছিলো, বাহির থেকে বুঝা যায়নি; মুহিত অনেক আগের থেকে পাগলামীতে ভুগছে; দোষ হলো শেখ হাসিনার।

২২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

ঢাবিয়ান বলেছেন: @ রাজিব , কাকে কি জিজ্ঞাসা করেন? উনি খালেদা ছাড়া আর কারো কথা বার্তায় আগ্রহী না।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া ৩৫ বছর একটি জাতির ক্ষতি করার পর জেলে গেছে, এটা জাতির জন্য একটা মুক্তি, আপনার জন্য মনিব হারানোর সমান।

২৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেষ কথাটুকুতে একমত,

র্যাব গঠন করে বেগম জিয়া অনেক হত্যাকাণ্ড চালিয়েছিল, অনেক অর্থ চুষে নিয়েছিল বাংলার মানুষদের কাছ থেকে। এখন নিজের তৈরি ফাঁদ নিজেকেই আটকে দিয়েছে। আসলে পাপ বাপকেও ছাড়ে না। র্যাব দিয়ে কর্তব্যরত পুলিশকে রাস্তাঘাটে হেয় করেছে, কর্তব্যরত পুলিশকে মারিয়েছে বেগম জিয়া, সেনাবাহিনীর লোকজন পুলিশকে অনেক নির্যাতন করার সুযোগ পেয়েছিল, যা বেগম জেনেশুনেই পরিচালক হয়ে বসেছিলেন।

ভালো লাগলো আপনার পোষ্ট পড়ে, সত্যি কিছু সুন্দর ও হক কথা বলেছেন।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে ২০০৭ সালে জয়ী করানোর জন্য মিলিটারী র‌্যাব গঠন করেছিলো, বেগম জিয়া থেকে টিপ-সহি নিয়েছিল; বেগম জিয়ার মাথায় ছিল স্নো-পাউডার।

২৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১৭

রাফা বলেছেন: সব কথার শেষ কথা ,মনে করুন একরাম একজন কুখ্যাত লোক ।কিন্তু এই কারনে কি বিনা বিচারে হত্যা করা জায়েজ হয়ে যায়?
রাজাকাররা পর্যন্ত বিচারের সুযোগ সুবিদা পেলো ।তাহলে একরাম কেনো পাবেনা।নাকি গড-ফাদারদের বাচাতে এই প্রয়াস।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


পুলিশেরা গডফাদারকে ধরাবে না, পুলিশ ও গডফাদারেরা মিলে মাদক ব্যবসা করছে! র‌্যাব হয়তো আগের থেকে টার্গেট করেছিলো একরামকে, আওয়ামী লীগের ভয়ে আগে মারতে পারেনি; এবার আওয়ামী লীগের কেহ না কেহ গ্রীন সিগন্যাল দিয়েছে মনে হয়!

২৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০৭

টারজান০০০০৭ বলেছেন: ঝিকে মারিয়া বৌকে শেখানো !!!!!!

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এর থেকে বেশী জানে না, উনার বিদ্যাবুদ্ধ এতটুকু

২৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৬

সনেট কবি বলেছেন: অপরকে শিক্ষা দিতে গিয়ে বি এন পি নিজেরাই যথেষ্ট শিক্ষা পাচ্ছে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সঠিক পাওনা হচ্ছে, কমপক্ষে ডা: বদরুদ্দোজা, কর্ণেল অলি, এমাজুদ্দিন সাহেব, আমান উল্লাঃ আমানকে নিয়ে ২০/২৫ জন নেতাকে দেশ দেশ বের করে দেয়া, ও দলটিকে বিলুপ্ত করে দেয়া।

২৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

অচেনা হৃদি বলেছেন: প্রবাদ আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেই তাতে পতিত হয়...

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



২০০৪ সালে, মিলিটারীর কাছে এতটুকুই সমাধান ছিলো; ২৩ জন বড় সন্ত্রাসী ও তাদের নেটওয়ার্ক থামাতে র‌্যাব গঠন করেছিলো।

২৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

আখেনাটেন বলেছেন: আসলে র‌্যাব গঠন কোনো ভুল কিছু না। দেশে দেশে এরকম বাহিনি রয়েছে। কিন্তু শাসকদের যদি অসৎ উদ্দেশ্য (বিএনপির নিশ্চয় ছিল) থাকে তার ফল খারাপ হতে বাধ্য। হচ্ছেও তাই। ক্ষমতার অপব্যবহার তো সেই আদিকাল থেকে এ দেশে দেখে আসছি।

শাসকেরা যদি শোষকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে কোনো র্যাব, পুলিশই কার্যকরী হওয়ার কথা না রাষ্ট্রে। এখন কি মনে হয় এই বাহিনিগুলো এ দেশে কার্যকরী ভূমিকা পালন করছে? সেনাবাহিনির ক্ষেত্রে কী বলবেন? এদের কাজ কি ঠিকাদারী কিংবা ব্যবসা করে ঢাকার অর্ধেক দখল করা নাকি অন্য কিছু করা?

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


২০০৪ সালে, দেশের বড় সমস্যা ছিলো ২৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসী, ও জামাত-শিবিরের সন্ত্রাস; জামাতী সন্ত্রাস ছিল বিএনপি'র পক্ষে। আজকে বিএনপি'র যে অবস্হা, ২০০৭ সালের ভোটে আওয়ামী লীগকে এই অবস্হানে নেয়ার জন্য র‌্যাব গঠন করেছিলো মিলিটারির একাংশ, অন্য অংশ তা পন্ড করে দিয়ে ক্ষমতা দখল করে নিয়েছিলো।

২৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

ঢাবিয়ান বলেছেন: আমি মাইনাস টু' এর পক্ষের লোক। আমার কোন মনিব নাই

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি দুটোকেই সরায়ে দেন।

আমি বেগম জিয়াকে সরানোর একজন সাপোর্টার মাত্র।

৩০| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিজন রয় বলেছেন: এইভাবে চলতে থাকলে দেশ থেকে মাদক যাবে না, অন্য পথ খুঁজে নেবে তারা।

আপনি কি কখনো কোন মাদক গ্রহণ করেছিলেন?

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


না, আমি কোন মাদকের স্বাদ নেইনি, মানে ব্যবহার করিনি।

আসলে, আওয়ামী লীগ মনে হয়, বিএনপি'র তৃণমুল নেতা, সাধরণ তরুণদের রাজনীতি থেকে দুরে সরানোর চেষ্টা চালাচ্ছে।

৩১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে আমার দুই তিনবার করে আসতে হয়।
এখন আবার এলাম। মন্তব্য গুলো পড়তে।

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, লোকজনের ভাবনাগুলো বুঝতে পারলে, একটা ধারণা হওয়ার কথা

৩২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৯

অক্পটে বলেছেন: দেশতো এখন খালেদা চালায়না।

০৬ ই জুন, ২০১৮ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


এখন উনি চালান না, কিন্তু এখানে আসার ব্যবস্হা করে গেছেন।

৩৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:৩৫

পিকো মাইন্ড বলেছেন: একরাম নাকি ইয়াবা ব্যবসায়ী! মনে হয় চাদগাজীর বয়স একটু বেশিই বেড়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে লিখেছে।

০৬ ই জুন, ২০১৮ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি পত্রিকা পড়ি না, আমি লজিক্যালী মিলিয়ে দেখি।

৩৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ৩:৪৯

অনল চৌধুরী বলেছেন: একরাম মাদক ব্যবসায় ছিলো-এতো বড় একটা কথা কি তথ্য-প্রমাণের ভিথ্তিতে বলছেন?তাহলে তো অার কোন তদন্ত কমিটির কি তথ্যের ভিত্তিতে বললেন একরাম মাদক ব্যবসায়ী ছিলোঅাপনি নিজেই যদি সবকিছু জানেন,তাহলে তো অার কোন তদন্ত কমিটির দরকার নাই।অাপনি একাই সবকিছূ।
টেকনাফ ও বর্ডারের লোকের একমাত্র আয় হলো চোরকারবারী; টেকনাফ কোথায় ঢাকার প্রশাসন জানতো না এতদিন; এখন টের পেয়েছে; কারণ, ওদের আয় ব্যুরোক্রেটদের কাছাকাছি।-
সব ব্যাপারে সত্য গোপন করা আপনার একটা বাজে স্বভাব।ওখানে কৃষিকাজ হয় অার পর্যটনের সাথেও অনেক লোক জড়িত।ওখনকার খুব কম লোকই ইয়াবার ব্যব্সা করে।যারা করে তারা ধনী।কিন্ত বেশীরভাগ লোকই গরীব।ওদের মানবতাবোধ চূড়ান্ত পর্যায়ের।তাই নিজের জায়গায় সংখ্যালঘু হয়ে ১২/১৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


টেকনাফের লোকজন আগে চাষবাস করতো, মাছ ধরতো; ধানের চাষ করে সারা বছরে যা পায়, বছরে ৩/৪ বার ইয়াবা নিয়ে গেলে ঢাকায়, তার ১০ গুণ বেশী পায়।

৩৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ২:৫৮

অনল চৌধুরী বলেছেন: They are very few in number.

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



র‌্যাবের ভয়ে নম্বরটা আরো কমে আসবে।

৩৬| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: র‍্যাবকে বিলুপ্ত ক'রে দেওয়া শেখ হাসিনার অন্যতম রাজনৈতিক সিদ্ধান্ত হবে, ব্যক্তিগতও। র‍্যাব তারও পতনের সিঁড়ি হতে পারে।

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


র‌্যাব কেন্টনমেন্টের কথানুসারে চলে; একদিন সবকিছু দখল করে ফেলটে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.